অভিনন্দন বাংলাদেশ র্যাব বাহিনীকে। একবার কারো নামে সিম রেজিষ্ট্রেশন হলে পুনঃরায় যেন সেই সিম আর কারো নামে নতুন করে আর রেজিষ্ট্রেশন না করা হয়। এ বিষয়ে সিম কোম্পানিগুলোকে দায়বদ্ধ করতে হবে। এতে সিম যত দিনই বন্ধ থাকুন না কেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরী।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা বিশৃঙ্খলা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে। যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,বিশৃঙ্খলা নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে। গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু। নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে। পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা। এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে.,
আমি এজেন্ট নিয়ে ব্যবসা করি আমার কাছে এরকম ধরনের কল এসেছিল কিন্তু আমাকে তারা পাঠাতে পারেনি কারণ কোন কোম্পানি কল করে না যাবা এজেন্ট নিয়ে ব্যবসা করেন তাদেরকে বলতে চাই এরকম ধরনের কল আসলে কল কেটে দিয়ে ডি এস ও কে কল দিবেন তাহলে সঠিক তথ্য পাবেন
স্যার আমার কাছে এরকম হয়েছে গত কালকে আমার কাছ থেকে 19 হাজার টাকা হাতিয়ে নিয়েছে আমি অনেক গরীব মানুষ স্যার আপনি যদি আমার উপকার করে দিতেন চির কৃতজ্ঞ থাকব
স্যালুট জানাই আমাদের র্যাব বাহিনীদের কারণ আমাকে ওই এই প্রতারকরা আমাকেও ফোন দিয়েছিল ফোন দিয়ে অনেক বিভিন্ন ধরনের কথা বলে পিনকোড নিতে চাইছে আমি পিনকোড দেই নাই কারণ আমাকে অনেক খারাপ বাসায় বকাবাজি করছে
ফরিদপুরের ভাংগা থানায় বড় ধরনের অভিযানের অনুরোধ রইলো এখানে সব ঘরে ঘরে প্রতারক।
আওমিলেগের এ এমপি নিক্সসন প্রতারক কে ধরবে আশা বাদি
Right
I love u
Right
Akdom thik bolchan apu
এদের এতো তাড়াতাড়ি জামিন হয় কি করে? এদের জন্য শক্তিশালী আইন হয় না কেন??
অসংখ্য ধন্যবাদ র্যাব কে।
অভিনন্দন বাংলাদেশ র্যাব বাহিনীকে।
একবার কারো নামে সিম রেজিষ্ট্রেশন হলে পুনঃরায় যেন সেই সিম আর কারো নামে নতুন করে আর রেজিষ্ট্রেশন না করা হয়। এ বিষয়ে সিম কোম্পানিগুলোকে দায়বদ্ধ করতে হবে। এতে সিম যত দিনই বন্ধ থাকুন না কেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরী।
This officer is public friendly. His attitude is very nice
Appreciated
Exactly
He is real hero
Bonjour
hey guys
দিনাজপুরে এমন একটা অভিযানের খুব দারকার ছিলো। RAB কে অনুরোধ করছি দিনাজপুর জেলায় এমন একটা অভিযান চালানোর জন্য
Apni ki Dinajpure thaken??
Need ovijan in dinajpur
❤ RAB দের ধন্যবাদ
এদেরকে জেলথেকে ছাড়বেন না কমপক্ষে দশ বছরের সাজাদিবেন।
এ শালাদে কঠিন শাস্তি হওয়া দরকার, বিকাশ ও এদের জন্য নিরাপদ নয়। এদের ১০বছর জেল দেওয়া হক। কাজ করে খাইতে জ্বালা লাগে।
স্যার এদের ধরে লাভ কি। আবার তো ছেরে দিবে।
অভিনন্দন ও শুভ কামনা রইল স্যার।
ধন্যবাদ পুলিশ ভাইয়েরা
কি যঘন্য আইন আমাদের দেশে, একি অপরাধে বার বার জেলে যায় আবার জামিন ও পায়!!!
অভিনন্দন বাংলাদেশ রেব বাহিনীকে কঠিন শাস্তি দেওয়া হোক
ওদের ফাঁশি দেওয়া হইক
অজানা তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ।আমিও ঠকেছি এদেরকে হাত পা ভেংগে জেল হাজতে যাবজিবন ফেলে রাখুন
ফরিদপুর, সদর পুর এর একটা যায়গায় আছে।
আমি শুনছি ওই এলাকায় যাইয়া, যে ওই এলাকার ৪৫% ছেলেরাই এই কাজের সাথে জড়িত
< হালাল পথে সম্পদ উপার্জনের ১০ টি কোরআন ভিত্তিক উপায় ভিডিও..
স্যার,শিখিয়ে দিলেন অনেক মানুষকে
Apnar presentation khub valo laglo
ধন্যবাদ-ছার
আবার খুব শীঘ্রই তারা জেল থেকে বের হবে এবং একই কাজ করবে।
আলহামদুলিল্লাহ ভালো কাজ সার এদের কে কঠর সাজাদীন
স্যালুট জানাই আমাদের বাংলাদেশের একদিন আমি যে একশবার স্যালুট জানাই
এদেরকে সরাসরি ফাঁসি দেওয়া হোক
আমি সৌদি থাকি আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়গেছে গত জুলাইতে আপনারা যদু বলেন আমি যে নাম্বার টাকা গেছে আমি দিতে পারবো।
ভাই আমাকে সহোযগিতা করেন। আমি নাম্বারগুলো দিই আপনাদেরকে। আমার ইমু হ্যাককরে টাকা নিয়েছিলো।
যশোর মাগুরা তে অভিযান করেন।
এদের কঠিন শাস্তি হওয়া দরকার,
মাশাআল্লাহ। এই নেক কাজ করার জন্য আল্লাহ আপনাদের কে উত্তম প্রতিদান দিন আমিন।
সরকার এর উচিত এমন একটি পদক্ষেপ নেয়া দরকার, তাহা জনসমক্ষে তুলে ধরতে হবে ।
এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এদেরকে আজীবন আটক রাখুন নাহয় আপনারা চাকরি ছেড়ে তাদেরকে সেখানে প্রতিস্থাপন করুন
Rab k onnik donnobad
That's great...
Thanks to RAB❤
আলহামদুলিল্লাহ উনার মত পুলিশ আরো বেশি হক বাংলাদেশের এবং উনাদেরকে যারা নিয়ন্ত্রণ করে তারাও সৎ হোক
ওদের বেচে থাকার অধিকার নেই আইনের আওতায় নিয়ে কঠিন বিচার করার অনুরোধ করছি
সিম কম্পানির এস আরদের কাছ থেকেও রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহ করে
আমিও এর আগে বিকাশ এর মাধ্যমে প্রতারনার স্বীকার হয়ছি।এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
স্যার আজকে আমার সাথে এরকম হয়েছে, আমি কোথায় যোগাযোগ করবো একটু বলতে পারেন
এর সাথে বিকাশ কর্মকর্তারা জড়িত থাকতে পারে।
Sir, আমি ও সেইম প্রব্লেমে পড়েছি, কিভাবে সাহায্য পেতে পারি??
ধন্যবাদ RAB বাহিনী কে
Tnx Rab 4
আমি থানাতে কমপ্লেন করেছি কিন্তু ওরা কোন গুরুত্ব দেয়নি
Ha sir kal rate amer bikas thake 10660 tk ney gace
অসংখ্য ধন্যবাদ স্যার অাপনাদেরকে❤️❤️
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ স্যার 🤗😍
thank you
এদের সহজেই ছেড়ে দেয় কেনো? প্রশ্নটা সেখানেও।
Thank ❤❤❤❤
আমিও কিছুদিন আগে বিকাশ পাতা রিক্ত হয়,,,থানায় গেলাম কোনো লাভ হয়নি,,,র্যপের কাছে গেলাম ওরা বলছে,,এগোলা ওদে কাজ না,,,এটা থানার, কাজ 😓😓
Thanks RAB
এই গুলাকে জাদুঘরে রাখা হোক জনগন দেখে শিক্ষা নিবে পরজম্মে ভালো কাজ করবে।
Thanks for u
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা বিশৃঙ্খলা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,বিশৃঙ্খলা নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা।
এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে.,
100% rights sir
ভাই ঈশ্বরদী উপজেলা পাবনা জেলায় একজন এজেন্ট,, আমার ১২হাজার টাকা ঠিক আপনি যেভাবে বললেন ঠিক সেভাবেই নিয়ে নিছে এদের শাস্তির ব্যবস্থা করবেন
ভাইয়া এস আর কোন জায়গায় থাকে দয়া করে বলবেন
আমারও এরকম সমস্যা হয়েছে 22 হাজার টাকা নিয়ে গেছে থানায় কমপ্লেন করছি কোন ফল পায় নাই
আমি এজেন্ট নিয়ে ব্যবসা করি আমার কাছে এরকম ধরনের কল এসেছিল কিন্তু আমাকে তারা পাঠাতে পারেনি কারণ কোন কোম্পানি কল করে না যাবা এজেন্ট নিয়ে ব্যবসা করেন তাদেরকে বলতে চাই এরকম ধরনের কল আসলে কল কেটে দিয়ে ডি এস ও কে কল দিবেন তাহলে সঠিক তথ্য পাবেন
RAB eai vodro officer amader priojon
I am also a sufferer of it`s but pcrmp did not take any action...
আমার ভাই প্রতারণা হয়েছে ।এখন কী করণীয় কি? স্যার একটু বলবেন?
এগুলার ধইরা আইনা গুলিস্তানের মোড়ে বা পল্টনের মোড়ে নিয়া আইনা দিলে খুশি হতাম ভাই
রেব ভাইদের কাছে আমার অনুরোধ ওদের সাবাইকে ধরে ওদের সবাইকে ডান হাত বাম হাত কেটে দেওয়া খুবই ভালো হবে
ধন্যবাদ মোজাম্মেল। শুভ কামনা নিরন্তর।
স্যার,, আপনি বললেন এর আগেও এরা এরেষ্ট হয়েছিল, তাহলে সর্বচ্চ শাস্তি অথবা যাবৎ জীবন কেন দেন না? না দেয়ার পিছনে কি কারণ থাকে দয়া করে বলবেন কি?
স্যার আমার কাছে এরকম হয়েছে গত কালকে আমার কাছ থেকে 19 হাজার টাকা হাতিয়ে নিয়েছে আমি অনেক গরীব মানুষ স্যার আপনি যদি আমার উপকার করে দিতেন চির কৃতজ্ঞ থাকব
নড়াইল একটি অভিযান চাই। আমার ২১৫০০ নিয়েছে।
চকরিয়া তে আছে এমন গ্রোফ।।
আমি অনলাইনে ঔষধ কিনেছিলাম টাকা নিযে আর যোগাযোগ করতে পারিনি কোন ভাবে কি এদের নামে বেবসতা নিতে পারবেন
Sir Amar nekat Thale 25600 taka last 5.12.2021 data neay halo let Kara zaybe.
রেবের সহযোগিতা চাই
ক্যাশ আউট করার সময় মোবাইল নং সহ ফিঙ্গার প্রিন্ট মিলেগেলে উত্তলন করার ব্যবস্থা করা
রকেট নিয়ে তো এটা হয় না
আমার খুব প্রিয় একজন মানুষ
সকল বিকাশ প্রতারক কে ফাসি দেওয়া হউক,,, যাতে কোন বাটপার সাহস না পায়
Ai deshe Khun Kore o fashi hoy na r apni batpar er fashi chaitasen
@@Mimakter-gc6dt আওয়ামী লীগের নাম বললে সব মাফ
হায়রে আমাদের ভাংগা🥺
দনবাদ
এদের কে আইনের আওতায় এনে,বার বছরের সাজা দেওয়া হোক
Tnx
এদের ক্রস চাই
Good RAB Bangladesh government
এদের কঠিন বিচারের আওতায় আনা হোক
Smart officer
ভাইয়া আপনার আমার কি সহযোগিতা পায়তে পারি
এদেরকে কঠিন শাস্তির আওতায়
আনা উচিৎ বলে মনে করি। যেন
আর কোন মানুষের সরলতা সুযোগ
নিতে না পায়।
আমার সাথে এই ঘটনা ঘটেছে,,,,,, 10/3/2023
১ টি সিমের বেশি কেউ যাতে কিনতে না পারে,তা হলেই সব সমস্যার সমাধান।
আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই।
স্যার আপনি যেভাবে বললেন এভাবে ঠিক আমার কাছ থেকে প্রতারিত করে নিয়েছে
স্যার এই পোতারকদের কে আইনের আওতায় আনেন আমার ২৩ হাজার টাকা নিছে পোতারকরা
১৬২৪৭ হবে।
আমার ফোনে ফোন দিয়েছে
আমার ছেলের উপবিতির ১২শত টাকা নিয়ে নিছে এদের কোন ছার দেবেন না স্যার
Sir amar kac teke pin niya ajke 1000 taka niya gece bidobhabo bata and tara pin o dey na ami Khaliyajuri, Netroguna
স্যালুট জানাই আমাদের র্যাব বাহিনীদের কারণ আমাকে ওই এই প্রতারকরা আমাকেও ফোন দিয়েছিল ফোন দিয়ে অনেক বিভিন্ন ধরনের কথা বলে পিনকোড নিতে চাইছে আমি পিনকোড দেই নাই কারণ আমাকে অনেক খারাপ বাসায় বকাবাজি করছে
Akhon deki bank ke phone no deya o risx. Tar pore boro khota holo onek nirdos lok o bipode pore jay.
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে এমন অনেক প্রতারক আছে।
এদের কে বিশ বছর কারাদণ্ড দেয়া দরকার সবাইকে সস্ত্রম কারাদণ্ড দেওয়া হোক কোন উপায় নেই জনগণের ভোগান্তি চরমে পৌঁছে গেছে কঠোর শাস্তি দেওয়া হোক ধন্যবাদ
আমার ভাই এর কাছ থেকে 47000 টাকা নিছে উপবির্টি এর ফাঁদে ফালাইয়া এখন কি করার
স্যার আজকে ছয় আগে আমার বিকাশ নাম্বার থেকে 19000 হাজার টাকা পুতারনা করেছে।আমার বাড়ি টাংগাইল এই পুতারক আমার ফ্যামেলি ঈদের করচ পুরই নেয়েছে।
ওদের ফাঁসি চাই