Maybe amar comment choke nao porte pare. Dosto Eather, proud of you. Class e daray gawa cheleta ajke jiboner gaan gaitechis, top singer der modhdhe ekjon amar kache tui. Tor fan, Tor friend commerce e, Rani Bilash er. ❤️ From Portugal 🇵🇹
ইশ যদি আবার সেই ছাত্রজীবনে চলে যেতাম। যখন ছিলোনা টাকা পয়সা কামানোর চিন্তা, ক্যারিয়ার করার চিন্তা। বাস্তব জীবন বড়ই কঠিন। রাতে গানটা শুনে কেন জানি সেই কয়েক বছর আগের সেই সময়টায় ফিরে যাচ্ছি। ইশ টাইম মেশিন যদি থাকতো।
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে!
এই গানের গায়কটা কে দেখার অনেক ইচ্ছা। এতটা অনুভূতি নিয়ে গানটা লিখেছেন মনে হয় এটা তার হৃদয়ের ভাষা। আর lyrics গুলো শুনলে মনে হয় উনি ওই প্রত্যেকটা দিনগুলি অতিবাহিত করছেন। প্রতিদিন এই গানটি না শুনলে দিনটি অপূর্ণ থেকে যায়।❤❤ জানি এই কমেন্ট টা অনেক দেরিতে করেছি কিন্তু যদি দেখে থাকেন পিল্জ রিপ্লাই .........😞
""আসিফ আমাদের ৪ বছরের সম্পর্ক দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও"" 💔 কীভাবে দুঃস্বপ্ন ভেবে সম্পর্ক ভোলা যায় আমার জানা নেই। 🙂 অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় নাহয় সরে আসা লাগে। আমি ক্ষমা করবার মতন মহত্ত্ব নিয়ে পৃথিবীতে আসিনি; তাই সরে আসি নিঃশব্দে,নিঃশর্তে,গোপনে..🥀
আমি জানিনা তুমি এত আন্ডাররেটেড কেন ভাই কিন্তু তোমার গানের টিউন,লিরিক্স, কনসেপ্ট এত অসাধারণ আমি চিন্তা করি আসলে এসব মিউজিশিয়ান্দের ফ্লোর পেতে এত টাইম লাগে কেন? চালায় যাও ভাই। আশা করি একদিন অনেক শাইন করবা।
এতো ভালো অভিনয় কেনো জানি নাহ 🙂 আজকে অভিনয় জানলে আমিও হয়তো ভালো থাকতাম.. আশে পাশের ৮ ১০ টা বন্ধুর মতো প্রান খুলে হাসতে পারতাম.. আমি বুঝি নাহ মানুষ ৫ বছর কিভাবে নিখুত অভিনয় করে যায়... এরা কি আসলেই মানুষ? May allah bless them just.
এই ১৮/১৯ বয়সের শ্রেষ্ট গান। এই গান শুনার সময় জীবনের প্রথম প্রেম টা হয় এবং এই গানে থাকাকালীন সব শেষ।কিন্তুএই গানটি আমার কাছে এখন এবং সারাজীবন থাকবে।কেমন যেন রওের সাথে মিশে আছে গানটা।।
সম্পর্কটা দেড় বা দুই বছরের বা তার থেকে কম ছিলো, মনে করার চেষ্টা করি না, হিসাবও করি না, হয়তো আমি অনেক ডুবে গেছিলাম, ছলনা করার জন্য ধন্যবাদ; আরও ধন্যবাদ তোমার ছলনার সাথীদের ভালো থেকো তুমি আর তোমার সাথীরা #গানটা না শুনলে হয় তো কাহিনী গুলা মনে পড়তো না আর মনে করতেও চায় না ৯ /১১/ ২০২০
maybe oneday we will meet again... tomar golay abar kono akdin ai gaan ta shunbo....opphekhay achi..and thank you for introducing me to this amazing song.. sobshomoy shuni and tomar kotha mone kori.....
জানিনা গানের লিরিক্স গুলোর যিনি মধ্যমণি তিনি আমাদের প্রেমের দিনগুলোর সাক্ষী ছিলেন কিনা...! প্রতিটা ঘটনার হুবহু অবয়বের অনুকরণ। ব্যস্ শুধু আমি অন্য কাউকে জড়িয়ে ধরতে পারবোনা ,পারিনি আর আজও তার অপেক্ষায় দিন গুণি। -হয়তোবা সেও!? আজি গানটা পেলাম খুঁজে ধন্যবাদ স্মৃতিগুলো গানের ভাষা দিতে যখন অপেক্ষার একলা ক্ষণে সময় কাটে তাকে খুঁজে পেতে।।
২০২২ এ এসে আবার এই গান টা শুনলাম । এই গান টা শুনলে পুরো অতিত চোখের সামনে ভেসে উঠে সেই স্কুল লাইফ এর কথা মনে পরে যায় আহ । কতই না সুন্দর ছিলো আমাদের স্কুল লাইফ ।
১৬ জুন জীবনের সবচেয়ে বাজে দিন ছিলো। ৫ বছর তোমার দিকে তাকিয়ে থেকে সবচেয়ে কষ্ট পেয়েছিলাম শুধু ১৬ই জুন ২০২২ তবে তোমার সাফল্যে আমি আনন্দিত... তুমি এত সহজেই ভুলতে অন্য কাউকে জড়িয়ে ধরো আমি শুধু ভুলে যেতে পারি না.....
I really love to feel the lyrics of a song when I listen to one. Even though I don't have similar experience, I can feel the pain going through the mind of a person who have gone through this situation. This song makes so sad that I want to bowl my eyes out. Such a heartfelt lyrics. Thanks a lot for giving us this song.
A single song tells everything in a nutshell! Obosthan makes everything obscure Let love hovering and then spreading out and lost❤️ Such a bold vocal....
I'm worried about it :v hope I can record my other songs soon. thanks a lot Mayesha.. you are the epic fan I ever will get.. I can never forget such fan in my whole music career.. :v Its a matter of luck, to have such inspiration-man (women,Friend) .. thank you so much dost :D
তারা নিজ থেকে এসে হারিয়ে যায় শেষে😅 নিজের জীবনের থেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবতাম মানুষটিকে,,, প্রিয় মানুষের ব্যবহার দেখে কষ্ট কম পেয়েছিলাম অবাক হয়েছি বেশি, highway গান গুলো মাঝে বাস্তবতা খুঁজে পাওয়া যায়,, হঠাৎ একদিন দেখা অন্যজনের হাত ধরে রাস্তা পার হচ্ছিল, আমি খানিকটা চেয়ে রইলাম, তারপর চোখের কোনে জমে থাকা জল মুছে হাটঁতে শুরু করলাম!
বলতে বলতে ৪ বছর পার হয়ে গেল। আমিও অনেকটা বড় হয়ে গেছি।কিছুটা maturity ভাব আসছে নিজের মধ্যে। 😄 তবে কি!তোমাকে নিয়ে ভাবনার ইতি এখনও হয়নি। যখনি গানটা শুনি তখনি তোমাকে সামনে দেখি। 😌 কেন ছেড়ে গেছিলা তা আজও বুঝলাম না। ☹️
আমি ক্ষমাপ্রার্থী সকল youtube channel এর কাছে।🙏🏻🙏🏻🙏🏻 RUclips খুলেই "HIGHWAY" আমার মন জড়িয়ে নিচ্ছে। কি জানি কী মায়া লেগে গেলো এই গানটা কে গিরে। আর কিছুই ভালো লাগে না। এই গানটা ছাড়া।।। THANK YOU 💗 AND I LOVE YOU SUTRISHNA ♥️ আজ ও ভালোবাসি তোমাকে..........
আমাদের পরবর্তী গান কবে আসবে? উত্তর জানতে এই গানটির Description এর প্রথম লাইন Check করুণ।
Maybe amar comment choke nao porte pare. Dosto Eather, proud of you. Class e daray gawa cheleta ajke jiboner gaan gaitechis, top singer der modhdhe ekjon amar kache tui.
Tor fan, Tor friend commerce e, Rani Bilash er.
❤️ From Portugal 🇵🇹
vai apnera sobai kon college porten
Ghorgari orginal track a 10M view chilo ota delete korcen kno?
ইশ যদি আবার সেই ছাত্রজীবনে চলে যেতাম। যখন ছিলোনা টাকা পয়সা কামানোর চিন্তা, ক্যারিয়ার করার চিন্তা।
বাস্তব জীবন বড়ই কঠিন। রাতে গানটা শুনে কেন জানি সেই কয়েক বছর আগের সেই সময়টায় ফিরে যাচ্ছি।
ইশ টাইম মেশিন যদি থাকতো।
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে!
4 বছরের ইউটিউব লাইফে এই প্রথম কোনো গানে কমেন্ট করা।বরঞ্চ না করে থাকা গেলো না। রাত 3:48 A.M. -এ গানটার ফ্লেভার কেমন যেনো classy-classy ফিল দেয়। ❤
Ami jokon ai comment ta porlm tokono kno jni 3:48 AM
ভাই এক বছর পরে সেইম টাইম
Are castaway naki?
@@MeghadriBhattacharya_5 🤚5
@@runanoorjahan1226 Apni ke bhaiya!
এত্ত সুন্দর গান হয় কিভাবে?
অসাধারণ বললেও কম বলা হবে।
ভারত থেকে ভালোবাসা ❤️
কেঁদে দিসি!!পুরা কেঁদে দিসি আমি...এতো সুন্দর লিরিক্স কিভাবে হয়!!!!!!!এতো সুন্দর একটা গান আমার শুনার ভাগ্য হলো...আমি স্বার্থক!!
"তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো"
(সেরা গান)
আজও চোখে জল চলে আসে
যতবারই শুনি, ততোই আরও শোনার আগ্রহ বেড়ে যায়......।
খুব খুব খুব ভাল লেগেছে গানটি।
শেষ রাত শুরুর প্রহর থেকে শোনা শুরু করেছিলাম... আজ শেষরাতের শেষ প্রহরেও শুনছি.ভালবাসা রইলো আপনার জন্য...
চশমা টা খুলে রেখেই দিলাম ❤🍁
এই খারাপ সময়ে গানটা অনেক বেশি দরকারী ছিলো!
ধন্যবাদ💔 4th sep 2019 🔥
best of luck
আহা আবেগ😰😰😰😰
কষ্ট একটাই কেন এতোদিন পর এই গানের সাথে পড়িচিত হলাম 💚💚
ভাই একটা গানেই আপনার ভক্ত হয়ে গেলাম😘😘😘
onk vloobasa roiloo #ether💚💚💚
Prem na koreo ছ্যাক khawar feelings pacchi! Kintu ganta darun! ❤❤❤❤❤
This version has more raw emotion 🖤
এই গানটাই একটা ইতিহাস ।। এক গানেই পুরো অতীত জাস্ট ফ্ল্যাশব্যাক চলে আশে।
নিকষ কালো এই আধারে গানটার ফ্লেভার 💜
রিদমটা same হইছে but লিরিক্স ঠিক আছে
একদম💔🔥
Paper Rhymee mane ❤❤
Haan bhaj ekdom oi gaan tar motoi .. ektu alada
Hmmm r recall ar ghum song... Aita 3 ta gan same flavor bro
এই গানের গায়কটা কে দেখার অনেক ইচ্ছা। এতটা অনুভূতি নিয়ে গানটা লিখেছেন মনে হয় এটা তার হৃদয়ের ভাষা। আর lyrics গুলো শুনলে মনে হয় উনি ওই প্রত্যেকটা দিনগুলি অতিবাহিত করছেন।
প্রতিদিন এই গানটি না শুনলে দিনটি অপূর্ণ থেকে যায়।❤❤
জানি এই কমেন্ট টা অনেক দেরিতে করেছি কিন্তু যদি দেখে থাকেন পিল্জ রিপ্লাই .........😞
here is your reply :)
😒😒
Savage🤣
Noice reply😹
A special person suggested me this song yesterday...now playing this masterpiece on loop...❤
""আসিফ আমাদের ৪ বছরের সম্পর্ক দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও"" 💔
কীভাবে দুঃস্বপ্ন ভেবে সম্পর্ক ভোলা যায় আমার জানা নেই। 🙂
অভিযোগ জমিয়ে রাখতে নেই
হয় ক্ষমা করে দিতে হয় নাহয় সরে আসা লাগে।
আমি ক্ষমা করবার মতন মহত্ত্ব নিয়ে পৃথিবীতে আসিনি;
তাই সরে আসি নিঃশব্দে,নিঃশর্তে,গোপনে..🥀
RUclips recommendation brought me here such a beautiful song 🌸
2020: still hearing this song 🖤
💝💝
And now it's 2021
2021😊
Mid2021🙂
2022/ still here
আমি জানিনা তুমি এত আন্ডাররেটেড কেন ভাই কিন্তু তোমার গানের টিউন,লিরিক্স, কনসেপ্ট এত অসাধারণ আমি চিন্তা করি আসলে এসব মিউজিশিয়ান্দের ফ্লোর পেতে এত টাইম লাগে কেন? চালায় যাও ভাই। আশা করি একদিন অনেক শাইন করবা।
চোখে আফছা পানি আর দু'হাতের লোপ শিউরে উঠা অনুভূতি ,, শেষ বেলা তবুও হয়তো তাঁর বিবেক খুলবে না 🙂
এতো ভালো অভিনয় কেনো জানি নাহ 🙂
আজকে অভিনয় জানলে আমিও হয়তো ভালো থাকতাম.. আশে পাশের ৮ ১০ টা বন্ধুর মতো প্রান খুলে হাসতে পারতাম.. আমি বুঝি নাহ মানুষ ৫ বছর কিভাবে নিখুত অভিনয় করে যায়... এরা কি আসলেই মানুষ?
May allah bless them just.
ভালোবাসা একটা উল্টো অসুখ। ছেড়ে গেলে মানুষ মরে যায়।🌸
আমার কখনো প্রেমিকা হলে তাকে এই গানটা উৎসর্গ করবো। 🖤
২০১৯ এর প্রায় শেষের দিকে, এখনো শোনা হয় গানটি...
ধন্যবাদ এর জন্যে
এই ১৮/১৯ বয়সের শ্রেষ্ট গান। এই গান শুনার সময় জীবনের প্রথম প্রেম টা হয় এবং এই গানে থাকাকালীন সব শেষ।কিন্তুএই গানটি আমার কাছে এখন এবং সারাজীবন থাকবে।কেমন যেন রওের সাথে মিশে আছে গানটা।।
ITS 2A.M AND THIS IS HONESTLY ONE OF THE MOST RELATABLE SONGS I'VE EVER HEARD :)
একটা গানের কথা এতো সুন্দর হতে পারে ❤❤
সম্পর্কটা দেড় বা দুই বছরের বা তার থেকে কম ছিলো, মনে করার চেষ্টা করি না, হিসাবও করি না,
হয়তো আমি অনেক ডুবে গেছিলাম, ছলনা করার জন্য ধন্যবাদ; আরও ধন্যবাদ তোমার ছলনার সাথীদের
ভালো থেকো তুমি আর তোমার সাথীরা
#গানটা না শুনলে হয় তো কাহিনী গুলা মনে পড়তো না আর মনে করতেও চায় না
৯ /১১/ ২০২০
যা কিছু আমরা দেখাই, তা সবই বিজ্ঞাপন। আর যা কিছু আমরা গোপন করি, সেটাই জীবন।🖤
maybe oneday we will meet again... tomar golay abar kono akdin ai gaan ta shunbo....opphekhay achi..and thank you for introducing me to this amazing song.. sobshomoy shuni and tomar kotha mone kori.....
জানিনা গানের লিরিক্স গুলোর যিনি মধ্যমণি
তিনি আমাদের প্রেমের দিনগুলোর সাক্ষী ছিলেন কিনা...!
প্রতিটা ঘটনার হুবহু অবয়বের অনুকরণ।
ব্যস্ শুধু আমি অন্য কাউকে জড়িয়ে ধরতে পারবোনা ,পারিনি
আর আজও তার অপেক্ষায় দিন গুণি।
-হয়তোবা সেও!?
আজি গানটা পেলাম খুঁজে
ধন্যবাদ স্মৃতিগুলো গানের ভাষা দিতে
যখন অপেক্ষার একলা ক্ষণে
সময় কাটে তাকে খুঁজে পেতে।।
আপনার রাস্তাতেই হাটছি... 🍁
ভালোই কিন্ত?
Amrao apnari Rajtai
এই গানটা শুনার পর হাইওয়ের প্রতি আরো ভালাবাসা বেরে গেলো,,,,দিনে একবার হলেও এই গানটা শুনতে হয়। নাহলে ঘুম আসে না,,,,love you highway
there's this simple but complex pain in this song amazing job brother you portray what you feel bhallagse
thank you
sobai cover tah niyei lafasseh !! this masterpiece still underrated bruh !!
এই গানটার মাঝে আমি বন্ধুত্বের মর্ম খুঁজে পাই!
২০২২ এ এসে আবার এই গান টা শুনলাম । এই গান টা শুনলে পুরো অতিত চোখের সামনে ভেসে উঠে সেই স্কুল লাইফ এর কথা মনে পরে যায় আহ । কতই না সুন্দর ছিলো আমাদের স্কুল লাইফ ।
HIGH WAYতোমরা আবার back করো please
আমিই একাই শুনবো হাজারবার, লক্ষবার✌️🖤
শুধু গান টা নিয়মিত চালিয়ে যান আপনারা♥️💗
আমি থাকবো, আছি💘
ভালোবাসা রইলো High Way💕
১৬ জুন জীবনের সবচেয়ে বাজে দিন ছিলো। ৫ বছর তোমার দিকে তাকিয়ে থেকে সবচেয়ে কষ্ট পেয়েছিলাম শুধু ১৬ই জুন ২০২২
তবে তোমার সাফল্যে আমি আনন্দিত...
তুমি এত সহজেই ভুলতে
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি শুধু ভুলে যেতে পারি না.....
সেরা লিরিক😘😘😘😘😘
আপসোস এতোদিন পর,এই গানটার সাথে পড়িচিত হলাম😴
তুমি এতো সহজে ভুলতে পারো-
অন্য কাউকে জড়িয়ে ধরো-
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..
আজ অবাক লাগে তোমায় দেখে-
আমায় আজ তোমার অচেনা লাগে-
এতো ভালো অভিনয় কেনো জানিনা..🖤🖤🖤
অসম্ভব সুন্দরের মোহোতে না হাড়িয়ে উপায় নেই যে, ধন্যবাদ। এটার আনপ্ল্যাগড আগেও শুনেছি কিন্তু এটা বেষ্ট। Sending ❤️ from deep soul.
I really love to feel the lyrics of a song when I listen to one. Even though I don't have similar experience, I can feel the pain going through the mind of a person who have gone through this situation. This song makes so sad that I want to bowl my eyes out. Such a heartfelt lyrics.
Thanks a lot for giving us this song.
Gaan ta sei rokom bondhu❤
A single song tells everything in a nutshell!
Obosthan makes everything obscure
Let love hovering and then spreading out and lost❤️
Such a bold vocal....
the lyrics man! right in the feels!
তুমি এতো সহজেই ভুলতে পারো,
অন্য কাউকে জরিয়ে ধর,
আমি কেন তোমায় ভুলতে পারি না😔
Keo prem na korleo ba tar break up na hoileo first bar ei ganta sunar por chokh theke ojantei pani porbei🖤🖤🖤🖤
তুমি সাইকেল চালানো শিখবে তাই,
আমি আজো সাইকেলে ঘুরেবেড়াই,
শুধু, ছলনায় তোমার ছোঁয়া মেলেনা;
তুমি কবিতা গুলো পরবে তাই,
আমি আজো রাত জেগে ছন্দ সাজাই,
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না,
আমি তোমাকে বুঝিয়ে দেবই,
তাই বেগে আজো রাখি Physics বই,
শুধু তুমি নেই তাই বইটা খুলিনা।
তুমি ছুড়ে ফেলে দেবে এই ভয়ে আমি,
সিগারেট আজো লুকিয়ে শুধু,
এখনতো কেও ভাড়ন আর করেনা,
তুমি এত সহজেই ভুলতে পার,
অন্য কাউকে জড়িয়ে ধর,
আনি কেন শুধু ভুলেযেতে পারিনা,
আজ অবাক লাগে তোমায় দেখে,
আমায় আজ তোমার অচেনা লাগে,
এত ভাল অভিনয় কেন জানিনা...।
তুমি চশিমাটা খুলে রাখবে তাই,
আমি আজো ভুল করে পেছনে তাকাই,
শুধু কালো অই চোখ দুটো দেখিনা,
আমি আজো আনমনে হাড়িয়ে যাই তাই,
ভুল করে এই হাতটা বাড়াই,
শুধু তোমার কোমল ছোঁওয়া মেলেনা,
তুমি লিখবে আমায় এই ভেবে আমি,
আজো করি অপেক্ষা তবে,
অপেক্ষার শেষ কবে জানিনা,
তুমি ভাবোনা আজ আমায় নিয়ে, আমি
স্মৃতি গুলোকেই জড়িয়ে, শুধু,
নতুন করে স্বপ্ন দেখিনা,
তুমি এত সহজেই.....
অচেনা তুমি কিভাবে কর,
চেনা অই মুখটাকে,
অবাক লাগে কী বিবেক তোমার,
তুমি ভাবোনা আজ...... .......
Þ
♥♥♥♥♥♥
🖤
অবাক লাগে কি বিবেক তোমার!🙂💔
প্রতিদিন একবার হলেও এই গানটা শুনি...
রাত ৩:৫২ এখন। প্রেমিকাকে ব্লক দিয়ে এখন চোখের পানিতে বালিশ ভিজিয়ে গানটা শুনছি
🙂বুকে আসেন ভাই 😅
💔💔💔💔
ঘৌড়গাড়িতে পরিচয় অবস্থান এ প্রেমে পড়া❤❤
2021,July 4 আজবলে যেতে চাই যে, কখনো কখনো কিছু গান কখনো পুরনো হয় না তার মধ্য এটা একটা। যত বার এই শুনি নতুন লাগে বার বার শুনতেই মন চায় ❤️❤️❤️
আজো করি অপেক্ষা তবে,
অপেক্ষার শেষ কবে জানিনা,
তুমি ভাবোনা আজ আমায় নিয়ে, আমি
স্মৃতি গুলোকেই জড়িয়ে, শুধু,
নতুন করে স্বপ্ন দেখিনা,
তুমি এত সহজেই.....
গান টার শেষ লাইনে এক অপ্রাপ্তি খুঁজে পাওয়া যায় যেন কোনো কিছু বলতে গিয়ে থেমে যাওয়া! লাভ উই হাইওয়ে 🖤🖤🖤
Sottie?opekkha ache?naki sob kothar kotha?
This version is masterpiece! It gives me chills every time I listen. Lots of love for you eather bhai
Listening to the song, I remember school life, I get fascinated every time I listen to the song, it's a wonderful song.
জীবনের একটা সময়ে এসে এই গানটাকে ডিপ্রেশনের মেডিসিন হিসেবে সকলেরই নিতে হবে 🖤
ধন্যবাদ জানাই এই গানের পিছনে থাকা সকল ভাইদেরকে। 🖤🖤🖤
One of the best song, I heard,💞💞 This song Take me to the stars ❣🖤
Can never get tired of this song :')
I'm worried about it :v hope I can record my other songs soon. thanks a lot Mayesha.. you are the epic fan I ever will get.. I can never forget such fan in my whole music career.. :v Its a matter of luck, to have such inspiration-man (women,Friend) .. thank you so much dost :D
@@HIGHWAYBD Brother we wants this song back plzz. Sing this song again and upload on RUclips again
I Think This Song Is the best song in this channel🖤
It has another level of emotion
peacefull voice 😍
লিরিক্স টাও বাস্তব 😞😞
যতবারই শুনি ঘোরে হারায়ে যাই। ইথার ভাই একটা ভালোবাসা 💕
really voyanok ganta....voyanok sundor...❤🖤❤🖤
অবাক লাগে,কি বিবেক তোমার!
৩ দিন ধরে এত্তবার গানটা শুনেছি।যতই শুনছি,ততই নেশা সৃষ্টি হচ্ছে ❤
Bhai kon medical a apni ? 😅
কেউ ছেড়ে যাইনি তারপরেও এই গান এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মত না। একদিন হাইওয়ের সাথে এই গানে গলা ফাটিয়ে গাইব সেই আশায় থাকি
আমার লাইফে প্রথম কোনো ভিডিও তে কমেন্ট করা
এক কথায় অতুলনীয় গান😇
In 2016 I broke my heart 💔 jodio 4bosor hoye gelo but raat 3:12 te abr onuvuti te obosthan diye dilo ❤️
অচেনা তুমি কিভাবে করো চেনা ঐ মুখ টাকে?
অবাক লাগে কি বিবেক তোমার!!🙂🥀
দোস্ত সেই গাইছিস। অভিনন্দন অনেক অনেক শুভ কামনা তোর জন্য।
কেন জানি আজ শুনতে ইচ্ছে করলো আবার 🖤
Listening this song in a loop! 💛
একটা জ্বলন্ত হৃদপিণ্ড পুড়ে তৈরি হয় এমন একটা মাস্টারপিস
Ami big fan ai 😍😍😍🥰❤️❤️❤️❤️❤️ er4 Bosor theka ami ai brand er gan suni...
All song joss🥰😍💓❣️💯
এভাবে কেউ গান গায় মেন
বুকে লাগে তো ❤️
উনি আমাকে ভালোবাসে, আমি ওনাকে ভালোবাসি কিন্তু আমাদের মিলে না।গানের থাকে পুরা যায় না আমাদের।কিন্তু গানটা সুন্দর, ফুলের মতো 🥀
তারা নিজ থেকে এসে হারিয়ে যায় শেষে😅 নিজের জীবনের থেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবতাম মানুষটিকে,,, প্রিয় মানুষের ব্যবহার দেখে কষ্ট কম পেয়েছিলাম অবাক হয়েছি বেশি, highway গান গুলো মাঝে বাস্তবতা খুঁজে পাওয়া যায়,, হঠাৎ একদিন দেখা অন্যজনের হাত ধরে রাস্তা পার হচ্ছিল, আমি খানিকটা চেয়ে রইলাম, তারপর চোখের কোনে জমে থাকা জল মুছে হাটঁতে শুরু করলাম!
4 Bosor theka ami ai brand er gan suni...
All song joss🥰😍💓❣️💯
Better than original🖤
extremely impressive
বলতে বলতে ৪ বছর পার হয়ে গেল।
আমিও অনেকটা বড় হয়ে গেছি।কিছুটা maturity ভাব আসছে নিজের মধ্যে। 😄
তবে কি!তোমাকে নিয়ে ভাবনার ইতি এখনও হয়নি। যখনি গানটা শুনি তখনি তোমাকে সামনে দেখি। 😌
কেন ছেড়ে গেছিলা তা আজও বুঝলাম না। ☹️
লিরিক্স গুলা আহা 😍😍😍😍আমি মুগ্ধ
যতবার শুনি ততবারই অমৃত লাগে
অসাধারণ 😊
Lyrics 🔥💜
শুধু আমি পারি না💔💔😪😪
This song ar best emotional song of bangaladesh i challange any man and any band nothing create this tuype exactly 🥰🥰
আমি ক্ষমাপ্রার্থী সকল youtube channel এর কাছে।🙏🏻🙏🏻🙏🏻
RUclips খুলেই "HIGHWAY" আমার মন জড়িয়ে নিচ্ছে। কি জানি কী মায়া লেগে গেলো এই গানটা কে গিরে। আর কিছুই ভালো লাগে না। এই গানটা ছাড়া।।।
THANK YOU 💗
AND I LOVE YOU SUTRISHNA ♥️
আজ ও ভালোবাসি তোমাকে..........
ঘুমের ঔষধ ❤
Eather vair voice ey toh nesha lege🖤
অপেক্ষার শেষ কবে জানিনা 💔
এর উপরে আর ভালও গান হতে পারে না ভাই ভালোবাসা ভাই😍😍
Ai ganta r nikos kalo.. R recall a ghum.. 3 ta gan same flavour day.
Aj ei moddo rat a 1st time sunei valo laglo.. tana 15 bar sunce....past mone porce😢😢😢😢
Wow lyrics ☺💔
তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেন শুধু ভুলে যেতে পারি না ❤️
osthir ganer gola.....just wooooow....
This song Such a raw emotion 🥰🥀