মালিঝি নদীর তীরের হাট কাশিগঞ্জ বাজার || Traditional village market in Bangladesh || Kashiganj Bazar
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- কাশিগঞ্জ বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা জনপদের ছনধরা ইউনিয়নে মালিঝি নদীর তীরে অবস্থিত। সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেল বেলায় এখানে হাট বসে।
ভৌগলিক অবস্থান অনুযায়ী পূর্বে সিংহেশ্বর ইউনিয়ন, পশ্চিমে নকলা উপজেলার উরফা ইউনিয়ন, দক্ষিণে নকলা উপজেলা গৌরদার ইউনিয়ন ও ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন এবং উত্তরে হালুয়াঘাট উপজেলার ধূড়াইল ইউনিয়ন।
কৃষি নির্ভর এই অঞ্চলের শতকরা প্রায় আশি শতাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। ধান, পাট, গম, ভুট্টা, সরিষা ও বিভিন্ন প্রকার দেশীয় ফলমূল সহ নানান জাতের শাকসবজি উৎপাদন করেন স্থানীয় কৃষকেরা। বর্তমানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ হয়ে থাকে প্রচুর, যা স্থানীয় চাহিদা পূরণ করে পুরো পুরি।
স্থানীয় কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি ও ফলমূল এই হাটে বিক্রি করতে আসেন সপ্তাহিক হাটের দিন। ছেলে বুড়ো নারী পুরুষ উৎসব মুখর পরিবেশে এই হাটে আসেন সওদা করতে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায় সবজিগুলো যেমন তরতাজা দামেও তেমন সস্তা হয়ে থাকে।
চিকনা, বাইনজান, বাইশকাহনিয়া, রামসোনা, লাউয়ারী, ছনধরা, হাটপাগলা, হাটপাগলা, কামারকান্দা, বাশাটি, তারাকান্দা, খাড়ইপাড়, মেরিগাই, হোসেনপুর, হরিনাদী সহ আশেপাশের প্রায় ২০ টিরও বেশি গ্রামের বাসিন্দারা এই হাটে নিয়মিত আসেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে।
এটি একটি প্রাচীন জনপদ। বৃটিশ আমলে এই অঞ্চলে জমজমাট ব্যবসায়ীক বন্দর ছিল, যা এখন কালের গর্ভে হারিয়ে গেলেও সেই পুরনো দিনের স্মৃতি হয়ে এখনো টিকে আছে অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী সেই গ্রামীণ হাট কাশিগঞ্জ বাজার।
Kashiganj Bazar is located on the bank of Malizhi River in Chandhara Union of Phulpur Upazila Township of Mymensingh District, Bangladesh. A market is held here every Friday afternoon.
According to the geographical location, Sinheshwar union is in the east, Urfa union of Nakla upazila in the west, Gourdar union of Nakla upazila in the south and Bhaitkandi union of Phulpur upazila and Dhurail union of Haluaghat upazila in the north.
About eighty percent of the people of this region depend on agriculture for their livelihood. Local farmers produce various types of vegetables including paddy, jute, wheat, corn, mustard and various types of local fruits. At present, the region is rich in indigenous fish farming, which caters to the local demand.
Local farmers come to this market to sell fresh vegetables and fruits on weekly market days. Boys, men, women, old people come to this market to bargain in a festive atmosphere. As the vegetables are picked directly from the field, they are cheaper as fresh.
Residents of more than 20 nearby villages including Chikna, Bainjan, Baishkahnia, Ramsona, Lawari, Chandhara, Hatpagla, Hatpagla, Kamarkanda, Bashati, Tarakanda, Kharaipar, Merigai, Hossainpur, Harinadi regularly come to this market to sell their daily essentials.
It is an ancient town. During the British period, this region had a bustling commercial port, which has now been lost to time, but the beautiful and traditional rural hut Kashiganj Bazar still survives as a memory of the old days.
#traditional_village_market #kashiganj_bazar #bank_of_malijhi_river #rural_market #village_market #hat_bazar #fulpur_mymenshingh #বৃটিশ_আমলের_গ্রামীণ_হাট #কাশিগঞ্জ_বাজার #গ্রামের_হাট_বাজার #ঐতিহ্যবাহী_গ্রামীণ_হাট #সপ্তাহিক_গ্রামীণ_হাট #ফুলপুর_ময়মনসিংহ
Facebook page: / 19msajiqtz
ভিডিও টী খুব ভালো লাগলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤
ধন্যবাদ ভাই
ভিডিও খুব সুন্দর ভাই
ধন্যবাদ ভাই