দুই লাখ কিলোমিটার ক্লাসিক 350 চালানোর অভিজ্ঞতা থেকে বলছি - এনফিল্ড একবার অভ্যেস হয়ে গেলে অন্য বাইক পরে চালাতেই পারবেন না। অন্য বাইক চালালে মনে হবে সাইকেল চালাচ্ছি। তবে অভ্র দা কে রিকোয়েস্ট আপনি মোবাইল ব্যবহার করে যেমন রিভিউ করেন তেমনই একবার বুলেট চালিয়ে রিভিউ করলে ভালো হতো। ভালো থাকবেন ।
রয়েল এন্ডফিল্ড । একটা বাইক কেনার জন্য শুধু এই নামটাই যথেষ্ট। যার মধ্যে আভিজাত্যের প্রকাশ ঘটে। যার লুক অতুলনীয়। হাজার বাইকের মধ্যে শুধু মেটেওয়'কেই পথিক চেয়ে চেয়ে দেখবে। যারা মাইলেজ, আফটার সার্ভিসিং এসব নিয়ে ভাবে তারা রয়েল এন্ডফিল্ডের কদর বুঝবে না।
আমি হিরো হাং ১৫০ সিসি বাইক কিনছি ডাবল ডিস্ক ২০১৮ সালে ইনশাআল্লাহ খুব ভালো চলে ঘন্টায় ১২০ কিলো স্পিড আছে,এখন পযন্ত কোনো মেকার বা সার্ভিস করায় নি,এমনকি আজ পযন্ত আমি এখনো ক্লাস প্লেট ও চেন্জ করিনায়,আমি অনেক খুশি আমার গাড়িটা নিয়ে,,,ধন্যবাদ হিরো বাইক কোম্পানি কে,এত সুন্দর একটা গাড়ি কিনে খুব ভালো সার্ভিস পাচ্ছি,,,
রয়েল এনফিল্ড নেওয়াটা তো বড় কথা নয় কিন্তু ওর মেন্টেনেন্স খরচটাই তো অনেক। প্রথমে আমার সার্ভিসিং কস্ট শুনে মাথায় হাত। তারপরেও বলবো রয়েল এনফিল্ড মানে সেরা। 100 তে 100❤️👍
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বাংলাদেশী ফ্যান ফলোয়ারদের পক্ষ থেকে। আপনি প্রকৃতপক্ষেই একজন জেন্টেলম্যান। কলকাতা গিয়ে বুঝেছিলাম যারা শিক্ষিত বেশিরভাগ মানুষই খুব নমনীয়। যেটা বাংলাদেশে দেখা যায় কম।
আপনি পাগল এই হারামি ইউটিইবার এর খপ্পরে পরলেন?? এর কথা শুনে পরিস্কার বুঝতে পারছি যে এ অন্য কোম্পানির হয়ে ভিডিও বানিয়েছে। এই ইউটিইবার নিজে কখোনো রয়্যাল এনফিল্ড চালিয়েছে?? ও পা পাবে মাটিতে?? ও অন্য কোম্পানির ভালো মন্দ নিয়ে আগে ভিডিও বানিয়েছে?? সম্পুর্ন উদ্দেশ্যে প্রনদিত। মাটিতে ফেলে মারা উচিত নেগেটিভ জিনিস ছরাচ্ছে তাও দেশের জিনিস এর বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ দের ওপর ছেড়ে দিলেই তো হয়।
আমার কাছে আছে 2019 মডেল uc ইঞ্জিন Royal enfield classic 350 s pure black. এখনও দারুণ লাগে চালাতে, সত্যি বলতে স্পোর্টস বাইক নিলে আপনার জীবনের ভয় থাকে বেশি স্পিড. কিন্তু Royal enfield আপনাকে শেখায় স্লো and স্টাডি. I proud to be Enfield family. ❤❤❤
KTM এর থেকে Royal Enfield❤ অনেক ভালো, দুটোর Maintains খরচা প্রায় এক....বেশী সময় ধরে ব্যাবহার করতে হলে Royal Enfield(1+ yr Hunter 350 User) চোখ বন্ব করে নেওয়া যায় | তবে ভালো কিছু পেতে হলে তেল খরচটা একটু মানতে হবে আর দাদা ভীরেতে Royal Enfield চালানো মোটেও খুব বেশী সমস্যার হয়না😊
আমার কিন্তু গরিলা ৪৫০ এবং শটগান ৬৫০ এই ২টা পছন্দ। যে যাই বলুক। আগামী বছর বুলেট অথবা ক্লাসিক কিনব। সাথে ডেইলি ব্যবহারের জন্য ১৫০-২০০ সিসি একটা কিনে নিব। রয়্যাল এনফিল্ড একবারই কিনব। আমিও চালাব আমার ছেলেও চালাবে। এটাই প্লান।
অন্য বাইকের তুলনায় এর একটু খরচ সামান্য বেশি..কিন্তু একবার যদি কেউ এই বাইক চালানো শুরু করে তবে এর অন্য বাইক চালানোর কথা স্বপ্নেও ভাববে না..আমার আছে আমি জানি..অন্য বাইক 5 বছরেই বুড়ো হয়ে যাবে..,আর এগুলি 15 বছর পরেও যুবক থাকে..
কোম্পানি মোটরসাইকেল উন্নতি করেছে দিনকে দিন। কিন্তু মোটরসাইকেল কোম্পানিগুলো মোটরসাইকেলের সিকিউরিটি নিয়ে কোন ধরনের তৎপর কার্যক্রম দেখছি না। তারা বাইকের সিকিউরিটি সম্বন্ধে ভাবেনা কারণ কি। দাদা আমি বাংলাদেশ থেকে বলছি অবিরাম ভালোবাসা রইল। নিয়মিত আপনার সবগুলো চ্যানেলের ভিডিও দেখি সাবস্ক্রাইব করে রেখেছি।দাদা চাকরি ছেড়ে ইউটিউব দুনিয়ায় ও সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে গেছে। অভিনন্দন।
আমি ভারতীয়, আপনাদের কমেন্ট পড়লাম। বিগত ৩০ বছর যাবত রয়েল এনফিলড চালাচ্ছি। একটা কথা আপনাদের বলি যে আগে যে ফিলিংস ছিল এখনকার মডেল এ সেই টা আর নেই। এখন নর্মাল বাইকের মত হয়ে গেছে। এই সেগমেন্টে আরো ভালো বাইক রয়েছে honda cb 350, jawa 42 fj, dominor 400, mavric, 440 triumph 400 এই সব। আগে এ গুলো চালিয়ে দেখুন। এগুলোর ইন্জিন অনেক ভালো। তারপর ডিসিসন নেবেন।
@@ibrahimkhalil752apni ki vaban apni fokir dekhe Bangladesh ar shobai fokir!! Bangladesh a onak onak manush acha jara 1 lakh ar opor baton e pai mash a / ai bike gorib der jonno nah
@@ArnabMukherjee-i2dবাবু তুমি হয়তো জানোনা এটা ব্রিটিশ কোম্পানি।😂 মনে করো বাংলাদেশের কোনো লোক গিয়ে ভারতে বাচ্চা জন্ম দিলেই ভারতের হয়ে যায়না।ঠিক তেমনি বাইকে ভারতে তৈরি করলেই ভারতের হয়ে যায়না😂😂
অনেক ধন্যবাদ দাদা এত চমৎকার একটা ভিডিওর জন্য। আমার প্রায় এক দশকের স্বপ্ন এনফিল্ড চালানোর। আশা করি সামনে স্বপ্নটা সত্যি হবে। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য বাংলাদেশ থেকে।
যত ভুল ভাল কথা এই 350cc মডেল গুলো সার্ভিসিং খরচ 1700 থেকে 2000 (বড়জোর 2500)টাকার মধ্যে হয়ে থাকে আমাদের ভারতে। আপনি এক সার্ভিসে 8 থেকে 9 হাজার কিলোমিটার অব্দি চালাতে পারবেন । মাইলেজ 30-33kmpl এখন আপনারাই হিসাব করে দেখুন । আমি একজন hunter owner❤
J series Engine এ UC ইঞ্জিন এর থেকে কম ইঞ্জিন অয়েল লাগে । সার্ভিস কস্ট 750 টাকা সমস্ত মডেলের জন্য । Classic 350 যেটা reborn এর আগের মডেল ওটা তো খরচ অনেক টাই বেশি কারণ 2.5 L ইঞ্জিন অয়েল লাগে । Royal Enfield চালাতে হলে মন বড় হতেই হবে।
আমি Indian resident. আমি নিচে যেসব problem আছে Royal Enfield Bike এ বলছি সেগুলোও আপনার Bangladesh customer দের বলুন। আমার এই Bike চালানোর অভিজ্ঞতা আছে ১) Heating problem from the beginning , আজ পযর্ন্ত solve করতে পারেনি। ২) long time (2 & 2.30) hours driving by meteor bike , back side of your lower body pain শুরু হবে। ৩) front sit is Bally of crocodile and back sit is crocodile face. It is not comfortable journey in back sit for fatty person.
দেখেন ভাই অত কিছু বুঝি না। জীবনের প্রথম বাইক নিব। আমার কারো সাথে রেসিং দেওয়ার কোন ইচ্ছা নাই। রাস্তা দিয়ে 40 50 কিলোমিটার বেগে যাবো। পিছনে থাকতে কেউ। আরাম করে চলে যাবো। এই জন্য মূলত রয়েল এনফিল্ড হান্টার 350 নিবো ভাবতেছি।
আমি Hond Hness cb350 চালাই। এই মোটরসাইকেলর যেমন ইঞ্জিন পাওয়ার, তেমন ব্যালান্স, ফলে ভিড় রাস্তায় চালাতে সমস্যা হয় না। ইঞ্জিন তেমন গরম হয় না , ফলে ওই আমার মাথাটা ঠান্ডা থাকে। 😁😁 আর স্পিড 😜😜😜 😄😄😄 একেই বলে Japanese craftsmanship.... 👍👍👍👍👍👍
আপনার কথা সর্বৈব সত্য। ক্লাসিক মডেল তা চালাচ্ছি, বেশি স্পিড নিয়ে হুশ করে চলে যাবো, তার জন্য এই bike নয়. সাভিসিং কোম্পানি ওয়ার্কশপ থেকেই করাতে হবে. অন্য কাউকে দিয়ে করলে সমস্যা আছে। বেশ গরম হয়. ঠিক ঠাক জিনিস না পড়লে পায়ে ছেঁকা খাবার চান্স আছে. ভালোই খরচা আছে। ভারী Bike চালাবো সেই শখ থাকলে তবেই কিনুন।
ami 1 year plus dekchi apnake, sotti oshadharon bolen apni kintu ajker review mon chua gelo asolei mone kotha gulo bolechen .tai aj e subscriber hoia gelam.all the best.love from dhaka.
রয়েল এনফিল্ড রুচিশীল সৌখিন ভদ্রলোকের বাইক। ৬/৭ লক্ষ টাকা দিয়ে প্ল্যাস্টিকের স্পোর্টস বাইক কিনে কি লাভ, যদি নিজের বাবা মা'কে পিছনে বসিয়ে চালাতে না পারেন?
@@rubaiattalukdar7837 লবন কোম্পানির দালাল তরুর সাথে হুবুহু মিলে যাচ্ছে প্রথমদিকের অংশটুকু। ইঞ্জিন-অয়েল, ফিল্টার, মাইলেজ এই বিষয়গুলো তরুও তার ব্লগে আজকে প্রকাশ করেছে।
Royal Enfield classic 350 আমি চালাই গত ৬ বছর প্রায় আর আমার Royal Enfiled 350cc ২ বছর থেকে চালাচ্ছি আসলে আগে দাদার ছিল সেটা দিয়েই শিখেছি। তাই আমার ব্যৌ ও আমার প্রথম পছন্দের বাইক এর । তবে হ্যাঁ খরচ একটু বেশি প্রতি ১০০কিমি তে প্রায় ₹500 Petrol ও চেইন oil খরচ থাকবেই। বাকি খরচ আলাদা ২বছরে প্রায় ২২০০০-২৫০০০ হয়েছে ৩০০০০ কিঃমিঃ তে হয়েছে।
দাদাকে সবসময় মোবাইল নিয়ে গবেষণা করে আমাদেরকে দাদার ভিডিও ব্লকের মাধ্যমে বুঝানো সেটা যতো নতুন ফোন ❤ আশ্চর্য হলাম বাংলাদেশে রয়েল এনফিল্ড আসার পর দাদাকে এই প্রথম কোনো বাইক মানে রয়েল এনফিল্ড সম্পর্কে এতো কিছু বুঝিয়ে ঊনার ভিডিওর মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন স্যালুট দাদা ❤ বাংলার এপার পুরোনো ঢাকার আরমানিটোলা তাঁরা মসজিদ মাহুৎটুলি সুন্দর বাংলাদেশ থেকে 💚❤️💚❤️💚
আমি চালাচ্ছি 12 বছর। যেমন বলছেন তত খরচ নেই। আর এর বিশেষত্ব হল.... ঠিক করে রাখলে 25 থেকে 30 বছরে ও খারাপ হবে না। আর মডেলও পুরাতন হবে না। Royal Enfield এর সঙ্গে অন্য কোনও বাইকের তুলনা করা অযৌক্তিক।
দাদা আমি এই চারটে বাইক চালিয়েছি। এই চারটে বাইকের সব প্রায় সমান শুধুমাত্র ECU বা MCU চারটে বাইকের আলাদা।।। সেই কারনে আলাদা এক্সপ্রিয়েন্স হয় চারটে বাইককে চালাতে।।😊😊😊😊😊😊
Royal Enfield হচ্ছে বেস্ট গাড়ি ❤,এখন আর ভাইব্রেশন নেই , আমি নিজে চালিয়েছি , কেনো ভিডিও তে মিথ্যা কথা বলছেন, আপনি কোনোদিন Royal Enfield চালান নি, আপনি কি অন্য কোম্পানি এর থেকে টাকা পান? আগে আপনার ভিডিও দেখতাম এবার থেকে বন্ধ করে দেবো, মিষ্টি ভাষায় মিথ্যা কথা বলেন।
আমি নিজে একজন royal Enfield owner আপনার কথা সঙ্গে সহমত। আমার 2টো bike আছে। 1, classic350-bs6 & meteor 350 z series engine 2023। Bike দুটো সম্পূর্ণই আলাদা দুটোর মজা দুরকম, আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত royal Enfield কেনা আর হাতি পোষা 😂 but দাদা ktm, duke ঐগুলো স্পোর্টস sagment গুলোর সঙ্গে আমার মনে হয়না কম্পেরিশন হয়। তবে হ্যাঁ এটা ঠিক রয়েল ইঞ্জিন রাখা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার ❤
😂 দাদা ক্যাপশন টা ঠিক করে লিখুন বুলেট vs royal Enfield এটার মানে টা কি দাঁড়াচ্ছে জানা আছে ?? আর ভুলভাল ইনফরমেশন দেবেন না। ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড কোনোদিনও ২০kmph মাইলেজ দেয়না । ৩০+- kmph মাইলেজ পাওয়া যায় । আমি নিজে meteor চালাই আপনার কিছু কিছু ইনফরমেশন ভুল আছে ।
@@Debanjanworld আরে মিস ইনফরমেশন এ গিয়ে রিপোর্ট মারুন তারাতারি। আমি ও মেরেছি। খুজুন কিভাবে রিপোর্ট মারতে হয় তবুও মারুন। এক নম্বর এর হারামি ইউটিইবার। অন্য কোম্পানির হয়ে ভিডিও বানাচ্ছে ।
দাদা Royal Enfield কেনার আগে সাবধান হব কিন্তু আপনার মত বাটপার ইউটিউবার থেকেও তো সাবধান হতে হবে মানুষ জ্ঞান দেয় যে কোন একটা বিষয় নিয়ে আপনি তো সব বিষয়ে জ্ঞান দেন তাহলে আপনিও একটা বড় বাটপার…
ভাইয়া, আপনার কাছে মনে করুন Honda বা Yamaha বা kawasaki রা খুব দামী মোটরসাইকেল আছে.. ভালোই চলছে... কিন্তু boss যখন Royale Enfield চালাবেন. তখন আপনার স্বর্গের সুখ অনুভব হবে. পাক্কা আর মনে হবে আমিই রাজা 😂😅❤🎉 i am king 🤴 ♥️ ❤️ 👌
আমার আপনার ভ্লগ দেখে মনে হলো আপনি Royal Enfield কখনও চালান নি, মানছি আগের ইঞ্জিন গুলো বেশী ভাইব্রেট করত। এখন সেটা করেনা। এমন কোনো সিঙ্গেল সিলিন্ডার বাইক নেই যার কোনো ভাইব্রেশন নেই। আমি গত ৩০ বৎসর নানা রকমের বাইক চালিয়েছি। সেই অভিজ্ঞতার থেকে বলছি। আপনি যদি বাংলাদেশি হন তাহলে তো রয়েল এনফিল্ড এই সবে আপনাদের দেশে এলো, আমরা ভারতীয়রা রয়েল এনফিল্ড এর তিন নম্বর ইঞ্জিন দেখছি। এর ভাইব্রেশন অনেক কম। রয়েল এনফিল্ড একটা চিন্তা একটা আবেগ এটা শুধু একটা বাইক নয়। এই মধ্য বয়সে এসে আমি আবার নতুন করে রয়েল এনফিল্ড কিনতে উৎসুক। বছর পাঁচেক অন্তত রয়েল এনফিল্ড না চালিয়ে আপনার ব্লগ করাটা সঠিক হয়নি। আগে যন্ত্রটি কে জানুন তারপর বলুন।
আমিতো সিটিতে ব্যবহার করবো এবং সেটা লং টাইম চালাবো প্রতিদিন। তাছাড়া প্রতি শুক্রবার লং ড্রাইভ হবে। তাহলে আমার জন্য রয়েল এনফিল্ড এর মধ্যে কোনটা বেষ্ট হবে? প্লিজ জানাবেন।
রয়েল এনফিল্ড খুব ভালো কিন্তু একবার বাজাজ ডমিনার ৪০০ টেষ্ট ড্রাইভ নিয়ে দেখেন ইমোশন, পারফরম্যান্স, ড্যুরাবিলিটি সব পেয়ে যাবেন কারন ডমিনার একটা প্রিমিয়াম স্পোর্টস ক্রুজার কাম ট্যুরিং বাইক।
নতুন জিনিস সবাই অনেক আগ্রহ দেখাচ্ছে কিন্তু নেবার পর যখন ২..২০ লিটার মবিল ভরতে হবে বা দেখা যাচ্ছে মাইলেজ ৩০ বেশি পাচ্ছে না তখন কতজন এটা আর চালাবে সেটা তখনই বোঝা যাবে । তাছাড়া ইফাদ পার্টস এর কতটা available করবে বা বাজারে অন্য বাইকের যেমন পার্টস পাওয়া যায় তা যাবে কিনা সেটা দাম কেমন হবে সেটা একটা ব্যাপার রয়ে গেছে। বাইক নিৎসন্দেহে অনেক ভাল বাইক কিন্তু এগুলো চালাতে গেলে পকেটে অনেক টাকা থাকতে হবে। মাইলেজ চিন্তা করা যাবে না বা পার্টস, মবিল কত গেলো চিন্তা করা যাবে না । তবে ঢাকারা রাস্তায় যে পরিমাণে জ্যাম পড়ে তাতে এটা কতটা স্বাচ্ছন্দে চালাতে পারবে সেটাও বিষয় আর রাস্তায় স্মুথ থাকাটা জরুরী যেটা এই মুহুর্ত্বে নাই দেশে।
বাজারে 2500 cc মটর সাইকেল আসছে। Harley Davidson এর মতো মটর সাইকেল গুলিও আছে। সেগুলো কি হাতি পোষার সমান নয় ? তবুও মানুষ কেনেন কেন ? এত কম দামে 350 cc র মটর সাইকেল, তার উপর এর ডিজাইন! বাজারে কটা আছে ? আপনি তো expert, খুঁজে দেখান দেখি। গলি গলি তে মিস্ত্রি পাওয়া যায়। নিজেই ইঞ্জিন অয়েল, ফিল্টার, এয়ার ফিল্টার পরিবর্তন করা যায়। অন্য গুলোতে যেটা সম্ভব হয় না। কত কোম্পানি কত রকম মটর সাইকেল এনেছেন। কিন্তু Royal এর বাজার নষ্ট করতে পারেননি। এর look, sound, weight, comfortable riding সর্বোপরি Design যেটার কারণে শরীরের হাড় গোড়ের বিকৃতি আসে না।
influencer bike টিকে কিছু ভুল ব্যাখ্যা দিচ্ছে। তা ঠিক করে দিতে চাই। 1) bike টিতে 2.500 লিটার মোবিল লাগে এটা ঠিক কিন্তু আপনারা দেখবেন সাধারণত আমরা bike এ (Fz, fazer,Bajaj 200 etc) ,2000 km পর bike er মোবিল change করি কিন্তু Royel enfiled bike e 6000 km পর মোবিল change করতে হয় । যা হিসেবে করলে সমান বলা যায়। 2) এই bike টি কোনো racing bike নয় । এটি হলো একটি clasic bike যা কিছু ছাপরি বাইকারদের থেকে আলাদা করে। এই বাইকটির একটি স্ট্যান্ডার্ড আছে এবং বাইক রাইডিং এর আসল ফিল পাওয়া যায় যা বলে বোঝানো যায় না ।এই বাইকটি যেমন পাহাড়ের খাড়া রাস্তা তো চলে তেমনি মরুভূমিতেও সমানভাবে স্মুতে চলে। এটি মাইনাস 5 ডিগ্রী তেও স্মুথএ চলে তেমনি ৫০ ডিগ্রি তে চলে । যার জন্য সেনারা এই বাইকটি ইউজ করে। 3) এটা ঠিক একসময়ের রয়েল এনফিল্ডের ভাইব্রেশন একটি বড় প্রবলেম ছিল কিন্তু বর্তমানে পুরোপুরি ঠিক হয়ে গেছে কোন ভাইব্রেশন হয় না। 4) আপনি যদি বাইক মডিফাই করতে পছন্দ করেন তাহলে classic 350 বাইকটি সবচেয়ে বেশি ভালো কারণ এই বাইকটি যেরকম ভাবে মডিফাই করা যায় অন্য বাইকগুলি সেরকম ভাবে যায় না। 5) আর এই বাইকটির ইঞ্জিন যত গরম হবে তত বেশি চালিয়ে মজা তখনই এই বাইকটির আসল পারফরম্যান্স দেখা যায় যা অন্যান্য bike এ দেখা যায় না। যার জন্য লং ড্রাইভের এই বাইকটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। 5) আপনারা যারা বলছেন বাইকটির ওজন বেশি তারা মনে রাখবেন এই ওজনের জন্যই বাইকটির ব্যালেন্স খুব ভালো। আরেকটি জিনিস দেখবেন অন্যান্য বাইকে ফাইবার ইউজ করা হয়। কিন্তু এই বাইকটি পুরোপুরি মেটালের তৈরি যার জন্যই এর ওজন বেশি। আমি বলছি না যে FZ, Fazer , Pulsar ,TVS , এর বাইকগুলি খারাপ। তবে royal Enfield এর বাইক গুলির একটু আলাদাই craze আছে।
দুই লাখ কিলোমিটার ক্লাসিক 350 চালানোর অভিজ্ঞতা থেকে বলছি - এনফিল্ড একবার অভ্যেস হয়ে গেলে অন্য বাইক পরে চালাতেই পারবেন না। অন্য বাইক চালালে মনে হবে সাইকেল চালাচ্ছি। তবে অভ্র দা কে রিকোয়েস্ট আপনি মোবাইল ব্যবহার করে যেমন রিভিউ করেন তেমনই একবার বুলেট চালিয়ে রিভিউ করলে ভালো হতো। ভালো থাকবেন ।
সুন্দর presentation.... Bullet চালাচ্ছি অনেক বছর। Happy with what I have...... রাজকীয় ব্যাপার আছে একটা বুলেটে।
অল্প বয়সে ঘাড় বাঁকা করে স্পোর্টস বাইক না চালিয়ে, সিনা টান করে Royel Enfield চালানো অনেক ভালো
🤣❤❤
তাই নাকি চাপড়ি বাইকারের নতুন চাপড়ি
@@hradoyvlogs রয়েল এনফিল্ড কখনো চাপরিদের বাইক চাইলেও হইতে পারবে না।
এর দাম লুকস মেইনটেনেন্স।
এর কোন কিছুই 4V অথবা KTMএর মত নয়।
ক্লিয়ার
মাইলেজ তো অনেক কম এই রয়েল এ।
ভাই মনের কথাটা বলে দিলেন। আমি আজকেই r15 sell kore deasi r royal enfield hunter booking korasi
রয়েল এন্ডফিল্ড । একটা বাইক কেনার জন্য শুধু এই নামটাই যথেষ্ট। যার মধ্যে আভিজাত্যের প্রকাশ ঘটে। যার লুক অতুলনীয়। হাজার বাইকের মধ্যে শুধু মেটেওয়'কেই পথিক চেয়ে চেয়ে দেখবে।
যারা মাইলেজ, আফটার সার্ভিসিং এসব নিয়ে ভাবে তারা রয়েল এন্ডফিল্ডের কদর বুঝবে না।
শুধু মাইলেজ কারণ হতে পারে একটু পছন্দ না হওয়া ,
Royal Enfield যারা চালায় তার গতি প্রয়োজন হয় না, তারা নিজস্ব গতিতে চলে ❤
মার্কেটিং হাইপ ছাড়া এটা আর কিছুই না।
@@NasirAhmadBDChorechis kokhono?
দাদাদের আমলের বাইক যাদের পছন্দ তারা জীবনেও পিছিয়ে
@@subhajitmukherjee5888 এইসব ভাঙ্গারী আমাদের দেশে চলে না।
@@subhajitmukherjee5888 যে দেশের নাপিতের কাছে লেটেস্ট আইফোন থাকে সেই দেশে ৫ লাখ টাকার বাইক বেইচা বড়াই করতে লজ্জা হওয়া উচিত।
দাদা আমি জাপানে থাকি আর আজ সকালেই আমি এনফিল্ড দেখলাম।খুব ভালো লাগলো।
আইফোন ইউজার আর রয়েল ইনফিল্ড ইউজার একই ব্যাপার দাদা।
সহমত
আমি হিরো হাং ১৫০ সিসি বাইক কিনছি ডাবল ডিস্ক ২০১৮ সালে ইনশাআল্লাহ খুব ভালো চলে ঘন্টায় ১২০ কিলো স্পিড আছে,এখন পযন্ত কোনো মেকার বা সার্ভিস করায় নি,এমনকি আজ পযন্ত আমি এখনো ক্লাস প্লেট ও চেন্জ করিনায়,আমি অনেক খুশি আমার গাড়িটা নিয়ে,,,ধন্যবাদ হিরো বাইক কোম্পানি কে,এত সুন্দর একটা গাড়ি কিনে খুব ভালো সার্ভিস পাচ্ছি,,,
দাদা বিয়ের পর খরচ বেড়ে যাবে জেনেও মানুষ বিয়ে করে 😉
😂🤣
@@toufiqulislam125 😜😜😜😜😜😜🤣🤣🤣🤣🤣
দারুণ বলছেন রে ভাই।
বিয়ে করলে রিজিক এ বরকত আসে
বিয়ে করা ছাড়া নিজেকে কন্ট্রোল করবে কিভাবে,বিয়ে না করলে মানুষকে তো বেশ্যাখানায় যেতে হবে ঠিক কিনা ভাই !
ভারতের গর্ব ভারতের বাইক কোম্পানি গুলো। পুরো পৃথীবিতে ভালোবাসা পায়।।
"বাইকের জগতে আইফোন" কথাটি সত্যিই দারুণ 🤍
টিক ভাই
ভারতের এক লোক কিডনি বিক্রি করার পর থেকে আই ফোনের বিক্রি বেড়ে গিয়েছে
পুরো জাঙ্গিয়ার বুক পকেট
যার ঘরে রয়েল এনফিল্ড থাকবে , পাশের মানুষ তাকে অনেক সম্মান করবে, নিজেকে কখনো দুর্বল মনে হবে না❤❤❤
Abal
@@superman-sn7xh তুই একটা পাগল
@@amargolpo5903 India te Rasta diye gele o keu ghure dekhena ei Enfield ke
@@amargolpo5903বন্ধুগন আপনারা ভারতীয় পন্য বয়কট করুন 🤣🤣🤣🤣
রয়েল এনফিল্ড নেওয়াটা তো বড় কথা নয়
কিন্তু ওর মেন্টেনেন্স খরচটাই তো অনেক।
প্রথমে আমার সার্ভিসিং কস্ট শুনে মাথায় হাত।
তারপরেও বলবো রয়েল এনফিল্ড মানে সেরা। 100 তে 100❤️👍
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বাংলাদেশী ফ্যান ফলোয়ারদের পক্ষ থেকে।
আপনি প্রকৃতপক্ষেই একজন জেন্টেলম্যান। কলকাতা গিয়ে বুঝেছিলাম যারা শিক্ষিত বেশিরভাগ মানুষই খুব নমনীয়। যেটা বাংলাদেশে দেখা যায় কম।
আপনি পাগল এই হারামি ইউটিইবার এর খপ্পরে পরলেন?? এর কথা শুনে পরিস্কার বুঝতে পারছি যে এ অন্য কোম্পানির হয়ে ভিডিও বানিয়েছে। এই ইউটিইবার নিজে কখোনো রয়্যাল এনফিল্ড চালিয়েছে?? ও পা পাবে মাটিতে?? ও অন্য কোম্পানির ভালো মন্দ নিয়ে আগে ভিডিও বানিয়েছে?? সম্পুর্ন উদ্দেশ্যে প্রনদিত। মাটিতে ফেলে মারা উচিত নেগেটিভ জিনিস ছরাচ্ছে তাও দেশের জিনিস এর বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ দের ওপর ছেড়ে দিলেই তো হয়।
একদম ঠিক বলেছেন
আমার কাছে আছে 2019 মডেল uc ইঞ্জিন Royal enfield classic 350 s pure black.
এখনও দারুণ লাগে চালাতে, সত্যি বলতে স্পোর্টস বাইক নিলে আপনার জীবনের ভয় থাকে বেশি স্পিড. কিন্তু Royal enfield আপনাকে শেখায় স্লো and স্টাডি. I proud to be Enfield family. ❤❤❤
KTM এর থেকে Royal Enfield❤ অনেক ভালো, দুটোর Maintains খরচা প্রায় এক....বেশী সময় ধরে ব্যাবহার করতে হলে Royal Enfield(1+ yr Hunter 350 User) চোখ বন্ব করে নেওয়া যায় | তবে ভালো কিছু পেতে হলে তেল খরচটা একটু মানতে হবে আর দাদা ভীরেতে Royal Enfield চালানো মোটেও খুব বেশী সমস্যার হয়না😊
আমার কিন্তু গরিলা ৪৫০ এবং শটগান ৬৫০ এই ২টা পছন্দ। যে যাই বলুক। আগামী বছর বুলেট অথবা ক্লাসিক কিনব। সাথে ডেইলি ব্যবহারের জন্য ১৫০-২০০ সিসি একটা কিনে নিব। রয়্যাল এনফিল্ড একবারই কিনব। আমিও চালাব আমার ছেলেও চালাবে। এটাই প্লান।
ধন্যবাদ সুন্দর ভাষায় বুঝানোর জন্য, ছোট বেলা থেকেই এই বাইক টা একটা আবেগ , বাংলাদেশ থেকে ❤
ভারত বয়কট গাঁ*ঢুকে গেল নাকিরে
অন্য বাইকের তুলনায় এর একটু খরচ সামান্য বেশি..কিন্তু একবার যদি কেউ এই বাইক চালানো শুরু করে তবে এর অন্য বাইক চালানোর কথা স্বপ্নেও ভাববে না..আমার আছে আমি জানি..অন্য বাইক 5 বছরেই বুড়ো হয়ে যাবে..,আর এগুলি 15 বছর পরেও যুবক থাকে..
*শর্টস দেখেই বুঝতে পেরেছিলাম ফুল ভিডিও আসবে! অনবদ্য ভালবাসা!💚💚*
কোম্পানি মোটরসাইকেল উন্নতি করেছে দিনকে দিন। কিন্তু মোটরসাইকেল কোম্পানিগুলো মোটরসাইকেলের সিকিউরিটি নিয়ে কোন ধরনের তৎপর কার্যক্রম দেখছি না। তারা বাইকের সিকিউরিটি সম্বন্ধে ভাবেনা কারণ কি। দাদা আমি বাংলাদেশ থেকে বলছি অবিরাম ভালোবাসা রইল। নিয়মিত আপনার সবগুলো চ্যানেলের ভিডিও দেখি সাবস্ক্রাইব করে রেখেছি।দাদা চাকরি ছেড়ে ইউটিউব দুনিয়ায় ও সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে গেছে। অভিনন্দন।
আমি ভারতীয়, আপনাদের কমেন্ট পড়লাম। বিগত ৩০ বছর যাবত রয়েল এনফিলড চালাচ্ছি। একটা কথা আপনাদের বলি যে আগে যে ফিলিংস ছিল এখনকার মডেল এ সেই টা আর নেই। এখন নর্মাল বাইকের মত হয়ে গেছে। এই সেগমেন্টে আরো ভালো বাইক রয়েছে honda cb 350, jawa 42 fj, dominor 400, mavric, 440 triumph 400 এই সব। আগে এ গুলো চালিয়ে দেখুন। এগুলোর ইন্জিন অনেক ভালো। তারপর ডিসিসন নেবেন।
ভাই আমাদের দেশে 375 cc পর্যন্ত limit. এর উপরের যে বাইক গুলো বল্লেন এইগুলো চাইলেও আমরা পাচ্ছি না।😢
Jawa er service r after sale baje😢... Dominer valo but engine reliable noi r speedometer errors achea onk
Dada, jawa 42 sunechi bhalo baki na ki noy, engine khub garum hoy ar vibration of naki khub besi?
আপনি যে নাম বোলেছেন, এর নামি তো বাগালিরা সুনেনাই
@@mdroyal6895আরে নিজেকে এত ছোট মনে করবেন না।
বাংলাদেশের মানুষ আগে বাইকের পারফরম্যান্স আর লুকিং দেখে কিনে। মাইলেজ, স্পেয়ার পার্টসের উচ্চমূল্য এসব নিয়ে জীবনেও চিন্তা করে না।
Tik bolcen...❤
অবৈধ টাকা যাদের তারা তো চিন্তা করবে ও না
@@ibrahimkhalil752apni ki vaban apni fokir dekhe Bangladesh ar shobai fokir!! Bangladesh a onak onak manush acha jara 1 lakh ar opor baton e pai mash a / ai bike gorib der jonno nah
@@ibrahimkhalil752আমাগো শোনা চুইয়া তরা ইন্ডিয়ানরা বাইচা আছোস
@@ibrahimkhalil752 দুনিয়াতে আপনি একলাই ভালো মানুষ, আর বাকি সবাই চোর।
দাদা শুনতে পেলাম আপনি নাকি বাইক চালাতে পারেন না এটা একটা কথা হলো দ্রুত শিখে নিন😂😂😂😂
আজ সাত বছর ধরে চালাচ্ছি।
অন্য মোটর সাইকেল চালাতে ইচ্ছা করে না।
BS4, Electa 350 মাইলেজ হাইওয়েতে পাচ্ছি 40, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক।
Kon model chalaccen
@@obaid4087uni mention korechhen already 😐 Bullet Electra
কেন❓ ভারতের🇮🇳 👉🏿 গাড়ি👈 চালাতে লজ্জা করে না❌ 💀
@@ArnabMukherjee-i2dবাবু তুমি হয়তো জানোনা এটা ব্রিটিশ কোম্পানি।😂
মনে করো বাংলাদেশের কোনো লোক গিয়ে ভারতে বাচ্চা জন্ম দিলেই ভারতের হয়ে যায়না।ঠিক তেমনি বাইকে ভারতে তৈরি করলেই ভারতের হয়ে যায়না😂😂
@@tipusultankhan6827😂😂😂
অনেক ধন্যবাদ দাদা এত চমৎকার একটা ভিডিওর জন্য। আমার প্রায় এক দশকের স্বপ্ন এনফিল্ড চালানোর। আশা করি সামনে স্বপ্নটা সত্যি হবে। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য বাংলাদেশ থেকে।
যত ভুল ভাল কথা
এই 350cc মডেল গুলো সার্ভিসিং খরচ 1700 থেকে 2000 (বড়জোর 2500)টাকার মধ্যে হয়ে থাকে আমাদের ভারতে। আপনি এক সার্ভিসে 8 থেকে 9 হাজার কিলোমিটার অব্দি চালাতে পারবেন । মাইলেজ 30-33kmpl এখন আপনারাই হিসাব করে দেখুন । আমি একজন hunter owner❤
বাংলাদেশে খালি গুজব ছড়াচ্ছে অন্য কোম্পানির দালাল রা এটা নিলে নাকি তেলে কম যায়,তারপরে অনেক ভাইব্রেশন উল্টা পাল্টা বুঝাচ্ছে।
একবার Mobil (Engine Oil) Change করতে কত টাকা লাগে এবং 1000 km পর কি আবার Mobil change করতে হবে?I am a teacher. I am Bangladeshi.
Hm
J series Engine এ UC ইঞ্জিন এর থেকে কম ইঞ্জিন অয়েল লাগে ।
সার্ভিস কস্ট 750 টাকা সমস্ত মডেলের জন্য ।
Classic 350 যেটা reborn এর আগের মডেল ওটা তো খরচ অনেক টাই বেশি
কারণ 2.5 L ইঞ্জিন অয়েল লাগে ।
Royal Enfield চালাতে হলে মন বড় হতেই হবে।
@@nahidrayhan70005000 km por change korate hoy.
দাদা আপনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে মোবাইলের রিভিউ বাদ দিয়ে বাইকের রিভিউ দিয়েছেন ধন্যবাদ 😅❤️❤️
I agree
লবন কোম্পানি থেকে মিষ্টি পেয়েছে মনে হয়।
@@Backom101Ken bhai 😂😂😂😂
@@NetolConstruction ভাই উত্তর দেওয়া আছে কমেন্টেই।🤣🤣🤣
সারা জীবন মোবাইলের গান গাইয়া, আজকে উনি আসছে বাইকের রিভিউ দিতে😂😂
আমি Indian resident. আমি নিচে যেসব problem আছে Royal Enfield Bike এ বলছি সেগুলোও আপনার Bangladesh customer দের বলুন। আমার এই Bike চালানোর অভিজ্ঞতা আছে
১) Heating problem from the beginning , আজ পযর্ন্ত solve করতে পারেনি।
২) long time (2 & 2.30) hours driving by meteor bike , back side of your lower body pain শুরু হবে।
৩) front sit is Bally of crocodile and back sit is crocodile face. It is not comfortable journey in back sit for fatty person.
দেখেন ভাই অত কিছু বুঝি না। জীবনের প্রথম বাইক নিব। আমার কারো সাথে রেসিং দেওয়ার কোন ইচ্ছা নাই। রাস্তা দিয়ে 40 50 কিলোমিটার বেগে যাবো। পিছনে থাকতে কেউ। আরাম করে চলে যাবো। এই জন্য মূলত রয়েল এনফিল্ড হান্টার 350 নিবো ভাবতেছি।
👍👍
👍
👍
টাকা আছে কি?? নেবার চিন্তা সবাই করে,,,,নিয়ে জানাইও
Nin dada
আমি Hond Hness cb350 চালাই। এই মোটরসাইকেলর যেমন ইঞ্জিন পাওয়ার, তেমন ব্যালান্স, ফলে ভিড় রাস্তায় চালাতে সমস্যা হয় না। ইঞ্জিন তেমন গরম হয় না , ফলে ওই আমার মাথাটা ঠান্ডা থাকে। 😁😁 আর স্পিড 😜😜😜 😄😄😄 একেই বলে Japanese craftsmanship.... 👍👍👍👍👍👍
আপনার কথা সর্বৈব সত্য।
ক্লাসিক মডেল তা চালাচ্ছি, বেশি স্পিড নিয়ে হুশ করে চলে যাবো, তার জন্য এই bike নয়.
সাভিসিং কোম্পানি ওয়ার্কশপ থেকেই করাতে হবে. অন্য কাউকে দিয়ে করলে সমস্যা আছে।
বেশ গরম হয়. ঠিক ঠাক জিনিস না পড়লে পায়ে ছেঁকা খাবার চান্স আছে.
ভালোই খরচা আছে। ভারী Bike চালাবো সেই শখ থাকলে তবেই কিনুন।
এরকম বিভিন্ন রকমের টপিক নিয়েইতো ভিডিও চাই❤ সবসময়
আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন।
ধন্যবাদ আপনাকে♥️
দাদা বাংলাদেশের ইয়ামাহা লবণ কোম্পানি আপনাকে কত টাকা দিয়েছে? 🤣🤣🤣🤣🤣
puro video dekho
Absolutely
সঠিক কথা মেনে নেয়ার অভ্যাস করেন
গাঁজা খাইছিস এটা তোর পরিবার জানে?
@@shimulashraf13 তাহলে লবন কোম্পানীর বাইকে দাম এতো বেশি কেন এটা ডায়মন্ড দিয়ে বানায় নাকি
ami 1 year plus dekchi apnake, sotti oshadharon bolen apni kintu ajker review mon chua gelo asolei mone kotha gulo bolechen .tai aj e subscriber hoia gelam.all the best.love from dhaka.
A proud Royal Enfield owner. 🤍
It's Vintage, Classy, Retro.
I can emotionally connect with my Enfield.
Mileage?
@@Md.ShahadatHossainShis 30 to 34 in the city. 37 to 38 in highways.
@@rahulsahaavideo te to bollo 20-25
@@raihanahmedrony9927 I owned Royal Enfield Hunter.
@@raihanahmedrony9927 আরে রং ইনফরমেশন। ও তো রয়েল এনফিল্ড ব্যবহারই করেনি।
ঐতিহ্য বা আভিজাত্য রয়েল এনফিল্ড ❤
খুবই ক্লাসি একজন রিভিউয়ার।অভিজ্ঞতা থেকে বলছি।
ভালবাসা নেবেন, বাংলাদেশ থেকে 🇧🇩
Are dada. Apni bike er bepare o etokichu janen. MashAllah you're truly appreciable ❤
ভাই ইঞ্জিন অয়েল লাগে ১.৮ লিটার,, মাইলেজ ৩৫ চুখ বন্ধ করে চালালে ও যায়
নতুন ত এইজন্য একটু পুরোনো হোক বুঝবেন🥱
আপনার ভিডিওর স্পষ্ট উপস্থাপনা বেশ ভালো লাগে 😊
ধুর যত সব ভুল ভাল কথা।
আমি দুবছর ধরে meteor 350 চালাচ্ছি ।
অসাধারণ Bike , মাইলেজ 36 এর ওপর।
বছরে দু বার সার্ভিস করতে হয় , সার্ভিস খরচ অনেক কম ।
দাদা আমি ক্লাসিক চালাই আমার তো ৩০ এর ওপর মাইলেজ দেয় না।।
@@DavidSingh-z4w বাইক মেইনটেইন করে চালান। 35+ min.
Dada local a orom e mileage debe. R jodi to vlo mileage pete chan tahole clutch use kom korun. Long a jan 35-40 debei. Hunter 350 te to dey
আমি বুঝতেছি না রয়েল এনফিল্ড না কেনার জন্য এডভেটাইজ ছিল, নাকি কেনার জন্য এডভারটাইজ ছিল, সবকিছু তো রয়েল এনফিল্ডর প্রশংসা ছিল😊😊😊
রয়েল এনফিল্ড রুচিশীল সৌখিন ভদ্রলোকের বাইক। ৬/৭ লক্ষ টাকা দিয়ে প্ল্যাস্টিকের স্পোর্টস বাইক কিনে কি লাভ, যদি নিজের বাবা মা'কে পিছনে বসিয়ে চালাতে না পারেন?
তাহলে yamaha rx কেন আবাল 😂
@@ra2riyad887লবণের কোনো ভ্যালু আছে রে?
chapri?? @@ra2riyad887
Bhai agree with you..... But bajaj er cnj bike ta ekbar google e search kore dekhe nin....Full family jawa jabe tate....
@@ra2riyad887rx আবাল না, আবাল হল ACI company, তারা ২ লাখ টাকার বাইক ৫ লাখে বেচে। এখন Royel Enfield, Yahamaka ধর্ষন করে দিছে
Perfect topic in a Perfect time
Love from Bangladesh 🇧🇩 ❤
ভাই আপনার সাথে বাংলাদেশের লবন কোম্পানি ACI যোগাযোগ করেছিল কি??? 😅
😂
😂 ভুলভাল কথা বলছে ইনি । না জেনে কথা বলে যাচ্ছে বাংলাদেশী ভিউজ নেওয়ার জন্য
ইফাত মটরস কোম্পানি বাংলাদেশে royal enfilad নিয়ে এসেছে।
মনে হয় 😂😂😂😂
@@rubaiattalukdar7837 লবন কোম্পানির দালাল তরুর সাথে হুবুহু মিলে যাচ্ছে প্রথমদিকের অংশটুকু। ইঞ্জিন-অয়েল, ফিল্টার, মাইলেজ এই বিষয়গুলো তরুও তার ব্লগে আজকে প্রকাশ করেছে।
Royal Enfield classic 350 আমি চালাই গত ৬ বছর প্রায় আর আমার Royal Enfiled 350cc ২ বছর থেকে চালাচ্ছি আসলে আগে দাদার ছিল সেটা দিয়েই শিখেছি। তাই আমার ব্যৌ ও আমার প্রথম পছন্দের বাইক এর । তবে হ্যাঁ খরচ একটু বেশি প্রতি ১০০কিমি তে প্রায় ₹500 Petrol ও চেইন oil খরচ থাকবেই। বাকি খরচ আলাদা ২বছরে প্রায় ২২০০০-২৫০০০ হয়েছে ৩০০০০ কিঃমিঃ তে হয়েছে।
Dada Love from Bangladesh 🇧🇩❤
এটা একটা হারামি ইউটিইবার। অন্য কোম্পানির হয়ে কাজ করার জন্য নেগেটিভ জিনিস ছরাচ্ছে। এ পা পাবে বুলেটে চাপলে?? সবাই এটাকে ব্লক মারো।
এক প্রজন্ম রয়েল এনফিল্ড কিনবো । আগামী 10 পর্যন্ত ব্যবহার করবে নিশ্চিন্তে ।
এটাই রয়েল এনফিল্ড এর প্রকৃত গৌরবময় ইতিহাস।
বাংলাদেশ থেকে ভাইয়া ❤❤❤ একদিন আমিও Royal Enfield classic টা নিব যার দাম বাংলাদেশে ৪ লাক্ষ ১০ 😢
🤣🤣🤣🤣
দাদাকে সবসময় মোবাইল নিয়ে গবেষণা করে আমাদেরকে দাদার ভিডিও ব্লকের মাধ্যমে বুঝানো সেটা যতো নতুন ফোন ❤ আশ্চর্য হলাম বাংলাদেশে রয়েল এনফিল্ড আসার পর দাদাকে এই প্রথম কোনো বাইক মানে রয়েল এনফিল্ড সম্পর্কে এতো কিছু বুঝিয়ে ঊনার ভিডিওর মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন স্যালুট দাদা ❤ বাংলার এপার পুরোনো ঢাকার আরমানিটোলা তাঁরা মসজিদ মাহুৎটুলি সুন্দর বাংলাদেশ থেকে 💚❤️💚❤️💚
সহমত ভাই, বাংলাদেশ থেকে ❤
আদাব দাদা চারটে গাড়ির আলাদা আলাদা ভিডিও দেন এই চ্যানেলটাতে ফুল ইনফর্মেশন নিয়ে কারণ হচ্ছে এই বাইক গুলো সবার পছন্দের আর অনেকেই কিনবে বাইক গুলো।
এই ভিডিওতে অনেক ভুল তথ্য আছে। ইনফরমেশনের জন্য আরো অন্য ইউটিউবারের ভিডিও দেখে নেবেন।
Royal Enfield "Bullet 350" is the best bike of all time ❤️😌
আমি চালাচ্ছি 12 বছর। যেমন বলছেন তত খরচ নেই। আর এর বিশেষত্ব হল.... ঠিক করে রাখলে 25 থেকে 30 বছরে ও খারাপ হবে না। আর মডেলও পুরাতন হবে না। Royal Enfield এর সঙ্গে অন্য কোনও বাইকের তুলনা করা অযৌক্তিক।
বাংলাদেশের সৌখিন মানুষের সখটাই গুরুত্বপূর্ণ, টাকা কিছু না।
দাদা আমি এই চারটে বাইক চালিয়েছি। এই চারটে বাইকের সব প্রায় সমান শুধুমাত্র ECU বা MCU চারটে বাইকের আলাদা।।। সেই কারনে আলাদা এক্সপ্রিয়েন্স হয় চারটে বাইককে চালাতে।।😊😊😊😊😊😊
Royal Enfield হচ্ছে বেস্ট গাড়ি ❤,এখন আর ভাইব্রেশন নেই , আমি নিজে চালিয়েছি , কেনো ভিডিও তে মিথ্যা কথা বলছেন, আপনি কোনোদিন Royal Enfield চালান নি, আপনি কি অন্য কোম্পানি এর থেকে টাকা পান? আগে আপনার ভিডিও দেখতাম এবার থেকে বন্ধ করে দেবো, মিষ্টি ভাষায় মিথ্যা কথা বলেন।
আমি নিজে একজন royal Enfield owner আপনার কথা সঙ্গে সহমত।
আমার 2টো bike আছে। 1, classic350-bs6 & meteor 350 z series engine 2023। Bike দুটো সম্পূর্ণই আলাদা দুটোর মজা দুরকম, আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত royal Enfield কেনা আর হাতি পোষা 😂 but দাদা ktm, duke ঐগুলো স্পোর্টস sagment গুলোর সঙ্গে আমার মনে হয়না কম্পেরিশন হয়। তবে হ্যাঁ এটা ঠিক রয়েল ইঞ্জিন রাখা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার ❤
😂 দাদা ক্যাপশন টা ঠিক করে লিখুন বুলেট vs royal Enfield এটার মানে টা কি দাঁড়াচ্ছে জানা আছে ?? আর ভুলভাল ইনফরমেশন দেবেন না। ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড কোনোদিনও ২০kmph মাইলেজ দেয়না । ৩০+- kmph মাইলেজ পাওয়া যায় । আমি নিজে meteor চালাই আপনার কিছু কিছু ইনফরমেশন ভুল আছে ।
@@Debanjanworld আরে মিস ইনফরমেশন এ গিয়ে রিপোর্ট মারুন তারাতারি। আমি ও মেরেছি। খুজুন কিভাবে রিপোর্ট মারতে হয় তবুও মারুন। এক নম্বর এর হারামি ইউটিইবার। অন্য কোম্পানির হয়ে ভিডিও বানাচ্ছে ।
কেন bullet vs Enfield লিখেছি, ভিডিও দেখলেই বুঝতে পারবেন
@@Bengalitechey দাদা আপনি যে রিসার্চ করা ছাড়া যে ভিডিও বানানি এটা বুঝতে পারছি কিন্তু বাকিরা নিজেদেরকে অনেক বেশি পন্ডিত মনে করছে।
@@Dream_House1992 আমার নিজের রয়্যাল এনফিল্ড আছে আর তোরা ইউটিউবের ভিডিও দেখে বলবি মাইলেজ ২০ দেয় । তাহলে তোরা পণ্ডিত নাকি ছাগলের দল ?
@@Dream_House1992 আমার রয়্যাল এনফিল্ড আছে আমি জানি তুই ইউটিউবের ভিডিও দেখে কথা বলিস তাহলে তুই কি হলি ?
দারুন তো! দাদা এখন বাইক রিভিউ শুরু করেছে 😁❤️
ভাই এটা কিন্তৢ মোবাইল না সব জায়গাতেই দালালি করবেনা সব জায়গাতেই দালালি
Hero Honda CBZ chalachi 20 years dhore. CBZ is emotion❤
Kothai royal Enfield😊
সব ভুল তথ্য।
মানে অভ্র দা সব বিষয় নিয়ে দাদাগিরি করা ঠিক নাহ...
আমি রয়েল এনফিল্ড কে ডিপেন্ড করছিনা ; আপনিই প্রচুর ভুল ইনফরমেশন দিয়েছেন।
এই জন্যই আপনার ভিডিও ভালো লাগে। পাবলিক যাই বলুক, আপনি সত্যি স্বীকার করেন এবং বলেন।
আওয়াজ 😊 আর ভাইব্রেশন রাজকীয় সিংহের মতো ,এখন মাইলেজ বেশ ভালো 40-45 কেএম..... it's simply Alpha sigma male manly sexy
আমার একটা 2018 এর 500 Classic আছে। তেলের খরচা agreed, কিন্ত parts এর বা maintenance এর খরচা নগন্য। এবং অন্য কোন বাইক চালাতে ইচ্ছেই করবে না!
iPhone 15+16🤡🤡🤡🤡 Royal Enfield❤️❤️❤️❤️love from Kolkata ❤️❤️
আমার সপ্নের বাইক দাদা 😊।
Most authentic and to the point review ever. Thanks.
রয়েল এনফিল্ড হান্টার 35 মাইলেজ
Kinta Dada 14.7:1 holo purfect air , fule ratio Ata k Kom basi korla kono problem hoba na?
ACI কী যাকে তাকে দিয়েই দালালি শুরু করালো কী ❓
আমারও তাই মনে হচ্ছে এই ভিডিওটা দেখে এই ভাইকে মনে হয় ইনফ্লুয়েঞ্জার হিসেবে কিছু টাকা ঢুকিয়ে দিয়েছে।
দাদা Royal Enfield কেনার আগে সাবধান হব কিন্তু আপনার মত বাটপার ইউটিউবার থেকেও তো সাবধান হতে হবে মানুষ জ্ঞান দেয় যে কোন একটা বিষয় নিয়ে আপনি তো সব বিষয়ে জ্ঞান দেন তাহলে আপনিও একটা বড় বাটপার…
Honda Roadmaster চালাতে চালাতে ভালই rehearsal হলো মনে হয়। 😎 আসলে Royal Enfield is an emotion দাদা 😍
অনেক ভালো ভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,
অন্য আন্য বাইকের ও ভিডিও বানালে আশা করি ভালো কিছু আশাবাদী হবেন?
ভাইয়া,
আপনার কাছে মনে করুন Honda বা Yamaha বা kawasaki রা খুব দামী মোটরসাইকেল আছে.. ভালোই চলছে...
কিন্তু boss যখন Royale Enfield চালাবেন. তখন আপনার স্বর্গের সুখ অনুভব হবে. পাক্কা আর মনে হবে আমিই রাজা 😂😅❤🎉 i am king 🤴 ♥️ ❤️ 👌
লবণ থেকে অনেক ভালো!
অবশ্যই অনেক ভালো ✅ 💯
আমি একজন সাইকেল চালক হয়ে অযথা কেনো এই ভিডিও দেখলাম? 🙂🙂🙂🙂
বাইকের রিভিউ ও এত ভালো দিলেন আপনি! ধন্যবাদ বাংলাদেশ থেকে।
ভাই যে Royel Enfield চালায় সে খরচ এর কথা চিন্তা করবে না। যে খরচ এর কথা চিন্তা করবে সে ডিস্কাবার বাইক চালাবে।😢😢 RE 🖤❤️
একটা বাইক চালাতে সবার আগে ভাবতে হবে খরচের হিসাব, দ্বিতীয় লুক,এবং দ্বিতীয়-তৃতীয় হচ্ছে রিসেল মানি।রয়েল এনফিল্ড কোনটার মধ্যেই পড়ে না।তাই যেই কিনবেন ভেবে চিন্তে কিনবেন।
Go with honda cb 350 dlx pro...reliability of honda is tnere and classic Looks.. What a bike made by honda...splendid
আমার আপনার ভ্লগ দেখে মনে হলো আপনি Royal Enfield কখনও চালান নি, মানছি আগের ইঞ্জিন গুলো বেশী ভাইব্রেট করত। এখন সেটা করেনা। এমন কোনো সিঙ্গেল সিলিন্ডার বাইক নেই যার কোনো ভাইব্রেশন নেই। আমি গত ৩০ বৎসর নানা রকমের বাইক চালিয়েছি। সেই অভিজ্ঞতার থেকে বলছি। আপনি যদি বাংলাদেশি হন তাহলে তো রয়েল এনফিল্ড এই সবে আপনাদের দেশে এলো, আমরা ভারতীয়রা রয়েল এনফিল্ড এর তিন নম্বর ইঞ্জিন দেখছি। এর ভাইব্রেশন অনেক কম। রয়েল এনফিল্ড একটা চিন্তা একটা আবেগ এটা শুধু একটা বাইক নয়। এই মধ্য বয়সে এসে আমি আবার নতুন করে রয়েল এনফিল্ড কিনতে উৎসুক। বছর পাঁচেক অন্তত রয়েল এনফিল্ড না চালিয়ে আপনার ব্লগ করাটা সঠিক হয়নি। আগে যন্ত্রটি কে জানুন তারপর বলুন।
thank you dada apni Bangladesh a ekta bike aslo seta niya video banalen.. wow besh valo laglo
দারুন ভিডিও,,, আমাদের জন্য ওপকারি হয়েছে দাদা❤❤
Dada indiar royal Enfield and bangladeshe jegulo ashce egulo same quality naki durability te poriborton ache jodi bolten ❤️❤️
অনেককিছু জানতে পারলাম , ধন্যবাদ দাদা ❤
দাদা দেখি এখন কোড়া মোটো রিভিউয়ার হয়ে গিয়েছেন।
অনেক ভালো হয়েছে ভিডিও টা দাদা❤
Better option available Honda cb350,jawa......
At first take a test ride.....
Vibration a major problem
Poor mileage
Engine heating
শুধু নামটাই যথেষ্ট ۔۔۔۔রয়েল এনফিল্ড 👌🏻👌🏻👌🏻👌🏻
আমিতো সিটিতে ব্যবহার করবো এবং সেটা লং টাইম চালাবো প্রতিদিন। তাছাড়া প্রতি শুক্রবার লং ড্রাইভ হবে। তাহলে আমার জন্য রয়েল এনফিল্ড এর মধ্যে কোনটা বেষ্ট হবে? প্লিজ জানাবেন।
Royal Enfield গাড়ির ফিচার্স বিক্রি করে না।
ওরা বিক্রি করে সপ্ন ।
ওদের বিজ্ঞাপন দেখুন , অন্য বাইকের বিজ্ঞাপনের তুলনা করুন।
আপনার এই কথার সাথে একমত যে রয়েল এনফিল্ড চালাচ্ছি আর পাশ দিয়ে ১৫০ সিসি বাইক ওভারটেক করে গেলো তা মানার মতন মানুষিকতা খুব কম বাইকারের আছে।
রয়েল এনফিল্ড খুব ভালো কিন্তু একবার বাজাজ ডমিনার ৪০০ টেষ্ট ড্রাইভ নিয়ে দেখেন ইমোশন, পারফরম্যান্স, ড্যুরাবিলিটি সব পেয়ে যাবেন কারন ডমিনার একটা প্রিমিয়াম স্পোর্টস ক্রুজার কাম ট্যুরিং বাইক।
নতুন জিনিস সবাই অনেক আগ্রহ দেখাচ্ছে কিন্তু নেবার পর যখন ২..২০ লিটার মবিল ভরতে হবে বা দেখা যাচ্ছে মাইলেজ ৩০ বেশি পাচ্ছে না তখন কতজন এটা আর চালাবে সেটা তখনই বোঝা যাবে । তাছাড়া ইফাদ পার্টস এর কতটা available করবে বা বাজারে অন্য বাইকের যেমন পার্টস পাওয়া যায় তা যাবে কিনা সেটা দাম কেমন হবে সেটা একটা ব্যাপার রয়ে গেছে। বাইক নিৎসন্দেহে অনেক ভাল বাইক কিন্তু এগুলো চালাতে গেলে পকেটে অনেক টাকা থাকতে হবে। মাইলেজ চিন্তা করা যাবে না বা পার্টস, মবিল কত গেলো চিন্তা করা যাবে না । তবে ঢাকারা রাস্তায় যে পরিমাণে জ্যাম পড়ে তাতে এটা কতটা স্বাচ্ছন্দে চালাতে পারবে সেটাও বিষয় আর রাস্তায় স্মুথ থাকাটা জরুরী যেটা এই মুহুর্ত্বে নাই দেশে।
আপনাদের বাংলাদেশে হিরো স্প্লেন্দর চলে ?
বাজারে 2500 cc মটর সাইকেল আসছে। Harley Davidson এর মতো মটর সাইকেল গুলিও আছে। সেগুলো কি হাতি পোষার সমান নয় ? তবুও মানুষ কেনেন কেন ? এত কম দামে 350 cc র মটর সাইকেল, তার উপর এর ডিজাইন! বাজারে কটা আছে ? আপনি তো expert, খুঁজে দেখান দেখি। গলি গলি তে মিস্ত্রি পাওয়া যায়। নিজেই ইঞ্জিন অয়েল, ফিল্টার, এয়ার ফিল্টার পরিবর্তন করা যায়। অন্য গুলোতে যেটা সম্ভব হয় না।
কত কোম্পানি কত রকম মটর সাইকেল এনেছেন। কিন্তু Royal এর বাজার নষ্ট করতে পারেননি। এর look, sound, weight, comfortable riding সর্বোপরি Design যেটার কারণে শরীরের হাড় গোড়ের বিকৃতি আসে না।
Salam, Dada, Excellent presentation with information
influencer bike টিকে কিছু ভুল ব্যাখ্যা দিচ্ছে। তা ঠিক করে দিতে চাই।
1) bike টিতে 2.500 লিটার মোবিল লাগে এটা ঠিক
কিন্তু আপনারা দেখবেন সাধারণত আমরা bike এ (Fz, fazer,Bajaj 200 etc) ,2000 km পর bike er
মোবিল change করি কিন্তু Royel enfiled bike e 6000 km পর মোবিল change করতে হয় । যা হিসেবে করলে সমান বলা যায়।
2) এই bike টি কোনো racing bike নয় । এটি হলো একটি clasic bike যা কিছু ছাপরি বাইকারদের থেকে আলাদা করে। এই বাইকটির একটি স্ট্যান্ডার্ড আছে এবং বাইক রাইডিং এর আসল ফিল পাওয়া যায় যা বলে বোঝানো যায় না ।এই বাইকটি যেমন পাহাড়ের খাড়া রাস্তা তো চলে তেমনি মরুভূমিতেও সমানভাবে স্মুতে চলে।
এটি মাইনাস 5 ডিগ্রী তেও স্মুথএ চলে তেমনি ৫০ ডিগ্রি তে চলে । যার জন্য সেনারা এই বাইকটি ইউজ করে।
3) এটা ঠিক একসময়ের রয়েল এনফিল্ডের ভাইব্রেশন একটি বড় প্রবলেম ছিল কিন্তু বর্তমানে পুরোপুরি ঠিক হয়ে গেছে কোন ভাইব্রেশন হয় না।
4) আপনি যদি বাইক মডিফাই করতে পছন্দ করেন তাহলে classic 350 বাইকটি সবচেয়ে বেশি ভালো কারণ এই বাইকটি যেরকম ভাবে মডিফাই করা যায় অন্য বাইকগুলি সেরকম ভাবে যায় না।
5) আর এই বাইকটির ইঞ্জিন যত গরম হবে তত বেশি চালিয়ে মজা তখনই এই বাইকটির আসল পারফরম্যান্স দেখা যায় যা অন্যান্য bike এ দেখা যায় না। যার জন্য লং ড্রাইভের এই বাইকটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
5) আপনারা যারা বলছেন বাইকটির ওজন বেশি তারা মনে রাখবেন এই ওজনের জন্যই বাইকটির ব্যালেন্স খুব ভালো।
আরেকটি জিনিস দেখবেন অন্যান্য বাইকে ফাইবার ইউজ করা হয়। কিন্তু এই বাইকটি পুরোপুরি মেটালের তৈরি যার জন্যই এর ওজন বেশি।
আমি বলছি না যে FZ, Fazer , Pulsar ,TVS , এর বাইকগুলি খারাপ। তবে royal Enfield এর বাইক গুলির একটু আলাদাই craze আছে।
দাদা খুবসুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন ধন্যবাদ আপনাকে