আমার জীবনের বাস্তব ঘটনা ।সবথেকে কষ্ট লেগেছে নিজের বাবামার স্বার্থপরতা দেখে।লেখককে অনেক ধন্যবাদ এ রকম নাটক উপহার দিয়ে কাছের মানুষকে বিপদে চিনিয়ে দেবার জন্য।
অতীত মনে পড়ে গেল, আমার ছেলে যখন পুকুরে পড়ে গেল, আললাহ র রহমতে আমি নিজে দেখে পানি থেকে তুললাম, সেই দিন যদি জান্নাত কেউ আমাকে দিত, তবুও বিন্দুমাএ আমি খুশি হতাম না।আমার কান্না আললাহর আরশ পযন্ত গেছে, কিছু লোকজন বললো কোন ব্যাপার না।ঠিক ৩মাস পর তারা ও বুঝতে পারছে আমি কত কস্ট পাইছি।
অনেক সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বাচ্চাটার কথাগুলো খুব ভালো লাগছে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে এরকমই হয় স্বার্থপর দুনিয়ায় কেউ কারো আপন না তাই আসেন এরকম যারা অসহায় বাচ্চা আছে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাই ওদের জন্য সকলের দোয়া করি আমিন
এই দুনিয়াটা খুব স্বার্থপর। নাটকটা বাস্তবতার সাথে অনেক মিল আছে। এরকম স্বার্থপর বন্ধু/বান্দব/আত্মীয়-স্বজন ভাই বোন এর অভাব নাই। শুধু সুখের সময় আপনার পাশে থাকবে দুঃখের সময় মুখের কথাটাও বলেবেনা। বিপদে পড়লে বুঝা যায় মানুষ কত স্বার্থপর।
পৃথিবীতে এরকম স্বার্থ আমরা দেখতে মানুষের মতন কিন্তু আমরা মানুষ নই মানুষ রুপী অমানুষ তাইতো পৃথিবীতে এত গজব আল্লাহতালা আমাদের পরীক্ষা করেন তবুও আমরা বুঝিনা কি হবে এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি মানুষই না থাকে
মানুষ যতটা আপন সাজে ততটাও হয় না,যারা আপনজনের এমন আসল রুপ দেখেছে তারা কখনোই এমন নাটক দেখে নিজের কান্না থামাতে পারবে না,খুব কাঁদলাম চোখের সামনে নিজের অতীত টা ভাসছে।
ভাই কি লেকবো ভাষা হারিয়ে ফেলে ছি আপনার জখন সময় ভালো হবে আত্মী সুজন সবাই কে কাছে পাবেন আর আপনার সময় খারাপ হলে কাউকে কাছে পাবেন না এইটা দুনিয়ায় নিয়ম এমন একটা নাটক দেহে আমি অনেক কষ্ট পেয়ে ছি আমি একজন প্যবাসী আমি জানি আমার মতো কোনো প্যবাসী এমন বিপদে পড়লে কোনো আপন জন কে কাছে পাবেন না এই নাটকের পরিচালক ধন্যবাদ জানায় এই সমাজে এমন কিছু নাটক তুলে দিয়ে মানুষ কে বুজিরে দিলেন বিপদের সময় আপন জন দুরে থাকে ভাই নাটক টি দেখার পড়ে আমি নিজেকে ঠিক রাকতে পারি নাই ধন্যবাদ পরিচালক ভাই আরেক বার
আসলেই পৃথিবীটাই স্বার্থপর। লেখককে অসংখ্য ধন্যবাদ। এই যে একটা বাস্তব কাহিনী তুলে ধরার জন্য আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না অনেক সুন্দর হয়েছে অসাধারণ
আমার একটা তিনি বছরের ছেলে আছে সবাই তার জন্য দোয়া করবেন 🤲 আল্লাহ জানে সবসমোয় আমার ছেলে টারে ভালো রাখেন সুস্তো রাখেন আমার কোল জেনো কখনো খালি না করে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ দরবারে 🤲🤲😭😭
ধন্যবাদ পরিচালক ভাই কে এই পৃথীবিতে সবাই নিজের সাথ টা বুজে এই নাটক এর মতো হাজারো পরিবার আছে তার আপন জনকে হারাতে হয় হে আল্লাহ তুমি সবাই ভালো মুসিবত বুজার তৌফিক দেও 😔😔আমিন
এক সময় টাকার অভাবে আমার বাবার চিকিৎসা করাতে পারিনাই।আপন মানুষগুলি মুখ ফিরাইয়া নিয়ে ছিলো।আমার বাবাকে বাঁচাতে পারিনাই।কিন্তু আজ আমার সব হইছে টাকা পয়সা জোশ খেথী কিন্তু আজ আমার বাবা নাই।সেই দিন গুলি আজ ও আমার চোখের সামনে ভেসে উঠে।দোয়া করি সবাই ভালো থাকুক।
সত্যি ভাই বাস্তবতার সাথে খুব মিল বাস্তব জীবনের সাথে এরকম যে ম্যাচিং হবে আমি ভাবতেও পারিনি অসংখ্য ধন্যবাদ এই নাটকটির পরিচালক দেরকে শুভকামনা অফুরন্ত ভালোবাসা রইলো আগামীতে আশা করি আরো ভালো কিছু ❤❤❤❤❤ভেতরটা কেমন জানি কেঁদে উঠলো ম্যাচিং তো। 😢😢
প্রথমেই ডিরেক্টর আংেল কে ধন্যবাদ জানাই,এতো এতো এতো সুন্দর একটা গল্প বানানোর জন্নে😍 আমি এতো সুন্দর একটা গল্পে কাজ করার সুজোগ পেয়েছি এটাই অনেক। তারপর এ মাইমুনা মামনি তো অসম্ভব ভালো 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
সত্যিই নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে 😢😢😢😢😢 পারলাম না কাছের মানুষ গুলো চিনা যায় বিপদে পড়লে কতটা সবাই স্বার্থপর পরিচালক সাহেব কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাস্তব সমাজের কাহিনী তুলে ধরার জন্য ❤❤❤
সত্যি আপনারা এই নাটকের মাধ্যমে বাস্তবতা কে ফুটিয়ে তোলেন। খুবই সুন্দর সুন্দর সুন্দর হয়েছে । বাস্তবে মানুষ সত্যিই অনেক স্বার্থপর হয়ে গেছে। মুখে তারা যতই বলুক পাশে আছে কিন্তু আসলেই তারা কখনোই পাশে থাকে না।
এটাই বাস্তবতা। টাকা থাকলে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ভালো বাসে।আর টাকা না থাকলে কেউই ভালো বাসে না।
C j ppbbil😮
আল্লাহ ছাড়া কোন সাহায্য কারি নাই
এইটাই বাস্তব 😭😭😭
লেখার ভাষা নেই বিপদে পড়লে আল্লাহ ছাড়া পাশে কেউ থাকে না। এটাই সত্যি
অসাধারন হয়েছে
অসাধারণ একটা নাটক ধন্যবাদ পরিচালক ভাই ও সবাই কে
আমার জীবনের বাস্তব ঘটনা ।সবথেকে কষ্ট লেগেছে নিজের বাবামার স্বার্থপরতা দেখে।লেখককে অনেক ধন্যবাদ এ রকম নাটক উপহার দিয়ে কাছের মানুষকে বিপদে চিনিয়ে দেবার জন্য।
আমি জীবনে প্রথম কোনো নাটকে কমেন্ট করলাম, সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না, আল্লাহ এ রকম দিন দিও না, কাউ কে ❤❤❤
😢😢
অনেক সুন্দর সুন্দর 😊😊😊😊😊
kon chagol music master re
Thank you ❤
অতীত মনে পড়ে গেল, আমার ছেলে যখন পুকুরে পড়ে গেল, আললাহ র রহমতে আমি নিজে দেখে পানি থেকে তুললাম, সেই দিন যদি জান্নাত কেউ আমাকে দিত, তবুও বিন্দুমাএ আমি খুশি হতাম না।আমার কান্না আললাহর আরশ পযন্ত গেছে, কিছু লোকজন বললো কোন ব্যাপার না।ঠিক ৩মাস পর তারা ও বুঝতে পারছে আমি কত কস্ট পাইছি।
অনেক সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বাচ্চাটার কথাগুলো খুব ভালো লাগছে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে এরকমই হয় স্বার্থপর দুনিয়ায় কেউ কারো আপন না তাই আসেন এরকম যারা অসহায় বাচ্চা আছে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাই ওদের জন্য সকলের দোয়া করি আমিন
Thanks
আমি নাটকটি দেখে অঝোরে কেঁদে দিয়েছি।
আমিও অনেক কান্না করছি আর তাই দোয়া করি এমন গটনা জেনো কারো সাতে না হয় আল্লাহ জেনো সকল বাচ্চা কে ভাল রাখে
অসাধারণ একটা নাটক সবাই দেখবেন❤
পরিচালককে অসংখ্য ধন্যবাদ। নাটকটি দেখতে দেখতে কখন চোখে পানি এসে গেল বুঝলাম না।
No mp a
এই দুনিয়াটা খুব স্বার্থপর। নাটকটা বাস্তবতার সাথে অনেক মিল আছে। এরকম স্বার্থপর বন্ধু/বান্দব/আত্মীয়-স্বজন ভাই বোন এর অভাব নাই। শুধু সুখের সময় আপনার পাশে থাকবে দুঃখের সময় মুখের কথাটাও বলেবেনা। বিপদে পড়লে বুঝা যায় মানুষ কত স্বার্থপর।
হৃদয় বিদারক দৃশ্য। সত্যিই পৃথিবীটা বড্ডো স্বার্থপর ।
পৃথিবী না পৃথিবীর মানুষ গুলো
সত্যিই পৃথিৱীটা অনেক স্বাৰ্থপর, বাস্তৱেও এমন হয়।
পৃথিবীতে এরকম স্বার্থ আমরা দেখতে মানুষের মতন কিন্তু আমরা মানুষ নই মানুষ রুপী অমানুষ তাইতো পৃথিবীতে এত গজব আল্লাহতালা আমাদের পরীক্ষা করেন তবুও আমরা বুঝিনা কি হবে এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি মানুষই না থাকে
😢😢😢😢 আল্লাহ সঠিক সময়ে সবাই কে সঠিক গ্যান দান করুন আমিন 😢😢
মানুষ যতটা আপন সাজে ততটাও হয় না,যারা আপনজনের এমন আসল রুপ দেখেছে তারা কখনোই এমন নাটক দেখে নিজের কান্না থামাতে পারবে না,খুব কাঁদলাম চোখের সামনে নিজের অতীত টা ভাসছে।
মিষ্টি মেয়ে 🥰অভিনয় দারুণ হয়েছে
বিপদে পরলে,, কাছের মানুষের আসল রুপ দেখা যায় 😢
সময়ের সাথে সাথে মানুষের রং চেঞ্জ হয়ে যায় আত্ম সুন্দর নাটক দেওয়ার জন্য ধন্যবাদ
Khub valo golpo. Chokher pani dhore rakhte parini. Sobai dakhle bujbe. Osadharon natok. 😢😢😢
ভাই কি লেকবো ভাষা হারিয়ে ফেলে ছি আপনার জখন সময় ভালো হবে আত্মী সুজন সবাই কে কাছে পাবেন আর আপনার সময় খারাপ হলে কাউকে কাছে পাবেন না এইটা দুনিয়ায় নিয়ম এমন একটা নাটক দেহে আমি অনেক কষ্ট পেয়ে ছি আমি একজন প্যবাসী আমি জানি আমার মতো কোনো প্যবাসী এমন বিপদে পড়লে কোনো আপন জন কে কাছে পাবেন না এই নাটকের পরিচালক ধন্যবাদ জানায় এই সমাজে এমন কিছু নাটক তুলে দিয়ে মানুষ কে বুজিরে দিলেন বিপদের সময় আপন জন দুরে থাকে ভাই নাটক টি দেখার পড়ে আমি নিজেকে ঠিক রাকতে পারি নাই ধন্যবাদ পরিচালক ভাই আরেক বার
নাটকের শেষ পর্যন্ত না দেখলে খুব মিস করবেন,, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি কেদে দিয়েছি। যে বিপদে পরে সে জানে কতটা কষ্ট করে বিপদ থেকে কাটিয়ে উঠতে হয়
❤O
Ami o kede di si 😂
Amio.....Mute Diyechi..😅😅😂😂😂😂
আল্লাহ আপনি মহান আল্লাহ আপনি এমন বিপদ কাউকে দিবেন না কোন মায়ের বুক খালি করবেন না 😂😂😂বলে
আসলেই পৃথিবীটাই স্বার্থপর। লেখককে অসংখ্য ধন্যবাদ। এই যে একটা বাস্তব কাহিনী তুলে ধরার জন্য আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না অনেক সুন্দর হয়েছে অসাধারণ
আমার একটা তিনি বছরের ছেলে আছে সবাই তার জন্য দোয়া করবেন 🤲 আল্লাহ জানে সবসমোয় আমার ছেলে টারে ভালো রাখেন সুস্তো রাখেন আমার কোল জেনো কখনো খালি না করে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ দরবারে 🤲🤲😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭আমি কিছু বলার মতো অবস্থায় নাই,, নাটকটা দেখে বুক ফেটে যাচ্ছে,,, যদিও নাটক জানি সত্যি না তবুও,, কষ্ট চেপে রাখতেই পারতেছি না, 😭😭😭😭😭😭😭😭😭😭
অনেক সুন্দর হয়েছে নাটকটা❤❤❤
❤
কে কে আমার মতো টিকটক, ফেসবুক থেকে দেখতে আসছো হাত তোলো 👍✋☺️
সত্যিই পৃথিৱীটা অনেক স্বাৰ্থপর, বাস্তৱেও অনেক এমন হয়।😢😢
Yes
আমরা চুকের পানি ধরে রাখতে পারি নি।।।নাটক টা অনেক ভালো লাগল।।।বাস্তব কাহিনি চুকে পড়ে।।
শেষটা দেখে কিছু বলার ভাষা নেই চোখ থেকে এমনি পানি পরে গেলো😢😢😢😢
এরুকুম দাদী থাকা থেকে না থাকাও ভালো কে কে আমার সাথে একমত তারা লাইক করো
বাস্তব জীবনের অংশ। চোখে পানি চলে আসলো
চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ সবাইকে এমন বিপদ থেকে রক্ষা করুন আমিন।
এই দুনিয়া টা টাকার খেলা,,টাকার মতন আপন কেউ না,,টাকা থাকলে সবিই সম্ভব,,বিপদে পরলে এই টাকার অভাবে মানুষ চেনা চায়।।।
Thanks u
ঠিক কথা
আত্মীয়স্বজনরা দুঃখ কষ্টের সময় পাশে থাকে না
Right
মোমোর কষ্টের অভিনয় আমাদের হৃদয় কে কাঁদিয়ে দেয়😢😢
কার কার চোখে পানি এসেছিল নাটক টা দেখে
আমার
এই নাটকের সংলাপ আর কাহিনী , আমার জীবনের সাথে মিল আছে৷ তার ও পরিচালককে জানাই অসংখ্য ধন্যবাদ
নাটকটি দেখে চোখের পানি দরে রাখতে পারিনি। বিপদে পরলে আপন পর সবাই কে চেনা জায়।😭😭😭😭
নাটকটা দেখার সময় চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিলো😭😭😭😭
অসাধারণ নাটক পরিচালক ও নাটক লেখক ভাই আরও সুন্দর এরকম নাটক তৈরি করে উপহার দেন মানুষ যাতে কিছু শিখতে পারে
অসাধারণ ছিলো
এই দুনিয়ায় সবাই স্বার্থপর আসলে সময় থাকতে সময়ের মূল্য কেউই দিতে চায় না। নাটকটির সাথে বাস্তবতার মিলরয়েছে।
নাটকটা দেখে নিজের বিপদের সময় গুলো মনে পড়ে গেল, বিপদে পড়লে সবার ভালো মানুষের মুখোশ সরে যায়।
এই নাটক দেখে আমি কান্না করে দিলাম অনেক সুন্দর হয়েছে
Khub sundor hoyeche ❤❤❤
এত সুন্দর নাটক আমার জিবনে প্রথম দেখলাম
আমার বুক ফেটে কান্না এসেছিল নাটকটি দেখে হইরে পৃথিবী 😭😭
ময়মনা অভিনেত্রী অসাধারণ করছেন তিনি অনেক নাম করবে
মানুষ থাকতে মৃল্য দিতে জানেনা নাটক টা দেখে চোখে পানি ধরে রাখতে পারলা না আল্লাহ জেনো কনো মা বাবা বেঁচে থাকতে কনো সন্তান কে কেড়ে না নেই
ধন্যবাদ পরিচালক ভাই কে এই পৃথীবিতে সবাই নিজের সাথ টা বুজে এই নাটক এর মতো হাজারো পরিবার আছে তার আপন জনকে হারাতে হয় হে আল্লাহ তুমি সবাই ভালো মুসিবত বুজার তৌফিক দেও 😔😔আমিন
আমার নিজ চোখে দেখা টাকার অভাববে এক জন স্বামীর তার স্রী হারাতে হয়ে ছিলো
আল্লাহ এমন টা আমার লাইফ এ চলছে আমার বিপদে আমার একটা মানুষ ও হেল্প করে নাই
এক সময় টাকার অভাবে আমার বাবার চিকিৎসা করাতে পারিনাই।আপন মানুষগুলি মুখ ফিরাইয়া নিয়ে ছিলো।আমার বাবাকে বাঁচাতে পারিনাই।কিন্তু আজ আমার সব হইছে টাকা পয়সা জোশ খেথী কিন্তু আজ আমার বাবা নাই।সেই দিন গুলি আজ ও আমার চোখের সামনে ভেসে উঠে।দোয়া করি সবাই ভালো থাকুক।
সত্যি ভাই বাস্তবতার সাথে খুব মিল বাস্তব জীবনের সাথে এরকম যে ম্যাচিং হবে আমি ভাবতেও পারিনি অসংখ্য ধন্যবাদ এই নাটকটির পরিচালক দেরকে শুভকামনা অফুরন্ত ভালোবাসা রইলো আগামীতে আশা করি আরো ভালো কিছু ❤❤❤❤❤ভেতরটা কেমন জানি কেঁদে উঠলো ম্যাচিং তো। 😢😢
বাস্তব জীবনের অশং চোখে পানি চলে আসলো😢😢😢😢
অসাধারণ একটা নাটক
খুব সুন্দর একটা নাটক
খুব সুন্দর ও বাস্তবমুখী নাটক।শিমু আপুর অভিনয় খুব সুন্দর হইছে।
নাটকটা দেখে খুব কান্না পাচ্ছে মানুষ কত স্বার্থপর হয়
এ নাটক দেখে চোখে পানি চলে আসলো😢😢
এই নাটকের সকল পরিচালক এবং অভিনেতাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অনেক ভালো একটি নাটক আমরা উপভোগ করার জন্য
হে আল্লাহ তুমি সবাইকে সুস্ত রাখাে ভালো রাখাে কারো মায়ের কুল এভাবে খালি করো না
প্রথমেই ডিরেক্টর আংেল কে ধন্যবাদ জানাই,এতো এতো এতো সুন্দর একটা গল্প বানানোর জন্নে😍
আমি এতো সুন্দর একটা গল্পে কাজ করার সুজোগ পেয়েছি এটাই অনেক। তারপর এ মাইমুনা মামনি তো অসম্ভব ভালো 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
এই না নাটক না এটা বাস্তবতা ,, আমার কলিজাটা ফেটে যাচ্ছে,, আল্লাহ সব বাবা মার কলিজার টুকরো গুলোকে হেফাজত কেখো😢
😭😭😭
আমার ফন্টের ❤❤❤
খুব সুন্দর একেবারে বাস্তবতা
নাটকটা অনেক সুন্দর হয়েছে হঠাৎ করে চোখে পানি চলে আসলো সত্যি বিপদের সময় কেও পাসে থাকে না 😢😢😢
বলার কোনো ভাষা নেই চোখের পানি ধরে রাখতে পারলাম না
সত্যিই নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে 😢😢😢😢😢 পারলাম না কাছের মানুষ গুলো চিনা যায় বিপদে পড়লে কতটা সবাই স্বার্থপর পরিচালক সাহেব কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাস্তব সমাজের কাহিনী তুলে ধরার জন্য ❤❤❤
আল্লা তুমি কোনো মায়ের কোল কখনো কালি করোনা সব সময় সব মা বাবার ছেলে মেয়েকে ভালো রাখুন 😭😭
Ameen
@@bangladeshivloggerkhusbusu3741ং
😂
@@bangladeshivloggerkhusbusu3741
Lm
@@bangladeshivloggerkhusbusu3741 =6
চোখের পানি ধরে রাখতে পারিনি খুব কষ্টের নাটক
দারুণ ছিলো নাটক টা
চোখের পানি ধরে রাখার মতো না।।। সত্যি মানুষ অনেক সাথপর
আলহামদুলিল্লাহ নাটকটা খুবই সুন্দর হয়েছে, লেখক কে ধন্যবাদ, সকলে আল্লাহর প্রতি ভরসা রাখুন
চোখের পানি ধরে রাখতে পারলাম না। এটাই বাস্তবতা
Kub sundor akta natok
লেখক বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নাটকটি বাস্তব চিত্রের সঙ্গে তুলে ধরেছে। এরকম নাটক তৈরি করার জন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ
একেবারে এ দুনিয়াতে বাস্তব ঘটনা
মেয়েটা খুব সুন্দর অভিনয় ভালো করেছে
এই নাটক দেখে কে কে কান্না করেছে লাইক করেন
স্বার্থপর মানুষ গুলোকে কখনো খমা করা যাই না
চোখের পানি ধরে রাখার মত না😢😢
সত্যি মানুষ অনেক স্বার্থপর
এই নাটক টা জাতীয় মেডেল পাবে ইনশাআল্লাহ।
❤❤অনেক কষ্টে নাটক আর ময়ে গেলে বুজে সবাই
চোখে পানি এসে গেলো নাটক টি সত্যি অনেক রিদয় বিদারক।আমার মা ও আমায় ছেড়ে আল্লাহ কাছে চলে গেছে।
অসাধারণ নাটক,বাস্তব জীবনে অনেকেকের সাথেই সত্যিই এই নাটকের যথেষ্ট মিল রয়েছে,লেখককে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত বাস্তব ঘটনা উপস্থাপনের জন্য।
কান্না এমনতেই আসে বাস্তব জীবন এমন
আল্লাহ যেন সবার ঘরে এমন একটা মিষ্টি মেয়ে দেয় বাচ্চা টা খুবই সুন্দর আর এতবড় অসুখ জেন আল্লাহ না দেয়
চলমান সময়ে অশল্লী গল্পের মাঝে, সমসাময়িক সুন্দর একটা চিত্রনাট্য। চিত্রনাট্যকারের চিন্তাধারা প্রংশসনীয়।
এই নাটক টা দেখে আমার চোখের পানি দরে রাখতে পারি নাই বাস্তবে সাথে মিল আছে 😭
বর্তমান সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ, চোখের পানি ধরে রাখতে পারিনি,হে আল্লাহ আমার দুটি মেয়েকে সহ বিশ্বের সকল সন্তানদেরকে ভালো রাখুন।
নাটকটি দেখে চোখ দিয়ে পানি চলে আসল আসলে এই দুনিয়াতে বাবা মা ছাড়া কেউ আপন নেই আমার মা অসুস্থ সবাই দোয়া করবেন
এটাই বাস্তব ঘটনার রূপ কাহিনী এরকম আমাদের সমাজে অনেক ঘটনা হয়। ধন্যবাদ নাটক টা অনেক ভালো লাগছে।
আল্লাহ শেষে কান্না চলে আসলো 😢😢😢😢😢😢
আমার দেখা সেরা নাটক
খুব কষ্টের একটা নাটক 😢😢😢 সব আপন জন এভাবেই স্বার্থপর হয় 😢😢😢
এটাই বাস্তবতা এটাই আমাদের জীবন
টাকা না থাকলে আপন মানুষ গুলো ও পর হয়ে যাবে,
আর টাকা থাকলে দূরের মানুষ ও তখন আপন হয়ে যায়
এটাই সত্যি।।।।
সত্যি আপনারা এই নাটকের মাধ্যমে বাস্তবতা কে ফুটিয়ে তোলেন। খুবই সুন্দর সুন্দর সুন্দর হয়েছে । বাস্তবে মানুষ সত্যিই অনেক স্বার্থপর হয়ে গেছে। মুখে তারা যতই বলুক পাশে আছে কিন্তু আসলেই তারা কখনোই পাশে থাকে না।
এই সিম কাহিনী আমার জীবনে এই কাহিনী করছে রে ভাই
Onak sundor atai duniar niom
আমার নাম ও মাইমুনা সোলতানা । আপু অনেক সুন্দর
খুব সুন্দর হইছে নাটক টা চোখে পানি চলে আসছে
চোখের পানি ধরে রাখতে পারলাম না