লাইফে অনেক কিছুই দেখছি আর শিখছি..বন্ধুবান্ধব,পরিবার সব কিছুর ভেতর থেকেই নিজেকে আলাদা করে ফেলছি..একা একা থাকতে ভালোই লাগে কারণ অযথা বিরক্ত করার মত কেউ থাকে না..মাঝে মাঝে কোনো খোলা নীরব যায়গায় গিয়ে একা একা বসে পট করি অনেক Relaxed একটা ফিল আসে আর আমার একনিষ্ঠ পার্টনার হলো Highway Band💝
আমি চাই এত সুন্দর গানটি underrated ই থাকুক, কারণ বাড়তি viral হয়ে পচে যাওয়ার চেয়ে গানটি সর্বদা এমন masterpiece হয়েই থাকুক। তাকে না পাওয়ার অভিমান,তার সমস্ত স্মৃতি,তার প্রতি আমার ভালোবাসা,সমস্ত আবেগ নিয়ে গানটি বেঁচে থাকুক বছরের পর বছর 🖤
একটা গানের টিউন বাশির সুর কতটা মন মুগ্ধকর তা বলে বুঝানো সম্ভব না। রিলিজের পর থেকেই শুনছি কিন্তু গতকাল নদী পথে সন্ধ্যা বেলায় শরীয়তপুর থেকে চাঁদপুর আসার সময় নৌকায় শুনছিলম ১৩ বার যতবার শুনেছি ততবারই হারিয়ে গিয়েছি। অনেক বেশি ধন্যবাদ হাইওয়ে ব্রান্ড 💖
আমার ছোট্টো চিন্তা ধারায় অব্যাহত চিন্তা থেকে আমি পেয়েছি Aether ভাইয়ের মৃত্য আত্মার অস্তিত্বের কান্নার আওয়াজ পাওয়া এবং হয়তো তাহার অতি কাছের মানুষ তাহার দাদাকে নিয়ে ভীষণ গভীর ভাবে অনুভব করছেন এবং সব কিছুর ফল স্বরূপ আমাদের এত সুন্দর একটি গান উপহার দিয়েছেন।এছাড়াও তাহার গাওয়া বেশ কয়টি গানের কারণ দসাইতে গেলে একই টপিক চলে আসে (কিছু চিৎকার আছে/ মায়াবী রাত)। আমি একান্তই নিজস্ব চিন্তাধারার ফলাফল শেয়ার করলাম হতেও পারে আমার চিন্তার বাইরে লুকিয়ে আছে গানটির রহস্য!!
রাত ২ টা। রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস আকাশে পূর্ণ চাঁদ।। জানালা খোলা চারদিকের হালকা কুয়াশার চাদর, কানে হেডফোন সাথে এই মাষ্টার পিচ ( ছায়া) গান, এক অন্যরকম অনুভূতি। এই কিছু কিছু অনূভুতির কথা শেয়ার করা যায়, কিন্তু বোঝানো যায় না।। জীবন সংহ্মিপ্ত, অনেক কিছু দেখেছি জেনেছি, বাস্তবতার সম্মুখীন হয়েছি, তবুও জীবন থেমে নেই....জীবনের গতির মতো এই গানগুলো অনন্তকাল মাস্টারপিচ রয়ে যাবে
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
এত্ত ভালো লাগে কেনো গানটা ! ইথার ভাইয়ের কণ্ঠের মায়ায় পড়েছি ৩ বছর হলো। ঘোরগাড়ি,সাক্ষীর পরে ছায়া গানটা একেবারে মনের মতো ভাইই। আজীবন আপনাকে ভালোবেসে যাবো। খুব ইচ্ছে হয় আপনার সাথে দেখা করার। আপনাকে অনেক দিন স্বপ্নে দেখেছি,,গুরু গুরু বলে ডেকেছিলাম আর তখন কয়েকটা ছবিও তুলেছিলাম। সকালে উঠে হাসতে হাসতে বলি ভাইয়ের সাথে দেখা করতেই হবে যেকোনো মূল্যে। আদৌও স্বপ্নটা পূরণ হবে কি না জানি না। তবে আপনার প্রতি সবসময় ভালোবাসা থাকবে গুরু। ভালোবাসি আপনাকে। অনেক বেশিই ভালোবাসি!🤍
কিছু গান আছে যেগুলো কখনো পুরনো হয় না,যত দিন যায় গানের প্রতি মোহ আরো বারে,সেই রকম ই একটা গান ছায়া। যে ছায়া কাদতে জানে,যে ছায়া হাসতে জানেনা।অসংখ্য ধন্যবাদ ইথার ভাই কে,ছায়া উপহার দেওয়ার জন্য।আর হ্যাঁ 2040 এ এসে যারা এই গান শুনছো,তোমাদের জন্য মনের অন্তস্থল থেকে ভালোবাসা রইলো, এই শ্রদ্ধা তোমাদের মিউজিক সেন্স এর জন্য।
লাস্ট উয়িক বাবা মারা গেছে , ইথার ভাইয়ের এই গান টা আজকে শুনে গানটার নতুন একটা মাত্রা পেয়ে গেলাম । বাবার দেহ টা দেখে একফোঁটা জলও চোখ দিয়ে আসলোনা অথচ কত কিছুই না মনে পরতেছিলো । বাবাকে আপনাকে কোনোদিন বলার সুযোগ হয়নাই কতখানি ভালবাসি আপনাকে । বাবা আপনি আমার জীবনের সবচেয়ে বড় ছায়া ছিলেনো।
আমি চাইবো এতো সুন্দর এই গানটি আন্ডাররেটেডই থাকুক কেননা ভাইরাল হয়ে শেষে বাড়তি একটা ফালতু ঝামেলা হোক বা গানটার মর্যাদা কমে যায় কিংবা অসম্মান করে ছোট করুক কেউ কখনো যেনো গানটা পচে বা মরে না যায় এরকম মাস্টারপিস থাকুক সবসময়‼️ আর তাকে না পাওয়ার যে ব্যাপারটা তার প্রতি যে অভিযোগ তার যে স্মৃতি সেসব আমাকে ঘিরে থাকা আমার সমস্ত আবেগ নিয়ে বলি হাজার বছর বেচে থাকুক গানটা সবার মাঝে বিস্মৃত থাকুক ছায়া
নতুন নতুন রক মিউজিক শুনা শুরু করলে সবাই নিজেরে ক্লাসি ভাবে! ছোট কাল থেকে রক-মেটাল শুনে শুনে বড় হইছি। আমার ছোট খালা তখন ঢাকা ভার্সিটিতে ছিলেন তিনি সবসময়ই সাইকেডেলিক রক শুনতো তার থেকেই এই ধরার গান শুনা শুরু করে আমিও ভার্সিটি জীবন শেষ করছি কখনো এমন মন্তব্য করি নাই কেউ করে নাই ক্যাম্পাসে বসে বন্ধুরা মিলে Pink floyd, iron butterfly সহ আর কত ব্যান্ডের এর গান কত গাইলাম! আপনি রুচি শিখাতে আসছেন।
"আমি হলাম সেই কাঠামো, যে একটা আত্মা, মাংস , পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে,, আমি দূর্ভিক্ষের চেয়ে তীব্র।" চিরচেনা হতাশা, দুঃখগুলোকে এই সুর অন্যরকমভাবে গাঁথুনি দিয়ে গেঁথে রাখে। বিধ্বংস হৃদয়ের গভীর থেকে হাইওয়ের প্রতি রইল শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসা।💝
এতো সুন্দর কিভাবে হয়? বেশ কিছু দিন থেকে এই টিউনটি শুধু মাথায় গুরুপাক খাচ্ছে। সত্যি এ এক অন্য রকম নেশা। আমি অনেক দেরিতে হাইওয়ের দেখা পাইছি। আমার জানাই ছিল না এততত সুন্দর সুন্দর কাজ আছে তাদের। ভালবাসা রইল ভাই আপনাদের সবার জন্য❤️❤️❤️। অনেক ভালবাসা❤️❤️❤️। সবার জন্য ঘোরগাড়ি ও ছায়া শোনার অনুরোধ রইল। ❤️❤️❤️
আগে কোথাও গেলে অনেক সময় ঘোরগাড়ি গানটি শুনতাম কিন্তু এখন গত দুইদিন আগে যখন আমি 12 ঘণ্টা ট্রেন সফর করেছি তখন ৬ মিনিট 20 সেকেন্ডের এই গানটা বারবার শুনতে শুনতে পুরো সফরটি করেছে গানটা এতই ভাল লেগেছে যে দিনে ৫-৭ বার শুনি।
Im a bangladeshi girl married to an another culture guy who is american. Introducing my husband to my country's classics. I'm enjoying watching him sinking to the beauty of these masterpieces. And, admiring my country's people's talent. I'm happy I found somebody who can understand the good music and feel to the depth and really feel how much these drummers and singers lyricists are musically gifted. I'm glad I grew up listening to good music. Having a good taste helped me to forge my Identity. And I can proudly say this is my taste this is who I'm
সাইকেডেলিক রকের পুরো মজাটার জন্য গভীর রাত সেরা সময়! অন্য এক জগতে ছায়ায় ভর করে ঘুরে আসার মতো ব্যাপার। অসাধারণ কম্পপজিশন। ভালোবাসা হাইওয়ে, ভালোবাসা ইথার ভাই🌼
আমার একটু আগে ব্রেকআপ হয়েছে আর আমি এখন একটা সিগারেট হাতে ছায়া গান সুন্তেছি কালথেকে হয়তো গানটা সোনা হবে না কেও যখন আমার এই কমেন্ট এ লাইক দিবে আমি সেটার নোটিফিকেশন পেয়ে আবার সুনতে আসবো। আর সবশেষে একটা কথা বলি জিবনে সফল না হয়ে প্রেম করতে জাবেন না এই শহরে টাকা ছাড়া প্রেম হয় কিন্তু টাকা ছাড়া সম্পরক পুরনতা পায় না 🙁🖤
ভাই আপনার কণ্ঠ, সংগীত, লেখনী আমাকে মোহিত করে রেখেছে। বার বার শুনছি এই গানটি তবুও আরো শুনতে মন চাইছে। এক কথায় অসাধারণ ও অনবধ্য। ধন্যবাদ এই উপহারের জন্য।
Oh shiiit my maaaan! ভাই! আমার মাথা পুরা বাড়ি খাইসে সিরিয়াসলি! আমি জাস্ট অন্য জগতে চলে গিয়েছিলাম! একটা সাইকোডেলিক-ফাংক ভাব নিয়ে এখনো বসেই আছি! অসাধারণ! এগিয়ে যান আপনারা! আর বাঁশি যে কে বাজাইসেন ভাই! আমি মাতোয়ারা রীতিমতো ❤❤❤
এই গানের ভিতরে যে কি আছে সেটা হয়তবা আমি কোনোদিনও কাওকে বলে বুঝাতে পারবো না,কতবার যে শুনেছি গানটা তার কোন হিসাব নেই,সময় অসময়ে দিনের যে কোন সময় গানটা শোনার মধ্যে যেন আলাদা রকম একটা শান্তি অনুভব করি,আর যতবারই গানটা শুনি আমার শরীরের লোম গুলো অটোমেটিক দাঁড়িয়ে যাই🥹🥀🖤
মানুষ হচ্ছে মেঘের মত। তারা আসবে, আবার কিছু সময় বৃষ্টি দিয়ে চলে যাবে। কিন্তু সঠিক মানুষটা ছায়া মত পাশে থাকে যাবে......!!!!❤️🥰 ইথার দাদা ঘরগাড়ি ছায়া অবস্থান আর মৃত দেহ মত এলবাম আমাদের দেয়ার জন্য ধণ্যবাদ ভাই 🥰❤️
আমি শুধু মুগ্ধ হয়ে আকাশের দিকে অবাক দৃষ্টি তে তাকিয়ে রয়েছি। আমার লাইফ এ পুরা পৃথিবীতে যত গান রয়েছে তার মধ্যে তিনটি গান world of the best 1:gun's & rose. November Rain 2: pink flayed. High hope's 3: stellhuart. She's gone এবং এর পরে আপনার গান . ❤️ love u vai ❤️🌺
বিশ্বাস করবেন কিনা জানি না ভাই মারায়ং তং পাহাড়ে, পাহাড়ি মদ খেয়ে কানে এয়ারপড লাগিয়ে যখন গানটি শুনতে ছিলাম তখন আমি এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। 💕 One of the best song ever from band Highway.
Highway is another majestic & worthy band I have ever seen after LRB..Now, I'm a big fan of this band! It's totally a infrequent band! Love you most highway❤️🩹🤍
Ether somehow might never meet but whenever I hear this voice and songs from your creation I can just see you just infront of me . We were blessed to know you .
সাচকাচুয়ান থেকে টরেন্টো হাইওয়ে ধরে প্রায় ১০০-১২০কিলো স্পিড এ ছুটে চলেছি এই রাত শেষে ভোরে.... আর প্রিয় ব্যান্ডের নতুন গানটা শুনেই চলেছি একাধারে... ভালোবাসা রইলো প্রিয়
মালোইশিয়া টু বাংলাদেশ 5 বছর পর বাড়ি ফেরা....? নাইট ফ্লাইট প্লেনের সিট টাও পরেছে জানালার পাশে...?কানে হেডফোন.. আর সাথে প্রিয় ব্যন্ডের প্রিয় একটা গান আহ্ কি অসাধারণ এক ফিল...~ যা বলে বুঝানোর মতো না....?🖤
Highway আসলেই একটি অদ্ভুত ব্যান্ড একদম মনের মাঝে গেঁথে গেল হাইবের শুধুমাত্র তিনটা গান পছন্দ ছিল পূর্বে আমার অন্যসব গান গুলো আমি শুনতাম না দুইদিন যাবত শোনা শুরু করেছি হাইবের ভক্ত হয়ে গেলাম।❤❤😊😊
বানিয়ে দিয়ে গেল, এমন জটিল ছায়া, যে ছায়া নড়তে জানে, যে ছায়া ধরতে জানেনা, ওরা কারা, আরো বানিয়ে গেল, এমন দারুন দারুন ছায়া, যে ছায়া চলতে জানে, যে ছায়া বলতে জানে না। ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়? ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া। (chorus chant) ওরা কারা আরো বানিয়ে গেল, এমন অভিমানি ছায়া, যে ছায়া কাঁদতে জানে, যে ছায়া হাসতে জানেনা, ওরা কারা বানিয়ে দিয়ে গেল, এমন জাদুকরী ছায়া, যে ছায়া প্রশ্ন জানে, যে ছায়া উত্তর জানে না, যে ছায়া উত্তর জানে, যে ছায়া প্রশ্ন জানেনা, ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়? ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া। ------------------ইথার
মন যখন খারাপ হয় ভালো লাগে না কোন কিছুই ,একা বসে থাকি এক কোণে, তোমাদের রাস্তায় (HIGHWAY) আসি ,দাড়ায় কিছুক্ষণ, আবেগের সুর শুনি কান্নার সুর শুনি শুনি একাকিত্বের আত্মকথা, তারপর আবার ফিরে যাই জীবনের স্রোতে এভাবেই চলছে জীবন😔
মানুষ হয়ে মানুষের জীবনের অশান্তি হয়ে থাকার চেয়ে নিজের অস্তিত্ব তার থেকে গলিয়ে ফেলা উচিৎ। "আমি ছিলাম" যখন থাকবো না তখন মানুষ বিশ্রী ভাবে টের পাক কিছু কিছু সময় একটু অশান্তির অভাবে মানুষ কতটা অশান্তিতে থাকে।❤
listening to this song takes me to another dimension of life ... not happy .. not sad .. no humanity ,smile, sadness left .. feels like you are melancholic , but you don't feel pain cuz your mind is now numb by continuous hurting and your mind becomes dark as if it it's bruised.. you just see some bright light aura in ur eyes and look at the universe ,it's "beautiful" ppl with another eye ..
লাইফে অনেক কিছুই দেখছি আর শিখছি..বন্ধুবান্ধব,পরিবার সব কিছুর ভেতর থেকেই নিজেকে আলাদা করে ফেলছি..একা একা থাকতে ভালোই লাগে কারণ অযথা বিরক্ত করার মত কেউ থাকে না..মাঝে মাঝে কোনো খোলা নীরব যায়গায় গিয়ে একা একা বসে পট করি অনেক Relaxed একটা ফিল আসে আর আমার একনিষ্ঠ পার্টনার হলো Highway Band💝
আমিও এইটাই ভাই🥰🥰
৯ মাস থেকে একাই আছি।
অনেক ভাল আছি🤟🍁❤️
জীবন একাকীত্বয় ভয়ংকর রকম সুন্দর..🌼
Tnxx vaixan apnar felling amar felling same 🍁💧
Aho tmago pot dei jaiga mto foken ra
@@shihabkhan339 tmr mayre chodbo ane besshar pola
ঘোড়গাড়ী সাক্ষী এখন আর বেশি জোশ ছায়া🥰🥰
অহ দাদা কি লিরিক্স সেরা ভালো বাসা রইল ওপার বাংলা থেকে 🇮🇳🇮🇳
দাদা ইস্টিক খান নাকি🚬🚬😁😁
Hoo hoo Vai khai mona hoi 😁😁
আপনার রুচি আছে দাদা 🇮🇳❤🇧🇩
ঘোরগাড়ী'কে beat করার মতো গান স্বয়ং Highway ও পারবে না😂
@@AmitRaj-hx3ne ছায়া মাস্টারপিস 🔥
যদি কখনও ইথার ভাইকে সামনে পায় বুকে জড়িয়ে ধরে ইচ্চে মতো কাঁদবো আমি 😢😢😢
দক্ষিণ আফ্রিকার ছোট এক শহরে নিশুতি রাতের অন্ধকারে আমার সঙ্গী হায়ওয়ে❤❤
❤
😢
দোয়া রইলো।
U4
U4
আমি চাই এত সুন্দর গানটি underrated ই থাকুক, কারণ বাড়তি viral হয়ে পচে যাওয়ার চেয়ে গানটি সর্বদা এমন masterpiece হয়েই থাকুক। তাকে না পাওয়ার অভিমান,তার সমস্ত স্মৃতি,তার প্রতি আমার ভালোবাসা,সমস্ত আবেগ নিয়ে গানটি বেঁচে থাকুক বছরের পর বছর 🖤
Yes kisu chapri tiktoker jonno ai song ti nosto hoye jabe
আপনার কথা গুলো আমার কাছে খুবই ভালো লাগছে ❤😢
একজন রুচিশিল ব্যাক্তিকে আমি খুব ভালোবাসি Brotherhood ❤️🤝🏻✅
@@anselmonbaskey6372can you translate this song
a good song is like an eternal rose. It won't get spoiled
গানটার আসল সৌন্দর্য হচ্ছে গান চালু রাখা অবস্থায় কমেন্টসগুলো পড়তে।
বিচ্ছেদের পরেও প্রাক্তনের প্রতি যে সম্মান তা দেখেই অনেক ভালো লাগে😍
Ai ta sotti 👍
🫶
❤😅
DADA🤍
b..l da ase ekhno ..sa..ir gore jodi guli koira marte partam tayle ektu shanti hoito
একটা গানের টিউন বাশির সুর কতটা মন মুগ্ধকর তা বলে বুঝানো সম্ভব না।
রিলিজের পর থেকেই শুনছি কিন্তু গতকাল নদী পথে সন্ধ্যা বেলায় শরীয়তপুর থেকে চাঁদপুর আসার সময় নৌকায় শুনছিলম ১৩ বার যতবার শুনেছি ততবারই হারিয়ে গিয়েছি।
অনেক বেশি ধন্যবাদ হাইওয়ে ব্রান্ড 💖
P❤
ছায়ারা যখন চলে যায়
কোথায় তারা চলে যায়?
সেখানে আমাকে নিয়ে যাওয়া যায় না?
এ ছায়া ? এ ছায়া 😢
হ্যা ভাই গানটি অনেক স্পেশাল
অতিরিক্ত আবেগ ছাড়া এমন গান গাওয়া সম্ভব না ❤
আমার ছোট্টো চিন্তা ধারায় অব্যাহত চিন্তা থেকে আমি পেয়েছি Aether ভাইয়ের মৃত্য আত্মার অস্তিত্বের কান্নার আওয়াজ পাওয়া এবং হয়তো তাহার অতি কাছের মানুষ তাহার দাদাকে নিয়ে ভীষণ গভীর ভাবে অনুভব করছেন এবং সব কিছুর ফল স্বরূপ আমাদের এত সুন্দর একটি গান উপহার দিয়েছেন।এছাড়াও তাহার গাওয়া বেশ কয়টি গানের কারণ দসাইতে গেলে একই টপিক চলে আসে (কিছু চিৎকার আছে/ মায়াবী রাত)।
আমি একান্তই নিজস্ব চিন্তাধারার ফলাফল শেয়ার করলাম হতেও পারে আমার চিন্তার বাইরে লুকিয়ে আছে গানটির রহস্য!!
2:07 শরীরের প্রতিটা শিরা-উপশিরায়, প্রতিটা রন্ধ্রে, অনুভূতির বিস্তৃতি প্রসারমান। লিরিক, সুর সবই অন্য উচ্চতার।❤️
আহ ভাই
asholy bhai sorir shir shir kore uthe
নিজের ভাষায় এমন সাইকেডেলিক পাবো কখনো ভাবিও নাই Thanks to HIGHWAY🌼
রাত ২ টা। রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস
আকাশে পূর্ণ চাঁদ।। জানালা খোলা চারদিকের হালকা কুয়াশার চাদর, কানে হেডফোন সাথে এই মাষ্টার পিচ ( ছায়া) গান, এক অন্যরকম অনুভূতি। এই কিছু কিছু অনূভুতির কথা শেয়ার করা যায়, কিন্তু বোঝানো যায় না।। জীবন সংহ্মিপ্ত, অনেক কিছু দেখেছি জেনেছি, বাস্তবতার সম্মুখীন হয়েছি, তবুও জীবন থেমে নেই....জীবনের গতির মতো এই গানগুলো অনন্তকাল মাস্টারপিচ রয়ে যাবে
ওরা কারা আরো বানিয়ে গেলো
এমনও অভিমানী ছায়া
যে মায়া কাদতে জানে
যে মায়া হাসতে জানেনা,,☺️
কি অস্তির লাইন ভাই❤️
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
আমাকে ইউটিউব সাজেস্ট করেছে🎉❤😂
এত্ত ভালো লাগে কেনো গানটা !
ইথার ভাইয়ের কণ্ঠের মায়ায় পড়েছি ৩ বছর হলো। ঘোরগাড়ি,সাক্ষীর পরে ছায়া গানটা একেবারে মনের মতো ভাইই। আজীবন আপনাকে ভালোবেসে যাবো। খুব ইচ্ছে হয় আপনার সাথে দেখা করার। আপনাকে অনেক দিন স্বপ্নে দেখেছি,,গুরু গুরু বলে ডেকেছিলাম আর তখন কয়েকটা ছবিও তুলেছিলাম। সকালে উঠে হাসতে হাসতে বলি ভাইয়ের সাথে দেখা করতেই হবে যেকোনো মূল্যে। আদৌও স্বপ্নটা পূরণ হবে কি না জানি না। তবে আপনার প্রতি সবসময় ভালোবাসা থাকবে গুরু। ভালোবাসি আপনাকে। অনেক বেশিই ভালোবাসি!🤍
কিছু গান আছে যেগুলো কখনো পুরনো হয় না,যত দিন যায় গানের প্রতি মোহ আরো বারে,সেই রকম ই একটা গান ছায়া। যে ছায়া কাদতে জানে,যে ছায়া হাসতে জানেনা।অসংখ্য ধন্যবাদ ইথার ভাই কে,ছায়া উপহার দেওয়ার জন্য।আর হ্যাঁ 2040 এ এসে যারা এই গান শুনছো,তোমাদের জন্য মনের অন্তস্থল থেকে ভালোবাসা রইলো, এই শ্রদ্ধা তোমাদের মিউজিক সেন্স এর জন্য।
এসব গান ভাইরাল না হওয়ায় ভালো😊
হাইওয়ের প্রতিটি মেম্বারের প্রতি ভালোবাসা রইলো।❤️
এমন আরো কিছু উপহারের অপেক্ষায় থাকলাম 🥰
ভাইরাল হলে তো গানের মর্ম থাকে না। টিকটকার থেকে শুরু করে সবাই গানটার বারোটা বাজায় দিবে।
@@mahbubalrafi4088 একদম ঠিক দাদা তখন দেথেও কষ্ট হয়। কিছু করা যায় না
দাদা রতনে রতন চেনে ❤
Spotify says hi
@@mdzidane9620 YES
লাস্ট উয়িক বাবা মারা গেছে , ইথার ভাইয়ের এই গান টা আজকে শুনে গানটার নতুন একটা মাত্রা পেয়ে গেলাম । বাবার দেহ টা দেখে একফোঁটা জলও চোখ দিয়ে আসলোনা অথচ কত কিছুই না মনে পরতেছিলো । বাবাকে আপনাকে কোনোদিন বলার সুযোগ হয়নাই কতখানি ভালবাসি আপনাকে ।
বাবা আপনি আমার জীবনের সবচেয়ে বড় ছায়া ছিলেনো।
ভাই আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আমিও আমার বাবাকে হারাই ২৩ সালে একবার ও বলে উঠতে পারি নাই বাবাকে বিদায় ক জানাতে পারি নাই!
Baba ke haralam 2020 er start e! Ami Canada te chilam, deshe giyeo Baba ke sesh dekhte pari nai,
হাইওয়ের সব কয়টা মেম্বার এর প্রতি এক বুক ভালোবাসা, এইরকম আরো হাজার হাজার গান উপহার দিয়েন🙂💙
Wow🖤🖤
@@sujonshah9526Buke dud na takle kintu ora kusi hobe nh😂
ঠিক এইভাবে রিলিজের ৩/৪ দিনের মাথায় শুনেছিলাম ''ঘোরগাড়ি" 💚
Yep🤞💥
premier er somoy shunsi 😇
Ghorgari vison priyo, ei gantao, ki6u suggest korun aro erm valo gaan. Upokrito hoibo
@@sayantanpal1769 je shohore ami nei
Shakkhi
Biday
Opare
Tumi(level five)
60's love
লল
আমি চাইবো এতো সুন্দর এই গানটি আন্ডাররেটেডই থাকুক কেননা ভাইরাল হয়ে শেষে বাড়তি একটা ফালতু ঝামেলা হোক বা গানটার মর্যাদা কমে যায় কিংবা অসম্মান করে ছোট করুক কেউ কখনো যেনো গানটা পচে বা মরে না যায় এরকম মাস্টারপিস থাকুক সবসময়‼️
আর তাকে না পাওয়ার যে ব্যাপারটা তার প্রতি যে অভিযোগ তার যে স্মৃতি সেসব আমাকে ঘিরে থাকা আমার সমস্ত আবেগ নিয়ে বলি হাজার বছর বেচে থাকুক গানটা সবার মাঝে বিস্মৃত থাকুক ছায়া
Music🔥
Tune🔥
Lyrics🔥
Vocal🔥
আফসোস বাংলার মানুষের এইসব গান শুনার মতো রুচি হয়নাই!!!...
ভালোবাসি Highway 😍
একদম সব রুচি আপনার ই 😑
@@akafif2761 এরকম কিছু বলিনাই,,,নিশ্চয়ই হাজার হাজার গানপ্রেমী আছে যাদের কাছ থেকে এই গান এড়িয়ে যাবেনা🙂🤘
নতুন নতুন রক মিউজিক শুনা শুরু করলে সবাই নিজেরে ক্লাসি ভাবে!
ছোট কাল থেকে রক-মেটাল শুনে শুনে বড় হইছি। আমার ছোট খালা তখন ঢাকা ভার্সিটিতে ছিলেন তিনি সবসময়ই সাইকেডেলিক রক শুনতো তার থেকেই এই ধরার গান শুনা শুরু করে আমিও ভার্সিটি জীবন শেষ করছি কখনো এমন মন্তব্য করি নাই কেউ করে নাই ক্যাম্পাসে বসে বন্ধুরা মিলে Pink floyd, iron butterfly সহ আর কত ব্যান্ডের এর গান কত গাইলাম!
আপনি রুচি শিখাতে আসছেন।
@@jstdust ২/৪ লাইন লিখে নিজেরে কুল প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে গেলেন🙂!!!
আমি অবশ্যই তাদের ইন্ডিকেট করে কথাগুলো বলেছি যারা এসব গানের কদর করেনা🙃!!!...
Pot korso nki❓
"আমি হলাম সেই কাঠামো, যে একটা আত্মা, মাংস , পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে,, আমি দূর্ভিক্ষের চেয়ে তীব্র।" চিরচেনা হতাশা, দুঃখগুলোকে এই সুর অন্যরকমভাবে গাঁথুনি দিয়ে গেঁথে রাখে। বিধ্বংস হৃদয়ের গভীর থেকে হাইওয়ের প্রতি রইল শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসা।💝
প্রবর রিপনের কথা
এই বছরই আমার ইথার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল 💗 ব্যাপারটা এখনো আমার কাছে স্বপ্নের মতো । ধন্যবাদ ইথার ভাই আমাদের এই অতুলনীয় গান উপহার দেওয়ার জন্য 🖤✨
এতো সুন্দর কিভাবে হয়? বেশ কিছু দিন থেকে এই টিউনটি শুধু মাথায় গুরুপাক খাচ্ছে। সত্যি এ এক অন্য রকম নেশা। আমি অনেক দেরিতে হাইওয়ের দেখা পাইছি। আমার জানাই ছিল না এততত সুন্দর সুন্দর কাজ আছে তাদের। ভালবাসা রইল ভাই আপনাদের সবার জন্য❤️❤️❤️। অনেক ভালবাসা❤️❤️❤️। সবার জন্য ঘোরগাড়ি ও ছায়া শোনার অনুরোধ রইল। ❤️❤️❤️
আগে কোথাও গেলে অনেক সময় ঘোরগাড়ি গানটি শুনতাম কিন্তু এখন গত দুইদিন আগে যখন আমি 12 ঘণ্টা ট্রেন সফর করেছি তখন ৬ মিনিট 20 সেকেন্ডের এই গানটা বারবার শুনতে শুনতে পুরো সফরটি করেছে গানটা এতই ভাল লেগেছে যে দিনে ৫-৭ বার শুনি।
Im a bangladeshi girl married to an another culture guy who is american. Introducing my husband to my country's classics. I'm enjoying watching him sinking to the beauty of these masterpieces. And, admiring my country's people's talent. I'm happy I found somebody who can understand the good music and feel to the depth and really feel how much these drummers and singers lyricists are musically gifted. I'm glad I grew up listening to good music. Having a good taste helped me to forge my Identity. And I can proudly say this is my taste this is who I'm
💗
well, this isn't our country's classic but surely good in other genres too like this one
ভাইয়ের গান মানে,,নিজের দেহ থেকে আত্মার অস্তিত্ব খুজে বের করা🍁
Always🖤
সাইকেডেলিক রকের পুরো মজাটার জন্য গভীর রাত সেরা সময়! অন্য এক জগতে ছায়ায় ভর করে ঘুরে আসার মতো ব্যাপার। অসাধারণ কম্পপজিশন। ভালোবাসা হাইওয়ে, ভালোবাসা ইথার ভাই🌼
তার আগে একটা জয়েন্ট
৭-৮ টা স্টিক খাওয়ার পর এই গান ♥️
BonG + psychedelic rock = death Mystery 👽
জ্বি ভাই একদমই 🥰
Dada sei kntu
আমার একটু আগে ব্রেকআপ হয়েছে আর আমি এখন একটা সিগারেট হাতে ছায়া গান সুন্তেছি কালথেকে হয়তো গানটা সোনা হবে না কেও যখন আমার এই কমেন্ট এ লাইক দিবে আমি সেটার নোটিফিকেশন পেয়ে আবার সুনতে আসবো। আর সবশেষে একটা কথা বলি জিবনে সফল না হয়ে প্রেম করতে জাবেন না এই শহরে টাকা ছাড়া প্রেম হয় কিন্তু টাকা ছাড়া সম্পরক পুরনতা পায় না 🙁🖤
😦😣💔
😑
😅
Tmi ki aso na jriy gaso
@@MdNiyot-yc6tu খাঁটি কথা বললে ভাই! 🖤
ভাই আপনার কণ্ঠ, সংগীত, লেখনী আমাকে মোহিত করে রেখেছে। বার বার শুনছি এই গানটি তবুও আরো শুনতে মন চাইছে। এক কথায় অসাধারণ ও অনবধ্য। ধন্যবাদ এই উপহারের জন্য।
Oh shiiit my maaaan! ভাই! আমার মাথা পুরা বাড়ি খাইসে সিরিয়াসলি! আমি জাস্ট অন্য জগতে চলে গিয়েছিলাম! একটা সাইকোডেলিক-ফাংক ভাব নিয়ে এখনো বসেই আছি!
অসাধারণ! এগিয়ে যান আপনারা! আর বাঁশি যে কে বাজাইসেন ভাই! আমি মাতোয়ারা রীতিমতো ❤❤❤
ভালোবাসা এই হাইওয়ের..ছায়ায়,
আমরা বন্দী এক মৃদু মায়ায়.. 🌼
🔥🍃
Love you
Hasan Aether, One of the greatest "feeling song" maker of all time! 🖤
I can't even describe the feelings I get after hearing this song at "HIGH"! ....
অন্ধকার ঘরে হেডফোন এ
আলাদা একটা ঘোর🎭
অসাধারণ লিরিক 🖤
অসাধারণ মিক্সিং 🤍
ভিন্ন জগৎ এ নিয়ে যাওয়ার মতো অনূভুতি 💙
এই গানের ভিতরে যে কি আছে সেটা হয়তবা আমি কোনোদিনও কাওকে বলে বুঝাতে পারবো না,কতবার যে শুনেছি গানটা তার কোন হিসাব নেই,সময় অসময়ে দিনের যে কোন সময় গানটা শোনার মধ্যে যেন আলাদা রকম একটা শান্তি অনুভব করি,আর যতবারই গানটা শুনি আমার শরীরের লোম গুলো অটোমেটিক দাঁড়িয়ে যাই🥹🥀🖤
Highway
এই ধারাবাহিকতা বজায় থাকলে
নিঃসন্দেহে সেরাদের তালিকায় থাকবে ১যুগ পরে
ভালোর কোনো শেষ নেই
Take ❣️
ইথার ভাইয়ের কন্ঠ মাথার মস্তিষ্ক নাড়া দিয়ে উঠে। 💫🖤
tor mare amr kache niye ay
মানুষ হচ্ছে মেঘের মত। তারা আসবে,
আবার কিছু সময় বৃষ্টি দিয়ে চলে যাবে।
কিন্তু সঠিক মানুষটা ছায়া মত পাশে থাকে যাবে......!!!!❤️🥰
ইথার দাদা
ঘরগাড়ি
ছায়া
অবস্থান
আর
মৃত দেহ মত এলবাম আমাদের দেয়ার জন্য ধণ্যবাদ ভাই 🥰❤️
আমি শুধু মুগ্ধ হয়ে আকাশের দিকে অবাক দৃষ্টি তে তাকিয়ে রয়েছি।
আমার লাইফ এ পুরা পৃথিবীতে যত গান রয়েছে তার মধ্যে তিনটি গান world of the best
1:gun's & rose. November Rain
2: pink flayed. High hope's
3: stellhuart. She's gone
এবং এর পরে আপনার গান . ❤️ love u vai ❤️🌺
মানুষ হচ্ছে মেঘের মত। তারা আসবে, তারা যাবে। সঠিক মানুষটা ঠিকই ছায়া মতো পাশে থেকে যাবে!❤️
😅
Nothing can beat the music of this song❤️ specially the music at the end portion❤️
বিশ্বাস করবেন কিনা জানি না ভাই
মারায়ং তং পাহাড়ে, পাহাড়ি মদ খেয়ে কানে এয়ারপড লাগিয়ে যখন গানটি শুনতে ছিলাম তখন আমি এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। 💕 One of the best song ever from band Highway.
R amr to protidn gaja khaya ei gan na sunli ghum hoina
বাঁশির সুরটা একদম অন্য লেভেলের হয়েছে 😇🌸
Highway is another majestic & worthy band I have ever seen after LRB..Now, I'm a big fan of this band! It's totally a infrequent band! Love you most highway❤️🩹🤍
Ether somehow might never meet but whenever I hear this voice and songs from your creation I can just see you just infront of me . We were blessed to know you .
আত্মার সাথে অভিমানী ছায়ার এক কাব্যিক সংযোগ অনুভব করেছি 💙
So much grateful for that addictive composition ☯️
বাইরে রিমঝিম বৃষ্টির দিকে তাকিয়ে,অন্ধকার ঘর,ঠোটের এক কোনায় সিগারেট আর হেডফোনে "ছায়া"= এক কথায় অসাধারণ 🖤
৫ ফেব্রুয়ারী, ২০২২
রাত ২ টা ৪৯ মিনিট
ইথার ভাইয়ার নানা ভাই এর আত্মা র সাথে অভিমান করেই এই গান🙂
@@Movie.express69 Is that so? Are you kidding? 😪
Shudu domoy er oppekkhai
কিছু কিছু অনুভূতি লিখে বা বলে প্রকাশ করা যায় না ব্রাদার্স,,অসধারন,অতুলনীয়,অভাবনীয় 🥰🥰🥰
সাচকাচুয়ান থেকে টরেন্টো হাইওয়ে ধরে প্রায় ১০০-১২০কিলো স্পিড এ ছুটে চলেছি এই রাত শেষে ভোরে....
আর প্রিয় ব্যান্ডের নতুন গানটা শুনেই চলেছি একাধারে...
ভালোবাসা রইলো প্রিয়
মালোইশিয়া টু বাংলাদেশ 5 বছর পর বাড়ি ফেরা....? নাইট ফ্লাইট প্লেনের সিট টাও পরেছে জানালার পাশে...?কানে হেডফোন.. আর সাথে প্রিয় ব্যন্ডের প্রিয় একটা গান আহ্ কি অসাধারণ এক ফিল...~ যা বলে বুঝানোর মতো না....?🖤
Pelene net lailen koi😂😂
@@rahomatyt4910আগে থেকেই ডাউনলোড করা থাকলে নেট লাগবে কেন?
@@rahomatyt4910 আগেই ডাউনলোড করা ছিলো 😊
❤
Thik bolsen vai 😂😂@@rahomatyt4910
To be honest I am addicted to this masterpiece.. what a lyrics ❤ what a combination to create BGM
I lost my girl on January 11th and this song encapsulates all my thoughts. Thank you Aether for writing this masterpiece, may she rest easy
What?? 😕
@@artaiv356 she past away!
!
😪
😢
এই গানের জন্য অনেকক্ষণ ধরে নেক্সট গানে যেতে পারছি না 🖤 অদ্ভুত রকমের সুন্দর🦉
Highway এর গান গুলো বুঝতে একটা শান্ত মস্তিস্কের প্রয়োজন, যেটা সবার থাকে না।...💔🍁❤️🔥
Tomr tkle hbe
Yes Bro,,🙂
Yes Bro,,🙂
আপনাদের গান আমাকে এক অন্য জগৎ এ নিয়ে যায়!
মিউজিক শুনলে আলাদা অনুভুতি পাওয়া যায়🖤
মোস্ট আন্ডাররেটেড ব্যান্ড
☺️🖤
You are you.rgith of mind of me. ... 💞💘
পট করার পরে গভীর রাতে কানে হেডফোন লাগিয়ে যখন এই গান শুনি।আহা এই ফিলিংস লিখে প্রকাশ করা যাবে না রে ভাই😇😇😇
same vai
💯/💯
😌😌😌😌
সহমত 🍁
Same bhi
Highway আসলেই একটি অদ্ভুত ব্যান্ড একদম মনের মাঝে গেঁথে গেল হাইবের শুধুমাত্র তিনটা গান পছন্দ ছিল পূর্বে আমার অন্যসব গান গুলো আমি শুনতাম না দুইদিন যাবত শোনা শুরু করেছি হাইবের ভক্ত হয়ে গেলাম।❤❤😊😊
মাতাল করা সুর এবং লিরিক ❣️
অনেক দিন ধরে শুনে আসতেছি একই রকম অনুভূতি,গানটার বয়স বাড়বে না 😍
বানিয়ে দিয়ে গেল,
এমন জটিল ছায়া,
যে ছায়া নড়তে জানে,
যে ছায়া ধরতে জানেনা,
ওরা কারা, আরো বানিয়ে গেল,
এমন দারুন দারুন ছায়া,
যে ছায়া চলতে জানে,
যে ছায়া বলতে জানে না।
ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়?
ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া।
(chorus chant)
ওরা কারা আরো বানিয়ে গেল,
এমন অভিমানি ছায়া,
যে ছায়া কাঁদতে জানে,
যে ছায়া হাসতে জানেনা,
ওরা কারা বানিয়ে দিয়ে গেল,
এমন জাদুকরী ছায়া,
যে ছায়া প্রশ্ন জানে,
যে ছায়া উত্তর জানে না,
যে ছায়া উত্তর জানে,
যে ছায়া প্রশ্ন জানেনা,
ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়?
ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া।
------------------ইথার
অন্যরকম একটা ভালোলাগা কাজ করে এই গানটায়🥰 এয়ারফোন কেনাটা সার্থক এই গানের জন্য❤
গানটির লিরিক টা যদি কমেন্ট বক্সে দেয়া যেতো,,পাগলা ভক্তরা বেশি কৃতজ্ঞ থাকতো,,চেষ্টা করতো ইথারের মতো গলা ফাটিয়ে সুর মেলানোর,,
ভালোবাসা Highway ❤️❤️❤️🌹🌹🌹
জীবন্ত লাসেরা বেচে উঠে মধ্যরাত জাগরনে, পাপের ধোঁয়া ঠোঁট ছুঁয়িয়ে বেচে থাকা আমাদের।
ধন্যবাদ ইথার ভাই🖤
গাঁজা ফুঁকে খুব esthetic হইয়া গেলেন
@@sayednazmussazib OP 👀
ছাপড়ি
মন যখন খারাপ হয় ভালো লাগে না কোন কিছুই ,একা বসে থাকি এক কোণে, তোমাদের রাস্তায় (HIGHWAY) আসি ,দাড়ায় কিছুক্ষণ,
আবেগের সুর শুনি কান্নার সুর শুনি শুনি একাকিত্বের আত্মকথা,
তারপর আবার ফিরে যাই জীবনের স্রোতে
এভাবেই চলছে জীবন😔
পিনিক করার পরপরই হাইওয়ে কে মনে পরে। চলে আসলাম🖤
Pinic is the only thing that colors my damn life🫶
Dont ruin your organs doing pinik..
@@imranmostafasaad8707only pinik is real... Pinik is heaven
From another Universe!!
Literary getting goosebumps🔥🖤
- last 10yr por o jodi ganta shuni feelings ta thik ajker diner motoi thakbe!! 🥹🖤🫠
- thanks highway!! ❤️🔥✨
ছায়ার মায়াতে মেতে উঠে শত কন্ঠ ,, ➼
তবুও ছায়া হয়েই পড়ে থাকে 🙂
ছায়ার মায়াতে মেতে উঠে শত কন্ঠ ,, ♣️
তবুও ছায়া হয়েই পড়ে থাকে 🙂
ছায়ারা যখন চলে যায়,
কোথায় তারা চলে যায়!!
৭ দিনে কমপক্ষে ৩০ বার শুনছি লিরিস্ক গুলো অসাধারণ ঘোরগাড়ির পর আবারো ছায়া কিছু না হলেও আত্মা শান্তি পায় 🥰
লিরিক্স করে ফেলছি 🐸
মানুষ হয়ে মানুষের জীবনের অশান্তি হয়ে থাকার চেয়ে নিজের অস্তিত্ব তার থেকে গলিয়ে ফেলা উচিৎ। "আমি ছিলাম" যখন থাকবো না তখন মানুষ বিশ্রী ভাবে টের পাক কিছু কিছু সময় একটু অশান্তির অভাবে মানুষ কতটা অশান্তিতে থাকে।❤
play korar sathe sathei onno ek jogote dhuke jacchi 😳💫✨
another masterpiece ❤️
এই সব গান শরীর ও আত্মার মাঝের দূরত্ব কে কম করে ❤💟
আহারে ভালোবাসা! কি দিয়ে গেলি আমারে রাত ১,২,৩,৪,৫ এইসব গানই খোজে ফিরি শুধু৷
একদিন আমাদের এই হাইওয়ে ব্যান্ডটাও অনেক উপরে যাবে ইনশাল্লাহ। যেমনটা আশেজ এর ক্ষেত্রে ও হয়েছে।❣️
100% sure
Right vai
*Most underated band*
*Love you Highway❤️*
4:41 শরীরের প্রতিটা শিরা-উপশিরায় বিস্তৃতি প্রসারমান। লিরিক, সুর সবই অন্য উচ্চতায় 😊❤️🩹🌺✨🔥
Music এর প্রশংসা না করলেই নয়🙂অসাধারন👌
The tune of flute mesmerized my ear 💖💫 loved the track 🌟
আমার পচ্ছন্দের গান ঘোরগারি আর ছায়া...
আমি নিজেও জানি নাহ কতো বার সুনছি।
তবে যতো বার এ সুনি মনে হয় প্রথম বার শুনতেছি
❤❤
অন্য Dimension এ নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ HighWay.
ভালোবাসা অবিরাম 🖤
অন্য Dimension এ নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ
Khalifa Ridoy.
ভালোবাসা অবিরাম 🖤
There are songs. Beautiful, nice, decorated songs. And here this one, a piece of art!
Exceptional, Extraordinary
ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়?
ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া।🤞
মারাত্মক লিরিক্স 🤍
From another Univers 🌠
Literary Getting goosebumps 🔥
Music 🔥tune🔥lyrics 🔥 vocal 🔥
Love Highway 🖤🌻
-ঘামে ভেজা কপাল 😓
-এলোমেলো চুল 🎅
-অন্ধকার রুম🏯
-নেশাগ্রস্থ দেহ🍷
-তোমার রেখে যাওয়া কিছু না ভূলতে পারা স্মৃতি 😭
-কানে হেডফোন আর ভালোবাসার "HIGHWAY"❤❤
-আহ আমার সুন্দর জীবন 💔💯
👉🙆🙆🙆 FINISH
listening to this song takes me to another dimension of life ... not happy .. not sad .. no humanity ,smile, sadness left .. feels like you are melancholic , but you don't feel pain cuz your mind is now numb by continuous hurting and your mind becomes dark as if it it's bruised.. you just see some bright light aura in ur eyes and look at the universe ,it's "beautiful" ppl with another eye ..
I've never heard something this much beautiful. Totally mesmerized for the whole time.
Bhai re bhai,,, lyrics,,, Vocal, composing.. Blast🔥🔥
Masterpiece lyric comment na koira parlam na.
Joto gan suni na pinik akhane.✨
বাসের শেষ সীটে বসে বাইরে তাকিয়ে থেকে কানে হেডফোন দিয়ে এই গান শুনার অনুভূতি কেমন হবে তা ভাবতেই অন্যরকম লাগছে❤️
Onno level er thinking
Vai moner kotha bolcho akdom...❤️❤️
হুম,বাসের শেষ সিটে বসে জানালায় বাহিরে তাকিয়ে গানটা শুনছি🙂
Right Vai
Ami akhon suntachi..r apnar comment ta samne aslo
Almost every bd bands work on lyrics mainly, but this brand unbelieve !
They took music and lyrics in next level
Band*
@@najmulalam8893 thanks mate
@@sav1566 ayyo u british
@@dickharnopakhi5444 thank you nigga
এমন একটা গান খুঁজে পাওয়ায় দুষ্কর❤❤❤
Love Highway
ভৌতিক একটা শিহরণ আছে গানটাই❤️❤️
এই গান শোনার মত রুচি, বাংগালী আম জনতার আর ৫০ বছর পর তৈরি হবে। ভালোবাসা হাইওয়ে ❤️❤️
আহ কি রিলিক্স প্রাণটা জুড়িয়ে গেল 😮
এইরকম করে কেউ গাই কলিজাই লাগে ভাই💘
অনেক অনেক ভালোবাসা রইল, সকল মেম্বারদের জন্য💓
এগিয়ে যাও
This is the song of innermost feeling.
Psychedelic vibe in the rock genre. Keep going, I/we will be with you. 🖤
I,m distressed when i hear the same song repeatedly but this song was an exception . My 5000th time listening on spotify yet doesn,t gets old at all.
I feel the same, and I want to listen to this song on my funeral,,
এটা চরম ভাই চরম 🔥🔥🔥
It makes goosebumps every time I heard 🖤
Made me feel like I am in space🌌
Take a puff and let the pain go away
Highway 🛣️🖤🖤
You are a poet man❤ 5:32
ছায়া শুধু একটা গান নই,
আমার মস্তিষ্কের রক্তক্ষরনের একটা অন্যতম অসুধ।
হ্যাসব্যান্ডের থেকে শুনে শুনে #HIGHWAY এর ফ্যান হয়েছি