হোটেলের বাবুর্চির রান্নার গরম মসলা তৈরির রেসিপি । বাবুর্চিদের গরম মসলা রেসিপি । Hoteler Gorom Moshla

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • হোটেলের বাবুর্চির রান্নার গরম মসলা তৈরির রেসিপি । বাবুর্চিদের গরম মসলা রেসিপি । Hoteler Gorom Moshla
    গরম মসল্লার গুড়া বানাতে লাগবে (ওজনে) ঃ
    এলচি - ৫০ গ্রাম
    দারুচিনি - ১০০ গ্রাম
    জায়ফল - ১০ টি
    জয়ত্রি - ৫০ গ্রাম
    সাদা গোলমরিচ - ১০০ গ্রাম
    পোস্ত দানা - ২৫ গ্রাম
    শাহী জিরা - ৫০ গ্রাম
    কালো বা শাহী এলাচি - ১০০ গ্রাম
    জিরা - ২৫০ গ্রাম
    অথবা আনুপাতিক হারেঃ
    এলচি - ২ ভাগ
    দারুচিনি - ৪ ভাগ
    জায়ফল - আড়াই টি (২ টি + অর্ধেক টি)
    জয়ত্রি - ২ ভাগ
    সাদা গোলমরিচ - ৪ ভাগ
    পোস্ত দানা - ১ ভাগ
    শাহী জিরা - ২ ভাগ
    কালো বা শাহী এলাচি - ৪
    জিরা - ১০ ভাগ
    সবকিছু একসাথে মিলিয়ে না ভেঁজে গুড়া করে নিতে হবে।
    হোটেলের বাবুর্চির রান্নার গরম মসলা তৈরির রেসিপি । বাবুর্চিদের গরম মসলা রেসিপি । Hoteler Gorom Moshla

Комментарии • 496

  • @tanianahid1952
    @tanianahid1952 5 лет назад +41

    ভাই আসসালামুআলাইকুম,আপনার রেসিপিতে কোরবানী ঈদের জন্য গরম মশলা করলাম।কি বা তার সুগন্ধ,কি বা তার colour,কি বা তার দূ্র্দান্ত কাজ......মাশাল্লাহ।অনেকককককক ধন্যবাদ ভাই।

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  5 лет назад +7

      অনেক খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

    • @nazrulislim5964
      @nazrulislim5964 5 лет назад +2

      Vaia, amr eai khan a sahi alach ta availabe na,,ami oi ta chara baki item gula dia krla hobe ki?

    • @fnonlinemart7344
      @fnonlinemart7344 5 лет назад +1

      @@nazrulislim5964 online e order koren...
      Kalo elach chara bhalo hoy na...

    • @farjanabegum7394
      @farjanabegum7394 3 года назад +1

      জায়ফল জয়ত্রী গুঁড়া কিভাবে করবো?পরিমান বলেন?

    • @Asishtalukder
      @Asishtalukder 2 года назад +1

      Test kmn holo ?

  • @iziaurrahman
    @iziaurrahman 4 года назад +1

    কামরুল ভাই, আপনার চ্যানেল দেখে আমি প্রায় এক বছর হলো রান্না করছি. অনেক বিরিয়ানি রান্না করছি এই এক বছর. আমার বড় ছেলে খুব পছন্দ করে. মুর্গ মুসল্লাম খাইলাম আপনার রেসিপি ফলো করে.
    সপ্তাহ তিন আগে আপনার তন্দুরি মশলার রেসিপি দেখে মসলা বানালাম. এরপর বেশ কয়েকবার খাওয়া হল. অলওয়েজ হিট.
    এইটা দেখে এখন গরম মশলা বানানোর পালা.

  • @duuffryufy8544
    @duuffryufy8544 10 месяцев назад

    খুব সুন্দর হয়ছে মসলা

  • @lailaferdous3097
    @lailaferdous3097 Год назад +1

    অনেক ধন্যবাদ। অনেক দরকারী জিনিস শিখলাম।

  • @lunahasan5675
    @lunahasan5675 4 года назад +2

    আমি এই রেসিপিতে মশলা করে বিজনেস শুরু করলাম। আলহামদুলিল্লাহ।

    • @nasrinaktar4630
      @nasrinaktar4630 3 года назад

      আসসালামু আলাইকুম আপনার রিভিউ কেমন এই মসলার?

  • @atmaphokko
    @atmaphokko 5 лет назад +2

    ভাই আমি ভিডিওগুলো দেখি এবং প্রাক্টিস করি।আমি জানতে চাই পাঁচ ফোড়ন মশলার রেসিপি।এক কেজি পাঁচ ফোড়ন মশলা তৈরি করতে কি লাগবে এবং উপাদানগুলোর আনুপাতিক হার ও বলবেন প্লিজ।

  • @MM-lr5hv
    @MM-lr5hv 5 лет назад +1

    দাদা আপনি আমার মামনির কথাটাই বলছিলেন যে মসলা ভাজলে তো অর্ধেক রান্নার গন্ধ বেরিয়ে গেল । আমি শুধু জিরা বা পাঁচ ফোরন বা ধনিয়া মাঝে মধ্য ভেজে গুরা করে নেই সবজি রান্না বা রেসিপি অনুসারে সেটাও সংগে সংগে দেয়ার সময় । আমি বাংলা-ভারতীয় সব মসলার নাম বাংলা হিন্দি আর ইংরেজীতে বের করেছি আর প্রায় সবই আমার আছে । ভস আর খসখস পাইনি এর সম্পর্কে আমি জানি না আপনার কাছে প্রথম দেখেছি - একটু যদি এ দুটা মসলা সম্পর্কে জানাতেন তাহলে আমার জানাটা সম্পুর্ণ হয় । আমি এখনো আপনার বিরিয়ানী বা মাংসের শাহী রান্নায় ঢুকিনি তারপরও খুবই মজা পাচ্ছি ....

  • @aiatollhaintaarba-tm5tg
    @aiatollhaintaarba-tm5tg Год назад +1

    স্যার সব ভিডিও গুলা যদি একটু তারাতাড়ি দিতেন আর প্রতি দিন দুই টা করে ভিডিও দেন। আমাদের পরিক্ষার বেশি দিন নেই। আমাদের শেষ করতে হবে। আর আমরা অনেকে আপনার আশায় আছি অধির বিশ্বাস এর সাথে দেখছি এবং পড়তেছি। স্যার যদি ভিডিও গুলা তারাতাড়ি দিতেন।

  • @bloggersaiflslam4882
    @bloggersaiflslam4882 6 лет назад +2

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু ।
    ভাইজান খুব ভাল হয়েছে কারণ আমি সবসময়ই আগে ভাজি পরে পাউডার করি এখন তাহলে এই ঝামেলা আর করবো না ইনশাল্লাহ,
    আল্লাহ পাক আপনাকে সুস্থ ও ভাল রাখুন এই কামনা করি, আমিইন 👐

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад +1

      ওয়ালাইকুম আস সালাম। রান্নায় ব্যবহার করলে আগে ভাঁজবেন না ! তাতে আগেই সুঘন্ধ চলে যায় ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @japchannel8822
    @japchannel8822 4 года назад +2

    ভাইয়া আসসালামুয়ালাইকুম। আপনার কন্ঠ শুধু শুনতে পাই। মাঝে মাঝে আপনাকে দেখতে ইচ্ছে করে। ভাই যদি একটু লাইভে আপনাকে দেখাতেন ভালো হতো।

  • @alaminbhuiyan5899
    @alaminbhuiyan5899 6 лет назад +4

    ভাই চিকেন চাপ তৈরির একটা ভিডিও শেয়ার করেন।

  • @shitersokal703
    @shitersokal703 3 года назад +6

    ভাই মসলাগুলো কি "ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে গুড়া করব" নাকি "শুধু রোদে গরম করে নিয়ে গুড়া করব" নাকি "সরাসরি মসলা কিনেই গুড়া করব" কোনটা "বেস্ট" হবে? আনুপাতিক হারটা কি "চা চামচে" হিসেবে না "টেবিল চামচে" হিসেবে?

  • @jahanislam4965
    @jahanislam4965 4 года назад +1

    ETA kotodin rakha jabe??? Fridge a rakhbo naki normal a. Janale upokar hobe vaijan

  • @moriumakter1423
    @moriumakter1423 10 месяцев назад +1

    1 kg gorur goss ar sathe ai mosla koy chamoch bebohar korte hobe

  • @bondhontowa97
    @bondhontowa97 8 месяцев назад

    Onek onek thanks vaiaa.eta kon kon rannai use korte parbo vaiaa

  • @arshadahmad1635
    @arshadahmad1635 6 лет назад +1

    অসাধারণ,,,,,অসাধারণ,,,,আমি যখন তরকারি রান্না করি তখন গ্রান বের হয় না ভাবতাম কি দিলে মজা হবে সাথে গ্রান বের হবে,,,,, আজকে সেটা পেলাম,,,,ধন্যবাদ ভাইয়া। আচ্চা ভাইয়া এ সবগুলো উপকরন মিশ্রিত কোন মশলা গুরো প্যাক বাজারে কিনতে পাওয়া যায়,,,,? নাম কি,,,,,? প্লিজ জানাবেন ( ব্যাচেলর ওমান)

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад +1

      এটা হোটেলেই ব্যবহার করে ! বাজারে রেডি মিক্স পাওয়া যায় না, কারন হোটেল ওলারা নিজেরা বানাতেই পছন্দ করে ! প্যাকেটের জিনিষ কিনে না ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @reshmaislam4374
    @reshmaislam4374 Год назад

    অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপি টি দেওয়ার জন্য

  • @junayadtarafder999
    @junayadtarafder999 3 месяца назад

    Vai aita die mangso cara r ki ki ranna Korte parbo.r mangso te koy spoon use korte parbo

  • @ATKFood7
    @ATKFood7 2 года назад

    vai rannar somoy ki sudhu ay mosla dilei hobe naki aro kichu dawya lagbo
    jamon ada rosun ba moris ittaldi

  • @farhanabm1528
    @farhanabm1528 2 года назад

    Assalamualaicum vi..onek dhonnobad..
    Mosalla gura korer por freez a or baire rakle ki valo thakbe?..zanaben pls

  • @md.sihabuddinsihabuddin5829
    @md.sihabuddinsihabuddin5829 2 года назад +3

    এক কেজি গোস্তের সাথে এই মসলা কি পরিমাণ দিতে হবে? এবং অন্যান্য কি কি মসলা কি পরিমাণ দিতে হবে?

  • @thecatinamorato838
    @thecatinamorato838 Год назад

    Macher r majbani moshlar recipe ta dile valo hoy

  • @jannatlalin4558
    @jannatlalin4558 3 года назад

    Viea apnr sob gulo recipe amr khub vlo lagay

  • @ayshasiddika9288
    @ayshasiddika9288 6 лет назад +3

    Dhonnobad donnobad, onek upokar hoilo

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      আপনাদের কাজে লাগলেই আমি খুশী ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @TaharatTabassum-x2c
    @TaharatTabassum-x2c 4 месяца назад

    Assalamuwalaikum vhaiya akhane sob upokoron e ase but postodana ta amr kase nei and atar dam o beshi ata use na korle ki sader khub beshi parthokko hobe naki sm sm sadh e thakbe?
    Thakle to hoiloi na hoy kinbo aktu bolen vhaiya please

  • @taslimarumi4508
    @taslimarumi4508 4 года назад

    Apner kotha gula sunte khub valo lagay

  • @md.abdussobhan6283
    @md.abdussobhan6283 6 лет назад +1

    Vaia atttoo proyojonio tips deoar jonno thnx

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      আপনাকেও অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @maisharin7403
    @maisharin7403 Год назад

    Uncle. baburchi style roast masala recipe ta diyen.

  • @YasinobaidaIlma-wd4gx
    @YasinobaidaIlma-wd4gx Год назад +1

    ভাইয়া তেজপাতা কি এড করা যাবে?

  • @shahnazanu8987
    @shahnazanu8987 2 года назад

    ধন্যবাদ ভাইয়া আপনার কাছ থেকে নতুন একটা তথ্য পাওয়া গেল

  • @fatmahs5064
    @fatmahs5064 6 лет назад +1

    মাসআললাহ মসলাটা দারুন পোস্ত দানা কে ইংরেজিতে কি বলে এ মসলাটা কখনো দেই নাই।আল্লাহ্ আপনাকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন।

    • @bloggersaiflslam4882
      @bloggersaiflslam4882 6 лет назад

      Fatmah S আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন ।
      আপু পোস্ত দানা ইংরেজি হল poppy seeds
      কিন্তু আমি এখানে এখনো পাইনি কিন্তু সৌদি আরব আছে ।
      এটার আরবি নাম হল ( বুধুর আলখাসখাসি ।

    • @fatmahs5064
      @fatmahs5064 6 лет назад

      Saif i অলাইকুম আছছালাম ।তোমাকে অনেক ধন্যবাদ।ইনশআললাহ খোজ করে দেখব।

    • @bloggersaiflslam4882
      @bloggersaiflslam4882 6 лет назад +1

      Fatmah S
      আসসালামু আলাইকুম আপু
      যদি পেয়ে যান তাহলে আমার জন্য পাঠিয়ে দিয়েন কেমন 😃😃😃😃😃😃😃😃

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      পোস্ত দানাকে ইংরেজিতে "পপি সিড" বলে ! তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ তোমাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @mdkolil2984
    @mdkolil2984 2 года назад +1

    মাশাল্লাহ গুলো বাঁচতে হবে ভাই

  • @selinaiqbal591
    @selinaiqbal591 6 лет назад

    Beautiful apnar ranna amar khub posondo

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @kanijfatema8860
    @kanijfatema8860 Год назад

    আচ্ছা ভাইয়া জে মসলা করলেননএই সমপরিমান মসলা দিয়ে মোট কতটুকু গরুর গোস্ত রান্না করা জাবে প্লিজ বলবেন তাহলে ইনশাআল্লাহ করার চেষ্টা করবো উত্তরের আশায় থাকলাম

  • @bdtourist
    @bdtourist 4 месяца назад

    যে পরিমাণ মিশ্রণ দিয়েছেন এটা দিয়ে কত কেজি গরুর মাংস রান্না করা যাবে?

  • @ishratjahan8983
    @ishratjahan8983 6 лет назад +2

    Thank you vhaiya .... Onek help hobe..😃😃

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @sharminkhan1671
    @sharminkhan1671 6 лет назад

    Vaiya gorom mosla diye birani ranna kora jabe? Naki birani mosla ditei hobe abar alada?

  • @MdAnwar-i3h2z
    @MdAnwar-i3h2z Год назад

    আমি আপনার থেকে অনেক গুলা রেসিপি শিখেছি,,খুব ভালো ভাবে দেখান আর খুব সহজে বুঝিয়ে বলেন,, ধন্যবাদ ভাই,,,
    এই মসলা টা কি যে কোন ফার্ষ্টফুড রেসিপিতে ব্যবহার করতে পারবো?
    জানালে উপক্রিত হতাম

  • @nurfatema7177
    @nurfatema7177 5 лет назад +1

    Gorom mosla r mejban mansher mosla topat ki akto bolben ...r mejban mansher moslar recipi den plz

  • @rubiya1825
    @rubiya1825 6 лет назад +1

    Assalamu alaikum vaijan.kacha moslar jonno darun akta kotha bolechen ,amar khub valo legeche

  • @siamthekid
    @siamthekid 3 года назад +2

    আপনার রেসিপি গুলো অনেক ভালো লাগে ভাইয়া আর আপনার কথা খুব ভালো লাগে

  • @md.abdullah496
    @md.abdullah496 6 лет назад +1

    Important jinish disan....😊😊😊

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      জি, অনেকেরই কাজা লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @sultanas7050
    @sultanas7050 6 лет назад +1

    khub valo laglo kaje asbe onek. thank you baiya

    • @bloggersaiflslam4882
      @bloggersaiflslam4882 6 лет назад

      Rajkumari S
      আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন ।
      ভাল থাকার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, আমিইন 👐 আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন, এই কামনা করি, আমিইন

    • @sultanas7050
      @sultanas7050 6 лет назад

      Saif i Assalamuyalikum baiya kemn achen ami mutamuti valo achi

    • @bloggersaiflslam4882
      @bloggersaiflslam4882 6 лет назад

      Rajkumari S
      ওয়াআলাইকুম আসসালাম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু । আলহামদুলিল্লাহ আপু আমি ভাল আছি, আপনার কি খবর ?
      কোন খুশির সংবাদ আছে কি ? নাকি এখনো সময় হয় নাই ?
      দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে পুরোপুরি ভাল ও সুখে শান্তিতে রাখেন, আমিইন 👐

    • @sultanas7050
      @sultanas7050 6 лет назад

      Saif i khusir khobr eid r por aber pichaice

    • @sultanas7050
      @sultanas7050 6 лет назад

      who who ami valo aci tumi kemn aso

  • @akhiibrahim8109
    @akhiibrahim8109 4 года назад

    Shb rannay use kora jabe

  • @channelbondhumohal.4781
    @channelbondhumohal.4781 Год назад

    আসসালামুয়ালাইকুম ভাই।
    স্টার এনিস কি এই মসলায় এড করা যাবে?

  • @sumaiyazaman7646
    @sumaiyazaman7646 6 лет назад +2

    Thank you so much bhai....Allah apnake bhalo rakhuk.....

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад +2

      আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @safinaskitchen45
    @safinaskitchen45 6 лет назад

    Eid mubarak vhai.. kalo shahe elac ki skin soho gura korbo janaben plz

  • @mdmamon4131
    @mdmamon4131 4 года назад

    Bhai apnar ai mosla sob machh mangsho etc te deya jabe.

  • @kamalhossin3296
    @kamalhossin3296 8 месяцев назад

    জিরা গুরা কি আলাদা করে দিতে হবে না,জানাবেন দয়া করে

  • @mdchachumiah-kq7eu
    @mdchachumiah-kq7eu 8 месяцев назад

    এই মসলা দিয়ে কি কি তৈরি করা যাবে

  • @abtv5319
    @abtv5319 6 лет назад +2

    khub valo recipe..

    • @bloggersaiflslam4882
      @bloggersaiflslam4882 6 лет назад

      Jannater Ranna
      আসসালামু আলাইকুম আপু
      কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন । ভাল থাকার জন্য মহান রাব্বুল আলআমিনের নিকট কামনা করি ।

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      জি, অনেক দরকারি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @taufiqraihan7798
    @taufiqraihan7798 6 лет назад +1

    Nice.....thanks.....banaimu r khaimu

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад +1

      এক্কেরে তামা তামা কইরা ! হি হি হি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @nimmianwar137
    @nimmianwar137 6 лет назад +2

    Onek onek Thanks Bhaiya !

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад +1

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @shailaislam4925
    @shailaislam4925 5 лет назад +2

    এটা ১ কে জি মাংসের সাথে।কি।পরিমাণ দিতে হবে? আর অন্য।কি কি মসলা দিবে সাথে?

  • @smhumayra2637
    @smhumayra2637 6 лет назад +1

    Assalamualiqum.
    Is Sha Allah Valo achen.Akta request chilo.Dosha r recipe ta r er shathe j chatni gulo thake oigular recipe ta dien.pls
    Apnak dhonnobad.Allah apnak shustho rakun.Amen

  • @mitubm1586
    @mitubm1586 4 года назад

    Nice recipe. But 1 kg mangse koto tuku gura use korbo??

  • @jannatulmaowa6376
    @jannatulmaowa6376 3 года назад

    Assalamualaikum vaia.gura korar por moslar poriman koto tuku hoise?

  • @thecatinamorato838
    @thecatinamorato838 Год назад

    Mejbani moshla r gorom moshla ki same? Janaben plz

  • @bd.australiansrasvlog208
    @bd.australiansrasvlog208 3 года назад

    vi, joy fal er upor er sal ta ke falay detay hobay

  • @savagexyt9654
    @savagexyt9654 Год назад

    Vhaia kon rannae kototuku dibo

  • @بےشکااللہایکہے
    @بےشکااللہایکہے 6 лет назад +7

    বাহ,মামা অনেক ধন্যবাদ আপনাকে,খালি, রান্দুম আর রান্দুম
    খামু আর খামু,,,,,,,,
    হাহাহাহাহা,,
    অসাধারণ হইছে আপনার উপস্থাপনা মামাজান।

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад +1

      হি হি হি ! তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

    • @mdiliyeas
      @mdiliyeas Год назад

      🤣

  • @islammonjur6661
    @islammonjur6661 6 лет назад

    Vaia 1 kg mangso tey koto tuku gorom masala dite hobe? R gorom masala ta ki rannar sesh ay dite hobe naki rannar shuru te dileo hobe?

  • @Jaynubun
    @Jaynubun 4 года назад

    Assalamualaikum vai, koto din ai poriman bania rakhle fridge a valo thakbe..

  • @qurishalvi9567
    @qurishalvi9567 4 года назад

    As salamu aliekum vieya 😊.Mach ranna ar mosla r recipe daykhan Hotel ar moto pls 🙏

  • @SkhuPakhi
    @SkhuPakhi Год назад

    এই মসলা কি সব রান্নায় দেওয়া যাবে

  • @latabhadra2565
    @latabhadra2565 6 лет назад +2

    Thank u dada ammader sata ata sare korar jono..

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      আপনি দশম হইছেন ! হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @syedasultanaparvin6846
    @syedasultanaparvin6846 3 года назад

    আপনি কোন ব্র‍্যান্ডের এবং কত ওয়াটের ব্লেন্ডার ব্যবহার করেন,জানাবেন।

  • @fashionfestclothingbrand9688
    @fashionfestclothingbrand9688 4 года назад +1

    Dada
    total gura olpo poriman jemon 250gm ar jonno measurement ta dile vlo hoto.
    Amra basay tow ato poriman korata bes jamelar.
    Thank you 😊

  • @sumehoq3722
    @sumehoq3722 3 года назад +1

    ভাইয়া।২ কেজি দনিয়ার মধ্যে বাকি সব মসলা কত টুকু দিতে বলেন please.,

  • @refatfarjna7062
    @refatfarjna7062 6 лет назад +1

    ata khub useful a video.

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      জি, অনেকেরই কাজা লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @tamannajahan9007
    @tamannajahan9007 10 месяцев назад

    এই মসলা দিয়ে কি কি রান্না করা যায়??

  • @md.al-aminmiah9984
    @md.al-aminmiah9984 4 года назад

    কামরুল ভাই আমি চাচ্ছিলাম গরম মসলা তৈরী করতে কিন্তুু আমার কাছে কাল-এলাচ বা শাহী এলাচ নাই কারণ আমার এলাকায় পাওয়া যায়না ৫০ গ্রাম নরমাল এলাচ এর সাথে অনান্য মসলা কি পরিমানের যাবে একটু বলবেন কি? দারুচিনি,জিরা,জয়ফল,শাহী জিরা,গুলমরিছ,যয়েত্রিক কি পরিমানে দিতে হবে।

  • @jannatulferdoush249
    @jannatulferdoush249 5 лет назад +1

    ada roshun r ai moshla dilayee hobe? alada jira gura ba bata daya lagbena? jodi na lage tahole 1kg mangshote koto tuku dibo.

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  5 лет назад

      আলাদা জিরা, ধনিয়া তো দিতেই হবে। এটা গরম মশলার পরিবরতে ব্যবহার করবেন প্রয়োজন মতো ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @hasanmehadi4077
    @hasanmehadi4077 3 года назад +1

    এই গরম মশলাটা কি সব তরকারিতে দেওয়া যাবে??

  • @rebekamirza636
    @rebekamirza636 6 лет назад +1

    kamrul vai ai mosla dile alada kore onn mosala dite hobe? akhane to sob ache

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад

      জি, আলাদা মসলাও অনেক রেসিপিতে দেয়, যদিও এখানে সবই আছে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @zk4580
    @zk4580 6 лет назад +2

    মশলা গুড়ো করার পর কি রোদে শুকাতে হবে?
    আর উপরোক্ত পরিমাপে এই মশলা কয় মাস ভালো থাকবে?

  • @aussiview
    @aussiview Год назад

    I tried this spice combination it was good taste . thanks

  • @reshmaislam4374
    @reshmaislam4374 2 месяца назад

    জায়ফল কি দশটি দিতে হবে

  • @shuvobiswas3860
    @shuvobiswas3860 5 лет назад

    ভাই আপনার আমি সব ভিডিও গুলো দেখি...
    ভলো লাগে মাঝে মাঝে চেষ্টাও করি...
    আপনি খুব সহজ করেই রান্না গুলো দেখান...
    আপনার সাথে আমি একটু কথা বলতে চাই...
    যদি সম্ভব fb বা ফোন নাম্বারা টা যদি দিতেন আপনার সাথে কথা বলতাম ...
    কিছু বিষয় বুঝার জন্য....

  • @mdrabbihossain2569
    @mdrabbihossain2569 4 года назад

    ভাই সালাম নিবেন।আমি একজন বিরিয়ানি ব্যবসায়ি।আপনার রেসেপি ব্যবহার করছি।সব ঠিক আছে বাট বিরিয়ানি গেরান আসে না।ভাই আমাকে একটু সাহায্য করবেন।কি ভাবে বিরিয়ানি গেরান আনা যায়

  • @parveenislam442
    @parveenislam442 6 лет назад

    ata diye ki birany ranna kora jabe?gele 1 kg chale koi chamos mosolla dite hobe?

  • @tasfiarahman9401
    @tasfiarahman9401 5 лет назад

    Vaiya aitar sathe ki methi deoya jebe?
    Janaben kinto

  • @bellalbd2707
    @bellalbd2707 5 лет назад +1

    আপনার কথাগুলো অনেক ভালো লাগলো।

  • @taniaahmed8681
    @taniaahmed8681 6 лет назад

    restuent style a beef birianir rcp share korban plz.

  • @megh3326
    @megh3326 4 года назад

    Assa vaia ai masalar preservation ta kivabe krbo blbn or koydin prjnto thkbe?

  • @omarnajib102
    @omarnajib102 6 лет назад +3

    Salam. Thank you very much for the recipe. Allah bless you always.

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  6 лет назад +1

      ওয়ালাইকুম আস সালাম। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্‌ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।

  • @mdmeem6250
    @mdmeem6250 6 лет назад +8

    ভাইয়া গরম মসলা যে হিসাব টা দিয়েছন সেটা গ্রামে না দিয়ে যদি চামচের হিসাবে দিতেন তাহলে খুবই উপকার হত। কারণ আমার ঘরে তো ওজন মাপার মেশিন নাই। আজকে গরম মসলা তৈরী করতে গিয়ে অনেক ঝামেলায় পড়লাম। প্লিজ ভাই সমাধান দেন।

  • @rosymunshi463
    @rosymunshi463 4 года назад +1

    এই মশলা কিসে কিসে দেওয়া যেতে পরে?ধন্যবাদ।

  • @jannatasrar2005
    @jannatasrar2005 9 месяцев назад

    ভাইয়া তেজ পাতা দিলেন না যে???

  • @abdulhoque1836
    @abdulhoque1836 6 лет назад

    Jirar poriman ki besi dite hoy

  • @jtanzila7419
    @jtanzila7419 6 лет назад

    Bhaiya Ami apnar channel aaj subscribe koreci
    R kub bhalo ekta jinish aaj shiklam apnar kas teke
    Ai moshla ta ki biryani te deya jabe

  • @selinahossain4213
    @selinahossain4213 5 лет назад +1

    এই গরম মশলা কি শুধু মাংস রান্নার জন্য? জানাবেন প্লিজ

  • @mohammadarfat7458
    @mohammadarfat7458 4 года назад +1

    ভাইয়া এই রেসিপি দেখে মশলা বানালাম জায়ফলের ঝাজে খাওয়া যায়না

  • @rkstudio7904
    @rkstudio7904 3 года назад

    এই মসলা কি সব তরকারিতে ব্যবহার করা যাবে

  • @arabihossain422
    @arabihossain422 11 месяцев назад +1

    বড় ভাই,তিন কেজি মসলার মধ্যে কতটুকু ধনিয়া আর জিরা দিব।দয়া করে যদি বলতেন তাহলে খুবই উপকার হত।ফুচকা, চটপটির ব্যবসার জন্য।২৮ রকমের মসলা নিয়েছি।মসলার ঝাঁঝ বুঝে কোনটা একশো গ্রাম আবার কোনটা পঞ্চাশ গ্রাম আবার কোনটা পঁচিশ গ্রাম।এখন ধনিয়া আর জিরার পরিমাণ টা কতটুকু নিব।

    • @EnjoyAmarRannaghor
      @EnjoyAmarRannaghor  11 месяцев назад

      ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আপনি ওখান থেকে বুঝে মেপে নিবেন !
      আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।

  • @kangkankyan2218
    @kangkankyan2218 6 лет назад +1

    ভাইয়া শুধু জায়ফল গুড়া কিভাবে করব?

  • @ahmedzareen1988
    @ahmedzareen1988 4 года назад +1

    শুকনো মসলাগুলো কি গুড়া করার আগে ধোয়ে নিতে হবে?

  • @RahulRoy-h5j
    @RahulRoy-h5j 11 месяцев назад +1

    ২ কেজির জন্য বা ১ কেজির জন্য অনুপাত কতটুকু নিতে হবে?

  • @itishreemallik7640
    @itishreemallik7640 6 лет назад +1

    হেব্বি জোশ আইটেম 😂👌

  • @imrulkayesmamun9046
    @imrulkayesmamun9046 5 лет назад +2

    এই মসলা গুলো কতদিন রাখা যাবে?