চেনা অচেনা - মেঘদল চেনা অচেনা আলো আধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে..।। কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে... তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে... নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা শব্দপ্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা.. তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে.... চেনা অচেনা আলো আধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে..।। কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে...
After all these years, this song reminds me of my college days... I used to listen this and walk, walk and walk all over dhaka city. so many memories... With MEGHDOL life was never better like those days. Long live MEGHDOL & MEGHDEBOTAs. 💚💚💚💚💚💚💚💚
Some things are not that easy to articulate by our very own-self. That’s when the music kicks in and blasts out the Rainbow and Grey, and the metaphysical thoughts( through the sound of silence).
gaanta first ami FM a sunechilam,,,sune khob valo legechilo,,,tai RUclips a search dilam,,,at last gaan ta k khuje pelam......really a wonderful song🌹🙂😣
বাংলার প্রতিটি ব্যান্ডের লিরিক অনেক বেশি পাওয়ারফুল প্রতিটি ব্যান্ডের জন্য শুভকামনা আর মেঘদলের কথা নতুন করে বলার নেই!! এদের জন্য বাংলা গান এখনো কোটি মানুষের ভালো লাগার কারণ। 🥰
২০১৮ সাল থেকে এই গানটা মন খারাপ থাকলেই শুনি আমি। বিশেষ করে আকাশ মেঘলা থাকে আর আমি একা থাকি যখন তখনই বেশি শোনা হয়। অন্যরকম একটা প্রশান্তি পাই মেঘদলের গানে। 'নির্বাণ' আর 'চেনা অচেনা' দুইটা গানই মাস্টারপিস ফরএভার। লাভ ইউ মেঘদল! 🤍
When the album released, I was in complete disaster, may be lowest point in my life. The song extended crucial lifeline to absorb the pain. Till in love with this particular song. Love.
বিশ্ববিদ্যালয় জীবনের অনেক পছন্দের একটি গান ছিল। ১০ বছর পর আবার হঠাৎ মনে পড়লো গানটা।
চেনা অচেনা - মেঘদল
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..।।
কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...
নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা
শব্দপ্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা.. তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..।। কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...
After all these years, this song reminds me of my college days... I used to listen this and walk, walk and walk all over dhaka city. so many memories... With MEGHDOL life was never better like those days. Long live MEGHDOL & MEGHDEBOTAs. 💚💚💚💚💚💚💚💚
same pinch bro
গানটা এবার পুরা অমৃত লাগতাসে।❤️
অসাধারন।অসাধারন।❤️
হাজার বছর বেচে থাকুক গানগুলো!!❤️🙏
Meghdol should be a genre all by itself
😮
বিশ্ববিদ্যালয়ের ছাদে আড্ডার সেই সোনালী দিনগুলির কথা বারবার মনে করিয়ে দেয়....হয়তো সামনেও এভাবে মাঝে মাঝে শুনে যাব গানটা...ধন্যবাদ মেঘঢল 💙
আমি এক দিকভ্রান্ত পথিক, হারাই শুধু হারাই তোমার অরণ্যে।
এই গানটা অবশ্যই খুব প্রিয়
Some things are not that easy to articulate by our very own-self. That’s when the music kicks in and blasts out the Rainbow and Grey, and the metaphysical thoughts( through the sound of silence).
gaanta first ami FM a sunechilam,,,sune khob valo legechilo,,,tai RUclips a search dilam,,,at last gaan ta k khuje pelam......really a wonderful song🌹🙂😣
আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে.....
এই গানটা শুনে মেঘদল এর প্রেমে পড়ে গেলাম 🖤
Sam to..bro❤
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যার্থ প্রলাপে😍
আহ! এই যেন শুধু একটা গান না,
অজস্র স্মৃতির এক টাইম মেশিন।
সুরের আঘাতে আহত অধরা যত চাওয়া😪🤘❤
আহ...!! প্রিয় মেঘদল,
একেকটা লাইন যেন একেকটা বোমা❤
For the last 17 years I have been listening to this magic but can't snap out of its spell. Thank you Meghdol for your existance in my life.
অদ্ভুত এক সৃষ্টি, নিজেই নিজেের তুলনা তুমি মেঘদল
বাংলার প্রতিটি ব্যান্ডের লিরিক অনেক বেশি পাওয়ারফুল প্রতিটি ব্যান্ডের জন্য শুভকামনা আর মেঘদলের কথা নতুন করে বলার নেই!!
এদের জন্য বাংলা গান এখনো কোটি মানুষের ভালো লাগার কারণ। 🥰
আহ! কি বাঁশি! কি সুর! আমার সাষ্টাঙ্গ প্রণাম আপনাদের
রাতের অন্ধকারে গানটা অন্যরকম প্রশান্তি ছিল একসময়ে। অনেকদিন পর শুনছি। আবারো নেশায় পড়ে যাচ্ছি
প্রতিটি লাইন আমার !
আমার ও ❤️
Such a beautiful song! Not sure why this master peice is underrated... This deserves millions views!!
One of my favourite song till now. I hear this song almost everyday.Really appreciate it may Almighty bless everyone from this band.
একজনের কথা খুব মনে পড়ে। যাকে মনে পড়াটা উচিত নয় কোনভাবেই।
Probably, he introduced this song to you. Just guessing.
Right bro❤
This song hits different when you take it spiritual rather than romantic sad song . 🥺
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে 😍
আহা মেঘদল, হারাই শুধু তোমার অরণ্যে ❤
বুনে চলেছি অশ্রুপ্রপাত … আহা লিরিক🔥
২০১৮ সাল থেকে এই গানটা মন খারাপ থাকলেই শুনি আমি। বিশেষ করে আকাশ মেঘলা থাকে আর আমি একা থাকি যখন তখনই বেশি শোনা হয়। অন্যরকম একটা প্রশান্তি পাই মেঘদলের গানে। 'নির্বাণ' আর 'চেনা অচেনা' দুইটা গানই মাস্টারপিস ফরএভার। লাভ ইউ মেঘদল! 🤍
আমি এক দিকভ্রান্ত পথিক, হারাই শুধু হারাই তোমার অরণ্যে।
জোস ছিলো লাইন টা🥰💖💖
মেঘদলের এই গানটা শুনতে শুনতে আমার মেঘদলের প্রতি ভালোবাসার হাতেখড়ি ............... মেঘদল জয়তু ভালোবাসা
অনেক মায়া হয় এই গানটার জন্য ।।
তাই খুব যত্নসহকারে শুনি গানটি।।
সেই ২০০৭ সাল। ক্লাস সেভেন এ পড়ি।এই গানটা তখন এত এত শুনতাম।রক্তের সাথে মিশে গিয়েছিলো। এখনো মিশে আছে।
its not a song...its an enchantment!!!....spell bounded!!!
Listening from Uzbekistan 🔥
সেই ২০০৭ এ মগজে ঢুকিয়ে নেওয়া প্রিয় গান
উফ্! এক কথায় আমি গায়েব😍😍😍
Sei class Vii er memory ta jege uthlo....
মেঘদল প্রতিটা গানে অনেক আসক্ত হয়ে গেছি💜এগিয়ে যাক প্রাণপ্রিয় মেঘদল💙 সামনের দিনে আশা করি আরো নতুন গান উপহার দিবে আমাদেরকে💙💜
আবেগের এক অসাধারণ প্রতিফলন,,,,,,,,,,,,,,🖤
Chittagong college, Govi high school, ahhh Chittagong, ahhh city life❤
When the album released, I was in complete disaster, may be lowest point in my life. The song extended crucial lifeline to absorb the pain. Till in love with this particular song. Love.
I hope you're enjoying the best days of your life
আহা গলা ফাটিয়ে কত গাইছি এই গান😍😍
হারাই শুধু হারাই তোমার অরণ্যে! 🖤
💔
ণৈঃশ্বব্দের অমৃত লোকে
করেছি তোমায় রচনা
শব্দ প্রহর ফুরিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
মেঘদল তুমি ছাড়া এইটা কখনো সম্বভ না❤
Meghdol is Like Pink Floyd to me.
I do drugs bt when I'm empty i do listen to Dire Straits / Pink Floyd and Meghdol ❤️
6 years to go with it. How sweet memories Brothers abohoney play Ground- 2 guiters- 7/9 Group members 🥰😍❤️💖💝 and Meghdol 💝
চেনা অচেনা আলো আধারে🖤🦋
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে ❤❤
গানটা একটা সময় FM এ খুব শুনতাম 😍 ভালোবাসা রইলো 😍😍😍
হারাই শুধু হারাই
মেঘদল এর সূরে!
শেষ সম্পদ ভালোবাসা। তাই ❤️❤️❤️দিলাম।
একযুগের বেশি হলো গানটা শুনেই চলছি। তবু এর আবেদন এতটুকু কমেনি। কালজয়ী একটা গান ❤️
Ah anemoia feel hocche Eto bochor por sune
Nostalgic & used to listen on radio 😊
আহা...
ভালবাসা 😘❤️
আপনি লাইক দিলেই সাথে সাথে আমি গানটি শুনবো😍😍😍😍
Dilam like vai
@@sulymansharif9821 😍
suece ?>
❤
come again
আহা শান্তি! 💖
এই গান শোনার মাঝে এক আলাদা প্রশান্তি আছে।
ভালোবাসা লুকিয়ে থাকুক মেঘদলের মাঝে 💙
আমি কোনো ভুল করিনি মেঘদলের ফ্যান হয়ে!! তাদের ভালোবাসি !! কল্যাণ হোক আপনাদের।
Vishon valo lagar ekta gan❤️❤️❤️❤️
অনেক স্মৃতি মনে করিয়ে দেওয়া প্রিয় গানটি❤️
ভালোবাসার মেঘদল🌧️❣️
আমার সবচেয়ে পছন্দের একটি গান❤️
মেঘদলের জন্য ভালোবাসা কোনদিন ফুরাবেনা।
Gaan ta jotoi shuni totoi Valo Lage,,,, love this song
চিরচেনা সবই যেনো আজ অচেনা 🤒🤒
I miss My FM radio days 😢
নৈঃশব্দ্যের অমৃতলোকে
করেছি তোমায় রচনা
শব্দপ্রহর ঘুমিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে 💔
আমি এক দিকভ্রান্ত পথিক, হারায় শুধু হারায় তোমার অরণ্যে...
আমি এক দিকভ্রান্ত পথিক, হারাই শুরু হারাই তোমার অরণ্যে...
মেঘদল মানে ভালোবাসা 🖤
১ বছরের বেশি সময় ধরে গানটা শুনি, তবুও শোনার আকাঙ্ক্ষা ফুরোয়না। 🤍
ছাত্রজীবনের কথা মনে পড়ে গেল! কোন বাধা ছিল না।
One of my favourite song.. 😍
Meghdol ❤️
আমি এখনো খুজে বেড়ায় তোমাকে সুমি।😢😢😢
পুরো জীবন একগুচ্ছ মেঘদল 🖤
শব্দপ্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা 🤍
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
thanks for remastering
That's my first love of Meghdol since 2011 while my high school.
আমি এক দিগভ্রান্ত পথিক ❤️❤️
ধন্যবাদ মেঘদল
❤️
এখানেই জেনো জীবন ধারাপাত....
আমি এক দিকভ্রান্ত পথিক। ❤️
আজকের দিনটা মেঘদলময় ❤️
vai ekdin campus e nahoy sunayen...ekhn o campus life to sesh hoynai..santi niketon e bosey sonaben nahoy
Sei 2008 thakew still favourite
One of our favorites!
সেই অনেক বছর আগে এই গান দিয়েই অচেনা মেঘদল কে চেনা।
amazing song since 10 years....
আহ কি গান 🙏😍
কিশোর বয়স+রাতের রাস্তা+কানে ইয়ারফোন লাগিয়ে এই গান=না ভোলার মত অনুভুতি 🥰🥰
পছন্দের গান❤❤❤❤
Most decorated song ever❤️❤️❤️
Rock On!! 🤘
আহা!! 🥰
এই গানের ভিতরে যেন আমার সব আর্তনাত লুকিয়ে আছে 😥
যেন আমার নিজের কথায় বলছে।
ভালোবাসা অবিরাম
ভালোবাসি মেঘদল ❤️✨
Man this is art
মেঘদল❤️❤️