তুলনাহীন একটা নাটক দেখলাম এবং উপভোগ করলাম। মনটা একেবারে কেমন যেন হয়ে গেল... এমন বাস্তব অভিনয় মনটাকে একেবারে নাড়া দিয়ে গেলো। সকল কুশীলবকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
অসাধারণ,,, অপূর্ব (কাহিনী ও চিত্রনাট্য ও অভিনয়) সব কিছুই অশেষ ধন্যবাদ সকলকেই।।। খুব মজা পেয়েছি এত সুন্দর উপহার দেবার জন্য।।। আমার বাংলা বাংলাদেশ,,, আমি গর্বিত।।।
নাটকটা যে কতটা ভালো লেগেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না । আমি যেনো পুরো নাটকের গল্প ও চরিত্রের সাথে মিলে মিশে একাকার হয়ে গিয়ে ছিলাম । সেই সাথে খাটি গ্রামের অপরূপ দৃশ্য আমাকে আরো মুগ্ধ করেছে ।
বাংলাদেশের নাটক গুলি অসাধারণ। তাদের অভিনেতা ও অভিনেত্রী অভিনয় খুব সুন্দর দেখতে। পশ্চিমবঙ্গের অভিনেত্রী থেকে বাংলাদেশের অভিনেত্রীরা অনেক ভালো অভিনয় জানে।
এই নাটক দেখে চঞ্চল চৌধুরী ছবি মনপুড়া কথা মনে পরে গেল, সামিন জামান,আ খ ম হাসান, চঞ্চল চৌধুরী, সব চাইতে এ্যনি আপুর অভিনয় অসাধারণ হইছে, সবুজ গ্রাম নদী ঘড়কুটার ঘড়,তালগাছ গায়ের মেঠোপথ খুব সুন্দর লাগছে সালাউদ্দিন লাভলু ভাই ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেলাম,,,,সত্যিকারের প্রেম-ভালোবাসা কখনো কাউকে ছাড়া থাকতে পারে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে,,,,!!! আমি পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে বলছি।
সুন্দর, একটি। খুব ই সুন্দর নাটক ,যেমন লেখা তেমনি অভিনয়, বিশেষ করে নৌকায় চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিমানী অসহায় নায়িকার অসাধারন অভিনয়ের জন্য দুজন কে১০০/১০০,
,আমি একজন ভারতের পশ্চিমবঙ্গের বাঙালী হিসাবে নাটকটি পরম অনুভূতির সাথে উপলব্ধি করলাম । সাধারণ গ্রাম্য আঙ্গিকতায় ও বাস্তবতার নিপুন প্রকাশ ভঙ্গিতে নাটকটি খুব সুন্দর লাগলো। প্রত্যেকের প্রাণবন্ত এবং সাবলীল অভিনয় নাটকটিকে একটা অন্য মাত্রায় পৌছে দিয়েছে।
কতবার যে নাটকটি দেখেছি তার হিসাব নেই। এত সুন্দর নাটক আহারে, দুঃখ ভরা মন নিয়ে নাটকটা দেখলে মনটা ভালো হয়ে যাবে sure. অনেক অনেক ধন্যবাদ এরকম একটা নাটক দেয়ার জন্য। সাকিন সারিসুরি নাটক টা দেখার পরও পাগল হয়ে সেই গ্রামে 3 বার গেছিলাম। এই গ্রাম টা খুব সুন্দর
আমার বাড়ি ভারতে কিন্তু থাকি সবাইরে আমি জখোন বাংলাদেশের নাটক গুলো দেখি তখন আমার গেরামের কথা গুল মনেপডে । তাই মনে হয় বাইরে থেকে থেকে মনটা খারাপ হয়ে যায় । এইসব নাটক গুলি দেখে গ্রামের অনেক কিছু জিনিস উপভোগ করতে পারি । ইতি ,,,,,,,,,,,,,,,,,,,,,কলকাতার ছেলে ।
অসাধারণ, আগাগোড়া একটা বামপন্থী ভাবনার নাটক, কত সহজ চলনে, এবং সাবলীল অভিনয় এ প্রাণ ছুয়ে যায়। নাট্যকার এবং পরিচালক অসাধারণ সুন্দর একটা সৃষ্টি করেছেন l
গ্রাম গন্জের নাটক গুলো সত্যই দারুন আর তা যদি হয় চঞ্চল দা আর লাভলু ভাইর তা হলো তো কোনো কথা নাই,সত্যই এই নাটক গুলো হৃদয় কে নাড়িয়ে দেয়।অসাধারণ অভিনয় করেছে সবাই।
চন্চল দাদা একজন বড়মাপের অলরাউন্ডার যেমন তার অভিনয় শৈলী তেমন সুমিষ্ঠ কন্ঠ গ্রাম কিম্বা শহর যে চরিএেই তিনি অভিনয় করেন সেখানেই তিনি মানানসই।সুন্দর খুবইমজা লাগলো জাবেদ মাধপুর।
চার বছর বাদে আজ 17.10.2022 তারিখে সকালে আবার চরাচর দেখতে বসেছিলাম, যথারীতি আবার মুগ্ধ হয়েছিলাম সব্বাইয়ের অভিনয়ে, আর আজ সন্ধ্যেতে জড়ির বাবা ওরফে প্রিয় নাট্যজন মাসুম আজিজের মৃত্যু সংবাদ শুনলাম। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। আপনার আত্মার শান্তি কামনা করি 💐🙏
পাগল মেযেটা এত সুন্দর অভিনয় করল কিকরে বুঝতে পারছি না। আমার মা বাবা এক সময় বাংলাদেশে ছিলেন। আপনাদের নদী নালা গাছপালা দেখে মা বাবার মুখে শোনা কথার সাথে মিল খুজে বেড়াই।.সকল কলাকুসলীকে শ্রদ্ধা ভালোবাসা জানালাম। নমস্কার রাম নারায়ণ বসু।
Wonderful ! This is my favourite Bangladeshi drama. I respect all actors and actresses and the writer of this character. So fine. (Baduria, West Bengal.)
অসাধারন নাটক। এইরকম নাটক মানুষ যত দেখবে মানুষের মন থেকে শয়তানি কমবে। প্রেম হচ্ছে মানুষের আসল ধর্ম। মানবতার থেকে বড় ধর্ম আর নাই। সেইটাই মানুষ না বুঝে এক ধর্মের লোক আরের ধর্মের লোকজন হানাহানি করে। যত নষ্টের গোরা হচ্ছে ধর্ম। মানুষের ধর্ম হওয়া উচিত মানবতা।
Ato sundor golpo r ato sundor ovinoy. Sotti vision vision valo laglo.ami akekta natok 3/4 bar kore dekhe6i.ontoto 70/75 Jon ovineta ovinetrir 6obi dekhe nam bole dite parbo.bangladeser natok amader indian natoker theke onek onek besi pranbonto ja monke 6uye jaye.I salute to that actor &actress.
কোন পাগলে যে বাংলাদেশ আর পশ্চিম বঙ্গ বাংলা ভাগ করেছিলো আমার অনেক কষ্ট লাগে যদি ভাগ না হত আমরা সবাই এক সাতে মিলে মিশে থাক তাম খুব ভালো লাগতো এই কষ্টটা সারা জীবন আমার মনের ভিতরে থেকে যাবে
দাদা আমি নাটক দেখতে খুব পছন্দ করি তবে বাংলাদেশি নাটক আপনাদের ভারতীয় সিরিয়াল দেখে একসময় সময় কাটতো কিন্তু এখন বুঝলাম বাংলাদেশ নাটক শিক্ষার শিক্ষার অনেক কিছু আছে
৬৪ জেলা থেকে আখম হাসান এর ভক্ত দেখতে চাই
কুড়িগ্রাম
kushtia
feni
আপনার বাবার চাকর তো কেউ
Kusthia
খুবই সুন্দর একটা নাটক, India থেকে Like করছি ।
এতো সুন্দর ফটোগ্রাফি দারুণ। প্রেমিকার হাত ধরে ভালোবাসার আপনজন যেন যুগ যুগ ধরে চলে আসছে। অসাধারণ অসাধারণ।
তুলনাহীন একটা নাটক দেখলাম এবং উপভোগ করলাম। মনটা একেবারে কেমন যেন হয়ে গেল... এমন বাস্তব অভিনয় মনটাকে একেবারে নাড়া দিয়ে গেলো। সকল কুশীলবকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
ইন্ডিয়া থেকে সুপার ডুপার হিট পাগোল মেয়ের অভিনয় টাও সুপার
আমার মনে হয় গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দর নাটক করতে পারেন বাংলাদেশ আমার খুব পছন্দ লাগে
I liked this drama from Nadia district, West Bengal, India.
সোনা পাখি রুপার পাখি , হারকিপটে, কবুলিয়ত নামা, সাকিন সারিসুরি, বকুলপুর, ফ্যামেলী ক্রাইসিস, খড়কুটা ,
দশ হাজার এক টাকা, ইত্যাদী অসাধারণ সুন্দর নাটক ।
শেষ মুহূর্তে দেখেই রইলাম❤❤❤❤অসাধারণ!
😢😢😢
%a@@@DulalChBasak
চরাচর। এই পৃথিবী । এই প্রকৃতি। প্রকৃতির রূপ লাবণ্য সৌন্দর্য-র মত এক অনবদ্য কাহিনি চিত্র দেখলাম। অনবদ্য অভিনয় । খুব ভালো লাগলো 👍
অসাধারণ,,, অপূর্ব (কাহিনী ও চিত্রনাট্য ও অভিনয়) সব কিছুই অশেষ ধন্যবাদ সকলকেই।।। খুব মজা পেয়েছি এত সুন্দর উপহার দেবার জন্য।।। আমার বাংলা বাংলাদেশ,,, আমি গর্বিত।।।
Amar Bangladesh jate kub isse kare
আনেক সুন্দর একটি নাটোক আনেক ভালো লেগেচ্ছে
নাটকটা যে কতটা ভালো লেগেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না । আমি যেনো পুরো নাটকের গল্প ও চরিত্রের সাথে মিলে মিশে একাকার হয়ে গিয়ে ছিলাম । সেই সাথে খাটি গ্রামের অপরূপ দৃশ্য আমাকে আরো মুগ্ধ করেছে ।
Imagine story
J
অনেক সুন্দর নাটকের সংলাপ ও অভিনয় ধন্যবাদ বৈশাখী টেলিভিশন কে সুন্দর নাটকের উপহার দেওয়ার জন্য
গ্রাম বাংলার অপূর্ব চিত্র।দেখলেই মন ভরে যায়।
❤❤❤❤❤
ঠিক
এই নাটকের আমি প্রেমে পড়ে গেছি, অনেকবার দেখেছি 🌹🌹🌹এত সাবলীল অভিনয়, হাজার কোটি টাকার মুভি হার মেনে যাবে
আখম হাসানের অভিনয় অসাধারণ প্রতিটা নাটকে ৷ চঞ্চল চৌধুরী ও শামীম জামান দারুণ অভিনয় করেন ৷
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। বৈশাখীর সাথেই থাকুন।
ইন্ডিয়া থেকে বলছি, অপূর্ব নাটক
ধন্যবাদ আপনাকে
বাংলাদেশের ৪০ মিনিটের নাটক গুলা এত সুন্দর হয়,যা ভাষায় বননা করা জায় না।অসাধারণ অসাধারণ অসাধারণ 🇧🇩🇧🇩❤
Ok
@@bittudeb5515ĺĺ😂😢😮😅😊
বাংলাদেশের নাটক গুলি অসাধারণ। তাদের অভিনেতা ও অভিনেত্রী অভিনয় খুব সুন্দর দেখতে। পশ্চিমবঙ্গের অভিনেত্রী থেকে বাংলাদেশের অভিনেত্রীরা অনেক ভালো অভিনয় জানে।
চঞ্জল স্যারকে যত দেখছি তত অভিভূত হয়ে পড়ছি। সহজ অথচ অসাধারণ নাটক। জরির তো প্রেমেই পড়ে গেলাম 😍 পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালোবাসা রইল 👍
Pradyut Roy
Thank you so much
00966571644535
Wah mullah der eto bhokto
Wb থেকে বলছি। অসাধারণ নাটক। অসাধারণ background music.জরির original নাম কী?
Anny khan
এই নাটক দেখে চঞ্চল চৌধুরী ছবি মনপুড়া কথা মনে পরে গেল, সামিন জামান,আ খ ম হাসান, চঞ্চল চৌধুরী, সব চাইতে এ্যনি আপুর অভিনয় অসাধারণ হইছে, সবুজ গ্রাম নদী ঘড়কুটার ঘড়,তালগাছ গায়ের মেঠোপথ খুব সুন্দর লাগছে সালাউদ্দিন লাভলু ভাই ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
আহ কি নাটক, নাটক যতক্ষন দেখলাম, কোথাই হারিয়ে গিয়েছিলাম,, সব গুনি অভিনেতা, মনে হয় এদের জম্ন হয়ছে অভিনয় করার, কি অসাধারণ অভিনয়
অনেক দিন পর বাংলাদেশের একটা খুবই সুন্দর নাটক দেখলাম চোখের জলে ভিজিয়ে। ইন্ডিয়া।
ধন্যবাদ, সাথেই থাকুন।
*মিউজিকটা এত সুন্দর যে,হৃদয়কে উদাস করে দেয়|সত্যি সব দিক দিয়ে বাংলাদেশের নাটক আমার মতো মানুষদের অন্য জগতে নিতে যায়|*
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। নতুন নতুন বাংলা নাটক দেখতে বৈশাখীর সাথেই থাকুন।
নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেলাম,,,,সত্যিকারের প্রেম-ভালোবাসা কখনো কাউকে ছাড়া থাকতে পারে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে,,,,!!! আমি পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে বলছি।
ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। এমন আরো নাটক দেখতে বৈশাখীর সাথেই থাকুন।
Amio cooch Beharer
সত্যিই সুন্দর, চন্চল চৌধুরী আর আখম হাসানের অভিনয়।
বাপের মুখ কালো করার সুন্দর নাটক।
পশ্চিমবঙ্গ থেকে বলছি।খুব ভালো লেগেছে।এমন নাটক আরও চাই।
ধন্যবাদ
খুব সুন্দর অভিনয় করছেন চঞ্চল ভাই ও বাকিরা বেশ ভালো লাগলো ভাই মুম্বাই মহারাষ্ট্র থেকে ♥️
ধন্যবাদ, বৈশাখী টিভির সাথেই থাকুন।
Love u beautiful
ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে বলছি
কতো সুন্দর,,, যেনো বাস্তব জীবনের সাথে পুরো টাই মিল,,,,❤
এমন অসাধারণ নাটক বর্তমান খুব কম আসে, আমি নাটকটি বার বার দেখি আর মুগ্ধ হই। চঞ্চল চৌধুরী গ্রামের নাটকের মহানায়ক। এমন নাটিক বারবার চাই।
এই জন্য ধন্যবাদ। কিন্তু চঞ্চলে মা দিবসের কথা মনে করুন।
মালোয়ান তার প্রাপ্তি।
অসাধারণ একটি নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। বৈশাখীর সাথেই থাকুন।
আমি চঞ্চল চৌধুরীর মত ট্যালেন্ট অভিনেতা বাংলার বুকে দ্বিতীয়জন দেখিনি।
sotti e tai..
সুন্দর, একটি। খুব ই সুন্দর নাটক ,যেমন লেখা তেমনি অভিনয়, বিশেষ করে নৌকায় চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিমানী অসহায় নায়িকার অসাধারন অভিনয়ের জন্য দুজন কে১০০/১০০,
আপনাদের প্রশংসায় আমাদের প্রেরণার উৎস। এমন আরো অনেক নাটক দেখতে আমাদের সাথেই থাকুন।
পশ্চিমবঙ্গ থেকে বলছি, যিনি এই নাটকের স্ক্রিপ্ট লিখেছেন তিনি অসাধারণ, সত্যিই খুব সুন্দর। ঈশ্বরের কাছে ওনার দীর্ঘ জীবন কামনা করি।
Mon khunje pai brihat Astana jei rachana kore banchibar Thikana Khub Bhalo Laglo.
Jibon tai natok valo thakben sobi
@@spabhabeshray5965
আলতা সুন্দরী, সাকিন সারি সারি নাটক দুটো দেইখেন ভাই।
@@skmusicvideo4135 সাকিন সারিসুরি আমার খুবই ভাল লেগেছে
বাংলাদেশ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Aj saradin khusi thakbo ei natok dekhar jonno..ki apurbo !!😊❤️
বৈশাখী টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।
নাটকটা অনেক ভালো হয়েছে, আর মাঝখানে প্রকৃতি নিয়ে কথাগুলো সত্যি অসাধারণ লেগেছে..... ধন্যবাদ পরিচালককে।
Nice
Bhai apni ki bie korsen?
চঞ্চল বাবু যত সুন্দর আপনার অভিনয় তত সুন্দর চিত্রনাট্য আমি অভিভুত।💐💐💐💐💐
আমি পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে বলছি যা একসময় যশোরের অংশ ছিল । এধরণের নাটক দেখার পর মনে হয় আজও একই আছে, কাঁটাতার আজও আলাদা করতে পারেনি।
পাবনা জেলা বেড়া আমার বাড়ি ছিল এই রকম নাটক দেখেলেই মনটা ছুটে যায় জন্মভূমিতে ।
আর বাংলাদেশ ভারতের অংশ ছিল।
খুব সুন্দর বলেছেন
আমিও কিন্তু বনগাঁ থেকে। আপনি বনগাঁর কোথায় থাকেন?
আকাইপুর। আপনি??
দারুণ লাগলো
চরাচর
২১ মার্চ ২০২৪
স্মৃতির পাতায়
অসাধারণ!যেমন গল্প তেমন অভিনয় সাথে মনোমুগ্ধকর background ton...কত সুন্দর ছিল তখনকার নাটক.....
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এমন আরো সুন্দর সুন্দর নাটক দেখতে বৈশাখী টিভির সাথেই থাকুন।
,আমি একজন ভারতের পশ্চিমবঙ্গের বাঙালী হিসাবে নাটকটি পরম অনুভূতির সাথে উপলব্ধি করলাম । সাধারণ গ্রাম্য আঙ্গিকতায় ও বাস্তবতার নিপুন প্রকাশ ভঙ্গিতে নাটকটি খুব সুন্দর লাগলো। প্রত্যেকের প্রাণবন্ত এবং সাবলীল অভিনয় নাটকটিকে একটা অন্য মাত্রায় পৌছে দিয়েছে।
খুব ভালো লাগলো কাহিনী আর অভিনয় দুইবার দেখলাম। ভারত থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
ধন্যবাদ, বৈশাখী টিভির সাথেই থাকুন।
কতবার যে নাটকটি দেখেছি তার হিসাব নেই। এত সুন্দর নাটক আহারে, দুঃখ ভরা মন নিয়ে নাটকটা দেখলে মনটা ভালো হয়ে যাবে sure. অনেক অনেক ধন্যবাদ এরকম একটা নাটক দেয়ার জন্য। সাকিন সারিসুরি নাটক টা দেখার পরও পাগল হয়ে সেই গ্রামে 3 বার গেছিলাম। এই গ্রাম টা খুব সুন্দর
আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। বৈশাখীর সাথেই থাকুন।
Bhai gram ta kothay
নাটকে মুগ্ধ আমি
মুগ্ধ আমার হিয়া
পাগল হলাম
নাটক দেখিয়া।
Darun ekta Natok.....sotti beautiful....excellent....from west Bengal.....ek kothai awesome.
Just wow 😮... Lot's of love from North Dinajpur WB...in India.....Kobuliyat Nama Natoker .Anwar Bhai er Bari.... ekhan AKM Bhai er😮.
আমার বাড়ি ভারতে কিন্তু থাকি সবাইরে
আমি জখোন বাংলাদেশের নাটক গুলো দেখি তখন আমার গেরামের কথা গুল মনেপডে । তাই মনে হয় বাইরে থেকে থেকে মনটা খারাপ হয়ে যায় । এইসব নাটক গুলি দেখে গ্রামের অনেক কিছু জিনিস উপভোগ করতে পারি ।
ইতি ,,,,,,,,,,,,,,,,,,,,,কলকাতার ছেলে ।
Ketabul Mondal
ধন্যবাদ ভাই
আপনি দেশের বাইরে থাকেন্না কি।।।
পুজার শাড়ি পরা অনেক সুন্দর হচ্ছে। আর নাটক অনেক সুন্দর হচেছ । বাংলাদেশ থেকে দেকছি গো
অসাধারণ, আগাগোড়া একটা বামপন্থী ভাবনার নাটক, কত সহজ চলনে, এবং সাবলীল অভিনয় এ প্রাণ ছুয়ে যায়। নাট্যকার এবং পরিচালক অসাধারণ সুন্দর একটা সৃষ্টি করেছেন l
সত্যিই খুব সুন্দর সাবলীল একটা নাটক। কত সুন্দর অভিনয়, চরিত্র।
আহা ! কী অসাধারণ।
প্রেম তুমি এতো সুন্দর এতো মধুময়,
যার জীবনে প্রেম না আসিল সে বড় দুঃখী।
আমি ভারত থেকে বলছি, কি অসাধরন নাটক
বাংলাদেশেতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি
অসাধারণ লেখা, অভিনয়....পশ্চিমবঙ্গ থেকে
ধন্যবাদ, বৈশাখী টিভির সাথেই থাকুন।
অসাধারন নাটক,,,,, গ্রামীণ চিত্র ফুটে উঠেছে। এ ধারনের নির্মান যেন বিলীন হয়ে না যায়,,,,,,।
ধন্যবাদ পরিচালক কে
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। বৈশাখীর সাথেই থাকুন।
নাটকটি দেখলাম খুবই চমৎকার❤। বর্তমান নাটক অশ্লীলতায় ভরা।
Sab hai khubie sondar abhinya kariachane. Natok te Khub bhalo lagche. Chanchal Chowdhury Bagladesher super abhinayta. From Andaman
আমি ভারতীয় তবে বাংলাদেশের নাটক গুলো দেখতে খুব ভালোবাসি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সুন্দর সুন্দর সব নাটক দেখতে বৈশাখীর সাথেই থাকুন।
@@boishakhitvbd and applenatovbhfgoog
❤4z❤❤4s❤❤❤❤❤❤❤r❤❤ssr🎉zz@@boishakhitvbd
আপনার ফটো কুকুর কেন জানতে পারি। ❤
ওকে
গ্রাম গন্জের নাটক গুলো সত্যই দারুন আর তা যদি হয় চঞ্চল দা আর লাভলু ভাইর তা হলো তো কোনো কথা নাই,সত্যই এই নাটক গুলো হৃদয় কে নাড়িয়ে দেয়।অসাধারণ অভিনয় করেছে সবাই।
R u from Bangladesh or India...?
চন্চল দাদা একজন বড়মাপের অলরাউন্ডার যেমন তার অভিনয় শৈলী তেমন সুমিষ্ঠ কন্ঠ গ্রাম কিম্বা শহর যে চরিএেই তিনি অভিনয় করেন সেখানেই তিনি মানানসই।সুন্দর খুবইমজা লাগলো জাবেদ মাধপুর।
চার বছর বাদে আজ 17.10.2022 তারিখে সকালে আবার চরাচর দেখতে বসেছিলাম, যথারীতি আবার মুগ্ধ হয়েছিলাম সব্বাইয়ের অভিনয়ে, আর আজ সন্ধ্যেতে জড়ির বাবা ওরফে প্রিয় নাট্যজন মাসুম আজিজের মৃত্যু সংবাদ শুনলাম। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। আপনার আত্মার শান্তি কামনা করি 💐🙏
দেবর ভাবি অনেক মিল আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুভ কামনা রইলো সব সময় জন্য 🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️
ভাই নাইকা আমার পছন্দ হইছে
amro 😅
এমন অভিনেতা অভিনেত্রী আমাদের দেশের অহংকার 🙏🙏
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এমন আরো সুন্দর সুন্দর নাটক দেখতে বৈশাখীর সাথেই থাকুন।
সত্যি অসাধারণ একটা নাটক ধন্যবাদ এই নাটকের পরিচালক ও যারা অভিনয় করেছেন সবাইকে খুব সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য
বৈশাখী টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও অনেক নাটক দেখতে সাথেই থাকুন।
পাগল মেযেটা এত সুন্দর অভিনয় করল কিকরে বুঝতে পারছি না। আমার মা বাবা এক সময় বাংলাদেশে ছিলেন। আপনাদের নদী নালা গাছপালা দেখে মা বাবার মুখে শোনা কথার সাথে মিল খুজে বেড়াই।.সকল কলাকুসলীকে শ্রদ্ধা ভালোবাসা জানালাম। নমস্কার রাম নারায়ণ বসু।
সত্যিই এত সুন্দর নাটক খুব কমই দেখেছি, নিয়মিত পুরাতন নাটক দেখি তবে আজ এই নাটকের মায়ায় পড়ে গেলাম। অনবদ্য সৃষ্টি। (ইন্ডিয়া থেকে )
Wonderful ! This is my favourite Bangladeshi drama. I respect all actors and actresses and the writer of this character. So fine. (Baduria, West Bengal.)
Thanks For Your Nice Comment. Stay With Boishakhi TV.
যাকে ভালোবাসো তাকে মনের অন্তরাল করিও না নীরবে ভালোবাসা সে যে আরেক যন্ত্রণা। এই নাটকটি আমাকে পুরাতন দিনের কথা মনে করিয়ে দিল।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। বৈশাখীর নাটকের সাথেই থাকুন।
পুরো নাটক দেখার পর লাইক ও আরো একটি কমেন্ট করলাম 🤩🤩🤩🤩❣️❣️ আসলে মুখের ভাষা নেই কি বলবো খুব ভাল লাগছে নাটক টা, 💐💐
আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। বৈশাখী টিভির সাথেই থাকুন।
এক বাক্যে অসাধারণ। চঞ্চল দা আপনি অনন্য। সালাউদ্দিন স্যার , আপনি বস......।
2:40 শরিয়তপুর ❤️❤️❤️❤️❤️❤️
অসাধারন নাটক। এইরকম নাটক মানুষ যত দেখবে মানুষের মন থেকে শয়তানি কমবে। প্রেম হচ্ছে মানুষের আসল ধর্ম। মানবতার থেকে বড় ধর্ম আর নাই। সেইটাই মানুষ না বুঝে এক ধর্মের লোক আরের ধর্মের লোকজন হানাহানি করে। যত নষ্টের গোরা হচ্ছে ধর্ম। মানুষের ধর্ম হওয়া উচিত মানবতা।
Islam er theke beshi manobata kono manobota badio dekhte parben na,,so islam k manen manobota tar modde paben...
অসাধারন জার তুলনা হয় । এই নাটকটি সত্যি আমার মন অজার করে দিয়েছে
Excellent location,ami gramer natok onek posondo kori.Poribesh ta kubi shundor ..
অসাধারণ নাটক ৩০৷ সালের জন্য কমেন্ট করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসম্ভব সুন্দর! ভাষায় প্রকাশ করার মত না, মন ছুঁয়ে যায় এরকম নাটক❤
মনে হলো কোথায় জেনো হারিয়ে গেলাম সব পবিএ ভালোবাসা এইভাবেই যেনো সফল হয়❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমার সবথেকে ভালো লাগে আপনাদের গ্রামের সুটিং।আনন্দ গ্রামের তিন চরিত্র খুবই ভালো লেগেছে।আপনাদের ধন্যবাদ।
বৈশাখী টিভির সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
+Boishakhi TV এই নাটক টা অনেক বার দেখেছি তার পরেও মন ভরে না👌👌👌
😆😆😆😆
Sanaka Biswas meher sk
Chanchal supar hero
জরির বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন।
তাঁর অভিনয় প্রত্যেকটা নাটকেই অসাধারণ
সত্যি!খুব মিষ্টি অভিনয়।
Thik
তার নাম "মাসুম আজিজ"
Masum azij. Choncol Chowdhury. Bindabon das, salauddin lavlu, anisul hok borun, sobai e amader pabnar kriti sontan. Oander prosongsa sunle nijer o gorbo hoy
রাইট
অনেক ভালো লাগলো
ধন্যবাদ, এমন আরো নাটক দেখুন বৈশাখীতে।
নাটক গুলা দেখলে মনে হয়,অনেক আগের সেই সুন্দর জীবনে ফিরে যাই
এই সুন্দর প্রকৃতি আজ কিছু মানুষের লালসার শিকার হয়ে ধ্বংসের পথে, আসুন আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর প্রকৃতি রক্ষা করি।
Excellent Excellent Excellent I'm really happy good for all
Thanks For Staying With Boishakhi TV.
আমি আগরতলাবাসী, নাটকটি খুব খুশী মনে উপভোগ করলাম। এতে মাটির গন্ধ, গন্ধই আমাকে খুশী করেছে, আনন্দে ভরে তুলেছে।
দাদা আগরতলা কোথায় আপনার বাড়ি/ আমার শৈশব কেটেছে আগরতলায়, ❤❤❤
খুবই মিস করি আগরতলার মাটি,বাতাস,মানুষের ভালোবাসা, আমার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ❤❤❤❤
খুবই সুন্দর
অসাধারণ গঠনশৈলী
অনবদ্য অভিনয় প্রত্যেকের
ধন্যবাদ সকল কলাকুশলিদের
হরেকৃষ্ণ ।
এটা নাটক না সত্যি জীবনের প্রতি ছবি??
অ সাধারন!!!
আমি পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে
দেখছি ।
অসাধারণ একটা নাটক। সকল অভিনেতারা অসাধারণ করে অভিনয় কটেছে। কয় বছর আগের নাটক তা আমার জানা নেই কিন্তু আজ দেখে অনেক ভালো লাগলো কি বলবো অসাধারণ 💗💗💗💗
করোনা ভাইরাসে আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুণ আমীন
Appreciable production. Love and thanks a lot to all of you from Bengal, India.
Nice
দিল্লীতে থাকি Thearre Festval দেখি, সাধারণের মধ্যে অন্যতম
মানুষের মনের সাথে প্রকৃতির অনেক মিল রয়েছে। নাটক টা সত্যি খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। বৈশাখীর সাথেই থাকুন।
দন্যবাদ,,,, ভাই,,, ❤️❤️❤️
Happy ending. ❤❤❤❤👍salute director Saab .
যেখানে আগাদ, সেখানেই মোহাব্বত।
যেখানে অভিমান, সেখানেই মিলনমেলা।
কি লিখবো, নাটকাটা দেখে আমার পুর্ব জিবনের সৃতি নাড়াদিয়ে গেলো।
ধন্যবাদ পরিচালক্কে।
ভাই,, আপনার,, মনে হয় কষ্ট পাইছেন
Ak Kathay Asadharan natok. Thank you very much all of actors and actresses along with the great dignified writer and directer and also producer.
Ato sundor golpo r ato sundor ovinoy. Sotti vision vision valo laglo.ami akekta natok 3/4 bar kore dekhe6i.ontoto 70/75 Jon ovineta ovinetrir 6obi dekhe nam bole dite parbo.bangladeser natok amader indian natoker theke onek onek besi pranbonto ja monke 6uye jaye.I salute to that actor &actress.
কোন পাগলে যে বাংলাদেশ
আর পশ্চিম বঙ্গ বাংলা ভাগ করেছিলো
আমার অনেক কষ্ট লাগে যদি ভাগ না হত আমরা সবাই এক সাতে মিলে মিশে থাক তাম খুব ভালো লাগতো এই কষ্টটা সারা জীবন আমার মনের ভিতরে থেকে যাবে
জীবনে প্রেম করি নাই কিন্তু এমন রোমান্টিক নাটক দেখতে ভালো লাগে ❤️🥰
আমি ভারতীয় দর্শক🇮🇳🇮🇳❤️❤️আমাদের দেশের সিরিয়ালের পরিবর্তে যদি এই রকম নাটক হতো তাহলে খুব খুব ভালো হতো❤❤ আই লাভ বাংলাদেশের নাটক
❤️❤️🇮🇳🇮🇳🤝🇧🇩🇧🇩❤️❤️
দাদা কিছু মনে করবেন না। ভারতের সিরিয়াল দেখলে সংসারে অশান্তি ছাড়া আর কিছু আসে না।
দাদা আমি নাটক দেখতে খুব পছন্দ করি তবে বাংলাদেশি নাটক আপনাদের ভারতীয় সিরিয়াল দেখে একসময় সময় কাটতো কিন্তু এখন বুঝলাম বাংলাদেশ নাটক শিক্ষার শিক্ষার অনেক কিছু আছে
@@mdsujon-s7e হ্যাঁ দাদা
এতো সুন্দর এই নাটক টা। এতো ভালো লাগছে ❤❤❤
নাটক টা অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে।
I am from Assam. The script of the drama is excellent and the acting of both thr actor and actress are so natural and fine.
চঞ্চল চৌধুরীর নাটক গুলো অসাধারণ