Pakhi Pahar | Ajodhya Hill Range | Purulia | Ep-5
HTML-код
- Опубликовано: 21 дек 2024
- Episode-1- • Ajodhya Pahar Purulia ...
Episode-2- • khairabera eco adventu...
Episode-3- • Bamni falls || Ajodhya...
Episode-4- • Charida || Chau Mask V...
Episode-5- • Pakhi Pahar | Ajodhya ...
পুরুলিয়ার নাম শুনলে আমাদের শিমুল, পলাশের কথাই সবার আগে মাথায় আসবে। রাঢ় বাংলার সরু লাল পথ কিংবা পাহাড়ের ঢালু উপত্যকা আমাদের চোখ জুড়িয়ে দেয়। আর সময়টা যদি শীতকাল হয়, তাহলে তো কথাই নেই। পুরুলিয়ার আর পাঁচটা জায়গার মতো নয়, প্রায় ঢাকাচাপা পড়ে যাওয়া পাখি পাহাড়ের টানে অনায়াসে বেরিয়ে পড়া যায় দুটো দিন। নাম শুনে মনে হতে পারে অনেক পরিযায়ী পাখির আবাস এই জায়গা। কিন্তু তেমনটি একেবারেই নয়। একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা। বেশিরভাগ পর্যটক পাহাড়টি দূর থেকে দেখে ফিরে যান। কিংবা গাড়ি থেকে নেমে দশ মিনিট সামান্য রেস্ট। কিন্তু এর ইতিহাস জানলে রহস্য ক্রমশ দানা বাঁধবে, আপনি পাহাড় ছুঁতে বাধ্য হবেন নিশ্চিত।
সরকারি অনুদানে,ভাস্কর চিত্ত দে, এ পাহাড়ের পাথরের গায়ে খোদাই করেন বিভিন্ন আকৃতির পাখি।
স্থানীয় ২৪ জন আদিবাসীকে নিয়ে দলবদ্ধ ভাবে কাজ শুরু করেন | পাহাড়ের উপর থেকে ঝুলন্ত অবস্থায় ছেনি-হাতুড়ির ঠুকঠুক শব্দে; খোদাইয়ে মূর্ত হয় ৬৫টি ডানামেলা পাখির ভাস্কর্য ।
যেখানে সবচেয়ে ছোট পাখির ডানার দৈর্ঘ্য ৫৫ ফুট আর সবচেয়ে বৃহৎ পাখির ডানার দৈর্ঘ্য ১২০ ফুট। পাহাড়টির স্থানীয় নাম ছিল ‘মুরাবুরু’ ( ৮০০ ফুট উঁচু)। লোক-মুখে, পাহাড়টি আজ ‘পাখি-পাহাড়’ এ পরিণত।তবে দূর থেকে যত ভালো বোঝা যায়, পাহাড়ের মাথায় উঠলে দেখবেন একঝাঁক পাখি। ডানা মেলে উড়ে যাচ্ছে।
Thanks for watching...
Don't forget 👍 share & subscribe my channel.
CHANNEL💠 rajib reflection 💠
CHANNEL LINK :~
/ @rajibreflection
#pakhipahar #purulia #ayodhyapahar #rajibreflection
mail- rajibreflection@gmail.com