বিষয়: কেন ইসলাম ত্যাগ করলেন

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 5 тыс.

  • @babuldutta9793
    @babuldutta9793 6 месяцев назад +21

    মাসুদ ভাইকে ধন্যবাদ।

  • @monowarhossain9644
    @monowarhossain9644 7 месяцев назад +43

    এরকম মুফতি মাসুদ আরও অনেকগুলো দরকার।

    • @MdAnsar-bu1tx
      @MdAnsar-bu1tx 4 месяца назад

      Jate pritibite bisrinkola hoi sala bastet toder karo jonmer tik nai tora kokorer choda toder make kokorer ek hajarbar chudese

    • @mdalmasud8256
      @mdalmasud8256 4 дня назад

      ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন। আমিও চাই আমার আপনার মত সবাই সত্যি টা জানুক।

  • @EverydayMessagesTV
    @EverydayMessagesTV 6 месяцев назад +15

    ইসমাইল সাহেব অসাধারণ উপস্থাপনা করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।

  • @MdSanuSanu-h8z
    @MdSanuSanu-h8z 4 дня назад +1

    প্রতিটা মুসলিম ঘরে একটা করে মুফতি মাসুদ দরকার
    তাহলেই সত্যের পথ উম্নোচিত হবে ।

  • @সত্যসন্ধানী-খ৮হ
    @সত্যসন্ধানী-খ৮হ 7 месяцев назад +6

    মুফতি মাসুদ ভাইয়ের মতো মানুষ মানব জাতির জন্য নক্ষত্র।

  • @bangladeshbangladesh4644
    @bangladeshbangladesh4644 Год назад +25

    মাসুদ ভাই উত্তরা বায়তুস সালাম মাদরাসায় আমারই ক্লাসমেট
    কসম করে বলছি, তিনি কারো সাথে কথা বলতেন না এবং একা একা থাকতেন আমাদের মাঝে সন্দেহভাজন ছিলেন

    • @HarunRashid-wi2kt
      @HarunRashid-wi2kt 4 месяца назад

      উনি হয়তো গুপ্তচর ছিলেন

    • @shahanewazsumon3
      @shahanewazsumon3 День назад

      এইজন্য ই আজ এখানে আসতে পেরেছে। না হলে তো আপনার মতো ধর্ম বেচে খাওয়া লাগতো।

  • @mdeasin3199
    @mdeasin3199 7 месяцев назад +28

    আমি মাদ্রাসায় পড়েছি। মসুদ ভাই এর কথা সত্য । মাদ্রাসায় ছাত্র বলৎকার হয়।

    • @RajDas-sh9re
      @RajDas-sh9re 7 месяцев назад +3

      আসলে ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ব্যবসা হচ্ছে ধর্ম।

    • @tanvirdoc
      @tanvirdoc 6 месяцев назад

      ETA dhormer dos nay. Dhormer onusason ki ETA support kore?

    • @RajDas-sh9re
      @RajDas-sh9re 6 месяцев назад

      @@tanvirdoc কিন্তু ইসলামে অন্য ধর্মের পুরুষ দের মেরে তাদের মা বোনকে দাসী বানিয়ে রাখা হালাল আছে । এটা যাই হোক সৃষ্টি কর্তার বতা হতে পারে না।

    • @DelowerHosen-n7h
      @DelowerHosen-n7h 4 месяца назад +1

      তোকেও কি বলৎকার করছে ----

  • @MizanurRahman-ln2mf
    @MizanurRahman-ln2mf Год назад +15

    উপস্থাপক সাহেবের শেষ গুলো বেশি ভালো লাগল ধন্যবাদ।

  • @badshamiah5612
    @badshamiah5612 6 месяцев назад +9

    জনাব মাসুদ কে অশেষ ধন্যবাদ জানাই।

  • @fahimaakter6560
    @fahimaakter6560 Год назад +6

    ইসমাইল সার কে ধন্যবাদ অশেষ ধন্যবাদ,

  • @barunkumardas8962
    @barunkumardas8962 8 месяцев назад +37

    যদি ইসলাম ত্যাগ করলে তাকে মুন্ডুচ্ছেদ না করত তাহলে আজ আজ একজন ও মুসলমান থাকত না

    • @touhidulislam5592
      @touhidulislam5592 8 месяцев назад

      জে জে

    • @jannatiasadferdaushipori
      @jannatiasadferdaushipori 5 месяцев назад

      মৃত্যু তোমাকে জানাবে প্রথম এবং শেষ বারের মতো তুমি কতটা ভ্রান্ত আর মিথ্যার মধ্যে আছো। আর ধর্ম ত্যাগ করলেই যদি একটাও মুসলমান না থাকতো তাহলে আমি বলবো ঐ সকল নামধারী মুসলমান তোমার মতো নাস্তিক শয়তানের সদৃশ। মুসলিমরা সব সময়ই নিজের জীবন দিয়ে ধর্ম রক্ষা করবে। আমরা মুসলিম আমাদের মেরে ফেললেও ধর্ম ছাড়বো না। আনরা তোমাদের মতো শয়তানের পূজারী না। যারা নিজ হাতে তৈরি করা মাটির পুতুল পূজা করে। যেই মাটির মূর্তি কিনা নিজের গায়ের একটা মাছিও তাড়াতে পারে না😂

    • @zawadzarif
      @zawadzarif 2 месяца назад

      তাই নাকি?

    • @Comrade60
      @Comrade60 2 месяца назад +2

      এইটা একদম ঠিক কথা বলেছেন।

    • @mdjamal-sh5iz
      @mdjamal-sh5iz 2 месяца назад

      ভাই তুইতো হিন্দু তাইনা
      তোর গিতার কিছু পইড়া শোনা তো
      আর আমিও আমার কোরআন পড়ে শোনাই

  • @jaharlaldutta8009
    @jaharlaldutta8009 7 месяцев назад +8

    Asad Noor and Mufti masud , People are with you.

  • @arbtutorialbd2018
    @arbtutorialbd2018 10 месяцев назад +16

    কিছু হুজুরদের কুঃআদত আছে এটা absolutely সত‍্য

    • @SubodhRoy-f3x
      @SubodhRoy-f3x 3 месяца назад

      ঠিক বলেছেন❤❤❤❤

  • @mizanexpress3859
    @mizanexpress3859 20 дней назад

    অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আপনার মতো উজ্জ্বল নক্ষত্র আমাদের আরো দরকার

  • @ConfusedCaterpillar-vh5su
    @ConfusedCaterpillar-vh5su 21 день назад +1

    মাসুদ ভাই আপনার কহায় যুক্তি আছে আপনার পথে অনেক মানুষ আছে এগিয়ে চলুন ।

  • @manushermela
    @manushermela Год назад +57

    সত্য চাপা পড়ে যায় তরোয়ালের কোপে

    • @True_Islamic_Informations
      @True_Islamic_Informations Год назад

      ⛔⛔⛔সকল নাস্তিক ও অমুসলিমদেরকে চ্যালেন্জ ও ইসলামে ফিরে আসার আহবান কেনোনা কোরআনের অতি আশ্চার্য বিরল বৈশিষ্ঠের কারনে কোরআনের মতো কোনো গ্রন্থ আল্লাহকে ছাড়া আর কেউ রচনা করতে পারবেনা,এ যাবৎ কেউ পারেনি তোমরাও পারবেনা পারলে করে দেখাও
      ⛔কেনোনা শুধুমাএ কোরআনেই রয়েছে বহু বিষয়ের অতি-আশ্চার্য্য সাইন্টিফিক বিরল তথ্য বহু নাম,অক্ষর শব্দ ও লাইনের গানিতিক ইকুয়েলিটি এবং নেটের বন্দন,যা তৎকালে আর কোনো উৎসে ছিলোনা আর এই বহুমাএীক বিরল আশ্চার্য্য বৈশিষ্ঠ্যের বেশ কিছু হতে মাএ অল্প কিছু তথ্য নিন্মে দিলাম
      ⛔যেমনঃসৌরজগতের তথ্য ফুরকান৬১
      ⛔কোরআনে ১৯এর নেট ও গানিতিক হিসাবের বন্দন
      ⛔কোরআন বলে আলাইহা তিশয়াতা আশারা ইহাতে রয়েছে উনিশ,সূরা মুদ্দাসির আয়াত ৩০
      ⛔কোরআনের প্রথম সূরা আলাকের প্রথম শব্দ ইক্বরা হতে ইয়ায়লামু পর্যন্ত প্রথমে শুধু ১৯ টি শব্দই নাযিল হয় যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনের সর্ব শেষ সূরা নাছরে ১৯ টি শব্দই রয়েছে যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔সর্ব প্রথম সূরা আলাক যা ৯৫ নং সূরা ১৯ দ্বারা বিভাজ্য আর বাকি থাকে ১৯ টি সূরা যা ১৯ দ্বারা বিভাজ্য আলাকে শব্দও রয়েছে মোট ৭৬ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔সূরা ق এ কাফ শব্দটি আছে ৫৭বার১৯দ্বারা বিভাজ্য
      ⛔সূরা শুরা তেও ق রয়েছে ৫৭ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনের সকল সূরার ১৯তম শব্দে ق রয়েছে ৭৬ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔সূরা ইয়াসিনে ইয়া ي শব্দ টি ২৩৭ বার এবং س শব্দ টি ৪৮ বার ২৩৭+৪৮%১৯=১৫ বারে বিভাজ্য
      ⛔বিসমিল্লাহির রাহমানির রাহিম শব্দটি আরবিতে মোট ১৯টি অক্ষর আছে যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔আবার এটি রয়েছে ১১৪ বার যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনে সূরা সংখ্যাও মোট ১১৪ টি যা১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনে কোরআন শব্দটিও রয়েছে ৫৭ বার যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনের ১৯তম সূরা মারিয়মে ك م ي ع ص এ ৫টি অক্ষর মোট ৭৯৮ বার রয়েছে যা ১৯ দ্বারা ৪২ বারে বিভাজ্য
      ⛔আল্লাহ শব্দটি পুরা কোরআনে এসেছে সর্বমোট ২৬৯৮ বার যা ১৯ দ্বারা ১৪২ বারে বিভাজ্য হয়,
      ⛔দিন শব্দ টির সমোর্থবোধক শব্দ ইয়ম, আইয়াম ও নাহার কোরআনে রয়েছে মোট ৩৬৫ বার এসেছে এটা হলো সূর্যের ৩৬৫ দিনে ১ বছর তা হুবুহু ৩৬৫ বারই রয়েছে
      ⛔একক ভাবে দিবস শব্দ টি আরবিতে ইয়ম বলা হয় আর তা মাএ ৩০ বারই রয়েছে
      ⛔কোরআনের সর্ব শেষ নাযিল হওয়া আয়াত টিও আলে ইমরানের ১৯নং আয়াতেই রয়েছে১৯ বিভাজ্য
      ⛔নাহলের ১০১ নং আয়াতে আল্লাহ বলেন আমিই আয়াত পরিবর্তন করে অন্য আয়াত দেই এই আয়াত টিতেও মোট শব্দ রয়েছে ১৯ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔আলে ইমরানের ৫৯ নং আয়াতে আল্লাহ বলেন আমার নিকটে ঈঁসার উদহারন হলে আদমের মতো তারা উভয়ের পিতাহীন সৃষ্ট পূরা কোরআনে ঈঁসা শব্দ টি ২৫ বার ও আদম শব্দটিও ২৫ বারই সমান সমান এসেছে
      ⛔কোরআনে তোয়া আনুগত্য শব্দটি এসেছে ৮৩ বার আনুগত্য করলে ভালোবাসেন তাই মুহাববাহ ভালোবাসা শব্দটিও এসেছে ৮৩ বারই কি ব্যালেন্সিং
      ⛔১টি পাপে ১টি পাপ,১টি নেকে তার দিগুণ সওয়াব দেয়া হয় তাই ফুজজার পাপি শব্দটি ৩ বার ও পুন্যবান শব্দটি তার দিগুন ৬ বার এসেছে
      ⛔ক্ষমা শব্দটি এসেছে ১১৭ বার ও তার দ্বিগুন পুরস্কার শব্দটি এসেছে ২৩৪ বারই
      ⛔কালু তারা বললো শব্দটি আছে ৩৩২বার,এবং কুল বলে দিন শব্দটিও এসেছে৩৩২বার
      ⛔কোরআনে খামরু বা মদ শব্দটি এসেছে ৬ বার,মদ খেলে মাতাল হয় সাকারা শব্দটি ও এসেছে ৬ বারই
      ⛔গাছের চারা প্লান্ট শব্দটি আছে ২৬বার,এবং গাছ শব্দটিও আছে ২৬ বারই
      ⛔এবার একটি অবিশ্বাস্য তথ্য দেখুন পুরুষের শুক্রাণু তে ২৩ টি ক্রোমোজম ও মহিলার ডিম্বাশয়ে ২৩ টি ক্রোমোজম মিলে সৃষ্টি হয় মানুষ আর প্রতিটি মানবদেহ কোষের ক্রোমোজম হয় ৪৬টি
      ⛔এবার পূরা কোরআনে পুরুষ শব্দটিও এসেছে ২৩ বার ও নারী শব্দটিও এসেছে ২৩ বার২৩+২৩=৪৬ মনব ক্রোমোজম,আজিব নয়কি
      ⛔কোরআনের একটি অক্ষরও পরিবর্তন করা সম্ভব নহে সূরা হা মিম আস সাজদা আয়াত৪২,আজোও তা হয়নি
      ⛔কোরআন বলে সকল জীব পানি হতে সৃষ্টি সূরা নুর ৪৫,আম্বিয়া৩০,সূরা নাবা ৮,ইয়াসিন ৩৬
      আজ সাইন্সে তা প্রমানীত
      ⛔ভ্রূন জোঁকের ন্যায় জরায়ুতে কামড় দিয়ে রক্ত চুষে বড় হয়ে একটি পূর্নাংগ মানব হয়,কোরআনে এটাকে আলাকা জোঁকের ন্যায় বলেছে সূরা আলাক২,সূরা মুমিন৬৭,এ ভ্রূন এতো ছোট্ট যে তাকে অনুবীক্ষন ছাড়া দেখা যায়না অথচ কোরআন তার হুবহু তথ্য দিয়েছে আলাকা বলে
      ⛔কোরআন বলে বিশ্ব জগতের সকল গ্রহ নক্ষএ ঘুর্নায়মান,সূরা আম্বিয়া ৩৩
      ⛔কোরআনে বিগব্যাং
      ⛔অবিশ্বাসীরা কি দেখেনা আসমান জমিনসমুহ একএে মিশিয়া ছিলো আমি উহা আলাদা করে দেই,সূরা আম্বিয়া৩০,জাসিয়া ৩৬
      ⛔কোনো নির্বোধই পারে এতোসব জেনেও ইহা অমান্য করতে।

    • @youtube1ti
      @youtube1ti Год назад +2

      একদম তাই

    • @pinkpasa2634
      @pinkpasa2634 Год назад

      @@youtube1ti মনু,মুহাম্মদ,হিটলার কেউ সত্য চেপে রাখতে পারবে না।

    • @kpr4684
      @kpr4684 Год назад +1

      ভালোভাবে পড়ুন গবেষণা করুন সত্য জানতে পারবেন।

    • @mdashrafulmolla1723
      @mdashrafulmolla1723 Год назад

      মাদারচোদ, তুই নাস্কিক বা সয়তান হ, তাতে আমাদের বাল ছিড়া, খানকির পোলা, ইসলাম সত্য না মিথ্যা মুত্যুর পর বুঝবি কুত্তার বাচ্চা।

  • @romizuddin-py4gg
    @romizuddin-py4gg Год назад +9

    মুফতি মাসুদ আপনি ইসলামের পথে ফিরে আসুন ভালো হবে।

    • @mdmasudrana7240
      @mdmasudrana7240 Год назад

      Oni jodi islam thake bimokh hoi jay tahle onk moftih blah hoi kon hisabeh?

    • @didarbd309
      @didarbd309 Год назад

      মুখ থেকে বের করা থুখু কি মুখে নেওয়া যায়

  • @আলিয়া-হ৫ব
    @আলিয়া-হ৫ব Год назад +157

    যখন কেউ সত্য জানে এবং বোঝে তখন তাকে আর মিথ্যা দিয়ে আকৃষ্ট করা যায় না।

    • @abdulgofur1295
      @abdulgofur1295 Год назад +5

      Right 👍, I am from Assam State in India 🇮🇳

    • @krishnakantasarkar698
      @krishnakantasarkar698 Год назад +11

      আমরা বলতে চাই যা সত্য তাই ধর্ম। অন্ধ বিশ্বাস ও সত্য এক নয।আপনারা দীন শব্দ ব্যবহার করেন না কেন? ধর্ম আরবী শব্দ নয।'ধর্ম ' আদি

    • @white1383
      @white1383 Год назад +1

      @@krishnakantasarkar698 আসছে আরেকজন। শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দিয়ে ত্যানা প্যাঁচাতে চাইলে সেই প্যাচ কখনও খুলবে না। শুধু বাড়বে। এইরকম প্যাচে পরেই মৌলবাদ ছড়াচ্ছে। ভারতেও এখন মানুষ কম হিন্দু মুসলিম বেশি

    • @tanvirdoc
      @tanvirdoc 6 месяцев назад +1

      Sotto jante akol lage. Ase akol?

    • @mishonsyl3057
      @mishonsyl3057 5 месяцев назад +1

      Right ❤👍

  • @ahmeddrss1179
    @ahmeddrss1179 2 месяца назад +1

    Mufti Masud, thank you for focusing the reality of Madrassa. I also studied madrassa for a short time and gained many knowledge about madrassa.

  • @সত্যসন্ধানী-খ৮হ
    @সত্যসন্ধানী-খ৮হ 7 месяцев назад +18

    মুফতি মাসুদ সত্যি একজন চিন্তশীল উজ্জ্বল নক্ষত্র।

    • @nawazishkhan9844
      @nawazishkhan9844 7 месяцев назад

      Thanks to Mufti Masud for his bold stand against Islam.

  • @সত্যসন্ধানী-খ৮হ
    @সত্যসন্ধানী-খ৮হ 7 месяцев назад +38

    নিজের ধর্ম সম্পর্কে ভালো ভাবে জানা প্রয়োজন। এবং নিজেদের ধর্ম গ্রন্থ গুলো নিজের মাতৃ ভাষায় বুঝে বুঝে পড়া দরকার।

    • @abdulljalil
      @abdulljalil 6 месяцев назад

      কাফের মাছুদ

    • @RajeshKumar-dw2fp
      @RajeshKumar-dw2fp 5 месяцев назад

      বোকাচোদা মাথা খারাপ হয়ে গেছে তোর , কোরআন কোন বাংলা ভাষায় লিখিত হয়নি , শালা তুমি বাংলাতে কোরআন পড়বে

  • @raisa__khan
    @raisa__khan Год назад +143

    আল্লাহ্‌ নিজেই বলেছেন, হে নবী আপনি চাইলেই সবাই কে হেদায়েত দিতে পারবেন না আমি না চাইলে।

    • @white1383
      @white1383 Год назад +6

      দিলের নবীর ক্ষমতা নাই তাই দিলের নবী এই আয়াত নাজিল করেছে।

    • @white1383
      @white1383 Год назад

      @@GermanVikari তাহলে অবিশ্বাসীরা ও অবিশ্বাসী হয়েছে আল্লাহর ইচ্ছেয়, ঠিক? তবে কল্লা উড়ানোর হুমকি কেন? অভিজিৎ রা কোপ খায় কেন? নিজেরাই তো তাহলে আল্লাহ মানেন না।

    • @biswajitdebnath3438
      @biswajitdebnath3438 Год назад +6

      আল্লাহর সাথে কবে দেখা হলো ?

    • @ranjon01787
      @ranjon01787 Год назад +10

      @raisa_khan তার মানে আল্লাহ হেদায়েত দান করেন আর যারা খারাপ কাজ করে আল্লাহর ইচ্ছায় করে কারন আল্লাহ তাদের হেদায়েত করে না। তাহলে এখানে দোষ তো আল্লাহর,খারাপ ব্যাক্তির না??আপনার সাথে আমি একমত।👍👍👍👍👍👍

    • @raselhossain4254
      @raselhossain4254 Год назад +12

      তাইলে আর মানুষের দোষ কি? হেদায়েত তো আল্লাহ নিজেই দিতাছে না😂

  • @basudebbhattacharjee7600
    @basudebbhattacharjee7600 5 дней назад

    সত্যি বলতে মানবিকতা, আস্থা ও সৌভাতৃত্ব প্রতিটি মানুষ আশা করে।

  • @MadobSorkar-dm8rt
    @MadobSorkar-dm8rt Месяц назад +1

    ধন্যবাদ মাসুদ ভাই

  • @zawadzarif
    @zawadzarif 2 месяца назад +3

    উপস্থাপনা চমৎকার।

  • @ashrafulahamed9826
    @ashrafulahamed9826 Год назад +7

    ইসলামপন্থিদের কমেন্টগুলো খুব সুন্দর।

  • @MonshitaMahi
    @MonshitaMahi Месяц назад +2

    মাসুদ সাব সত্যিই একজন আলেম।এই রকম আলেম জন্ম নিলে সমাজের কোন ক্ষতি হবে না।

  • @onamikaamin3941
    @onamikaamin3941 6 месяцев назад +37

    মুফতী আব্দুল্লাহ আল মাসুদকে ধন্যবাদ। হাফেজ,মাওলানা, মুফতী, মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপল হয়েও বিনা পুজির ধর্মব্যবসা না করে সত্যের পথ বেছে নিয়েছেন।

    • @tanvirdoc
      @tanvirdoc 6 месяцев назад

      Dhormo sotto

    • @Abdurrahim-q7k5t
      @Abdurrahim-q7k5t 5 месяцев назад

      সুকোরের বাচ্চা

    • @nilporinilanjona3440
      @nilporinilanjona3440 4 месяца назад

      Uni ekon dhormo grohon korechen

    • @MDSULTANALI-ps3ib
      @MDSULTANALI-ps3ib 4 месяца назад

      যার অর্থ নাই তার পুঁজি হলো শ্রম।

    • @SubodhRoy-f3x
      @SubodhRoy-f3x 3 месяца назад

      সত্যের জয় হয়🎉🎉🎉🎉

  • @mdcmdc12
    @mdcmdc12 7 месяцев назад +4

    তার পারিবারিক খোঁজ নিলে সব জানতে পারবেন। কেউ সঠিক তথ্য না জেনে বিশ্বাস করবেন না

  • @Moshahed-Bangladesh
    @Moshahed-Bangladesh 10 месяцев назад +32

    সত্য জানা আর বলার সাহস কম লোকেরই আছে । ভাষাগত আচরণই বলে দিচ্ছে কে কোন ধরণের লোক। যদি কোন এক বিশ্বাস অন্য বিশ্বাসকে ঘৃণা করা শেখায় তাহলে, নিরপেক্ষ ও যৌক্তিক না হয়ে সত্য বের করা কি সম্ভব? ধর্মের পন্ডিত যারা তারাই বিভক্ত আর ধর্ম সম্পর্কে আমাদের মত স্বল্প জ্ঞানী অথবা অশিক্ষিত তাদের মুখে গালি ছাড়া আর কি থাকবে? এই হল আমাদের ধর্মীয় শিক্ষা ।

    • @opurbachakladar846
      @opurbachakladar846 9 месяцев назад +3

      আপনার সাথে আমার একমত

    • @touhidulislam5592
      @touhidulislam5592 8 месяцев назад

      জনাব! আপনার জন্য একটি চমৎকার বই আছে।বইটির নাম প্যারাডক্সিক্যাল সাজিদ।লিখক আরিফ আজাদ।আমি ১০০% নিশ্চিৎভাবে বলতে পারি যে বইটিতে আপনার সকল সংশয়ের উত্তর পাবেন,ইনশাআল্লাহ। জাঝাকুমুল্লাহ

    • @rameswarmurmu7128
      @rameswarmurmu7128 4 месяца назад

      ধর্মীয় স্বাধীনতা দেওয়া টাও মানবতার,যা ইউরোপে আছে,

  • @H20-uc3bm
    @H20-uc3bm 3 месяца назад +2

    মাসুদ ভাইয়ের প্রত্যেকটা কথা সাথে বাস্তবতা মিল পাওয়া যায়।

  • @SmilingCakeSlice-zw6rs
    @SmilingCakeSlice-zw6rs 6 месяцев назад +8

    মাসুদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤

  • @basharbashar7284
    @basharbashar7284 Год назад +34

    হেদায়েত খুব মূল্যবান জিনিস সবার নসিবে জুটেনা

    • @Blackangel-bb3lw
      @Blackangel-bb3lw 11 месяцев назад

      আল্লাহর নাম নিয়ে অনেকে হাসতে হাসতে মরতে দেখেছি। আর তাদের কঠিন থেকে কঠিনতম মৃত্যু হয়েছে চেহারা ভয়ংকর নিকট হয়েছে যারা আল্লাহকে মানে নাই।

    • @alamgirtasiana
      @alamgirtasiana 11 месяцев назад

      Masud jene sune kotha bolchhe

    • @RaselHossain-gt4mo
      @RaselHossain-gt4mo 11 месяцев назад

      তোর কপালে হেদায়েত জুটবে কামনে সেটা নিয়েই ভাব।
      হোল এর হেদায়েত

    • @ahmedsimanto7745
      @ahmedsimanto7745 10 месяцев назад

      কাদের নছিবে জুটে যারা জন্মের পর যা শুনে তাই বিশ্বাস করে পড়ালেখা করে নাই কখনো কুরআন পড়তে পারে না। ইসলাম সম্পর্কে কোন জ্ঞান নাই তাদের কপালে হেদায়েত বেশি জুটে এইটা কেন হয় যদি বলতেন?

  • @mdanamul9101
    @mdanamul9101 6 месяцев назад +23

    আমার যাচাইয়ের কোনো দরকার নেই, সুর্য চন্দ্র যেমন আছে আমার আল্লাহ তেমনি আছে,আমি বিশ্বাস করি এক আল্লাহর যিনি এক ও তার কোনো শরিক নেই, আমার জন্মেও আগেও আমার কোনো পরিচয় ছিলো না,আল্লাহ আমাকে পরিচয় দিয়েছেন এক ফোঁটা অবিত্র পানি থেকে, আলহামদুলিল্লাহ্ ❤❤

    • @Noname-vz4hr
      @Noname-vz4hr 5 месяцев назад

      ধুর বোকা@@দা মুসলমান 😂😂, তোর আল্লাহকে বল আমার চুল ছিড়তে

    • @BiswajitMajhi-pj9oc
      @BiswajitMajhi-pj9oc 4 месяца назад

      এটাই হল ধর্মান্ধের পরিচয়

    • @SubodhRoy-f3x
      @SubodhRoy-f3x 3 месяца назад +1

      অন্ধের কিবা দিন কিবা রাত

    • @mohammedarifhossain4805
      @mohammedarifhossain4805 Месяц назад

      @@BiswajitMajhi-pj9oc tur Mar heda

  • @prosantakumarroy935
    @prosantakumarroy935 3 месяца назад

    Lots of thanks Masud Bhai for your eloquent urgument

  • @LoverBoy-897
    @LoverBoy-897 Год назад +48

    আব্বাসী হুজুর আজহারী হুজুর,আসাদ নূর মুফতী মাসুদ নিয়ে অতি শীঘ্রই শান্ত ডিবেট লাইভ চাই

    • @ashiksarker3501
      @ashiksarker3501 Год назад +2

      আসিফ মহিউদ্দিন ভাইরে ডাকবেন নাহ...!

    • @abubakhar1462
      @abubakhar1462 Год назад +2

      ঠিক বলেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা সাধারণ মানুষের জানার দরকার হযোগে বাঙালি আমরা অনেকে অনেক বুল ব্যাখ্যা দিয়ে নিজের স্বার্থ গোছায়

    • @white1383
      @white1383 Год назад

      আপনি আয়োজন করেন

    • @GermanVikari
      @GermanVikari Год назад +1

      ​@@ashiksarker3501কেন? ভয় পান আসিফ মহিউদ্দিন কে?

    • @SuvenduSamanta-hg3jm
      @SuvenduSamanta-hg3jm 4 месяца назад

      ​Pant khule jabe...proof korte

  • @TVchannelTVchannel-k6t
    @TVchannelTVchannel-k6t 4 месяца назад +6

    সত্য জানা আর বলার সাহস কম লোকেরই আছে ।

    • @SubodhRoy-f3x
      @SubodhRoy-f3x 3 месяца назад +1

      সত্য❤❤❤❤❤

    • @zawadzarif
      @zawadzarif 2 месяца назад

      আগে তো জানতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।

  • @kingjacky722
    @kingjacky722 Год назад +90

    আমি নিজেই মাদ্রাসায় পড়েছি কিন্তু এমন কিছু হয় নাই কিন্তু কিছু হুজুর হয়তো খারাপ হতে পারে কিন্তু সবাই তো না।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Год назад +9

      হুজুরদের কাছে আপনাকে গেমমান মনে না হওয়ায় আপনার সাথে অমনটা ঘটেনি।
      সবার পর্যবেক্ষণ ক্ষমতা সমান নয়, তাই অন্যদের সাথে কি কি ঘটেছে তা আপনি বুঝতে পারেননি।
      মাদ্রাসায় পড়াশোনা করে আপনি কি কি অর্জন করেছেন, এবং বর্তমানে কোরআন অনুসরণ করে জীবনযাপন করেন কি?

    • @sajedulislam3537
      @sajedulislam3537 11 месяцев назад +6

      শয়তানও এত শয়তান হয়না

    • @alamgirtasiana
      @alamgirtasiana 11 месяцев назад

      @@bonggojbihonggo991 bhai, second question ta out of context

    • @Blackangel-bb3lw
      @Blackangel-bb3lw 11 месяцев назад +1

      শুধু হুজুর না সভ্য মানুষের মধ্যে এমন অসভ্যতা থাকে। এজন্য একাধারে সবাইকে বিচার করা উচিত নয়। আসলে কিছু মানুষ যুক্তি দ্বারা মানুষকে খারাপ পথে আকৃষ্ট করে।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 11 месяцев назад +1

      ​@@alamgirtasiana
      Out of context হলো কীভাবে?
      উনি মাদ্রাসা শিক্ষার পক্ষে বলেছেন। সুতরাং মাদ্রাসা শিক্ষা উনাকে কী কী দিয়েছে তা অবশ্যই আমি উনার কাছে জানতে চাইতে পারি৷

  • @arunsarkar3598
    @arunsarkar3598 4 дня назад

    মাসুদ ভাইকে ধন্যবাদ,,,,

  • @sumanahmed9732
    @sumanahmed9732 Год назад +22

    এইখানে মুসলনাদের কমেন্ট এর ধরন দেখে মনে হচ্ছে মাসুদ সাহেব যা বলেছেন সবই মিলে যাচ্ছে।

    • @tanvirdoc
      @tanvirdoc 6 месяцев назад

      Ki bolechen ar ki millo. Bekub lok Allahke kivabe cinbe?

    • @mishonsyl3057
      @mishonsyl3057 5 месяцев назад

      Right

    • @KabulKhan-mr2em
      @KabulKhan-mr2em 4 месяца назад

      29:59 😊😊😊😊 30:14 😂😂😂😂😂😂

  • @turagrahman3511
    @turagrahman3511 Год назад +127

    কারো ব্যক্তিগত চরিত্র দিয়ে ইসলাম বা কোন ধর্মের বিচার করা ঠিক না। যে কোন ধর্মের বিচার করতে হলে ঐ ধর্মের ধর্মগ্রন্থ দিয়ে করতে হয়।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Год назад

      কোরআনে প্রচুর ভুল তথ্য ও পরস্পরবিরোধী আয়াত থাকায় নিঃসন্দেহে প্রমাণিত ইসলামের আল্লাহ একজন মিথ্যাবাদী ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তা মাত্র।

    • @ArzoO4
      @ArzoO4 Год назад

      ধর্মগ্রন্থ বাচ্চা মেয়ে,দাসী,বউমার সাথে সেক্স করার অনুমতি দেয়।তাহলে ওই ধর্মগ্রন্থ দিয়ে সেই ধর্মকে বিচার করেন।

    • @white1383
      @white1383 Год назад +13

      উনি মুফতি টাইটেল ধর্মগ্রন্থ না পড়ে পেয়েছেন?

    • @anirbanboseraj9072
      @anirbanboseraj9072 Год назад +1

      Oner channel debate ..ace ..also Asif mahihuddin ,Asad noor eder channel e tader discussion ace

    • @white1383
      @white1383 Год назад

      @@GermanVikari আপনি মুফতি টাইটেল পাস না করে সেটা লাগাতেই পারেন, সেক্ষেত্রে আপনি ফ্রড হবেন। যেমন দেশের অনেক পল্লী চিকিৎসক ডাক্তার লাগায় কিন্তু ডাক্তারি পাশ না করে।
      উনি এই সার্টিফিকেট পড়াশোনা করে অর্জন করেছেন।

  • @shibachaitanya
    @shibachaitanya Год назад +26

    ব্যক্তিকেন্দ্রিক, জোর জবরধস্তি, মিথ্যাচার, সন্ত্রাসী মতবাদ কখনো গ্রহণযোগ্য ধর্ম হতে পারে না।
    ত্যাগ, ভালবাসা, সত্য, সেবা এগুলোতেই বিশ্বের কল্যাণ হয়।
    এই কল্যাণই ধর্ম।

    • @tanvirdoc
      @tanvirdoc 6 месяцев назад

      Srostar kotha na jenei eisob bolchen! Rasul er jinoni poren

    • @SuvenduSamanta-hg3jm
      @SuvenduSamanta-hg3jm 4 месяца назад

      Sob sotty amra sanatani ra jani vai...old religion gold religion​@@tanvirdoc

  • @MdMominul-b9u
    @MdMominul-b9u 14 дней назад +1

    ভাই, অনেক খানি সত্য। কারন আমি একজন কমিটির সদস্য।❤❤❤❤❤

  • @uzzalpal4337
    @uzzalpal4337 10 месяцев назад +18

    যদি কোন হিন্দু ভাই বা বোন আজকে এই কথা গুলি বলত সারাবিশ্ব দ্ঙ্গায় রুপ নিত ?????

  • @LitonChandaSubol
    @LitonChandaSubol 9 месяцев назад +14

    সম্পুর্ন অনুষ্ঠান টাই দেখলাম ,
    উপস্থাপককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ , এতো ধৈর্য ধরে অনুষ্ঠান পরিচালনা করার জন্য ,,

  • @একলাপথিক-ধ৩ঠ
    @একলাপথিক-ধ৩ঠ 7 месяцев назад +47

    আমি একজন মাওলানা হয়েও ইসলামের সব গোমরগুলো জেনেছি। এখন আমি মুক্তমনা

    • @aminrohul2880
      @aminrohul2880 6 месяцев назад +1

      তুমি আবার কিসের মাওলানা?নাটকের?

    • @tanvirdoc
      @tanvirdoc 6 месяцев назад

      Tai naki ki jenechen? Allah nai? Sristi korta nai?

    • @MdkhurshidNuralam
      @MdkhurshidNuralam 6 месяцев назад

      তুই অবশ্যই তোর বাবার সন্তান না তুই একটা শয়তানের দ্বারা জন্ম হইছিস

    • @MdkhurshidNuralam
      @MdkhurshidNuralam 6 месяцев назад

      ইবলিশ ও তো ফেরেস্তাদের সর্দার ছিলো তুই ও তো তাই হয়ে গেলিরে জালিম। তুই নিজের উপর জুলুম করছিস তুই কোটি কোটি মানুষের হ্রদয়ে রক্ত খরন করছিস।

    • @mishonsyl3057
      @mishonsyl3057 5 месяцев назад

      👍👍👍👍👍👍👍💜💜💜

  • @MsFarhanaIslam-ld1es
    @MsFarhanaIslam-ld1es 2 месяца назад +2

    আল্লাহ তুমি হেদায়েত দান করো

  • @zahidhosssin9811
    @zahidhosssin9811 Год назад +81

    টেকনাফে একটি মাদরাসায় 9 বছরের মেয়েকে ধর্ষন করে হত‍্যা করেছে শিক্ষক।।ঐ মাদ্রাসার সকল আলেম শিক্ষকের পক্ষ নিয়েছেন।।।ভিডিও সম্মেলনের মাধ‍্যমে।। আসাদ ভাই ভিডিও দেখিয়েছেন

    • @MohammadIsmail-wd7ut
      @MohammadIsmail-wd7ut Год назад +14

      ঐ টা ইসলামের আসল রূপ

    • @sopondev187
      @sopondev187 Год назад

      মাধবদী মাদ্রাসায় ৯ বছরের মেয়েকে দর্শন করে মেরে হসপিটাল ভর্তি করে হুজুরা পালিয়ে গেল পরে পিতা মাতাকে ফোন দিয়ে বলে আপনার সন্তান অসুস্থ হসপিটালে আছে
      এর আগে ও ১৬ বছরের একটি মেয়েকে এই ভাবে মারা হয়েছে

    • @BaharuddinBaharuddin-e3l
      @BaharuddinBaharuddin-e3l 9 месяцев назад +2

      ছেলেটা যেকোনভাবে মোটিভেটেড এবং ভুলপথে চলে গিয়েছে। হয়তঃ কোনো সংগদোষে পড়েছেন। এটা যুগে যুগে এই রকম বহু হয়েছে। এট যথ সামান্য।

    • @touhidulislam5592
      @touhidulislam5592 8 месяцев назад +3

      জনাব! ব্যক্তির দোষ কোনদিন পুরো জাতিকে দিতে পারেননা।

    • @zahidhosssin9811
      @zahidhosssin9811 8 месяцев назад +3

      শত শত মাদরাসায় এসব ঘটছে

  • @msinternational862
    @msinternational862 Год назад +61

    খুব ভাল লাগল মাসুদ ভাই,আমি চাই যারা জানে তাদের নিয়ে বসেন,যারা জানে না তারাই বেশি কমেন্টস করে,কিন্তু আমার দাবি যারা জানে তাদের নিয়ে বসবেন,তাহলে গ্রহণযোগতা থাকবে।

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад +1

      আপনি জানেন??
      একজন মুমিনের সিফাত বয়ান করুন!

  • @chaithowoiaongmarma5222
    @chaithowoiaongmarma5222 Год назад +14

    মাসুদ ভাই আপনার যথাযথ বিশ্লেষন করে দেয়ার জন্যে আপনাকে জানাই অসংখ‍্য ধন‍্যবান।

  • @TheChangeischanging
    @TheChangeischanging 10 месяцев назад +38

    যা মানুষকে হিংস্র উন্মাদ বানায় তা বর্জন করাই উত্তম।

  • @bakulbiswas9066
    @bakulbiswas9066 5 месяцев назад +9

    মুফতি মাসুদ You are praisable, আপনার যত প্রশংসা করা যায় সেটা কম, আপনি সত্য ও মানবতার শ্রেষ্ঠ বাহক, (ধর্ম হ ওয়া উচিত সত্য সততা মানবতা)

  • @monowerhossan5487
    @monowerhossan5487 Год назад +34

    খন্দকার ইসমাইল ভাই, শান্ত মেজাজে আপনার উপস্থাপনা গুলো খুবই ভাল লাগলো

    • @y73318
      @y73318 8 месяцев назад +2

      খন্দকার ইসমাইল জনি সিন্সের খালাতো ভাই।।

    • @BsksjVdijds
      @BsksjVdijds 7 месяцев назад

      মিতথা‌কথা

  • @sambhudas1500
    @sambhudas1500 4 месяца назад +1

    অসাধারণ বক্তব্য

  • @dibakargayen5662
    @dibakargayen5662 Год назад +14

    খুব ভাল লাগল । এমন মুক্ত আলোচনা হওয়া দরকার সমস্ত ধর্ম নিয়ে। আজকের যুগ মানবতার যুগ, sustainability র যুগ। ধর্ম আমাদের moral, psychological আর spiritual support দিয়ে আসছে হাজার হাজার বছর ধরে। কিন্তু এই হাজার হাজার বছরে সভ্যতা, সংস্কৃতি যেভাবে পাল্টেছে, ধর্ম সেভাবে পরিবর্তন হয়নি। প্রতিটি ধর্মের সংস্কার প্রয়োজন যাতে ধর্ম যুগের উপযোগী হয়ে ওঠে। সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের অনেক দায়িত্ব । এই পৃথিবী কে সমস্ত জীবকুলের জন্য উপযোগী করা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা - এ সবই আমাদের দায়িত্ব । ইহকালেই যদি ভাল না থাকা যায় তবে পরকালের কথা ভেবে কি লাভ । আর পরকাল যে সত্যিই আছে তার বা নিশ্চয়তা কোথায় । এখনো প্রস্তর যুগের মানুষ বাস করে আন্দামান দ্বীপপুঞ্জে। Sentinelese, Jarawa এইসব উপজাতির কি কোন মাথা ব্যাথা আছে ধর্ম নিয়ে? ভালভাবে বাঁচাটাই তাদের একমাত্র জীবনের উদ্দেশ্য । সবাই ভাল থাকবেন, অন্যদেরকেও (মানুষ বা জীবজন্তু ) ভাল রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ।

    • @redzme5792
      @redzme5792 10 месяцев назад

      আল্লাহ যাকে খুশি হেদায়েত দেন যাকে খুশি হেদায়েত দেন না এটা সর্বশক্তি মান আল্লাহর ইচ্ছে🥰🥰 সবাই কেন কোরআন ভয় পায় তা আমরা মুসলমানরা জানি কারণ কোরআনে কাফের ও মুনাফিকদের জন্য ভয়ংকর একটা আসমানী কিতাব কারণ কাফের মুনাফিকরা যা কিছু লোকায় তা সবই কোরআনে বলা হয়েছে☪️🥰🥰

    • @dibakargayen5662
      @dibakargayen5662 10 месяцев назад

      @@redzme5792 ভাই বিতর্কে যেতে চাচ্ছি না। কিন্তু একটু ভেবে দেখুন, সমস্যা টা ঠিক এখানেই। আল্লাহ বা ঈশ্বর বা God যদি সত্যি থাকেন তাহলে তার একটা দায়িত্ব বোধ এবং আদর্শ থাকা উচিত। তিনি খেয়াল খুশী মত কাজ করতে পারেন না। যদি করেন তাহলে ন্যায় বিচার বলে তো কিছু থাকছে না। সবকিছু যদি তিনি নিজের খুশী মত করেন তাহলে একজন আদর্শবান এবং সর্ব শক্তিমান বলা যায় না। যদি কোনো দেশে অসাধু ব্যক্তিকে উচ্চ মর্যাদা দেওয়া হয় আর ভাল মানুষকে শাস্তি দেওয়া হয় তাহলে কি আপনি সেই বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধা করতে পারবেন? তাই সৃষ্টিকর্তা হওয়া সহজ ব্যাপার নয়। আমাদের সবার সৃষ্টি হয়েছে এই প্রকৃতি থেকে। আমরা না বুঝেই এক এক সৃষ্টিকর্তা তৈরি করেছি। এক এক রকম নাম দিয়েছি। তবে এতে আমাদের পূর্ব পুরুষদের দোষ দেওয়া যায় না। এখন থেকে কয়েক হাজার বছর আগে মানুষের পক্ষে অনেক কিছু জানা সম্ভব ছিল না। তাই একটা বিশ্বাস বা মতবাদ তারা বিচার বুদ্ধি দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন। এখন অনেক কিছু জানার পরেও যদি আমরা না জানার ভান করি, না বোঝার চেষ্টা করি তাহলে সত্যিটাকে কখনই জানা সম্ভব হবে না এবং সত্য মিথ্যার দ্বন্দে আন্দোলিত হতে হবে। আর যদি আপনার কথাই ঠিক হয় তাহলে তো সমস্যা নেই, সবই সৃৃষ্টিকর্তার ইচ্ছে মত হচ্ছে। তিনিই ইচ্ছা করে কাউকে মুমিন বানাচ্ছেন, কাউকে কাফের বানাচ্ছেন। তাতে আমাদের সমস্যা কোথায়?

  • @razasalim8063
    @razasalim8063 Год назад +113

    এভাবে যদি আলেম দের যুক্ত করা যায় ,তবে আমরা সত্য মিথ্যা সব জানতে পারব ৷

    • @jhumasaha60
      @jhumasaha60 Год назад +5

      Thik balainchin

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад

      ​@@jhumasaha60আলেমরা আসবে না. কারন একবার মুফতি মাসুদের সাথে ডিবেট করে হারার পরে, তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে; তারা জানে।

    • @rakibhosenmd
      @rakibhosenmd Год назад +5

      আলেম নামের জালেম

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад

      @@rakibhosenmd সত্যি কথা বললে তোদের ফাটে ক্যান রে সুদনা আর্বিগোলাম??
      ডগা কেটে আল্লাহ কে খাইয়েছিস?? 🤭😂😂

    • @abubakhar1462
      @abubakhar1462 Год назад

      আলেমরা নাস্তিকদের সাতে আলোচনায় বসতে চায় না কেন তাদের দুর্বলতা আছে

  • @shyamaprasadgayen1584
    @shyamaprasadgayen1584 9 месяцев назад +8

    Mufti Masud is a great person.

  • @SuvenduSamanta-hg3jm
    @SuvenduSamanta-hg3jm 4 месяца назад +1

    Masud bhai salute for you

  • @UpdateBangla-official
    @UpdateBangla-official Год назад +8

    সঞ্চালক সাহেব - হুজুর টাইপের মনে হচ্ছে

    • @Boss-si5rt
      @Boss-si5rt Год назад +1

      বিদেশে বসে মডার্ন হুজুর সেজে আছে।

    • @UpdateBangla-official
      @UpdateBangla-official Год назад

      @@Boss-si5rt রাইট

    • @ARIFAALOM-wj9xf
      @ARIFAALOM-wj9xf Год назад

      কোরআন সুন্নাহ থেকে দুরে থাকার কারনে মানুষ আজ যা মনে চায় তাই বলতেছে!

  • @MDFaizurRahman-v2o
    @MDFaizurRahman-v2o 10 месяцев назад +23

    অনেক ধন্যবাদ উপস্থাপককে।

  • @WHYNOTEVERYTHING10
    @WHYNOTEVERYTHING10 Год назад +24

    মাসুদ দাদা,, অসাধারণ যুক্তি দিয়ে কথা বলেন আপনি।

  • @Anzariiii
    @Anzariiii 6 месяцев назад

    Thanks mr.masud

  • @suklamondalgayen1102
    @suklamondalgayen1102 Год назад +28

    অসাধারণ সত্য কথা সাহস করে বলার জন্য ভাই আপনাকে স্যালুট জানাই

  • @azizulhaque6850
    @azizulhaque6850 Год назад +22

    যার ভাগ্য হেদায়েত আল্লাহ লিখে নাই সে যত বড় গানীই হোক না কেন সে বিপথগামী। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন।

    • @ahmedsimanto7745
      @ahmedsimanto7745 10 месяцев назад

      কিন্তু মাদ্রাসায় যা হয় এই সম্পর্কে উনি যা বলেছেন এইগুলা কি মিথ্যা?

    • @AbdulKarim-ve9zv
      @AbdulKarim-ve9zv 6 месяцев назад +1

      তাহলে তো দোষটা আল্লাহ

  • @emranhossain4281
    @emranhossain4281 Год назад +58

    এই ধরনের অনুষ্ঠান আরো চাই

    • @redzme5792
      @redzme5792 10 месяцев назад

      আল্লাহ যাকে খুশি হেদায়েত দেন যাকে খুশি হেদায়েত দেন না এটা সর্বশক্তি মান আল্লাহর ইচ্ছে🥰🥰 সবাই কেন কোরআন ভয় পায় তা আমরা মুসলমানরা জানি কারণ কোরআনে কাফের ও মুনাফিকদের জন্য ভয়ংকর একটা আসমানী কিতাব কারণ কাফের মুনাফিকরা যা কিছু লোকায় তা সবই কোরআনে বলা হয়েছে☪️🥰🥰

    • @mrbacchu1707
      @mrbacchu1707 6 месяцев назад

      Na. Na. Je lok islamer borborota khunkharabi magibaji narider nie nikkrishto kotha bandi dashi aro koto kisu na jane tar theke ajaira pechal shunar dorkar nai. ..

    • @chaitalikundu936
      @chaitalikundu936 3 месяца назад

      ​@@redzme5792😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @faruqlipton4031
    @faruqlipton4031 Год назад +94

    একটা কথা হলো যে যাকে আল্লাহ হেদায়েত করে গুমরা করতে পারেনা.. আর যাকে গুমরা করে তাকে হেদায়েত দান করতে পারেনা পৃথিবীর কেউ

    • @user-lb5xo7bd6i
      @user-lb5xo7bd6i Год назад +3

      Haram kur nobir ummto

    • @sharifmolla8341
      @sharifmolla8341 Год назад

      ​@@user-lb5xo7bd6iতুই কুত্তার বাচ্চা

    • @white1383
      @white1383 Год назад +5

      হা হা, এভাবেই নিজেকে অন্ধ করে রাখে কোটি কোটি মানুষ।

    • @MdNajmulh-b4u
      @MdNajmulh-b4u Год назад +1

      রাইট ভাইয়া একমত।

    • @m.s4181
      @m.s4181 Год назад

      যদি তার হুজুরের কাছে থেকে পাছা মারা খেয়ে থাকে সেটার জন্য ধর্ম দায়ি নয়, আসলে সে একটা আহাম্মক, গাধা

  • @Rollins7770
    @Rollins7770 Год назад +8

    আল্লাহ্‌ সঠিক বিচার করবে

    • @asimpatra5527
      @asimpatra5527 11 месяцев назад

      চুদাল্লাহ ।

  • @mahbubrahman9316
    @mahbubrahman9316 Год назад +19

    মহান আল্লাহ জালেম কে আলেম বানাতে পারেন তদ্রূপ আলেম কে জালেম বানাতে পারেন,

    • @bonggojbihonggo5436
      @bonggojbihonggo5436 Год назад +1

      তাহলে শয়তানের কাজ কি?

    • @solaimanchy7857
      @solaimanchy7857 Год назад

      আজাজিলের কাজ কি কেয়ামত পর্যন্ত, শুধু মানুষ কে সত্য থেকে বিচ্যুত করা?

  • @MadobSorkar-dm8rt
    @MadobSorkar-dm8rt 2 месяца назад

    সঠিক কথা বলার জন্য মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ,,

  • @shahidashikha5236
    @shahidashikha5236 Год назад +80

    কিছু কিছু মাদ্রাসা আছে ছাত্র কে নির্যাতন করে এখনো। 😢

    • @gonotv2250
      @gonotv2250 Год назад +3

      স্কুল থেকে আরো বেশি পালায়

    • @MdAlimiya-kr7js
      @MdAlimiya-kr7js Год назад

      @@gonotv2250 তোরা লুচ্চা খরাপ

    • @shaidulislamtechnicalsuppo3192
      @shaidulislamtechnicalsuppo3192 8 месяцев назад

      Tui ekta bolod 😮😮

    • @shagorikakhatun618
      @shagorikakhatun618 8 месяцев назад

      আমি মা, হয়ে আমার সন্তানদের কে মারধর করি তারা দুষ্টু বলে তাহলে এখন আপনাদের কাছে আমার অবস্থানটা কোথায় হুজুররা যদি শাসন করতে গিয়ে খারাপ হয়ে যায় তাহলে আমি মা আমিও তো খারাপ হয়ে যাচ্ছি তাই না?

    • @AbdulKarim-ve9zv
      @AbdulKarim-ve9zv 6 месяцев назад

      ​@@gonotv2250 স্কুলে হুজুরদের মত বলাৎকার হয় না।আপনার স্কুল সম্পর্কে ধারণা নাই আপনি মাদ্রাসার চাগু তাই আপনি মুর্খের মত কথা বলেন। স্কুল থেকে অবশ্য ছাত্ররা পালায়। কিন্তু মাদ্রাসার মতো না।

  • @potherpachalipother7950
    @potherpachalipother7950 Год назад +50

    মজা পাইলাম..
    সন্চালক জি... আপনিও
    সাবধানে থাকবেন!আপনার উদাহরণ
    আশ্চর্য করছে!!
    মানবতার কল্যাণে
    সত্যর জয় হোক..

    • @123_King_
      @123_King_ Год назад

      সবথকে মজা পাইলাম আমি দাবি করছি আব্বাসি ঘুমানোর আগে Porn hub দেখতেন

    • @SUJIT1975
      @SUJIT1975 9 месяцев назад +2

      সঞ্চালক ইউরোপে থাকেন। তাই এই সাহস করছেন। নতুবা বাংলাদেশে থাকলে এই সাহস উনি করতে পারতেন না। ধন্যবাদ জানাই উপস্থাপক ভাইকে।

  • @SUJIT1975
    @SUJIT1975 9 месяцев назад +14

    অসাধারণ বাস্তব কথাগুলো। স্যালুট মাসুদ ভাই সত্য প্রকাশ করার জন্য।

  • @bimoldas1702
    @bimoldas1702 6 месяцев назад +1

    ওনার কথার সাথে আমিও একমত

    • @jannatiasadferdaushipori
      @jannatiasadferdaushipori 5 месяцев назад

      শয়তানের কথায় অন্য শয়তান সহমত পোষণ করবে। এটাই চিরন্তন সত্য 😂

  • @dilipmitra6689
    @dilipmitra6689 9 месяцев назад +14

    দারুন মুফতি মাসুদ

    • @jannatiasadferdaushipori
      @jannatiasadferdaushipori 5 месяцев назад

      শয়তানের কাছে শয়তানি সেরা 😂

  • @deenmuhammad3573
    @deenmuhammad3573 Год назад +33

    বেশিরভাগ অসচ্ছল পরিবার এবং প্রাথমিক বিদ্যালয়ের অমনোযোগী মেধাশুন্য ছাত্র/সন্তানদেরকে বাধ্য হয়েই এই মাদ্রাসা শিক্ষায় দেওয়া হয়।খুব কম পিতা-মাতাই তাদের মেধাযুক্ত সন্তানদেরকে মাদ্রাসায ভর্তি করায।

    • @nabinbairagi
      @nabinbairagi Год назад +3

      ekdom sotti kotha

    • @hasibahmad297
      @hasibahmad297 8 месяцев назад +3

      but ami universityr admission, medical exam e madrasar student der egiye thakte dekhi...desher aro onek knowledgeable alem achen, tara holo example...tara tader jaigate thekei Quranic science niye research o koren..

    • @haroonhifzurrahman-zd3wf
      @haroonhifzurrahman-zd3wf 6 месяцев назад

      রাষ্ট্র কি মান সম্মত সার্বজনীন শিক্ষার ( অন্তত মাধ্যমিক পর্যন্ত) ব্যবস্থা করতে পেরেছে ? মালয়েশিয়ার দিকে তাকান । ওরা কোথায় আর আমরা কোথায় !!!
      চোরের খনিতে আর কী আশা করেন। ?

  • @sharminjaman4253
    @sharminjaman4253 11 месяцев назад +14

    ইবলিশ একসময় বড়ো আলেম ছিলো তাই বলা যায় আলেম হইলেই হয় না পাক্কা ঈমান থাকতে হয় আর আল্লাহর হেদায়েত প্রাপ্ত হইতে হয় তবেই সে ভাগ্যবান 🌷🌷🌷🌷🌷

    • @asimpatra5527
      @asimpatra5527 11 месяцев назад

      চুদাল্লাহ । চুদায়েত ।

    • @beautyofthenature1483
      @beautyofthenature1483 8 месяцев назад

      😂😂😂😂এইসব আকাম কুকাম আল্লার বান্দা আলেমরাই করে থাকে। অর্থাৎ, এর থেকে স্পষ্ট যে, আল্লার হেদায়েত দান করার কোন শক্তিসামর্থ্যই নেই। যে আল্লা নিজের ঘরই রক্ষা করতে পারে না, সে আবার মানুষকে হেদায়েত দিবে

  • @Tonshort42
    @Tonshort42 3 месяца назад +1

    Allah mohan mohan mohan sobaike hefajot korun ameen summa ameen summa ameen summa ameen summa ameen

  • @md.tamjidhassannayeem7855
    @md.tamjidhassannayeem7855 Год назад +14

    I think মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার

  • @SS20248
    @SS20248 11 месяцев назад +6

    মাননীয় ইসমাইল সাহেব,
    আপনার মেডিয়েটর রোল খুবই প্রশংশনীয় এবং নিরপেক্ষ। তবে একটু ভীতসন্ত্রস্থ যাতে গোড়া বা কট্টরবাদীরা কোনভাবে সুযোগ না পায়।
    আমি আপনার মানসিক অবস্থানকে সমর্থন করি।
    এই ধরনের নিরপেক্ষ বিচার ও জাগরণ মঞ্চকে সর্বদা স্বাগতম।
    ভালো থাকবেন।

  • @sk.mehedihasan6712
    @sk.mehedihasan6712 9 месяцев назад +13

    কুরআন পড়লে কারো পক্ষে মুসলমান থাকা অসম্ভব।

    • @asimpatra5527
      @asimpatra5527 6 месяцев назад

      কুরআন কোনো ধর্ম-শাস্ত্র নয়।
      কুরআন এক অসৎ গ্রন্থ হয়।

    • @AfgMostafa-bg4iy
      @AfgMostafa-bg4iy 6 месяцев назад

      তুমি কে বাবা পরিচয় দাও

    • @AfgMostafa-bg4iy
      @AfgMostafa-bg4iy 6 месяцев назад

      তোর মা বাবা কে কি বলবি

    • @OntuBiswas-l7l
      @OntuBiswas-l7l 6 месяцев назад

      @@AfgMostafa-bg4iy tumi ki bolbe tmi eita bolar ke? Jene rakhun jara islam tyag kore tar kono Safety ney, karon nekrer dol take chire khabe

    • @OntuBiswas-l7l
      @OntuBiswas-l7l 6 месяцев назад

      R etai islamer shantir poricoy 😂😂​@@AfgMostafa-bg4iy

  • @sabinoysarker4211
    @sabinoysarker4211 Год назад +12

    দুই জন কে ধন্যবাদ।

  • @khanealamkhan821
    @khanealamkhan821 Год назад +6

    হেদায়েত সবার জন্যে না ।

    • @ashiksarker3501
      @ashiksarker3501 Год назад +1

      জ্বি,ভাই,,, শুধু ধর্মান্ধ মুমিনদের জন্য 😂😂

    • @khanealamkhan821
      @khanealamkhan821 Год назад +1

      @@ashiksarker3501 তুমি পুরাই ফালতু । তোমাকে বুঝাইলেও বুঝবে না; না বোঝার ভান করবে । তুমি একটা মানবতাবাদী মূর্খ গাধা ।

  • @simplerecipes1251
    @simplerecipes1251 29 дней назад

    অনেক অজানা জানলাম

  • @mdtamizuddin9083
    @mdtamizuddin9083 8 месяцев назад +11

    মুফতি সাহেবকে অভিনন্দন!

  • @ShadyCell-jh7hq
    @ShadyCell-jh7hq 8 месяцев назад +9

    মুক্তি ভাইয়ের কথা কিছুটার সাথে আমি মত আছি এরকম হয় আমিও নিজেও কিছুটা জানি

  • @RookE8e8
    @RookE8e8 Год назад +89

    খুব সুন্দর আলোচনা। আরও আরও আরও চাই এরকম অনুষ্ঠান

    • @touhidulislam5592
      @touhidulislam5592 10 месяцев назад

      আপনার জন্য আরিফ আজাদের লিখা চমৎকার একটা বই আছে প্যারাডক্সিক্যাল সাজিদ ১.২.
      আশাকরি উপকৃত হবেন।

    • @RookE8e8
      @RookE8e8 10 месяцев назад +4

      বইগুলো পড়েছি। খুব নিম্ন মানের বই।

    • @touhidulislam5592
      @touhidulislam5592 8 месяцев назад

      ​@@RookE8e8তো ভাই আপনি যদি এতই পারেন, কিছু উচ্চ মানের বই লিখে দেখিয়ে দেননা।হাদাকুমুল্লাহ

    • @Hakan-q4b
      @Hakan-q4b 6 месяцев назад

      @@RookE8e8 apni ki nastik??

    • @GermanVikari
      @GermanVikari 6 месяцев назад

      @@RookE8e8
      নিম্ন মান! মানে কি?
      আপনি কি এরকম বোঝাতে চাচ্ছেন, যে বিজ্ঞানের নামে অবৈজ্ঞানীক কথা, নাকি যুক্তির নামে কুযুক্তি?
      যদি এরকম কিছু থেকে থাকে, তাহলে আমাকেও বলেন। আমিও জানতে চাই। বুঝতে চাই।
      আমি "প্যারাডক্সিকাল সাজিদ ১,২" বই দুটো আমি বেশ কয়েক-বার পড়েছি। কিন্তু সেরকম কিছু পাইনি। বেশ ভালো বই✅

  • @tariqulpatwary5541
    @tariqulpatwary5541 Год назад +17

    masud bhai, thanks.

    • @True_Islamic_Informations
      @True_Islamic_Informations Год назад

      ⛔⛔⛔সকল নাস্তিক ও অমুসলিমদেরকে চ্যালেন্জ ও ইসলামে ফিরে আসার আহবান কেনোনা কোরআনের অতি আশ্চার্য বিরল বৈশিষ্ঠের কারনে কোরআনের মতো কোনো গ্রন্থ আল্লাহকে ছাড়া আর কেউ রচনা করতে পারবেনা,এ যাবৎ কেউ পারেনি তোমরাও পারবেনা পারলে করে দেখাও
      ⛔কেনোনা শুধুমাএ কোরআনেই রয়েছে বহু বিষয়ের অতি-আশ্চার্য্য সাইন্টিফিক বিরল তথ্য বহু নাম,অক্ষর শব্দ ও লাইনের গানিতিক ইকুয়েলিটি এবং নেটের বন্দন,যা তৎকালে আর কোনো উৎসে ছিলোনা আর এই বহুমাএীক বিরল আশ্চার্য্য বৈশিষ্ঠ্যের বেশ কিছু হতে মাএ অল্প কিছু তথ্য নিন্মে দিলাম
      ⛔যেমনঃসৌরজগতের তথ্য ফুরকান৬১
      ⛔কোরআনে ১৯এর নেট ও গানিতিক হিসাবের বন্দন
      ⛔কোরআন বলে আলাইহা তিশয়াতা আশারা ইহাতে রয়েছে উনিশ,সূরা মুদ্দাসির আয়াত ৩০
      ⛔কোরআনের প্রথম সূরা আলাকের প্রথম শব্দ ইক্বরা হতে ইয়ায়লামু পর্যন্ত প্রথমে শুধু ১৯ টি শব্দই নাযিল হয় যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনের সর্ব শেষ সূরা নাছরে ১৯ টি শব্দই রয়েছে যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔সর্ব প্রথম সূরা আলাক যা ৯৫ নং সূরা ১৯ দ্বারা বিভাজ্য আর বাকি থাকে ১৯ টি সূরা যা ১৯ দ্বারা বিভাজ্য আলাকে শব্দও রয়েছে মোট ৭৬ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔সূরা ق এ কাফ শব্দটি আছে ৫৭বার১৯দ্বারা বিভাজ্য
      ⛔সূরা শুরা তেও ق রয়েছে ৫৭ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনের সকল সূরার ১৯তম শব্দে ق রয়েছে ৭৬ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔সূরা ইয়াসিনে ইয়া ي শব্দ টি ২৩৭ বার এবং س শব্দ টি ৪৮ বার ২৩৭+৪৮%১৯=১৫ বারে বিভাজ্য
      ⛔বিসমিল্লাহির রাহমানির রাহিম শব্দটি আরবিতে মোট ১৯টি অক্ষর আছে যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔আবার এটি রয়েছে ১১৪ বার যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনে সূরা সংখ্যাও মোট ১১৪ টি যা১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনে কোরআন শব্দটিও রয়েছে ৫৭ বার যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔কোরআনের ১৯তম সূরা মারিয়মে ك م ي ع ص এ ৫টি অক্ষর মোট ৭৯৮ বার রয়েছে যা ১৯ দ্বারা ৪২ বারে বিভাজ্য
      ⛔আল্লাহ শব্দটি পুরা কোরআনে এসেছে সর্বমোট ২৬৯৮ বার যা ১৯ দ্বারা ১৪২ বারে বিভাজ্য হয়,
      ⛔দিন শব্দ টির সমোর্থবোধক শব্দ ইয়ম, আইয়াম ও নাহার কোরআনে রয়েছে মোট ৩৬৫ বার এসেছে এটা হলো সূর্যের ৩৬৫ দিনে ১ বছর তা হুবুহু ৩৬৫ বারই রয়েছে
      ⛔একক ভাবে দিবস শব্দ টি আরবিতে ইয়ম বলা হয় আর তা মাএ ৩০ বারই রয়েছে
      ⛔কোরআনের সর্ব শেষ নাযিল হওয়া আয়াত টিও আলে ইমরানের ১৯নং আয়াতেই রয়েছে১৯ বিভাজ্য
      ⛔নাহলের ১০১ নং আয়াতে আল্লাহ বলেন আমিই আয়াত পরিবর্তন করে অন্য আয়াত দেই এই আয়াত টিতেও মোট শব্দ রয়েছে ১৯ টি যা ১৯ দ্বারা বিভাজ্য
      ⛔আলে ইমরানের ৫৯ নং আয়াতে আল্লাহ বলেন আমার নিকটে ঈঁসার উদহারন হলে আদমের মতো তারা উভয়ের পিতাহীন সৃষ্ট পূরা কোরআনে ঈঁসা শব্দ টি ২৫ বার ও আদম শব্দটিও ২৫ বারই সমান সমান এসেছে
      ⛔কোরআনে তোয়া আনুগত্য শব্দটি এসেছে ৮৩ বার আনুগত্য করলে ভালোবাসেন তাই মুহাববাহ ভালোবাসা শব্দটিও এসেছে ৮৩ বারই কি ব্যালেন্সিং
      ⛔১টি পাপে ১টি পাপ,১টি নেকে তার দিগুণ সওয়াব দেয়া হয় তাই ফুজজার পাপি শব্দটি ৩ বার ও পুন্যবান শব্দটি তার দিগুন ৬ বার এসেছে
      ⛔ক্ষমা শব্দটি এসেছে ১১৭ বার ও তার দ্বিগুন পুরস্কার শব্দটি এসেছে ২৩৪ বারই
      ⛔কালু তারা বললো শব্দটি আছে ৩৩২বার,এবং কুল বলে দিন শব্দটিও এসেছে৩৩২বার
      ⛔কোরআনে খামরু বা মদ শব্দটি এসেছে ৬ বার,মদ খেলে মাতাল হয় সাকারা শব্দটি ও এসেছে ৬ বারই
      ⛔গাছের চারা প্লান্ট শব্দটি আছে ২৬বার,এবং গাছ শব্দটিও আছে ২৬ বারই
      ⛔এবার একটি অবিশ্বাস্য তথ্য দেখুন পুরুষের শুক্রাণু তে ২৩ টি ক্রোমোজম ও মহিলার ডিম্বাশয়ে ২৩ টি ক্রোমোজম মিলে সৃষ্টি হয় মানুষ আর প্রতিটি মানবদেহ কোষের ক্রোমোজম হয় ৪৬টি
      ⛔এবার পূরা কোরআনে পুরুষ শব্দটিও এসেছে ২৩ বার ও নারী শব্দটিও এসেছে ২৩ বার২৩+২৩=৪৬ মনব ক্রোমোজম,আজিব নয়কি
      ⛔কোরআনের একটি অক্ষরও পরিবর্তন করা সম্ভব নহে সূরা হা মিম আস সাজদা আয়াত৪২,আজোও তা হয়নি
      ⛔কোরআন বলে সকল জীব পানি হতে সৃষ্টি সূরা নুর ৪৫,আম্বিয়া৩০,সূরা নাবা ৮,ইয়াসিন ৩৬
      আজ সাইন্সে তা প্রমানীত
      ⛔ভ্রূন জোঁকের ন্যায় জরায়ুতে কামড় দিয়ে রক্ত চুষে বড় হয়ে একটি পূর্নাংগ মানব হয়,কোরআনে এটাকে আলাকা জোঁকের ন্যায় বলেছে সূরা আলাক২,সূরা মুমিন৬৭,এ ভ্রূন এতো ছোট্ট যে তাকে অনুবীক্ষন ছাড়া দেখা যায়না অথচ কোরআন তার হুবহু তথ্য দিয়েছে আলাকা বলে
      ⛔কোরআন বলে বিশ্ব জগতের সকল গ্রহ নক্ষএ ঘুর্নায়মান,সূরা আম্বিয়া ৩৩
      ⛔কোরআনে বিগব্যাং
      ⛔অবিশ্বাসীরা কি দেখেনা আসমান জমিনসমুহ একএে মিশিয়া ছিলো আমি উহা আলাদা করে দেই,সূরা আম্বিয়া৩০,জাসিয়া ৩৬
      ⛔কোনো নির্বোধই পারে এতোসব জেনেও ইহা অমান্য করতে।

    • @WasimHossain-c7v
      @WasimHossain-c7v Год назад

      ❤️

    • @দ্বারখোলাdarkhola
      @দ্বারখোলাdarkhola 5 месяцев назад

      যারা মুফতি মাসুদ এর পক্ষে কথা বলছে ওদের গুষ্টি চুদী আমি

  • @nipunchowdhury4348
    @nipunchowdhury4348 Год назад +34

    ধন্যবাদ মাসুদ ভাই।

    • @jannatiasadferdaushipori
      @jannatiasadferdaushipori 5 месяцев назад

      শয়তানের কাছে অন্য শয়তানের কথা অতি শ্রুতিময় এবং সুমধুর লাগে। চিরন্তন সত্য 😂

  • @MD.ZOHIRULISLAMJIBON
    @MD.ZOHIRULISLAMJIBON Год назад +51

    সত্য কোনদিন চাপা থাকে না.... সত্যি আগুনের কোন উন্মেষ হবেই।তবে আমরা বাস্তবতা ও বানোয়াট কথা স্বীকার করতে পারিনা।মানা না মানা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা কাউকে মারা বা হুমকি ধামকি দেওয়া মোটেই কাম্য নয়

    • @SMD18618
      @SMD18618 Год назад

      হিন্দি বুঝলে এক্স-মুসলিম সাহিল ইন্ডিয়া থেকে, এডাম সিকার পাকিস্তান থেকে। youtube এ আছে অনেক ভিডিও এদের। দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।

    • @banglargaan413
      @banglargaan413 10 месяцев назад

      ঠিক বলেছেন।

    • @touhidulislam5592
      @touhidulislam5592 8 месяцев назад +1

      আপনার জন্য অত্যন্ত চমৎকার একটি বই আছে।বইটির নাম প্যারাডক্সিক্যাল সাজিদ।আমি ১০০% নিশ্চিৎভাবে বলতে পারি যে,বইটিতে আপনার সকল সংশয়ের উত্তর পেয়ে যাবেন।ইনশাআল্লাহ। হাদাকুমুল্লাহ

    • @hasibahmad297
      @hasibahmad297 8 месяцев назад +1

      @@touhidulislam5592 era kichu thekei mukti pabr na...eder bepare Allah Quran e bolei disen j tomra jai koro na keno tara Iman anbe na...ar apni bole paradoxical sajid er kotha

  • @ShantoBarman-n3m
    @ShantoBarman-n3m 28 дней назад

    ধন্যবাদ ভাই আপনাকে এরকম ভিডিও দেখার জন্য

  • @dipudipu1656
    @dipudipu1656 Год назад +6

    অনেক অনেক ধন্যবাদ সত্য তথ্য তুলে ধরার জন্য,

  • @ShamimArif-er5hg
    @ShamimArif-er5hg Год назад +11

    মুসলিম মুফতি ও মাওলানাদের মধ্যে কেউই মুফতি মাসুদের সঙ্গে আলোচনা করতে রাজি হবেনা। এটাই সত্যি।

    • @MdRakibmolla-t4w
      @MdRakibmolla-t4w Год назад +2

      ওরে রাহুল ভাইয়ের সাথে ডিবেটে বসতে বল🤣🤣🤣

    • @arnobrinku5628
      @arnobrinku5628 Год назад

      ​@@MdRakibmolla-t4wরাহুল ভন্ড

  • @dinabandhusur3732
    @dinabandhusur3732 Год назад +38

    সমগ্র মুসলিম ধর্মের মানুষদের নজরের মধ্যে থাকতে হয়.কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে আপনাকে বিদেশে থাকতে হবে.

    • @emilyh3395
      @emilyh3395 Год назад

      Politics

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад

      ​@@emilyh3395পলিটিক্স নয়, ইসলামি বর্বরতা

  • @sudhirranjanpaul3118
    @sudhirranjanpaul3118 5 месяцев назад +2

    Pl. Take care Mr. Masud. God bless you.

  • @youtube1ti
    @youtube1ti Год назад +63

    ভালোই লাগলো আলোচনা
    কিন্তু ফেসবুক লাইভে অনেকেই
    ভয়ের কারনে কমেন্ট করেনা। কারন কমেন্ট গুলো অনেকেই দেখে। এবং সেই ব্যক্তিকে চিন্তিত করা যায়

  • @sunlightbd1807
    @sunlightbd1807 Год назад +9

    সত্য কথা তিতা লাগে। ধর্মই অধর্ম

  • @bilalhoseen1964
    @bilalhoseen1964 Год назад +17

    শয়তান যেই ধর্মেরই হোক কখনো আলেম হয় না ভালো হয় না শয়তান হয়।

  • @sriashissarker5996
    @sriashissarker5996 6 месяцев назад

    আবদুল্লাহ ভাই আপনার মাঝে অবশ্যই আলোর প্রদীপ আছে সেই প্রদীপ জালিয়ে যান ❤❤❤❤❤❤❤

    • @jannatiasadferdaushipori
      @jannatiasadferdaushipori 5 месяцев назад

      অন্ধকারে নিমজ্জিত ব্যক্তি আরেক অন্ধকারকে স্বাগত জানাচ্ছে। ধ্বংস হওয়ার জন্য

  • @MdshofiqulEslam
    @MdshofiqulEslam Год назад +7

    মাসুদ ভাই আপনি ইসলাম নিয়ে আরো ভালো করে গবেষনা করুন! শুধু হুজুরদের দেখে ইসলামকে বিচার করা ঠিক না

    • @soumitadey9847
      @soumitadey9847 2 месяца назад +1

      উনি মুফতি উপাধি কি ইসলাম না পড়েই পেয়েছেন নাকি??? 🤣🤣

  • @sheikhagro8052
    @sheikhagro8052 Год назад +40

    সত্য সবসময় জনপ্রিয় হয় না, জনপ্রিয় সব সত্য নয়।

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад +3

      কথাটা একদম ঠীক, যেমন ১৬০ কোটি গর্দভ ভাবে ইসলাম সত্যি------যদিও এই ভাবনার কোনো একটা প্রমান নেই; যদিও এর উলটোটার হাজারো প্রমান আছে।

    • @sumanahmed9732
      @sumanahmed9732 Год назад

      ​​@@sciencelogic2958১৬০ কোটি ভাবে ইসলাম ঠিক একশ কোটি ভাবে হিন্দু ধর্ম ঠিক, আরও তো আছেই। যেই লাউ সেই কদু। আমি মাঝে মাঝে ভাবি মানুষ এত মস্তিষ্কহীন হয় কিভাবে??

    • @सत्यमे-त8म
      @सत्यमे-त8म Год назад

      যেখানে ইসলামের জন্ম । সেই সৌদি আরবের মুসলিমরা । হাজার হাজার চটি বই কুরআন নর্দমায় ফেলে দিচ্ছে । এটা কোনো মুসলিম প্রচার করে না ❓