আসসালামুআলাইকুম । আমার বোনের সামীর হাত গুলো শক্ত এবং কালো হয়ে গেছে ওনার শরীরে অনেক আগে থেকেই খোস পাচরা ছিল এখন সারা শরীর ছেয়ে গেছে এবং শাস কষ্ট আছে ।অনেক ডাক্তার দেখিয়েছে কোন কাজ হয়নি । আপনার পরামর্শ গ্রহণ করে ইনশাল্লাহ অনেক উপকার পেয়েছি ।তাই দয়া করে জানাবেন কি চিকিৎসা করালে ওনি সুস্থ হবে ।
পুরুষ, বয়স ৪১ বছর, ৬ বছর আগে হাই প্রেশার ধরা পড়লো, গত বছর থেকে কিডনি সমস্যা। বর্তমানে ক্রিয়েটিনাইন ৯+ ডায়ালাইসিস করতে বলছে ডাক্তার, না হয় ট্রান্সপ্লান্ট। আপনার মতামত চাচ্ছি, এই রোগী-কে কি ফেরানো যাবে স্বাভাবিক জীবনে ? নাকি ডায়ালাইসিস-ই শেষ চিকিৎসা ?
প্রথমে বুঝতে হবে কিডনি ফেইল হওয়ার কারণ, তারপর ধীরে ধীরে কিভাবে রিকভার করা যায় তার সঠিক উপায়। এখন তিনি সপ্তাহে ডায়ালাইসিস সম্ভবত ২ টা করে নিচ্ছেন মাসে আটটা। আমার গাইডলাইন ফলো করলে একমাসে ৭টা লাগবে সেই ভাবে ধীরে ধীরে কমবে তাতে মাসে একটা কিংবা দুটো লাগতে পারে যদি কপাল ভাল হয়।
@@AlamgirAlam এখনো ডায়ালাইসিস শুরু করে নি। কিন্তু, ডাক্তার বলে দিয়েছে, সহসাই করতে হবে। পুরোনো প্রেশার এর সমস্যা থেকেই কিডনি এফেক্টেড হয়েছে বলে ধারণা করছেন ডাক্তার। গত বছর ইন্ডিয়া-তে গিয়েছিলো। ওখানকার প্রেসক্রিপশান এ ডাক্তার লিখেই দিয়েছেন - হয় ডায়ালাইসিস, নয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট লাগবেই। ইন্ডিয়া-তে ডঃ বিশ্বরূপ ওয়াটার থেরাপী দিয়ে নাকি অনেক-কে ডায়ালিসিস ফ্রি করেছেন। আপনি হয়তো উনাকে চিনবেন। অনেক আগে বোধহয় বাংলাদেশে এসেছিলেন একবার। ঐটা কি আপনি এপ্লাই করেন ? ডায়েট এর পাশাপাশি ? যদি না করে থাকেন, আমার বিশ্বাস আপনি ঐটা চালু করলে অনেক অনেক সফলতা পাবেন। আমি একটা লিংক দিচ্ছি উনার ঐ ট্রিটমেন্ট এর। tinyurl.com/kidney-bath
স্যার, আমার বয়স ৩০ আমি স্পন্ডেলাইটিস আর্থাইটিসের সমস্যায় ভোগতেছি ৩ বছর যাবত, আপনার সাথে দেখা করে নিয়মিত চিকিৎসা নিলে কি প্রাকৃতিক উপায়ে ভালো থাকা সম্ভব?
ডাঃ সাহেব আমি নিয়োমিত আপনার লেকসার শুনি খুবই ভালো লাগে, কিন্তু ভাগ্যহত, আমি হাপানী রুগী এবং ধুমপান করেছি, কিভাবে আমি আমার লান্চ পরিস্কার করবো এবং রখবো জানালে খুবই খুশী হবো।
আসসালামু আলাইকুম স্যার আমি গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত, আমার কোলস্টরেল বেশী, হার্টের সমস্যা আছে ,রক্তে হিমোগ্লোবিন কম, হাইপো থাইরয়েড আছে আমি কি এই ডিটক্স মেথড এপ্লাই করতে পারবো ? জানাবেন প্লিজ ।
Sir amar pitthotolir opare: hoyechilo 1 mas valo chilam tar por gola buk jole pete vutvat shobdo hoy, bayu ber hoy anek beshi rate hoy ghum ase na... Kiser jonno r ata ki ami korte parbo
স্যার তিতৃীয় ধাপ করার পর তিন দিন লিকুইড খাওয়ার পর চতুর্থ দিন থেকে কি আগের মত খাওয়া শুরু করবো।সপ্তাহে তিন করে এভাবে কত সপ্তাহ করতে হবে।প্লিজ স্যার জানাবেন।স্যার এই লিকুইড খাওয়াকালিন কি থাইরয়েডের ঔষুধ সকালে খাওয়া যাবে। স্যার জানাবেন প্লিজ
স্যার মাঝে মাঝে বুকের উপরে ডান দিকে কেমন যেন নারাচারা লাগলে বা দীর্ঘক্ষন চিত হয়ে থাকলে পরে একপাসে কাইত হলে বুকের ডানপাশে কেমন যেন টান লাগে এবং তখন ব্যাথা পাওয়া যায় এটার জন্য করনীয় কি?
Sir, Alhamdulillah titito(3) din cholche. 3rd din sokale sorir khub weakness lagchilo. kintu mone hocche, amar body te pori borton hocche. R ami age thek bat betha, thanda joniti somassa o onnanno loge o bhugtechi. Sobar doya chai.
আমি ডিটক্স একদিন করেছি কোনো সমস্যা হয় নি। সন্ধ্যা রাতে তেমন ঘুম হচ্ছিলো না। প্রতি সপ্তাহ এ একদিন ডিটক্স করলে আমি কি দুই দিন বা একদিন রোজা থাকতে পারব কি না। আমার নার্ভের সমস্যা আছে ব্যথা এবং ঝিনঝিন করে। নার্ভের আকুপেশার করি এবং কুরিয়ে পাওয়া শাক প্রতিদিন দুপুরে খাবার পর এক গ্লাস খায়।আমি কি এটা ডিটক্স করার পর খেতে পারি। আমার জন্য কি করা উচিত এবং কি না করা উচিত সেটা বলে দেন বয়স : 47
আচ্চা আমি করতে চা ই আমার ওজন ৮০ কেজি ওজন কমাতে চাই আমি সকাল বেলা থাইরক্স ঔষধ খাই চার ঘন্টা কি চারটা লেবু দিয়ে খেতে হবে। আমি ওজন কমাতে চাই আমাকে কিছু পরামর্শ দেন আমার ২২ মাসের বাচ্চা আছে বেস্টফিডিং করে আমি কি পারবো
এতো বেশি লেবু খাওয়ার পর দাতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে,,, এ থেকে রক্ষা পাওয়ার উপায় যদি বলে দিতেন।এবং অতিরিক্ত লেবু খাওয়ার ফলে স্বাস্থ্যের অন্যকোন সমস্যা হতে পারে কি না? ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম স্যার আমি একজন প্রবাসী আমার ছোট্ট একটি সমস্যা নিয়ে আপনার কাছে জানতে চাইছিলাম কাল সকাল থেকে আমার দুটো কিডনি পাশ দিয়ে হালকা করে জলতেছে কাল সারা দিন ছিল রাত্রিও ছিল আজকে সকালে ডান পাশে নাই কিন্তু বাম পাশে আছে স্যার আপনার জ্ঞানের উপর বার করে যদি কিছু আলোকপাত করতেন অনেকটা উপকার হত আর আমার আলসারের হিস্টরি ছিল আলহামদুলিল্লাহ সেটা ভালো হয়ে গেছে,,ধন্যবাদ স্যার
আচ্ছা স্যার কি এখানে প্রত্যেক ঘন্টায় আলাদা আলাদা করে শরবতটা গুলিয়ে নিতে বলছে অর্থাৎ প্রত্যেক ঘন্টায় যে একগ্লাস করে খাব তাতে এক চামচ করে লেবুর রস নিব নাকি ওই এক গ্লাস পানি চার ঘন্টা ভাগে ভাগে খাব কোনটা বলছে
আসসালামুআলাইকুম স্যার ❤ আমার সারা শরিলে ব্যথা করে এব বিশেষ করে কোমড় এবং মেরুদণ্ড। আমারে ইউরিক এসিড এর পরিমান বেশি সারা শরিল দূর্বল লাগে জয়েন্ট এ ব্যথাকরে অনেক চিকিৎসা করেছি কিন্তু ভালো হয় নি। আমি কি এটা করেতে পারব। ভালোবাসা নিবেন স্যার ❤
স্যার আমি ফেইসবুকে দেখলাম হাচি দিলে অনেক উপকার তখন থেকে হাচি আসার আগেই হাচি দিতে চেষ্টা করতাম তখন থেকে আমার হাচি বন্দ হয়ে গেল এখন হাচির উপদ্রব হলে শরীরে বিজলি চমকানোর মত অশান্তি তৈরী আপনার কাছে সঠিক সমাধান আশা করছি
আসসালামু আলাইকুম, স্যার সিজোফ্রেনিয়া রোগীরা কি ডিটক্স করতে পারবে?ডিটক্স করার সময় যাদের ৪ বেলা ঔষধ খাই তাদের কি ডিটক্স কাজে আসবে?আর এটি মাসে কয়বার করা যাবে?আর সিজোফ্রেনিয়া রোগীদের কি করা উচিত আর কি কি খাবার খাওয়া উচিত, যাদের অবস্থা অনেক খারাপ পর্যায়ে থাকে তাদের কি করা উচিত এসমর্পকে দয়া করে বলবেন স্যার।
Assalamu Alaikum Wha Rahamtatulla Wha Barakatu .. Allah apnar susthota Dan karun .. amar ammur diabetes medicine r insulin ney , kidney ar creatinine 1. 3 to5 thake r unar heart ar problem o ache. 3 number podhoti ta jokhon korbo Tokhon ai je 3 bar 10 ta kore medicine r insulin ney aguli ki bondho rakhbo. Unar potasiam sodium o up down kore paye pane ashe majhe maje. Sir plz anugroho kore bolun ammu ke 3 number podhoti ta korabo r korale koto din r oi 3 din medicine r insulin guli bondho rakhbo kina? Plz sir answer deben.
Salam sir thyroid hole and 50 plus hole women der jonno ki thik ase please janan and after detoxification clean diet dile upokrito hotam please thank you
আসসালামু আলাইকুম।স্যর, বাড়তি পানি কি খাওয়া যাবে? আমি যে প্রচুর পানি খাই,কি করে থাকবো? আমার এই পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন আছে, বিভিন্ন রকম অসুস্থতায় আমি জর্জরিত।ইন্ডিয়া থেকে বলছি।
স্যার আমি ২য় পদ্ধটি অনুযায়ী ডিটক্সডাই হতে চাই। তবে সমস্যা হচ্ছে আমার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা হয়। না খেয়ে থাকলে গ্যাসট্রিক আরো বেড়ে যায়। এখন কি করনীয় স্যার দয়া করে জানাবেন।
Thank you so much sir,onak onak onak dhanyavaad kichu medicine khala detox kora jaba, jamon medicine khacha khaba, na bondho Thak ba ektu bolban sir, Thank you
প্রিয় স্যার আমার শরিলে ইউরিক অ্যাসিড ৬.৯৮ পাওয়া গেছে। আমার প্রচুর হাটু পেইন করে। তাই আমি প্রতিদিন ভোর থেকে শুরু করে সকল ৯ পর্যন্ত লেবুপানি খাই আবার প্রতিশুক্রবার সারাদিন ধরে লেবু পানি খাই। মোটকথা আমি দুইটা পদ্ধতি একসাথে করি।আমার ব্যথা প্রায় চার বছরের বেশি। MRI করে কিছুই পাইনি বলছে বাত আর ইউরিক আ্যসিডের কারনে ব্যথা করছে। তাই এখন আপনাকে ফলো করি।প্রথমে ভাল ফল পাইছি পরে বেড়েছে।প্রিয় স্যার কি করবো দয়াকরে জানাবেন,,,,ভাল থাকবেন স্যার,,,,,,,,,,
খুবই ইউনিক পরামর্শ, ডাঃজাহাঙ্গীর কবির এবং আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
আপনার প্রতিটি কথা অমূল্য রতন।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
আপনি সত্যিই অতুলনীয় 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻আপনার প্রতিটা ভিডিও খুব কার্যকরী
ধন্যবাদ, অনেক ভাল থাকবেন।
আসসালামুআলাইকুম । আমার বোনের সামীর হাত গুলো শক্ত এবং কালো হয়ে গেছে ওনার শরীরে অনেক আগে থেকেই খোস পাচরা ছিল এখন সারা শরীর ছেয়ে গেছে এবং শাস কষ্ট আছে ।অনেক ডাক্তার দেখিয়েছে কোন কাজ হয়নি । আপনার পরামর্শ গ্রহণ করে ইনশাল্লাহ অনেক উপকার পেয়েছি ।তাই দয়া করে জানাবেন কি চিকিৎসা করালে ওনি সুস্থ হবে ।
সরাসরি দেখা করুন।
@@AlamgirAlam দয়া করে কিভাবে যোগাযোগ করব জানাবেন আর চেম্বার কোথায় ।
ভাই আপনি অনেক সুন্দর আলোচনা করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
স্যার পড়ালেখাতে মনযোগ ও অল্প পড়াতে বেশি মনে রাখার কী কোন আকুপ্রেসার আছে?
আছে। ভিডিও দেয়া আছে।
লিংকটা দিয়েন
আসসালামু আলাইকুম স্যার,কেমন আছেন, ঈদ কেমন কাটলো। শুকরিয়া স্যার নতুন ভিডিও দেবার জন্য অপেক্ষায় ছিলাম।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
স্যার এটি কি মুখের মধ্যে ইনফেকশন ও ফাংগাল তাছাড়া ঘা জনিত সমস্যা হলে কি উপকার পাওয়া যাবে।
ডিটক্স একটা প্রক্রিয়া।
আসসালামু আলাইকুম। প্রতিদিন আমি থাইরয়েডের ঔষধ কখন খাব,দয়া করে বলবেন।
আপনি কেন থাইরয়েডের ঔষধ খাবেন ?
আপনার মতামত অত্যন্ত মূল্যবান 👌আমরা নিয়মিত মেনে চলি।🙏
ধন্যবাদ, ভাল থাকবেন।
প্লিজ সার আমার উত্তর টি দিলে ভালো হত
সেকেন্ড মেথড মানে সারাদিন ৮ গ্লাস পানি ও ৮ চা চামচ লেবু রস খেয়ে আমার বাম অন্ডকোষ প্রচন্ড ব্যথা করছিল।
আশা করি জানাবেন , এটা কিসের জন্য
এটা ডিটক্স করার সময় আপনি প্রস্রাব ঠিক মত হয়নি। আপনি কোন না কোনভাবে প্রস্রাব জণিত কোন সমস্যায় ভুগছেন।
পুরুষ, বয়স ৪১ বছর,
৬ বছর আগে হাই প্রেশার ধরা পড়লো, গত বছর থেকে কিডনি সমস্যা।
বর্তমানে ক্রিয়েটিনাইন ৯+
ডায়ালাইসিস করতে বলছে ডাক্তার, না হয় ট্রান্সপ্লান্ট।
আপনার মতামত চাচ্ছি, এই রোগী-কে কি ফেরানো যাবে স্বাভাবিক জীবনে ?
নাকি ডায়ালাইসিস-ই শেষ চিকিৎসা ?
প্রথমে বুঝতে হবে কিডনি ফেইল হওয়ার কারণ, তারপর ধীরে ধীরে কিভাবে রিকভার করা যায় তার সঠিক উপায়। এখন তিনি সপ্তাহে ডায়ালাইসিস সম্ভবত ২ টা করে নিচ্ছেন মাসে আটটা। আমার গাইডলাইন ফলো করলে একমাসে ৭টা লাগবে সেই ভাবে ধীরে ধীরে কমবে তাতে মাসে একটা কিংবা দুটো লাগতে পারে যদি কপাল ভাল হয়।
@@AlamgirAlam
এখনো ডায়ালাইসিস শুরু করে নি। কিন্তু, ডাক্তার বলে দিয়েছে, সহসাই করতে হবে।
পুরোনো প্রেশার এর সমস্যা থেকেই কিডনি এফেক্টেড হয়েছে বলে ধারণা করছেন ডাক্তার।
গত বছর ইন্ডিয়া-তে গিয়েছিলো।
ওখানকার প্রেসক্রিপশান এ ডাক্তার লিখেই দিয়েছেন - হয় ডায়ালাইসিস, নয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট লাগবেই।
ইন্ডিয়া-তে ডঃ বিশ্বরূপ ওয়াটার থেরাপী দিয়ে নাকি অনেক-কে ডায়ালিসিস ফ্রি করেছেন। আপনি হয়তো উনাকে চিনবেন। অনেক আগে বোধহয় বাংলাদেশে এসেছিলেন একবার।
ঐটা কি আপনি এপ্লাই করেন ? ডায়েট এর পাশাপাশি ? যদি না করে থাকেন, আমার বিশ্বাস আপনি ঐটা চালু করলে অনেক অনেক সফলতা পাবেন।
আমি একটা লিংক দিচ্ছি উনার ঐ ট্রিটমেন্ট এর।
tinyurl.com/kidney-bath
স্যার লেবুর পরিমাণ বেশি হলে সমস্যা হবে কি,,,,আমি একটা লেবু ব্যবহার করি।
কোন কিছুই বেশি করা যাবে না। এটাই শরীরের নিয়ম।
ফ্যটি লিভার এর জন্য সবজি সোপ এর সাথে ডিম গোস্তো মাছ কোনটা কি ব্যবহার করা যায়
কোনটাই না, আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ভিডিও পুরোটা না দেখেই কমেন্ট করেন।
অসাধারণ। ১০০℅ কাজ। ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ, ভাল থাকবেন।
প্রথম ধাপ অনুসরন করতে চার ঘন্টায় কি চার গ্লাস খেতে হবে?
জ্বি চার ঘন্টা চার গ্লাস।
আপনাকে ধন্যবাদ।
আল্লাহ আপনার ভালো করুন।আমিন
ধন্যবাদ, ভাল থাকবেন।
স্যার, আমার বয়স ৩০ আমি স্পন্ডেলাইটিস আর্থাইটিসের সমস্যায় ভোগতেছি ৩ বছর যাবত, আপনার সাথে দেখা করে নিয়মিত চিকিৎসা নিলে কি প্রাকৃতিক উপায়ে ভালো থাকা সম্ভব?
জ্বি সম্ভব।
ডাঃ সাহেব আমি নিয়োমিত আপনার লেকসার শুনি খুবই ভালো লাগে, কিন্তু ভাগ্যহত, আমি হাপানী রুগী এবং ধুমপান করেছি, কিভাবে আমি আমার লান্চ পরিস্কার করবো এবং রখবো জানালে খুবই খুশী হবো।
সরাসরি দেখা করে সমাধান নিতে পারেন।
আকুপ্রেসারের মাধ্যমে কি রিকোভারী বেলস পালসি ভালো হয় কি প্লিজ।
জ্বি হয়। নিয়মিত আকুপ্রেসার করতে হয়।
@@AlamgirAlam কি ভাবে পরামর্শ পেতে পারি প্লিজ
স্যার সজনে পাতা শুকিয়ে গুড়ো করে রাখা, ওটা কি পানিতে গুলিয়ে খেলে হবে??
যাবে।
আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
Ata korechilam diye amar sorire joto uric acid chilo sob beriye giyeche.age 8.2. Chilo ar. Akhon 4.2
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
আপনার প্রতিটি কথা মুল্যবান
ধন্যবাদ, ভাল থাকবেন।
এত সুন্দর পরামর্শ মাশাআল্লাহ।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
আসসালামু আলাইকুম স্যার আমি গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত, আমার কোলস্টরেল বেশী, হার্টের সমস্যা আছে ,রক্তে হিমোগ্লোবিন কম, হাইপো থাইরয়েড আছে আমি কি এই ডিটক্স মেথড এপ্লাই করতে পারবো ? জানাবেন প্লিজ ।
পারবেন।
Sir amar pitthotolir opare: hoyechilo 1 mas valo chilam tar por gola buk jole pete vutvat shobdo hoy, bayu ber hoy anek beshi rate hoy ghum ase na... Kiser jonno r ata ki ami korte parbo
পারবেন।
স্যার...... আমি যদি সারা দিন গরম পানির সাথে লেবুর রস মিসিয়ে খাই তাতে কি সমস্যা হবে?? খাবার খাওয়ার পর.......? 😊😊
সপ্তাহে একদিন করতে পারবেন।
Apnake onek pronam prothome apnar ma ke emon santan sobaike dilen bhalo thakben God bless you
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুললাহ। ১নং থেকে শুরু করবো ? না যে কোন একটা করলেই হবে?
১ থেকে শুরু করবেন।
স্যার আমার হাই প্রেসার আছে। এবং অ্যাংজাইটি আছে প্রচন্ড। দুটোর জন্যই ওষুধ খাই। ডিটক্সসিফিকেশন করলে কি হাই প্রেসার কমবে? আর অ্যাংজাইটি কিভাবে কমাবো?
সরাসরি দেখা করে িএকটি গাইডলাইন ফলো করলে পারবেন।
Sir ami part 2 korlam, but ratey 8.pm ghum asche na, but onek energetic lagtese.
দেখুন, দেহের ভিতরে টক্সিন রেখে আমরা কখনো সুস্থ হবো না। তাই ডিটক্স করতেই হবে।
স্যার সকাল বেলা লেবুএবং কুসুম গরম পানির সাথে হিমালয় পিংক সল্ট কি এড করা যাবে. . .
দরকার নেই।
স্যার তিতৃীয় ধাপ করার পর তিন দিন লিকুইড খাওয়ার পর চতুর্থ দিন থেকে কি আগের মত খাওয়া শুরু করবো।সপ্তাহে তিন করে এভাবে কত সপ্তাহ করতে হবে।প্লিজ স্যার জানাবেন।স্যার এই লিকুইড খাওয়াকালিন কি থাইরয়েডের ঔষুধ সকালে খাওয়া যাবে। স্যার জানাবেন প্লিজ
চর্তুথ দিন থেকে স্বাভাবিক যে নিয়মে চলতেন সেটাই করবেন।
স্যার তো তৃতীয় ধাপ সপ্তাহে তিনদিন করতে বলেনি।
স্যার মাঝে মাঝে বুকের উপরে ডান দিকে কেমন যেন নারাচারা লাগলে বা দীর্ঘক্ষন চিত হয়ে থাকলে পরে একপাসে কাইত হলে বুকের ডানপাশে কেমন যেন টান লাগে এবং তখন ব্যাথা পাওয়া যায় এটার জন্য করনীয় কি?
বলা হয়েছে।
Sir ak tana 3 din ki eai niyom gula follow korty hoby naki gap diya korty hoby aktu janaban please
একটানা তিনদিন।
অসাধারণ আপনার পরামর্শ গুলো।।।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
Thank you sir madhu na pele batasa ki nite pari plz janaben
না।
সার আমার কিডনিতে পাথর ধরা পড়েছে প্রায় 2 বছর। আগে ব্যথা ছিলনা, কিন্তু এখন মাঝে মাঝে ব্যথা করে। এক্ষেত্রে আমি কি আপনার ভিডিওটি অনুসরণ করতে পারি।
এটার জন্য ভিডিও দেয়া আছে।
স্যার আমি কিছুক্ষণ বসে থাকার পর আমার পা গুলো ঝিনঝিন করে .স্যার কি খেলে ভালো হবে জানাবেন নমস্কার স্যার ভালো থাকবেন
সরাসরি দেখা করবেন।
Sir amr ammur alsar ace oni ki khete parbe? Abr oni daibetis rugi khete parbe sir janaben
আলসারের ভিডিও গুলো দেখুন।
আসসালামু আলাইকুম সন্মানিত ভাইজান, আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন আমিন সুম্মা আমিন, আমি। শুরু করবোইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনি ভাল থাকবেন।
লেবু পানির সাথে কি নারিকেলতৈল মিশিয়ে খাওয়া যাবে।
কোথায় পান এমন আইডিয়া ? যাবে না।
Sir, Alhamdulillah titito(3) din cholche. 3rd din sokale sorir khub weakness lagchilo. kintu mone hocche, amar body te pori borton hocche. R ami age thek bat betha, thanda joniti somassa o onnanno loge o bhugtechi. Sobar doya chai.
ঠিকই আছে সম্পূর্ণ শেষ করুন।
আমি ডিটক্স একদিন করেছি কোনো সমস্যা হয় নি। সন্ধ্যা রাতে তেমন ঘুম হচ্ছিলো না। প্রতি সপ্তাহ এ একদিন ডিটক্স করলে আমি কি দুই দিন বা একদিন রোজা থাকতে পারব কি না। আমার নার্ভের সমস্যা আছে ব্যথা এবং ঝিনঝিন করে। নার্ভের আকুপেশার করি এবং কুরিয়ে পাওয়া শাক প্রতিদিন দুপুরে খাবার পর এক গ্লাস খায়।আমি কি এটা ডিটক্স করার পর খেতে পারি। আমার জন্য কি করা উচিত এবং কি না করা উচিত সেটা বলে দেন
বয়স : 47
করতে পারেন।
স্যার এটা করলে কি আই বি এস বা কোষ্ঠকাঠিন্য জন্য ভাল হবে।
এটা ডিটক্স মানেই হচ্ছে শরীরে পুরোনো বর্জ বেড় করা।
আপনার জন্য অনেক দোয়া।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
I follow your advice I try my best thanks God bless you
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
আচ্চা আমি করতে চা ই আমার ওজন ৮০ কেজি ওজন কমাতে চাই আমি সকাল বেলা থাইরক্স ঔষধ খাই চার ঘন্টা কি চারটা লেবু দিয়ে খেতে হবে। আমি ওজন কমাতে চাই আমাকে কিছু পরামর্শ দেন
আমার ২২ মাসের বাচ্চা আছে বেস্টফিডিং করে আমি কি পারবো
পারবেন।
Assalamu alaikum....sir kidney patients ki ei niyom ta korte parbe??plz reply den ...
কিডনি পেসেন্ট করতে পারবে তার জন্য প্রথমে জানতে হবে সে কেমন পেসেন্ট।
@@AlamgirAlam sir creatinine 2.85 ase bortomane....age 70 years
স্যার কোলেস্টেরল কমানোর জন্য কোনো পানীয় বলুন।। আমার হাই, ট্রাইগ্লিসারিড ও এল ডি এল কোলেস্টেরল বেশি
দেয়া আছে, দেখে নিতে পারেন।
আমি গতকাল করেছি সকালে অনেক ভালো লাগে
জ্বি ভাল লাগারই কথা।
আসসালামু আলাইকুম স্যার ডাবের পানি না খেলে কি ডিটক্স হবেনা
সারাদিনে কবার খাবেন ?
Achha sir 1st remedy tate 9 ta prjnto sudhu lebu jl khabo tarpor normal diet nite parbo
জ্বি নরমাল ডাইটে চলে যাবেন।
Kidni rugira Kon niom follow korbo.
দ্বিতীয় ধাপটা।
Chokher jonno kichu bolen after 40.and manupose issue
বলা আছে।
আমার ইউরিক অ্যাসিড আছে ৮(+-). আমি কি এই ডিটক্সিফিকশনের যেকোনো টি গ্রহন করতে পারবো? জানাবেন।
তেজপাতা পানির ভিডিও ফলো করুন।
Sir detox system koi mas por abar applying korte parbo. Janaben.
তিনমাস
আমি ৩ দিনই পালন করলাম ইনশাআল্লাহ কোনো রকম খারাপ লাগেনি,আলহামদুলিল্লাহ।
কেমন অনুভব হলো সেটা জানালে মানুষ উপকৃত হতো।
এতো বেশি লেবু খাওয়ার পর দাতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে,,, এ থেকে রক্ষা পাওয়ার উপায় যদি বলে দিতেন।এবং অতিরিক্ত লেবু খাওয়ার ফলে স্বাস্থ্যের অন্যকোন সমস্যা হতে পারে কি না? ধন্যবাদ
কোকাকোলা খেলে যে ক্ষতি হয় তার চেয়ে লেবু লক্ষ গুণের ১ ভাগ। কোন টায় বেশি সর্তক থাকতে হবে সেটা খেয়াল করবেন।
Ulcer er patient ki lebu pani khete parbe? Please janaben.. Amar ulcer ebong prochur acidity..
পারবে, সেটা ভিন্ন উপায়ে, আলসারের রোগীদের ডিটক্স করা খুব জরুরি, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে করতে হবে।
@@AlamgirAlam vaia kivabe apnr ulcer valo holo janale upokrito hotam..
অনেক ডাক্তারেরা বলে যে গরম পানিতে লেবুর রস দিলে লেবুর গুনাগুন নষ্ট হয়ে যায় এটা কি ঠিক?
আপনার সেন্স কি বলে ?
স্যার লেবু খেলে কি দাঁতের ক্ষয় বেড়ে যায় কি করবো এতে?
লেবু খাবেন না।
4 ghontai 4 glass jol khabo?
জ্বি।
আপনাদের কাছে কি হিমালয়া পি্নক সল্ট ও অর্গানিক গুড় আছে ?থাকলে কোনটার কত দাম জানালে উপকৃত হব স্যার।
01710935544 নাম্বারে কল দিন।
আসসালামুয়ালাইকুম স্যার আমি একজন প্রবাসী আমার ছোট্ট একটি সমস্যা নিয়ে আপনার কাছে জানতে চাইছিলাম কাল সকাল থেকে আমার দুটো কিডনি পাশ দিয়ে হালকা করে জলতেছে কাল সারা দিন ছিল রাত্রিও ছিল আজকে সকালে ডান পাশে নাই কিন্তু বাম পাশে আছে স্যার আপনার জ্ঞানের উপর বার করে যদি কিছু আলোকপাত করতেন অনেকটা উপকার হত আর আমার আলসারের হিস্টরি ছিল আলহামদুলিল্লাহ সেটা ভালো হয়ে গেছে,,ধন্যবাদ স্যার
এটা ঠিক কি সমস্যা তা বুঝতে পারছি না।
অসাধারণ তথ্য, স্যার আপনার জন্য অনেক দোয়া।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
আচ্ছা স্যার কি এখানে প্রত্যেক ঘন্টায় আলাদা আলাদা করে শরবতটা গুলিয়ে নিতে বলছে অর্থাৎ প্রত্যেক ঘন্টায় যে একগ্লাস করে খাব তাতে এক চামচ করে লেবুর রস নিব নাকি ওই এক গ্লাস পানি চার ঘন্টা ভাগে ভাগে খাব কোনটা বলছে
আসসালামুআলাইকুম স্যার ❤ আমার সারা শরিলে ব্যথা করে এব বিশেষ করে কোমড় এবং মেরুদণ্ড। আমারে ইউরিক এসিড এর পরিমান বেশি সারা শরিল দূর্বল লাগে জয়েন্ট এ ব্যথাকরে অনেক চিকিৎসা করেছি কিন্তু ভালো হয় নি। আমি কি এটা করেতে পারব। ভালোবাসা নিবেন স্যার ❤
আপনার সমস্যাগুলোর জন্য ফিজিক্যাল থিরাপী প্রয়োজন। তাই সরাসরি দেখা করুন্
৩ ধাপ নাকি যে কোন একটা করলেই হবে
তিন ধাপই করবেন, একটার পর একটা।
Sir inflammation komabar niyomito ki khabo
আমাদের এখানে পাওয়া যায় বুষ্টার সেটা খেতে হবে নিয়মিত।
স্যার আমি ফেইসবুকে দেখলাম
হাচি দিলে অনেক উপকার
তখন থেকে হাচি আসার আগেই
হাচি দিতে চেষ্টা করতাম
তখন থেকে আমার হাচি বন্দ হয়ে গেল
এখন হাচির উপদ্রব হলে
শরীরে বিজলি চমকানোর মত
অশান্তি তৈরী
আপনার কাছে সঠিক সমাধান
আশা করছি
সমস্যা কি সেটাইতো বুঝলাম না।
স্যার আমি শুরু করেসি কিন্তু আমি লেবু পানি পরিমাণে বেশি খাই কোন সমস্যা হবে কি জানাবেন,,,,
করতে থাকুন।
সার আমার হাটুর বাথা বেরেছে কি করব,,,,,
স্যার,লেবু পানি খেলে আইবিএস বেড়ে যায়,,পেটের ভিতর ভুটভুট কল কল শব্দ আর ব্যথা হয়,,টয়লেট পাতলা আর অনেক মিউকাস আসে,
কি করবো,
জানাবেন প্লিজ
চালকুমড়ার জুস খাবেন সকালে খালি পেটে।
পিরিয়ড চলাকালীন অবস্থা ই কী আকুপ্রেসার করা যাবে
জ্বি না করা যাবে না।
sir ata ki thyroid, athraities patient ra khete parbe? please janaben
পারবে।
স্যার এটা কিকিডনি রোগীরা কি খেতে পারবে, আমায় উত্তর দিন, জানালে অনেক উপকৃত হতাম
পারবে।
উনি কয়জনের প্রশ্নের উত্তর দিবেন, ভিডিও বার বার মনযোগ দিয়ে শুনুন ওখানে কিডনী রোগীরা কীভাবে খাবেন তা বলা আছে
আমি আপনার শুকরিয়া আদায় করছি ❤❤❤
ধন্যবাদ, ভাল থাকবেন।
অ্যালকালাইন ওয়াটারের সাথে কি লেবু পানি খাওয়া যাবে
যাবে না।
আসসালামু আলাইকুম, স্যার সিজোফ্রেনিয়া রোগীরা কি ডিটক্স করতে পারবে?ডিটক্স করার সময় যাদের ৪ বেলা ঔষধ খাই তাদের কি ডিটক্স কাজে আসবে?আর এটি মাসে কয়বার করা যাবে?আর সিজোফ্রেনিয়া রোগীদের কি করা উচিত আর কি কি খাবার খাওয়া উচিত, যাদের অবস্থা অনেক খারাপ পর্যায়ে থাকে তাদের কি করা উচিত এসমর্পকে দয়া করে বলবেন স্যার।
ডিটক্স করতে পারবেন।
@@AlamgirAlam ধন্যবাদ স্যার, এটা কি সপ্তাহে সপ্তাহে ১ দিন করে করা যাবে?
Sir amar Kno anserdilenna.detox 2 korar somoy rat 8ter por kichu khaoa jaba.tar porer din jerokom khai serokom khaboto
আসসালামু আলাইকুম। ঘন ঘন প্রসাব হয় এর থেকে পরিএানের উপায় কি!
কেন হয় সেটা জেনে উপায় বলা যাবে।
2nd option দুঘন্টা পর পর লেবুর পানি খেতে এর মধ্যে আর কিছু খাওয়া যাবে না
জ্বি না।
ভালো পরামশ দিলেন স্যার,
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।
Assalamu Alaikum Wha Rahamtatulla Wha Barakatu .. Allah apnar susthota Dan karun .. amar ammur diabetes medicine r insulin ney , kidney ar creatinine 1. 3 to5 thake r unar heart ar problem o ache. 3 number podhoti ta jokhon korbo Tokhon ai je 3 bar 10 ta kore medicine r insulin ney aguli ki bondho rakhbo. Unar potasiam sodium o up down kore paye pane ashe majhe maje. Sir plz anugroho kore bolun ammu ke 3 number podhoti ta korabo r korale koto din r oi 3 din medicine r insulin guli bondho rakhbo kina? Plz sir answer deben.
সরাসরি দেখা করুন।
থাইরয়েড থাকলে কিভাবে পান করতে হবে
যেভাবে বলা হয়েছে সেই ভাবেই।
সকাল ৬ থেকে রাত ৮ পর্যন্ত করা যায় না।ঔষধ খাবে কি ভাবে ।আমার দায়বেটিস, প্রেসার আছে,গ্যাস আছে।
ভাল করে বুঝবেন তারপর প্রশ্ন করবেন। ভিডিওতে সব বলা হয়েছে।
Salam sir thyroid hole and 50 plus hole women der jonno ki thik ase please janan and after detoxification clean diet dile upokrito hotam please thank you
ডিটক্স করে দেখুন।
Chiyaseed ki panir sate khawa jabe
তাই তো নিয়ম।
স্যার,
👉আলসার এবং👉 ইউরিক অ্যাসিডে আক্রান্ত রোগী কি এসব পদ্ধতি অনুসরণ করতে পারবে(?)
জানালে উপকার হতো।
পারবে, তাতে উপকার পাবেন।
আসসালামু আলাইকুম।স্যর, বাড়তি পানি কি খাওয়া যাবে? আমি যে প্রচুর পানি খাই,কি করে থাকবো? আমার এই পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন আছে, বিভিন্ন রকম অসুস্থতায় আমি জর্জরিত।ইন্ডিয়া থেকে বলছি।
বাড়তি কোন কিছুই ভাল না।
স্যার, আমি একজন T-ALL রোগী। আমি কি Natural চিকিৎসায় সুস্থ হতে পারবো?
উল্লেখ্য আমি একজন গরিব রোগী।
এটা একটি জটিল রোগ, আপনি সরাসরি দেখা করুন।
Sir Himoglobin লেভেল 9.8 এ নেমে গ্যাছে... কিভাবে উপকার পেতে পারি জানাবেন...
কালো কিসমিস ও সুষম খাবার খান।
@@AlamgirAlam ধন্যবাদ 🙏
স্যার আমি ২য় পদ্ধটি অনুযায়ী ডিটক্সডাই হতে চাই। তবে সমস্যা হচ্ছে আমার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা হয়। না খেয়ে থাকলে গ্যাসট্রিক আরো বেড়ে যায়। এখন কি করনীয় স্যার দয়া করে জানাবেন।
করে দেখুন। আশাকরি আপনার মাইন্ডসেট বদলাবে।
Thank you so much sir,onak onak onak dhanyavaad kichu medicine khala detox kora jaba, jamon medicine khacha khaba, na bondho Thak ba ektu bolban sir, Thank you
ডিটক্স করার জন্য কোন ঔষধ নয়।
চার ঘন্টায় চার গ্লাস কি পানি খাবো?
তাই তো বলা হয়েছে।
এর সাথে যদি এক্সটা ভার্জিন অলিভ অয়েল যোগ করতে পারব
প্রয়োজন নেই।
লেবু জলে লবন মেশানো যাবে তো?
না যাবেনা
প্রিয় স্যার আমার শরিলে ইউরিক অ্যাসিড ৬.৯৮ পাওয়া গেছে। আমার প্রচুর হাটু পেইন করে। তাই আমি প্রতিদিন ভোর থেকে শুরু করে সকল ৯ পর্যন্ত লেবুপানি খাই আবার প্রতিশুক্রবার সারাদিন ধরে লেবু পানি খাই। মোটকথা আমি দুইটা পদ্ধতি একসাথে করি।আমার ব্যথা প্রায় চার বছরের বেশি। MRI করে কিছুই পাইনি বলছে বাত আর ইউরিক আ্যসিডের কারনে ব্যথা করছে। তাই এখন আপনাকে ফলো করি।প্রথমে ভাল ফল পাইছি পরে বেড়েছে।প্রিয় স্যার কি করবো দয়াকরে জানাবেন,,,,ভাল থাকবেন স্যার,,,,,,,,,,
সরাসরি দেখা করুন।
স্যার আমি ঢাকায় আসি আপনাদের অফিস কথায় জানাবেন প্লিজ,,,,
গাসটিক হলে লেবু পানি গরম খাওয়া যাবে sir হারাধন সাঁতরা ভারত থেকে বলছি?
জ্বি যাবে।
Thank you for your all kind information. But your salam you please say “Assalamu alaikum”
Not slamalaikum.
Think ❤ don’t fill bad.
Thank you a lot.
ধন্যবাদ, ভাল থাকবেন।
আসসালামু আলাইকুম।
জাজাকাল্লাহ খাইরান।
ধন্যবাদ, আপনি ভাল থাকবেন।