কে এই শফিক রেহমান | Who is Shafik Rehman | Biography | Information | Political News | BNP |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • কে এই শফিক রেহমান | Who is Shafik Rehman | Biography | Information | Political News | BNP |
    শফিক রেহমান একজন সাংবাদিক, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক, বাংলাদেশে ভালবাসা দিবসের প্রচলক এবং একজন টিভি উপস্থাপক। ভালোবাসা দিবস ১৯৯০ সালে প্রথমবারের মত বাংলাদেশে ‘ভ্যালেন্টাইন ডে’ হিসেবে পরিচিত ভালোবাসা দিবস উদযাপনের সূচনা করেন| সাংবাদিক শফিক রেহমান। রাজধানীর তেজগাঁওয়ে তার অফিসের সামনে একটি সড়কের নামকরণও করেন ‘লাভ লেন’।
    ১৯৮৪ সালে তিনি সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠা করেন যা সাবেক স্বৈ*রশাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের বি*রুদ্ধে অবস্থান নিয়ে তিনি খ্যাতি লাভ করেন। ১৯৯১ সাল পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করেন। ইংল্যান্ডে তিনি স্পেকট্রাম রেডিও-এর পরিচালক ছিলেন। জীবনের অনেকটা সময় তিনি লন্ডনে কাটিয়েছেন। দেশে ফিরে তিনি ডেমোক্রেসি ওয়াচ নামক একটি প্রতিষ্ঠান গঠন করেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন-এ লাল গোলাপ নামক একটি টক শো উপস্থাপনা করতেন পরবর্তীতে যা বাংলাভিশনে প্রচার শুরু হয়। তাঁর স্ত্রী তালেয়া রেহমান।
    শফিক রেহমান তরুণ সমাজের মধ্যে বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধানমন্ডির ঝিগাতলায় গড়ে তোলেন একাডেমি ফিল্ম সোসাইটি। তিনি নিজেই এই প্রতিষ্ঠানের পরিচালক। তিনি তাঁর অ্যাকাডেমি ফিল্ম সোসাইটি ধানমন্ডি থেকে স্থানান্তর করে তেজগাও-এর লাভ রোডে যায়যায়দিন মিডিয়াপ্লেক্স নিয়েছেন। বর্তমানে এটি তার বাসভবনে অবস্থিত।
    রেহমান ১৯৩৪ সালের ১১ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শফিক-উর-রহমান। তার পিতা সাঈদ-উর-রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের শিক্ষক ছিলেন যিনি শেখ মুজিবুর রহমানেরও শিক্ষক ছিলেন।
    ১৯৪৯ সালে শফিক পুরান ঢাকার সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৫১ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও ১৯৫৬ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চ শিক্ষার জন্য পরে ইংল্যান্ড গমন করেন এবং ১৯৬৫ সালে ‘ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড ও ওয়েলস’ থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ইংল্যান্ডে বাংলাদেশের পক্ষে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সাথে কাজ করেন।
    গণতন্ত্র পুনরুদ্ধারের পর ১৯৯২ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং যায়যায়দিন পুনঃপ্রকাশ করেন। কিন্তু সেনাসমর্থিত সরকারের বি*রুদ্ধে লেখালেখির জন্য ২০০৮ সালে তিনি যায়যায়দিন-এর সম্পাদক পদটি হারান। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক নয়াদিগন্ত-তে কলাম লেখেন এবং ২০০৯ সাল থেকে তিনি মৌচাকে ঢিল নামে একটি সাময়িকীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
    Shafik Rehman is a Bangladeshi journalist, political analyst, and writer. He is credited for introducing Valentine's Day in Bangladesh.
    He has worked to gather support in favour of Bangladesh in England with Justice Abu Sayeed Chowdhury during the liberation war of Bangladesh in 1971. Rehman founded the weekly Jaijaidin in 1984. Rehman was a director of Spectrum Radio in England.
    Rehman was born as Shafik-ur-Rahman on November 11, 1934, in Bogra. His father Sayeed-ur-Rahman was a professor of Philosophy in the University of Dhaka who taught Sheikh Mujibur Rahman as well.
    Rehman studied in the Saint Gregory's School of the capital's Old Dhaka area from where he passed his matriculation in 1949. After the matriculation, he joined Dhaka College and passed intermediate examinations in 1951. He then completed his bachelor's and master's degrees in Economics in 1956 from University of Dhaka.[2][3] He went to England to complete his higher studies and joined Institute of Chartered Accountants in England and Wales from where he passed the exams for Chartered Accountancy in 1965. He later returned to Bangladesh and played an important role in the country's journalism and political analysis. Shafiq Rehman will always be remembered for his career and various contributions.
    Rehman is married to Taleya Rahman, a former broadcaster of BBC World Service and the founding executive director of an election watchdog "Democracy Watch". The couple has a son Sumit Rehman who resides in United Kingdom.
    #shafikrehman #biography #opentschool #bnp #news

Комментарии • 15

  • @alhamislamic
    @alhamislamic 28 дней назад +4

    বাংলাদেশে এই ভালোবাসা দিবস

  • @DearBD-p6w
    @DearBD-p6w 28 дней назад +2

    ছোট্টবেলার স্মৃতি, লাল গোলাপ অনুষ্ঠানের উপস্থাপক।

  • @মহাকাশেরপৃথিবী

    জিও দাদু জিও 😂😂😂😂

  • @ShadhinBangladesh_2.0
    @ShadhinBangladesh_2.0 25 дней назад +2

    ভালো

  • @অপুসটিভি
    @অপুসটিভি 2 дня назад

    আপনাদের চ্্যানেল কয়টা ভাইয়া,,ভয়েজ টা দারুন, আপনার ছবি দেখতে চাই

  • @alhamislamic
    @alhamislamic 28 дней назад +5

    বাংলাদেশে আর বিশ্ব ভালোবাসা দিবস হবে না

  • @KaziMahamudulHasan-ey4ev
    @KaziMahamudulHasan-ey4ev 27 дней назад

    ভিডিওর সাউন্ড আরো বাড়াই দিয়েন.......

  • @bnpbangladeshi
    @bnpbangladeshi 28 дней назад

    ❤❤

  • @RubelHossen-u5g
    @RubelHossen-u5g 28 дней назад +2

    তাহলে এই হালায় আসল কালপ্রিট।

    • @MazharulIslamSimon
      @MazharulIslamSimon 21 день назад

      কালপ্রিটের কী কাজ করছে?