সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো প্রেসিডেন্ট জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ, কি শান্ত এবং দৃঢ়ভাবে উত্তর গুলো দিয়েছেন। জাস্ট অসাধারণ। বাংলাদেশের সর্বকালের সেরা রাস্ট্রপ্রধান ছিলেন নিঃসন্দেহে।
এতো স্মার্ট একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের দেশের, ভাবতেই পারছি না! এজন্যই মানুষটা এতো জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁকে জান্নাত নসীব করুন
আমি উনাকে কুয়াইশ কলেজের মাঠে সভাস্থলে বক্তা হীসেবে খুব কাছে থেকে দেখেছি,পরে উনি ডাইনিংটেবিলে যাওয়ার পথে কলেজের সিড়িতে হাত মিলাতে গিয়ে হাত ধরে রাখি,উনি একটু বিরক্তির সহীত আমাদের প্রিন্সিপল জনাব শফী কাদেরী সাহেবকে প্রশ্ন করলেন,কে এই ছেলে ?তখন আমার স্যার জবাব দিলেন-সে আমাদের কলেজের ছাত্র প্লাস আপনার এক অন্ধভক্ত,তখন জিয়া বল্লেন,চলো খাওয়ার টেবিলে,50/60 জনের টেবিলে মেহেমানদেরকে বসতে দিয়ে আমরা পাঁচজন (প্রধান ভলন্টিয়ার হীসেবে) দাড়ায়ে খাবার খাচ্ছিলাম,প্রেসিডেন্ট সাহেব সামান্য একটু খেয়ে বিদায় নিয়ে চলে যাবেন,এমন সময় বল্লেন তোমরা ভালো থেকো চেয়ারে বসে খাবার শেষ করো "আল্লাহ্ হাফেজ"। যেদিন উনাকে হত্যা করা হলো,আমাদের ফাইন্যাল পরীক্ষা চলছিলো,সবেমাত্র প্রশ্ন হাতে নিলাম,4/5 জন সেনাবাহিনী হলের দরজায় এসে বল্লেন,ছাত্ররা তোমরা কি জানো আমাদের প্রসিডেন্ট আর বেঁচে নাই ?কি আর পরীক্ষা দিবো,খালী খাতা জমা দিয়ে হল ছাড়ার সময় এক স্যার বল্লেন,মার্শাল লও জারী হয়েছে হৈইহুল্লুর নাকরে বাসায় গিয়ে কেঁদে কেঁদে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই।
এই মানুষ টাকে আমি অসম্ভব পছন্দ করি। মাওলানা ভাসানী তার খুব প্রশংসা করেছিলেন তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছিলেন সৎ, ন্যায়, নিষ্ঠাবান, কখনোই স্বজন প্রীতি করতেন না। বাংলাদেশের মধ্যে যাতে স্বাধীনতা রাজনীতি করা যায় তার রাস্তা তিনি তৈরি করেছিলেন।
আল্লাহ্ আবারও এরকম একজন স্মার্ট প্রেসিডেন্ট দিক। আমীন। ৯১ সাল থেকে শুরু সাংসদীয় দলাদলি প্রতিহিংসার রাজনীতি অনেক হয়েছে! আর নাহ!! রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা পুনরুজ্জীবিত হোক। ইনশাল্লাহ।
কিন্তু উনার জ্ঞাতিগোষ্ঠী কারোর মধ্যে এমন কি বর্তমান ওনার দলের ভিতরে তার জাররা পরিমাণ ও কিছু নাই উনি খুব ভালো মানুষ ছিলেন এখন বর্তমান এরা যারা আছে এরা খুব খারাপ মানুষ।
আমার আব্বা বলেছিলেন জিয়াউর রহমানের চরিত্র অনেক ভালো। আমার বাবা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতেন, তখন মেজর জিয়াউর রহমান খুব ভালো একজন মানুষ ছিলেন এবং আমার আব্বাকে বিভিন্নভাবে সাহায্য করেছিল
sune khub khusi holam bhai...amar abba o army job korten bortoman amar abba mara giachen,,amar abba chilo,rashtopotir zia ur rahmaner body gird chilen,,,sotti zia ur rahman onek bhalo rashtopoti chilan
জিয়াউর রহমান হাঁ না ভোট এর মাধ্যমে ক্ষমতা দখল করেছে ঔ সময় ভোটের কোন উপস্থিত না থাকলেও দেখানো হয়েছে ৯৮% ভাগ ভোটে বিজয় অর্জন করেছে। জিয়াউর রহমান নির্বিচারে কেন্দ্রীয় কারাগারে হত্যা জগ্য ঘটিয়েছে। জিয়াউর রহমান একজন জঘন্যতম খুনি এবং গনতন্ত্র হত্যাকারী। জাযাকাল্লাহ খাইরান।
আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ এই মানুষ টা র হাতে হাত মিলিয়ে ছিলাম। কিন্তু খুব কস্ট এই মানুষ টা যদি ১০ টা বছর ক্ষমতা য় থাকতে পারতো তবে বাংলাদেশ দুনিয়ার মানচিত্রের কোথায় থাকতো সেটা ত আল্লাহ ই ভালো জানেন।
Rumon faltu lok, chittagong hill Track e Bangladesh er thakto na. Aga jan tarpor asbi, ami BNP na, ami kauka vote diena. Na janla tor ammura ask korbi.
Tao valo chilo je tar janajay 20lakh ar upor manus hoy othocho ak soirachar mujib ar las 2din pore thake othocho tar nij doler kormi o agay asena oi fraud take bachate 1972-1975 manus ar sathe ja ja korse tar i fol paise@@rumonahmed6417
এই মানুষ টাকে আমি অসম্ভব পছন্দ করি। মাওলানা ভাসানী তার খুব প্রশংসা করেছিলেন তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছিলেন সৎ, ন্যায়, নিষ্ঠাবান, কখনোই স্বজন প্রীতি করতেন না।
আমি এস এস সি পরীক্ষর্তি ৮১ কলাবাগান লেক সার্কাসে বাসা দৌড়ের উপর লাশের পাশে গিয়েছিলাম জানাজার কথা এখনো মনে পরে দেশের সর্বশ্রেষ্ট মানব জিয়া কোটি সালাম❤❤
কিন্তু ওই জিয়াউর রহমানের সাথে বর্তমানে বিএনপিকে মিলাইলে হবে না বিএনপির আমলে আমরা খুব অশান্তিতে ছিলাম কষ্টে ছিলাম আমি যে আওয়ামী লীগের আমলে অশান্তি কষ্ট পেয়েছি যার জন্য আওয়ামী লীগকে লাথি মেরে বের করে দেয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এই মুহূর্তে আর বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাইলে বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ।
45 বৎসর বয়সের জিয়াউর রহমান কতটা জনপ্রিয় ছিলেন, তা ওনার জানাযায় অংশগ্রহণকারী লোকের সংখ্যা দেখেই বোঝা যায় । তখন ঢাকার লোক সংখ্যা ছিল 20 লক্ষ আর উনার জানাযায় অংশগ্রহণ করেছিলো 35 লক্ষ মানুষ।
আমি নিজেকে অনেক ধন্য মনে করি, কারন আমি যখন আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন শহীদ জিয়া তিতাস নদীতে খাল খনন এ এসেছিলেন, আমি তখন স্কাউট এ ছিলাম তাই জিয়ার সাতে হাত মিলানো ও পাশে থাকার সুযোগ হয়েছিল। এখনও অনেক মিস্ করি।
আমার সৌভাগ্য হয়েছিল এই মহান মানুষ টির সাথে সামনাসামনি বসে কথা বলার। উনি ১৯৮১ সালের সম্ভবত ফেব্রুয়ারী তে রাজশাহী গিয়েছিলেন। আমি তখন সবে উনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার এ পড়ছি। এমন কোনো পরিচিতি নেই। তবে কিছু ছাত্র নেতার সাথে পরিচিত ছিলাম। তাঁদের কয়েক জনের সাথে রাজশাহী সার্কিট হাউসে সামনাসামনি বসে উনার কথা শুনেছিলাম যা আজ আমাকে রোমাঞ্চিত করে। দেশ ও দেশের মানুষ নিয়ে তার চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করেছে যা আজও আমি ভুলতে পারিনি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দেন করুন। আমীন।
Ameen.. Ziaur Rahman amar bhishon prio ekjon manush.. jodio tar mrittur shomoi ami matro class 3 te pori. Amar khub valo laga o valobasha r ekjon manush.
আমি গর্বিত!কারন গন মানুষের নেতা,সাবেক সফল রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বগুড়ায় আমার জন্ম।জিয়াউর রহমান হলেন লিজেন্ড লিডার।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। উনার জনপ্রিয়তা বোঝা যায় উনার জানাজায় উপস্থিতি দেখে❤❤❤
আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও পরে বাংলাদেশের সর্বকালের সেরা জনপ্রিয় ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান,,, আল্লাহ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন আমিন
আসলে যে রহমানকে তো দেখিনি তবে ওনাকে এখন উনার যত ভিডিও কিনবা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি এবং ভিডিও দেখছি আসলেই উনি একজন হিরো তার কণ্ঠ আসলে একজন হিরোর মতো আচার আচরণ সবকিছুতে তার একটা মাহাত্ম্য রয়েছে সেই যে একটা হিরো তার সমস্ত কিছুতেই বোঝা যায় ছিল বাংলা জনগণের এত করে অনেক সম্মান করে
বাংলাদেশের সর্বকালের সেরা ব্যক্তিত্ব আমার প্রিয় ব্যক্তি জিয়াউর রহমান যার মৃত্যুতে আমি অনেক কেদেছিলাম। ছোট বেলায় যার জনসভাতে গিয়েছিলাম প্রখর রোদ উপেক্ষা করে সারাদিন না খেয়ে তারপরও তাকে দেখে সব ভুলে গিয়েছিলাম। আল্লাহ এই দেশ প্রেমিক জনদরদী মানুষটাকে জান্নাতুল ফেরদৌস নসীব কিরুন।
শহীদ জিয়াউর রহমান যদি ১০/১৫ বছর ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ উন্নত দেশের ১ টা দেশ হতো। খুবই ভালো সৎ মহৎ মানুষ ছিলেন। আমি অনেক অনেক ভালো মানুষের মুখে শুনেছিলাম তার সম্পর্কে। কেউ বলে নাই তিনি খারাপ মানুষ। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতবাসী করুন।
কেও আমার সাথে এই যক্তিতে পারবে না।। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যবান রাজনীতিবিদ উনি। উনার দ্বারের কাছেও কারো অর্জন নায়।। আমি স্পষ্ট পয়েন্ট দেখাতে পারবো।।
আসলে জিয়াউর রহমান একজন ওয়ান অফ দা বেস্ট ছিল। সুন্দর ভাবে সব কিছু হ্যান্ডেল করছে। সবাই উনাকে বিভিন্ন প্রশ্ন আক্রমণ করেছে ,কিন্তু উনি প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন।
আমার একটি আবেগ জড়িত অভ্যাস হচ্ছে ছোট কাল থেকে এই বাংলাদেশের মেহনতি মানুষের মহান নেতা জিয়াউর রহমানের কথা শুনলে আবেগতাড়িত হয়ে কান্না চলে আসে😢 অথচ আমার আত্মীয় মারা গেলেও সহজে কান্না আসে না❤
মুদির বউ তো বলেছিল শহীদ জিয়া মেট্রিক পাশ, 😂 মেট্রিক পাশ করা মানুষটা এত সুন্দর ইংলিশ বলেছেন কীভাবে আর মেজর জেনারেল হলেন কি করে ? আমার সৌভাগ্য আমিও স্কুল জীবনে প্রেসিডেন্ট জিয়ার সাথে হাত মিলাতে পেরেছিলাম ।❤❤❤🤲
সত্যিই আমাদের দুর্ভাগ্য যে উনার মতো সৎ ও সাহসি মানুষ খুব বেশি দিন নেতৃত্ব দিতে পারে নাই যদি উনি আর 10টা বছর বেঁচে থাকতেন আমাদের দেশ টা সমৃদ্ধশালী দেশ হতো
একজন অন্যন্য মানুষ ছিলেন, আবেগ নয় অনুভূতি নয় বিবেকবান ছিলেন। জাতির ভাগ্যে বেশি দিন এই মানুষ টির সেবা নেওয়ার নসিব হয়নি। আমার বাবা কাটি কাটার একটি ছবি রেখে ছিলেন অনেক দিন। ধন্যবাদ
জিয়া যখন পড়ালেখা করেছিল তখন ব্রিটিশ ইংলিশ পড়ানো হত। ব্রিটিশ আমলে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, তখন টাকা নয় বরং মেধাবিরাই এসব স্কুলে পড়ত। পাশাপাশি মি. জিয়া ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। বর্তমানে আমেরিকান ইংলিশের মাধ্যমে বা ইংলিশের বহুমূখী চর্চার ফলে বিশুদ্ধ ইংলিশের রদবদল ঘটেছে। তখনকার দিনের সাধুভাষা ও এখনকার দিনের চলিত ভাষা যেমন এক নয়।
He was a very practical and realistic man. Unlike any other leaders of Bangladesh, President Ziaur Rahman (Bir Uttam) used to understand the problem and take necessary measures to solve it. This practical oriented problem solving attitude of him has been reflected in this interview. Respect and honor to President Ziaur Rahman.
No need to analyse honourable president’s English proficiency, just remember he declared our independence in English. And he is one of our smartest Bd army officer.
প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন স্মার্ট সৎ ,আদর্শবান মানুষ ছিলেন।উনি ছাত্রদের খুব ভালবাসতেন।ছাত্ররাও তাকে পাগলের মতো ভালোবাসতেন। বেঁচে থাকলে তিনি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতেন। “জিয়াউর রহমান জিন্দাবাদ” কিন্তু তাই বলে কোনো দলকে বলিনি বর্তমান কোনো রাজনৈতিক দল ভালো না।
জিয়া একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন।উনার সন্তান বর্তমানে লন্ডনে আছেন।তারেক জিয়া তার ব্যক্তিত্ব ও অসাধারণ।আপনি যদি দেখেন তার দুই তিনটা বক্তব্য। তাহলে বুঝতে পারবেন❤
"Memories like the corners of my mind, misty water-colored memories of the way we were." It's a sweet and painful nostalgia for people like our generation. Wish to go back once again to that golden moment, but alas, everything has gone into the vortex of time and cannot reach it anymore. Thank you, presenter, for your outstanding effort to bring back those days for the audience.
We lost the most smart, educated, highly efficient, patriotic, honest and focused president/politician in Bangladesh history. No one ever comes closer to him, keep aside replaced his position as a leader. If you were still alive, we might have witnessed a world-class leader. Salute.
বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ মহান আল্লাহ সর্ব শক্তি মান আমিন। আমি শহিদ জিয়া কে ভালো বাসি সে আমাদের মাজে বেচে আছেন। বেচে থাকবেন ইংসা আল্লাহ আল্লাহ সর্ব শক্তি মান আমিন।
একদিকে উন্নত বিশ্বের চার জনের চৌকষ সাংবাদিক প্যানেল প্রশ্নবান ছুঁড়ছে আর অন্য দিকে তৃতীয় বিশ্বের মিঃ প্রেসিডেন্ট সাবলীল ভাষায় স্মীতভাবে উত্তর দিচ্ছেন। বিস্ময়কর
ইনি সেই ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালীন বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে দুই দুইটি গুরুত্বপূর্ণ সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন..... ❤️
Not a bnp supporter .But during this july i researched about sir .He was the best president ever he was truly patriotic. I wish you lived more 30 years tahole hoito ajk ei din dekhte hoto na this country needed you the most sir i miss you sir may you get the highest place in Jannah love you sir 😢
সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো প্রেসিডেন্ট জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ, কি শান্ত এবং দৃঢ়ভাবে উত্তর গুলো দিয়েছেন। জাস্ট অসাধারণ। বাংলাদেশের সর্বকালের সেরা রাস্ট্রপ্রধান ছিলেন নিঃসন্দেহে।
সঠিক
একমত পোষণ করছি ভাই,,,💗🇧🇩👍
এবং নিঃসন্দেহে সারা জীবন থাকবেন।
Real
এতো স্মার্ট একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের দেশের, ভাবতেই পারছি না! এজন্যই মানুষটা এতো জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁকে জান্নাত নসীব করুন
আমীন ইয়া রব্বে কারীম🤲🤲
ameen
Aameen
আমিন।
আমি উনাকে কুয়াইশ কলেজের মাঠে সভাস্থলে বক্তা হীসেবে খুব কাছে থেকে দেখেছি,পরে উনি ডাইনিংটেবিলে যাওয়ার পথে কলেজের সিড়িতে হাত মিলাতে গিয়ে হাত ধরে রাখি,উনি একটু বিরক্তির সহীত আমাদের প্রিন্সিপল জনাব শফী কাদেরী সাহেবকে প্রশ্ন করলেন,কে এই ছেলে ?তখন আমার স্যার জবাব দিলেন-সে আমাদের কলেজের ছাত্র প্লাস আপনার এক অন্ধভক্ত,তখন জিয়া বল্লেন,চলো খাওয়ার টেবিলে,50/60 জনের টেবিলে মেহেমানদেরকে বসতে দিয়ে আমরা পাঁচজন (প্রধান ভলন্টিয়ার হীসেবে) দাড়ায়ে খাবার খাচ্ছিলাম,প্রেসিডেন্ট সাহেব সামান্য একটু খেয়ে বিদায় নিয়ে চলে যাবেন,এমন সময় বল্লেন তোমরা ভালো থেকো চেয়ারে বসে খাবার শেষ করো "আল্লাহ্ হাফেজ"। যেদিন উনাকে হত্যা করা হলো,আমাদের ফাইন্যাল পরীক্ষা চলছিলো,সবেমাত্র প্রশ্ন হাতে নিলাম,4/5 জন সেনাবাহিনী হলের দরজায় এসে বল্লেন,ছাত্ররা তোমরা কি জানো আমাদের প্রসিডেন্ট আর বেঁচে নাই ?কি আর পরীক্ষা দিবো,খালী খাতা জমা দিয়ে হল ছাড়ার সময় এক স্যার বল্লেন,মার্শাল লও জারী হয়েছে হৈইহুল্লুর নাকরে বাসায় গিয়ে কেঁদে কেঁদে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই।
যার মৃত্যুতে দেশের মানুষ আজও কাঁদে, সে এমনি একজন নেতা।
এই মানুষ টাকে আমি অসম্ভব পছন্দ করি।
মাওলানা ভাসানী তার খুব প্রশংসা করেছিলেন তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছিলেন সৎ, ন্যায়, নিষ্ঠাবান,
কখনোই স্বজন প্রীতি করতেন না।
বাংলাদেশের মধ্যে যাতে স্বাধীনতা রাজনীতি করা যায় তার রাস্তা তিনি তৈরি করেছিলেন।
আল্লাহ্ আবারও এরকম একজন স্মার্ট প্রেসিডেন্ট দিক। আমীন। ৯১ সাল থেকে শুরু সাংসদীয় দলাদলি প্রতিহিংসার রাজনীতি অনেক হয়েছে! আর নাহ!! রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা পুনরুজ্জীবিত হোক। ইনশাল্লাহ।
@@AshrafAnam হুম। এই দুই বেডির চুলাচুলির কারণে দেশের আজকে এই অবস্থা 😢
❤❤
Ameen ❤️
কিন্তু উনার জ্ঞাতিগোষ্ঠী কারোর মধ্যে এমন কি বর্তমান ওনার দলের ভিতরে তার জাররা পরিমাণ ও কিছু নাই উনি খুব ভালো মানুষ ছিলেন এখন বর্তমান এরা যারা আছে এরা খুব খারাপ মানুষ।
আমার আব্বা বলেছিলেন জিয়াউর রহমানের চরিত্র অনেক ভালো। আমার বাবা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতেন, তখন মেজর জিয়াউর রহমান খুব ভালো একজন মানুষ ছিলেন এবং আমার আব্বাকে বিভিন্নভাবে সাহায্য করেছিল
sune khub khusi holam bhai...amar abba o army job korten bortoman amar abba mara giachen,,amar abba chilo,rashtopotir zia ur rahmaner body gird chilen,,,sotti zia ur rahman onek bhalo rashtopoti chilan
❤❤❤❤❤❤
জিয়াউর রহমান হাঁ না ভোট এর মাধ্যমে ক্ষমতা দখল করেছে ঔ সময় ভোটের কোন উপস্থিত না থাকলেও দেখানো হয়েছে ৯৮% ভাগ ভোটে বিজয় অর্জন করেছে।
জিয়াউর রহমান নির্বিচারে কেন্দ্রীয় কারাগারে হত্যা জগ্য ঘটিয়েছে।
জিয়াউর রহমান একজন জঘন্যতম খুনি এবং গনতন্ত্র হত্যাকারী।
জাযাকাল্লাহ খাইরান।
আল্লাহ আপনি ইনাকে জান্নাতুল ফেরদৌসের দান করুন ❤❤❤😢
Subahan Allah subahan Allah subahan Allah kato shikkhitu bapre bap❤❤ sahoshi bagh bote ❤❤
সত্যি সত্যি জেনারেল জিয়া একজন সত্যি কারের মানুষ ছিলেন।আলহামদুলিল্লাহ
আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ এই মানুষ টা র হাতে হাত মিলিয়ে ছিলাম। কিন্তু খুব কস্ট এই মানুষ টা যদি ১০ টা বছর ক্ষমতা য় থাকতে পারতো তবে বাংলাদেশ দুনিয়ার মানচিত্রের কোথায় থাকতো সেটা ত আল্লাহ ই ভালো জানেন।
Rumon faltu lok, chittagong hill Track e Bangladesh er thakto na. Aga jan tarpor asbi, ami BNP na, ami kauka vote diena.
Na janla tor ammura ask korbi.
হাসিনাকে দেশে আনার ১৩ দিনের মাথায় মৃত্যু৷ ওনার ভুল উনি খাল কেটে কুমির এনেছিলেন৷@@rumonahmed6417
@@rumonahmed6417indian Raw marche...r tar janaza te kuti manush hoyecilo.
Tao valo chilo je tar janajay 20lakh ar upor manus hoy othocho ak soirachar mujib ar las 2din pore thake othocho tar nij doler kormi o agay asena oi fraud take bachate 1972-1975 manus ar sathe ja ja korse tar i fol paise@@rumonahmed6417
He is good Bangladeshi ex.. president and good justice ⚖️ 👌
এই মানুষ টাকে আমি অসম্ভব পছন্দ করি।
মাওলানা ভাসানী তার খুব প্রশংসা করেছিলেন তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছিলেন সৎ, ন্যায়, নিষ্ঠাবান,
কখনোই স্বজন প্রীতি করতেন না।
বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে স্মার্ট সবচেয়ে ইন্টেলিজেন্ট দেশ প্রেমিক প্রেসিডেন্ট
Yes so true
True ❤❤❤
True 😢
আমি এস এস সি পরীক্ষর্তি ৮১ কলাবাগান লেক সার্কাসে বাসা দৌড়ের উপর লাশের পাশে গিয়েছিলাম জানাজার কথা এখনো মনে পরে দেশের সর্বশ্রেষ্ট মানব জিয়া কোটি সালাম❤❤
কিন্তু ওই জিয়াউর রহমানের সাথে বর্তমানে বিএনপিকে মিলাইলে হবে না বিএনপির আমলে আমরা খুব অশান্তিতে ছিলাম কষ্টে ছিলাম আমি যে আওয়ামী লীগের আমলে অশান্তি কষ্ট পেয়েছি যার জন্য আওয়ামী লীগকে লাথি মেরে বের করে দেয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এই মুহূর্তে আর বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাইলে বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ।
জানিনা কেনো মনের অজান্তেই জিয়াউর রহমান এর প্রতি ভেতর থেকে সম্মান চলে আসে।দোয়া আসে।কোনো দলকেই সাপোর্ট করিনা তবে মানুষ হিসেবে জিয়াকে অনেক ভালো লাগে।
45 বৎসর বয়সের জিয়াউর রহমান কতটা জনপ্রিয় ছিলেন, তা ওনার জানাযায় অংশগ্রহণকারী লোকের সংখ্যা দেখেই বোঝা যায় । তখন ঢাকার লোক সংখ্যা ছিল 20 লক্ষ আর উনার জানাযায় অংশগ্রহণ করেছিলো 35 লক্ষ মানুষ।
ঢাকার লোক সংখ্যা ছিল 20 লক্ষ ১৯৪৭ সালে।
মুজিবের হত্যাকারী
😂😂😂
❤❤❤❤❤
@@AhsanHabib-sbbdকোথায় ৪৭ আর কোথায় ৮১ কত বছর ব্যবধান।
সৌদির বাদশাহ আঃ আজিজ এর জানাজার পরে মেজর জিয়াউর রহমানের জানাজায় মানুষের ঢল নেমেছিল।
আমি নিজেকে অনেক ধন্য মনে করি, কারন আমি যখন আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন শহীদ জিয়া তিতাস নদীতে খাল খনন এ এসেছিলেন, আমি তখন স্কাউট এ ছিলাম তাই জিয়ার সাতে হাত মিলানো ও পাশে থাকার সুযোগ হয়েছিল। এখনও অনেক মিস্ করি।
আমারা দর্ভাগা জাতি, এই ক্ষনজন্মা নেতার সেবা আমরা বেশীদিন পেলামনা, উনি থাকলে দেশটা সত্যিই অনেক উন্নত হতো
একদম 💯💯💯
👍
একমত
রাইট
Right
আমার সৌভাগ্য হয়েছিল এই মহান মানুষ টির সাথে সামনাসামনি বসে কথা বলার। উনি ১৯৮১ সালের সম্ভবত ফেব্রুয়ারী তে রাজশাহী গিয়েছিলেন। আমি তখন সবে উনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার এ পড়ছি। এমন কোনো পরিচিতি নেই। তবে কিছু ছাত্র নেতার সাথে পরিচিত ছিলাম। তাঁদের কয়েক জনের সাথে রাজশাহী সার্কিট হাউসে সামনাসামনি বসে উনার কথা শুনেছিলাম যা আজ আমাকে রোমাঞ্চিত করে। দেশ ও দেশের মানুষ নিয়ে তার চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করেছে যা আজও আমি ভুলতে পারিনি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দেন করুন। আমীন।
Ameen.. Ziaur Rahman amar bhishon prio ekjon manush.. jodio tar mrittur shomoi ami matro class 3 te pori. Amar khub valo laga o valobasha r ekjon manush.
😂
আমিন
আল্লাহ জিয়াউর রহমানের ভাল কাজ গুলো কবুল করুন সত্যই আল্লাহ দারুন একজন মানুষকে দেশের প্রেসিডেন্ট বানিয়েছিলেন
আমি গর্বিত!কারন গন মানুষের নেতা,সাবেক সফল রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বগুড়ায় আমার জন্ম।জিয়াউর রহমান হলেন লিজেন্ড লিডার।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। উনার জনপ্রিয়তা বোঝা যায় উনার জানাজায় উপস্থিতি দেখে❤❤❤
রাইট ❤❤❤
আমীন
ইয়া রহমানুর রহীম।
আমিন
আমি মনে করি
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও পরে
বাংলাদেশের সর্বকালের সেরা জনপ্রিয় ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান,,,
আল্লাহ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন আমিন
আমিন
আমিন!
Amin
সাধারণ জনগণের প্রেসিডেন্ট জিয়া। আমি হাত মিলিয়ে ছিলাম। তখন আমি স্কুলের ছাত্র। জিয়া সুন্দর উপস্থাপন করেছিলেন জাতিসংঘের ভাসনে।
এ ব্যক্তিটাকে সত্যিই মনে প্রাণে এখনো অনেক ভালোবাসি। ❤
উনি বেঁচে থাকলে বিশ্বের মানচিত্রে অনেক সম্মানের সাথে বাংলাদেশকে অনেক আগেই দাঁড় করাতেন। 😢
একজন সত্যি কার অর্থেই জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক রাষ্ট্র নায়ক ছিলেন।
যেই জিয়া জনতার, সেই জিয়া মরেনাই ❤
আসলে যে রহমানকে তো দেখিনি তবে ওনাকে এখন উনার যত ভিডিও কিনবা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি এবং ভিডিও দেখছি আসলেই উনি একজন হিরো তার কণ্ঠ আসলে একজন হিরোর মতো আচার আচরণ সবকিছুতে তার একটা মাহাত্ম্য রয়েছে সেই যে একটা হিরো তার সমস্ত কিছুতেই বোঝা যায় ছিল বাংলা জনগণের এত করে অনেক সম্মান করে
বাংলাদেশের সর্বকালের সেরা ব্যক্তিত্ব আমার প্রিয় ব্যক্তি জিয়াউর রহমান যার মৃত্যুতে আমি অনেক কেদেছিলাম। ছোট বেলায় যার জনসভাতে গিয়েছিলাম প্রখর রোদ উপেক্ষা করে সারাদিন না খেয়ে তারপরও তাকে দেখে সব ভুলে গিয়েছিলাম। আল্লাহ এই দেশ প্রেমিক জনদরদী মানুষটাকে জান্নাতুল ফেরদৌস নসীব কিরুন।
জিয়াউর রহমান অবশ্যই, একজন ভাল শিক্ষিত ব্যক্তি ছিলেন, তাই তার কথার stndard ছিল।
শহীদ জিয়াউর রহমান যদি ১০/১৫ বছর ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ উন্নত দেশের ১ টা দেশ হতো। খুবই ভালো সৎ মহৎ মানুষ ছিলেন। আমি অনেক অনেক ভালো মানুষের মুখে শুনেছিলাম তার সম্পর্কে। কেউ বলে নাই তিনি খারাপ মানুষ। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতবাসী করুন।
আমিন
আমার বয়স কম কিন্তু তবুও আমি এই মানুষটাকে খুব ভালবাসি তার নীতি নৈতিকতা এবং কি তার কথার মাধুর্যতা
ছিল অতুলনীয়
আমার সৌভাগ্য হয়েছিল তার সামনে বসে কথা বলার খুবই সুন্দর একজোড়া চোখ অসাধারণ একজন মানুষ আল্লাহ তাকে বেহেশত নসিব করুন আমিন।
কেও আমার সাথে এই যক্তিতে পারবে না।। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যবান রাজনীতিবিদ উনি। উনার দ্বারের কাছেও কারো অর্জন নায়।। আমি স্পষ্ট পয়েন্ট দেখাতে পারবো।।
রাজনীতিবিদ না প্রেসিডেন্ট বলেন। সবচেয়ে যোগ্য প্রেসিডেন্ট তিনি।
আসলে জিয়াউর রহমান একজন ওয়ান অফ দা বেস্ট ছিল। সুন্দর ভাবে সব কিছু হ্যান্ডেল করছে। সবাই উনাকে বিভিন্ন প্রশ্ন আক্রমণ করেছে ,কিন্তু উনি প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন।
আমার আব্বা জিয়া উর রহমান কে খুব পছন্দ করতেন। সেই ছোট বেলা থেকেই উনাকে অনেক শ্রদ্ধা করি।উনি একজন প্রকৃত রাষ্ট্রপতি ছিলেন।
এই চ্যানেলটা আগে আমার কখনো চোখে পড়েনি। কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি 8 মাস আগে আপনি এই ভিডিও বানানোর সাহস করেছিলেন
same here.
আমিও
আমিও
জেনারেল জিয়াকে নিয়ে ভিডিও বানানোর জন্যে কাউরে মারা হয় নাই কখনো। মানুষের মধ্যে ত ভীতি ছড়াবেন না।
আমার মাথাতেও এই প্রশ্নটা আসছিল?
আমার একটি আবেগ জড়িত অভ্যাস হচ্ছে ছোট কাল থেকে এই বাংলাদেশের মেহনতি মানুষের মহান নেতা জিয়াউর রহমানের কথা শুনলে আবেগতাড়িত হয়ে কান্না চলে আসে😢 অথচ আমার আত্মীয় মারা গেলেও সহজে কান্না আসে না❤
আহা উনার মত একজন নেতার প্রয়োজন ছিলো তাহলে আমাদের দেশে এমন হতোনা,, ড.ইউনুস এর অপর আমাদের আস্তা আছে,, দু'জনেরই কথা বলার ধরন কি চমৎকার,,,,
মুদির বউ তো বলেছিল শহীদ জিয়া মেট্রিক পাশ, 😂 মেট্রিক পাশ করা মানুষটা এত সুন্দর ইংলিশ বলেছেন কীভাবে আর মেজর জেনারেল হলেন কি করে ? আমার সৌভাগ্য আমিও স্কুল জীবনে প্রেসিডেন্ট জিয়ার সাথে হাত মিলাতে পেরেছিলাম ।❤❤❤🤲
thnak u brother ❤❤❤❤ Love u Leader of Ziaur Rahman
আমার আব্বু ও স্কুলে থাকতে ওনার সাথে হাত মিলাইছে।
😂😂😂😂
ইংরেজি বলতে পারার সাথে মেট্রিক পাশের কোন কানেকশন নেই৷
তুই বলতে পারবি???@@SunnyMeah
সত্যিই আমাদের দুর্ভাগ্য যে উনার মতো সৎ ও সাহসি মানুষ খুব বেশি দিন নেতৃত্ব দিতে পারে নাই যদি উনি আর 10টা বছর বেঁচে থাকতেন আমাদের দেশ টা সমৃদ্ধশালী দেশ হতো
একজন অন্যন্য মানুষ ছিলেন, আবেগ নয় অনুভূতি নয় বিবেকবান ছিলেন। জাতির ভাগ্যে বেশি দিন এই মানুষ টির সেবা নেওয়ার নসিব হয়নি। আমার বাবা কাটি কাটার একটি ছবি রেখে ছিলেন অনেক দিন। ধন্যবাদ
জিয়া যখন পড়ালেখা করেছিল তখন ব্রিটিশ ইংলিশ পড়ানো হত। ব্রিটিশ আমলে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, তখন টাকা নয় বরং মেধাবিরাই এসব স্কুলে পড়ত। পাশাপাশি মি. জিয়া ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।
বর্তমানে আমেরিকান ইংলিশের মাধ্যমে বা ইংলিশের বহুমূখী চর্চার ফলে বিশুদ্ধ ইংলিশের রদবদল ঘটেছে। তখনকার দিনের সাধুভাষা ও এখনকার দিনের চলিত ভাষা যেমন এক নয়।
Which cadet college did he attend?
@@SwiftEagleOne Pakistan military academy, where he got admitted as a cadet.
কি সুন্দর করে ইংরেজি বলতেন আমাদের প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান। আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুন।
আকর্ষণীয় ব্যাক্তিত্ব আর মেধার অপূর্ব সংমিশ্রণ ছিল ব্যাক্তি জিয়ার মাঝে | এরাই ক্ষনজন্ম্মা হয় | আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন .... আমীন |
ওনার আত্মার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তায়ালা ওনাকে বেহেশত নসিব করুন।
Amin❤❤❤❤
Amin🤲
মাশ আল্লাহ কত সাবলীল ইংরেজির ভাষায় কথা বলতেছে। মনে হইতেছে না উনি বাংলাদেশ একজন প্রেসিডেন্ট।
Hae asholei 😮❤
He was a very practical and realistic man. Unlike any other leaders of Bangladesh, President Ziaur Rahman (Bir Uttam) used to understand the problem and take necessary measures to solve it. This practical oriented problem solving attitude of him has been reflected in this interview. Respect and honor to President Ziaur Rahman.
জনতার জিয়াউর রহমানের মৃত্যু নেই ❤
Zia was a visionary, hardworking leader
💯💯💯 true
❤❤❤ Zia
❤❤❤
❤ জিয়াউর রহমান ❤
যার হাতে কখনো বিড়ি/হুক্কা দেখিনি 🚭
তিনি একজন মানুষ ছিলেন, সত্যিকারের মানুষ ❤❤❤❤❤
দেশের সেরা প্রেসিডেন্ট ❤❤❤❤❤
চারজন সাংবাদিককে কনফিন্ডেন্টলি এবং স্মুথলি হ্যান্ডেল করেছেন।
It was really a tough interview, but the President delt it with the question with his impromptu and smartness!
সত্যি জিয়াউর রহমান সাহেব অসাধারণ ছিলেন দেশ পরিচালনায় ছিল উনার মতো প্রেসিডেন্ট আমরা আর পাবো না
আমার দেখা বাংলাদেশের সেরা এবং অবিসংবাদিত সাহসী প্রেসিডেন্ট জিয়া ❤❤
He was a Engel for Bangladesh 🇧🇩❤, Allaha Give Him Jannathul Ferduss... Ammin.
আল্লাহ পাক জিয়াউর রহমান কে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক আমিন।
আমি তখন ছোট ছিলাম তার মৃত্যুর খবর শুনে অনেক কেঁদেছিলাম ভয় পেয়েছিলাম
The smartest president of Bangladesh!! We are proud of him, the one and only honest and hard-working president ever in our country.
No need to analyse honourable president’s English proficiency, just remember he declared our independence in English. And he is one of our smartest Bd army officer.
But his English is great.
❤❤❤
প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন স্মার্ট সৎ ,আদর্শবান মানুষ ছিলেন।উনি ছাত্রদের খুব ভালবাসতেন।ছাত্ররাও তাকে পাগলের মতো ভালোবাসতেন।
বেঁচে থাকলে তিনি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতেন।
“জিয়াউর রহমান জিন্দাবাদ” কিন্তু তাই বলে কোনো দলকে বলিনি বর্তমান কোনো রাজনৈতিক দল ভালো না।
বাংলাদেশের একমাত্র নেতা🤍 এরকম নেতা দরকার ভবিষ্যতে 🤍
Bangladeshi people so proud of you Mr. President Ziaur Rahman
দুঃখ আমাদের এই লোকটাকে রাখতে পারলাম না
ভারতের এজেন্ট এরশাদ সব নশ্যাৎ করে দিল!! 😢
সে নিজেই নিজের নিরাপত্তা নিয়ে উদাসীন ছিল। যার জন্য জাতী হারিয়েছে মহান এই সূর্যসন্তানকে। 🇧🇩
আমাদের এলাকায় কান্নার রোল পড়ে গেছিল উনার মৃত্যুর খবরে😢😢 জিয়া আর কোনদিন আসবেনা, আমরা এক পিস ই পেয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি
একজন সৎ, দেশপ্রেমিক ও ধার্মিক এক দেশনায়ক ❤❤❤
১০০/ঃ হক কথা।
জিয়া একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন।উনার সন্তান বর্তমানে লন্ডনে আছেন।তারেক জিয়া তার ব্যক্তিত্ব ও অসাধারণ।আপনি যদি দেখেন তার দুই তিনটা বক্তব্য। তাহলে বুঝতে পারবেন❤
আমার বড় ভাই খুব কাদছিলেন যেদিন ওনি মারা যায়। গল্পের ফাকে বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিয়াউর রহমান কে জান্নাতুল ফেরদৌস দান করুন
Amin
আমীন।
আমিও অনেক কেদেছিলাম, এখনও উনি বেস্ট
জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি এতই চমৎকার ছিলো যা আর কোন রাষ্ট্র নায়ক করে দেখাতে পারেনি।
এই মানুষটা যদি আরো ১০ টা বছর বাচতেন
আমাদের দেশ এর আজ এই বেহাল অবস্থা হতো না
আমি এই ভিডিও টি দেখছি আর আবেগে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে এসেছে।
শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিতি করানোর জন্য অনেক অবদান রেখেছেন,
আল্লাহ্ ওনাকে জান্নাত বাসি করুক, আমিন
ভালো মানুষের জন্য হাত তুলে দোয়া করা লাগে না দোয়া এমনিতেই চলে আসে আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন
আমিন❤❤❤
"Memories like the corners of my mind, misty water-colored memories of the way we were." It's a sweet and painful nostalgia for people like our generation. Wish to go back once again to that golden moment, but alas, everything has gone into the vortex of time and cannot reach it anymore.
Thank you, presenter, for your outstanding effort to bring back those days for the audience.
Most honest,dedicated leader in our history,.and the same reason didnt let him live long!!!
তিনি থাকলে দেশটাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারতেন ❤
Ah what a wonderful body language. What a wonderful message. What a smart politician Shahid Zia was
বর্তমান সময়ে ঠিক এমন একজন জিয়াকে বড্ড প্রয়োজন!! মাচ মোর রেসপেক্ট এন্ড লাভ ফর ইউ!! উই মিস ইউ!
We lost the most smart, educated, highly efficient, patriotic, honest and focused president/politician in Bangladesh history. No one ever comes closer to him, keep aside replaced his position as a leader. If you were still alive, we might have witnessed a world-class leader. Salute.
আমি নিজেকে সার্থক মনে করি। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের দল করি ❤❤❤❤
উত্তম চরিত্র ও গুনের অধিকারী ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাযাকাল্লাহ খাইরান।
উনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানলে উনার শিক্ষাদীক্ষায় কোন সন্দেহ কারো থাকতো না।
জিয়া একজন আদর্শের নাম। নো ডাউট।
সচেতন মানুষরা তার কথাগুলি যখন শুনে শ্রদ্ধায় শরীরের পশম দাঁড়িয়ে যায়। অসাধারণ মানুষ।
আল্লাহ জিয়াউর রহমান কে জান্নাত নসিব করুক
To be honest I'm not a Bnp supporter but this man is really patriot. My big respect for him.
বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ মহান আল্লাহ সর্ব শক্তি মান আমিন।
আমি শহিদ জিয়া কে ভালো বাসি সে আমাদের মাজে বেচে আছেন। বেচে থাকবেন ইংসা আল্লাহ আল্লাহ সর্ব শক্তি মান আমিন।
বাংলাদেশের উন্নয়নের একমাত্র রুপকার সহিদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান।
বার বার মনে পরে।
We got a great president Ziaur Rahman at early 80 and another one Dr. Professor muhammod Yunus. I feel proud for them as a Bangladeshi.
আমার দাদীর কাছে শুনিছি, তিনি নাকি অনেক ভালো লোক ছিলেন৷ আমাদের এলাকা আগে বর্ষাকালে পানিতে তলায়ে থাকতো৷ তিনি এখানে নদী খনন করেন৷
Great leader Ziaur Rahman ❤
একদিকে উন্নত বিশ্বের চার জনের চৌকষ সাংবাদিক প্যানেল প্রশ্নবান ছুঁড়ছে আর অন্য দিকে তৃতীয় বিশ্বের মিঃ প্রেসিডেন্ট সাবলীল ভাষায় স্মীতভাবে উত্তর দিচ্ছেন। বিস্ময়কর
ওনার চোখের চাহনি, মনোযোগ, প্রশ্নোত্তর, ড্রেসআপ সবকিছুই একজন প্রেসিডেন্টের মতোই ছিলো ❤❤
উনার সাথে সরাসরি হেন্ডসেপ করার নসীব হয় আমার ১৯৮১ সালের তীব্র শীতে সুনামগঞ্জ সার্কিট হাউজের মাঠে তখন আমি ক্লাস সিক্স সবে ভর্তি হয়েছিলাম।❤❤❤❤❤❤❤❤
আমাদের জিয়া❤❤❤❤❤
আসলে অনেক স্মার্ট একজন প্রেসিডেন্ট ছিলেন মেজর জিয়া 😮😮😮
ইংরেজীতে তার অসাধারণ দখল দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না।
He was the Great Statesman, he was all through honest… I have got due respect on him…
উনি ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলেন। শিক্ষাজীবন দেশের বাইরে হওয়ায় বাংলাতে ফ্লুয়েন্ট ছিলেন না তেমন
আপনি জিয়ার ভাষণ শোনেন নি কোনোদিন?
ইনি সেই ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালীন বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে দুই দুইটি গুরুত্বপূর্ণ সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন..... ❤️
I have noticed that both Ziaur Rahman and Sheikh Mujibur Rahman spoke good English.
মাশাআল্লাহ অসাধারণ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন
He is our real leader.
Not a bnp supporter .But during this july i researched about sir .He was the best president ever he was truly patriotic. I wish you lived more 30 years tahole hoito ajk ei din dekhte hoto na this country needed you the most sir i miss you sir may you get the highest place in Jannah love you sir 😢
বাংলাদেশের একজন মহা নায়ক,মহান ব্যক্তিত্ব, আর আসবেনা এমন মহান নেতা, ❤
Bangladesh will never see such a Visionary and smartest leader. We lost him too early. Rip President
President Zia’s mentioning CNG was a big step ahead.
See, how visionary he was at that age, when LNG and CNG both are very new technology and concept!
কতটা স্মার্ট ছিলেন তিনি, সত্যিই অসাধারণ 😊