৬৯৫ টাকায় কক্সবাজার || কি আছে এই ট্রেনে || DHAKA TO COX'S BAZAR TRAIN TOUR || MOVING BANGLADESH

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • ৬৯৫ টাকায় কক্সবাজার || কি আছে এই ট্রেনে || DHAKA TO COX'S BAZAR TRAIN TOUR || MOVING BANGLADESH
    #moving_bangladesh
    #coxsbazar
    কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।
    ইতিহাস
    নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ১৬১৬ সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার-সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ী রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরের প্রায় একহাজার পালঙ্কী কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা নামের স্থানে অবস্থান নেয়। ডুলহাজারা অর্থ হাজার পালঙ্কী। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরকান তার পর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়।
    কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালংকি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ, ১৭৭৩ জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালংকির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরোনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা (১৭৯৯) যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৮৫৪ সালে এবং পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালে।
    অবস্থান
    কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে ১৫২ কি.মি. দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব ৪১৪ কি.মি.। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প শেষ হয়ে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামের ২টি ট্রেন নিয়মিত চলাচল করছে । উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ১ ডিসেম্বর ২০২৩ বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

Комментарии • 14

  • @imransshow6694
    @imransshow6694 День назад

    ভাই ঐটা ভৈরব ব্রিজ না ওইটা হলো আখাউড়া ব্রিজ।

  • @hwreme2013
    @hwreme2013 Месяц назад +2

    Beatiful Bangladeş...! Hello from Turkey.

  • @AbirAfia-jf5vf
    @AbirAfia-jf5vf 3 дня назад

    Vai train a ki smoke kora jay?

  • @mahabuburrahman2317
    @mahabuburrahman2317 11 дней назад

    bhaiya dhaka to cox train ki chalu ase akn?

  • @ffv2016
    @ffv2016 Месяц назад +2

    ❤❤❤

  • @needforeveryone-lf9tm
    @needforeveryone-lf9tm Месяц назад +1

    NICE BROTHER

  • @ShakibKhanDMC
    @ShakibKhanDMC Месяц назад

    Vaiyer seat number koto chilo?

    • @MovingBangladesh
      @MovingBangladesh  18 дней назад

      ট বগিতে আমারা ১৫/১৬ জন ছিলাম

  • @parvezkhan848
    @parvezkhan848 25 дней назад

    ভাইয়া রিটার্ন টিকেটে কি ভাবে পাব , প্লিজ দয়া করে একটু জানাবেন,আমি ছয়টা টিকেট নিব

    • @MovingBangladesh
      @MovingBangladesh  25 дней назад

      আপনি যেই দিন ব্যাক করবেন তার ১০ দিন আগে রিটার্ন টিকেট কেটে ফেলবেন। যেভাবে যাওয়ার টিকেট করেছেন একই নিয়মে।

  • @mohammedwadud1791
    @mohammedwadud1791 Месяц назад +1

    ভাই কেমন আছেন? -------