Ami Sunechi Sedin || Jayati Chakraborty || Moushumi Bhowmik || Live || Kacher Manush

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Ami Sunechi Sedin
    Cover by Jayati Chakraborty
    Originally written,composed and sung by Moushumi Bhowmik
    Recorded video from the Live concert 'Kacher Manush'
    Ft Jaytai Chakraborty and Samya Karpha
    Fcebook: / inwardevent
    #amisunechisedin #jayatichakraborty #moushumibhowmik

Комментарии • 760

  • @cockroaches143
    @cockroaches143 4 года назад +646

    মৌসুমী ভৌমিকের পর এই গানটাকে এভাবে দরদ দিয়ে আর কেউ গায়নি,গাইতে পারেনি।
    হ্যাঁ, আবারও বলছি, মৌসুমী ভৌমিক দিদির পর জয়তী দিদির কণ্ঠেই এইটা মানায়।
    জয়তী দিদির কণ্ঠ ঈশ্বর প্রদত্ত, মা সরস্বতী অবস্থান করেন ওনার সাথে।❤❤

    • @sambhusannyasi2521
      @sambhusannyasi2521 4 года назад +11

      গান টি আমি মুগ্ধ হোয়ে শুনেছি, সন্ধ্যা টা ভালো কাটলো। ধন্যবাদ।

    • @pratimaaich2327
      @pratimaaich2327 4 года назад +6

      সহমত

    • @cockroaches143
      @cockroaches143 4 года назад +4

      @@sambhusannyasi2521, আমিও শুনেই চলেছি।❤

    • @arindammookerjee5283
      @arindammookerjee5283 4 года назад +4

      Khub thik katha

    • @tarunpal1304
      @tarunpal1304 4 года назад +4

      R amar sakal ta....lovely

  • @ddbb100
    @ddbb100 4 года назад +21

    আমি শুনেছি সেদিন তুমি
    সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ
    আমি শুনেছি সেদিন তুমি
    নোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ
    আমি কখনও যাই নি জলে কখনও ভাসিনি নীলে
    কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
    আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
    আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়
    আমি শুনেছি সেদিন নাকি
    তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে
    আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
    না বলা অনেক কথা, কথা তুলেছিলে
    কেন শুধু শুধু ছুটে চলা
    একে একে কথা বলা
    নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
    যদি ভালবাসা নাই থাকে
    শুধু একা একা লাগে
    কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
    বল কোথায় গিয়ে
    আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
    এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
    মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
    তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে
    আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
    তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
    আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু
    রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
    তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি
    তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি
    তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।

  • @mdasadullah7317
    @mdasadullah7317 Год назад +30

    কলেজে গান প্রতিযোগিতায় দুইবার
    প্রথম হইছি এই গান টা গেয়ে।
    অসম্ভব অসম্ভব সুন্দর গান।

    • @jayantanath2011
      @jayantanath2011 2 месяца назад

      একেবাৰে সঁচা কথা। অসম্ভব, অসম্ভব সুন্দৰ গান।

  • @farahdeebazaman3843
    @farahdeebazaman3843 4 года назад +47

    জয়তী দি
    তোমার মতন কেউ হয় না
    কেউ হতেই পারে না।
    এত দরদ গলে পড়ে....আমি জানি যে, এ শুধু কন্ঠ এর কাজ হতেই পারে না
    বুকের ভিতরে কোথায় তোমার এত মাতাল মায়ার ঝরনা ধারা আমার জানতে ইচ্ছা করে
    কোথা থেকে পাও তুমি এত দরদ
    আমার খুব তোমার হাতটা ছুয়ে দেখতে ইচ্ছে করে...তোমার একটা গান বাজবে, আর আমি তোমার হাত ছুয়ে বসে থাকব...
    ......

    • @farahdeebazaman3843
      @farahdeebazaman3843 4 года назад +2

      আমি Dhaka থেকে বলছি।
      বাংলাদেশ।
      তুমি আমার, আমাদেরও।
      অনেক ভালবাসা দিদি।
      ভালো থেকো....

    • @firozahmed5307
      @firozahmed5307 3 года назад +1

      Thanksgiving to propose your comment's from Dhaka Bangladesh.

  • @subrataroy4727
    @subrataroy4727 4 месяца назад

    Didibhai awesome singing, my favourite singer 🙏💝🙏

  • @Suvo-yy8cv
    @Suvo-yy8cv 3 года назад +13

    অসাধারণ গাইলেন দিদিভাই,,, আর আমি জানি না বাঁশি টা কে বাজাচ্ছিলেন, কিন্তু যিনি বাজিয়েছেন মনের সমস্ত অনুভূতি বাঁশির সুরে মিশে গেছে

  • @shamima9177
    @shamima9177 3 года назад +18

    কি শান্তি লাগে আপনার কণ্ঠে গানটি!!!!
    জানি না বিধাতা কতটুকু আমার কথা শুনবে।
    আশীর্বাদ করি সবসময় এইভাবে রাখুক আপনাকে, রোজ আপনাকেই এইভাবেই চাই।

  • @shamima9177
    @shamima9177 3 года назад +23

    প্রতিদিন উনার কণ্ঠে কয়েকবার না শুনলে কি যেন অস্বস্তি হচ্ছে!
    সত্যি কি যে মর্মসপর্শী কণ্ঠ!
    এতো দরদ মাখা কণ্ঠে মন ছুঁইয়ে যায়।

  • @mandritadas1516
    @mandritadas1516 3 года назад

    Apurbo jayati di chokhe jol chole elo.

  • @rudranilchowdhury1668
    @rudranilchowdhury1668 4 года назад +150

    মৌসুমী ভৌমিক ছাড়া আর বাকি যতজন গানটি গেয়েছেন তাঁদের মধ্যে সবথেকে ভালো গেয়েছেন। দরদ দিয়ে গেয়েছেন। তাই মন টা ছুঁয়ে গেল।।

  • @Sayani_Chakrabortyy
    @Sayani_Chakrabortyy 4 года назад +113

    জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অব্দি এই গানটা favourite list এর প্রথম সংখ্যাতেই থাকবে ❤️❤️❤️... মৌসুমী ভৌমিকের গলা ছাড়া এই গানটা অসম্পূর্ণ । প্রসঙ্গত বলে রাখি জয়তী চক্রবর্ত্তী one of my favourite singers 🙏 ...

    • @somnathsen6359
      @somnathsen6359 2 года назад

      Hmmm ❤️❤️❤️

    • @skrayhan2518
      @skrayhan2518 2 года назад +2

      আসলেই মনের মতো একটা লিখনি মনটা একদম বিন্দাস করে দ্যায়

    • @siddharthaghosh3068
      @siddharthaghosh3068 2 года назад +3

      সত্যি তাই, শেষ নিঃস্বাস ত্যাগ আগেও আমি শুধুমাত্র এইগান টা শুনে যেতে চাই

    • @আন্তর্জাতিকখবর-ভ৪শ
    • @sandhyathakur1942
      @sandhyathakur1942 Год назад +2

      Apurbo, Barbar suni,

  • @SudiptoDeSarkar
    @SudiptoDeSarkar 4 года назад +45

    জয়তি যাতে হাত বা কন্ঠ দিয়েছেন, শুধুই সোনা ফলেছে, এই গানটি ও ব্যতিক্রম নয়।
    তবে মৌসুমী ভৌমিক এর গলায় এই গানটা শুধু অনবদ্য নয়, একটা ব্যক্তিগত মাত্রা পেয়েছিল। তবুও বলতে হবে, এই সংস্করন টি ও মনে গেঁথে থাকবে। গিটারিস্ট দাদাও অসামান্য। দারুন।

    • @bharatiray5509
      @bharatiray5509 3 года назад +1

      Mousumi bhowmik r gane music na thakay moner moddhe gethe geche, khola golar gan r music r shonge gan r onek parthokko ache. Ekhane golata khub chapa laglo. Mousumi r por r karo golay eta bhalo laglo na.

    • @jayantanath2011
      @jayantanath2011 2 месяца назад

      "আমি শুনেছি সেদিন"ৰ সুৰকাৰ কোন বাৰু ?

    • @jayantanath2011
      @jayantanath2011 2 месяца назад

      অদ্ভুত সুন্দৰ সুৰ!

  • @babulalroy6367
    @babulalroy6367 2 года назад +1

    যত বারই গানটা শুনি বিরক্তি আসে না।।🥀❤️

  • @mandiradas8094
    @mandiradas8094 3 года назад +2

    বাহ্ অন্তর থেকে গাওয়া গান ❤️❤️

  • @ujjwalghosh3191
    @ujjwalghosh3191 3 года назад +2

    এটা শুধু গান নয়,মরুভূমির মরুদ্যান।শুধু রাতঘুমের পরিবর্তে ভোরঘুমে হলে ভালো হতো মনে হয়।

  • @arijitchakraborty4669
    @arijitchakraborty4669 4 года назад +86

    মৌসুমী ভৌমিকের মতো করে এমন উদাস করে তুমিই দিলে দিদিভাই। কি দরদ মাখানো ।
    কানের ভিতর দিয়ে মরমে ........❤️

    • @souvikdas2620
      @souvikdas2620 4 года назад +1

      ঠিক বলেছ বন্ধু।।😊😊

    • @aniruddharoy2750
      @aniruddharoy2750 4 года назад +1

      খুব ভালো লাগলো। আহা কি দরদমাখানো।

    • @SidStudioVlogs
      @SidStudioVlogs 4 года назад

      It is awesome Check my cover also #Sidstudio

    • @ayshashiddika20048
      @ayshashiddika20048 4 года назад

      ruclips.net/video/_btKIA3EtUI/видео.html

  • @saimumislam152
    @saimumislam152 10 месяцев назад

    jokhoi soni ganta poran joria jay osadaro akta song

  • @ruchitamuzik
    @ruchitamuzik 3 года назад

    Ki j osadharon. Vasa hariye gelo

  • @maitreyeeganguly6541
    @maitreyeeganguly6541 Год назад +1

    গানটা যেকি অসাধারণ একটি গান সারাক্ষন এই গান টি শুনতে চাই ততদিন বাঁচবো

  • @salmasultana9999
    @salmasultana9999 4 года назад +5

    Mind blowing recitationiii
    Oh, why we were separated 💔 iiiii
    We regret.
    From Bangladesh

  • @bananimukherjee3788
    @bananimukherjee3788 4 года назад

    Asadharon Mon pran vory gelo

  • @sandhyabiswas9425
    @sandhyabiswas9425 3 года назад +1

    নিজের (জন্যে/জন্য?)বাঁচা ,,,,খুব ভালো।

  • @ajoychanda7509
    @ajoychanda7509 4 года назад +6

    অসাধারণ গাওয়া । কিন্তু যন্ত্র সংগীত খুব খারাপ, melodious but noisy.

  • @antaramanna1454
    @antaramanna1454 2 года назад +7

    শেষে কবিতা গান মিশে স্বর্গীয় অনুভূতি।😌😌🙏🙏 অসাধারণ।

  • @ppal805
    @ppal805 4 года назад +1

    Mon vore galo❤

  • @mousumimisra-mukherjee1051
    @mousumimisra-mukherjee1051 Год назад +6

    আহা! গান তো মন ভরানো! শেষ পর্যায়ে যে কবিতার ছোঁয়া পেলাম তা আমার মস্তিষ্কের গভীরে গিয়ে ধাক্কা দিল!❤

  • @jyotirindranarayanroy1332
    @jyotirindranarayanroy1332 3 года назад +2

    Excellent! Superb rendition.

  • @imranhossen-f2y
    @imranhossen-f2y 11 месяцев назад

    আমার মতো অনেক ভালো লাগে কার কার এই গানটি

  • @mahbubhossain3896
    @mahbubhossain3896 10 месяцев назад +2

    --তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান আর শোনা হতো না প্রিয়।❤️ স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে, মানুষ যখন এই গানটা শুনতে আসবে, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা ।❤❤❤

  • @izotzharreman2460
    @izotzharreman2460 4 года назад +1

    The original lyrical presentation and its inherent vive are not fulfilled! But Jayati's presentation of the song has its own inclination to the particular listeners and ofcourse there is a speciality of her! Moushumi is amazing!

  • @kakanmukherjee1735
    @kakanmukherjee1735 4 года назад

    অসাধারণ লাগলো মন যেন ভরে গেলো

  • @JaydeepDatta
    @JaydeepDatta Год назад +1

    কি হয়েছে ঠিক বলতে পারবো না। এখন youtube এ কিছু search করতে এলে অবচেতন মনে প্রথমেই J তারপর a তারপর y তে আঙ্গুল পড়ে যায়। তারপর হয়তো মনে পড়লো আমি তো অন্য কিছু search করতে এসেছিলাম। জয়তী এমনি এক জাদু।

  • @sreeojith2239
    @sreeojith2239 Год назад +1

    কী অপূর্ব সুন্দর গান পরিবেশন করলেন। অসাধারণ।

  • @iqbaltouhid6371
    @iqbaltouhid6371 3 года назад +4

    মৌসুমী ভৌমিকের কন্ঠে শুনে মনটা মুগ্ধ তায় ভরে গিয়েছিল এখনও কানে বাজে তোমাদের ভালবাসার গল্প, তবে জৈয়তী দিদি ও উনার চেষ্টায় সাবলীল ছিল, অনেক ভাল লাগছে আমার অনেক অনেক শুভকামনা তোমার জন্য রইল ঢাকা বাংলাদেশ থেকে নিয়তি!!!

  • @ashishchatterjee5472
    @ashishchatterjee5472 4 года назад +2

    I am overwhelmed apurbo Ashish malda.

  • @nikhilranjankarmakar5885
    @nikhilranjankarmakar5885 Год назад +3

    মৌসুমী ভৌমিক, সাদিয়া জাহান প্রভা, জয়তি চক্রবর্তী তিনজনের কন্ঠেই এই প্রিয় গানটি একাধিকবার শুনেছি। তিনজন তিন আঙ্গিকে উপস্থাপনা করেছেন। তিন জনেই মন ছুঁয়ে গেছেন। তবুও মনে হয় জয়তি চক্রবর্তী একটু এগিয়ে। বিশেষতঃ গানের উপস্থাপনার শেষটুকু মানুষের সম্পর্কের এক সুন্দর সামাজিক ভাবনাকে সামনে এনেছেন।

  • @HealthInsideBangla
    @HealthInsideBangla 3 года назад

    এরা কারা? কি ভাবে নিজেদের শিল্পী বলে কে জানে ? আমরা যারা এই গানটি শুনেছি তারা প্রত্যেকেই হৃদয় দিয়ে লিরিক টা শুনি শিল্পীর আবেগটা আনুভব করি। কিন্তু এখানে জোর করে বিশ্রী ভাবে বেশ কিছু যন্ত্রের ঝঙ্কার জুড়ে দিয়ে এত ভালো একজন কণ্ঠশিল্পীর সর্বনাশ করে দিয়েছেন , আর যিনি কবিতা বললেন তিনি আরেকটু পর নিজের পাকামো টা করলে ভালো করতেন। দুঃখিত এভাবে বলার জন্য, আসলে গানটি আমার ভীষণ ভীষণ প্রিয়।

  • @priyankasdarunhalder5560
    @priyankasdarunhalder5560 3 года назад

    Choto balate koto ber f.m a sunechi , thokon ganer mane na bujhe valobeshe felechilam ar akhon gan ta bujhte pari aro beshi valo lag❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🧡

  • @saheidsowdagor5133
    @saheidsowdagor5133 2 года назад +1

    আমি কে, আমার কি থাকবে, আমার কি ছিলো,
    এমন গান শুনলে নিজেকে হারিয়ে ফেলি অজানা এক দেশে।

  • @সাব্বিরআহমেদ-থ৬ঢ

    একাকিত্ব আমার রক্তের সাথে মিশে গেছে। 😭😭

    • @mrinalini9656
      @mrinalini9656 3 года назад

      ruclips.net/video/hxYYbZ6YMXs/видео.html

  • @smrubel4246
    @smrubel4246 3 года назад +3

    সময়ে....অনেক কিছুই মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে নয়তো ভাগোর পরিহাসে O+.....

  • @swastikadey2399
    @swastikadey2399 2 года назад +4

    ভীষণ ভালো লাগল। মন ভরে গেলো। মৌসুমীরদির পর তোমার গলায় গানটা অসাধারণ লাগল।

  • @priyasankarghoshhajra7508
    @priyasankarghoshhajra7508 4 года назад

    Too much music for such soulful song.

  • @asimkumar7101
    @asimkumar7101 4 года назад

    অসাধারণ সংগীত

  • @chyafrin
    @chyafrin 8 месяцев назад

    আমি শুধুই যে,, শুনেছি, চোখে, দেখিনি , কিছুই,
    আমি,পরে আছি,শুরু,
    থেকে, মরুর এক, প্রান্ত থেকে
    অন্য , এক প্রান্তে, আমি,,,,,
    এভাবে, আমার মাজে নেই তো,আমি, আমি কিভাবে, বেচে, আছি,কেউ জানে না,
    আমি, যেখানে আছি, বেচে,
    ভেস ধরে, বেঁচে আছি, বলো,
    একথা, কেউ কি,জানে, আমি,
    যেখানে আছি,বেচে , শুধু ই,যে,ভাবুক, পাখির, মতো,
    আর,কিছুই, নাইত আমি,,,,,
    আমি, কখনো, শূন্য লতা,
    আমি কখনো, স্বপ্ন, ধারা,
    আর এভাবেই বেঁচে থাকা,,,,,
    কখনো, ভাবিনি, আমি, আগে,

  • @AmitavaRoy
    @AmitavaRoy Год назад +1

    আমি শুনেছি সেদিন তুমি
    সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ
    আমি শুনেছি সেদিন তুমি
    লোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ
    আমি কখনও যাই নি জলে কখনও ভাসিনি নীলে
    কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
    আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
    আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়
    আমি শুনেছি সেদিন নাকি
    তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে
    আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
    না বলা অনেক কথা, কথা তুলেছিলে
    কেন শুধু শুধু ছুটে চলা
    একে একে কথা বলা
    নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
    যদি ভালবাসা নাই থাকে
    শুধু একা একা লাগে
    কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
    বল কোথায় গিয়ে
    আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
    এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
    মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
    তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে
    আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
    তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
    আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু
    রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
    তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি
    তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি ।।

  • @nirmalbose2286
    @nirmalbose2286 4 года назад +3

    Supper গায়িকা । দারুন সুন্দর গলা ।
    ভগবানের দান এই কন্ঠস্বর ।
    কখনও অহংকার করবেন না , অহংকারের জন‍্য অনেকে শেষ হয়ে গিয়েছে ।

  • @ilorasingh198
    @ilorasingh198 4 года назад +11

    মৌসুমী ভৌমিক অনবদ্য।

  • @rupamgudlu1312
    @rupamgudlu1312 2 года назад +2

    অসাধারণ ‌‌‌‌। এই গান শোনার পর আর অন্য গান ভালো লাগছে না।অনেক বার শুনলাম।❤️❤️❤️

  • @anandabit7797
    @anandabit7797 4 года назад

    Salute..........mam

  • @kisormukherjee1203
    @kisormukherjee1203 3 года назад

    Very nice..

  • @hilalwaves3077
    @hilalwaves3077 3 года назад +3

    না বলা অনেক কথা 😭😭💔💔
    এখনও স্বপ্ন দেখো(দেখি)

  • @Krishnapriya_devyanee
    @Krishnapriya_devyanee 4 года назад +4

    গানটা একটি অন্য ও অনন্য মাত্রা পেলো jayati দিদির কণ্ঠে

  • @shramanabhattacharya5136
    @shramanabhattacharya5136 4 года назад +81

    Whatever songs she sings, she has her own stamp of sincerity, musicality and crisp presentation. A rare artiste for any generation.

    • @tribeniprasadbagchi7284
      @tribeniprasadbagchi7284 4 года назад +4

      Bhalo gaan gaibar jonyo Bhagoban kauke na kauke thik pathiye than. Jemon Md. Rafi, Kishore Kumar, Mukesh, Hemanta, Asha, Lata, Sandhya, Manna, George Da etc etc. Ebong aboshyoi bartaman projonmer best singer, our very own JAYATI.

    • @sonalifarm1341
      @sonalifarm1341 3 года назад +1

      দারুন গেয়েছেন❤️❤️

    • @lakshmidasgupta8985
      @lakshmidasgupta8985 3 года назад +1

      Yap

    • @_arnob_king_8414
      @_arnob_king_8414 3 года назад

      @@sonalifarm1341lem

  • @nayonsarkar4717
    @nayonsarkar4717 4 года назад +2

    খুব সুন্দর গান আমার প্রিয় একটা গান
    জয়তী চক্রবর্তীর গান আমার ভাল লাগে
    আশা রাখছি আরো ভালো ভালো শুনতে পাবো আগামী দিন গুলেতে

    • @mrinalini9656
      @mrinalini9656 3 года назад

      ruclips.net/video/flPP2IQVet0/видео.html

  • @malashis
    @malashis 2 года назад +3

    সত্যিই অনন্য অনুভুতি 🙏🏻 ধন্যবাদ আপনাকে || শেষের Noise টা না থাকলে আরো ভালো হতো |

  • @anjanghosh4279
    @anjanghosh4279 3 года назад +3

    Jayati tomar galay aei gaanti shuney ami pagol hoye gechi. I am listening again again and again with tears in my eyes. God Bless You Jayati.

  • @volatilebidhan
    @volatilebidhan Год назад

    আপনার গলা ভীষণ মিষ্টি কিন্তু এই গানটির মিউজিকটা একটা chaos সৃষ্টি করছে, মানে সুরের সাথে মিউজিকের একটা অশান্তি চলছে আদ্যোপান্ত।

  • @urmichatterjee8513
    @urmichatterjee8513 4 года назад +5

    মৌসুমী ভৌমিকের পর এই গানটি আপনার গলাতেই মর্যাদা পেল। আপনি প্রাণ দিয়ে মন দিয়ে গেয়েছেন বলে ভালো লাগলো।

  • @kasturichatterjee4916
    @kasturichatterjee4916 2 месяца назад +1

    Gaan ta diye sesh valo hoto resh ta thakto Sundar vabe

  • @seemachatterjee1503
    @seemachatterjee1503 4 года назад +2

    Ahaaaa.. ei gaan ta bodhoi ei gola tai demand korchilo... osadharon didibhai ❤️❤️❤️❤️ ditiyo Mousumi di ke fire pelam

  • @asrafulmallik4058
    @asrafulmallik4058 4 года назад +2

    অসাধারণ গেয়েছেন। মৌসুমী ভৌমিকের মতোই দরদ দিয়ে গেয়েছেন।💐💐💐

  • @barinstune8654
    @barinstune8654 Год назад

    এটা গান নয়, এটা একটা কবিতার মধ্যে সৃষ্ট একটি গল্প যারা এই গল্প বা কবিতার ভাবটা সুরের মধ্যে প্রকাশ করেছেন তাঁদের টাই যেনো একটা আলাদা সত্তা প্রকাশ হয়ে ঝরে পরে যেটা মৌসুমী ভৌমিকের সুরে প্রকাশ পেয়েছে। ইনি বড়ো শিল্পী হতে পারেন কিন্তু ইনি এটাকে গান করে ফেলেছেন। ভাবের প্রকাশ টা পেলাম না।

  • @milonmahmud.
    @milonmahmud. Год назад

    This. My. Fevorit. Song. Ok

  • @debayanduttachowdhury3373
    @debayanduttachowdhury3373 2 года назад

    এত সুন্দর গানটিতে বাড়াবাড়ি পর্যায়ে মিউজিক ব্যবহার করা হয়েছে।ফলে সুন্দর গায়কীকে মিউজিক ছাপিয়ে গেছে।

  • @AnisurRahman-pj4tu
    @AnisurRahman-pj4tu 4 года назад +12

    In my estimate what Mausumi felt in heart while writing the song was rightly honoured by Jayati..the pain and emotion justly expressed.. Though Mausumi sang also well.

    • @mrinalini9656
      @mrinalini9656 3 года назад

      ruclips.net/video/hxYYbZ6YMXs/видео.html

  • @shibsankarnandy8472
    @shibsankarnandy8472 4 года назад +10

    Yes, madam,you have sung this song with the same appeal that I feel when ever I listen to the song,sung by Moushumi Bhowmik.To speak the truth,it always touches my heart and soothes my soul and makes me nostalgic. Yes I want to live more years to come, just to listen to and voice my voice with her.It's my heart's joy,my soul.
    The song itself is an epitome of love that shatters the barrier of time and place and blind to any caste, colour and creed.The ending with recitation has limited its appeal and made it unidirectional. It seems to me unjustified to the spirit of the song

  • @bipulgayen5166
    @bipulgayen5166 4 месяца назад +1

    আমি একান্তে বসে নিরালায় ,শুনছি 2024 ,আবারো আসার ইচ্ছে আছে হেথা!!!!! ❤❤❤❤❤

  • @abdurrazzaque3644
    @abdurrazzaque3644 2 года назад +1

    আমার মনটা যখন বেশি খারাপ হয়ে থাকে তখন এই গানটা আমি সুনি,,, কুমিল্লা থেকে,,, আর আমি আছি দুবাই

  • @celsiustechit
    @celsiustechit Год назад

    আমি শুনেছি সেদিন তুমি
    সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ
    আমি শুনেছি সেদিন তুমি
    নোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ
    আমি কখনও যাই নি জলে কখনও ভাসিনি নীলে
    কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
    আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
    আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়
    আমি শুনেছি সেদিন নাকি
    তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে
    আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
    না বলা অনেক কথা, কথা তুলেছিলে
    কেন শুধু শুধু ছুটে চলা
    একে একে কথা বলা
    নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
    যদি ভালবাসা নাই থাকে
    শুধু একা একা লাগে
    কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
    বল কোথায় গিয়ে
    আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
    এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
    মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
    তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে
    আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
    তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
    আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু
    রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
    তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি
    তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি
    তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।

  • @Redcap2003
    @Redcap2003 3 года назад +7

    Exceptional meaning, choice of words, touches senses, emotions! Thanks Mousumi-Di for this beauty, yours words are so relevant in today's world ❤🙏

  • @shamimurzamanshohan2202
    @shamimurzamanshohan2202 4 года назад +1

    আমার সবচেয়ে প্রিয় গান এটা।
    জয়তী দি অনেক ভালো গেয়েছে।
    কিন্তু যন্ত্র সংগীত আরও ভালো হতে পারতো

  • @debashishbhattacharjee6051
    @debashishbhattacharjee6051 2 года назад

    হয়ত এটা আমার ব্যক্তিগত মতামত তাও না বলে পারলাম না যে original গানটা যদি জয়তী গাইত, তাহলে মৌসুমী ভৌমিক এর নামই কেউ উচ্চারণ করতো না ।

  • @saumyamaiti5347
    @saumyamaiti5347 4 года назад +5

    Khub e sundar Jayati di. Nothing to say more. You just amazing!!

  • @debashisdasgupta5857
    @debashisdasgupta5857 4 года назад +13

    What's a beautiful rendition of a beautiful composition of Mousumi.....stay blessed Jayati

  • @SovaMukherjee-g5b
    @SovaMukherjee-g5b 8 месяцев назад

    আমি শুনেছি সেদিন তুমি
    সাগরের ঢেউয়ে চেপে,
    নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।
    আমি শুনেছি সেদিন তুমি
    নোনবালি তীর ধরে,
    বহুদুর বহুদুর হেঁটে এসেছো।
    আমি কখনও যাই নি জলে,
    কখনও ভাসিনি নীলে
    কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে।
    আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
    আমাকেও সাথে নিও,
    নেবে তো আমায় বল নেবে তো আমায়?
    আমি শুনেছি সেদিন নাকি
    তুমি তুমি তুমি মিলে,
    তোমরা সদল বলে সভা করেছিলে।
    আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
    না বলা অনেক কথা, কথা তুলেছিলে।
    কেন শুধু শুধু ছুটে চলা, একি একি কথা বলা
    নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।
    যদি ভালবাসা নাই থাকে
    শুধু একা একা লাগে,
    কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?
    বল কোথায় গিয়ে?
    আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
    এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে।
    মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
    তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে।
    আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
    তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।
    আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু
    রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই,
    স্বপ্ন দেখবো বলে, আমি দু চোখ পেতেছি,
    তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি।
    তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।।

  • @sb8c
    @sb8c Год назад

    Gan valo, infact asadharon, kintu দেশ পতাকা মান চিত্র এগুলো এত হেলাফেলার ব্যাপার নয়, স্বাধীনতা পাওয়া আর ধরে রাখা এক নয়।

  • @photografixbyayanbhawmick2543
    @photografixbyayanbhawmick2543 4 года назад

    গায়ে কাঁটা দিলো...

  • @malabikasil3808
    @malabikasil3808 4 года назад +2

    "Tumi kemon kore gan karo he guni ami abak hoye shuni.... Kebol shuni... "

  • @kd6125
    @kd6125 3 года назад +1

    মৌসুমী ভৌমিক দিদির পর জয়তী দিদির কণ্ঠেই এইটা মানায়

  • @milanmukherjee9766
    @milanmukherjee9766 2 года назад

    গানের অনেক যায়গায় গানের কথা ছাপিয়ে মিউজিক জোরে বেজেছে....... না হলে শুনতে আরো ভালো লাগতো

  • @arahaman412
    @arahaman412 3 года назад +1

    জয়তী চক্রবর্তী হল জয়তী চক্রবর্তী। তার তুলনা তিনি নিজেই। অনন্য এবং অসাধারণ গেয়েছেন। যুগ যুগ ধরে এইভাবে নিজেকে মেলে ধরুন।

  • @samratdas8285
    @samratdas8285 Год назад +1

    Osadharan

  • @babulghosh6507
    @babulghosh6507 2 месяца назад +1

    যতবার শুনি ততবার ভালো লাগে। দিদি আপনার কন্ঠ আমার ভালো লাগা আরো বাড়িয়ে দিয়েছে।

  • @kalyanduttagupta8139
    @kalyanduttagupta8139 Год назад

    গানটা বেশ ভালো হয়েছে ।কিন্তু মিউজিক
    এত চড়া হওয়ায় গানটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
    এটা সবার নজর এড়িয়ে গেল।?

  • @shayantaniguha486
    @shayantaniguha486 3 года назад

    Loved it 😌❤️

  • @bidyutdutta7896
    @bidyutdutta7896 2 года назад +1

    জয়তী চক্রবর্তীর গান মাত্রই শ্রুতিমধুর । মনের আরাম , প্রাণের শান্তি ।গানের সঙ্গে অনুভূতির মিশেলের এক অদ্ভুত রসায়ন আছে ওনার গানে । কিন্তু শেষের ওই আবৃত্তির একে বারেই প্রয়োজন ছিলো না ।

  • @md.billalhossainmondal6956
    @md.billalhossainmondal6956 Год назад

    জয়তীর উচিৎ নতুন গানে কণ্ঠ দেওয়া,
    মৌসুমীর গানে কণ্ঠ দিয়ে খুব সুন্দর করতে পারেনি।

  • @prithwishmaity5462
    @prithwishmaity5462 2 года назад

    Ei gan ta sunle budhadev Bhattacharjee er kotha mone pore 😭😭😭manush ta chawchilo onek devlopment korte kintu holo na ... 😭 Tar agei batash jeno theme gelo 😭bolechilo 10 bachor pore manush bujte parbe nandigrame asol kara kalpith 🙄soti sotti kaler samaye mile gelo 😭

  • @sreeojith2239
    @sreeojith2239 Год назад +1

    কী মধুর সুরে অসাধারণ গান পরিবেশন করলেন দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।

  • @sonalinaskar2983
    @sonalinaskar2983 3 года назад +1

    Gan ta jotobar e sun6i Mone ho6e r o ekbar suni......mon 6uye ga6e....

  • @existenceandreality2715
    @existenceandreality2715 3 года назад

    25 blchor boyish hoy jabar poreo Jodi keu sopno dekhe tahole Sotti bhoyer finish.... tomra ekhono sopno dekho...dekha bondo kore kaje mon dao...anyways....great song...dont search for hidden meanings in it

  • @dnchatterjee334
    @dnchatterjee334 2 года назад

    এটি ঠিক জয়তী চক্রবর্তী ভালো গেয়েছে কিন্তু এ গানটি খাতার দিকে চেয়ে গাইলে এ গানের ভাব ব্যাহত হয়, হয়েছে!!

  • @milonipathagar2474
    @milonipathagar2474 3 года назад +2

    কি অপূর্ব গাইলেন ম্যাডাম , হৃদয় জিতলেন আপনি জয়তী দি

  • @swarupmay
    @swarupmay 4 года назад +10

    Very favourite song, always listened in the voice of Mousumi di. But this one is no less ..touches the souls!

  • @dr.debamitasaha5193
    @dr.debamitasaha5193 3 года назад

    Sobcheye boro kotha holo ei j uni gan ta korchen....Uni kebal gan tai korchen..Na hoy ..Ajkal lokera gan kom...Acting koren besi...

  • @masud892
    @masud892 Год назад

    হায়া,খোলা কম্পিতিশন হলে এর সাথেই ত পারতাম না। immeassurably superior.

  • @hirakmajumdar3911
    @hirakmajumdar3911 2 года назад

    ❤️❤️

  • @i.cghosh7446
    @i.cghosh7446 Год назад

    মিউজিক সাউন্ড বেশি, যার ফলে মৌসুমী ভৌমিক যে ভয়েস উপহার দিয়েছেন, তা এখানে পাওয়া গেল না ।।

  • @sujitbera4875
    @sujitbera4875 3 года назад +1

    তুলনাহীন। মৌসুমীর গান জয়তীর সুমধুর কণ্ঠে।।