Nazrulgeeti I Amay Nohe Go I আমায় নহে গো I Dola Banerjee Pastel Entertainment

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Nazrulgeeti I Amay Nohe Go I আমায় নহে গো I Dola Banerjee Pastel Entertainment
    কণ্ঠ: দোলা ব্যানার্জি
    রেকর্ডিং: মহুল স্টুডিও
    মিক্সিং: সব্যসাচী মুখার্জী
    ভিডিও: ঈপ্সিত ব্যানার্জী
    ডিজিটাল পার্টনার - ওটিটি সলিউশনস
    Subscribe our RUclips Channel. 👉 bit.ly/3leBWJR
    Follow us on : Facebook@ / pastelentert. .
    Instagram @ / entertainment
    mail - mahul@pastelentertainment.com
    contact - 9830053632 & 9432343034
    Licensor - Pastel Entertainment
    Digital Distribution - OTT Solutions Pvt Ltd (Licensee)
    Video also available in other RUclips sites for promotion purpose only
    #nazrulgeeti #nazrulsangeet #nazrulgeetibangla #pastelentertainment

Комментарии • 615

  • @JharnaMajumder-tr3tu
    @JharnaMajumder-tr3tu 2 месяца назад +12

    যতদিন বাংলা ভাষা এই ধরনীতে থাকবে ততদিন এই গানটি অক্ষয় হয়ে মানুষের মুখে মুখে থাকবে।❤❤❤

  • @razzakhowlader7364
    @razzakhowlader7364 Год назад +325

    দোলা দেবী, আমি জন্মভূমি প্রিয় বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের সাত সমুদ্র তেরনতীর পাড়ের দেশ কানাডার মন্ট্রিয়লের একটি নির্জন কক্ষে বসে আপনার মধুর কণ্ঠে পরিবেশিত গানটি শুনলাম। শুনে শুনে যেন আর আফসোস মেটেনা। তাই শুনতে শুনতে মনেরই অজান্তেই আপনার প্রেমে পড়ে গেলাম। বাস্তবিকই এরকম কখনো আগে পড়িনি। জানি, এরকম অনেক পুরুষই আপনার প্রেমে পড়েছে, পড়বে। তবু হাত বাড়ালাম। আমি দীর্ঘকাল বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলাম। তাঁর মাধ্যমেই ভারতের অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা ও নাট্য ব্যক্তিত্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। কলকাতা গেলে বরাবরই আমি সুনীলদার গড়িয়াহাট এর পারিজাত ভবনের নয় তলায় সুনীলদার সাথে থাকতাম। তিনি চলে যাওয়ার পর আর কলকাতা যাওয়া হয় না। ভালো থাকবেন। এ পারে যদি নাও দেখা হয়,পরপারে যেন দেখা হয়। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অকুতো বীর মুক্তি যোদ্ধা। লেখক ও আইনজীবী। উল্লেখ্য, সুনীলদা আর আমি বাংলাদেশের মাদারিপুরের পূর্ব মাইজপাড়ার সন্তান। আমি ও আমার স্ত্রী ফরিদা পারভীন উদ্যোগী হয়ে দাদাকে সপরিবারে দু’বারই তাঁর জন্মগ্রামে নিয়ে গিয়েছি ২০০৩ ও ২০০৮ খৃস্টাব্দে। আমার ফোন নম্বর হোমঃ ৫১৪ ৭৩৯ ৭৭৬১।

    • @emdadulislam7411
      @emdadulislam7411 Год назад +2

      )ল

    • @shahjahanmridha8269
      @shahjahanmridha8269 Год назад +2

      77
      U

    • @109942
      @109942 Год назад +5

      পাগল

    • @dolabanerjee6694
      @dolabanerjee6694 Год назад +7

      ধন্যবাদ

    • @xraytv4971
      @xraytv4971 Год назад +7

      আমি আর কিছু চাই না। শুধু বাংলা গান শুনেই জীবন কাটাতে চাই।

  • @Voicefordrr
    @Voicefordrr 3 месяца назад +8

    এত সুন্দর গানের কথা ! এত মধুর সুর !এত মিষ্টি গলা ! এত আবেগ দিয়ে গাওয়া ! অসাধারণ!!অসাধারণ!! অতুলনীয়!!

  • @SurajitPatra-cc7rw
    @SurajitPatra-cc7rw 2 месяца назад +9

    যখন ই গানটি শুনি নিজেকে হারিয়ে ফেলি।‌সত্যিই অসাধারণ পরিবেশন।

  • @emonshaha7683
    @emonshaha7683 Месяц назад +8

    বাংলাদেশের অবস্থা ভালো না, তবুও গানটা মনকে শীতল করে দিলো৷ নজরুল এক অসাম্প্রদায়িক চেতনা, যাকে সবার কণ্ঠে প্রয়োজন।

  • @uttamdas-bq9bj
    @uttamdas-bq9bj Год назад +23

    কী চমৎকার একটি নজরুল গীতি অসাধারণ ভাবে পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।

  • @subashalder2683
    @subashalder2683 Год назад +23

    গানের কথাগুলো জীবনের সাথে মিলে যায়। কবির অসাধারণ ভাবনায় লেখা। বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রিয় কবি।।

    • @user-xp8hg3je7y
      @user-xp8hg3je7y 2 месяца назад

      গানের কথাগুলো যেন মন কেড়ে নিয়ে নেয় শিল্পীর কণ্ঠে প্রান জুড়িয়ে যায় আর অশ্রু সে তো বাঁধ মানে না ।

  • @mdazadul2896
    @mdazadul2896 Год назад +25

    আমি কন্ঠের প্রেমে পড়ে গেলাম। সৃষ্টিকর্তা কতটা সুন্দর কন্ঠ দান করেছেন

  • @trafdarsabu7399
    @trafdarsabu7399 Год назад +13

    খুব সুন্দর।
    নজরুল সব গানই মন কাড়তে পারে।
    শুধু দোলা বানার্জীর মত আন্তরিক যোগ্য শিল্পী দরকার।

  • @faruqhossain4554
    @faruqhossain4554 7 месяцев назад +10

    গান আর জীববৈচিত্রের এতো সুন্দর মিলন আমার হ্রৃদয় ছুয়েছে। আশা করি এগান আর বৈচিত্র দেখলে মনের ক্লান্তি অনেকের দুর হবে।

  • @md.abdulhalim6167
    @md.abdulhalim6167 6 месяцев назад +7

    "নজগীতির শব্দে শব্দে প্রতি লাইনে লাইনে প্রেমের কি অপূর্ব আবেদন প্রেমিকার প্রতি হৃদয়ের প্রেমোদগার করা হয়েছে এ আবেদনের জুটি পাওয়া সত্যি যেনো বিরল।
    শিল্পীর কন্ঠে গাওয়া সঙীতটি আরও জীবন্ত, অমর।আমি--১৯৬৪ সাল থেকে নজরুল গীতি শুনে থাকি। আজও খুব ভাল লাগল।ধন্যবাদ শিল্পীকে।
    বাংলাদেশ থেকে।

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +39

    অনিন্দ্য সুন্দর আবহে,অনুপম আবেগে আপ্লুত সুরের এ প্রবাহ হৃদয় থেকে কন্ঠ হয়ে আত্মা জুড়ে ব্যাপ্ত হলো।

  • @gopinath00103
    @gopinath00103 8 дней назад +3

    আমরা মানুষকে ভালবাসিনা, তার কার্যকারিতা, উপযোগিতাকেই ভালবাসি। এই বাস্তব সত্যটাকে বেশ কয়েকটি উদাহরণ সহ এমনভাবে সুরের জালে কথার বিস্তার ঘটিয়েছেন নজরুল, শুনলেই জীবনকে উপলব্ধি করা যায়, মানুষের কাছে নিজের মূল্যও উপলব্ধি করা যায়। কমেন্ট রেখে গেলাম, সকলে শুনুন আর এই গান দিয়ে উপলব্ধি করুন নিজের জীবনকে।

  • @user-hw1fk5mp9k
    @user-hw1fk5mp9k Год назад +11

    আহা যেমন গানের কথা সুর তেমনি কণ্ঠ একেবারে মুগ্ধ হয়ে শুনলাম।

  • @morshed2446
    @morshed2446 6 месяцев назад +4

    কি অসাধারণ উপস্থাপনা! হৃদয় স্পর্শ করে যায়! অসংখ্য ধন্যবাদ দোলা ব্যানার্জি।

  • @tofazzalhossain7140
    @tofazzalhossain7140 12 часов назад

    মনে প্রশান্তি লাগার মতো কতা ও সুর ধন্যবাদ প্রান পুরুষ কাজী নজরুল স্যারকে এবং এতো আদর করে পরিবেশন করার জন্য ডলি মেম কে।

  • @nayonray7654
    @nayonray7654 5 месяцев назад +4

    হিড়িক সাইকেল ষ্টোর শাওন ভাই আমাকে এই গানটি উপহার দিয়েছেন যা আমার ভিষন ভালো লেগেছে। অসাধারণ গানটি। কতো কথা কতোই বেদনা লুকিয়ে আছে এখানে আমি মুগ্ধ ধন্যবাদ 🙏🙏❤️❤️

  • @sokindronathroytopu5969
    @sokindronathroytopu5969 Год назад +22

    অনেক শিল্পীর কণ্ঠে গানটি শুনেছি কিন্তু আপনার কণ্ঠে ও শুনলাম কি অপূর্ব অনুভুতিটা ঠিক এমন,
    যেন হৃদয়ের খুব গভীরে গিয়ে স্পর্শ করেছে আমার ,অনেক ধন্যবাদ দোলা !!

    • @dipalichakraborty2644
      @dipalichakraborty2644 Год назад +1

      Superb. Mind blowing, directly touch the heart. 💕🙏👌

    • @dolabanerjee6694
      @dolabanerjee6694 Год назад

      ধন্যবাদ জানাই

    • @gopalsarkar6249
      @gopalsarkar6249 11 месяцев назад

      সবই ভাল লাগল. হলেও ' শব্দটা নিশ্চই ভুল গাইলেন ৷

    • @robiulislam6668
      @robiulislam6668 7 месяцев назад

      love from bangladesh
      @@dolabanerjee6694

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +18

    বাগদেবীর অর্চনা র দিনে আপনার প্রথম গাল শুনলাম ৷ খুব ভালো লাগলো। একমাত্র সুরই পারে রূপ ময় জগৎ থেকে মানুষকে অরূপের জগতে নিযে যেতে আপনার সুর সাধনা সার্থক হোক।

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Год назад +6

    এই গানটা আমি ছোটো থেকে ফিরোজা বেগমের কন্ঠে শুনে এসেছি,আজ ও শুনি। আপনার টাও শুনলাম ,বেশ ভালো লাগল ।

  • @razzakhowlader7364
    @razzakhowlader7364 Год назад +15

    তোমার সুললিত কণ্ঠে এই গানটি দিনে কম পক্ষে একবার শোনার জন্য মন আমাকে ডেকে চলে। আগেও লিখেছি,শুনতে শুনতে তোমার প্রেম সাগরে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাই অতলে। ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা নিও। আমি নিজ হাতে স্বাধীন করা দেশটিকে ছেড়ে পরবাসী দেশান্তরী হয়ে কানাডার একটি ঘরে বসে শুধু লেখালেখি করি। কিছুটা সখের গায়কও বটে। তাই গানটানও করি। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, হেমায়েত বাহিনী। লেখক ও আইনজীবী। কানাডা। মন্ট্রিয়ল।

  • @mdmoza4331
    @mdmoza4331 3 месяца назад +21

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হে আল্লাহ তায়ালা বেহেশত নাজিল করোন আমিন আমিন

  • @bengalifoodandtravel.3908
    @bengalifoodandtravel.3908 2 месяца назад +9

    পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষা,

  • @abusultanpatowary
    @abusultanpatowary Год назад +13

    নজরুল এক কালজয়ী নাম, এক কালজয়ী প্রতিভা,অসাধারণ রোমান্টিক তার গানগুলো, অসাধারণ, চরম অসাধারণ । ❤। দোলা দিদির কন্ঠ অনেক মিষ্টি। নজরুলের এই কালজয়ী গানটিতে সুর দেবার জন‍্য দোলাদিদিকে ধন‍্যবাদ। বাংলাদেশের কুড়িগ্রাম হতে......রাসেল পাটোয়ারী।

  • @soyttajitchakraborti2411
    @soyttajitchakraborti2411 8 месяцев назад +89

    স্মৃতি রেখে গেলাম.!.যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি
    শুনতে আসবে.!. তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে
    আমিও আবার শুনতে আসবো এই প্রিয় গানটি...!😔👼

  • @min2shil
    @min2shil Год назад +12

    অসাধারণ সুর এবং প্রাপ্তি হৃদয়ের উন্মোচনায় ভরে যায় প্রাণ, কী অসাধারণ কন্ঠ মনে হয় শুনি আর শুনি। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অফুরন্ত শুভকামনা রইল🙏

  • @MDAbdullah-my4pd
    @MDAbdullah-my4pd Год назад +7

    অসাধারণ, হৃদয়স্পর্শ করা গান। যতই শুনি ততই ভালো লাগে। কখনো কখনো গভীর রাতে একা ঘরে গানাটা শুনি আর জীবনের অতীত বর্তমান নিয়ে ভাবতে থাকি।

    • @user-xp8hg3je7y
      @user-xp8hg3je7y 2 месяца назад

      আমি ও গভীর রাতে এই গানটি শুনি অতীত বর্তমান ভাবতে থাকি

  • @dolabanerjee6694
    @dolabanerjee6694 Год назад +26

    এটি আমার মায়ের পছন্দের গান।🌹

  • @arafatkhan7645
    @arafatkhan7645 6 месяцев назад +5

    দোলা ব্যানার্জি গাইবেন বলেই হয়তো কাজী নজরুলের কলমে এই গানের সৃষ্টি💘

  • @mofiulalam4248
    @mofiulalam4248 Год назад +11

    আমি বিমোহিত, খুব সুন্দর গায়কী কন্ঠশৈলী অত্যন্ত চমৎকার।

  • @user-nz6rr2ef9x
    @user-nz6rr2ef9x 6 месяцев назад +2

    প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান!
    প্রিয় শিল্পী'র গায়কী সত্যি সত্যিই অসাধারণ এবং অনবদ্য! প্রিয় শিল্পী'কে অভিনন্দন ও শুভ কামনা অবিরাম💞
    যদিও আমরা কালজয়ী এই স্মরণীয় গান টি বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী সতীনাথ মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কীতে বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি!
    ভারতীয় বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি সতীনাথ মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏

  • @md.shafiqulislamsiddique6292
    @md.shafiqulislamsiddique6292 2 месяца назад +3

    দোলা দেবীকে গানটির জন্য বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন ।

  • @anikRoy-yj1qo
    @anikRoy-yj1qo 5 месяцев назад +5

    নজরুল সংগীত যে এত এত ভালো, আগে কখনোই বুজতাম না,আপনার গলায় সুনতে আরো বেশি লাগছে,ধন্যবাদ ম্যাম

    • @shahriarhasan8480
      @shahriarhasan8480 4 месяца назад

      গান শুনছেন জীবনে?

  • @TusherRoy-fu6qw
    @TusherRoy-fu6qw Месяц назад +1

    অপূর্ব গায়কী ❤
    মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেছেন শিল্পী কে পুনঃ বার শ্রদ্ধা।

  • @block2455
    @block2455 3 месяца назад +1

    আমার প্রীয় একটি গান কত বার যে শুনেছি তার কোন হিসেব নাই! মন খারাপ থাকলে এই গান শুনি❤️ যিনি গেয়েছেন তার জন্য ভালোবাসা অসাধারণ গেয়েছেন!!

  • @santomitra8702
    @santomitra8702 8 месяцев назад +12

    এই গানটি আপনার মতো এত সুন্দর করে আর কি কেউ গেয়েছেন? মনে হয় না। আপনি আরো আরো গেয়ে যান। শুভেচ্ছা রইল।

  • @chadmonistudent2767
    @chadmonistudent2767 Год назад +9

    আমায় নহে সবাই ভালোবাসে মোর গান ভালোবাসো ভালোবাসো শুধু আমার গান। আহ কি নাই তার কৃতিত্ব ফুটিয়ে তুলেছেন

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +4

    পরম বেদনার মধ্য থেকেই তো উঠে আসে সুমধুর সঙ্গীত। কাজী মাহেবের এই কালজয়ী সঙ্গীত গুলি আপনাদের মত শিল্পীদের কন্ঠে অমর হয়ে থাকবে।

  • @nurmohammad8470
    @nurmohammad8470 Год назад +64

    যতোকাল রবে পদ্মা মেঘনা যমুনা ততোকাল রবে কবি কাজি নজরুলের মহিমা,বাংলার মানুষ কখনো ভুলবার নয় কবি কাজি নজরুল ইসলাম কে।

  • @mdjohir4463
    @mdjohir4463 Год назад +4

    Dola benarzyr konthe akta special jadu Ase jar Karone ganty aktu onno rokom shadh laglo! Sheta vashae prokasher bahire!

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 Год назад +5

    সত্যিই খুব ভাল লাগল। অন্তর দিয়ে গেয়েছেন অন্তর দিয়ে শুনলাম। ভাল থেকো।😊

  • @mohammadshahidul4497
    @mohammadshahidul4497 Год назад +5

    তন্ময় হয়ে শুধু শুনলাম। অসাধারন গেয়েছেন প্রিয়।

  • @kantichakrabarty5504
    @kantichakrabarty5504 Год назад +3

    আহা কি মেজাজ কি স্বর ক্ষেপণ, আপনি ভাল থাকুন,আরো ভাল ভাল গান শোনান আপনার গান শুনে মুগ্ধ হই,প্রনাম নেবেন।

  • @abutaherchowdhury4514
    @abutaherchowdhury4514 Год назад +2

    You have god gifted sweet voice and very nice to look at .may Allah bless. You. From Bangladesh.

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 10 месяцев назад +1

    একমাত্র সুরই পারে মানুষকে রুপময় জগৎ থেকে অরুপের জগতে নিয়ে যেতে পারে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে মনে হচ্ছে সেখানেই যেন পৌঁছে গেলাম।

  • @apusarker5308
    @apusarker5308 Год назад +6

    সত্যিই আপনার গানকে ভালবাসি💓
    অসাধারণ গায়কী 💓
    হৃদয় দোলা নো

  • @nkbaral4556
    @nkbaral4556 Год назад +2

    Ajj abar shuncchhi tomar gaan
    Darun lagcchhey tomar gaan
    Amar choto Meyer nam o Dola
    Sei sundor gaan korey
    Ashirbad kori onek boro shilpi hobar

  • @omaruncle201
    @omaruncle201 Год назад +3

    দোলা দিদি তোমার শুরের প্রেমে পরেগেছি, কি ভাবে এতো সুন্দর করে গান গাও,

  • @MizanurRahman-pr4qd
    @MizanurRahman-pr4qd 10 месяцев назад +4

    গানের সুর সুরকার অঙ্গ অঙ্গী ভাবে জড়িত ,ভালোবাসা দুজনেরই প্রাপ্য,!!

  • @rinasasmal5574
    @rinasasmal5574 11 месяцев назад +2

    Ki gailen.Shorir mon juriye gelo. Ami daily gaanta 2/3bar shuni. Ami ekjon boyoska manush.amar bhitorta nariye diyache maa

  • @milanbanerjee9874
    @milanbanerjee9874 6 месяцев назад +1

    These songs are immortal and you have sung it as desired and wanted by the immortal poet Kazi Nazrul Islam.

  • @user-fr8sb5xn1p
    @user-fr8sb5xn1p 5 месяцев назад +1

    দোলা ব্যানাজির কন্ঠে অসাধারন সুর ভালোবাসা নিবেন আপনি ও প্রিয় কাজী নজরুল ইসলাম ❤

  • @user-qc5ig8bi7o
    @user-qc5ig8bi7o Год назад +4

    সুন্দর এই গানের কথাগুলোর সাথে যে দৃশ্যগুলোর অবতরণ করা হয়েছে তা অসাধারণ সুন্দর। দৃশ্য সংযোজনকারীকে অনেক ধন্যবাদ।

  • @user-dv8qk1ck2g
    @user-dv8qk1ck2g Месяц назад +1

    আমার প্রিয় গান টা,,,
    যদিও আমি নব্বই শতকের না,,,,
    বার বার মনে পরে প্রিয় মানুষটার কথা হৃদয়ে লেখা থাকবে তার নাম স্বর্ণ অক্ষরে,,,,
    বার বার মনে পড়বে এই নাইন টা কতদিন দেখি নি তোমায়............
    ভালো থাকুক প্রিয় মানুষটা

  • @swapankarmakar3526
    @swapankarmakar3526 Год назад +4

    দিদি নমস্কার, এক কথায় অসাধারণ ।❤

  • @dipadas1895
    @dipadas1895 5 месяцев назад

    " আপনাকে নয়, সত্যিই আপনার অন্তরের অন্তঃস্থল দিয়ে গাওয়া গানের প্রেমে পড়ে গেলাম।এই অসাধারণ গলা ভোলা কখনোই সম্ভব নয়"....❤️❤️🙏🕉️🙏

  • @user-zg9tm4tf2y
    @user-zg9tm4tf2y 9 месяцев назад +2

    কি মধুর গান প্রাণ জুড়িয়ে যায়

  • @RinkuPatra993
    @RinkuPatra993 2 месяца назад +2

    খুব সুন্দর🎉

  • @karunamoybiswas7156
    @karunamoybiswas7156 10 месяцев назад +1

    Excellent performance heart touching my beloved singing thousands time she is past away this 15 oct
    Suni are kanna pai
    Subecheea roilo

  • @AKAzad-se9we
    @AKAzad-se9we 6 месяцев назад +2

    Mon-k amon babe dola die gelen DOLA.Bohudin mon -e thakbe.

  • @nadira9062
    @nadira9062 Год назад +5

    অসাধারণ গেয়েছেন মনটা ভালো লাগছে গান শুনে ভালো থাকবেন আমাদের জন্য

  • @monaranjansaren5918
    @monaranjansaren5918 Год назад +3

    Thanks you very much for your splenders song
    From DUBAI

  • @faisalnayan8536
    @faisalnayan8536 4 месяца назад +2

    "একটা মানুষ আপন না হলেও
    হয়ে আছে বিশেষ🍁🌿
    শুকনো ফুলের পাপড়ি মত❤
    """ N """' 😢

  • @suharobin519
    @suharobin519 5 месяцев назад +2

    অপূর্ব গান
    অপূর্ব গায়কি

  • @SohelRana-si1nb
    @SohelRana-si1nb Год назад +19

    কাজী নজরুল ইসলাম, আল্লাহ তোমাকে এতো পতিভা দিয়েছিলেন। আল্লাহ তোমাকে পরকালে ভালো রাখুক।আমিন

  • @swapansen7342
    @swapansen7342 6 месяцев назад +2

    অসাধারণ।

  • @etysen2763
    @etysen2763 3 месяца назад +2

    অপূর্ব

  • @bishwajitmondal7024
    @bishwajitmondal7024 Месяц назад +1

    নিঃসন্দেহে অসাধারণ। অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ।

  • @uzzalkumardhorbangladash4830
    @uzzalkumardhorbangladash4830 6 месяцев назад +2

    যেমন কথা তেমনি মিষ্টি সুর

  • @mohsinahmed2326
    @mohsinahmed2326 Год назад +11

    আমি মালয়েশিয়া থেকে শুনছি, এখন রাত ১০;২০

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +8

    গানের বাণী ,সুর আর আবেগের বশে থাকি বসে সিক্ত হতে গীত রসে !

  • @shibashisghosal1815
    @shibashisghosal1815 Год назад +4

    সত্যিই মন টা মুগ্ধ হয়ে গেল।
    আরো নতুন গানের অপেক্ষায় রইলাম।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +2

    কীর্ত্তন গান শোনাচ্ছেন যেন কোন বিরহিনী ব্ৰজ্ব বধূ ৷ এক কথায় অপূর্ব ৷

  • @worldoflove2483
    @worldoflove2483 5 месяцев назад +1

    Nazrul’s supremcy❤️❤️❤️

  • @user-rx9sc7wo7c
    @user-rx9sc7wo7c 4 месяца назад +2

    অসাধারণ কন্ঠ। ভালো লাগল।

  • @user-px2rz1de7z
    @user-px2rz1de7z 3 месяца назад +8

    সুন্দর গেয়েছেন ❤❤❤

  • @debasishmukherjee3835
    @debasishmukherjee3835 Год назад +3

    ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। ভগবান আপনার মঙ্গল করুন এই কামনা করছি।

  • @maladas5880
    @maladas5880 11 месяцев назад +5

    অনেক সুন্দর কন্ঠ অসাধারণ। কবি কে প্রনাম শিল্পী কে ধন্যবাদ।

  • @sheikhzakirhossain5004
    @sheikhzakirhossain5004 4 месяца назад +3

    ধন্যবাদ আপনাকে অমর কবিক আরও অমর করে রাখাার জন্য

  • @mamunkhandaker1351
    @mamunkhandaker1351 6 месяцев назад +1

    অসাধারণ কণ্ঠ কমেন্টস করে রেখে গেলাম হয়তো একদিন থাকবো না।

  • @jahidulalam7030
    @jahidulalam7030 7 месяцев назад +1

    জবাব নেই!একদম অসাধারন!

  • @paritoshgoswami5118
    @paritoshgoswami5118 Год назад +8

    খুব সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ।

  • @user-px2rz1de7z
    @user-px2rz1de7z 3 месяца назад +2

    খুব ভালো লাগলো। গান টা

  • @udaysingha1726
    @udaysingha1726 26 дней назад

    আমার অতি প্রিয় একটি গান,অতীতের সুখ স্মৃতি রোমন্থন করারপক্ষে আদর্শ একটি গান

  • @SofequlIslam-yn1ef
    @SofequlIslam-yn1ef Год назад +2

    আমার জিবনে শুনা, সবচেয়ে সুন্দর কথার song......my life.s bast song...... Sotty sreti kator song......

  • @sujitrajak9117
    @sujitrajak9117 8 месяцев назад +3

    আমার খুব প্রিয় নজরুল গীতি। উনার কণ্ঠ খুব সুন্দর।

  • @JahidHasan-fv2lu
    @JahidHasan-fv2lu Год назад +2

    খুব সুন্দর গান,, মাটির গান আহা

  • @user-sd4sp6pu5z
    @user-sd4sp6pu5z 4 месяца назад +2

    ❤❤অসাধারন জীবন এর বাস্তবতা ❤❤

  • @bhanjandas1467
    @bhanjandas1467 6 месяцев назад +1

    মন উজাড় করে সঙ্গীত এটাকেই বলতে হয়। দোলা দিদি হয়তো কাজি জীবিত থাকলে আপনাকে পুরষ্কৃত করতেন । তবে আপনাকে হৃদয়ের খানিকটা স্পন্দন দিয়ে পুরষ্কৃত করলাম। ❤️❤️❤️👍

  • @nusratkamal9884
    @nusratkamal9884 5 месяцев назад +1

    অনবদ্য !!!

  • @mdfaridulislam3009
    @mdfaridulislam3009 11 дней назад

    গানটা প্রতিদিন একবার হলেও শুনি। আমার অনেক অনেক পছন্দের একটা গান ❤️❤️❤️❤️

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +12

    কবি বলেছেন যদি প্রেম দিলে না প্রাণে তবে ভোরের আকাশ ভরে দিলে কেন গানে গানে) ঈশ্বর আপনার কন্ঠে সুর দিয়েছেন আপনি সাধনা করে তাকে সার্থক করে তুলুন
    '

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад +1

      একমাত্র সুর পারে মানুষ কে রূপময় জগৎ থেকে অরু পের জগতে নিয়ে যেতে মম দিয়ে সুরের সাধনা করে ঘান সফল হবেন "

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      সুরের সাধনা করে গেলে একদিন সাফল্য আসবেই ' ৷

  • @ismailmia2931
    @ismailmia2931 4 месяца назад +2

    মানুষ আসবে যাবে, পরিবতন হবে। গানগুলো হরেনা।

  • @pronabbiswas6202
    @pronabbiswas6202 2 месяца назад +1

    খুব ভাল লাগে গানটা শুনলে।ম্যামের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালবাসা।

  • @anwarmamun2020
    @anwarmamun2020 Год назад +1

    Chomotker! Mesmerising! ❤

  • @theoutridertaskforce141
    @theoutridertaskforce141 7 месяцев назад +1

    Famous song, artist plays her full devotion with the song, so that , song is alive 🎉🎉😅😅

  • @basabdas9377
    @basabdas9377 Месяц назад +1

    Darun laghlo ganta

  • @paritoshchandradey783
    @paritoshchandradey783 Год назад +4

    Maa, asadharon bhabe sulolit konthe gaan geyechho ! An outstanding rendition here in your very melodeously melloflous voice.
    Jagat Mata richly bless you through out your longest life.

  • @SudiptaBhattacharjee-el7bp
    @SudiptaBhattacharjee-el7bp 3 месяца назад +2

    Darun

  • @ushmijeba
    @ushmijeba Год назад +3

    Such a great song overall.❤