Tourist Attraction at Venice | Murano and Lido Island | Venice Trip: Part- 03 | 4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025
  • ‘Lido’ দ্বীপে ওয়াটার বাস থেকে নেমে সোজা পথ ধরে হাঁটছে পর্যটকগণ। রাস্তার দুপাশে স্যুভেনির আর রেস্তোরাঁ গুলো বেশ পরিপাটি। আকাশ মেঘমুক্ত কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা এবং শুষ্ক। ফিলস লাইক চার ডিগ্রী। গতকাল সারাদিন ১০ ডিগ্রী তাপমাত্রায় বেশ আরাম অনুভব হচ্ছিলো। আজকের এই ঠান্ডা শরীরে কাঁপুনি দিচ্ছে। শীতকালে ঠাণ্ডার সাথে ইউরোপের দেশগুলোতে এক ধরনের বৈরিতা আছে। পরিষ্কার নীল আকাশ দেখে পোশাক নির্বাচন করলে ধোঁকা খাওয়ার সম্ভাবনাই বেশি। হুডি দিয়ে মাথা ঢাকার পরও কাজ হচ্ছেনা। যাচ্ছি ‘Adriatic Sea’ এর পাড়ে। Venice Mestro থেকে আজ একটু দেরী হয়ে গেলো মূল ভেনিস শহরে আসতে। তিন নম্বর ওয়াটার বাস ধরে 'Murano’ দ্বীপে নেমেছিলাম। বিশ্ব বিখ্যাত সব গ্লাসের তৈরী শিল্পকর্মের কাজ এখানে হয়। এদের তৈরী শিল্প বিশ্বের আর কোথাও নাকি পাওয়া যায় না। সৌখিন ক্রেতারা প্রতি বছর ভেনিসে আসেন গ্লাস দিয়ে তৈরী এইসব শিল্প কর্মের সন্ধানে। এই যেমন গ্লাস দিয়ে তৈরী শো পিস (গীটার) মাত্র ২৫ লক্ষ বাংলাদেশী টাকা। শরাব পান করার একটি ছোট গ্লাস মাত্র ৮ হাজার বাংলা মুদ্রা। বাসার ঝাঁড়বাতি মাত্র ১৩ লক্ষ টাকা 😀। চোখ দিয়ে দেখতে পারছে তাই নিয়ে শুকরিয়া করছে শিরিন। মাঝে মাঝে 'No photo' চিহ্নের তোয়াক্কা করছে না সে। এই লোভ সামলানো একটু কঠিন হয়ে পড়ছিলো সম্ভবত। দুধের স্বাদ ঘোলে মেটানো। কিছু কাজ চোখে লেগে থাকার মত। দ্বীপের মধ্যে দিয়ে সরু খাল বয়ে গেছে। এই খাল ধরে দু তিনশ বছর বা তারও অধিক পুরোনো দালান দাঁড়িয়ে আছে। নিচতলায় গ্লাসের দোকান। উপরে থাকার জায়গা। কার্নিভালের পোশাক পরে কিছু মানুষজন এদিক ওদিক ঘুরাফিরা করছে। ‘Murano’ থেকে 'Burano’ যাওয়ার কথা থাকলেও পরিকল্পনায় কিঞ্চিৎ পরিবর্তন আসায় এখন ৬ ডিগ্রী তাপমাত্রায় Adriatic সমুদ্রের গর্জন শুনছি। ঢেউগুলি বেশ বড়। একটা অদ্ভুত কান্ড ঘটে গেছে এর মধ্যে। একজন মহিলা সমুদ্রে নামার জন্য ছুট দিয়েছেন। ঠান্ডা কনকনে বাতাস। পানি গরম কিনা একজন হাত দিয়ে চেক করছে 😀 আমাদের অনেককেই অবাক করে দিয়ে আরো একজন এখন সমুদ্রের ঢেউকে আলিঙ্গন করে নিলেন। বিচে খুব বেশী মানুষজন নেই। সবাই পাড়ে দাঁড়িয়েই উপভোগ করছে এর বিশালতা। হরেক রকম রঙের ঝিনুক এখানে। শিরিন ঝিনুক কুড়াচ্ছে। কিছু তরুণ তরুণী ভলিবল খেলেছে। গাং চিলের উড়োউড়ি আর সূর্যাস্ত দেখতে দেখতে আরেকটি দিন পার হয়ে গেলো ভাসমান শহর ভেনিসে।
    ২৬.০২.২০২২
    ভেনিস, ইতালি

Комментарии •