Ashes- Kemon Acho (Lyrics)

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 5 тыс.

  • @mirbd649
    @mirbd649 4 года назад +1556

    গীটার কর্ড & লিরিকঃ-
    D Bm
    কেমন আছো কোথায় মনে কী রবে
    G D
    নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে
    D Bm
    কী দিয়ে যে তারে বোঝাব আমায়
    G D
    কোন আকাশে সে ডানা মেলে উড়ে
    D Bm
    এই ভাবে আমার মেট্রো জীবন
    G D
    কোন রকমের এক হলুদের রঙ
    D Bm
    কত গাড়ি চলে যায় দূরবীনে বাড়ি
    G D
    জানালাতে চোখ মুছে দেবে কী
    D Bm D
    ছাড়তে পারিনা, ধরতে পারিনা
    D Bm D
    সইতে পারিনা, বাঁধতে পারিনা।
    D Bm
    কোন দেশে থাকে সে কোন দেশে ঘুমায়
    G D
    নিংড়ে যাব আমি নিংড়ে তুমি
    D Bm
    কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়
    G D এ
    স্ট্রের ফাঁকে স্বপ্ন দেখা
    D Bm
    কত দিনের এ ব্যাথা বোঝাব কারে
    G D
    কত ব্যাথা সয়ে যায় সয়ে যেতে হয়।
    D Bm
    কী নামে ডাকি তারে কী হাতে ধরি
    G
    কী মায়া চোখে আহা
    D
    হয়ে যাব শেষ।

    • @Jahidhasan-ck8fs
      @Jahidhasan-ck8fs 4 года назад +1

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @lomomistu14569
      @lomomistu14569 4 года назад +5

      এগুলো description এ লিখতে হয়!

    • @aporupdas8208
      @aporupdas8208 4 года назад +14

      সেরা ব্রো
      এটা দরকার ছিল ❤️

    • @gskbikramff5426
      @gskbikramff5426 4 года назад

      H&--c-& I

    • @bdhack8855
      @bdhack8855 3 года назад

  • @mahmudulhasannadim3044
    @mahmudulhasannadim3044 Год назад +350

    হাজারো জীবিন্ত লাশগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ ইভান ভাই❤️

    • @bdbusloverbdblb6135
      @bdbusloverbdblb6135 10 месяцев назад +1

      ami o jog dilam jibonto lash er dol a

    • @Meme_Man076
      @Meme_Man076 6 месяцев назад +1

      Aeta kono kotha.ha tar song gulo sundor .tae bole gibonto las bachaiya racse.so fun.sorry brathar apni asolao nomal naki ab normal😅😅😅😅

    • @mominsheikh4460
      @mominsheikh4460 6 месяцев назад +4

      ইভান ভাই সৃষ্টিকর্তা না যে বাঁচিয়ে রাখে 🙂

    • @Meme_Man076
      @Meme_Man076 6 месяцев назад +1

      Tai naki

    • @mdabdulmannaffahim4622
      @mdabdulmannaffahim4622 19 часов назад

      যা বলসো, তওবা করো ভাই।

  • @user-eu5hm3we9f
    @user-eu5hm3we9f 8 месяцев назад +112

    আট বছর আগে থেকে যারা গানগুলো শুনেছেন তাদের রুচির প্রতি সম্মান জানাই 🙂💙

  • @CarTubewithAshik
    @CarTubewithAshik 2 года назад +1369

    ≈"তোমার তলপেটে জন্ম নেওয়া সন্তান যদি কখনো 'কেমন আছো কোথায় ' গানের সঙ্গে সুর মেলায়। তাহলে তুমি বুঝে নিও, সে ও তোমার মতো কোন এক মায়াবতী শুদ্ধতম নারীর প্রেমে পড়েছে যেমনটা আমি তোমার প্রেমে পড়েছিলাম!" 🙂

  • @MdRaselAhamed-zl7zc
    @MdRaselAhamed-zl7zc 10 месяцев назад +224

    স্মৃতি রেখে গেলাম আগামী প্রজন্মের জন্য যতবার লাইক পরবে ততবার গানটা শুনতে আসবো Love you Asesh 1-3-2024 ❤❤

    • @B.H-NEHAN
      @B.H-NEHAN 9 месяцев назад +4

      ধন্যবাদ ইবান ভাই😊😊
      😊একটা মৃত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য 😊

    • @salmankazi2352
      @salmankazi2352 9 месяцев назад +2

      ❤❤❤

    • @MDNomanIslam-by4uq
      @MDNomanIslam-by4uq 9 месяцев назад +2

      😢😢😢

    • @fatema6294
      @fatema6294 8 месяцев назад +1

    • @bmasif6282
      @bmasif6282 8 месяцев назад +1

      😄

  • @mahmudtalib175
    @mahmudtalib175 6 лет назад +357

    এ জিবনে আর কতবার শুনবো??
    কত রাত কাটিয়ে দিয়েছি এই একটা গান শুনেই,,,সব সময় একটা চিন্তাই করি তা হলো কস্ট আমি একা পাইনা এই গানের শিল্পী ও পেয়েছে,,,,

    • @mamunahmed3576
      @mamunahmed3576 4 года назад +2

      Ho vai

    • @mdtauhid670
      @mdtauhid670 4 года назад +1

      💫💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @shakawathhossain8605
      @shakawathhossain8605 4 года назад +12

      জানিননা আর কতবার শুনবো,জানি না আর কত?
      কষ্টের অনুভূতি গুলোও এখন ভালো লাগতে শুরু করে।
      কষ্টগুলোকে এখন ভালোবাসি।

    • @MdSaifulislam-mi5dm
      @MdSaifulislam-mi5dm 4 года назад

      Rt

    • @tasfiyaislam7394
      @tasfiyaislam7394 2 года назад

      😥

  • @tawsiftanim8474
    @tawsiftanim8474 Год назад +56

    ধন্যবাদ ভাইয়া!
    এতো সুন্দর একটা গানের জন্য!😅🥀
    11.05.2023🥀

  • @HridoyAhmedRazib99
    @HridoyAhmedRazib99 Год назад +336

    রেখে গেলাম স্মৃতি হিসেবে, যদি কখনো কেউ গানটি শুনতে এসে কমেন্টে লাইক দেয়, নোটিফিকেশন পেয়ে
    আবারও গানটি শুনে যাবো💔🥀🥰

    • @forhadkhan1541
      @forhadkhan1541 10 месяцев назад +2

      আরেকবার শুনে যাও ভাই

    • @MdAzim-bk7pl
      @MdAzim-bk7pl 9 месяцев назад +2

      ❤❤

    • @PenikSaon
      @PenikSaon 9 месяцев назад +1

      Aro Ekbar shone Jan ☺️😅

    • @ashikmahmud3948
      @ashikmahmud3948 8 месяцев назад +1

      আসেন ভাই অতৃপ্ত আত্নাদের ভীরে

    • @MilonHasan-pb7sz
      @MilonHasan-pb7sz 3 месяца назад

      Arekbar shonen vai

  • @Mdmeherabboss
    @Mdmeherabboss 10 месяцев назад +12

    আপনার গানের লাইনগুলো যেন জীবন্ত ভাই ধন্যবাদ আপনাকে ভাই গানের মাধ্যমে বাচিয়ে রাখার জন্য

  • @runtoearn302
    @runtoearn302 4 года назад +974

    অ্যাশেজের "কেমন আছো কোথায়" এই একটা গান শোনার জন্য আমি কখনও, রাজশাহী,কখনও ময়মনসিংহ,কখনও সিলেট,কখনও বরিশাল,কখনও পাবনা,কখনও কুষ্টিয়া,কখনও চট্টগ্রাম, কখনও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় কনসার্টে যেতাম, শুধুমাত্র এই একটা গান শোনার জন্য, কি আছে এই গানে যে এতো কষ্ট করে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই গানটা শুনতে হবে?
    আমার কাছে মনেহয় এই গানটা আমার জন্যই গাওয়া হয়েছিলো, কনসার্টে গিয়ে সব গানের ভিডিও করলেও, এই গানটার কোন ভিডিও আমি করি না, কারন এই গানটা যখন ইভান ভাই গায় তখন স্টেজের এক কোনায় এসে চুপ করে গানটা শুনি, ইভান ভাইয়ের সাথে গলা মিলিয়ে চিৎকার করে গানটা গাই, অনেক সময় চিৎকার করতে গিয়ে গলা ভেঙ্গে গেছে অনেকবার।
    কত দিনের এই ব্যাথা, বোঝাবো কারে, কত ব্যাথা সয়ে যায়, সয়ে যেতে দেও।
    জীবনে চলার পথে মানুষ নানা রকম কষ্ট পেয়ে তা বুকে পুষে রাখে, এই ব্যাথা কেউ কে বোঝানো যায় না, নিজের ভিতরেই সয়ে যেতে হয়, কনসার্টে গিয়ে এই গানটা শুনে অনেক কেঁদেছি আমি।
    সেই যে চলে গেলে তুমি, আর কোন খোঁজ পাইনি, খুব জানতে ইচ্ছে করে "কেমন আছো কোথায়, মনে কি রবে?

    • @rebeyajuthika9741
      @rebeyajuthika9741 3 года назад +3

      Chole gese koi? Biye hoye gese naki chere?

    • @abusidopye8671
      @abusidopye8671 3 года назад +20

      Vai comment ta pore khub kosto lagce

    • @afzalmir4423
      @afzalmir4423 3 года назад +6

      Khub দুঃখ্যের জীবন apnar monehoy

    • @mahiyaakter1545
      @mahiyaakter1545 3 года назад +3

      iss

    • @ANTORXZ
      @ANTORXZ 3 года назад +3

      @@mahiyaakter1545 moja lou😒😒

  • @mdemonahmed9441
    @mdemonahmed9441 4 года назад +780

    রাত ১২টা ৯ মি. ছাদে, পূর্ণিমারাত, হাল্কা বাতাস চলছে, হাতে একখান "গোল্ড লিফ", সুখ টান আরে সাথে ashes - album চলছে...
    গভীর আনন্দ🖤❣

    • @sonjitdas536
      @sonjitdas536 3 года назад +34

      আরেহ ভাই মানুষ এর মধ্যে এত মিল।।মনের সাথে + প্রকৃতির সাথে।।।।
      রাত ৩ঃ২৫ জয়েন্ট খেয়ে খিচ খাওয়া শরীর।।হাতে জ্বলন্ত গোল্ডলিপ সিগারেট 🖤
      কানে প্রাক্তন 🙂

    • @darklover5894
      @darklover5894 3 года назад

      same feelings but it is over on the road

    • @darklover5894
      @darklover5894 3 года назад

      @@youtubelearnandearn2069 price?

    • @sahidujjamanshikder3115
      @sahidujjamanshikder3115 3 года назад

      @@darklover5894 280 taka per T-shirt

    • @isgamingsiam8536
      @isgamingsiam8536 3 года назад

      Same Vai

  • @thug4484
    @thug4484 7 лет назад +223

    জেমসের পরেই আপনার গান ভালো লাগে কিছু বলার নাই !!
    স্যালুট....বস !!

  • @Mdmeherabboss
    @Mdmeherabboss 8 месяцев назад +77

    যারা সার্চ দিয়ে গান শুনছেন তাদের রুচি প্রতি শ্রদ্ধা রইল🖤

    • @MdArifulIslam-wv5gg
      @MdArifulIslam-wv5gg 3 месяца назад

      ধন্যবাদ ভাইয়া 😊

    • @itzSujonkhan
      @itzSujonkhan 2 месяца назад

      তোর রুচি এত ভালো হলে তুই কেনো কমেন্ড করলি🤫

    • @mdrohan9661
      @mdrohan9661 Месяц назад

      এমন কোনো রাত নেই যে এই গান শুনিনি

    • @mdrohan9661
      @mdrohan9661 Месяц назад

      ১০ নভেম্বর ২০২৪ রাত ০৪:১২ 😭❤️‍🩹🥀

  • @tuhin2220
    @tuhin2220 2 года назад +50

    - আজ থেকে ১০-১২ বছর পরের যুব সমাজের জন্য সৃতি টা রেখে গেলাম । কতোটা ভালোবাসতাম Ashes কে Love from Tangail ❤️ (তুহিন)

  • @mdnaeemhossen4567
    @mdnaeemhossen4567 4 года назад +183

    গানতো সেটাই যে গান মনের কথা গুলা সাজিয়ে বলে!
    ইভান আসক্ত🖤

  • @samztawhid6893
    @samztawhid6893 5 лет назад +688

    - ছোট বেলায় অন্ধকার কে অনেকটা ভয় পেতাম🖤
    - আর যতই বড় হচ্ছি অন্ধকার টা বেশ ভালো লাগে🥀

  • @mdmaruf-pf7is
    @mdmaruf-pf7is 6 месяцев назад +16

    রেখে গেলাম স্মৃতি হিসেবে যদি কখনো কেউ গানটি শুনতে এসে কমেন্টে লাইক দেয় নোটিফিকেশন পেয়ে আবারো গানটি শুনে যাবো 💘💘💘 love you Ashes

  • @amitghosh3941
    @amitghosh3941 3 года назад +82

    " বেচেঁ থাকুক সেই ভালোবাসা
    যা কখনো পরিপূর্ণ হয়ে ওঠেনি | " - ❤️

  • @adnantamim8425
    @adnantamim8425 6 лет назад +376

    গোল্ড লিফ সিগারেট 😍 হেডফোন কানে, ফুল ভলিউম
    আহা পুরাই পিনিক।
    ভালোবাসা নিবেন ভাই 😍😍

    • @tangailalif8530
      @tangailalif8530 4 года назад

      . Kamon aso kothay mone ki robe..
      Koto nesar a jibon.. Dhoyai dhoyai
      Kotoo din ar a betha bojabo kare
      Koto betha soye jay soye jate hoy
      AI LINE GULA ARO JOSS LAGE SIGARATE KHAUYAR SOMOY

    • @mdfoisalmia3352
      @mdfoisalmia3352 4 года назад

      Same bro😍😍😍

    • @riyadgamingbd2447
      @riyadgamingbd2447 4 года назад +11

      আরো যদি হয় জয়েন্ট খাওয়ার পর তাহলে তো হারিয়ে যাবো যেভাবে এখন হারিয়ে গেছি

    • @tangailalif8530
      @tangailalif8530 4 года назад +2

      @@riyadgamingbd2447 hoo vai...

    • @shadekurrahman5929
      @shadekurrahman5929 4 года назад +1

      Bension vaiii bension🙂🙂

  • @nehalpatwary3496
    @nehalpatwary3496 Год назад +62

    - when ashes says, কত দিনের এ ব্যথা, বোঝাবো কারে। সেই মুহূর্তে আকাশের পানে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দ্বিতীয় সিগারেটটা জ্বালানোর ব্যাপারটা🖤🙂

  • @SpotifySong-cf5bc
    @SpotifySong-cf5bc 10 месяцев назад +71

    2024 এ কে কে শুনছেন?

  • @shohanakhair
    @shohanakhair 2 года назад +92

    কী দরাজ কন্ঠরে বাবা!
    সত্যি অসম্ভব সুন্দর গানের কথাগুলো।
    মনে হচ্ছে যেন হাইওয়েতে ড্রাইভ করছি; যাত্রাপথে ধানক্ষেতের মধ্যে মেঠোপথ দেখে, তপ্ত রোদে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় সাময়িক থেমে, দীর্ঘনিশ্বাস নেয়া, আনমনে দূরে তাকিয়ে থাকা আমি!

  • @zihadwahid4501
    @zihadwahid4501 2 года назад +148

    ফ্যামিলি,ক্যারিয়ার, লাইফলাইন,বেকারত্ব সবকিছু মিলিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি।।
    এই সময়ে ashes পাশে আছে❤️

    • @mdminjal1655
      @mdminjal1655 6 месяцев назад

      Hmmmm tumi thik e bolcho ....❤

    • @MdAshikul-x2d
      @MdAshikul-x2d Месяц назад

      Absolutely right bro❤️

  • @kaustavdas7744
    @kaustavdas7744 8 лет назад +29

    Ashes প্রথমবার শুনলাম কাল, বহুদিন পর এরকম মারাত্মক লিরিক পেলাম......... ধন্যবাদ Ashes

  • @Rifu_Ahmmed_Antor
    @Rifu_Ahmmed_Antor 3 месяца назад +2

    সৃতি রেখে গেলাম, পরবর্তী প্রজন্ম যখন এই গান সুনবে তখন জদি আমার এি কমেন্ট এ লাইক দেয়, জদি আমি বেঁচে থাকি ঠিকি ছুটে আসবো ইউটিউব এ এই গান টা সুনতে, Love You Boss Junayed Evan ❤️‍🩹🙃

  • @siamraj281
    @siamraj281 5 лет назад +819

    ভাই আজ আপনাকে নিজ চোখে দেখলাম। আপনার গান শুনলাম। ভাই আপনাকে খুভ ভালবাসি ❤❤❤। আপনি আসলেই একটা জিনিস। বাস্তবে দেখালাম আপনাকে❤❤

  • @anupbanik2730
    @anupbanik2730 2 года назад +42

    অন্ধকার ঘরে একাকিত্ব
    আর ইভান ভাই এর গান 🖤
    হাতে জ্বলন্ত সিগারেট, চোখ লাল 💖

  • @ullashtravel4115
    @ullashtravel4115 8 лет назад +121

    ভাই পাগল করে ছাড়বেন নাকি? এইটা কি গান গাইলেন, ইভান ভাই লাভ ইউ

  • @Creative_KR
    @Creative_KR Месяц назад +4

    পরিবারের জন্য হারিয়ে যায় লাখো হাসিখুশি মুখ যাদের এই গান গুলো বাচার অনুপ্রেরণা জোগায় 😊

  • @ahmedsajid3412
    @ahmedsajid3412 3 года назад +197

    When evan vai says’’কি নামে ডাকি তারে” trust me my heart runs over thousands km per moment✨
    Ashes থাকবে চিরকাল ❤️

  • @farabisarkar7501
    @farabisarkar7501 2 года назад +16

    আমি ইভান ভাইয়ের কাছে চিরঋণী। তার মুধের কন্ঠের কাছে, সে আমাদের মতো কতো অসহায় মানুষ কে তার স্বর দিয়ে মাতিয়ে রাখছে। ধন্যবাদ ইভান ভাই। ইভান ভাইয়ের সুরের মতো আলোকিত করে ঠিক চার বছর আগে কোনো এক কাক ডাকা ভোরে আমার ও জীবনে এসেছিলো এক কোকিল পাখি। তার ভালোবাসা আমাকে শুধু মুগ্ধ করতো, আমি তার মুগ্ধতায় পাগল হয়ে গেছিলাম। এতো পাগল এতো পাগল তা বলে বুঝানো যাবেনা। ঠিক এক বছরের মাথায় আমি তাকে হারিয়ে ফেলেছি। ঠিক তখন বুঝলাম আমি তার জন্য আসলে কতটা পাগলে ছিলাম। সে চলে যাওয়ার পর এই ইভানের সুরগুলো আামার নিত্যদিনের সঙ্গী হলো। ঠিক তিনবছর হলো সে আমার সাথে নেই। তিন বছর মনে হয়ছে তিনলক্ষাধিক বছর, আমি আর পারছি না।।।।।আপনারা যখন আমার লেখাটা আবার চারবছর পর পরবেন সবাই শুধু আমার জন্য দোয়া করবেন। আমার ভালোবাসার মানুষটার জন্য দোয়া করবেন।
    আমি ওরে অনেক অনেক ভালোবাসতাম সে আমাকে বুঝলো না, অন্য আরেকজনের হাত ধরে দিব্যি আছে, নেই শুধু আমি। জানেন আমার ভালোবাসাটা ছিলো পবিত্র, কেমনে পবিত্র জানেন? তাহলো আমি কখনো ওর হাতটা ধরি নাই, এক সেকেন্ডের জন্য ও না, না একটু বুকে জড়িয়ে তার শরীরের গন্ধ নিসি,না তার কপোলে দিয়েছি চুম্বন এটে,কিছুই না।
    তাহলে কি পবিত্র না!
    আমি এখন চলে যাবে অনেক দূরে যেখান থেকে কাঁদলে কেউ দেখবে না,কেউ বলবে না কাঁদো কেনো? এইখানে ঠিক মতো কাঁদতে পারিনা,কান্না বুকে জমিয়ে রাখতে রাখতে আমি পাথর হয়ে গেছি।
    আমি অমরত্ব চাই,কোথায় গেলে একটু শান্তি পাবো? কেউ কি আমাকে একটু শান্তির সন্ধান দিবে, যদি দেন তবে তা হতে হবে এই পৃথিবীর বাইরের কোথাও শান্তি,,,,,
    আমি ঘুমাতে চাই, ঘুমাতে পারিনা ঠিক মতো তিন বছর ধরে, আমি ই কি শুধু একা এমন নাকি আমার মতো আছে কেউ???
    সবাই আমার জন্য দোয়া করবেন শুধু না হয় অ্যাশেজ ভক্ত হিসেবে।।।।
    এই লিখাটা রিক্সায় বসে লিখলাম জানি ঠিক এমন দিনে কোথায় থাকি।।।।
    ভালোবাসা অমর❣️

    • @dalowarsorder9065
      @dalowarsorder9065 Год назад

      ধুলাবালি মুছতে মুছতে তাকেই মুছে দাও প্লিজ

  • @mdmasud5845
    @mdmasud5845 5 лет назад +20

    পিনিক নিয়ে গান গুলো শুনতে এত এত হেব্বি লাগে বলার শেষ নেই।
    ভাই নেশায় যে পিনিক না হয়, আপনার গান এ বেশি পিনিক হয়😍😍😍
    অনেক অনেক ভালবাসা

    • @rakib1089
      @rakib1089 3 года назад +1

      নেশা না লাগলে মায়া ভুলিবে কেমনে
      আর মায়া ভুলতে হলে ভাই এর গানের নেশা করতে হবে😇🙂

  • @MdKabiju
    @MdKabiju 9 месяцев назад +1

    স্মৃতি রেগে গেলাম. হাজারো জীবন্ত লাশগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ, ইভান ভাই🤎🖤

  • @mddinarahmed6149
    @mddinarahmed6149 3 года назад +34

    ছাড়তে পারি না, ধরতে পারি না, 😥
    এই গান কখনও পুরানো হবার নয় 😍🥀
    ভালোবাসা অবিরাম

  • @shahriarnafiz8317
    @shahriarnafiz8317 2 года назад +54

    আজ তার ৩য় বিবাহবার্ষিকী।রাত বাড়ছে আর গানের ভলিউম বাড়ছে।আমাদের নিয়ে গান লেখায় ধন্যবাদ Ashes.

  • @faizulhshishir6268
    @faizulhshishir6268 4 года назад +125

    কেমন আছো কোথায়?😕
    কতো সহস্র রাত গানটা শুনে কাটিয়ে দিয়েছি হিসাব ছাড়া!
    ভালোবাসা অবিরাম🖤

    • @ranaislam1162
      @ranaislam1162 3 года назад

      কেমন আছো কোথায়?😕

  • @tarekvaiofficial3835
    @tarekvaiofficial3835 9 месяцев назад +36

    প্রতি'টা মানুষের'ই প্রেম করা উচিত। জীবনে সুখটা'ই সব না, অশান্তি'র ও দরকার আছে 🙂

    • @Pointer_ff
      @Pointer_ff 7 месяцев назад +3

      প্রেম না ভাই মায়ায় পড়ার দরকার । প্রেম তো টাইম পাস কিন্তু মায়া 💔😅

    • @SiamMdsiam-pe3lm
      @SiamMdsiam-pe3lm 6 месяцев назад

      😂😂😂😂​@@Pointer_ff

  • @rubel0143___
    @rubel0143___ Год назад +35

    - এই গানগুলো যারা শুনে তাদের রুচির প্রতি আমি সম্মান জানাই...!🙂

  • @simantoooo_
    @simantoooo_ Год назад +7

    রাত ১টা ১৮ মি. ছাদে পূর্ণিমারাতেভ, হাল্কা বাতাস চলছে, হাতে একখান গোল্ডলিফ সাথে Ashes album কেমন আছো কোথায় মনে কি রবে?
    হাজারো জিবন্ত লাশকে বাচানোর জন্য ধন্যবাদ ভাই😊❤

  • @shayathullahsayed5055
    @shayathullahsayed5055 5 лет назад +71

    আপনার গান কখনো পুরনো হবে না।
    ৫ বছর ধরে শুনে যাচ্ছি।।এখনো আগের মতই বুকে লাগে আপনার গান গুলা ❤

  • @bibhishika2.0
    @bibhishika2.0 3 месяца назад +2

    স্মৃতি রেখে গেলাম যদি কেও কমেন্ট টা পড়েন একটা লাইক দিবেন প্লিজ।
    আপনার জন্য আবারো গানের লিরিক্স গুলা মনে হবে 😢😢😢😢

  • @rahmanrifat_0
    @rahmanrifat_0 3 года назад +42

    স্মৃতি ছাড়া আর সব কিছু মানিয়ে নিয়েছি বেশ..!!
    স্মৃতি বড় বেহায়া স্বভারের হয় পিছু ছাড়ে না💔🥀

  • @mohammadtushar008
    @mohammadtushar008 Год назад +67

    তার সাথে যোগাযোগ আজকে থেকে অপ হয়ে গেছে। গানটা যদিও আগে শুনতাম কিন্তু তেমন ফিল আসতো না। আজকে যেন বুকের ভিতরে গিয়ে লেগেছে। কমেন্ট করে গেলাম কেও লাইক দিলে আবার শুনতে আসবো..🥺

    • @fambruhhossen1712
      @fambruhhossen1712 6 месяцев назад

      Ami chakha khor k like di na.. 😩🤞

    • @redoan_mahbubofficial4091
      @redoan_mahbubofficial4091 4 месяца назад +1

      Amro tar sathe jogajog off aj theke vi😢

    • @Tanvir_srs
      @Tanvir_srs Месяц назад

      Apner to Vai jogajog bondh hoyse kintu Vai amr gf er biye hoye geche Ami janio na
      .. koyek din dhore jogajog korar try korchi oder basai gechi taw pai na ajke or Friend phone diye bole biye hoye geche 😅Jar Jonno sob kisu sarlam sei chole gelo Vai.😅 akhon Vai amr beche thakar issa o nai😅​@@redoan_mahbubofficial4091

    • @mdArman-oc3jz
      @mdArman-oc3jz Месяц назад

      ভাই same 💔

    • @kacchikhadok1695
      @kacchikhadok1695 Месяц назад

      Emon vai..

  • @fakeapon26
    @fakeapon26 Год назад +9

    আপনার গানের জন্য জিবিত লাস গুলা বেচে আছে 😍ভালোবাসা অবিরাম বড় ভাই

  • @skferdaus-r5i
    @skferdaus-r5i 3 месяца назад +2

    ফ্যামিলি লাইফ লাইন বেকারত্ব everything সবকিছু মিলিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি!!
    এ সময়ে ashes পাশে আছে 🍁😊

  • @aktherhossain1434
    @aktherhossain1434 3 года назад +60

    এ গানের অনুভূতি কখোনো ভাষায় প্রকাশ হবার নয় 🖤

    • @shakibahmed1567
      @shakibahmed1567 2 года назад +1

      Humm🙂

    • @niborislam7538
      @niborislam7538 Год назад

      Ai gan bekkha korte chaile kicu manush ar chokher pani atkate parben na

  • @shahidulnahid3324
    @shahidulnahid3324 8 лет назад +43

    বেশি জোশ

  • @abirmahmud4056
    @abirmahmud4056 6 лет назад +42

    কি গান গাইলি ভাই কলিজাতে লাগলো 💔

  • @TonmoyChowdhury-e2o
    @TonmoyChowdhury-e2o 4 месяца назад +3

    গানটা স্মৃতি হিসেবে রয়ে যাবে মানুষ টাকে আর কখনো দেখা হবে না ভেবেই কষ্ট লাগতেছে🙃😅কমেন্ট করে গেলাম কেও লাইক দিলে হয়তো আবার ও শুনতে আসবো ❤️

  • @pravatsvision8746
    @pravatsvision8746 5 лет назад +73

    Great!!! Love from india 🇮🇳

  • @dhirajakand1277
    @dhirajakand1277 3 года назад +46

    কিছু মানুষের কষ্টের অবসান কখনোই হবেনা বা হয়না....
    এ গানটা এমনই কিছু মানুষের হৃদয়ের মণিকোঠায় রয়ে যাবে✌️

  • @nijhumofficial9856
    @nijhumofficial9856 2 года назад +175

    "কত ব্যথা সয়ে যায়,সয়ে যেতে হয়"🙂
    এই লাইনটা যেনো আরো স্বার্থক করে তুললো গানটাকে
    ❤️
    ১৫-১১-২০২২
    রাত-১১ঃ২৮❤️✍

    • @kazishourov7814
      @kazishourov7814 2 года назад +1

      Taaaaiiiiiiii?

    • @anamulhoque9314
      @anamulhoque9314 2 года назад +9

      কেউ কাউকে মনে রাখে না।যে আমাকে হারানোর ভয় কেঁদেছে,যে আমার জন্য সব কিছু উপেক্ষা করেছে আমি তাকে-ও আমায় ছেড়ে অন্যজন কে ভালোবাসতে দেখেছি।এখন ভালোবাসা স্ট্যাটাস দেখে হয় মন দেখে নারে।

    • @xtshanto6405
      @xtshanto6405 2 года назад +2

      Ami akhon o tar opekkha kore..🫠🥀🥀

    • @agreemafuz127
      @agreemafuz127 2 года назад +1

      ইস রে কতো কষ্ট

    • @abirfarhan2180
      @abirfarhan2180 Год назад +5

      ভালো থাকুক সকল না পাওয়া ভালোবাসা।।
      এই গান গুলোর মাঝে খুঁজে নিক না পাওয়ার সান্ত্বনা 💔
      আমার না হওয়া তুমি টাও আজ ভালো থাক। অন্যের সংসারে
      আমি মনে রাখবো তাকে। এই গান গুলোর সাথে🥀
      মুছে যাক আমার দেয়া সব নাম।
      সকল কথা।
      ভালো থাক আমার না হওয়া মানুষটা💔🥀

  • @JanetMaddox-vz6xp
    @JanetMaddox-vz6xp 17 дней назад +1

    অশান্তির সাগরে ডুবে থেকেও পরিবারের জন্য বেচে থাকার কি এক অদ্ভুত অনুভুতি 😭😭
    ছাড়তে পারিনা 3.28

  • @ponydev5
    @ponydev5 7 лет назад +39

    ভাই এই গানটা
    যতবার শুনি, ততবার গায়ের লোম গুলো শিউরে উঠে 💜💜💜

  • @mdnoman7685
    @mdnoman7685 3 года назад +32

    ছোট বেলা থেকে অন্ধকার অনেক ভয় পেতাম 😞
    যত বড় হচ্ছি তত অন্ধকার বেশ ভালো লাগে
    ❤️❤️❤️

  • @rajdeepghose221
    @rajdeepghose221 5 лет назад +70

    ❤❤❤❤from 🇮🇳🇮🇳... Ke gan bhi ato sundor ke bolbo kichu bolar moto nai 🤘🤘🤘🤘🔥🔥🔥🔥☺☺☺

  • @yeaminislam1547
    @yeaminislam1547 6 месяцев назад +6

    সেই যে চলে গেলে তুমি আর কোন খোঁজ পাইনি, খুব যানতে ইচ্ছে করে "কেমন আছো কোথায়....!?💔🥀

  • @Imtiazraja20
    @Imtiazraja20 5 лет назад +49

    ভেতরটা যেন ছিড়ে যায় ভাই❤
    অ্যাশেজ+হেডফোন যেন অন্য এক জগত💕
    ১৩-১২-২০১৯❤

  • @নীলকাব্য-ণ১ন
    @নীলকাব্য-ণ১ন 2 года назад +14

    ধন্যবাদ জোনায়েদ ভাই ❤
    একজন ভেঙ্গে যাওয়া মানুষের জীবন সব না বলা কথা গুলো একটা গানের মাধ্যমে ফুটে তোলার জন‍্য 😢

  • @mdscaryimran7863
    @mdscaryimran7863 Год назад +13

    সে বলেছিল, "এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে।"
    আজ সূর্য ঠিক জ্বলছে, কিন্তু তার ভালোবাসা বিলীন হয়ে গেছে। 🥲
    নাহার। ❤️

  • @touhidhasan7602
    @touhidhasan7602 2 месяца назад

    ধন্যবাদ তোমাকে ছলনাময়ী। তোমার থেকেই এই গান গুলা উপহার পেয়েছি।

  • @BlackRose-mx9iv
    @BlackRose-mx9iv 3 года назад +22

    কখনো পুরনো হবে না এই গান...কলিজায় দাগ কেটে যাবে প্রতিটি সুরে..❤️❤️
    ২০২১...

  • @gamingwithfahad3813
    @gamingwithfahad3813 5 лет назад +240

    বন্ধু :ছিল্লাছিল্লি এগুলা কি শুনছ।
    আমি : বন্ধু নেশা না কইরা একবার ভালো কইরা শুন পিনিক পাবি।

    • @rajapolash4251
      @rajapolash4251 4 года назад +1

      ktha thik

    • @noorlikhon4156
      @noorlikhon4156 4 года назад +1

      Sotto .

    • @balamin834
      @balamin834 4 года назад

      Hmm vak sotti kotah

    • @jahidtakevideo3432
      @jahidtakevideo3432 3 года назад +1

      Monta Uzar Kora Akta Comment Pailam

    • @firdouserahmaan7455
      @firdouserahmaan7455 3 года назад +3

      জু্নায়েদ ইভান ভাইয়ের সবগুলো নাইন নেশার বিরুদ্ধে । সুস্থ মস্তিষ্ক নিয়েও গানগুলা উপভোগ করা যায়।

  • @himalrahman7800
    @himalrahman7800 3 года назад +5

    ভাই সত্যি বলতে আমার বলার মতো কিছু নাই৷ কিভাবেই বলবো বলেন?
    গানটা শুনলে আমি নিস্তব্ধ হয়ে যাই। গানের প্রতিটা লাইন এতটা আবেগ মিশানো ভাই শুনলে আমার লোম দাঁড়ায় যায়।

  • @islamicvideoj.r4824
    @islamicvideoj.r4824 7 месяцев назад +1

    4 বছর থেকে এই গানটি শুনছি যতদিন বেঁচে থাকবো এই কমেন্টে কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনবো😭😔

  • @mhsarker2712
    @mhsarker2712 5 лет назад +69

    এই গানটা শুনতেছি,হঠাৎ পাষ্ট গফ মেসেস করে বলছে" কেমন আছেন"
    খুব মিল,,পিনিকটা বেড়ে গেলো

  • @ইবলিশপাট্টি
    @ইবলিশপাট্টি 5 лет назад +7

    কমেন্ট রেখে গেলাম ।
    অনেকদিন পর যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিল গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সে সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে ‌! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

  • @junaedmadbarabir6239
    @junaedmadbarabir6239 5 лет назад +112

    আবার ফিরে এসো, প্লীজ 😞😞
    ফিরে এসে একবার বলো 'ভালোবাসি' 💔
    এই আবির আজও তোমার অপেক্ষায় তুমি কেনো বোঝনা স্নিগ্ধা 😕

  • @V_Bengal_Team
    @V_Bengal_Team Месяц назад

    স্মৃতি রেখে গেলাম। কেও কমেন্টে লাইক দিলে আবারও সুনবো গান টা 😊
    ফ্যামিলি, ক্যারিয়ার,লাইফলাইন,বেকারত্ব সবকিছু মিলিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি। এই সময় ashes vai পাসে আছে,,,,। love you ashes vai...🖤

  • @mdhasib5182
    @mdhasib5182 5 лет назад +117

    হেডফোনের আত্নচিৎকার " কেমন আছো কোথায়"

  • @saadkah
    @saadkah 7 лет назад +67

    নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে! নেশা হয়তো কাটিয়া যাবে কিন্তু আপনার গানের মোহ বা নেশা কোনটাই কাটানো যাবেনা ইভান ভাই ☺

    • @fanworlds2863
      @fanworlds2863 4 месяца назад +1

      Vaire vai.7yr age comet koreso 😮

    • @saadkah
      @saadkah 3 месяца назад

      @@fanworlds2863 😊

  • @ebrahimkhan4091
    @ebrahimkhan4091 Год назад +23

    এতটুকু পুরনো হয়নি গানটি,
    সেই অনুভুতি, সেই সময়,,
    শুদু পাশে নেই তুমি,,,😔😔
    ।।।।।।।।।।।।।ভালো থেকো প্রিয়।।।

  • @bekarchottor6761
    @bekarchottor6761 9 месяцев назад +1

    ভালবাসা অবিরাম এমন গান শোনানোর জন্য ❤ যারা এ সব গান শোনেন তারা অনেক রাত জেগে থাকা পথিক আমি মনে করি❤❤

  • @ariyanrussellar5259
    @ariyanrussellar5259 Год назад +4

    তার প্রতি এই ফিলিংস কোনও কালেই শেষ হবার নয়,,
    কষ্ট সুধু তার ভালোবাসা পাওয়া কপালই ছিলো না।
    তবুও চাই তুমি ভালো থেকো অনন্তকাল ,,,♥️♥️AR

  • @rajibrehman1856
    @rajibrehman1856 5 лет назад +5

    ভাই ভালবাসা অবিরাম।
    ভাই গান গুলোর কথা সব কলিজাতে লাগে ভাই 🙇🙇🙇

  • @Ummahimararaifa
    @Ummahimararaifa 28 дней назад

    সুখ পাখীটার শোক কাটিয়ে উঠতে পারিনি আজ ৪৭৮ দিনেও,,,,,,,,,,,তবুও শোকটানে আসক্ত হয়নি!!!
    কেবল আসক্ত হয়েছিলাম এ্যসেস এ!!!

  • @muhammadrakib4498
    @muhammadrakib4498 5 лет назад +8

    কমেন্ট রেখে গেলাম।
    অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেও হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! ❤️

  • @toxic_riad18
    @toxic_riad18 3 года назад +27

    Ashes is emotion..🥰
    Not only this, Every song of 'Ashes' are just
    another level..❤️

  • @nayeems5286
    @nayeems5286 3 года назад +21

    তুমি বলেছিলে ফ্যামিলি এর বাইরে কিছু করতে পারবে নাহ 🙂। তুমি বলেছিলে ফ্যামিলি থেকে যা বলবে তুমি তাই করবে। আমি বিশ্বাস করেছিলাম তোমায় অন্ধের মতো 🙂। অপেক্ষায় ছিলাম দীর্ঘ ৫ বছর।🥀 তুমি তাও বলেছিলে ফ্যামিলি থেকে যেটা করবে সেটাই মেনে নিবে তুমি। 🙂আমি তাও বিশ্বাস করেছিলাম। আমি সেভাবে বলিনি তোমাকে ঠিক কতটা ভালবাসি🌺। তুমি বুঝেছো। খুব ভালো করে বুঝেছো। তোমার মতো করে কেউ বুঝেনি আমাকে। 💝
    অথচ অবশেষে তুমিই আমাকে জানালে তোমারও কেউ আছে 😅। আমি শুনেছি। মুচকি হেসেছি 🙂। তুমি শুনেছো হাসির শব্দ। শুনোনি বুকের মাঝে জমানো হাহাকার,আত্ন চিতকার 🙂🙂
    #ভালো_থেকো_প্রিয়💝🥀💝

  • @MohammedIbrahim-wf9vz
    @MohammedIbrahim-wf9vz 10 месяцев назад +11

    ২০২৪ এসে কে কে এই গানটা শুনছেন❤❤

    • @EstiakSalvi
      @EstiakSalvi 2 дня назад

      ভাই এটা শুধু 2024 না এটা হাজার হাজার বছর চলবে

  • @imranmahmoud07
    @imranmahmoud07 2 года назад +6

    ছয়টি বছর ধরে যেমন এই গান শুনে আসছিলাম, আজও ঠিক তেমনই এই গান শুনে যাই। চলন্ত জীবনে গানটাও যেনো চলমান পথ সঙ্গী হয়েই রয়ে গেছে। ভালোবাসি প্রিয় ভাই জুনায়েদ ইভান 🥰

  • @sakilahmed7509
    @sakilahmed7509 Год назад +10

    আজও তার কথা মনে পড়ে যায়। 🙂
    সে এখন অন্যর ঘরে ব্যাস্ত ,
    আর আমি আনমনে চেয়ে বলি
    কেমন আছো কোথায় 💔🙂🥀

  • @shamimkhan9274
    @shamimkhan9274 4 года назад +13

    অনেক অনেক বছর পড়ে ও যখন মানুষের গান শোনার রুচি উন্নত হবে কিন্তু তখনো আমরা তোমাকেই খুজে যাবো ইভান ভাই। 💝💝💝🖤

    • @mdanisurrahman3649
      @mdanisurrahman3649 2 года назад

      অনেক অনেক বছর পরে ও যখন মানুষের গান শোনার রুচি উন্নত হবে😒 কিন্তু আমরা তোমাকে ওই খুজবো ❤️
      Love You Bro🌻🥀

    • @apurbakrishnamitra612
      @apurbakrishnamitra612 Год назад

      Rucir obonoti hoitece vai... Valolagar moto Gan bare na..Roiengga der moto bartece sudhu RUclips Singer

  • @Sadik-d6d
    @Sadik-d6d 26 дней назад +1

    মুখে তামাক,, হাতে ফন, কানে হেডফন, ফুল ভলিউম,,😍 আহারে পিনিক,, পুরাই আগুন,, 🤩 পিনিক লাগবে নাকি কারোর? 😁

  • @nayemkhan524
    @nayemkhan524 2 года назад +8

    জীবনের কিছু হিসাব কখনাে মেলানাে যায় না। এই যেমন , গলা অবধি বিষ অথচ ঠোঁটের আগায় স্বস্তির হাসি রাখতে কতটা যন্ত্রণা হয়, পৃথিবীর কোনাে ক্যালকুলেটর তা হিসেব করতে পারবে না।
    কারণ অনুভূতিরা হিসেবের উর্ধ্বে , আর তুমি অনুভূতির উর্ধ্বে ! 🙂
    তবে আজ আমার শত অভিযোগের দিন শেষে তুমি রিপা ঠিকই রয়ে গেলে অনতিক্রম্য দুরত্বে,আড়ালে, কিছু নিরব অশ্রু হয়ে,
    দোয়া করি জীবনে অনেক অনেক সুখী হও, যে সুখের আশায় আমার আকাশ টা আজ কালো মেঘের বজ্রাঘাতে খণ্ডিত , সে সুখ যেন তোমার জীবনে চিরস্থায়ী হয়.....💔

  • @rifatrahmanpial541
    @rifatrahmanpial541 6 лет назад +5

    Bhai tmr kono auto tune nai god gifted voice...god gifted talent...ahhh fan hoya gelam apnr..song ta kintu 1 er jara dislike dise Tara maybe honey sing fan...😤

  • @itshabib77
    @itshabib77 Год назад +28

    ২০২৩ শে আসেও যারা এই গানটা শুনে । 😊
    তাঁদের রুচির প্রতি সন্মান মন থেকে আসে ❤❤

  • @borobhai53
    @borobhai53 2 месяца назад +1

    প্রথম যে দিন সুকপাতা পুড়িয়ে ইভান ভাইয়ের গান শুনি সেদিন থেকেই তুমি প্রিয় গায়ক/লেখক।।

  • @princeahad4155
    @princeahad4155 2 года назад +4

    কি আছে এই ভালোবাসা নামক শব্দে?🙂
    যে শব্দের মায়ায় পড়ে পৃথিবীতে ঘুড়ে বেড়াচ্ছে হাজারো জীবন্ত লাশ🙂💔

  • @windless5577
    @windless5577 3 года назад +8

    একদিন আমি থাকবো নাহ আমি জানি🙂কিন্তু একটা স্মৃতি রেখে গেলাম🖤
    পরবর্তী প্রজন্মের জন্য😊
    এই গান গুলো ছিল আমাদের জীবনের সঙ্গীত🌸

  • @kothaislam814
    @kothaislam814 8 лет назад +226

    জাবতিয় নেশা হতে দূরে আছি প্রায় বছর পাচেক। সিগারেট ছেড়াছি প্রায় দুই বছর।
    আজ আবার কেন ডাকো
    আমি সাড়া দিব না। তার চেয়ে ভালো এই গান শুনি

  • @madmax-qm5we
    @madmax-qm5we 5 месяцев назад +3

    সারা জিবীন শুনার মতো একটা গান
    Love u evan ভাই🖤

  • @honeysara8901
    @honeysara8901 7 лет назад +271

    কত নেশার এ জীবন, ধোয়ায় ধোয়ায়
    স্ট্রের ফাকে স্বপ্ন দেখা

  • @mhknobita464
    @mhknobita464 5 лет назад +147

    2020 anyone?❤

  • @arafatsarker4356
    @arafatsarker4356 3 года назад +4

    কোন ভাবে যদি গত ৬ বছরে স্মৃতি ভুলে যেতে পারতাম, তাহলে হয়ত সারারাত জেগে গান শুনতে শুনতে নিজেকে সিগেরেট এর ধোয়ায় ডুবিয়ে রাখতে হতনা।।।।😔😔

  • @parvezevan7362
    @parvezevan7362 Год назад +1

    1:30 বাজে রাত 🙂
    এত শীতে > গানন শুনে শরীল গরম হয়ে গেল 🙂
    কেমন আছো কোথায়,> ashes🖤

  • @rifatovi00
    @rifatovi00 Год назад +4

    ___তুমি শুধু একজন গায়ক না😊🖤
    তুমি হাজারো ভাঙা মনের কারিগর 💔🥀

  • @Sharifulislamsojib
    @Sharifulislamsojib Год назад +10

    যেই মানুষটার সাথে একদিন কথা না বলে থাকতে পারতাম না,এমনকি ১.৫ বছরের রিলেশনে বাড়িতে যাওয়া ছাড়া ওর সাথে প্রতিদিন দেখা না করে থাকতাম না,একদিন দেখা না করলে মনে হতো দম বন্ধ হয়ে যাবে, মাঝখানে ছোটকাট বিষয় নিয়ে একদিন কথা কাটাকাটি এবং ভুল বুঝাবুঝি থেকে একটানা ৭দিন তার সাথে দেখা করিনি,৭দিন পর সেই ফোন দিয়ে রাগে কেদে কেদে দেখা করার জন্য বলেছিল,দেখাও করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে সে আমাকে জরিয়ে ধরে খুব কেঁদেছিল,অনেক চেষ্টাতেও তার কান্না সেদিন থামাতে পারিনি,আর কান্নাজড়িত কন্ঠে মনের ভীতর থেকে বলেছিল ৭দিন কেমনে থাকলে?? সেইদিন বুঝেছিলাম মেয়েটা কি চায়! কিন্তু ১৭ফেব্রুয়ারি,২০২৩ তার বিয়ে হয়েছে আর আজকে ২২ফেব্রুয়ারি, বিয়ের আগের দিন থেকে তার সাথে কথা বলিনা আজকে আরেকটা ৭দিন হলো,এই ৭দিন থেকে ৭ সপ্তাহ একসময় ৭বছর একসময় এটা ৭যুগ হয়ে যাবে হয়ত আর কথা হবেনা। যেই মেয়েটা ৭দিনের জন্য এত এভাবে ভেঙে গিয়েছিল সেই মানুষ কিভাবে ৭দিন আছে- জানিওনা। সেই তুমিটা কিভাবে এত অচেনা হয়ে গেলা,এতটা বদলে গেলা?? তুমি কেন বুঝনা তোমাকে ছাড়া আমি আসলেই কতটা অসহায়😰 এই দিনগুলো কিভাবে সে ভুলে থাকতে থাকতে পারছে😰😰😰😰 যেখানেই থাক প্রিয় ভালো থেকো

    • @minhazmridul
      @minhazmridul 10 месяцев назад

      খুব কষ্ট লাগলো ভাইয়া।
      আমি নিজেও আমার ৫ বছরের ভালোবাসা কে হারিয়েছি 💔

    • @shaikhemranhossain8665
      @shaikhemranhossain8665 3 месяца назад +1

      valobasa arekom aii hoii vaii

    • @SDSajid-o7i
      @SDSajid-o7i 3 месяца назад

      Same

  • @farhanovro4260
    @farhanovro4260 3 года назад +21

    প্রতিটা চিৎকারে যতটা সুখ পাই মনে হয় কোটি টাকা দিয়েও কেউ এমন সুখ দিতে পারবে না
    ভাইকে নিয়ে লেখার ভাষা আমার জানা নেই
    ভালোবাসি ইভান ভাই
    ভালোবাসা অ্যাশেজ ব্যান্ড

  • @atikhasan-n4d
    @atikhasan-n4d 5 месяцев назад +3

    বছর খানেক ধরে, প্রতিদিন প্রায় ১২/১৩ টা গান শুনা হয়।
    Love You.
    💯🤟😎
    🙏🙏