আপনার প্রত্যেকটি ভিডিও খুব হেল্প ফুল। একটি তথ্য দেবেন প্লিজ।একটি চার বছরের বাচ্চাকে নিয়ে নর্থ সিককিম টুর সাথে গুরুদংমার লেক-জিরো পয়েন্ট-ছাঙ্গু লেক-বাবা মন্দির যাওয়া কি বিপদজনক হতে পারে?
খেয়াল রাখবেন অধিক উচ্চতায় যেন বেশি ছোটাছুটি না করে আর যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে একবার আলোচনা করে নেবেন। ওষুধপত্র, মধু, গরম জল সাথে রাখবেন।
আপনার হোটেলের সামনে বা এম জি মার্গ সংলগ্ন সিকিম সরকার অনুমোদিত পছন্দমত ট্যুর অপারেটরের কাছ থেকে বুক করে নিতে পারবেন। এরাই পারমিটের ব্যবস্থা করে দেবেন। বুকিং করার সময় ড্রাইভার এর যোগাযোগ নাম্বার এবং গাড়ির নাম্বার নিতে ভুলবেন না। যাবার দিন সকাল সকাল "ভাজরা" ট্যাক্সি স্ট্যান্ড এ যেতে হবে। এই স্ট্যান্ড থেকেই সাধারণত গাড়িগুলি ছাড়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।
অভিষেক দা এখন মনে 2024 এ njp থেকে গ্যাংটক এর টাটা সুমো ভাড়া কত আর গ্যাংটক থেকে ছাংকু লেক ভাড়া কত দয়াকরে যদি বলতেন তাহলে খুবই উপকৃত হতাম।আমরা ফেব্রুয়ারি 13 তারিখ যাবো।
আমি শেষবার উত্তর-সিকিম গিয়েছিলাম তখন পুরো গাড়ির রিজার্ভ করলে ৫ হাজার টাকা আর এক একজনের শেয়ারে পাঁচশো টাকা। এদিকে ছাঙ্গু লেক যাওয়ার জন্য এক এক জনের 700 টাকা করেছিল। আর পুরো গাড়ি রিজার্ভ করলে সাত হাজার টাকা।
পাহাড়ের আবহাওয়া আগে থেকে সত্যিই কিছু বলা যায় না তবে ওই সময় আবহাওয়া ভালো থাকে কিন্তু স্নো ফলস আর অতিরিক্ত বরফের জন্য রাস্তা বন্ধ থাকলেও থাকতে পারে।।
কৌশিক বাবু এ পথে ছোট গাড়ি খুব একটা এভেলেবেল পাবেন না ভালো হয় আপনি যদি একটি বড় গাড়ি রিজার্ভ করেন অথবা শেয়ারে এই পথ ঘুরে দেখেন। পুরো গাড়ি রিজার্ভ এর ক্ষেত্রে 8 হাজার টাকার মতো খরচ পড়বে আর শেয়ারের ক্ষেত্রে 800 টাকা জনপ্রতি খরচ পড়বে। ধন্যবাদ অনেক ভালো থাকবেন।
1 . Gantok er Local sight seeing boro garite kotojoner accommodation hoy with vara.. East sikim er sight seeing er khetre boro garite kotojoner accommodation hoy with vara ( January last week ) 2 . Hotel khetre room charge 800 /- seta ki per head.. na sudhu ekta room er vara 800 /-.. r ekta room maximum kotojon thakte parbo ?? Fooding er bebostha kmn ache ?? 3 . Holiday home e per head koto taka pore fooding & lodging.. Video ta khub valo hoyeche... Share & like done 🙂
আপনাকে অনেক ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য। ভিডিওটি ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম। আশাকরি আপনি ও আপনাদের পরিবারের সবাই খুব ভালো আছেন। ১. A. গ্যাংটকের লোকাল সাইট সিইং এর ক্ষেত্রে ভাড়া পড়বে তিন হাজার টাকার মতো। এই লোকাল সাইট সিন এর জায়গা অনেকগুলি তাই দুটো দিন রাখলে ভালো হয়। B. নাথুলা বাবা মন্দির এটির ক্ষেত্রে ভাড়া পড়বে 8 হাজার থেকে 9 হাজার টাকার মতো। একটি গাড়িতে 8 থেকে 9 জন নিলে ভালোভাবে ঘোরা সম্ভব হয়। তবে অনেক ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী 10 জন যাত্রী নেওয়া হয়। ২. ইস্ট সিকিম বা সিল্করুট ঘোরার ক্ষেত্রে একটাই ব্যবস্থা থাকে সেটা হলো পুরো গাড়ি রিজার্ভ করে নেওয়া। তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিন প্রতি খরচ হয়। এখানে এক একটা থাকার জায়গায় একেকটি স্পট। আর পথের মাঝে যেই যেই জিনিসগুলি দ্রষ্টব্য আছে আপনার ড্রাইভার আপনাকে নিশ্চয়ই দেখাবে। ৩. হোমস্টে বুকিং এ ক্ষেত্রে 800 টাকার মানে খাওয়া এবং থাকা দুই নিয়েই। আর যে হোমস্টে বুকিং করবেন তাদেরকে বলে দেবেন আপনার কটা রুমের প্রয়োজন। এটার জন্য কোন অতিরিক্ত চার্জ লাগে না। চারজন এবং দুইজনের রুম পাওয়া যায় সেটা হোমস্টের ওপর নির্ভর করে। ৪. আপনি খাবারে ভাত, রুটি, ডাল, তরকারি, ডিম, মাংস পাবেন। চাইলে বনফায়ার এবং তন্দুরি বানাতে পারেন।😄 ৫. হলিডে হোম আপনাকে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে বুক করতে হবে এক্ষেত্রে সাধারণত একটি হোটেলের রুম পাওয়া যায়। সেটি ছোট এবং বড় দুই পাবেন। এক্ষেত্রে খাবারের খরচ ধরা থাকে না। তবে বেশিরভাগ হোটেলেই রান্নার ব্যবস্থা থাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খাবার কিনে নিতে পারেন। ভালো থাকবেন ধন্যবাদ।
মে মাসে বরফ পাওয়ার সম্ভাবনা কম আছে। তবে পাহাড়ের আবহাওয়া কিছু বলা যায় না। যেমন গত বছরের এপ্রিল মাস পুরোটাই অনেক বরফ ছিল। জিরো পয়েন্ট এ আশা করছি ভালো বরফ পাবেন। ধন্যবাদ।
Amra 3 joner family. Nijerai jabo.ektu vay korche, marche ki gurudongmar er rasta bandho thakbe?ei dotanay package book kore jete chaichhi na. Abar vachhi share e hbe kina ,nahole aneak besi pore jabe,ei sab .apner.dewa tathho Kuhn helpful.
Dada, darjeeling e maler kache kono bhalo hotel er sandhan dite perben.okhane gea booking korte chai,aage theke taka pay korte chai na.buget 1000 er vetor. 3 jon achi
Bolchi dada January te gangtok theke nathula pass, baba mandir , tsomgo lake ar sightseeing er reserved car (7-8 Sitter ) Kothay Pabo ? Ar Kirokm Price Porbe ?
গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড থেকে পাবেন, গ্যাংটক থেকে দার্জিলিং যে গাড়িগুলো যায় তাদের ড্রাইভার এর সঙ্গে কথা বলে নেবেন। প্রায় 90 কিলোমিটার ঘন্টা চারেক এর মতন সময় লাগবে।
Impossible at Nathula. If luck favours, you can see a small quantity of Ice, that too, in the mountains only (not fresh snow) at North Sikkim up to 2nd week of April and not beyond that. For snow at Nathula , you have to go during December to February only with chance of snow fall if it is lucky day for you !
Nathula pass to som mongol bondho thake But kono holiday teu ki bondho thake R permit ki roj kora hoi naki oi j kodin nathula jaiya jai sei kodin e hoi
যদি কোন সামরিক কারণ বা খারাপ আবহাওয়ার না থাকে তবে সোমবার ও মঙ্গলবার বাদে বছরের অন্যান্য সময় গুলিতে ভারতীয় পর্যটকদের জন্য নাথুলা পাস খোলা থাকে। আর যদি নাথুলা পাস বন্ধ থাকে তাহলে আপনি পারমিট পাবেনই না। আপনি যেখান থেকে পারমিট টি করবেন সেখান থেকে ভালো করে তথ্য সংগ্রহ করে নেবেন। যাবার আগের দিনই পরিস্থিতি অনুযায়ী পারমিট করা হয়। এছাড়া ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য এমজি মার্গ এর সামনে টুরিস্ট ইনফর্মেশন সেন্টার থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।
শেয়ারে লোকাল সাইটসিইং পাওয়ার সম্ভাবনা একটু কম তবে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির শেয়ারে ঘুরতে পারবেন, আর লোকাল এর জন্য যদি অন্য ফ্যামিলির সাথে একটু ম্যানেজ করতে পারেন ভালো হবে। আপনার হোটেলে একবার কথা বলে দেখতে পারেন। ধন্যবাদ।
হ্যাঁ নিশ্চয়ই পারবেন তবে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সঙ্গে রাখবেন। এক্ষেত্রে একজন দক্ষ ড্রাইভার এর প্রয়োজন হবে এবং সীমান্তবর্তী এলাকাগুলো দেখার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনি গ্যাংটকের এমজি মার্ক সংলগ্ন টুরিস্ট ইনফরমেশন সেন্টার এ যোগাযোগ করুন। ধন্যবাদ। SIKKIM TOURIST INFORMATION CENTRE PHONE (033)23358757
এক্ষেত্রে আপনি যদি নাথুলা পাস ও বাবা মন্দির না যান বা বন্ধ থাকে তখন শুধুমাত্র ছাঙ্গু লেক পরিদর্শন করার জন্য রিজার্ভ গাড়ি ৩০০০ টাকা আর শেয়ারের ক্ষেত্রে জনপ্রতি ৩০০ টাকা লাগবে। নাহলে নাথুলা, ছাঙ্গু ও বাবা মন্দির ঘোরার জন্য জনপ্রতি ৮০০ টাকা লাগে। পিক সিজনে অনেক সময় একটু বেড়ে যায়।
জানুয়ারি মাসে এই সবকটি জায়গায় ঘোরা যাবে? Day 1 - NJP to Pelling (1@night Pelling) Day 2 - Sky walk, River orange Garden, Rimbi falls, Kanchenjunga falls, Khecheopalri Lake, Rabentse site, Pemayanshi monastery, Helipad View, Singshore Bridge (2@night Pelling) Day 3 - pelling to Ravangla Thathagata Tsal(Buddha Park), Ravangla Gumba, Kanchenjunga view point (3@night Ravangla) Day 4 - Namchi, Temi tea Garden, Rimpoche temple, Char Dham Temple (4@night Gangtok) Day 5- gangtok to Changu Lake, Baba Mandir, Nathula Pass (5@night Gangtok)
পেলিং, রাবাংলা আর নামচি নিয়ে কোনো সমস্যা হবার কথা নয় কিন্তু অতিরিক্ত তুষারপাতের জন্য গ্যাংটকের সাইটসিন অসুবিধা হলেও হতে পারে। তবে যদি রাস্তা খোলা থাকে তবে বরফে ঢাকা পথের দৃশ্য সারা জীবন মনে থাকবে। ভালো থাকবেন ধন্যবাদ। 😊
@@tripandtourguide onek dhonnobaad 😊 R 1ta query ache,east sikkim r jonno j tour package book korbo seta 1night 2days.. oi 1night ti kothay stay hobe?? Ami jodi 3night 4days r plan kori tahole 1st hotel ki 2night r jonno book korbo? 3rd night ki tour package e include thakbe??
দুঃখিত, আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। আপনি যদি পূর্ব সিকিম বা সিল্করুট যাবার পরিকল্পনা করেন সেক্ষেত্রে দুই ভাবে করতে পারেন। ১. নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে ঋষিখলা, সিলেরি গাঁও বা আপনার পছন্দের যে জায়গা সেইখানে প্রথম দিন থাকুন। দ্বিতীয় দিন রংলি থেকে অনুমতি পত্র নিয়ে চলে যান জুলুক বা পদমচেন। এরপর তৃতীয় দিন জুলুক থেকে অন্যান্য জায়গাগুলি ঘুরে চলে যেতে পারেন গ্যাংটক। মাঝে যদি একটা দিন চান তবে নাথাং ভ্যালি তে থাকতে পারেন। আর যদি গ্যাংটক না যেতে চান তাহলে ওই একই পথ ধরে উল্টো দিকে ফিরে চলে আসুন। নিচের দিকে কোন জায়গায় একটা দিন রাত্রি বাস করে পরের দিন নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি তে ফিরে আসুন। ২. এক্ষেত্রে আপনি প্রথম দিন চলে যান গ্যাংটক। দ্বিতীয় দিন গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বাবা মন্দির হয়ে চলে আসুন জুলুক। পরের দিন চলে আসুন রেশিখলা বা সিলারিগাঁও। তারপরের দিন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি চলে আসুন ফেরত আসার জন্য। চাইলে আরো একটা দিন রোলেপ বা আপনার পছন্দের অন্য কোন জায়গায় থাকতে পারেন। পূর্ব সিকিম ঘোরার একটি লিংক আমি আপনাকে পাঠিয়েছি দয়া করে একটু দেখে নেবেন। অন্য কোন জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। ধন্যবাদ ভালো থাকবেন।
Per head approx. Njp to Gangtok Rs. 300 Gangtok local sightseeing small car reserve Rs. 2700 ( 4 person capacity ) Changu - nathula - Baba Mandir Rs. 1000. Excludes fooding and lodging.
Excellent video,I just want to share my gantock rope way experience. The Gangtok ropeway was just so small and suffocating totally not made for claustrophobic people. It needs so many windows. People like me who have breathing problems shouldn't ride it.
@@tripandtourguide দাদা, জানিত এলকোহল এর দোকানে পাব কিন্তুু এই এলকোহলের দোকান কই আছে, আপনারা'ত অনেক বার গেছেন আপনারা জানেন, আমরা বাংলাদেশ থেকে নতুন যেয়ে আন্তাজে কই খুজব, বিয়ার খুঁজতে যেয়ে পরে কোন বিপদে পড়ি।
@@tripandtourguide দাদা আরেকটা ❓ দোকান এ জিজ্ঞেস করলে আবার আমাদের বাংলাদেশের মত পুলিশ এ ধরিয়ে দিবেনা, তখন বেড়াতে এসে বেড়ানোর সব টাকা ধান্দা করে নিয়ে য়াবেনা পুলিশ, এই রকম ঝক্কি জামেলাই পরতে হলে আগে থাকতে বারণ কইরেন দাদা,কারণ দাদা আমি ও বাংগালী আপনি বাংগালী।
আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পার হেড খরচ হবে উত্তর সিকিম ভ্রমণের জন্য। আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটক পৌঁছানোর জন্য 2800 থেকে সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হবে একটি পুরো গাড়ি রিজার্ভ করলে এবং শেয়ারে যেতে চাইলে 400 থেকে 500 টাকা পার হেড খরচা হবে। ধন্যবাদ।
খুব ভালো লাগলো আপনার এতো সুন্দর ভাবে বুঝিয়ে দেবার জন্যে thanks
ধন্যবাদ ভালো থাকবেন।
Really informative brother...good job...keep it up.....
Thank you 😊
khub valo laglo apnar videoti.khub help full.
অনেক ধন্যবাদ
অসাধারণ এবং অপূর্ব helpful video। ধন্যবাদ 👍
Thanks 😊
দারুণ লাগলো, খুব তাড়াতাড়ি যাবো
অনেক ধন্যবাদ।
খুব ভাল লাগল । ঘরে বন্দী আবসস্থায় ২ বার সিকিম ও ৩ বার দার্জিলিং যাওয়া জায়গা গুলো আবার দেখতে পেয়ে । আবার কবে সব ঠিক মত চালু হবে। আবার যেতে হবে ।
Apnar vedio te Onek information ache. Thanx khub valo laglo
অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন।
Vison sundor informations e sajano. Thank u.
Thanks 😊
December e kothae borof paoa.jabe?
আপনার প্রত্যেকটি ভিডিও খুব হেল্প ফুল। একটি তথ্য দেবেন প্লিজ।একটি চার বছরের বাচ্চাকে নিয়ে নর্থ সিককিম টুর সাথে গুরুদংমার লেক-জিরো পয়েন্ট-ছাঙ্গু লেক-বাবা মন্দির যাওয়া কি বিপদজনক হতে পারে?
খেয়াল রাখবেন অধিক উচ্চতায় যেন বেশি ছোটাছুটি না করে আর যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে একবার আলোচনা করে নেবেন। ওষুধপত্র, মধু, গরম জল সাথে রাখবেন।
ছোট বাচ্চাদের কোন সমস্যা হবে কি? খুব চিন্তিত এটা নিয়ে।
সাবধানে থাকবেন হুড়োহুড়ি বেশি না করলেই হবে। তবে যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন।
Bht val jaga apni koby gislo dada October mase jawar kotha koye achi jaba parbo na dada
Osram information avishak da 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😄😄😄
Thanks 😊
Very good. Lots of information
Thanks 😊
Dada October mase gle barof dekha jbe?
সম্ভবনা কম, নভেম্বর এর শেষের দিক থেকে বেশি থাকে
Dada. Koto khoroch hbe 2 couple
Darun 👌👌👌
Thanks ☺️
@@tripandtourguide Welcome
Good information.
Thank you ❤️
ভাল
December e changu lake baba Mandir e borof pabo?
পাবেন
Darun..
Thanks 😊
Dada Changhu , Nathula,babamondir jawar jnno Gari gulo kthai theke pawa jbe ektu janaben?
আপনার হোটেলের সামনে বা এম জি মার্গ সংলগ্ন সিকিম সরকার অনুমোদিত পছন্দমত ট্যুর অপারেটরের কাছ থেকে বুক করে নিতে পারবেন। এরাই পারমিটের ব্যবস্থা করে দেবেন। বুকিং করার সময় ড্রাইভার এর যোগাযোগ নাম্বার এবং গাড়ির নাম্বার নিতে ভুলবেন না। যাবার দিন সকাল সকাল "ভাজরা" ট্যাক্সি স্ট্যান্ড এ যেতে হবে। এই স্ট্যান্ড থেকেই সাধারণত গাড়িগুলি ছাড়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।
@@tripandtourguide Thanku Dada help krar jnno🙂
অভিষেক দা এখন মনে 2024 এ njp থেকে গ্যাংটক এর টাটা সুমো ভাড়া কত আর গ্যাংটক থেকে ছাংকু লেক ভাড়া কত দয়াকরে যদি বলতেন তাহলে খুবই উপকৃত হতাম।আমরা ফেব্রুয়ারি 13 তারিখ যাবো।
আমি শেষবার উত্তর-সিকিম গিয়েছিলাম তখন পুরো গাড়ির রিজার্ভ করলে ৫ হাজার টাকা আর এক একজনের শেয়ারে পাঁচশো টাকা। এদিকে ছাঙ্গু লেক যাওয়ার জন্য এক এক জনের 700 টাকা করেছিল। আর পুরো গাড়ি রিজার্ভ করলে সাত হাজার টাকা।
Sikkim gegtok tur gaid koto porbe janaben tur koedin
Description box details means ki Comments section?
Apni video title e click korlei description box peye jaben
Dada, January23 Last week a ki changu jete parbo? road ki open pabo? clearly ghurte parbo?plz kindly ektu janaben tahole akta tour plan korbo 🙏🙏🙏
পাহাড়ের আবহাওয়া আগে থেকে সত্যিই কিছু বলা যায় না তবে ওই সময় আবহাওয়া ভালো থাকে কিন্তু স্নো ফলস আর অতিরিক্ত বরফের জন্য রাস্তা বন্ধ থাকলেও থাকতে পারে।।
very good
Njp হতে বাইক ভাড়া করে গ্যাংটক যাওয়া যায় কি??
Avi uncle nice video ta
So nice
Dada total khorach dui jonar koto hoba ...o..dada gantock giya okana ghurta gala total 3 Dina khorach koto...
আপনি যদি অন্য কোনো ফ্যামিলির সাথে যান তবে একটু কম খরচে হয়ে যাবে। জনপ্রতি 5,000 থেকে 6,000 টাকার মধ্যে হয়ে যাবে।
@@tripandtourguide thanks dada..Jodi jai apnar kacha help paboto.....
আপনাদের হেল্প করতে পারলে সত্যিই অনেক খুশি হব। কোন কিছু দরকার হলে অবশ্যই জানাবেন। নিরাপদে থাকুন, অনেক ভালো থাকবেন।
Khub bhalo
Thanks 👍
February mas a gele Kmn hobe Dada??
Valo hobe onek borof thakbe
15 December jachi
Dada bengali ja restaurant a6a ota rice,dal,mix vegetable etc full mill ar price koto kora akto bolla vlo hoto
দুজনের ফিস মিল এর দাম পড়েছিল প্রায় ২০০ টাকার মতো। স্বাদ ভালো। বাবুমশাই রেস্টুরেন্ট, গ্যাংটক। ধন্যবাদ।
Thanks dada
Tmar vedio ta amaka khub vlo guide korba
Ai babu mashi restaurant ta Gangtok a kothi???
এমজি মার্গে পৌঁছে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে খুব ফেমাস।
Changu lake, baba mandir, r nathula pass choto gari vara koto approx.?
কৌশিক বাবু এ পথে ছোট গাড়ি খুব একটা এভেলেবেল পাবেন না ভালো হয় আপনি যদি একটি বড় গাড়ি রিজার্ভ করেন অথবা শেয়ারে এই পথ ঘুরে দেখেন। পুরো গাড়ি রিজার্ভ এর ক্ষেত্রে 8 হাজার টাকার মতো খরচ পড়বে আর শেয়ারের ক্ষেত্রে 800 টাকা জনপ্রতি খরচ পড়বে। ধন্যবাদ অনেক ভালো থাকবেন।
Around 6000/- during 2016. May be same level now.
বেশ ভালো
Thanks 😊
@@tripandtourguide ডিসেম্বরের শেষে ইয়ুমথাং যাওয়া যাবে? প্যাকেজ কত প্রতি জনা
Dada aktu bolben j.....changu lake.. Nathula and baba mandir jabar jonno ki share gari paya jay gangtok teke
শেয়ার গাড়ি আপনি পেয়ে যাবেন, পারমিট করার সময় ট্যুর অপারেটর কে বলে রাখবেন ব্যবস্থা হয়ে যাবে। ভালো থাকবেন ধন্যবাদ।
1 . Gantok er Local sight seeing boro garite kotojoner accommodation hoy with vara.. East sikim er sight seeing er khetre boro garite kotojoner accommodation hoy with vara ( January last week )
2 . Hotel khetre room charge 800 /- seta ki per head.. na sudhu ekta room er vara 800 /-.. r ekta room maximum kotojon thakte parbo ??
Fooding er bebostha kmn ache ??
3 . Holiday home e per head koto taka pore fooding & lodging..
Video ta khub valo hoyeche...
Share & like done 🙂
আপনাকে অনেক ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য। ভিডিওটি ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম। আশাকরি আপনি ও আপনাদের পরিবারের সবাই খুব ভালো আছেন।
১. A. গ্যাংটকের লোকাল সাইট সিইং এর ক্ষেত্রে ভাড়া পড়বে তিন হাজার টাকার মতো। এই লোকাল সাইট সিন এর জায়গা অনেকগুলি তাই দুটো দিন রাখলে ভালো হয়।
B. নাথুলা বাবা মন্দির এটির ক্ষেত্রে ভাড়া পড়বে 8 হাজার থেকে 9 হাজার টাকার মতো।
একটি গাড়িতে 8 থেকে 9 জন নিলে ভালোভাবে ঘোরা সম্ভব হয়। তবে অনেক ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী 10 জন যাত্রী নেওয়া হয়।
২. ইস্ট সিকিম বা সিল্করুট ঘোরার ক্ষেত্রে একটাই ব্যবস্থা থাকে সেটা হলো পুরো গাড়ি রিজার্ভ করে নেওয়া। তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিন প্রতি খরচ হয়। এখানে এক একটা থাকার জায়গায় একেকটি স্পট। আর পথের মাঝে যেই যেই জিনিসগুলি দ্রষ্টব্য আছে আপনার ড্রাইভার আপনাকে নিশ্চয়ই দেখাবে।
৩. হোমস্টে বুকিং এ ক্ষেত্রে 800 টাকার মানে খাওয়া এবং থাকা দুই নিয়েই। আর যে হোমস্টে বুকিং করবেন তাদেরকে বলে দেবেন আপনার কটা রুমের প্রয়োজন। এটার জন্য কোন অতিরিক্ত চার্জ লাগে না।
চারজন এবং দুইজনের রুম পাওয়া যায় সেটা হোমস্টের ওপর নির্ভর করে।
৪. আপনি খাবারে ভাত, রুটি, ডাল, তরকারি, ডিম, মাংস পাবেন। চাইলে বনফায়ার এবং তন্দুরি বানাতে পারেন।😄
৫. হলিডে হোম আপনাকে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে বুক করতে হবে এক্ষেত্রে সাধারণত একটি হোটেলের রুম পাওয়া যায়। সেটি ছোট এবং বড় দুই পাবেন। এক্ষেত্রে খাবারের খরচ ধরা থাকে না। তবে বেশিরভাগ হোটেলেই রান্নার ব্যবস্থা থাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খাবার কিনে নিতে পারেন।
ভালো থাকবেন ধন্যবাদ।
Dada ,April r 1st week a gurudambha lake r nathula pass khola thakbe?
আশা করি 😊
মে মাসে গেলে নাথুলা পাস এবং যুংথাঙ্গ কি বরফ পাবো একটু জানাবেন।ধন্যবাদ
মে মাসে বরফ পাওয়ার সম্ভাবনা কম আছে। তবে পাহাড়ের আবহাওয়া কিছু বলা যায় না। যেমন গত বছরের এপ্রিল মাস পুরোটাই অনেক বরফ ছিল। জিরো পয়েন্ট এ আশা করছি ভালো বরফ পাবেন। ধন্যবাদ।
Na
No chance at all !
Amra 3 joner family. Nijerai jabo.ektu vay korche, marche ki gurudongmar er rasta bandho thakbe?ei dotanay package book kore jete chaichhi na. Abar vachhi share e hbe kina ,nahole aneak besi pore jabe,ei sab .apner.dewa tathho Kuhn helpful.
অনেকই ওই সময়টায় যায়। খুব একটা অসুবিধা হবে না। ভালো ভাবে ঘুরে আসুন। 😊
Dada, darjeeling e maler kache kono bhalo hotel er sandhan dite perben.okhane gea booking korte chai,aage theke taka pay korte chai na.buget 1000 er vetor. 3 jon achi
Bolchi dada January te gangtok theke nathula pass, baba mandir , tsomgo lake ar sightseeing er reserved car (7-8 Sitter ) Kothay Pabo ? Ar Kirokm Price Porbe ?
গাড়ি রিজার্ভ আপনি হোটেল থেকে অথবা এমজি মার্গে বিভিন্ন ট্যুর অপারেটর অফিস থেকে দরদাম করে করে নিতে পারবেন।
খরচ পড়বে ৮ হাজার টাকার মতো।
@@tripandtourguide accha ...bibhinno tours and travels er operator der ki mg Marg ei pabo.?
অনেক পাবেন, আপনার হোটেল এর আশেপাশেও পেয়ে যাবেন। চিন্তা নেই অসুবিধা হওয়ার কথা নয়।
Good
April e changu lake r nathula pass e borof pawa jai
অনেক সময় পুরো এপ্রিল মাসেই অনেক বরফ থাকে। মোটামুটি 2nd week ধরে চলো। ভালো থেকো।
Dada amra 4jn jbo 3night 4day er plan..east sikkim ghurte gari bhara koto porbe ei 1night 2day er?
3 হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পার ডে। ধন্যবাদ।
Gangtok to Lava Direct Car Pawa jay dada?
গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড থেকে পাবেন, গ্যাংটক থেকে দার্জিলিং যে গাড়িগুলো যায় তাদের ড্রাইভার এর সঙ্গে কথা বলে নেবেন। প্রায় 90 কিলোমিটার ঘন্টা চারেক এর মতন সময় লাগবে।
Achha
Apnar Facebook Link ta Pathan
April and may month a gale north Sikkim o nathula te baraf dekthe pabo?
এপ্রিল মাসে চলে যান ভালোই বরফ পাবেন। তবে মে মাসে অতটা নাও থাকতে পারে।
Impossible at Nathula. If luck favours, you can see a small quantity of Ice, that too, in the mountains only (not fresh snow) at North Sikkim up to 2nd week of April and not beyond that. For snow at Nathula , you have to go during December to February only with chance of snow fall if it is lucky day for you !
Nathula pass to som mongol bondho thake
But kono holiday teu ki bondho thake
R permit ki roj kora hoi naki oi j kodin nathula jaiya jai sei kodin e hoi
যদি কোন সামরিক কারণ বা খারাপ আবহাওয়ার না থাকে তবে সোমবার ও মঙ্গলবার বাদে বছরের অন্যান্য সময় গুলিতে ভারতীয় পর্যটকদের জন্য নাথুলা পাস খোলা থাকে। আর যদি নাথুলা পাস বন্ধ থাকে তাহলে আপনি পারমিট পাবেনই না। আপনি যেখান থেকে পারমিট টি করবেন সেখান থেকে ভালো করে তথ্য সংগ্রহ করে নেবেন। যাবার আগের দিনই পরিস্থিতি অনুযায়ী পারমিট করা হয়। এছাড়া ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য এমজি মার্গ এর সামনে টুরিস্ট ইনফর্মেশন সেন্টার থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।
@@tripandtourguide ami bollam j dudin nathula of thake
Sei dui dino ki permitt korar kaj o bondho thake naki
Naki permit roj kora jai
হ্যাঁ বন্ধ থাকে। যাবার আগের দিন দুপুর 1 টার আগে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দেবেন পরেরদিন পারমিট পেয়ে যাবেন।
Local sightseeing r jonno share taxi pawa jay 2 jon r jnno?
শেয়ারে লোকাল সাইটসিইং পাওয়ার সম্ভাবনা একটু কম তবে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির শেয়ারে ঘুরতে পারবেন, আর লোকাল এর জন্য যদি অন্য ফ্যামিলির সাথে একটু ম্যানেজ করতে পারেন ভালো হবে। আপনার হোটেলে একবার কথা বলে দেখতে পারেন। ধন্যবাদ।
Wow
ভাইয়া কখন বরফ দেখা যাবে ?
ডিসেম্বর থেকে মার্চ মাস ভালো বরফ পাবেন। ধন্যবাদ।
Dada amra ki car niye assam thike jete pari please janio
হ্যাঁ নিশ্চয়ই পারবেন তবে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সঙ্গে রাখবেন। এক্ষেত্রে একজন দক্ষ ড্রাইভার এর প্রয়োজন হবে এবং সীমান্তবর্তী এলাকাগুলো দেখার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনি গ্যাংটকের এমজি মার্ক সংলগ্ন টুরিস্ট ইনফরমেশন সেন্টার এ যোগাযোগ করুন। ধন্যবাদ।
SIKKIM TOURIST INFORMATION CENTRE PHONE (033)23358757
@@tripandtourguide thanks you so much dadabhai apne amar question ar ans dilen🥰
North Sikkim including changu , nathula Baba Mandir NJP to NJP approx cost and how much days it will be taken.
আপনার 6 থেকে 7 দিনের ট্যুর আছে মোটামুটি জনপ্রতি 8 থেকে 10 হাজার টাকা ধরে রাখুন।
এখন কী ট্রাভেল কা্রড লাগছে গ্যনটক যেতে।
Gangtok r local sight seeing r 300/- r moddhe ki ki include ache?? Share gaari ki all time avl?
এক্ষেত্রে আপনি যদি নাথুলা পাস ও বাবা মন্দির না যান বা বন্ধ থাকে তখন শুধুমাত্র ছাঙ্গু লেক পরিদর্শন করার জন্য রিজার্ভ গাড়ি ৩০০০ টাকা আর শেয়ারের ক্ষেত্রে জনপ্রতি ৩০০ টাকা লাগবে। নাহলে নাথুলা, ছাঙ্গু ও বাবা মন্দির ঘোরার জন্য জনপ্রতি ৮০০ টাকা লাগে। পিক সিজনে অনেক সময় একটু বেড়ে যায়।
@@tripandtourguide okk dada... R local sight seeing mane gangtok r moddhe ghorar jonno ki share car ba share jip avl?
এক্ষেত্রে শেয়ারের ব্যবস্থা নেই। তবে আপনি একটা ছোট গাড়ি (৪ জন )বুক করতে পারেন।
@@tripandtourguide onek dhonnobad dada.. amar channel aro boro hok... Aro sundor sundor jaygar video banan....
Dada aktu bolben j changu lake. Nathula and baba mandir jabar jonno ki share gari paya jay gangtok teke
8500/ takar moto budget rakhle hobe per head.amra 8-10 jon jabo
আপনাদের যদি আটজনের বা দশজনের টিম হয় তবে জনপ্রতি 7000 টাকার মধ্যেই আশা করছি হয়ে যাবে। ভালো থাকবেন ধন্যবাদ।
For 5N/6D per head estimate is around 10000/- for a group of 8-10 travellers in 2020 (Standard Package) Deluxe Package cost per head around 13000/-.
Aadhar card se permit mil jayega kya nathula pass ke liye
Voter card / passport / driving license Xerox and original.
Passport size photographs.
দাদা হলিডে হোম এর ভাড়া কতো পড়বে?? আর হলিডে হোম গ্যাংটক গিয়ে বুক করা যাবে??
এখান থেকে বুক করতে হবে। ৭০০ টাকার মতো লাগে।
দাদা যদি চারজন যাই তো জনপ্রতি কত পড়বে?
আশা করছি 25000 টাকার মধ্যে হয়ে যাবে।
Ek joner 25 thousands
চার জনের
জানুয়ারি মাসে এই সবকটি জায়গায় ঘোরা যাবে?
Day 1 - NJP to Pelling (1@night Pelling)
Day 2 - Sky walk, River orange Garden, Rimbi falls, Kanchenjunga falls, Khecheopalri Lake, Rabentse site, Pemayanshi monastery, Helipad View, Singshore Bridge (2@night Pelling)
Day 3 - pelling to Ravangla
Thathagata Tsal(Buddha Park), Ravangla Gumba, Kanchenjunga view point (3@night Ravangla)
Day 4 - Namchi, Temi tea Garden, Rimpoche temple, Char Dham Temple (4@night Gangtok)
Day 5- gangtok to Changu Lake, Baba Mandir, Nathula Pass (5@night Gangtok)
পেলিং, রাবাংলা আর নামচি নিয়ে কোনো সমস্যা হবার কথা নয় কিন্তু অতিরিক্ত তুষারপাতের জন্য গ্যাংটকের সাইটসিন অসুবিধা হলেও হতে পারে। তবে যদি রাস্তা খোলা থাকে তবে বরফে ঢাকা পথের দৃশ্য সারা জীবন মনে থাকবে। ভালো থাকবেন ধন্যবাদ। 😊
Nathula and changu lake e kokhn valo borof pabo?
জানুয়ারি থেকে মার্চ মাসে ভাল বরফ পাবেন। ধন্যবাদ।
@@tripandtourguide dada, oi somoy road borof r jonno close thake nato??
যদিও পাহাড়ের আবহাওয়া সঠিকভাবে কিছু বলা যায় না তবে মার্চ মাস বেছে নিতে পারেন ওই সময়টা আবহাওয়া ভালো থাকে আর বরফ ও অনেক পাওয়া যায়।
@@tripandtourguide onek dhonnobaad 😊
R 1ta query ache,east sikkim r jonno j tour package book korbo seta 1night 2days.. oi 1night ti kothay stay hobe??
Ami jodi 3night 4days r plan kori tahole 1st hotel ki 2night r jonno book korbo? 3rd night ki tour package e include thakbe??
দুঃখিত, আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না।
আপনি যদি পূর্ব সিকিম বা সিল্করুট যাবার পরিকল্পনা করেন সেক্ষেত্রে দুই ভাবে করতে পারেন।
১. নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে ঋষিখলা, সিলেরি গাঁও বা আপনার পছন্দের যে জায়গা সেইখানে প্রথম দিন থাকুন। দ্বিতীয় দিন রংলি থেকে অনুমতি পত্র নিয়ে চলে যান জুলুক বা পদমচেন। এরপর তৃতীয় দিন জুলুক থেকে অন্যান্য জায়গাগুলি ঘুরে চলে যেতে পারেন গ্যাংটক। মাঝে যদি একটা দিন চান তবে নাথাং ভ্যালি তে থাকতে পারেন। আর যদি গ্যাংটক না যেতে চান তাহলে ওই একই পথ ধরে উল্টো দিকে ফিরে চলে আসুন। নিচের দিকে কোন জায়গায় একটা দিন রাত্রি বাস করে পরের দিন নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি তে ফিরে আসুন।
২. এক্ষেত্রে আপনি প্রথম দিন চলে যান গ্যাংটক। দ্বিতীয় দিন গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বাবা মন্দির হয়ে চলে আসুন জুলুক। পরের দিন চলে আসুন রেশিখলা বা সিলারিগাঁও। তারপরের দিন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি চলে আসুন ফেরত আসার জন্য। চাইলে আরো একটা দিন রোলেপ বা আপনার পছন্দের অন্য কোন জায়গায় থাকতে পারেন।
পূর্ব সিকিম ঘোরার একটি লিংক আমি আপনাকে পাঠিয়েছি দয়া করে একটু দেখে নেবেন। অন্য কোন জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। ধন্যবাদ ভালো থাকবেন।
তিন জনের কস্ট কি পড়বে??
আপনারা কি শেয়ারে যাবেন ?
শেয়ারে গেলে কত পড়বে ??
Per head approx.
Njp to Gangtok Rs. 300
Gangtok local sightseeing small car reserve Rs. 2700 ( 4 person capacity )
Changu - nathula - Baba Mandir Rs. 1000.
Excludes fooding and lodging.
@@tripandtourguide আর যদি পার্সোনাল ভাবে যাই তাহলে কত পড়বে নর্থ সিকিম নিয়ে??
একটা পুরো গাড়ি রিজার্ভ এর জন্য ৩০ হাজার টাকার মতো লাগে। আর যদি শেয়ারে যেতে চান সেক্ষেত্রে 3 হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা জনপ্রতি খরচ পড়বে।
Excellent video,I just want to share my gantock rope way experience.
The Gangtok ropeway was just so small and suffocating totally not made for claustrophobic people. It
needs so many windows.
People like me who have breathing problems shouldn't ride it.
ধন্যবাদ।
হ্যাঁ ঠিক বলেছেন আর একসঙ্গে অনেক জন থাকে বলে হুড়োহুড়ি টা একটু বেশি হয়।
Hotel link ta pelam na sudhu Reseve Bank e no. Pelam
প্লিজ আর একবার চেক করে দেখুন আপডেট করে দেয়া হয়েছে। ধন্যবাদ।
Nice sirrr...
দাদা,গ্যাংটক এ বিয়ার পাওয়া যায় না? বিয়ার পাওয়া গেলে কোথায় পাওয়া যায়, বিয়ার এর দাম কত?এই তথ্য দিলে আমরা বাংলাদেশিরা অনেক উপক্রিত হইতাম।
অ্যালকোহল এর দোকান এ পাবেন 😀
@@tripandtourguide দাদা, জানিত এলকোহল এর দোকানে পাব কিন্তুু এই এলকোহলের দোকান কই আছে, আপনারা'ত অনেক বার গেছেন আপনারা জানেন, আমরা বাংলাদেশ থেকে নতুন যেয়ে আন্তাজে কই খুজব, বিয়ার খুঁজতে যেয়ে পরে কোন বিপদে পড়ি।
যে কোনো দোকানে জিজ্ঞাসা করলেই বলে দেবে। অসুবিধা হবে না।
@@tripandtourguide দাদা আরেকটা ❓ দোকান এ জিজ্ঞেস করলে আবার আমাদের বাংলাদেশের মত পুলিশ এ ধরিয়ে দিবেনা, তখন বেড়াতে এসে বেড়ানোর সব টাকা ধান্দা করে নিয়ে য়াবেনা পুলিশ, এই রকম ঝক্কি জামেলাই পরতে হলে আগে থাকতে বারণ কইরেন দাদা,কারণ দাদা আমি ও বাংগালী আপনি বাংগালী।
না চিন্তা নেই 😀
দাদা হেল্প চাই একটু
??
@@tripandtourguide NJP to Gangtok , Gangtok to north Sikkim tour packages 2 জনের কেমন কি পরবে?
আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পার হেড খরচ হবে উত্তর সিকিম ভ্রমণের জন্য। আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটক পৌঁছানোর জন্য 2800 থেকে সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হবে একটি পুরো গাড়ি রিজার্ভ করলে এবং শেয়ারে যেতে চাইলে 400 থেকে 500 টাকা পার হেড খরচা হবে। ধন্যবাদ।
Akkothay onobodyo
Onek dhanyabad 😊
Osadharon