প্রাক্তন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের এই হামলা ঠেকাতে সিক্রেট সার্ভিস কেন ব্যর্থ হয়েছে ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • শনিবার পেন্সেল্ভেনিয়ার বাটলার শহরে একটি প্রচারণা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে গুলি করা হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএফবিআই এর কর্মকর্তা কেন গ্রে এ ঘটনার পেছনে নিরাপত্তার ব্যর্থতাকে দোষারোপকরছেন।
    বিবিসি ভ্যরেফাই ঘটনাটির বিভিন্ন ভিডিও দেখে, প্রত্যক্ষদর্শীদের সাথে কোথা বলে এবং স্যাটেলাইট ছবি দেখে পুরো ঘটনাটিবিশ্লেষণ করার চেষ্টা করেছে।
    *******************************************
    বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
    এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল কন্টেন্ট। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
    আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
    ওয়েবসাইট: bbcbangla.com
    ফেসবুক: / bbcbengaliservice
    টুইটার: / bbcbangla
    #BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

Комментарии • 41

  • @Forkanulislam5562
    @Forkanulislam5562 Месяц назад +16

    মানে ট্রাম্প আবার ক্ষমতায় আসছে............

  • @ahsankabir4633
    @ahsankabir4633 Месяц назад +6

    গণতন্ত্রে এসব খুবই স্বাভাবিক যে নির্বাচনে বিশেষ সুবিধা পেতে কিছু একটা মঞ্চায়ন করে।
    এমন টা আমরা বাংলাদেশের গণতন্ত্র পন্থিদের প্রায় ই করতে দেখি।

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Месяц назад

      গণতন্ত্র ইসলামে হারাম

    • @mdzaherul3159
      @mdzaherul3159 Месяц назад +6

      আপনার মতামতের সাথে একমত নই কারন এটা সরাসরি তার কান ফুঁটো করে দিয়েছে সুতরাং ভুল বশত যদি কয়েক সুঁতো ভেতরে আসতো বুলেট টা তবে তা মাথায় আঘাত করতো যার মানে ট্রাম্প মারা পড়তো। নাটক অনেক ভাবে মঞ্চায়ন করা যায় কিন্তু এমনভাবে কখনোই নয়।

    • @ahsankabir4633
      @ahsankabir4633 Месяц назад

      @@mdzaherul3159 ভাই কান যে ফুটো করছে এটাই আসল প্রমান যে পুরো ঘটনা টা ই সাজানো।
      আপনি আমার এই রিপ্লে পড়বেন কিনা জানি না। তাও বলছি,
      প্রথমত, হামলকারীকে আশপাশের কয়েকজনই ছাদে উঠতে দেখছে, তারা পুলিশ ও সিক্রেট সার্ভিসকে জানালেও তারা রহস্যজনকভাবেই নিরব ছিল। এবং এই যে আমি আপনাকে বললাম যে এটা একটা নাটক মাত্র, আর আপনি অস্বিকার করছেন এখনো অব্দি পুলিশ ও তদন্তকারীদের কেউ ই হামলাকারীর ছাদে ওঠার বিষয়টা প্রত্যক্ষদর্শীদের থেকে জানার ব্যাপারে কিছুই বলছে না। 😄😄
      দ্বিতীয়ত, হামলাকারী ৬/৭ রাউন্ড গুলি করছে, এতে একজন মারা গেছে। অথচ প্রশ্ন আসতেই পারে যে টার্গেটের কানে গুলি করে অন্য একজনকে মেরে ফেললো! 😃😁 ভিডিওতে দেখা গেছে কানে গুলি লাগার পর ক্ষমতালোভী ট্রাম্প কানে হাত দিল, অনুভব করলো, এরপর হাতে রক্ত দেখলো তারপর আত্নরক্ষার স্বার্থে নিচে বসে পরে। ততক্ষনে হামলাকারী চাইলে সোজা ট্রাম্পের মাথায় গুলি করতে পারতো।
      সো এসব শুধুমাত্র ই গণতন্ত্রের নোংরামি। যখন ই খোদ মার্কিনীদের এই রাষ্ট্র কাঠামো সংকটে পরে তখনই কিছু মানুষকে তারা বলি দিয়ে গণতন্ত্রকে আবারো সুবিধাজনক পজিশনে আনার চেষ্টা করে। মাঝে খামখা দুইজন মারা পরলো। এছাড়া পুরানো ইতিহাসের কথাতে আর না ই বা গেলাম।

    • @ahsankabir4633
      @ahsankabir4633 Месяц назад

      @@mdzaherul3159 কানের উপরে যে গুলি লাগছে এটাই প্রমান যে পুরো ঘটনা টা সাজানো নাটক।
      প্রমান নম্বর এক
      প্রত্যক্ষদর্শীরা দেখেছে যে একজন বন্দুক হাতে ছাদে উঠছে৷ পুলিশ আর সিক্রেট সার্ভিসকে বারবার জানানোর পরেও আমলে নেয় নাই।
      দ্বিতীয় প্রমান
      হামলাকারী প্রায় ৬/৭ রাউন্ড গুলি করছে। এতে টার্গেট ক্ষমতালোভী ট্রাম্প এর কান স্পর্শ করে। কিন্ত ওদিকে আরেকজন গুলি লেগে মারা ই যায়।
      তৃতীয় প্রমান হল
      ট্রাম্পের কানে গুলি লাগার পর প্রায় ৩/৪ সেকেন্ড লাগছে অনুভব করতে ও নিচু হতে৷ ততক্ষণে চাইলে হামলাকারী আরো গুলি করে খুলি উড়িয়ে দিতে পারতো। 😁🤣
      গণতন্ত্র আপনাদেরকে আন্ধা করে দিছে নাকি? 😁😁🤣

  • @Jahirulislam-wh1ng
    @Jahirulislam-wh1ng Месяц назад +4

    ট্রাম্পকে মঙ্গল গ্ৰহে পাঠানো হোক,সেখানেই সে নিরাপদ😅😅😅

  • @mojamultechtube
    @mojamultechtube Месяц назад +4

    ট্রাম্প এর জন্য ভালোই হইছে, তার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে

    • @msiam74
      @msiam74 Месяц назад

      dekho trump nijei mone hoi hamla korse nijer upor

  • @user-do9pw2wo2y
    @user-do9pw2wo2y Месяц назад +1

    পুরো বিষয়টি ট্রাম্পের সাজানো নাটক 😂যাতে করে সে আবার ক্ষমতায় আসতে পারে!!ফলে গুলি তার মাথায় না লেগে কানের মধ্যে লেগেছে🥰
    পুরোই হাঁস্যকর🥰🥰😊

  • @goodbye7109
    @goodbye7109 Месяц назад +4

    যতই সিকিউরিটি দেও না কেন সিস্টেমে দুর্বলতা থাকবে যে বুঝতে পারবে সেই সফল হবে।

  • @Howlader-Reuters-D-journalist
    @Howlader-Reuters-D-journalist Месяц назад

    Sham Bangla bbc, made on india

  • @ratoil6126
    @ratoil6126 Месяц назад

    Shooter (2007 Film) already explained about this incident

  • @fahimsami321
    @fahimsami321 Месяц назад +2

    কান কাটা ট্রাম্প।

  • @md.abusiddique2768
    @md.abusiddique2768 Месяц назад

    বাইডেনের হাত আছে।।

  • @rajeshraj9562
    @rajeshraj9562 Месяц назад

    ট্রাম ট্রাম কাকা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে 🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢

  • @md.rafiulhabib2129
    @md.rafiulhabib2129 Месяц назад +1

    সাজানো নাটক ছিল তাই।

  • @abdulali2203
    @abdulali2203 Месяц назад

    This incident may be preplanned

  • @ORLujjal
    @ORLujjal Месяц назад

    ❤⭐⭐⭐⭐

  • @mamunhowlader8641
    @mamunhowlader8641 Месяц назад

    হামলাকারী একটা মদন

  • @travelearthwithme1699
    @travelearthwithme1699 Месяц назад

    Only because they don't have bangladesh spbn force and bangladesh student league

  • @MhB-v9z
    @MhB-v9z Месяц назад

    জো বাইডেনের চেহারার সাথে হামলাকারীর চেহারা অনেকটাই মিল।লম্বা মুখ।

  • @mdbabulhossen7444
    @mdbabulhossen7444 Месяц назад +1

    এটা নাটট ছিলো তাই সিক্রেট ঠিম ব্যর্থ হয়েছে।

    • @Amit-gj1cu
      @Amit-gj1cu Месяц назад

      বুদ্ধিতে আপনার যতটুকু বলেছে তাহাই বলেছেন, ভালো।

  • @TFTwist
    @TFTwist Месяц назад

    Drama

  • @user-fb5un9zx3j
    @user-fb5un9zx3j Месяц назад

    নাটক মঞ্চস্থ।

  • @moinhassan4925
    @moinhassan4925 Месяц назад

    নাটক😂

  • @HarounBhuiyan-hj9vv
    @HarounBhuiyan-hj9vv Месяц назад

    বাইডেন সরকার এই হামলার জন্য দায়ী।

  • @user-cy5gb8vy4q
    @user-cy5gb8vy4q Месяц назад

    It was staged by him,no doubt

    • @Amit-gj1cu
      @Amit-gj1cu Месяц назад

      Haha,
      Gun er baper e idea ache kono apnar?
      Prithibir sera sniper shooter o 100% sure diye bolte parbe na je pin point target success korte parbe.
      It’s not a click on a mobile phone screen.
      You have to rethink.

  • @rajhibalhasan1880
    @rajhibalhasan1880 Месяц назад

    সাজানো নাটক সব

  • @mthd100abcn2
    @mthd100abcn2 Месяц назад

    সিক্রেট সার্ভিস প্রলোভন দিয়ে এই কাজটি করিয়েছে।😂😂এইগুলো আমেরিকার পূরণ খেলা, যেইভাবে টুইন টাওয়ারের হামলা করেছিল আমেরিকা, নিজে