কানাডা থেকে ফেরার পথে আমেরিকান শুল্ক পুলিশের হাতে ধরা পরলাম। Returning from Montreal, Canada.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2023
  • অনেক বছর পর কানাডায় চাচার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। ফিরে আসার পথে ধরা পরলাম আমেরিকান শুল্ক পুলিশের হাতে।
    All camping video playlist: • Camping & Picnic in Am...
    Portable gas stove: amzn.to/3LhJ4j4
    Indoor camp heater: amzn.to/38qC06t
    Estwing Sportsman's Axe - 14" Camping Hatchet with Forged Steel Construction & Genuine Leather Grip: amzn.to/3MrJ69m
    My email: AdventureTube21@gmail.com
    If you enjoy my work and wish to contribute, my Patreon link:
    / adventuretube
    My other video playlists:
    কিভাবে আমেরিকা যাবেনঃ
    • কিভাবে আমেরিকা যাবেন। ...
    ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
    • ফ্লোরিডা, আরেক বাংলাদে...
    আমেরিকার দিনরাত্রিঃ
    • আমেরিকার দিন রাত্রি ||...
    কানাডা অ্যাডভেনচারঃ
    • কানাডা অ্যাডভেঞ্চার ||...
    ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
    • ভূস্বর্গ বাংলাদেশ || B...
    রান্নার রেসিপিঃ Recipe playlist:
    • রান্নার রেসিপি || RECIPE
    Mohammed Al-Farook
    Jamai Bou Production
    AdventureTube21@gmail.com
    #jamaibou #adventureTube #Adventure_Tube21

Комментарии • 429

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 11 месяцев назад +12

    দাদা.....মাঝে মাঝে মনে হয় আপনি পাখি আর ওই সাগর লেখা গাড়িটা আপনার ডানা, উড়ে চলেছেন দেশ বিদেশ.....সত্যি দাদা অনেক এনার্জি দরকার এইভাবে ঘুরে বেড়ানোর জন্য, আপনাকে হ্যাটস অফ 🥰💞.....আপনি রুনার যে সেন্সের কথা বললেন সেটা কিছুটা আমি আমার বিড়ালের মধ্যেও দেখেছি, অবাক লাগে পশুদের এই অনুভূতিগুলো দেখলে যা অনেক মানুষও দেখাতে পারে না.....তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা আপনার সবজি আর আমগুলো ফেলে দিলো শুনে, আপনি কানাডা থেকে জার্নি শুরু করার সময় কত খুশি হয়ে কাকু কাকিমার সবজি দেবার কথা বলছিলেন.....আর আমগুলো না খেতে পাওয়া তো খুব মন খারাপ হবার মতোই 😢😢.....তাও ভালো থাকবেন দাদা 🥰🥰🙏🏻🙏🏻

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад +1

      কিসমতে ছিল না। এই বলে মনকে সান্তনা দিয়েছি। অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। ধন্যবাদ বোন। ভাল থাক দোয়া করি 💕🥰

    • @keyachakraborty1886
      @keyachakraborty1886 11 месяцев назад +1

      @@AdventureTube21 welcome dada 🥰❣️❤️

  • @syedaireen4316
    @syedaireen4316 11 месяцев назад +2

    ভীষণ ভালো একটা গ্রোসারি দেখালেন।আমি একজন ভেটেনারিয়ান ,আপনি পেটদের এত্ত আদর দেন দেখে খুব ভালো লাগে। আপনি বলছেন "একটি বিড়াল কি অসাধারণ " আসলেই আমরা মানুষ কোথায় মনুষ্যত্ব হারিয়ে ফেলছি... ভালোভাবে পউছান দোয়া করি।

  • @sikhadas8300
    @sikhadas8300 11 месяцев назад +5

    সত্যি খুব মন খারাপ হয়ে গেল। এতো যত্ন করে কাকু, কাকিমা দিলেন, উনাদের মন খারাপ হবে। ফিরে আসা টা রুনির জন্যে ও মন খারাপ। আমি ও ভাই দেশের বাড়ী থেকে ঘুরে এলাম। আমি তাল, বাতাবী লেবু, পটল, পেঁপে আর লিচু না, লিচু ফ্লেবার কেক এনেছি 🤪🤗। লিচুর মতো ফল টি কে আমরা ফলসা বলি 🤔। খুব ভালো করেছেন এই ফেলে আসা জায়গা তে ঘুরে এলেন, এই আশা সবার পুরন হয় না। আল্লার অসীম কৃপা আপনার প্রতি 🙏🙏🙏👍

    • @aeyshashiddiqua9280
      @aeyshashiddiqua9280 11 месяцев назад +1

      আন্টি অনেক দিন পর আপনাকে পেলাম। কেমন আছেন সবাই?

    • @sikhadas8300
      @sikhadas8300 11 месяцев назад

      @@aeyshashiddiqua9280 হ্যা, মাঝে দেশের বাড়ী গেছিলাম আর মেয়ে বাড়ী এসেছিল প্রায় দুই বছর পর। এখন বাড়ীতে কিন্তু খুব কাশি ও জ্বর। তোমরা কেমন আছো? অনেক দিন পর প্রথীর ভিডিও কাল দেখলাম 🤗। আমাদের বাড়ী বাংলাদেশ থেকে আধা ঘন্টা দুরে আর ওখানে প্রায় কেউ না কেউ বাংলাদেশ ঘুরতে যায়। জানি না কবে যেতে পারবো তোমাদের দেশে। ভালো থেকো 🙏🤗❤️

    • @aeyshashiddiqua9280
      @aeyshashiddiqua9280 11 месяцев назад

      @@sikhadas8300
      ওহ তাহলে তো অনেক দিন পর মেয়ের সঙ্গে দেখা হলো। খুব ভালো সময় কেটেছে। আমরাও অসুস্থ ঠান্ডা জনিত সমস্যা, জ্বর, কাশি এক সপ্তাহ ধরে। বাংলাদেশে তো ডেংগুর প্রকোপ এখন বেশী। প্রতি দিন ১০/১৫ জন মারা যাচ্ছে। আক্রান্ত হয় ২০০০- ২৫০০ এর মতো। তাই সবাই টেনশনে থাকে বেশী। আমি আর ছেলে অসুস্থ। এখন একটু ভালো আলহামদুলিল্লাহ। সত্যি যদি কখনো সুযোগ হয় বেড়াতে অবশ্যই আসবেন। আপনাকে কমেন্টে অনেকদিন না পেলে কেমন জানি ভয় লাগে। যোগাযোগ করার আরতো কোন মাধ্যম নেই তাই। দোয়া করবেন আমাদের জন্য।

    • @AdventureTube21
      @AdventureTube21  10 месяцев назад +2

      আপনার দেশের বাড়ি কত দুরে ভাই? অনেক ভাল থাকুন। ধন্যবাদ 💕🥰

    • @sikhadas8300
      @sikhadas8300 10 месяцев назад

      @@AdventureTube21 আমার বাড়ী বনগাঁ বর্ডারে এর কাছেই। কোলকাতা থেকে দের ঘণ্টার রাস্তা। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন 🙏🤗

  • @ferjanazaman7721
    @ferjanazaman7721 11 месяцев назад +4

    লাউ শাক দিয়ে শিম খুব মজার একটা খাবার।
    আর কচুর মুখীর তরকারি টা দেখতে দুর্দান্ত ছিল।
    মনটা শেষে খারাপ হয়ে গেল,চাচা চাচীর দেয়া এত ভালোবাসার সবজিগুলো বাসায় নিতে পারলেন না।
    আমগুলোর জন্য ভীষণ কষ্ট হলো।

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 11 месяцев назад +2

    দারুন লাগলো গ্রোসারি, সবকিছু এবং সব দেশের জিনিস একসঙ্গে. আপনার ভ্রমণ ভালো হোক এবং ভালো থাকেন.

  • @suparnabiswas9154
    @suparnabiswas9154 10 месяцев назад +1

    আপনি খুব স্ট্যান্ডার্ড ভিডিও বানান। খুব ভালো লাগে। বাংলাদেশের ব্লগাররা যেমন গতানুগতিক ক পদ রান্না করে সেটা দেখাই। আপনার ভিডিও দেখে অনেক কিছু জানা যাই। আমি ইন্ডিয়া থেকে।

    • @AdventureTube21
      @AdventureTube21  10 месяцев назад

      Glad to hear that you enjoyed. Thank you.

  • @kanizfatemamomo3320
    @kanizfatemamomo3320 11 месяцев назад +2

    প্রথম কমেন্ট করলাম. কানাডার সব পর্ব ভীষন এনজয় করেছি . আলহামদুল্লিল্লাহ

  • @ahmed11782
    @ahmed11782 11 месяцев назад +3

    পৃথিবীটা কত সুন্দর!

  • @Joybangla1975
    @Joybangla1975 11 месяцев назад +2

    আসসালামু আলাইকুম ভাইয়া ,আপনি এই যুগের একজন ইবনে বতুতা , ১০ জন মহা ভাগ্যবানদের একজন আপনি | এই তিনদিন আপনার সাথে মন্ট্রিল ছিলাম আপনার ভিডিওর মাধ্যমে | আলহামদুলিল্লাহ অসাধারণ লেগেছে , খুবই সুখী ও আরামদায়ক ছিল আমাদের এই জার্নি | খাবার দাবারও ছিল নবাবি রাজা বাদশার টেবিলের | আপনি অনেক উঁচু মাপের একজন চমৎকার মানুষ | সুবহানাল্লাহ আরো বেশি বেশি ঘুরার তৌফিক দিন মহান রাব্বুল আলামিন আপনাকে এই কামনাই করি , আর আশা রাখছি মনে একদিন আপনার সাথে ঘুরে বেড়াবো | আল্লাহ হাফেজ ভাইয়া , ভালো থাকবেন , সুস্থ থাকবেন | আমিন ❤❤
    Joy from Toronto. ( sylhety fua )

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      Walaikum Assalam সিলেটি ফুয়া 💕
      Inshallah bhai. Thank you 🥰💕

  • @gmaliashraf6795
    @gmaliashraf6795 11 месяцев назад +4

    ভাই সত্যি আমারও অনেক অনেক মন খারাপ হচ্ছে শুনে যে পছন্দের এবং ভালোবাসা মেশানো খাবার গুলো ফেলে দিয়ে আসতে হলো 😢

  • @parvinakhter6002
    @parvinakhter6002 11 месяцев назад +4

    মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ 🥰

  • @mashooqhassanskdrtv7925
    @mashooqhassanskdrtv7925 11 месяцев назад +3

    চমৎকার খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে আমিন

  • @mohammedrahman6602
    @mohammedrahman6602 11 месяцев назад +2

    Simple family simple kaku and kakima good show.

  • @PripurnanandaGiri-dl5gf
    @PripurnanandaGiri-dl5gf 10 месяцев назад +2

    Excellent.
    Thank You ChaCha.

  • @rontk6698
    @rontk6698 11 месяцев назад +5

    ফারুক ভাই যথার্থ বলেছেন। ক্যানাডায় বাড়ির দাম অত্যাধিক ও কারণ বিহীন। মন্ট্রিয়লে তাও বাড়ির দাম কম।টরোন্টো আসলে মাথা খারাপ হয়ে যাবে। ক্যানাডার টরোন্টো তে ২ বেডরুম এর মুরগীর খোপ সাইজের বাড়ি বিক্রি করে আমেরিকায় ভালো ও বড় শহরে (নিউইয়র্ক ও স্যানফ্রান্সিসকো বাদে) ৫ বেডররুম এর ম্যানশন কেনা এখন সম্ভব।
    টরোন্টো তে ৫০ বছরের পুরানো ভাংগা চুড়া ৩ বেডরুম বাড়ির দাম এখন ১.৫ মিলিয়ন।

    • @AdventureTube21
      @AdventureTube21  10 месяцев назад

      There is demand so price goes higher and higher. 💕

  • @kafilahmed4465
    @kafilahmed4465 11 месяцев назад +2

    ফারুক ভাই অসমবভ ভাললাগে আপনার কথা বলার বচন শুনতেই মনচায় দেখতেও ভাললাগে ভিশন আর মালা ভাবি কে ভাললাগে আমার আপনাদের জন্য দোয়া ও ভালবাশা রইলো ভাই

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰💕

  • @israilmunshi2049
    @israilmunshi2049 11 месяцев назад +3

    অনেক এনজয় করলাম ভিডিও।ওই খানের‌ গ্রোসারিতে সব ধরনের জিনিস পাওয়া যায় দেখে বেশ অবাক হলাম। আতা‌‌
    ফল কে তো শরিফা বলে জানি।
    বডারে কিছুই আনতে দিল না, বেশ কষ্ট হচ্ছিল যখন শুনলাম।
    ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন সবাই।

  • @nazneenzaman3650
    @nazneenzaman3650 11 месяцев назад +4

    An amazing and wonderful visit from USA to Canada 🇨🇦Thanks for sharing the Bodar experience which was truly embracing.
    Stay safe and healthy.✨

  • @AhmedSakib-vg7vo
    @AhmedSakib-vg7vo 10 месяцев назад +1

    ভাই আপনার এই কানাডার ব্লগ টা খুবই সুন্দর হয়েছে , ধন্যবাদ ভাই।

  • @user-ht7nc4vy4v
    @user-ht7nc4vy4v 11 месяцев назад +2

    Assalamualaikum.nice video, informative.... valo legese

  • @neeghatakther4499
    @neeghatakther4499 11 месяцев назад +3

    In Toronto I have similar garden and I use homemade compost.

  • @abdulali9458
    @abdulali9458 11 месяцев назад +2

    Bhai you describe things so well stay safe in your travels.

  • @DinaTinyworld
    @DinaTinyworld 11 месяцев назад +2

    14:07 e j fruit ta..24 yrs por dekhlam…isshh Jodi petam..one of my fav…I think ataa fall. R lomba shag ta kolmi shag..my most fav…..Bhaiya…..ohhhhhh market ta dekhey….excited feel korechi😂😋
    20:31 ohhhhh dekhey to😋
    Issh eto fresh veggies fruits….fele dilo…..haire manush…..Runa ee best…..

  • @neeghatakther4499
    @neeghatakther4499 11 месяцев назад +3

    Sorry for the inconvenience on the border😢. Mango sad man driving through the clouds and trying to find the way to go home to his family ❤

  • @Munni9603
    @Munni9603 11 месяцев назад +1

    Bah ! Khub bhalo laglo. Anek din por dekhlam apnar blog. Chausa aam gulo police niye nilo...boroi dukkho holo shune !

  • @sahriarrakib7240
    @sahriarrakib7240 11 месяцев назад +2

    Masha-Allah ❤
    Apnar video gulo Onek valo lage Uncle ❤️

  • @yesminamin9654
    @yesminamin9654 11 месяцев назад +1

    আসসালামু আলাইকুম ভাই। Border থেকে আপনার আম সবজি গুলো কানাডিয়ান পুলিশ রেখেদিয়েছে খুবই কষ্ট পেয়েছি। এতো জায়গা গুরে আমগুলো কিনেছিলেন। শখকরে নিজের বাসায় নিচ্ছিলেন আপনার কষ্ট আমরাও ভাগ করে নিলাম। আপনি তো কানাডায় ফলের রাজ্যে ডুকে গিয়েছিলেন এতো রকমের ফল এমন একটা Mall এর পাশে আমার বাসা হলে আমি সারাক্ষণ যেতাম আর অন্য কিছু না খেয়ে সারাদিন ফল খেয়েই থাকতাম। অসাধারণ লেগেছে ফলের রাজ্য।আপনার চাচার সাক্ষাৎ কারতো নিলেন না?( মুক্তি যুদ্ধের) এই Tour এ বাস্তব উদাহরণ রেখে গেলেন border পার হতে যেয়ে।জীবন কিছু পেতে গেলে অনেক সময় কিছু হারাতেও হয়।ভালো থেকেন মহানায়ক Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад +1

      Walaikum Assalam. কাকুর ইন্টারভিউ ভেবেছিলাম তখনই পোস্ট করব। পরে দুজনে মিলে ১৬ ডিসেম্বরে পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি।
      ভাল থাকুন ভাই। Jajakallah Khairan 🥰

  • @GaffarDewan
    @GaffarDewan 8 месяцев назад

    ফারুক ভাই শপিংমলের বিভিন্ন ফল শাকসবজি ভ্যারাইটিজ দেখালেন খুবই সুন্দর লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঢাকা উত্তরা থেকে

  • @user-dp6qd7og4v
    @user-dp6qd7og4v 11 месяцев назад +2

    Pain puri is very preferred for everyone . Thanks for sharing .Stay safe lots of love for you n your family.❤❤👍👍

  • @neeghatakther4499
    @neeghatakther4499 11 месяцев назад +3

    Runa can smell you have a cat as well as
    you are friendly ❤

  • @mahbuburrahman6174
    @mahbuburrahman6174 11 месяцев назад +2

    দারুণ হয়েছে দেখলাম মানিকগঞ্জ থেকে

  • @nasimashimulkhan1931
    @nasimashimulkhan1931 11 месяцев назад +2

    Salam dear Farook bhai & everyone else! Hope you all are well! Another beautiful episode dear bhai ! Loving it thoroughly! It’s always a great pleasure watching your Vlogs ! You are a great human being & it shows in ur every episode dear Farook bhai ! May Allah always bless you & ur lovely family dear bhai !

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад +1

      Walaikum Assalam. Many thanks dear. Appreciate your kind words & continuing support. 🥰💕

    • @nasimashimulkhan1931
      @nasimashimulkhan1931 11 месяцев назад +1

      @@AdventureTube21 My absolute pleasure dear bhai ! Have a great one !

  • @ais4152
    @ais4152 11 месяцев назад +2

    অসাধারণ আংকেল 👍

  • @imtiazsiddiquee
    @imtiazsiddiquee 11 месяцев назад +2

    Onek bochor holo koyekbar canada giyechilam, amader shob kichu fele diyechilo. October a jawar plan ache inshallah.

  • @mdabdulali7187
    @mdabdulali7187 11 месяцев назад +6

    আঙ্কেল আপনি যেটাকে লটকন বলতেছেন সেটা লটকন নয়! সেটা মালয়েশিয়ান একটা ফল মিষ্টি খেতে বেশ ভালোই লাগে মালয়েশিয়ায় আল্লাহর রহমতে প্রচুর খাবার সৌভাগ্য হয়েছে।

    • @BlackcloverMROWK
      @BlackcloverMROWK 11 месяцев назад +1

      এটা লটকন ই তবে মালেশিয়া, থাইল্যান্ড , ইন্দোনেশিয়াতে এটার ব্যাপক বানিজ্যিক চাষ হয়।আমাদের দেশে তেমন না😊

    • @mdabdulali7187
      @mdabdulali7187 11 месяцев назад

      @@BlackcloverMROWK হয়তো এই ফলের নাম মালয়েশিয়ান ভাষায় বলে লাঞ্চা লাক্কু।

    • @AdventureTube21
      @AdventureTube21  10 месяцев назад

      Thank you 😊

  • @rashidulhasan627
    @rashidulhasan627 11 месяцев назад +3

    Beautiful house

  • @maksudurrahman4932
    @maksudurrahman4932 11 месяцев назад +1

    অসাধারণ একটি ব্লগ
    ধন্যবাদ ভাই ❤

  • @Jasmin_Hobbies
    @Jasmin_Hobbies 9 месяцев назад +2

    আমি বাহিরের দেশে চলে জেতে চাই,,,,, আসলে জাবো কার সাথে আমার তো কেউ নেই আল্লাহ ছারা,,,,

    • @AdventureTube21
      @AdventureTube21  9 месяцев назад +3

      আল্লাহর চাইতে বড় অভিভাবক আর কে আছেন?

    • @Jasmin_Hobbies
      @Jasmin_Hobbies 9 месяцев назад

      @@AdventureTube21 জ্বি ভাইয়া,,,,,,

  • @sadrululla6048
    @sadrululla6048 10 месяцев назад +1

    Mostafiz bhai salam/Sadrul Dhaka

  • @rumadutta4438
    @rumadutta4438 11 месяцев назад +1

    খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনতে ভি ডি ও গুলো দেখতে খুব সুন্দর সুন্দর জায়গা দেখান যেসব জায়গা আমরা কোন দিনও যেতে পারবোনা

  • @sumontelecom2129
    @sumontelecom2129 11 месяцев назад +2

    ধন্যবাদ ভাইজান।এভাবে আমাদেরকে পুরো বিশ্বকে দেখানোর জন্য।ভালোবাসা নিবেন।অনেক দিন পর কমেন্ট করলাম।

    • @khaleed74
      @khaleed74 11 месяцев назад

      This is called sharifa not ata

    • @AdventureTube21
      @AdventureTube21  10 месяцев назад

      Thank you 🥰💕

  • @STBLOG.
    @STBLOG. 11 месяцев назад +2

    Big big big fan ❤❤❤❤❤❤❤uncle i watching ur blog for 2 years.

  • @mohammedjoynalabedin8446
    @mohammedjoynalabedin8446 11 месяцев назад +4

    এইটা আতার একটা জাত,
    এইটার নাম শরিফা।

  • @alamcircusshow
    @alamcircusshow 11 месяцев назад +2

    Salam brother, thanks for sharing with us. Just let you know from Toronto to usa land border crossing they don't stop you once you declare

  • @khokonmimikhan2658
    @khokonmimikhan2658 11 месяцев назад +2

    When I first came I was in Montreal, Park extension Area. I was there for 15 months there. My 2nd son was born there in Jewish General hospital. Who was 8/9 weeks premature.

  • @Shafiqul98
    @Shafiqul98 11 месяцев назад +5

    Bhai jan এত খাবার খাওয়ার পর আপনার পেসার হাই হয়ে যায় না তো???

    • @AdventureTube21
      @AdventureTube21  10 месяцев назад

      Alhamdulillah না। ধন্যবাদ।

  • @003Fatiha
    @003Fatiha 9 месяцев назад +1

    Thank you, Brother..

  • @user-jr3hn1hz3d
    @user-jr3hn1hz3d 11 месяцев назад +1

    ja hoyto bibone dekhte petam na ta, apnar maddome dekhi , thanks for every things. i watch your all video

  • @mdabbas1844
    @mdabbas1844 10 месяцев назад +2

    মালয়েশিয়া এই ফল সব খানেই পাওয়া যায়,,, খুব মজা করে খাই

  • @topusyed280
    @topusyed280 11 месяцев назад +1

    ❤️❤️🇨🇦❤️🇺🇸❤️🇨🇦❤️🇧🇩❤️
    I so wanted to see u faruk bhai ,
    Chole gelen ):
    InshAllah next time
    By the way thanks for coming , showing our lovely city Montreal on ur channel
    🙂🙌

  • @ymnoor21
    @ymnoor21 11 месяцев назад +2

    Yeah, U.S doesn’t allow any agricultural products or seeds through land port or airport customs. Valo thakben vai. Apnar Canada your valo laglo. Next time parle buffalo dia Niagara hoye Toronto jaben. It will be fun to watch.

  • @shelleyroychowdhury1551
    @shelleyroychowdhury1551 11 месяцев назад +1

    Nice vlog do informative too and in kolkata we call this fruit as ash fruit very delicious. Waiting for the next update.

  • @tapandeb4419
    @tapandeb4419 11 месяцев назад +1

    Wonderful scenic views 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @monirhussein9435
    @monirhussein9435 11 месяцев назад +1

    খুব ভালো লাগলো ভাই জান।

  • @mohammedsopon5583
    @mohammedsopon5583 11 месяцев назад +3

    আমাদের নরসিংদীর লটকন

  • @fatemasultana5578
    @fatemasultana5578 11 месяцев назад +2

    ❤❤ khub shundor ♥️♥️💕

  • @Lilun-gk4yo
    @Lilun-gk4yo 11 месяцев назад +1

    Assalam walaikum uncle ..kemon acen ..wow atha fol amader gram a bole mane sylhet a sorifa fol . Amar Amma onek like Koren . Ai fol amader bari ace village a tree 🌳 ace .. amader barir utan er side a sorifa fol er tree ..American te o ai fruit dore deke obak holam..😮🙏🙏😊😊

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад +1

      Walaikum Assalam. Thank you dear 🥰

  • @tofazzalhossain6095
    @tofazzalhossain6095 11 месяцев назад +1

    Thank you for your information

  • @mahadevchakraborty1632
    @mahadevchakraborty1632 11 месяцев назад +2

    লাউ গুলো খুব সুন্দর

  • @its_arefin3105
    @its_arefin3105 11 месяцев назад +1

    Looking so Nice fruits 😊

  • @mdmostafizurrahman5479
    @mdmostafizurrahman5479 10 месяцев назад +1

    ভাইয়া, আপনার ভিডিও অনেক ভাল লাগলো।
    কিছু মনে করবেন না-- হাই স্পীডে গাড়ী চালানোর সময় ভিডিও না করাই ভাল।
    একটু অল্প স্পীডে চালানোর সময় হয়ত ভিডিও করা যেতে পারে।
    ধন্যবাদ

  • @dallaslifevlogtxusa.9403
    @dallaslifevlogtxusa.9403 11 месяцев назад +2

    আস্সালামুয়ালাইম আঙ্কেল আমার মনে হয় দাম ঠিকই আছে কারন আমাদের টেক্সাসে ও এমনই দাম।

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 11 месяцев назад +1

    Apnar ei vacation vlog onek enjoy korlam !
    Shob Kichu miliye onek shundor hoyeche !
    But khub kharap lagche border experience er jonno !
    Mango r fresh vegetables gulo r jonno ! Especially Aam gulo !
    Jak , ki r kora ! O gulo apnar rezek e chilo nah !
    Jak , tobu o alhamdulillah !
    Valo achen ! Safely reach korechen ! Beche thakle Abar khaben , Inshallah !
    Amra jara travel Kore thaki ei rokom experience Kom beshi shobar e hoyeche !
    Cook kora Khabar usually Kichu Bole nah ! But depends on the officer !

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      রিজিকে ছিল না, এটা বলেই মনকে সান্তনা দিয়েছি। ধন্যবাদ ভাই। ভাল থাকুন। 🥰

  • @MrLondoner07
    @MrLondoner07 7 месяцев назад +1

    Love it all brother ❤

  • @sayedengenderingworkshop2796
    @sayedengenderingworkshop2796 11 месяцев назад +2

    Dear Sir welcome your tur

  • @mozammelhossein8008
    @mozammelhossein8008 11 месяцев назад +3

    Sorry for the ordeal you faced at the border. This is a usual practice there.
    What is the kind of cat at your Chachas house?

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      It is called Canadian Sphynx. Thank you.

  • @murshidaakhter2604
    @murshidaakhter2604 9 месяцев назад +1

    এ-ই লটকন মালয়েশিয়ার খেয়ে ছিলাম, খুব মিষ্টি।

  • @shamima_shumy
    @shamima_shumy 11 месяцев назад

    সুপারমার্কেটটা দেখে অবাক হলাম…… কি নাই?! মাশাহ’আল্লাহ। আমেরিকা পাশের দেশ হয়েও এগুলা নাই কেন?????

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      We have more restrictions. Thank you.

  • @knight91066
    @knight91066 10 месяцев назад +1

    সোবহাআল্লাহ ❤ রুনা নামের বিড়ালের এই ব্যবহাকে আপনি সহজ ভাবে নিবেন না।
    এর রয়েছে অসীম গুরুত্ব।
    বিড়াল,কুকুর, ঘোড়া এরা ভালো মন্ধ বিশেষ করে মানুষের মনের মায়া বা বিরক্তি বুঝতে পারে।
    ❤❤❤

  • @sadmanfarhan
    @sadmanfarhan 10 месяцев назад +1

    Excellent

  • @shahidasolaiman
    @shahidasolaiman 11 месяцев назад +1

    Assalamu alaikum bhaiya hope you are well. It was nice to see your canada tour and your uncles garden. Bhaiya do you have pakistani grocery stores in New Jersey? You will find mangoes there if you do.

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      Walaikum Assalam. Yes we do. But now it is too late in the season. Thank you.

  • @sunajulbarbhuiya2843
    @sunajulbarbhuiya2843 11 месяцев назад +2

    Kub sundor

  • @fatimakawsar4681
    @fatimakawsar4681 11 месяцев назад +2

    Assalamualaikum vi....onek valo koresen jeye...apnar chachir hater ranna. Masaallah......ma k mone kore Dai...so jaben ...America e gathering na kore okhane jaben....aro thakle valo hoto...apnar long tour er por Ata dorkar silo...

    • @AdventureTube21
      @AdventureTube21  10 месяцев назад

      Walaikum Assalam. Thank you bhai 💕🥰

  • @shaguftaahmed2216
    @shaguftaahmed2216 11 месяцев назад +1

    Nice uncle 👍❤️😊❤️❤️

  • @mohammedzaman8201
    @mohammedzaman8201 11 месяцев назад +2

    Town house $750000/- seven hundred fifty thousand 😢 I think it's too much but anyway that's beautiful 😍

  • @shamimashamima4472
    @shamimashamima4472 11 месяцев назад +1

    Assalamualikum vai. Khub kharap laglo apnar family deya khabar gulo nite parlen na. Jak sob e vaggo. Valo thakben vai.

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      Walaikum Assalam. No worries dear. Thank you 🥰

  • @user-si8rf8sz4z
    @user-si8rf8sz4z 10 месяцев назад +1

    Amazing vlog . Unbelievable .😊😅

  • @ashokchoudhary2323
    @ashokchoudhary2323 11 месяцев назад +2

    Very nice

  • @somadutta2731
    @somadutta2731 11 месяцев назад +2

    Fig মানে তো ডুমুর ।
    বড় সাইজ হয় কিনা জানিনা।
    গোটা সুপুরির সাইজ হয়।
    আর আরেক সাইজের হয়
    যেটা পাতি লেবুর মতো

  • @shahidurrahman2181
    @shahidurrahman2181 11 месяцев назад +1

    দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে ♥️কামাডা থেকে আসার পথে ফলগুলো কেনো ফেলে দিলো বুঝতে পারলাম না? দেশী লাউ ---দেশী সব ফলমূল ---ভালো লাগলো খোদা হাফেজ ভালো থাকবেন সবসময়ই সবখানে ---🇧🇩

  • @ritaameen3021
    @ritaameen3021 11 месяцев назад +2

    I love Pakistani chosha and Thai green mangoes. Does anyone know from where can I collect chosha mango plants in Florida?

  • @mehbubbarbhuiya4525
    @mehbubbarbhuiya4525 11 месяцев назад +2

    So Sad Faruk Uncle for Fruits & Vegetables 😢

  • @Sky_Elite_Avation
    @Sky_Elite_Avation 11 месяцев назад +1

    29:26 Uncle, why you always use wrong filter/effect that it causes impact on video rawness. it was orange but we see it red. 😕

  • @dasdiponkar010
    @dasdiponkar010 11 месяцев назад +3

    hello Uncle, Hope you are good, am your regular Viewer for long.
    uncle, for your kind information i wanna share with you that, few months ago my uncle auntie and my wife visited to Canada to meet my brother and when they are back to New York they carry some of bangladeshi fishes like Boyal Tengra, But somehow immigration Border not claim them about these things. Maybe its their Good Luck.
    Its sad to know that happen with you :(

  • @tahminatanjin4603
    @tahminatanjin4603 11 месяцев назад +1

    আহারে মনটা খারাপ হয়ে গেলো শুল্ক কর্মকর্তার কথা শুনে। গাছের উপহার অমূল্য। এর কোনো দাম হয় না। মনে হচ্ছে আমার সাথেই এমনটা ঘটলো। So sad.

  • @user-iu8ui3zo1f
    @user-iu8ui3zo1f 11 месяцев назад +1

    Thanks......Saju bhijan.Dhaka.

  • @Armyblink_Raisa
    @Armyblink_Raisa 11 месяцев назад +1

    যেই ফলকে আপনি আতা ফল বলছেন সেটি শরিফা ফল
    btw বাংলাদেশ মানিকনগর ঢাকা থেকে দেখছি❤

  • @thejashorianguyofficial
    @thejashorianguyofficial 11 месяцев назад +1

    310th viewer.3rd commentor

  • @muhammadshakilkhanshakilkh6139
    @muhammadshakilkhanshakilkh6139 11 месяцев назад +1

    My dear Farooq Bhai you are eating mango its call Multan City Chausan Aam (Mango) it is so beautiful fragrance sweet in Pakistan is only Rs.300/= per kg enjoy with chaunca mango

  • @shamsrafi8345
    @shamsrafi8345 11 месяцев назад +1

    ফারুখ ভাই, এটা মেওয়া। আমাদের দেশে হয় আবার ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশে প্রচুর ফলে।

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      Thank you

    • @shamsrafi8345
      @shamsrafi8345 11 месяцев назад +1

      আমার অনেক খারাপ লেগেছে আপনার কাছ থেকে সব রেখে দিয়েছে। আমি হলে আর গাড়ি চালাতেই পারতাম না। আপনি শক্ত মানুষ। আর আপনার আম গুলো আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচাইতে সুস্বাদু আম
      " আলফানসো" আমের আকৃতি, রঙ, মাঝের রসালো অংশ দেখে তাই মনে হয়েছে। আম আমার সবচাইতে প্রিয় ফল। আমি, আলফানসো আম খেয়েছি, লক্ষ্ণ তে। আমি আপনার আমেরিকা র সকল ভ্লগ দেখেছি। আমি আপনার একজন অন্ধ ভক্ত। আমি, আমেরিকা গিয়েছি। আমার মেয়ে থাকে নিউইয়র্ক এ। পড়তে গিয়ে পড়াশুনা শেষ করে ওখানেই settled হয়েছে। কানাডাতেও গিয়েছি। মন্ট্রিয়াল ও টরেন্টো তে। আমারও আপনার মত ভ্রমণ করা নেশা। ভালো থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      @@shamsrafi8345 আমারও অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে মরিচ গাছটার জন্য বেশী কষ্ট হয়েছে। কিন্তু কি আর করা। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 💕

    • @shamsrafi8345
      @shamsrafi8345 11 месяцев назад

      @@AdventureTube21, ফারুখ ভাই, আপনার বাংলাদেশে এসে এবার যতগুলো ভ্লগ করেছিলেন সেই
      "চর কুকরিমুকরি" থেকে ৩০০ ফিটের হাঁসের মাংস দিয়ে রুটি সকালের নাস্তা খুব মজা করে খেতে পারিনি কিন্তু দেখেছি। আমাদের বগুড়ার মমইন, দার্জিলিং, ভীষণ ভালো লেগেছে। নিউজার্সি তে বনের মধ্যে একাকী হাঁটা কি যে চমৎকার আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। কয়টা আর বলবো? সারাদিন লাগবে শুধু লিখতে। নর্থক্যারোলিনা, এরিজোনা, টেকক্সাস, জর্জীয়া, ক্যালিফোরনিয়া!!! শিকাগো শহরে না ঢোকার সময় না পাওয়া, ফ্লোরিডার সেই আম কুড়ানো, রাস্তায় আসতে আসতে সেই ব্লুবেরী বাগান শত শত ভিডিও কোনটা রেখে কোনটা বলি আপনার বাসার বিড়াল বাবু, খুব গভীর মনোযোগ দিয়ে আমি দেখি সপরিবারে। আমি টিভির কোন অনুষ্টান দেখি না, কিন্তু আপনার ভ্লগ গুলো সাপ্তাহিক ছুটির দিন, আমার বড় টিভিতে হোম থিয়েটার সাউন্ড সিস্টেম দিয়ে ইউটিউব এ বউ ও ছোট মেয়েকে নিয়ে দেখি ভীষণ মনোযোগ দিয়ে। অন্যদিন সময় পাইনা, ঢাকায় বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পএ Social Safeguard Specialist position এ কাজ করছি। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নে ও সুইস ডেভেলপমেন্ট Cooperation e চাকুরী করেছি। ৩৩ বছর চাকুরীর বয়স।
      যাহোক এত কথা লিখলাম আপনার সাথে বন্ধুত্ব করতে। আমি কে কি করি তা না জানালে তো আপনি বুঝতে পারবেন না।
      আপনি বাংলাদেশে আসলে আমাকে সময় দিলে আমার বাসায় একদিন খাঁটি দেশী মলা মাছের চরচরি, পালং শাক দিয়ে বাতাসী মাছ, ঘন ডাল, ইলিশ মাছের পাতলা ঝোল ইত্যাদি ইত্যাদি লাঞ্চ হবে আর আপনার সাথে অনেক জমানো কথা মন খুলে করা যাবে। যদি আপনি সময় দেন।
      এটা আমার অনেক দিনের ইচ্ছে।
      বড় লেখা দেখে ভয় পেয়ে যেয়েন না কিন্তু Response করবেন কিন্তু ভাই। Introductory আলোচনা তাই একটু দীর্ঘ।
      আসসালামুয়ালাইকুম। ভালো থাকবেন ফারুখ ভাই, শুভকামনা।

  • @nafisahmed229
    @nafisahmed229 11 месяцев назад +1

    অইটা লটকন না, ডুকং মানিস/ Sweet dukong very popular fruits in Southeast Asia

  • @SatelliteMubarak-kk7zu
    @SatelliteMubarak-kk7zu 11 месяцев назад +1

    Staunton,Boston & Memphis, Tennessee nia video cai. Pls

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      লিংক দিচ্ছি।
      ruclips.net/p/PLUl3Y68FEtycaVlOzIdDAZDrYcZelT7Lj

  • @khokonmimikhan2658
    @khokonmimikhan2658 11 месяцев назад +1

    আশ্চর্য! আপনি ক্যানাডা এসে চলে গেলেন, একটুও দেখা করলেন না,আর গেখা করার সুযোগও দিলেন না? খুব কষ্ট পেলাম।

  • @shirinakther7462
    @shirinakther7462 11 месяцев назад +1

    Nice video❤

  • @farzanahasnat7749
    @farzanahasnat7749 11 месяцев назад +3

    ভারতে ফিগকে বলে ডুমুর। আমি কলকাতার নিঊমারকেট থেকে প্রথম কিনেছিলাম এবং তাকে চিনি।

  • @jakiruddin835
    @jakiruddin835 11 месяцев назад +1

    আসসালামুআলাইকুম ভাই মন্ট্রিয়ালে কোন দোকানটা গিয়েছিলেন যেখানে অনেক রকম ফল আছে আমি মন্ট্রিয়ালের নতুন আসছি আমি ওই দোকানটায় যেতে চাই এড্রেস টা দিবেন প্লিজ।

    • @AdventureTube21
      @AdventureTube21  11 месяцев назад

      Walaikum Assalam. ইনফরমেশন যতটুকু জানি ভিডিওতে শেয়ার করেছি ভাই। ভিডিওতে ঠিকানাও দেখিয়েছি। ধন্যবাদ।

  • @redoanhkhan
    @redoanhkhan 11 месяцев назад +1

    Uncle believe me, I could sense the smell of the dishes! 😂

  • @devashispalodhydevashispal4095
    @devashispalodhydevashispal4095 11 месяцев назад +2

    Nice

  • @shahinoorrahman4068
    @shahinoorrahman4068 11 месяцев назад +1

    You can find lotkon in chinease grocery in Dallas Usa

  • @mulitonchowdhury965
    @mulitonchowdhury965 11 месяцев назад +2

    Back to back episode released we can not keep pace with you 😂 But enjoying too much ❤