Ripon Pagol || M.V.81 নম্বর শ্রী পিজুস বিশ্বাসের বাড়িতে হরিসভা 2021 || D-LIVE
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- হরি ভক্ত ভক্তিমতি পিতামাতা দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রনাম। পর বিশেষ সমাচার এই যে,20/11/2021 তারিখ । ভারত, ওড়িশা, মালকানগিরি ডিস্ট্রিক্ট ,গ্রাম M.V.81নম্বরে, শ্রী পিজুস বিশ্বাসের বাড়িতে হরিসভা টি অনুষ্ঠিত হয়েছিলো ।
__________________________________
রিপন পাগলের আশ্রমের ঠিকানা:-
হরিগুরু পাগল চাঁদ সেবাশ্রম ,স্থান-সত্যানন্দপুর, পোষ্ট:- বেলকাশ, থানা:-গলসী, জেলা:-পূর্ব বর্ধমান রিপন পাগলের Phone number +919832461414
__________________________________
দন্ত মন্দির ও ক্রন্দন রহস্য
(লিখেছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সেবাইত শ্রীমৎ নব কুমার ঠাকুর। শ্রীশ্রী গুরুচাঁদ কথামৃত পৃ১১)
শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে থাকা কালিন সময় বাবাকে( শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরকে) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রনাম করতাম। কিন্তু মন্দিরে প্রণাম করতে যেতাম না।কারণ মনে মনে ভাবতাম,যিনি জগতের ঠাকুর তিনি যখন স্বশরীরে বর্তমান, তখন মন্দিরে প্রণাম করে কি লাভ। এই সত্য মনের মধ্যে দৃঢ়ভাবে পোষণ করে শ্রী হরি মন্দিরে প্রণাম করতে যেতাম না। ঠাকুর একদিন সেটা বুঝতে পেরে আমাকে জিজ্ঞাসা করলেন, নব, তুমি মন্দিরে প্রণাম করো না কেন? বললাম,------ ওখানে যাব কি জন্যে?অর্থাৎ ধারণাটা ওই পূর্বের, আমার বক্তব্যের সাথে সাথেই তিনি পুনরায় বললেন, ওটা আমার বাবা হরিচাঁদ ঠাকুরের মন্দির। আমি উত্তর করলাম, আপনার বাবার সঙ্গে আমার পরিচয় নেই।তিনি বললেন ওখানে কি আছে জানো? বললাম না-----কিছুই জানি না। বাবা এবার চুপিচুপি বললেন,দেখো নবকুমার,ওখানে হরি ঠাকুরের দাঁত রয়েছে।কাউকে বলো না যেন,তাহলে চুরি যাবে।
সেই দিন থেকে বুঝলাম ওখানে এক মহা মূল্যবান দুর্লভ বস্তু রয়েছে। ওখানে সবারই সম্মান করা উচিত। বাবাও তাই চান। তার পর থেকে বাবার মনের ইচ্ছাকে সমুন্নত রেখে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের দন্ত মন্দির বা শ্রীহরি মন্দিরে প্রতিদিন সকাল সন্ধ্যায় প্রণাম করে পরে বাবাকে প্রনাম করতাম।তিনি তাতে খুশি হতেন।
এই দন্ত মন্দিরের রহস্য আমি জানতাম না। অন্য কেউ জানে এমন ও শুনিনি। যদি দয়া করে আমাকে না জানাতেন তাহলে আমি তো জানতামই না বরং জগতে অপ্রকাশ থেকে যেত।
একদিন শ্রীপতি ঠাকুর (সুধন্য কুমারের পুত্র) বাবা গুরুচাঁদ কে বললেন -ঠাকুরদা, নব যে আপনার কাছে প্রতিদিন সকাল সন্ধ্যায় কেঁদে-কেঁদে প্রণাম করে,ও-----কি চায়? বাবা বললেন----- তাই নাকি? আমাকে ডেকে বাবা পরে বললেন --------নবকুমার,তবে আর কেঁদো না। কাঁদলে চোখ নষ্ট হয়। দেখনা তোমার মা বুড়ো ঠাকুরানীর (সত্যভামা)চারটি ছেলে ও একটি মেয়ে মারা যায়।তাতে কেঁদে কেঁদে অন্ধ হয়। আমি ভাবি কাঁদতে গেলে অন্যরা সবাই দুর্বল হবে। তাই আর কাঁদতে পারিনি।কিছুক্ষণ পরে তিনি আবার বললেন-------"এক কাদায় চোখ অন্ধ হয়।আরেক কাঁদায় চোখ ভাল হয়। সে কাঁদা কয়জন কাঁদতে পারে? দেখনা আমার চোখ নেই। আমি রাত্রে দেখি। বাবা সমস্ত রাত কী যেন করেন। কোথায় কোথায় যেন চলে যান।সেই সুদূর অজানা অচেনা জায়গায় তার হদিশ আমার মত লোক কি করে বুঝতে পারবে। মনে মনে ভাবি ঠাকুরকে যারা স্মরণ করেন তিনি সেখানে যান। দূর থেকে তিনি সবকিছু দেখেন।
কেউ কোথাও বিপদে পড়লে তিনি হায় হায় করেন। আবার কেউ কুকর্ম করলে গালাগালি দেন। পৃথিবীর তাল এখান থেকেই দেন।সর্বদর্শী গুরুচাঁদ আড়াল থেকেই সব দেখেন।ভক্ত তারিনী ডাক্তার সুদূর ব্রহ্মদেশে থেকে ঠাকুরকে আম খাওয়ান।
একদিন, গোপাল সাধু ও অন্যান্য ভক্ত বৃন্দকে ঠাকুর বললেন---- দেখো"কচ্ছপ যেমন করে ডাঙায় ডিম পেড়ে জলে থেকে তা দেয়। আমিও তোমাদের সেই ভাবে তা দেই।।
(সংগ্রহ--সুভাষ চন্দ্র তরফদার)
_________________________
Channel: Ami Matua
Administrator & Editing: SUNIL SARKAR
Ami Matua Team Contact number/WhatsApp +919178415460
বিশেষ অনুরোধ একান্ত প্রয়োজনে যোগাযোগ করবে
________________________
#রিপন_পাগল #ripan_pagol #ami_matua #আমি_মতুয়া
Hari bol
জয় হরি বল
জয় হরি বোল দার্জিলিং মাটি গাড়া
জয় হরিবল
জয় হরিবল প্রোনাম জানাই বাবু স্বদেশ দাদাভাই কে ।
জয় হরিবোল দাদা
Pranam neben pagol baba
হরিবল হরিবল হরিবল জয় বাবা রিপন পাগলের জয়
স্বদেশ বাবুর ভালো মনের অধীকারী একজন মানুষ 🙏
JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol
নমস্কার
6/1/22
অধমেরে কি তুমি দেখা দেবে
Joi hsribol joi harichsd ami malin mandal ami motua dharmo palon korte chai kintu dads ami ekhane eka tai ami kikore motua dharma kemon kore palon korbo amake bolen ami assam theke bolchhi
দয়াকরে বাবু স্বদেশ এর মোবাই নাম্বারটা দিবেন।
ফোন নম্বর টা লিখে দিলে ভালো হতো
বাবা কেমন ফোন নাম্বার বললেন
বাবু স্বদেশ সত্যিই একজন ভাল মানুষ, আমি দয়াল হরি-গুরুচাঁদ ঠাকুরের কাছে তার সুস্বাস্থ দীর্য়ু প্রার্থনা করি।
জয় হরি বল। সকল ভক্তের চরণে আমার ভক্তি পূর্ণ প্রণাম রইলো। সবার সুস্থতা কামনা করি। ঠাকুর সবার মঙ্গল করুন এই প্রার্থনা করি ।
জয় হরি বল