অনেক ভিডিও দেখলাম ইউটিউবে। আমার একটা সমস্যার সমাধান কোথাও পেলাম না। আপনি সমাধানটা দিতে পারবেন আশা রাখি। ধরা যাক একটা ডকুমেন্টে একশো দেড়শোরও বেশি পৃষ্ঠা আছে। অনেক পৃষ্ঠার নিচের দিকে সমান সংখ্যক লাইন থাকে না। কোন কোন পৃষ্ঠায় দেখা যায়, দুই একটা লাইন কম থাকে। কোন সেট আপের মাধ্যমে, সকল পৃষ্টার লাইন সংখ্যা সমান হবে, জানাবেন আশা রাখি। ধন্যবাদ।
ডকুমেন্টের সকল টেক্সট সিলেক্ট করুন। এরপর Line Spacing Options এ যান (Home>Paragraph>Line and Paragraph Spacing>Line Spacing Options)। এরপর Paragraph বক্সের Line and Page Breaks ট্যাব এ ক্লিক করুন। এরপর Widow/Orphan Control এর টিক উঠায়ে দিন। তারপর Ok করুন। আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন। কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ। বি:দ্র: ডকুমেন্টে ফন্ট সাইজ ছোট বড় থাকলে সকল পেজে সমান সংখ্যক লাইন থাকবে না।
@@TechnologyVillagebd প্রশ্ন আরেকটা আছে। ধরুন, একটা ডকুমেন্টস-এ আমি এক থেকে পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত নম্বর বসাব না। পৃষ্ঠা নম্বর বসাব ছয় নম্বর পৃষ্ঠাতে। কিন্তু পৃষ্ঠা নম্বর "এক" হবে না। ছয় নম্বর পৃষ্ঠা থেকেই নম্বরিং শুরু হবে, পৃষ্ঠা নম্বরও হবে "ছয়"। আমি চেষ্টা করেছি। পারিনি। হয়তো সঠিক সেট আপ পর্যন্ত পৌঁছাইনি। আশাকরি আপনি জানাবেন। ধন্যবাদ।
Page Number Insert করার পর ফন্ট ফেস চেঞ্জ করে বাংলা ফন্ট দেন। কিভাবে ফন্ট ফেস চেঞ্জ করবেন তা জানতে দেখতে পারেন ruclips.net/video/vdSQlqZXYoo/видео.html
আলহামদুলিল্লাহ, অনেক উপকার হয়েছে।
জেনে খুশি হলাম। কমেন্টের জন্য ধন্যবাদ
ধন্যবাদ
You are most welcome.
আপনার ভিডিও গুলো দেখে আমি বেশি উপকৃত হয়েছি "ধন্যবাদ ভাই" ❤️
উপকৃত হয়েছেন জেনে খুশি হলাম।
Vai PowerPoint Tutorial Chai.
খুব তারাতারি পেয়ে যাবেন।
ভাইয়া ১৬ পেজ পর পর ফর্মা নম্বর কিভাবে দিবো?
section break ব্যবহার করে দিতে পারবেন।
অনেক ভিডিও দেখলাম ইউটিউবে। আমার একটা সমস্যার সমাধান কোথাও পেলাম না। আপনি সমাধানটা দিতে পারবেন আশা রাখি।
ধরা যাক একটা ডকুমেন্টে একশো দেড়শোরও বেশি পৃষ্ঠা আছে। অনেক পৃষ্ঠার নিচের দিকে সমান সংখ্যক লাইন থাকে না। কোন কোন পৃষ্ঠায় দেখা যায়, দুই একটা লাইন কম থাকে। কোন সেট আপের মাধ্যমে, সকল পৃষ্টার লাইন সংখ্যা সমান হবে, জানাবেন আশা রাখি। ধন্যবাদ।
ডকুমেন্টের সকল টেক্সট সিলেক্ট করুন। এরপর Line Spacing Options এ যান (Home>Paragraph>Line and Paragraph Spacing>Line Spacing Options)। এরপর Paragraph বক্সের Line and Page Breaks ট্যাব এ ক্লিক করুন। এরপর Widow/Orphan Control এর টিক উঠায়ে দিন। তারপর Ok করুন। আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন।
কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ।
বি:দ্র: ডকুমেন্টে ফন্ট সাইজ ছোট বড় থাকলে সকল পেজে সমান সংখ্যক লাইন থাকবে না।
@@TechnologyVillagebd অনেক ধন্যবাদ আপনাকে। খুবই উপকৃত হয়েছি।
@@naorozbipul1264 সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
@@TechnologyVillagebd প্রশ্ন আরেকটা আছে।
ধরুন, একটা ডকুমেন্টস-এ আমি এক থেকে পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত নম্বর বসাব না। পৃষ্ঠা নম্বর বসাব ছয় নম্বর পৃষ্ঠাতে। কিন্তু পৃষ্ঠা নম্বর "এক" হবে না। ছয় নম্বর পৃষ্ঠা থেকেই নম্বরিং শুরু হবে, পৃষ্ঠা নম্বরও হবে "ছয়"।
আমি চেষ্টা করেছি। পারিনি। হয়তো সঠিক সেট আপ পর্যন্ত পৌঁছাইনি। আশাকরি আপনি জানাবেন। ধন্যবাদ।
@@naorozbipul1264 এ বিষয়টি আমি বিস্তারিত নিম্নের ভিডিওতে আলোচনা করেছি
ruclips.net/video/PpWW0EVFXPE/видео.html
বাংলায় হয়না কেন??
Page Number Insert করার পর ফন্ট ফেস চেঞ্জ করে বাংলা ফন্ট দেন। কিভাবে ফন্ট ফেস চেঞ্জ করবেন তা জানতে দেখতে পারেন
ruclips.net/video/vdSQlqZXYoo/видео.html