How to do riyaz perfectly in older age| Beshi boyoshe kemon kore riyaz kora uchi| Babli Biswas,

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • How to do riyaz perfectly in older age| Beshi boyoshe kemon kore riyaz kora uchi| Babli Biswas,
    for online class Whatsapp no +918768808759
    contact id
    babli1982sargam@gmail.com
    facrbook : / bmusicb
    instagram : / bablimusic
    Watch playlist
    folk song: • Folk covers
    Original songs: • New original songs
    Cover songs: • cover songs
    #riyaz #classic
    Raag Yaman: • Raag yaman
    Raag Bhairab:ruclips.net/user/pl...
    #riyaztips #musiclesson #bablibiswas

Комментарии • 585

  • @bijoykumarchanda7289
    @bijoykumarchanda7289 Месяц назад +1

    আমি একজন retired person. আমার বয়স এখন ৬৪ বছর। আমি খালি গলায় গাইতে পারি এবং সেটা যৌবন বয়স থেকেই। আমি এখন গান শিখতে শুরু করেছি। আপনার ভিডিও আমি নিয়মিত দেখি ও মন দিয়ে শুনি। ভাল লাগে। বিশেষ করে বয়স্কদের সম্পর্কে যে যে ভিডিও টা আপনি পোস্ট করেছেন সেই সমস্যাগুলো আমার ক্ষেত্রেও প্রযোজ্য বলতে পারেন হচ্ছে। আপনার ভিডিও বেশ কার্যকরী। ভাল লাগে। আশা করছি বয়স্কদের রেওয়াজ বা গান শেখবার জন্য আরও ভাল ভাল ভিডিও ইউটিউবে পোস্ট পোস্ট করবেন। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

  • @MousumiPal-rs2to
    @MousumiPal-rs2to Год назад +6

    আমার বয়স ৪৭ বছর। ছোটবেলায় গান শেখার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি তাই এখন নতুন করে শুরু করেছি। তোমার ভিডিওগুলো আমি দেখি ভীষণ ভালো লাগে আমার। এই ভিডিওটা যে কথাগুলো তুমি বললে সব সমস্যা গুলি আমার মধ্যে হয়।

  • @kaberibiswas2304
    @kaberibiswas2304 2 года назад +11

    একজন আদর্শ সঙ্গীত শিক্ষার গুরু বলেই এত সুন্দর ভাবে আমাদের সঠিক সমস্যা গুলো উল্লেখ করেছেন । অনেক অনেক ধন্যবাদ 🙏

    • @mdjalil6868
      @mdjalil6868 2 года назад

      ruclips.net/video/Mz4eMyGYCBs/видео.html

  • @mousumiroy9410
    @mousumiroy9410 2 года назад +13

    তোমার বোঝানোটা খুব সুন্দর ।❤️👌

  • @puspakirtania331
    @puspakirtania331 6 месяцев назад +1

    খুব ভালো লেগেছে তোমার পরামর্শ,আমি একজন বয়ষ্ক শিক্ষার্থী।অনেক উপকৃত হলাম।ধন্যবাদ ।

  • @miramondal7295
    @miramondal7295 25 дней назад

    আপনার এই পরামর্শ খুব ভালো লাগল। আবার নতুন করে গান শেখার আগ্রহ পেলাম। ধন্যবাদ

  • @narayanchandrapatra8473
    @narayanchandrapatra8473 Год назад +3

    আমার বয়স বর্তমানে ৭৫। গান গাইতে ভালো লাগে রেওয়াজ চালিয়ে যাচ্ছি । তুমি যে ভাবে বুঝিয়ে দিচ্ছে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ।

  • @babybasu8379
    @babybasu8379 Год назад +1

    আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন খুব ভাল লাগল।চেষ্টা করব ওভাবে করতে।অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম।

  • @prativabanik7443
    @prativabanik7443 2 года назад +4

    খুব ভাল লেগেছে বোন।আমি retired এর দু বছর আগে থেকেই শুরু করেছি গান শেখা।তোমার কথাগুলো শুনলাম।একদম ঠিক কথা বলেছ। আমি আরো বেশি উত্সাহ পেলাম।ভালো থেকো।তোমাকে তুমি বললাম তুমি অনেক ছোটো।প্লিজ কিছু মনে করো না।

    • @mdjalil6868
      @mdjalil6868 2 года назад

      ruclips.net/video/Mz4eMyGYCBs/видео.html

    • @ranasarkar4414
      @ranasarkar4414 Год назад +1

      খুব ভালো শিখতে পারছি বোন তোমার চ্যানেল থেকে🙏🙏🙏🙏

  • @krishnachakraborty7282
    @krishnachakraborty7282 2 года назад +1

    খুব ভালো লাগলো তোমার advice। অনেক উপকৃত হলাম। খুব ভালো থেকো।

  • @AnusreePal-xb6jx
    @AnusreePal-xb6jx 9 дней назад

    আপনার সব কথা গুলো একদম ঠিক. আমার ক্ষেত্রেও এগুলো হচ্ছে.

  • @supriyabarua3874
    @supriyabarua3874 2 года назад +1

    প্রিয় আমার নতুন শিক্ষক আমার ভালোবাসা শুভেচ্ছা নিও। আজকে র ভিডিওটা আমরা যারা বয়স্ক শিক্ষার্থী আবার বহুদিন পর নতুন করে গান শেখার উদ্দ্যোগ নিচ্ছি তাদের জন্য এটা হচ্ছে একটি অসাধারণ পরামর্শ। সত্যিই তো আমরা এখন আগের সেই
    যৌবন কালের মতো করে আর কখনো হাজার চেষ্টা করেও গাইতে
    পারবোনা এটা ধ্রুব সত্য। হয়তোবা এখন আবার চেষ্টা করে খুব সামান্য গান গাইতে পারবো শুধু কেবল নিজের জন্য, গানকে ভালোবাসার জন্য । তুমি যা যা বলছ বয়স্ক শিক্ষার্থীদের জন্য তা অতি সত্যি। এর বাইরে আমরা হাজর চেষ্টা করলেও আর আগের জায়গায়
    কখনো ফিরে যেতে পারবোনা। এখন যা পাবো এটা হচ্ছে আমাদের জন্য একটি বোনাস পাওয়া। তোমার এতো সুন্দর উপদেশ পরামর্শের জন্য তোমাকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানাই। তুমি আমার সন্তানতুল্য।
    আশীর্বাদ করি তুমি আরও বড় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠো।

  • @shibanideb7512
    @shibanideb7512 Год назад

    Ae video ta amar mon chhue gechhe. Karon ata 100% amar life ar shathe mile gechhe
    .ki sundar guidelines gulo pelam. Follow korbo. Thank u so.........much Bubli Mam
    ( amar age 58)

  • @rumachatterjee8963
    @rumachatterjee8963 Год назад

    আপনার অসাধারণ বোঝানো। আপনি তে জিনিস গুলো ব্যাখ্যা করলেন,সেই অসুবিধা য় রয়েছি । আপনার পরামর্শ পেয়ে খুব ই সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @krishti5063
    @krishti5063 2 года назад +1

    খুব ভালো লাগলো আজকের video ,prati দিন follow করি , খুব উপকার পাচ্ছি

  • @ferdousalamchowdhury231
    @ferdousalamchowdhury231 11 месяцев назад

    খুব ভালো উপস্হাপন। অনেক ধন্যবাদ। আমি ঢাকা বাংলাদেশ থেকে।

  • @nabinbiswas8769
    @nabinbiswas8769 4 месяца назад

    Thanks, Onek kichu janlum. Khubi valo luglo. 🎉

  • @anjalisarkar245
    @anjalisarkar245 2 месяца назад

    You are a very good teacher and for old people also

  • @beautymukherjee5389
    @beautymukherjee5389 Год назад

    অপূর্ব বিশ্লেষণ। অনেক কিছু শিখলাম।

  • @rupasreechowdhury1766
    @rupasreechowdhury1766 2 года назад

    Khub valo laglo ....Anek kichu janlam....Tomar bujhanor tecnic asadharon.

  • @krishnadebnath1129
    @krishnadebnath1129 Год назад

    এই ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সুস্থ থাকবেন ।

  • @samaragartala
    @samaragartala Год назад +3

    Thank you for the beautiful learning video. I am at 54 and very much passionate about vocal performances. I started my music learning at the later age of 46 when my kids started learning music. I never have gone to learn from a guru and always followed classical concerts, performances by others, and obviously from youtube. I started performing without learning previously and being encouraged by fellow friends and colleagues to concentrate on development. recently I am going through some vocal problems, it sometimes cracks and I am compelled to stop singing . sometimes I couldn't give my fullest on stage and start repenting. But I have a bigger goal to perform for a big audience and have the potential to perform at stress for one hour to one and a half hours . Your advice suits me a lot. How can I be a pro performer? please guide me. God bless you with good health and prosperity.

  • @bnathsarkar5445
    @bnathsarkar5445 2 года назад +2

    আজকের ভিডিও দেখলাম শুনলাম। আমি ৩৫ বছর পরে গান শেখার চেষ্টা করছি। সমস্যার সবগুলো আমার সঙ্গে মিল তাই বলবো আমার জন্যে খুব উপকার হলো। সুস্থ্যতার জন্যে আপনার প্রতি আশির্বাদ রইল।

    • @sharmilamajumder5878
      @sharmilamajumder5878 Год назад

      আজই ভিডিওটি দেখলাম শুনলাম।বেশ
      ভালো লাগল।এভাবেই ভিডিও করুন।এতে
      সকলেরই অনেক উপকার হবে।খুব খুব ভালো
      থাকবেন।♥♥♥

  • @hasibhadra6579
    @hasibhadra6579 4 месяца назад

    আপনার কাছ থেকে গান শিখতে চেয়েছিলাম। আপনি রেসপন্স করেন নি।but আমি কিন্তু আপনার কাছ থেকেই বেশি শিখছি।আমি আনেক ভিডিও দেখি।এখনো পরযন্ত আপনার উপদেশ গুলই আমার সাথে মিলে যায়।অনেক অনেক ধন্যবাদ।

  • @user-zd8bd5cu6s
    @user-zd8bd5cu6s Год назад

    দারুণ সব কথাবার্তা বলা হচ্ছে এখানে। অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপনাকে।

  • @user-gx6fg4kj3x
    @user-gx6fg4kj3x Год назад +1

    ঠিকই বলেছেন। আপনার সবকটা পয়েন্ট ই একদম ঠিক, যেটা আমি অনেক বেশি বয়েসে শিখতে এসে অনুভব করছি।

  • @janealam2991
    @janealam2991 Год назад +3

    Didy Nomoskar/
    Many many thanks for your helpful video. I’m now 56, got retired bit earlier. I love Music, used to sing in my childhood. Due to lack of opportunities, I couldn’t learn to play Harmonium. Now in this stage of life, I am interested to set up my voice & learn to play harmonium. As you told, it’s for my satisfaction only. I am the singer & single listener of my song. I will follow your guidelines to develop my skills in this area. Wish you all the best.
    Regards
    Jane Alam
    Dhaka, Bangladesh

    • @prakashroy1552
      @prakashroy1552 Год назад

      Same in my case আমি হারমোনিয়াম ছাড়া শিখতে পারবো না ?

    • @user-rq3xx7nq4y
      @user-rq3xx7nq4y 11 месяцев назад

      আমি অনেকটা বয়সে গান শেখা শুরু করেছি। চাকরী থেকে অবসর নেওয়ার পর ৬৭ বছর বয়সে। গান শুনতে ভালবাসি। তার টানে এবং নিজের কিছুটা সময় কাটানোর জন্য। এ ব্যাপারে আমাকে সাহায্য করে আমার এক বন্ধু যদিও সে আমার থেকে বয়সে অনেকটাই ছোট। গানের জগতে ও অনেকদিন আছে। বছর তিনেক হয়ে গেল আমি গান শেখাতে মন ধরে রাখতে পেরেছি। আপনার কাছে একটা জানার বিষয় আমার গলা মাঝে মাঝে বসে যায়। গলা যখন ভাল থাকে হারমোনিয়ামের সাথে রেওয়াজ ও গান গাইতে কোন অসুবিধা হয় না। গলা যখন বসে যায় তখন মন একদম ভাল লাগেনা। গলা ভাল রাখতে কি করা উচিত যদি বলেন তাহোলে খুব ভাল হয়। আমি B Flat এ গানের রেওয়াজ করি।

  • @rupondeb6804
    @rupondeb6804 4 месяца назад

    Onek onek shonybad didi, eto sundorvabe uposthapon korlen. May almighty bless you. Namaskar.

  • @dibyendushekharbiswas9266
    @dibyendushekharbiswas9266 2 года назад +4

    How nicely you have mentioned music learning for the older aged persons! I appreciate your teaching methods highly. Thank you so much.

  • @jharnabhakta6172
    @jharnabhakta6172 Год назад

    আমার সমস্যা গুলো আপনার বলার সাথে মিলে গেলো।সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।

  • @abhijitacharya4345
    @abhijitacharya4345 2 года назад +2

    Khub bhalo laglo thanks

  • @promilakisku2399
    @promilakisku2399 Год назад

    Apnar ai topic alochona khub bhalo laglo ,ami khub upokrita holam

  • @user-xz4hc8vs6b
    @user-xz4hc8vs6b 6 месяцев назад

    খুব সুন্দর পরিবেশন করলেন। শিক্ষা পেলাম। আমার বয়স ৬৪। খুব কাজে লাগবে।

  • @ghoshmrsjayanti
    @ghoshmrsjayanti 2 месяца назад

    Love your suggestions

  • @debjanibanerjee2610
    @debjanibanerjee2610 4 месяца назад

    Good advice🙏.
    Scale er kotha jeta bollen khub valo laglo.oneke e scale niye nana mantobbo koren

  • @dipapal7715
    @dipapal7715 2 года назад +1

    Video ta khuv valo legache.... Apnar ro notun video r opekhai roilam....

  • @KrishnaDas-fw7xk
    @KrishnaDas-fw7xk 2 года назад

    Khub khub valo leassion dile Sweet Babli

  • @rumadasgupta2522
    @rumadasgupta2522 Год назад

    Vdo gulo dekhi onek upokrito hoi. Onek dhannobad

  • @banamaladey2615
    @banamaladey2615 2 года назад

    তোমার এই ভিডিও থেকে আমার অনেক কিছু শেখা হলো। তুমি খুব ভালো করে সেখাও। ধন্যবাদ তোমাকে।

  • @sudiptaroy8639
    @sudiptaroy8639 2 года назад +1

    Khub bhalo laglo ami tomar vdo gulo sab dekhi

  • @ranasarkar4414
    @ranasarkar4414 Год назад

    খুব খুব ভালো দারুন বোঝানো এবং শেখানো ধন্যবাদ

  • @rabindranathbera8364
    @rabindranathbera8364 11 месяцев назад

    Highly useful in practice.May God bless you.

  • @sufialam7444
    @sufialam7444 Месяц назад

    Enjoying a lot from Bangladesh

  • @SutapaChatterjee-g2u
    @SutapaChatterjee-g2u Месяц назад

    আমার বযস65আমি আজ নতৃন আপনার সব গানের রেওযাজের কথা শুনলাম খুব ভাল লাগল।

  • @paramita8177
    @paramita8177 Год назад

    খুব সুন্দর vdo টা আর সত্যি খুব উপকৃত হলাম 🙏

  • @minhajurrahman1137
    @minhajurrahman1137 2 года назад +1

    mam apnar video guli khubi gurutya purna.ami apnar natun following member.

  • @dipamukherjee2825
    @dipamukherjee2825 Год назад

    তোমার শেখানোর পদ্ধতি অনুসরণ করি খুব সুন্দর

  • @prabhusundormusic7099
    @prabhusundormusic7099 2 года назад

    খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হোল। আমার খুব ভাল লাগল।

  • @jayasribishnu9847
    @jayasribishnu9847 2 года назад

    Khub sundar apnar explanation . Thank you .

  • @prasantanath8537
    @prasantanath8537 Год назад

    I very like your teaching style Thak you madam

  • @manindranathpaul2690
    @manindranathpaul2690 Месяц назад

    ধন্যবাদ।এমন উপদেশ দেয়ার জন্য।

  • @proshantasarkar2527
    @proshantasarkar2527 2 года назад

    ভীষণ মূল‍্যবান এই লেশনটি। সঙ্গীত চর্চা করতে গেলে সর্ব প্রথম এগুলো মানতেই হবে। ভালো লাগলো ম‍্যাম

    • @bobitasingh6894
      @bobitasingh6894 Год назад

      বোন তোমার কথা খুব ভালো লাগলো আমি ও গান শিখতে চাই কিন্তু আমি পারিনি

  • @prasantabhattacharjee8071
    @prasantabhattacharjee8071 2 года назад

    অনেক কিছু জানতে পারলাম , অনেক অনেক ধন্যবাদ রইলো।

  • @pulakbiharimojumdar7815
    @pulakbiharimojumdar7815 2 года назад

    খুব সুন্দর উপস্থাপনা। নতুন অনেক কিছু জানতে পারলাম।

  • @basude4330
    @basude4330 9 месяцев назад

    Very good video. Helpful video. Thanks.

  • @mitaroysarkar6086
    @mitaroysarkar6086 2 года назад +9

    নমস্কার দিদি মনি। আমিও একজন বয়স্ক শিক্ষার্থী হিসাবে আপনার গুণগ্রাহী ছাত্রী। বোঝানো বা শেখানোর পদ্ধতি দেখে আমি মুগ্ধ। ভীষণ ভালো লাগে। নিয়মিত শুনি। খুব সুন্দর, সুস্থ আর ভালো থাকবেন।

    • @Bijoykumar4544
      @Bijoykumar4544 Год назад

      দিদি নমস্কার আমার বয়েস ৩০ আমার কোন স্কুল একটু বলবেন 😂😂😂

    • @khadijanewmusicstud7184
      @khadijanewmusicstud7184 Год назад

      ruclips.net/video/BVG373TjCl4/видео.html

  • @sutapabanerjee6373
    @sutapabanerjee6373 Год назад +2

    আমি অবসরের পর জীবনে প্রথম গান গাওয়া শুরু করলাম। তোমার উপদেশ গুলো খুব ভালো লাগলো ও মেনে চলবো।।

  • @user-kp5xt4cs3c
    @user-kp5xt4cs3c Год назад +5

    দিদিমনি আপনাকে নমস্কার, আমার বয়স ৬৫ অনেক আগে একটু আধটু গান করতাম,অবসর শেষে এখন গাওয়ার খুব সখ, কিন্তু গলায় পেরে উঠছিনা, তবে আপনাকে ফলো করে অনকটা উপকার পেলেও মাঝে মধ্যে গলা বসে যায়, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি।( আমি আপনার একজন বাংলাদেশী ভক্ত) ধন্যবাদ আপনাকে।

  • @drbhupennath957
    @drbhupennath957 Год назад +1

    I am 66 yrs old, have retired, love music, and I highly appreciate your teaching method also expec more lesson. Thank you

  • @ratanbarua7586
    @ratanbarua7586 Месяц назад

    খুব ভালো লাগলো, আমার বয়স ৬৩ আমিও নুতন শুরু করেছি। ধন্যবাদ আপনার উপদেশের জন্য।

  • @Chonde_O_Anonde
    @Chonde_O_Anonde 2 года назад +1

    অনেক উপকৃত হলাম বোন🌹🌹❤️❤️

  • @gobindagiri4890
    @gobindagiri4890 2 года назад

    খুব ভালো লাগলো আপনার উপদেশ গুলো, অনেক অনেক সমৃদ্ধ হলাম, ঠাকুর এর চরনে আপনার সুন্দর, সুস্থ,ও কল্যাণময় জীবনের কামনা করি,

  • @ivaganguly7673
    @ivaganguly7673 2 года назад +1

    Pratyekta point ekdom thik bolechho. Ei sab kata problem alpo bistar achhe, tabe remedy gulo o janieychho. Anek dhanyabad 🙏🏼 asubidhe hole abasya e janabo . Bhalo theko.

    • @syedabegum9422
      @syedabegum9422 2 года назад

      অনেক গুরুত্তপুর্ন কথা গুলো

  • @chhandabhattacharjee5582
    @chhandabhattacharjee5582 11 месяцев назад

    Tomer sunder kore bojhanor janno thanks.khub valo laglo.valobasa neo.

  • @anwarhossain3884
    @anwarhossain3884 2 года назад +1

    আমিও একজন বয়স্ক ছাত্র। আপনার এই পরামর্শ খুবই ভালো লেগেছে। বুঝতে পারছি একজন ওস্তাদ ধরতেই হবে, নইলে আর যাই হোক গলায় সঙ্গীত বসবে না। ধন্যবাদ আপনাকে।

  • @sunilsir943
    @sunilsir943 2 года назад +1

    খুব উপকৃত হলাম ম্যাডাম

  • @alexstarek1147
    @alexstarek1147 Год назад

    Wow! Ami from bd..apnar fan hoye gelam..love u didi

  • @triparnabera9393
    @triparnabera9393 Год назад

    Bhison informative video.. Thank you

  • @pallavibaruah8832
    @pallavibaruah8832 Год назад

    Nice.I m still learning at the age of 61.very useful video

  • @ritamukherjee808
    @ritamukherjee808 2 года назад

    Khub bhalo laglo video ta onek notun totho paylam thank you

  • @mhariranjandasmhariranjan1418
    @mhariranjandasmhariranjan1418 2 года назад +1

    ধন্যবাদ 🙏 আপনার প্রতিভার বিকাশ হউক সুরঈশরের নিকট আমার এই প্রার্থনা। গুরুতে অচলা ভক্তি হবেনি মন
    প্রাণ থাকিতে। 🙏

  • @user-yo5nm7tu4e
    @user-yo5nm7tu4e Год назад

    Khub valo lage tomar advice and bloggulo.

  • @anandaparomita
    @anandaparomita Год назад

    Liked your video. Very informative and encouraging. I am 55 yrs old and retired recently. I like music and sing casually at times but have no formal training. I live in Delhi, and I don't know where to start.

  • @shrabanichakraborty8420
    @shrabanichakraborty8420 Год назад

    খুব হেল্প ফুল তোমার ভিডিও গুলো। আমিও বেশি বয়সে গান শিখছি

  • @chowdhurymorzina7967
    @chowdhurymorzina7967 Год назад

    Absolutely right

  • @saktisaha3874
    @saktisaha3874 Год назад

    Tomar kothagulote khub upokrito holam .

  • @neilarya3745
    @neilarya3745 2 года назад

    একদমই ঠিক কথা ম্যাম। আপনার ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ।

  • @mriduladas9259
    @mriduladas9259 2 года назад +1

    সবটাই relate করতে পেরেছি। আর শুনে কনফিডেন্স আসলো যে এমনটা হওয়া অস্বাভাবিক না। অনেক ধন্যবাদ 💐

    • @mdjalil6868
      @mdjalil6868 2 года назад

      ruclips.net/video/Mz4eMyGYCBs/видео.html

  • @user-ud3lb1ic6x
    @user-ud3lb1ic6x 3 месяца назад

    Thanku mam for your advice ❤❤❤❤❤

  • @afrinsultanachowdhury6220
    @afrinsultanachowdhury6220 2 месяца назад

    আমি বাংলাদেশে মোটামুটি গানে যুক্ত আছি। আমাদের ছায়ানট থেকে রবীন্দ্রনাথ সঙ্গীত পাশ করেছি। তোমার কথা গুলো আমার অনেক ভালো লাগলো মা৷ ❤️❤️❤️❤️

  • @sunirmalroy577
    @sunirmalroy577 2 года назад +1

    Your expression is very nice.
    Thanks
    I shall try to sing with Harmonium
    Your advice is very much help me.
    Haridas Roy
    Bangladesh

  • @suparnamajumder9378
    @suparnamajumder9378 Год назад

    অনেক নতুন তথ্য পেলাম। ধন্যবাদ

  • @rakhimukherjee8318
    @rakhimukherjee8318 Год назад

    Amio onek bachor por abar suru korechi,tomar advice khub valo laglo

  • @sudipkrsingha4844
    @sudipkrsingha4844 2 года назад

    Ei tothyogulo deoar jonyo dhonyobad didi

  • @Sanjay-cm2on
    @Sanjay-cm2on 11 месяцев назад

    Tq so much di bhai khub valo laglo

  • @sanchitapradhan5475
    @sanchitapradhan5475 2 месяца назад

    Khub valo laglo

  • @mon....5702
    @mon....5702 Год назад

    দিদিভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সুন্দরভাবে বুঝিয়ে🙏🙏🙏

  • @anivachatterjeechatterjee9455
    @anivachatterjeechatterjee9455 2 года назад

    Ami sotti retirement er par sikhte shuru korechi, Kom boyese alpo sikhechilam. Apnar kotha gulo thik. Amar khub upokar holo.

  • @sporshoray7785
    @sporshoray7785 2 года назад

    ও দিদি ভাই অত‍্যন্ত চমৎকার এবং বাস্তব উপলব্ধি।

  • @user-vn7np7sq7w
    @user-vn7np7sq7w Год назад

    Khub bhalo .

  • @mousumibanerjee7184
    @mousumibanerjee7184 2 года назад +2

    তোমার এই ভিডিও টা খুব ভালো লাগলো, আমার একটু শ এর অসুবিধা আছে এটার নিয়ে একটা ভিডিও দিলে খুব ভালো হয়।

  • @kumkumsen3280
    @kumkumsen3280 2 года назад

    Apner video dekhe pratiniyato anupranito hoi , samridho hoi madam . Amar voice problem anekta solve hoye geche apner kache class kore . Anek dhyayabad .

  • @purnidasyoutub
    @purnidasyoutub Месяц назад

    খুব ভালো লাগলো

  • @nilimadas9799
    @nilimadas9799 9 месяцев назад

    Khub valo laglo shune onek samriddha holam .

  • @user-de2jd1lq2j
    @user-de2jd1lq2j Год назад

    Thanku you tha beautifully learnings video

  • @minatidutta5028
    @minatidutta5028 Год назад

    Khub valo laglo mam

  • @tultuljana3441
    @tultuljana3441 2 года назад +1

    আপনি যে কথা বলেন সেগুলো আমার মনে র কথা। আমি তার উওর পেলাম। ধণ্যবাদ 🙏🙏

  • @ashaganguli3733
    @ashaganguli3733 4 месяца назад

    Khub.valo.laglo.onek.dhannabad

  • @pratimasaha6985
    @pratimasaha6985 8 месяцев назад

    খুব ভাল লাগল তোমার এই
    VDO টা । আমি অনেক কিছু বুঝতে পারলাম ।আমি একজন বয়ষ্কা মহিলা ।আমি ছোটবেলায় গান শিখতাম তারপর যা হয় ,
    এইবয়সে এসে নিজের একাকিত্বতা ভুলতে এবং
    মনেরআনন্দ খুঁজতে আবার আরম্ভ করি।তাও ৫/৬ বছর হল ।আমার এখন বয়স ৭৭ তোমার প্রত্যেকটা কথা আমার সাথে মিলে যাচ্ছে ।
    তোমাকেঅনেক ভালবাসা জানাই এইভাবে আমার মনের জোর দেওয়ার জন্য ।❤

  • @chhandachowdhury7328
    @chhandachowdhury7328 Год назад

    Khub sundor tomar sekhano