Ambika Kalna Tour | 108 Shiv Mandir | কালনা রাজবাড়ী ভ্রমণ | Heritage
HTML-код
- Опубликовано: 28 окт 2024
- Ambika Kalna Tour । 108 Shiv Mandir । কালনা রাজবাড়ী ভ্রমণ। Heritage । One Day Tour @BohemianTraveller0
#viral
#kalna #ambikakalna
#108shivmandir #heritagetourism
#onedaytrip #heritage #archeologicalsurveyofindia
#trending
#temple
#hindu
#history
#kolkata
#bengalivlog
#weekend
*জান্নবীমঙ্গল পুঁথিতে এখানকার নাম অম্বিকা নগর বলে জানা যায় ।
*১৮৩৭ সালে এডাম সাহেবের রিপোর্টে কালনা থানায় সংস্কৃত টোলের সংখ্যা ছিল ৩৭
* গৌরাঙ্গ পূজার প্রথম প্রবর্তন হয়েছিল শ্রীখন্ডে এবং অম্বিকা কালনায় ।
*কালনার সরস্বতী পুজো প্রচুর আরম্বরপূর্ণ এবং লোকসমাগমে বিখ্যাত।
*এখানকার রাখি শিল্প বেশ খ্যাত, যা পুরো দেশেই বিক্রি হয়।
কালনার মিষ্টি , বিশেষ করে মাখা সন্দেশ টেস্ট করতে ভুলবেন না ।
কালনা ভ্রমণের একটি সূচি দিলাম কিছুটা সুবিধা হতে পারে ----
কালনা স্টেশনে থেকে ১০৮ শিব মন্দির হেটে গেলে ১৫ মিনিট মতো লাগবে ( টোটো ভাড়া ১০ টাকা )
এখানেই আপনি দেখতে পারবেন -
নবকৈলাশ মন্দির বা ১০৮ শিব মন্দির
একদম পাশেই রত্নেশ্বর মন্দির এবং জলেশ্বর মন্দির ( হেটে ১ মিনিট )
এর একদম সামনেই রাজবাড়ী কমপ্লেক্স - ( হেটে ১ মিনিট )
এখানে দেখে নিন -
প্রতাপেশ্বর মন্দির ( দেউল ) - দারুন টেরাকোটা কাজ
লালজী মন্দির ( ২৫ রত্ন মন্দির )
গিরিগোবর্ধন মন্দির
রূপেশ্বর মন্দির (চাঁদনী রীতির মন্দির )
কৃষ্ণচন্দ্রজি মন্দির (২৫ রত্ন মন্দির )
বিজয় বৈদ্যনাথ মন্দির ।
এগুলো দেখে বেরিয়ে হালকা একটু টিফিন করে নিন তারপর হেটে এখান থেকে ৫-৭ মিনিট গেলেই আপনি পৌঁছে যাবেন
শ্যামসুন্দর মন্দির বা নিত্যানন্দ প্রভুর বাড়ি
শ্রী শ্রী গৌরিদাস পন্ডিতের শ্রীপাট বা মহাপ্রভু বাড়ি
আমলিতলা ( মিনিট ৪ মতো লাগবে )
এবার এই জায়গা থেকে হেটে ১৫ মিনিট মতো গেলে আপনি পৌঁছে যাবেন ( টোটো ভাড়া ১০ টাকা )
সিদ্ধেশ্বরী মা এর মন্দির ।
এই জায়গা থেকে ৩ মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন
অনন্ত বাসুদেব মন্দির
আর ৫ মিনিট হাঁটা পথেই রয়েছে
গোপালজী মন্দির ( ২৫ রত্ন মন্দির )
এইসব দেখা হয়ে গেলে আপনি চলে যেতে পারেন জগন্নাথ ঘাটের জোড়া মন্দির দেখতে -এটি একটু দূরে কিন্তু টোটো ভাড়া ১০ টাকা ।
এরপর আপনি ঘুরে নিতে পারেন বাকি জায়গা গুলি -
ভবার ভবানী মন্দির, দাঁতন কাঠি তলা মসজিদ, মহিষমর্দিনী মন্দির ।
কালনা তে খুব বেশি দূর না হলে ভাড়া তে উঠলেই ১০ টাকা আর যেগুলি দর্শনীয় স্থান সেগুলি একটি আরেকটির থেকে খুব বেশি দূরে নয়।
* মন্দির গুলির টেরাকোটা কাজ অসাধারণ, একটু খুঁটিয়ে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। ঘুরে আসুন নিশ্চয় ভালো লাগবে ।
ধন্যবাদ । ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।
very nice,Video dekhe motamuti kalna dekha hoye galo
Sune khub bhalo laglo. Apnader bhalo lagle amader chesta sofol. Thank you.
Besh bhalo. ekdin jaoar ichche roilo. Khub bhalo uposthapana.
Thank you. Obossoi ekdin ghure asun.
Besh bhalo. Terakota kaj gulo to osadharon.
Sotti kalnar mondire terakota kaj opurbo sundor.
I love your thumbnail..😍. It's made very well
Beautiful but we want more from you as you are very descriptive.
I will try my best
I'm so proud to be a person who lived at this traditional place ❤️😊
Really. ? If you are from kalna then you are very lucky.
Tora dujon mile to fatiye diyechhis....🤩
খুব ভাল দেখিয়ে দিলেন । আপনার বোঝানো ও খুব ভালো লাগলো ।ধন্যবাদ ।
আর একটা কথা টোটো ছাড়া হেঁটে কোন কোন মন্দির দেখা যাবে যদি বলেন খুব ভাল হয় । কিভাবে ঘুরলে সব মন্দির দেখা কমপ্লিট করা যাবে ।
আপনি প্রথমে কালনা স্টেশনে নেমে বলুন ১০৮ শিব মন্দির যাবো, সবাই দেখিয়ে দেবে হেটে গেলে ১৫ মিনিট মতো লাগবে ( টোটো ভাড়া ১০ টাকা )
এখানেই আপনি দেখতে পারবেন -
* নবকৈলাশ মন্দির বা ১০৮ শিব মন্দির
একদম পাশেই রত্নেশ্বর মন্দির এবং জলেশ্বর মন্দির ( হেটে ১ মিনিট )
এর একদম সামনেই রাজবাড়ী কমপ্লেক্স - ( হেটে ১ মিনিট )
এখানে দেখে নিন -
* প্রতাপেশ্বর মন্দির ( দেউল ) - দারুন টেরাকোটা কাজ
* রাসমঞ্চ
* লালজি মন্দির ( ২৫ রত্ন মন্দির )
* গিরিগোবর্ধন মন্দির
* রূপেশ্বর মন্দির (চাঁদনী রীতির মন্দির )
* কৃষ্ণচন্দ্রজি মন্দির (২৫ রত্ন মন্দির )
* বিজয় বৈদ্যনাথ মন্দির ।
এগুলো দেখে বেরিয়ে হালকা একটু টিফিন করে নিন তারপর হেটে এখান থেকে ৫-৭ মিনিট গেলেই আপনি পৌঁছে যাবেন
* শ্যামসুন্দর মন্দির বা নিত্যানন্দ প্রভুর বাড়ি
* শ্রী শ্রী গৌরিদাস পন্ডিতের শ্রীপাট বা মহাপ্রভু বাড়ি
* আমলিতলা ( মিনিট ৪ মতো লাগবে )
এবার এই জায়গা থেকে হেটে ১৫ মিনিট মতো গেলে আপনি পৌঁছে যাবেন ( টোটো ভাড়া ১০ টাকা )
* সিদ্ধেশ্বরী মা এর মন্দির ।
এই জায়গা থেকে ৩ মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন
* অনন্ত বাসুদেব মন্দির
আর ৫ মিনিট হাঁটা পথেই রয়েছে
* গোপালজী মন্দির ( ২৫ রত্ন মন্দির )
এইসব দেখা হয়ে গেলে আপনি চলে যেতে পারেন জগন্নাথ ঘাটের জোড়া মন্দির দেখতে -এটি একটু দূরে হেটে গেলে ২৫ মিনিট মতো লাগবে ( টোটো ভাড়া ১০ টাকা )
* * মন্দির গুলির টেরাকোটা কাজ অসাধারণ, একটু খুঁটিয়ে দেখলে মুগ্ধ হয়ে যাবেন ।
** ঘুরে আসুন নিশ্চয় ভালো লাগবে ।
** চেষ্টা করলাম তাও যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে যেটির উল্লেখ করতে আমি ভুলে গিয়েছি অনুগ্রহ করে জানাবেন , আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার ।
* ধন্যবাদ । ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।
@@BohemianTraveller0 আপনার দেখানো পথে কাল ই অম্বিকা কালনা ঘুরে এলাম। চৈতন্য
মহাপ্রভুর বিশ্রাম স্থান থেকে টোটো নিয়ে শেষ গন্তব্য ভবা পাগলা বাবার সাধন স্থল ও সমাধি স্থল দেখে ওখানে খুব সুন্দর ভোগ প্রসাদ খেয়ে এক রাস আনন্দ নিয়ে কালনা স্টেশন এ ফিরলাম বাড়ির ট্রেন ধরতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানালাম। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এ রকম ব্লক করতে থাকবেন। আমরা আপনার সাথে আছি। 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
খুবই ভালো লাগলো আপনার উপকারে আসতে পেরে । ধন্যবাদ ।
❤️