এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ এবং সুপ্রীম শুনানি নিয়ে বিস্ফোরক বিশিষ্ট আইনজীবী Firdous Samim

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 399

  • @SunilDas-xu2yw
    @SunilDas-xu2yw 4 дня назад +27

    যোগ্যদের বাছতে গিয়ে অযোগ্যদের যেন সোনায় সোহাগা না হয়। ধন্যবাদ আইনজীবী ফিরদৌস সামিম।

  • @salamsk2973
    @salamsk2973 4 дня назад +55

    স্যালুট কমরেড বিকাশ রঞ্জন বাবু।❤❤❤

    • @FullStopp-K
      @FullStopp-K 4 дня назад +4

      তারা কমরেড নয় এই গ্রুপ টিএমসির এজেন্ট।

    • @tusharkantibhattacharya6129
      @tusharkantibhattacharya6129 4 дня назад

      একদম ঠিক কথা বলেছেন ।​@@FullStopp-K

    • @suruchi1501
      @suruchi1501 4 дня назад

      এই কমরেড নিজের আমলে কটা চাকরি খেয়েছে দেখে আসুন

    • @MadhyabiRoy
      @MadhyabiRoy 4 дня назад +1

      যে এজেন্ট রা টাকা তুলেছে তারা তো ধরা পড়েছে। তাদের কাছ থেকে জেনে নিন কারকার কাছ থেকে টাকা নিয়েছে। তাদের তালিকা তৈরি করে কোর্টে পেশ করুন।

    • @bidhanghosh9295
      @bidhanghosh9295 4 дня назад

      এই এজেন্টের জন্যই সন্দীপ ঘোষ ছাড়া পাচ্ছে। আশাকরি কারোই চাকরি যাবেনা।

  • @sushimmukherjee9037
    @sushimmukherjee9037 4 дня назад +10

    I sincerely salute Sir Firdous Shamim for his strong protest against corruption ❤.

  • @dipakmandal9252
    @dipakmandal9252 4 дня назад +61

    পরীক্ষা না দিয়ে চাকরি এ সরকার পদত্যাগ করা উচিৎ।

  • @suranjanmondol7033
    @suranjanmondol7033 4 дня назад +27

    Khela suru..khela hobe..
    Joy hoke apnader sir

    • @tapandas506
      @tapandas506 3 дня назад

      শেষ পর্যন্ত কিছুই হবে না। সেটিং শেষ কথা বলবে। বাকীদের সব কথা ভুল ভুল ......

  • @noorhossain8886
    @noorhossain8886 4 дня назад +49

    এরপর 2012, প্রাইমারী নিয়োগের তদন্ত হোক। কোথায় ওমর শিট, কোথায় প্যানেল লিস্ট দেখতে হবে

  • @santachatterji
    @santachatterji 18 часов назад

    Mr. Samim, Thank you for fighting against this corruption.

  • @hisabalimandal7071
    @hisabalimandal7071 4 дня назад +38

    এবার যারা আপার প্রাইমারিতে নিয়োগ হল তাদের মধ্যে অনেকে তো ঘাবলা আছে

    • @dibasgharami7424
      @dibasgharami7424 4 дня назад +1

      Samim 691 jon omr mismatch der hoye lorechen abar lecture.

  • @tusharnayek3327
    @tusharnayek3327 4 дня назад +14

    বিকাশ বাবু ও ফিরদৌস বাবুর টীম এর লড়াই বাংলার মানুষ মনে রাখবে

  • @rajib2473
    @rajib2473 4 дня назад +8

    ফিরদৌস বাবু প্রতি কথা নির্ভুল সত্য বলেছেন, যদি যোগ্য অযোগ্য বাছতে হয়, তাহলে দেখবেন ২০০০ হাজারের বেশি যোগ্য হবে না।

  • @somasengupta4658
    @somasengupta4658 4 дня назад +35

    এতো কিছু জানার পরেও,আসল অপরাধীরা কেন খোলা ঘুরে বেড়াচ্ছে? কেন কোনো শাস্তি হচ্ছে না? বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দুর্নীতির কারনে জেলবন্দী হয়ে শাস্তি ভোগ করেছেন অথচ এখানে পুরো উল্টো।এর কারন জানার অধিকার, এখানকার জনগণের অবশ্যই আছে কারন ভোট তাদের থেকেই আসে।

    • @saikatchatterjee1494
      @saikatchatterjee1494 4 дня назад +2

      Akdom, sudhu natok,

    • @gourmohanmajhi2286
      @gourmohanmajhi2286 3 дня назад

      কারণ আপনিও জানেন,আমি এবং আম আদমিও জানেন ----সেটা সেটিং!!! মাথায় আছে RSS!!20.12.24

    • @sknawyaz8617
      @sknawyaz8617 3 дня назад

      সব শেষে চাকরি থাকবে। একজনের চাকরি যাবে না।

  • @chittaranjanpradhan6913
    @chittaranjanpradhan6913 4 дня назад +9

    পুরো নিয়োগ বাতিল করা দরকার

  • @SkMali-p6z
    @SkMali-p6z 4 дня назад +44

    আট মাস হয়ে গেল হাইকোর্টের রায় এখন পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা করতে পারল না তাই এখুনি পুরো প্যানেল বাতিল করা উচিৎ। এছাড়া অন্য কোনো পথ কেউই কোনো দিন দেখাতে পারবে না।

    • @JAKIRHOSSAIN-sh3fq
      @JAKIRHOSSAIN-sh3fq 4 дня назад +1

      এসএসসি এবং সিবিআই দুজনেই যোগ্য যোগ্য আলাদা করে দিয়েছে।

    • @JAKIRHOSSAIN-sh3fq
      @JAKIRHOSSAIN-sh3fq 4 дня назад +2

      তারমানে যেহেতু দুর্নীতি সরকার করেছে তাহলে যাদের জন্য দুর্নীতি করেছে তাদের গুলো বাদ যাক এবং যারা দুর্নীতি করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুক কিন্তু কিন্তু যারা কোন ভাবেই দোষী নয়,যারা যোগ্য তাদের কেন বাদ যাবে, তারা কেন শাস্তি পাবে?অন্যের পাপের ফল কেন যোগ্যদের কে ভুগতে হবে?? অযোগ্যারা বাদ গিয়ে সেখানে ওয়েটিং লিস্ট থেকে চাকরি দেওয়া হোক।

  • @SunilDas-xu2yw
    @SunilDas-xu2yw 4 дня назад +5

    বিচারের বাণী নিভৃতে যেন না
    কাঁদে।, মন্থর গতি যেন না হয়।
    সেলুট বিচার ব্যবস্থা।

  • @biplabchakraborty6948
    @biplabchakraborty6948 4 дня назад +7

    তারিখ বদলে গেলো ১৯ থেকে হয়ে গেলো সেটা বিশ কিন্তু সেটা হয়নি চারশো বিশ ঘুমোতে যাবার আগে campaign calling media দেখি মনের মধ্যে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে গেলো ফিরদৌস বাবুর লড়াই সার্থক হোক campaign caling media কে ধন্যবাদ

  • @anjankrdhar8641
    @anjankrdhar8641 4 дня назад +9

    বিকাশ ভট্টাচার্যের সওয়ালের যোগ্যতার মান কোন পর্যায়ে আছে অভয়ার মা বাবা নিশ্চয়ই বুঝতে পারছেন.... দেশের তাবর তাবর আইনজীবীদের বিপক্ষে সওয়াল-জবাব ... সত্যি অসাধারণ

  • @swagata2121
    @swagata2121 4 дня назад +37

    পুরো প্যানেল বাতিল করা উচিৎ।

    • @sudipmukherjee4969
      @sudipmukherjee4969 4 дня назад +7

      কেনো তুই চাকরী পাসনি বলে?

    • @DipankarDas-qt4zx
      @DipankarDas-qt4zx 4 дня назад

      কেন রে কেরালার রাজমিস্ত্রি

    • @ChandraGhosh-c1s
      @ChandraGhosh-c1s 4 дня назад +3

      Pannel batil sudhu somoy er opekkha.😢 Kharap lagche Jara fair vabe chakri peyechen

    • @swagata2121
      @swagata2121 4 дня назад

      @@sudipmukherjee4969 মুখের ভাষা মানুষের পরিচয়, সম্বোধন দেখেই বোঝা যায় কে শিক্ষিত,আর কে....! না পায়নি তখন পরীক্ষা বসার বয়স হয়নি,আর আগামীতে যা করব মাথা উঁচু করে করব, টেবিলের তলায় লেনদেন করে না।

    • @Bubai_Da
      @Bubai_Da 4 дня назад

      ​@@ChandraGhosh-c1s
      কেঁদে বালতি ভরুন তাহলে .... 🎉

  • @sumitradebi1298
    @sumitradebi1298 День назад

    Kurnish janayi Bikash babu o Firdous Ji ke jara eaiBhoyanhgkar durntir biruddhe lorayi karchen! Thanks Campaign calling media!

  • @pranabgupta6559
    @pranabgupta6559 3 дня назад +1

    অদ্ভুত। একটা নিয়োগ প্রক্রিয়ায় দুটি পক্ষ। প্রার্থী আর চয়নকারী সংস্থা। চয়নকারী সংস্থার চরিত্র যদি art 12 authority হয় , তবে সাংবিধানিক দায় আছে। প্রার্থীদের দায় হল নিয়ম মেনে পরীক্ষা দেওয়া। এবার চয়নকারী সংস্থার কাজ হল যে রুল প্রার্থীদের বা সাধারণ কে জানানো হয়েছে (notification of rules)তার প্রয়োগের ক্ষেত্রে normal prudency apply করতে হবে। সেটা কেমন? Rule বলছে, SSC পরীক্ষা নেবে। তাহলে পরীক্ষার প্রশ্ন গোপন থাকবে , এটা কী আইন নাকি general prudence? কোনো rule এ বলা থাকে নাকি যে প্রশ্নপত্র গোপন থাকবে । প্রশ্নকর্তা গোপন থাকবে।
    তেমনি উত্তরপত্র কে দেখবে কিভাবে দেখবে তা গোপন থাকে , কিন্তু under art 12 এর authority র overall supervision থাকা যে পরীক্ষা ব্যবস্থার অঙ্গ সেইটা কি আইনে লেখা থাকে?
    এক্ষেত্রে দেখা যাচ্ছে SSC জানেইনা উত্তরপত্র মূল্যায়নকারী সংস্থা কী করছে। এটাই তো সমস্ত পরীক্ষাটাকে বিপর্যস্ত করার পক্ষে যথেষ্ট এবং হয়েছেও। সরকার, বোর্ড, SSC ,স্বীকার করেছে। সমস্ত কাজ SSC অফিসে বসে হয়েছে। SSC mirror image না রেখে সব গুরুত্বপূর্ণ OMR একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিল। ধরুন, কোনো কারণে আগুন লেগে ঐ ডাটা নষ্ট হল , তখন তার recovery arrangement থাকবেনা? এটার জন্য আইন লাগে নাকি? এটা তো normal prudency । যদি art 12 এর অধীনে কোন সংস্থার যদি এই অবস্থা হয় তবে সাংবিধানিক কোর্ট কী রায় দিতে পারে?
    দেখাই যাচ্ছে গোটা evaluation পর্যায় ব্যপারটা স্বাভাবিক ছিলনা। RTI obligation মানার জন্য যা করা দরকার করা হয়নি। OMR destruction ঠিক ভাবে করা হয়েছে কিনা জানা নেই। এত সন্দেহে কোন পরীক্ষা অমলিন বলা যায়না। অযোগ্যদের তালিকা এক এক পক্ষের এক এক রকম। সুতরাং, Original data না পেলে কিছু করা সত্যিই মুশকিল। এটা শুধু চাকরীর প্রশ্ন নয় । বাংলার ভবিষ্যতের প্রশ্ন । সব শিক্ষকের সততা নিয়েই প্রশ্ন । Original OMR নেই, সৎ কে প্রমাণ হবে কিভাবে , CBI data দেখে ? এখনো CJI মানেননি। সাথে অনেকেই মানেননি। মেনেছেন SSC , BOARD , GOVERNMENT. যাঁদের না মানার কথা সর্বাগ্রে তারাই মেনে বসে আছেন। কিসের ভয়ে

  • @hisabalimandal7071
    @hisabalimandal7071 4 дня назад +28

    আপার প্রাইমারিতে যার নতুন চাকরি পেল তারা অনেকেই 10 লাখ 8 লাখ করে দিয়ে চাকরি পেল

  • @sathiroy3705
    @sathiroy3705 3 дня назад +3

    পুরো প্যানেল বাতিল করা উচিত আর যোগ্য দের কাজে নেওয়া উচিত ।
    যারা এই দুর্নীতি র মাথা তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত।

    • @chiranjitmukherjee2093
      @chiranjitmukherjee2093 3 дня назад

      আর আপনাকে ভারতের সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের প্রধান উপদেষ্টা করা হোক।

  • @SudhansusekharMitra-jg6wq
    @SudhansusekharMitra-jg6wq 4 дня назад +4

    পদত্যাগ তিনিই করেন যিনি প্রত্যক্ষভাবে দুর্নীতির সাথে যুক্ত না থাকেন। আর যিনি প্রত্যক্ষভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকেন তিনি কখনো পদত্যাগ করবেন না!

  • @amitsarkar3019
    @amitsarkar3019 4 дня назад +11

    File a case for disqualifying the WB government.

  • @suranjanmondol7033
    @suranjanmondol7033 4 дня назад +15

    Gurudeb Bikash Ranjan sir o Firdosh sir apnader joy nischit.
    Jay Hind.
    Ebar TET 14 r Pala.

    • @dibasgharami7424
      @dibasgharami7424 4 дня назад +1

      Apnar vikas babu ar samim ke highcourt e 2014 trained teacher ra omr mamlay kadiye chere. Supreme court o vikas babur dabi maneni omr matter. Trained teacher ra always concerns ache.

    • @madinaanowaramonoara5141
      @madinaanowaramonoara5141 3 дня назад

      বিকাশ ছামীম ৩২০০০ মামলায় হেগে ফেলেছে।

  • @arindammallick7601
    @arindammallick7601 4 дня назад +5

    রাজ্য সরকার সত্যি সত্যিই যাতা কলে পড়েছে। সত্যিই interesting ব্যাপার।

  • @mrinmoymanna6972
    @mrinmoymanna6972 3 дня назад

    Darun Firdosth Babu

  • @rabindranathbera8136
    @rabindranathbera8136 4 дня назад +15

    Ebar supreme court khela dekhiye dik.banglar nirjatito manusher atai chahida.

  • @ashimroy3078
    @ashimroy3078 4 дня назад +10

    ঊনি আমৃত্যু পদত্যাগ করবেন না।

  • @ssk6925
    @ssk6925 3 дня назад +2

    যারা প্রকৃত যোগ্য বা বৈধ ভাবে নিয়োগ পেয়েছেন যদি তাদের চাকরি চলে যায়, তাহলে তারা একত্রিত হয়ে এস এস সি ও মধ্যশিক্ষা পর্ষদ অফিস ঘেরাও করে রাখা দরকার। যতদিন না অন্য কোন যায়গায় তাদের চাকরি না দেওয়া হয়।

    • @bluehouse3353
      @bluehouse3353 3 дня назад

      Arr school na gie ovilombhe dhonrany bosa uchit..joggo der..chakri jodi na thake tale school r kore ki korbe..tar theke dhornay bosuk..

  • @pradipjana4423
    @pradipjana4423 2 дня назад

    অনেক পরিশ্রম করে একটা ছাএ ছাত্রী চাকরি প্রায় কিছু অসৎ লোকের জন্য তাদের সারা জীবনের সব পরিশ্রম মিথ্যা হবে তা যেন না হয়।

  • @ashishdeysarkar5856
    @ashishdeysarkar5856 4 дня назад +10

    Every illegible Candidate must need to be expelled from the Job holders!🎉

  • @debasishkarspokenenglishco8050
    @debasishkarspokenenglishco8050 4 дня назад +6

    Excellent

  • @moumitabera1
    @moumitabera1 4 дня назад +5

    Next chief minister firdous samim

  • @bipotarandutta3466
    @bipotarandutta3466 4 дня назад +5

    সব শীত ঘুমে ঘুমিয়ে যাবে দাদা দিদি সেটিং হয়ে যাবে চিন্তা করবেন না। শুনানির শেষ হতে হতে ওরা রিটার্ড করবে।

  • @samareshdasadhikari3346
    @samareshdasadhikari3346 4 дня назад +32

    একজন ও যোগ্য প্রার্থী নেই। সবাই টাকা দিয়েছে।

    • @Ks9733
      @Ks9733 4 дня назад

      চাকরি পাওনি তাই হিংসা হচ্ছে তাই না? একজন স্বচ্ছ নয় তুমি কি করে জানলে?সব জান্তা গামছা ওয়ালা তাই না?

    • @ajoymaity4063
      @ajoymaity4063 4 дня назад +2

      আঙ্গুর ফল টক

    • @Bubai_Da
      @Bubai_Da 4 дня назад

      কিচ্ছু হয়নি এখনো ? হবেও না।
      কারন, পেটে হিংসে ছাড়া কিছু আছে বলে মনে হয় না ‌ 🎉

    • @anupbarman7630
      @anupbarman7630 4 дня назад

      Borahonondon . Tui pasni bole ki ki sobai taka diye peyeche!

    • @sklearning149
      @sklearning149 4 дня назад +2

      এখানে শুধু পাস করে চাকরি হয় না, ভুয়ো ইন্টারভিউ দিতে হয় 😂😂😂😂

  • @krishnachandra6705
    @krishnachandra6705 3 дня назад +1

    যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য করে রাজনীতি করণ করবেন না,,,,
    আসল মামলা হচ্ছে বৈধ বনাম অবৈধ নিরিখে 👉👉👉

  • @pkroy9092
    @pkroy9092 4 дня назад +1

    Waiting দের কথা একবারও শুনলাম না,, আসলে তাড়া আজীবন বঞ্চিতই থেকে যাবে

  • @hiralalkarmakar3832
    @hiralalkarmakar3832 4 дня назад +5

    এখানে যোগ্য যারা আছেন তাদের বাঁচার একটা ই উপায়। নিজেদের নামের তালিকা তৈরি করে নিয়ে জমা দিন। তবেই চাকরি বহাল থাকবে।

  • @JamaiGhosh
    @JamaiGhosh 4 дня назад +6

    কিচ্ছুটি হবে না ....শেষ পর্যন্ত চায় ওয়ালা আর চপ ওয়ালি সেটিং করে নেবে....

  • @aka.esuntravel8157
    @aka.esuntravel8157 4 дня назад +2

    2016 সালের সবাই যদি RTI করলে এর উত্তর কি ssc কাছে নেই। সবাই যদি চাকরির দাবি করেন। তাহলে কি হবে

  • @dipakkumarray1068
    @dipakkumarray1068 4 дня назад +1

    True analysis

  • @sujataacharya8261
    @sujataacharya8261 3 дня назад

    মহামান্য সুপ্রিম কোর্ট নয় চাকরি বাতিল করে দেবেন কিন্তু এত বড় অন্যায় যারা করল তাদের শাস্তির কি ব্যবস্থা হবে

  • @biswaschinmoy985
    @biswaschinmoy985 4 дня назад

    একদম ঠিক দাদা

  • @shuvosikdarunluckyguy
    @shuvosikdarunluckyguy 4 дня назад +4

    অবিলম্বে পুরো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ও সেই নতুন নিয়োগে ওই 26 হাজার কে আবেদন করতে দাওয়া যাবে না .

    • @srimamaity8687
      @srimamaity8687 4 дня назад

      Kto swapno...

    • @biprogarden1027
      @biprogarden1027 4 дня назад

      আপনি কটা পরীক্ষায় পাস করেছেন। আপনি আগে নিজের যোগ্যতায় কোন একটি পরীক্ষায় পাস করুন তারপর না হয় এই কথাগুলো বলবেন।

  • @BinoyKumarDas-c3e
    @BinoyKumarDas-c3e 3 дня назад

    Right sir

  • @arpanmukherjee8277
    @arpanmukherjee8277 4 дня назад +2

    Crime does not pay. High court er same ray bohal thakbe

  • @kishorkumarmandal-ec4hg
    @kishorkumarmandal-ec4hg 2 дня назад

    Ak Bar Calcutta High court ar Physical Education Ar Case Nia. Khabor Din

  • @utpallaha3869
    @utpallaha3869 3 дня назад +1

    আপনি যতোই চিতকার করেন কিছুই হবে না। টাকা যার আইন তার।

  • @soumyadeeproyhazrachiku5291
    @soumyadeeproyhazrachiku5291 2 дня назад

    Salute Samim sir ,But ssc to cbi ar Deoa information mene niyechhe…?

  • @nityanandamondal5447
    @nityanandamondal5447 3 дня назад

    যেই 5,000 +সংখ্যাটা বেরিয়েছে, আমাদের আশপাশে যারা টাকা দিয়েছিল তাদের নামগুলোই বেরিয়েছে তালিকায়। যারা মেধায় পেয়েছে তাদের নাম ওই লিস্টে নেই।

  • @amitsarkar3019
    @amitsarkar3019 4 дня назад +2

    If CM doesn't submit resignation, can she be dismissed?

  • @MoumitaSasmal-m1b
    @MoumitaSasmal-m1b 4 дня назад

    আপনাদের লড়াই য়ে পাশে আছি

  • @TapanSarkar100
    @TapanSarkar100 4 дня назад +1

    পদত্যাগ!সেটা কি বস্তু ? সুপ্রিম কোর্টে হেরে গেলে আবার রিভিউ পিটিশন,আবার একবছর বাদে শুনানি,আবার হয়ত ২৯৪-0?এগিয়ে বাংলায় সবই সম্ভব।

  • @bivasbiswas9249
    @bivasbiswas9249 3 дня назад

    যোগ্যদের চাকরি থাকবে।

  • @amarnathsarkar9761
    @amarnathsarkar9761 4 дня назад +1

    Supreme Court all understood the conspiracy .....
    Jai Hind...🇮🇳....

  • @dayemalisk6587
    @dayemalisk6587 3 дня назад

    আবার নতুন করে ২০১৬সালের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা নেওয়া হোক।

    • @nityanandamondal5447
      @nityanandamondal5447 3 дня назад

      @@dayemalisk6587 সম্পূর্ণ বৈধভাবে পরীক্ষা নেওয়ার এদের কি যোগ্যতা আছে? যদি নতুন করে হয় মনে রাখবেন তৃণমূল বিজেপির লাভবান 30 করে, 100 শতাংশ, সেটিং,

  • @bidhushekharbanerjee7164
    @bidhushekharbanerjee7164 3 дня назад

    5 হাজারের বেশি জন চাকরি পেল কি করে ? এ প্রশ্ন কি সুপ্রীম কোর্টে উঠেছে ? হঠাৎ করে বা ভুল করে তো এঁদের চাকরি হয়ে গেছে এমন হতে পারে না !!

  • @abhijitdey6577
    @abhijitdey6577 4 дня назад +10

    যোগ্য দের ঢাল করে রাজ্য বাঁচতে চাইছে।

  • @SmilingGalaxy-dc6cg
    @SmilingGalaxy-dc6cg 4 дня назад +4

    Good thinkin̈g

  • @amitdey4784
    @amitdey4784 3 дня назад

    SSC অবশ্যই অপরাধ করেছে। কিন্তু যোগ্যদের কোন ভাবেই বাদ দেওয়া উচিত নয়। অনেক সাধারণ পরিবারের ছেলে মেয়ে দীর্ঘ ছয় বছর ধরে যোগ্যতায় চাকরি পেয়ে চাকরি হারালে খুব অন্যায় হবে। আপনারা এটা তুলে ধরুন please.

  • @SR-tj1fy
    @SR-tj1fy 2 дня назад

    পুরো প্যানেল বাতিল করা হোক আর যদি কেউ যোগ্য থাকে তাহলে প্রমাণ দিয়ে আদালতে প্রমাণ করুক আশা করা যায় তা করতে পারবেনা কারণ পুরো প্যানেলে ঘাটেলা হয়েছে , (দু একজন তো আদালতে প্রমাণ দিয়ে এখন চাকরি করছে )

  • @prabirmandal2149
    @prabirmandal2149 4 дня назад

    জেল নয় দোষীদের ফাঁসি চাই

  • @ranjitmaiti217
    @ranjitmaiti217 4 дня назад +1

    Mamata Banerjee should resign immediately.Her govt is no more required.

  • @subhasisbose2881
    @subhasisbose2881 4 дня назад +5

    Primary teacher hearing kaba hoba?

  • @ranjitkar9542
    @ranjitkar9542 4 дня назад

    Eni khub valo Advoket

  • @taraknathsahoo9998
    @taraknathsahoo9998 4 дня назад

    Right talking

  • @Susant107
    @Susant107 4 дня назад +1

    Not call verification der ki hobe? Tara ki sujog pabe?

  • @jagannathmondal8150
    @jagannathmondal8150 4 дня назад +8

    পুরো প্যানেল টাই বাতিল করা উচিৎ...... যোগ্যদের কোনও প্রমাণ নেই তাই......

    • @suruchi1501
      @suruchi1501 4 дня назад

      সে হিসেবে তো অযোগ্য দের ও নেই

    • @biprogarden1027
      @biprogarden1027 4 дня назад

      খুব ভালো কথা বলেছেন। তবে আমার প্রশ্ন আপনি কি কোন পরীক্ষায় নিজের যোগ্যতায় পাস করে দেখেছেন?

    • @suruchi1501
      @suruchi1501 3 дня назад

      @@biprogarden1027 আমার স্বামী একজন যোগ্য শিক্ষক তালিকা ভুক্ত (কোনো লিস্টে, কোথাও তার নাম নেই) , আমার বর ইউনিভার্সিটি তে স্ট্যান্ড করা অংকের শিক্ষক শশুর সামান্য স্বর্ণ কারিগর, খুব অভাব দেখে মানুষ হওয়া আমার স্বামী, চাকরি টা পেয়ে ঘরটা দাঁড়িয়েছে, আমি নিজে প্রাইমারী চাকরি প্রার্থী। আমার সংসার টা তো ভেস্তে যেতে চলেছে দাদা। আমাদের কি দোষ?

    • @suruchi1501
      @suruchi1501 3 дня назад

      @@biprogarden1027 আমি ২০১৭,২০২২ প্রাইমারী টেট পাস,আর আগে সেন্ট্রাল টেট ও পাস করেছি ২ বার। কেন্দ্র বিদ্যালয় তে maternity পোস্ট এ চাকরি ও করে ছি

  • @dilipbiswas761
    @dilipbiswas761 4 дня назад +10

    CBI, ED দের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ।

  • @rinapaul3771
    @rinapaul3771 4 дня назад +2

    এতদিন পর অভিযুক্ত নিজেই দোষ স্বীকার করেছেন ।বিকাশ বাবু নির্দোষ স্বীকার করে নিলেন অভিযুক্ত ।

  • @asitkumardatta8436
    @asitkumardatta8436 3 дня назад

    সরকারী কর্মচারীদের বিরুদ্ধে courtএ চার্জশিট দাখিল করার আগে সেই কর্মচারী যে সরকারের অধীনে থাকে তাদের থেকে no objection সার্টিফিকেট এনে কোর্টে দিতে হয় ,এটা সঠিক কি ?

  • @TaraSarkar-j4o
    @TaraSarkar-j4o 4 дня назад

    Ai t,m,c, sarkarer mukhush khulay deowar janya dhanyabad,

  • @biswajitpatra4748
    @biswajitpatra4748 4 дня назад +2

    ২০১২ থেকে সকল চাকরি বাতিল হোক।

  • @karanindian7628
    @karanindian7628 4 дня назад +3

    যদি সম্পূর্ণ প্যানেল ক্যানসেলই করতে হয় তাহলে যেন রায়ের কপিতে এটা যেন লিখে দেয় "যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদেরকে শাস্তি দেয়া হলো ঠিকই কিন্তু তারা নিরাপরাধ"... আল্লাহর কাছে বিচার ধরে দিলাম

  • @santanumitra2131
    @santanumitra2131 4 дня назад +2

    2009 irrigation group d prachur durniti hoeche, purba Medinipur

  • @amitsarkar3019
    @amitsarkar3019 4 дня назад +1

    Board/ssc/government has passed the deadline for submitting facts. So, cancelling the whole panel is the only solution.

  • @TaimurMondal-dj2fq
    @TaimurMondal-dj2fq 4 дня назад +3

    Puro panel ta durniti hoyechhe tai puro panel ta cancel kora hok

  • @chayadas2484
    @chayadas2484 3 дня назад

    12 সাল থেকে যে নিয়োগ হয়েছে তার তদন্ত কবে হবে যোগ করা তো কোনদিনও চাকরি পায়নি তারা তো রাস্তায়

  • @tkr1145
    @tkr1145 4 дня назад

    This dirty game is going on for decades together. But this digital era has now made it difficult to hide.

  • @amitsarkar3019
    @amitsarkar3019 4 дня назад +1

    What's the responsibility of CM over Board/SSC?

  • @Bireswar-c8b
    @Bireswar-c8b 3 дня назад +1

    ত্রিপুরায় কে দুর্নীতি করেছিল? তৃণমূল?

  • @prasenjitpatra9085
    @prasenjitpatra9085 4 дня назад +7

    যেই যা বলুক সর্ব শেষ কিছুই হবে না । মিলিয়ে নেবেন

    • @mondalarjun6840
      @mondalarjun6840 4 дня назад

      Na vai তুমি onak child আছো

    • @prasenjitpatra9085
      @prasenjitpatra9085 4 дня назад

      @@mondalarjun6840 হতে পারে। তবে আপনার কি মনে হয় কিছু হবে

    • @jayantasadhukhan4198
      @jayantasadhukhan4198 4 дня назад +1

      Ai mone hoche taka diye peyeche....

    • @mdazharuddin2639
      @mdazharuddin2639 4 дня назад

      Dhur boka

    • @prasenjitpatra9085
      @prasenjitpatra9085 4 дня назад

      @@jayantasadhukhan4198 ১৫ লক্ষ্য দিয়ে তবে নিয়েছি

  • @prabirkumarghosh8163
    @prabirkumarghosh8163 4 дня назад

    Very nice.

  • @pinakisankarguha602
    @pinakisankarguha602 3 дня назад

    সংসদ, রাজ্য যে তথ্য দেবে তা যে সঠিক তার গ্যারান্টি কে দেবে ?

  • @dipakmandal9252
    @dipakmandal9252 4 дня назад +1

    এ বিচার বিদেশী দের কাছে দিতে হবে।

  • @amitsarkar3019
    @amitsarkar3019 4 дня назад +1

    Can supreme court disqualify the WB Govt as punishment?

  • @aka.esuntravel8157
    @aka.esuntravel8157 4 дня назад

    2016 সালের যত ছেলে এসএসসি পরীক্ষা বসেছিলেন সবাই RTI করুন

  • @abtravel2704
    @abtravel2704 4 дня назад +2

    আমাদের রাজ্যের পড়াশোনার গার মেরে গেল। এখন পড়লেও পাশ আর না পড়লেও পাশ 😂😂😂 মুখ্যমন্ত্রী ই যা বলেন তিনি কি পাশ আমার জানা নেই। আমাদের ভবিষ্যত প্রজন্ম এই সব আল বাল ছাল ঘুষখোরদের কাছেই পড়াশোনা করবে😢😢 কি শিখবে তারা 😢😢

  • @suddhadan
    @suddhadan 4 дня назад

    হাইকোর্টের জাজমেন্টে যেভাবে ডিটেইলস এ ১৭ ধরনের দুর্নীতির কথা বলা হয়েছিল সেই কথাগুলো আজ তো কেউ তুলে ধরলেন না! CJI কে তো এই ব্যাপারটা সম্পুর্নভাবে জানানো উচিত! আপনারা এখানে যে কথাগুলো বলেছেন সেগুলো আগামী শুনানীর দিন কোর্টে বলতে পারবেন তো! আপনার বেশিরভাগ কথা শুনে এটাকে একজন উকিলের থেকে একজন বিরোধী নেতার কথা বলে মনে হচ্ছে!

    • @s.k2134
      @s.k2134 4 дня назад +2

      বিরোধিতাই করতেই এসছে । পুরো রাজনীতি । এইগুলো আরো বিষাক্ত।

  • @amitsarkar3019
    @amitsarkar3019 4 дня назад +1

    What is the punishment for admitted Guilt?

  • @rahultarafdar
    @rahultarafdar 3 дня назад

    বুঝলাম রাজ্য সরকারের লজ্জা ,পদত্যাগ সব বুঝলাম... !! কিন্তু যোগ্য দের ক্ষতি করছেন সবাই ... আপনারাও ও রাজ্য দুজনেই...

  • @salauddinmolla4320
    @salauddinmolla4320 3 дня назад

    আমি বেঁচে গিয়েছি আমাকে 5 লক্ষ্য টাকার কথা বলেছিলো বলে বাড়িতে বসে পরীক্ষা দিলে পাস আল্লা বাঁচিয়ে দিয়েছে

  • @sksafiulla1732
    @sksafiulla1732 4 дня назад +2

    যোগ্য আমিও যোগ্য 😂😂 শুধু চাকরী দেওয়ার সময় অযোগ্য 😂

  • @ChinmoyAdhikari-n2u
    @ChinmoyAdhikari-n2u 4 дня назад

    Ssc বোড কে ভেঙ্গে দেওয়া হোক।

  • @JAKIRHOSSAIN-sh3fq
    @JAKIRHOSSAIN-sh3fq 4 дня назад

    সিবিআই এর উদ্ধারকৃত ওএমআর সিটে ইনভিজিলেটরের সিগনেচার এবং ক্যান্ডিডেটের এডমিট কার্ডের ইনভিজিলেটরের সিগনেচার একই অর্থাৎ ওই ওএমআর ক্যান্ডিডেটের নিজের এটাই প্রমাণ হয়।

  • @saumenbasu2617
    @saumenbasu2617 3 дня назад

    সাংবাদিক মহিলার আওয়াজ অত্যন্ত কর্কশ।

  • @mdmehadihasan8774
    @mdmehadihasan8774 3 дня назад

    কেনো চোর ধরতে না পারলে সব চোর

  • @sajalkumarsarkar5651
    @sajalkumarsarkar5651 4 дня назад +1

    এরপর আসছে নতুন বছরের শুরুতেই employees দের D.A কেস, শেষ হোক এই দুর্নীতির sarkar তবেই এই বাংলা সব দুর্নীতির থেকে রেহাই পাবে, মানুষ অনেক আসা নিয়ে এই dolta কে ক্ষমতা aney ছিলো, কিন্তু গোটা doltai corrupted 😮😮

  • @shibprasadmajumdar5549
    @shibprasadmajumdar5549 4 дня назад

    সরকার এবং মুখ্যমন্ত্রী বুঝতে পারা তো দূরের কথা মামলা চলাকালীনও মামলাকারী ও তাদের নামে বারবার বিষোদগার করেছেন। শামীম সাহেব এতবড় আইনজীবী হয়েও তা এত সহজে ভুলে গেলেন কী করে এটাও সেটিং নয়তো ?

  • @tapaskumarghosh9140
    @tapaskumarghosh9140 4 дня назад

    2012te sab cheye beci rank jump hoyeche upper primary te.. investigation hayao drkr.🎉