নেই কোটি টাকা, নেই বাড়ি গাড়ি, Purba Bardhman-এর TMC নেতার সংসার চলে সবজি বেঁচে, মুখে চওড়া হাসি
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Purba Bardhaman-এর Ausgram-এর Biswanath Singh-এর যেন অন্য পরিচয়। গ্রামের উপপ্রধান হয়েও সবজি বিক্রি করে দিন চালান তিনি। অভাবের সংসারে স্ত্রী কাঠ কুড়িয়ে বিক্রি করেন। অনেকের ধারনা পঞ্চায়েত নেতা মানেই কোটি টাকার মালিক। কিন্তু এই মানুষটির পরিচয় এবং সততা যেন অন্য মাপের। একবার দেখে আসলে কেমন হয় তাঁর নিত্য নৈমিত্তিক রুটিন।
#purbabardhaman #biswanathsingh #ausgram #banglanews #news18bangla
News 18 Bangla is an exclusive news channel on RUclips which streams news related to West Bengal, Nation and the World. The channel also has contemporary topic based debate and subject special series which are interesting & informative. Our channel aims to update the viewers with the current news.
নিউজ 18 বাংলা একটি আঞ্চলিক নিউজ চ্যানেল যেখানে আপনি পশ্চিমবঙ্গের, দেশের এবং বিশ্বের নানা খবর জানতে পারবেন। খবরের সঙ্গে আপনি এই চ্যানেলে সমসাময়িক বিতর্ক ও তথ্যপূর্ণ স্পেশাল সিরিজ দেখতে পারবেন।
Follow Us On:
RUclips : Subscribe to our channel for latest news updates: tinyurl.com/y2...
Twitter : / news18bengali
Facebook : / news18bangla
Our Official Website : bit.ly/3130Nan
আপনার মত নেতা কে স্যালুট জানাই স্যার। আপনাকে দেখছি কেবল ব্যাতিক্রম। আপনার মত নেতাই প্রয়োজন পশ্চিম বাংলার বুকে।
👍👍👍👍👍👍👍👍
@@SSCESMARTEDUCATION tmc pa chata neta
Salute sir...Jai Hind
@@animeshsasmal6291 apni pa chat te kothay dekhlen
@@animeshsasmal6291 aapni ki chaten.....
আমি বিজেপি করি কিন্তু তোমাকে দেখে মনে হয় আজ ও কিছু মানুষের মধ্যে সততা বেঁচে আছে ।।
🇮🇳🇮🇳🇮🇳
কোনো সুশিক্ষিত সংবেদনশীল মানুষ কি bjp করতে পারে?
আপনি একটা ফ্যাসিবাদী পার্টি করেন। সেটা আবার জ্বর গলায় বলছেন???
টাকা তো সবকিছু নয়,,,মনুষ্যত্ব টায় সবচেয়ে দামী,,,আপনাকে স্যালুট জানাই sir
তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার নেতার ভিড়ে একটাই নেতা, তুমি যে আমাদের গৌরব।
😂😂😂
সত্যি এনারা গোলাপ ফুল। এই পুরো গুণ ওনার ব্যক্তিগত। জোড়াফুল তো নয়।
@@somnathdas4987 good night
আপনার মত নেতাকে সেলুট।আপনার মত নেতাদের বাংলায় দরকার।
প্রণাম জানাই এমন নেতাদের ।আজ এই রকম নেতাদের যে বড় অভাব হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে,,
সত্যি চোখে জল এসে গেল বলার কোনো ভাষা পাচ্ছি না😢 শুধু এটাই বলব উপপ্রধান কে স্যালুট🙋
সত্যিই স্যার শ্রদ্ধায় মনটা ভরে উঠলো
আপনাকে স্যালুট সততার বিশাল এক সমুদ্র আছে আপনার মনে আল্লাহ্ আপনাকে সুস্থ আপনার পুরো পরিবারকে সুস্থ রাখুন আমিন
ভালো থাকবেন আমার প্রণাম নেবেন
সত্যি TMC দল টার মধ্যে আপনার মতো একজন নেতা কে দেখে আমি মুগ্ধ।
Bjp ta taw pabi na 🤣
অনেকেই আছে। কেউ খোঁজ রাখেনা। আর তাছাড়া এই ধরনের রাজনৈতিক নেতাদের কোন স্টেটাস থাকেনা। সমাজে গ্রহন যোগ্যতা ও থাকেনা জনগন দল দেখে ভোট দেয় সৎ অসৎ বিচার করেনা। যদি করত তবে অনেকেই এরকম হত।
@@riaj443 Kano bolto?
They have powerful weapon which is education. but TMC don't have😕
@@utsabnanda3355 mast joke mara re . Bjp er neta ra ja bhason dai sei gulo bhalo kore dekh. Obosso tmc Rao kono dik theke kom na sob e ak coin er apit opit
@@riaj443 tik bolecho dada...religion niye game khalche bjp
খুব বড়ো মাপের মান- হুশ সত্যিই অবাক হচ্ছি এখনও রক্ত চোষা গিরগিটি দের মাঝে এমন ভালো মানুষ ও আছে।
ধন্যবাদ টা দিয়ে ছোট করবো না।ভগবান আপনার মঙ্গল করুন।
নেতার প্রকৃত ধর্ম আরকই হওয়া উচিত ❤️
আপনার কথা শুনে অবাক হওয়ার মত অবস্থা। এমন ও মানুষ আছেন আমাদের রাজ্যে । আপনার চরনে কোটি কোটি প্রনাম 🙏🙏🙏🙏🙏🙏
এনার তৃণমূল করা উচিত নয়। ব্যতিক্রম। ধন্যবাদ ওনাকে। ওনার কাছ থেকে বাকীরা শিক্ষা নেবে কি?
কি দল করা দরকার বিজেপি
Sob dakhai opor opor tar por.1 din dakhban koti Takar malik ata politics akhana sadharon manus kokhono chance pai Na jodi Na tar taka thaka be logical
@@sofikulmir9372 এনাকে দেখে ভাইপোর শেখা দরকার,100 কোটির বাড়ি
এই নেতা কোন স্তরের সেটা আগে জানা দরকার।সুজোগ পাইনি তাই টাকা লুটতে পারে নি সব নেতা চোর।চোরে চোরে মাস্তূতো ভাই।
👍👍👍👍👍👍👍💓
যদিও আমি কোন ভাবেই তৃণমূলের সমর্থক নোই !! তবুও এই তৃণমূলের নেতা কে কুর্ণিশ জানাই ।। আপনি ভালো থাকুন !!
পাঁকে তেই পদ্মফুল ফোটে ❤️❤️❤️
হুগলির একজন প্রধান আছে। তিনি নাইট গার্ডের কাজ করেন।
Ti
Onake anurodh daya kore tmc charun apnake dekhiye bakira faida nebe
কজন আছে এরকম মানুষ।দাদা কে অনেক ধন্যবাদ।
👍👍👍👍👍👍👍👍💓
পশ্চিমবঙ্গে এখনো এরকম নেতা আছে এটা দেখে খুব ভালো লাগলো আপনাকে কোটি কোটি প্রণাম
যাক !এত দিনে একটা সৎ tmc নেতার দেখা পেলাম । ভেবেছিলাম এই জনমে বোধহয় আর দেখা পাবো না কাটমানির ভিড়ে। দেখে শান্তি পেলাম। atleast একটা হলেও পেলাম ।
St বলেই দেখলেন , জেনারেল হলে দেখতে পেতেন না
Jay SREE ram jai hind
এই রকম অনেক লোক আছে গো যারা ভালো কাজ করতে চাই কিন্তু কিন্তু দাপুটে লোকের জন্য দলের মধ্যে খারাপ কাজ হয় ।
ruclips.net/video/2vFtAWM3_GE/видео.html
এইরকম লক্ষ লক্ষ তৃণমূল কর্মি আছেন যাদের ঘাড়ে ভর দিয়ে তৃণমূল ২০২১ বিধানসভা তুলেছেন।।
আপনার মতো নেতা আমাদের দেশের খুব খুব দরকার। বিশ্বনাথ বাবু আপনাকে স্যালুট 🙏🙏🙏🙏
নেতা হলে এমনই হওয়া উচিৎ
👍👍👍👍👍👍👍👍👍💓
যারা বাড়িতে বাজার নিয়ে আসবে 😂😂😂
দৈত্য কুলের প্রহল্লাদ। অনেক ভালবাসা অভিনন্দন। এগিয়ে চলুন।
বা! শুনে মন ভরে গেল ♥️♥️♥️
👍👍👍👍👍👍
সত্যি। আপনাকে স্যালুট জানাই। বর্তমান পরিস্থিতি তে আপনার মানুষের খুবই প্রয়োজন।
নজিরবিহীন নেতা আপনাকে নমস্কার
প্রকৃত নেতাদের এমনই আচরণ হওয়া উচিত, এই সততার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ।
This is the example of a actual politician and a down to earth person
👍👍💖👍👍👍👍👍
ওনার দির্ঘ আয়ু কামনা কোরি উনি জ্যান সুস্ত থাকেন ওনার জন্য অনেক ভালোবাসা রইল অনেক ধন্যবাদ 🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹🌹💖💖💖💖💖💖💖💖💖
এরকম মানুষের পরিচয় করানোর জন্য ধন্যবাদ🙏💕
বিশ্বনাথ ভাই,
আমার বয়স 68+, আমার কাছে বিশ্বনাথ অর্ধেক বয়স। কি সুন্দর তার কথা ভোর তিনটেয় ঘুম থেকে উঠে পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনে গ্ৰামের প্রত্যেক বাড়িতে গিয়ে সবজি বিক্রি করছেন তাও আবার সাইকেল চড়ে, ভাবা যায়? প্রয়োজন হলে বাকিতেও সবজি দেন। এতোদিন অনেক বিশ্বনাথ দেখেছি, ভগবান বিশ্বনাথ এই প্রথম দেখলাম, মনটা আনন্দে ভরে গেলরে ভাই বিশ্বনাথ। তোমার জন্য আমি প্রার্থনা করি শতায়ু ভব:
প্রথম তৃণমূলী মানুষের সন্ধান।💛💙
INDIA needs people like him. EXCELLENT
"ETA Amar jibika to ETA Amar korte hobe". Khub bhalo laglo onar ei kothata. Uni khub valo thakuk.
আমাদের সমাজে এমন সততার মানুষ দরকার। নমস্কার জানাই মাননীয় উপপ্রধান মহাশয়কে
এদের মধ্যে এই প্রথম দেখলাম, যে একজন, এই বিশ্বনাথ শিং, আপনাকে সাধুবাদ জানাই।🙋🏻♀️🙋🏼🙋🏻♂️🙋
কিছু ব্যাপার গোপন থাকলে তার মাহাত্ম্য অনেক থাকে। এই যে ব্যাপারটি ওপেন হয়ে গেলো এইবার অন্য নেতাদের চাপেই হোক আর সাধারণ মানুষের নজর দোষেই হোক উনি এইবার বিপদে পড়বেন।
মানুষ সঠিক নির্বাচিত করেছেন।। উনি চাইলে পঞ্চায়েত থেকে কোটি টাকা মেরে বড়ো ধরনের ব্যাবসা তে ঢুকে যেতে পারতেন।। Really Salute him
উনি একজন সৎ মানুষ উনি নিজেকে গর্বিত মনে করে এ সমস্ত কাজ করে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏
জন্ম হোক যেথা সেথা কর্ম হোক ভালো, দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমি কোচবিহার জেলা থেকে বলছি, হাজার ফুলের মাঝে একটি গোলাপ
এইসব মানুষজন আছে বলেই, আজও সূর্য চন্দ্রর দেখা পাওয়া যায়।
সত্যিই ব্যাতিক্রম উনি সেলুট জানাই উনার সততাকে🇮🇳🙏🙏🙏
টিএমসি দলে এইরকম একজন নেতা সত্যিই গোবরে পদ্মফুল
😅😅
Fatia diyecho bhai🤣🤣🤣🤣❤❤
সত্যি দেখে খুব ভালো লাগলো ❤️❤️
অসাধারণ প্রেরণার যাপন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই।
Thanks to news 18 bangla for great coverage, yes it is called news
জয়প্রকাশ মজুমদার সুজাতা খাঁ
বাবুল সুপ্রিয়
এদের থেকে 10 গুণ একটি ভালো মানুষ।
এদেরকে বিধানসভায় টিকিট দেওয়া উচিত ভালো মানুষ এদের মুখ দেখে ভোটে জিতবে এবং সংগঠন শক্তিশালী হয়েযাবে।
আপনাকে স্যালুট জানাই স্যার
আপনারা যারা দেশটাকে লুটেপুটে খাচ্ছেন তারা সততা কাকে বলে দেখে শিখুন । স্যার আপনাকে সেলুড জানাই
Country need a great leader like you.Leader like you is one in million.
এইরকম নেতার কদর কম বিশ্বনাথ সিং বাবুকে আমি সেলুট জানাই 🙏🙏
কিছু সৎ ভালো মানুষ চিরকাল ছিল আছে আর থাকবেও
এরকম মানুষকে আমার তরফ থেকে জানাই শত কোটি প্রণাম, মহাশয় আমার প্রণাম আপনি গ্রহণ করবেন 🙏🙏🙏🙏
জীবনে টাকা থাকাটা অতটা জরুরী নয়,,, কিন্তু শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী,,,
সত্যি আপনি খুব ভালো মানুষ ,ভগবান আপনার ভালো করুক 🙏
তবে আর কালিঘাটের ৩৩ টা প্লটের মালিকদের সহযোগ কেন? ২৫% রেখে ৭৫% জমা দেওয়ার নির্দেশ অমান্য করার সাহস ভালো নয়।
ভাই আপনাকে স্যালুট জানাই,
প্রকৃত নেতা আপনি বিশ্বনাথ বাবু।ভগবান আপনার মঙ্গল করবেন ।🙏🙏🙏🙏🙏
আহারে বেচারা টাকার টাওয়ার পায়নি গো কাকা... ব্যতিক্রমী কাকাকে স্যালুট জানাই গো।
সত্যি এমন নেতা যদি আমাদের এলাকায় হত আমরা গর্বিত হতাম
Salute You Sir, Love From My Heart, We Need More Leaders Like You..🙏🙏🙏🙏
দাদা এমন কিছু মানুষের প্রয়োজন তাহলে উন্নয়ন অবধারিত
স্যালুট জানাই আপনাকে 👍👍
এই প্রথম এরকম একজন নেতা দেখতে পেলাম 👌👌
আপনার মত নেতা কে স্যালুট জানাই।
খুব ভালো লাগলো দাদা আপনাকে।
Respect ❤️
শুনে মনটা ভরে গেল love you sir
এইসব মানুষদের দেখলে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করে!!!! কি ভালোবেসে দলটা করছে !!!! বিনিময়ে কি দেখছেন !! কি পাচ্ছেন !! দুঃখ লাগে, কষ্ট লাগে !!
কারন টা উনি জানেন কাট মানি খেলে ভগবান খুব তাড়াতাড়ি উপরে তুলে নিবে,, সে জন্য উনি সত পথে এগিয়ে চলে যাচ্ছেন । ধন্যবাদ আপনাকে
Eta rarest of the rare case.Onake amar pranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
onake asirbad kori sat pathe jeno thake.kintu tmc ja chaye ta napele besi din party te rakbe na.sater vath pathe pathe.sat pat chero na
কাট মানি.তে ঢুকি নাই. সবজি বেচে ভাত খাই. তাই তো মানুষ ভালো বাসেন রে ভাই. নমস্কার দাদা ভাই. সেলুট তোমারে ও জানাই.পূর্ব বর্ধমানে র গর্ভ. তুমি.
বাংলাদেশ থেকে দেখলাম এই মহৎ নেতার ভিডিও। এ রকম নেতা পাওয়া ভাগ্যের। উনার জন্য দোয়া থাকলো।
উনি চুরিটা শেখেন নি বা চেষ্টাও করেন নি!দলে তাই দামও কম পান।ওনার এই ভাবনাকে কুর্নিশ।
দাম কম পান কে বললো আপনাকে
💓💓💓👉💓💓👍
@@mrsomen3155 এটা সহজবোধ্য যে উনি যদি দাম পেতেন তাহলে এভাবে নিজেকে ধরে রাখতে পারতেন না।
দাম যদি পেতেন (দলীয় পদ) আনারুল হতেন।
আপনাকে সেলুট স্যার ,জয় বাংলা
প্রতিটি পঞ্চায়েতে এরকম প্রধান চাই
Biswanath babu apnake Salute, Apnar moto neta proyojon bangalar
এটাই হলো অরজিনাল নেতা যে বোঝে খেটে খাও মানুষের কত কষ্ট। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উচিত ওনাকে একটা ভালো ঘর এবং একটা বাইক দেয়া উচিত পুরুস্কার হিসাবে
আপনার মত মানুষকে নিয়ে কথা বলার ভাষা আমার জানা নাই অশেষ ধন্যবাদ দাদা আপনি আপনার কর্ম করে যান
নেতা এমন হওয়া উচিত,তবে ইনি যেহেতু একজন উপপ্রধান সেহেতু এনার কিছু মাহিনা দেয়া দরকার পঞ্চায়েত এর পক্ষ থেকে
Setai toh vbchi salary toh pawar koth tbey arkm kno
Salry to pai nischoi i think 5-6k eta te ki keu pesha Chere dite parbe??5 yrs jonno setao abr
বাংলাদেশের পক্ষ থেকে স্যালুট।এটাই হলো আসোল নেতা।
দল এরকম নেতাকে পছন্দ করে না। কারণ দল চায় কাটমানি। যত কাটমানি তত উঁচু বাড়ি, দামী গাড়ি।.... ভদ্রলোকের উচিত হবে ওই দল থেকে পদত্যাগ করে নির্দলীয় ভাবে প্রশাসনিক কাজগুলো করা।
আপনাকে ধন্যবাদ
থাকতে সুযোগ করে না সদ্ব্যবহার।তার মতো বোকা আছে কেউ আর।খুব কম আছে এমন ধরনের মানুষেরা।টাকা পয়সা বোঝে না করে যায় জনসেবা।দুর্লভ এমন মানুষ খুবই কম আছে।পর সেবায় নিয়োজিত ডাকলেই কাছে।ধন্যবাদ।
স্যালুট নেতাকে।
Good News
100 জনের মধ্যে শুধু একজন কে দেখতে পেলাম ভালো লাগলো
আজ আপনার মত নেতা খুবই প্রয়োজন।
👍👍👍👍👍👍💖
স্যালুট আপ্নাকে ❤️❤️❤️❤️
big respect 🙏🏼
স্যালুট Sir l অনেক ভালো থাকুন
এই লোকটা প্রকৃত নেতা। মমতার দেখে শেখা উচিৎ।
বাংলাদেশ থেকে দেখছি আপনাকে সেলুট বিশ্বনাথ দাদা।
এরকম মানুষেরা এখন ব্যতিক্রমী। যাইহোক দলটায় অন্তত একজন হলেও সৎ মানুষ আছে।
Sir, aapnar chorone soto koti naman sototar pokhho theke, onek onek valo thakun valo kore rakhun jogot take, pantha gulo more geleo kono khoti nei kintu aapnar moto manusher jonno amader hridoy aajo kandche.............🙏🙏
Eni amader gram er manush. Khub valo manush
Apnar moto manush dorkar sir..👍🙏🙏🙏🙏🙏🙏🙏
হিন্দু ধর্ম আমার গর্ব ❤️
এরকম নেতা পশ্চিমবাংলায় দরকার দাদা এরকম নেতা আমরা চাই সারা জীবনের জন্য
এই রকম মানুষ দের নমিনেশন দেয়া উচিৎ
👍👍👍👍👍👍💓
ভালো সবসময়ই ভালো! আমার দেখা এরকম মানুষ অনেক আছেন!
ওটা দেখিয়ে লাভ কি ওই দলের অনেক নেতা এমন আছে যারা কোনো রকম দিন চলত তারা আজ কোটি টাকার বাড়ি বানিয়েছে সে গুলো দেখাও, ক্ষমতা থাকলে দেখাও
Lot of thanks,Biswonath da.
আপনাকে সালাম।আমাদের আপনার মতো নেতা দরকার।তবে দেখুন দল কতদিন পাশে থাকে।আপনাকে দেখে মনে মনে লজ্জা পাবে তো।
অসাধারণ ব্যাপার আপনাকে আমার প্রণাম জানাই I বর্তমান যুগে যেটার সব থেকে অভাব আপনার মতো অনেক বিশ্বনাথ আমাদের দরকার I সাবধানে থাকবেন I আর news reporter কে অনুরোধ এদের মতো লোকদের প্রচারের আলোতে নিয়ে আসুন I