Kotha Rekhe Cilam কথা রেখে ছিলাম Romantic Natok Tahsan Sabila Nur Eid Natok 2018

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 1,2 тыс.

  • @kamrulhassin7405
    @kamrulhassin7405 5 лет назад +38

    এক কথায় মা পৃথিবীর সচেষ্ট সম্পদ !
    যার মা নাই সেই বুজে !

  • @ভোরেরশিশির-ধ১ত

    সাবিলা নূরের সালাম দেওয়া টা অনেক ভাল লাগছে। আস্সালামু আলাইকুম। মূল সালাম ত আর আজ কাল কেউ দেয় না। আজ এই নাটকে মূল সালাম ব্যবহার করছে সাবিলা নূর। ভাল্লাগছে নাটক টি।

  • @arindambhowmick5592
    @arindambhowmick5592 3 года назад +8

    খুব ভালো concept.. দারুন লাগলো... Tahsan ভাই আর Sabila কে নিয়ে নতুন করে কিছু বলার নেই.. Love from Kolkata ❤️

  • @animeshmukherjee7476
    @animeshmukherjee7476 5 лет назад +5

    একটা অভূতপূর্ব ও অসাধারন সুন্দর নাটক দেখলাম, যার কোনো তুলনা হয়না।জীবনের কিছু হারিয়ে যাওয়া মুহূর্তকে নতুন করে ফিরে পেলাম।সত্যিই অনবদ্য।আর ধন্যবাদ পরিচালক সহ তার সকল সহকারীবৃন্দকে এবং ধন্যবাদ তাহসান ও সাবিলা -কেও,খুব ভালো লাগলো আপনাদের অভিনয়। ❤ 💏 💑 ❤

  • @zilluptg5431
    @zilluptg5431 5 лет назад +3

    গল্পটা unique ছিল। প্রেম তো থাকবেই, তার সাথে family attachment দেখানো হলে flavour টা just অন্যরকম হয়ে যায়।আর তাহসান ভাইয়ের কথা কি আর বলবো, He is always the best, সাবিলা আপুর নাটক কম দেখা হয়, তবে উনার acting ও বেশ। সব মিলিয়ে দারুন। 👌👌👌

  • @zillurrahman2927
    @zillurrahman2927 4 года назад +12

    "আছসালামুয়ালাইকুম, ওলাইকুমুসসালাম, এটা কি হাসনাহেনাদের বাসা, গন্ধ পাচ্ছেন না!" শুরুটা দারুণ ছিল।

    • @marcoshepard7850
      @marcoshepard7850 3 года назад

      I guess im randomly asking but does any of you know of a trick to get back into an Instagram account..?
      I was stupid forgot my account password. I appreciate any help you can give me.

  • @noyonhassan2998
    @noyonhassan2998 6 лет назад +75

    মাথায় কাপড় দেয়া অনেক সুন্দর লাগে সাবিলা নূর কে।

  • @zinniarahman8519
    @zinniarahman8519 5 лет назад +54

    মাঝে মাঝে আমারও না আমার মায়ের একাকিত্ব টা খুব ভাবায়.. মায়ের জায়গায় যদি বাবা হত তাহলে হয়তো অনেক আগেই সঙ্গী পেয়ে যেত।পৃথিবীতে মা যা করে আর দিয়ে থাকে কেউই তা পারে না....ভাল থাকুক মা।

  • @shimulnasreen2696
    @shimulnasreen2696 3 года назад +3

    তাহসান- সাবিলা অপূর্ব এক জুটি।দুজনকে একসাথে আরও অনেক অনেক বৈচিত্র্যময় গল্পে দেখতে চাই

  • @WebDevTowhid
    @WebDevTowhid 6 лет назад +11

    অদ্ভুত রকমের একটা গল্প ছিল,
    চারজনই সেরা ছিলা,
    অনেক অনুভুতি দিয়েই অভিনয় করছে ।

    • @shamsunnaharanwar8194
      @shamsunnaharanwar8194 3 года назад

      বাবা মা না হয়ে দাদা দাদি হলে আরো ভালো হতো ।

  • @TechTanmoyPro
    @TechTanmoyPro 6 лет назад +59

    অনেকদিন পর প্রানখুলে একটু কান্না করলাম নাটকটি দেখে!
    অসম্ভব ভালো লেগেছে যা বলে বোঝানো সম্ভব নয়!
    নাটক টি বানানোর পিছনে যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি!! 😭😰🙂

  • @bananimajumdar3024
    @bananimajumdar3024 3 года назад +4

    তাহসান, সাবিনা এর অভিনয় অনবদ্য ছিল। নাটকটি খুব ভালো লেগেছে।

  • @nurealomnazmul9835
    @nurealomnazmul9835 6 лет назад +14

    এতোটা সুন্দর হতোনা যদিনা বস থাকত। তাহসান ভাই সবচেয়ে সেরা অভিনেতা এই বাংলার

  • @md.jaberhossain7294
    @md.jaberhossain7294 6 лет назад +64

    নাটক দেখার শুরুতেই একটা কমেন্ট করছি পরিচালকের জন্য্‌>>>!!!!

    • @sadiyaakter197
      @sadiyaakter197 4 года назад +2

      ai je apo apnak bolsi ..Allahor ibadoter jonno sodhu namaz porlei chole na ..porda o kora lage ...apni ki porda koren ..na apni porda koren na ..nahole ki youtube e glass lagiye chobi tole post korten ..🤨😏😏😋😋😋😋🙄🙄😒😒

    • @sadiyaakter197
      @sadiyaakter197 4 года назад +1

      apni jeta bolesen ata thik ..kinto manos k bolar a.....ge nijer dike chinta kore dekhben 😒😒😒😒😒😒😒😒😒😒😒

  • @shiponahmed5893
    @shiponahmed5893 6 лет назад +35

    আবুল হায়াত সাহাবের হায়াত দিন দিন আর আল্লাহ বারিয়ে দিয়েছেন,, আমিন,,

  • @MDAKRAM-eg2nl
    @MDAKRAM-eg2nl 6 лет назад +72

    কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায়,
    যা কোন দিন ও শেষ হয় না, শুধু জীবন ভরে কাদায়”।
    ____ রেদোয়ান মাসুদ
    ভালবাসা বড় অদ্ভুত।

    • @anwarhossain-te1qy
      @anwarhossain-te1qy 5 лет назад +2

      Bhi..natok ta dekhe ja pailam..tar chaite besi paichi..ai comment a

    • @nafisakhan8618
      @nafisakhan8618 4 года назад

      Etai shbi bole j karo jnno kichu theme thake na ei bole shbi shantona dey...bt jeta apnr comment e bujhalen sheta keu bujhle shantona r dite partona

    • @diptimondol8341
      @diptimondol8341 4 года назад

      Fdhitg gfguygv. Fruhgf good video

  • @mirhossain1375
    @mirhossain1375 5 лет назад +4

    অপূর্ব আর নিশো যেন সালমান শাহরুখ আর তাহসান তো আমাদের আমির খান বছরের পাঁচটা নাটক করেই তাতেই হিট।

  • @politicswatch5937
    @politicswatch5937 6 лет назад +1

    হৃদয় স্পর্শ অনেক স্মৃতি মনে পড়ে যায়, ভালোবাসা রং কখনো হারিয়ে যায় না, এমন কিছু অনুভূতি থাকে যা কখনো মলিন হয়ে যায় না, এমন কিছু কথা থাকে যা কখনো ভুলে থাকা যায় না,, এমন কিছু কষ্ট থাকে যা কখনো মন থেকে মুছে ফেলা যায় না, ভালোবাসা বুঝি এমনই হয় পৃথিবী খুব ছোট মনে হয়, আর বিপরীতে ভালোবাসা অনেক বড় মনে হয়,,,
    তাহসানের নাটক সবসময়ই চমৎকার সুন্দর হয়, তিনি একজন সফল অসাধারণ অভিনয় শিল্পী, ধন্যবাদ আপনাকে তাহসান, এবং নাটক নির্মাণের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ,

  • @eatingshowbymahadi4635
    @eatingshowbymahadi4635 5 лет назад +4

    খুব ভালো লাগলো মায়ের জননো ভালোবাসা পুরানো মনের মানুষ ফিরে পাওয়া আর নায়কের অভিনয়তো সেই রকম ভাষা নেই কিছু বলার

  • @confusedbong65
    @confusedbong65 4 года назад +1

    এরকম সাহসী পটভূমিতে এতো সুন্দর একটা গল্প উপহার দেবার জন্য নির্মাতাকে ধন্যবাদ।
    আরো অনেক কাহিনীর অপেক্ষায় থাকবো।

  • @MrMoajjem
    @MrMoajjem 5 лет назад +3

    অসাধারণ নাটক
    অসংখ্য ধন্যবাদ সাগর জাহান ভাই কে .... তাহসান ও সাবিলা কে অসংখ্য ❤

  • @riadtahsan1222
    @riadtahsan1222 6 лет назад +159

    ""ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা ""
    " সেথায় লেখা ছিল হাজারো সপ্নের কথা""
    "" ছিরতে পারিনি আমার মনের পাতা ""
    "" যেখানে জমে আছে জীবনের অনেক
    ব্যাথা!! ( ^ - ^ )

  • @mdsheikhsohel922
    @mdsheikhsohel922 6 лет назад +11

    নাটক টি খুবই ভালো লাগলো,,,,,,,ধন্যবাদ এই রকম একটা ভালো নাটক উপহার দেয়ার জন্যে,,,,,

  • @mdarshad7392
    @mdarshad7392 6 лет назад +102

    তাহসানের আরু অনেক নাটক চাই, আমার প্রিয় অভিনেতা তাহসান,,, i love tahsan

  • @diponckz1
    @diponckz1 6 лет назад +47

    তাহসানকে খুব ভাল লাগে...তাই তার নাটক, গান সবগুলো দেখতে মন চাই।

  • @joyibrahim8471
    @joyibrahim8471 6 лет назад +2

    Tahsan's acting was very charming.. it was not as usual acting he does. এক কথায় অন্যরকম একটা আবহ ক্রিয়েট করেছে।

  • @MehediHasan-bt2bs
    @MehediHasan-bt2bs 6 лет назад +41

    সাবিলা নূরের কথা গুলো অনেক সুন্দর। আর মাথায় কাপড় দেয়াতে বেশী সুন্দর লাগছে। সব মিলিয়ে অসাধারণ

    • @anifaeite1524
      @anifaeite1524 4 года назад

      chele meyer o mil biyan biyanero mil,, tara biyai biyan hisabe pase thklei milta vlo hoto lst abr premik premika banay felce

  • @abuhanifa836
    @abuhanifa836 6 лет назад +28

    সাবিলা নূর এর বলা-আমার বাবা আপনার মার থেকে দূরে গিয়ে কোনো ভূল করেনি।।😍😙😗
    অস্থির।

  • @sumonsarder8046
    @sumonsarder8046 4 года назад +19

    নাটক টা নিঃসন্দেহে অনেক ভাল।কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে কেউ ব্যাকগ্রাউন্ড এ চলা আর্টসেল এর অনিকেত প্রান্তর গানের ফ্লুএট কাভার টার প্রশংসা করল না।আফসুস।

  • @shahidalmamun3957
    @shahidalmamun3957 6 лет назад +129

    সবাই মা কে ভালবাসুন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।

    • @NarutoThethHokage
      @NarutoThethHokage 5 лет назад +5

      আল্লাহ এর পরে কাউকে যদি স্থান দিতে হয়
      তা হবে আম্মা আব্বা।

    • @farhanmiraz5038
      @farhanmiraz5038 4 года назад +1

      ঠিক বলেছেন

    • @hassanmahmud3349
      @hassanmahmud3349 4 года назад

      আগে জানতাম না।তুমি বলাতে এখন জানলাম।

    • @AminulIslam-zj5li
      @AminulIslam-zj5li 4 года назад +1

      Hmm but Ammu sharadin jogra kora amr shatha

  • @abrargalib1921
    @abrargalib1921 6 лет назад +11

    নাটকটা যে অসাধারন লেগেছে তাতো বটেই কিন্তূ সাথে অনিকের প্রান্তর গানের টোন টাও অনেক ভালো লেগেছে.......
    আর তাহসান ভাই মানেই তো ভালো কিছু........

    • @sahadathossainrakib2140
      @sahadathossainrakib2140 6 лет назад

      ভাই কোন গানের টিউন প্লিজ গানের লিং টা একটু দেন।

  • @jmosman2786
    @jmosman2786 5 лет назад +2

    তাহছানের নাটক পাওয়া মানে, নতুন surprise পাওয়া, Love you,,,,

  • @nurulhoquerubel2899
    @nurulhoquerubel2899 6 лет назад +13

    অসাধারণ নাটক...!!!
    কাঁদাতে বাধ্য করলি...!!!!!!!!!

  • @hercules3586
    @hercules3586 3 года назад +2

    আমার জীবনে দেখা একটা সেরা নাটক এটা। তাহসান ভাইয়ের অভিনয়ে গল্পটা যেন আরো বেশি জীবন্ত মনে হল।

  • @rafsanahmeayn9279
    @rafsanahmeayn9279 6 лет назад +3

    Bolar kichu nai- bolar vasha hariye felechi😍😍.... Osthir hoiche natok ta😙😙 eii rokom natok aro chai tahsan vaiya😍

  • @faysalahmed9083
    @faysalahmed9083 4 года назад +2

    সাবিলা নুর অভিনয় স্পষ্ট, সুন্দর বিউটিফুল প্রশংসনীয় যা কিছু আছে সব। আমার খুব ভালো লাগে তাকে আই লাভ ইউ

  • @konikasiddiki7312
    @konikasiddiki7312 6 лет назад +196

    তাহসানের সেই লেভেলের ফ্যান গুলো লাইক দিয়ে দাও...😙👌👌 তাহসানের আমি সেই রকম ফ্যান...😙 তাহাড়া সাবিলা নুর তো আছেই,,,😍😙 সাবিলা ❤ তাহসান সেই রকম জুটি,,,,❤😙👌👌👌👌

    • @rabbyhasan8331
      @rabbyhasan8331 6 лет назад +1

      Ai natok ta valo na. Shudu shabila ka Dakta sundor lagca ai Ar ki. Tahsan akta vul dharona nia agaica

    • @shahidulislam-xl6dw
      @shahidulislam-xl6dw 6 лет назад

      amar kace tashaner sobceye baje natok etai mone hoiyece...karon or sob gola natok e motamoti dekce....

    • @MdKalam-xv3yr
      @MdKalam-xv3yr 6 лет назад

      ei hlw konika tumi dekhi sob jaygay cmnt koro good

    • @arifahmedjr3629
      @arifahmedjr3629 6 лет назад

      একদিকে কিউট ছেলে তাহসান আর প্রচন্ড রাগি আর মেজাজি সাবিলা। তবে এ নাটকে সাবিলার চরিত্রটা তাহসানের সদৃশ.....ভাল লাগলো......

    • @tanjintaniya5310
      @tanjintaniya5310 6 лет назад +1

      Great capabaz

  • @s.m.palash5169
    @s.m.palash5169 5 лет назад +1

    সকল মা বাবা চায় তাদের সন্তানকে সঠিক পথেটা দেখাতে। সন্তানদের স্রেন্হ ভাভালবাসা পরিপূর্ণ করে রাখতে।কিন্তু অনেক সন্তান আছে কখনো মা বাবার ভালো লাগা ভালবাসা কখনো বুঝতে পারে না। কিন্তুু তাসান ভাই এই গল্পটা মা বাবার ভালবাসা তুলে ধরছেন।।
    ধন্যবাদ ভাই এমন নাটক উপহার দেওয়ার জন্য খুব ভালো লেগেছে

  • @mitrabiswas5479
    @mitrabiswas5479 4 года назад +3

    খুব ভালো লাগলো। অনেক দিন মনে থাকবে। ধন্যবাদ।

  • @tradingoops9431
    @tradingoops9431 16 дней назад

    wow!! Osadharn background music with favorite Tahsan & Sabila Nur!!

  • @nawarzannah2314
    @nawarzannah2314 6 лет назад +4

    Sabilar sathe tahsanke onk manieche.😍😍mashallah.

  • @shagorislam5323
    @shagorislam5323 4 года назад

    অনেক অনেক সুন্দর কাহিনী,,অনেক ভালো লাগলো,,,ভালবাসা কখনো খারাপ হতে পারে না,,খারাপ বানিয়ে দেই পাশের মানুষ গুলো,,,অসাধারণ নাকট,,,i love it

  • @Fazley1983
    @Fazley1983 6 лет назад +9

    Tahsan and Sabila looks extremely impressive together...Hope they will act more drama and we will get more romantic story....

  • @headmaster6328
    @headmaster6328 3 года назад

    অদ্ভুত চিন্তাধারার নাটক।খুব ভালো লাগলো।আপনারা কবিগুরুর ছোটগল্প অবলম্বনে নাটক পরিবেশন করলে কৃতজ্ঞ থাকবো।এমনি আপনাদের সূক্ষ্ম চিন্তাধারা।খুব ভালো পরিচালনা সাগর বাবুর।অভিনয় তো দুর্দান্ত সকলের। তাহসান খুব ফেভারিট আমার।এপার বাংলার মঞ্জু চ্যাটার্জী।আমার দিনরাত কাটে আপনাদের নাটক দেখে।সকলে ভালো থাকবেন।❤️❤️❤️❤️

  • @mushkankhan7764
    @mushkankhan7764 6 лет назад +3

    khub sundor akta notun dhoroner natok dekhlam. Tahsan to akebarei fatafati vabe fire aseche natoke. Darun lagche dekte.

  • @mohammadamithasan5466
    @mohammadamithasan5466 6 лет назад +1

    kharap na beeeeeeeesssssssh vlo lagse ,,,,,,,,,,,,,,,, welcome back tahsan vaiya ............. Amra chay apni aro daron daron natok amader opuhar diben .................

  • @riponahmed3695
    @riponahmed3695 6 лет назад +3

    কিছু কিছু ভালো লাগা অনাবাদ্য থেকে যায় -------অসাধারণ নাটক

  • @farjanashathi4805
    @farjanashathi4805 6 лет назад +2

    মায়ের প্রতি একজন সন্তানের ভালবাসা দেখে চোখে পানি চলে এল।

  • @kazimdhabiburrahmanetdp6546
    @kazimdhabiburrahmanetdp6546 6 лет назад +99

    তাহসান ভাই আছে তো......
    আর কোন কথাই নেই.....
    অসাধারণ না হয়ে পারেই না....
    আর বহুদিন পর বহু অপেক্ষার পর তাহসানের নাটকের মিললো দেখা????

  • @keyasaha7187
    @keyasaha7187 4 года назад +1

    Tahsan k amar khub bhalo lage onar obhinoy ami montro mukdho hoya dekhi ,sudhu onar obhinoy dekhar jonno ak e natok bar bar dekhi, ami Kolkata a thaki tobuo Tahsan Bhai ar ondho bhoktto

  • @sabbirahamed3192
    @sabbirahamed3192 6 лет назад +41

    টিভিতে দেখেছি,,এখন আবার দেখছি,খুব ভাল লাগছে নাটকটা তাহসান ভাইকে দারুন লাগে,,,আরও নাটক চাই,,,নাটক অপেক্ষায় রইলাম,,

    • @md.shawkatali3111
      @md.shawkatali3111 6 лет назад

      এই রকম ফাউল গপ্ল ও ভাল?

  • @BANI1010
    @BANI1010 6 лет назад

    কথা রেখে ছিলাম ,অসাধারণ সুন্দর একটি ছবি। খুব ভালো লাগলো। ধন্যবাদ পরিচালককে এবং অভিনেতাদের।

  • @fchowd5866
    @fchowd5866 6 лет назад +7

    Oh! Tahsan, thank you for this awesome natok! You are always great of choosing the correct themes for your roles. Thanks again for coming back with an beautiful and realistic story of life.Nabila is my favorite too. She is cute, unpredictable and full of life- with all of these qualities has given her the streath to become an extraordinary actress.

  • @hridoykarim4814
    @hridoykarim4814 6 лет назад +1

    যদিও বাংলাদেশের পেক্ষাপটে সম্ভব কিনা জানি না তুবও নাটক টা অনেক ভালো লাগছে....
    বেঁচে থাক ভালোবাসা

  • @Mrinalini_by_mallika
    @Mrinalini_by_mallika 5 лет назад +3

    খুব সুন্দর লাগলো নাটক টা 💓💓

  • @rinkuchatterjee8352
    @rinkuchatterjee8352 4 года назад

    Khub sundar golpo. Pratek santaner uchit tarbaba o maa ke khusite rakhbar. Mr. Tashan khan apnar abhinoy asadharan.

  • @MdAlamin-qe4mk
    @MdAlamin-qe4mk 4 года назад +3

    সাবিলা নূর কে ভালোবাসেন যারা লাইক দিবেন তারা।😍😍😍

  • @hasantareq4947
    @hasantareq4947 3 года назад +1

    অনেক দিন পর নিজের অঞ্চলের আঞ্চলিক ভাষার নাটক দেখলাম।। পরিচালক স্যার কে ধন্যবাদ।।

  • @TSLORTHY
    @TSLORTHY 6 лет назад +5

    অন্যরকম একটা গল্প। ভালো লাগলো...:)

  • @wadudaramjankona753
    @wadudaramjankona753 3 года назад

    Wow...osomvob sundor natok...khub Valo Laglo ...😍😍😍 All the best #Tahsan & #sabila nur

  • @ArifHossain-dd1do
    @ArifHossain-dd1do 5 лет назад +3

    তাহসান এর নাটক আরো বেশি বেশি চাই।

  • @nurunnabi672
    @nurunnabi672 6 лет назад +1

    অসাধারণ ছিলো।গল্পের ভিন্নতার কারনে নাটকটি ভালো হয়েছে।

  • @babusan3534
    @babusan3534 6 лет назад +12

    গানের বাজনাটা সেই ছিলো,
    অনিকেত প্রান্তর ওয়াও
    তাহসান ভাই ইজ বেস্ট
    সাবিলা নুর এর একটিঙ
    ভালো ছিলো!!

  • @md.faysalbhuyanhemal2725
    @md.faysalbhuyanhemal2725 6 лет назад +1

    আস্সালামু আলাইকুম ,নাটকটা অনেক ভালো ,ভালো বলবনা বলবো অসাধারণ । তবে আমাদের উওচিৎ এই নাটক এর মতো আমাদের কাছের মানুষদের এভাবে সবসময় কাছে থাকা। যেমন মা তার সন্তানরা জন্য , ভাই বোনেরা জন্য ,বাবা মার্ জন্য , বন্দু বন্দু জন্য , মানুষ মানুষ জন্য ইত্যাদি তাহলেই আমরা হাসি মুখে সবই বাঁচতে পারবো ।

  • @mohammadal-amin7125
    @mohammadal-amin7125 6 лет назад +13

    tashan best actor.love you...countinu koro bro....aro natok daktay cai....

  • @zummanbd2479
    @zummanbd2479 6 лет назад +2

    নাটক টা,,, অনেক ভালো লাগলো
    ,,,, সাবিলা নুরের ,,, কথা গুলো,,, অনেক,,,,, ভালো লাগলো,,,,

  • @DHAMRAIEXPRESS
    @DHAMRAIEXPRESS 6 лет назад +8

    নাটকটি অসাম
    তাহসান মানেই নতুন কিছু

  • @geetasreemajumder7510
    @geetasreemajumder7510 2 месяца назад

    Darun sundar khub vaalo laglo darun ovinoy onekdin age dekhechi abar dekhlam ❤❤❤❤❤❤

  • @arindamkrmondal6031
    @arindamkrmondal6031 6 лет назад +4

    সাগর জাহানের অন্যান্য কাহিনীর থেকে এটা অনেক আলাদা ছিল এবং কাহিনীটা আধুনিক ও সুন্দর। সকলেই খুব সুন্দর অভিনয় করেছেন। ভালো লেগেছে।

  • @firozhasan7767
    @firozhasan7767 4 года назад

    তাহসান আপনাকে যতো দেখছি ততই মুগ্ধ হচ্ছি।আপনার এতো প্রতিভা!প্রতিটা চরিত্রে আপনি অসাম।আমার খুব ভালো লাগে।

  • @shahidmiah7014
    @shahidmiah7014 6 лет назад +8

    excellent performance great scripts
    thanks all the team
    London

  • @parvinsultana7697
    @parvinsultana7697 6 лет назад

    Darun hoacha....onno rokom story Tahsan ka onnnk din por dakha galo.khub valo hoacha

  • @mirajalrashed4900
    @mirajalrashed4900 6 лет назад +6

    ভালবাসা,,,
    তাহসান ভাইয়্যা আপনার জন্য,, এত্ত গুলো 💕💕💕💕❤💓💖💙

  • @jinualam3811
    @jinualam3811 4 года назад

    অসাধারণ।সত্যি নাটকটি অসাধারণ ভালো লেগেছে। এমন সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @mizanrahman749
    @mizanrahman749 6 лет назад +23

    30:18 Manush Joto Boro Hoy,Aste Aste Totoi 1ka Hoy.. That's True........🤔🤔🤔🤔😮😮😮😮😮😮😪

  • @sumanchakroborty1314
    @sumanchakroborty1314 4 года назад

    Darun sundor ekti natok upohar deuar jonnya dhanyabad..satti ekakitto boro voyanok eta nijeke diye khub valo vave anuvob korte pari.

  • @manikmolla7381
    @manikmolla7381 6 лет назад +3

    Bakhtiar vai ER Flute cover ta ei natoke r o valo korese...♥♥

  • @hridoymahmud4378
    @hridoymahmud4378 6 лет назад +4

    সত্যি অসাধারণ ।।।।। বস ইজ বস
    💘💘💘💘💘👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @ashekferdous2567
    @ashekferdous2567 4 года назад

    Khub e sundor. Mon jure jaoar moto golpo ar Sathe Artcell er Oniket Prantor. Khubi abeg ghono Ekta somoy katlo.....

  • @sandippiplai8365
    @sandippiplai8365 6 лет назад +6

    অপূর্ব সুন্দর একটি নাটক ....সত্যি মা এর মতো কেউ হয়না মার চরণে সর্গ .....মা ঈশ্বর ,মা ই জীবন ....

  • @ShampaDas-if7nt
    @ShampaDas-if7nt Год назад

    খুব সুন্দর নাটক নতুন চিন্তাধারা দেখে অভিভূত হলাম

  • @santusung
    @santusung 5 лет назад +19

    ২০১৯ এ কে দেখছেন,? সারা, হাত, লাইক কিছুই চাইনা, 😋😎😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @mdjowel7944
    @mdjowel7944 2 года назад +1

    নাটকটা খুব সুন্দর। আমার খুব। আমার ভালো লেগেছে।।।। ❣️❣️❣️❣️

  • @hammedujjal2017
    @hammedujjal2017 6 лет назад +3

    ডাইরির পাতা ছিরে ফেলে দেওয়া যাই,,,, কিন্তু মনের ডাইরির পাতাই লেখা সপ্ন গুলো ছিরে ফেলে দেওয়া যাই না

  • @Ni-An
    @Ni-An 6 лет назад +1

    সুন্দর গল্প ধন্যবাদ সাগর জাহান.
    ধন্যবাদ তাহসান এবং সাবিনা নুর

  • @aparupachakraborty1615
    @aparupachakraborty1615 6 лет назад +3

    😍😍😍😍😍from india ..asadharan natok❤

  • @alhaz99
    @alhaz99 6 лет назад +1

    সব কিছু মিলিয়ে অসাধারণ😍😍😍😍😍😍😍

  • @shibbirahmedshibbirahmed8010
    @shibbirahmedshibbirahmed8010 6 лет назад +14

    মনটা বরে গেল জয় হোক বাংলা নাটকের।

  • @ariyanmahmudmohi4211
    @ariyanmahmudmohi4211 6 лет назад

    নাটকটি অসাধারণ এই কারণে যে, আমরা সব সময় আমাদেরকে নিয়ে শুধু চিন্তা করি, শুধু আমাদের প্রেম আমাদের ভালোবাসা এসব নিয়ে শুধু ব্যস্ত থাকি, আমরা কখনো জানতে চাই না, যে আমাদের মা বাবা তারা কি চায়, তাদের হাসিই তাদের খুশির কথা আমরা মোটেও চিন্তা করি না, তাদের বিষয়ে আমরা গভীরভাবে ভাবিনা, এতদিন ভাবতাম সাগর জাহান সব সময় কমেডি ধাঁচের নাটক করে, তার এই নাটকটি একটু ভিন্ন ট্রাকের, গতানুগতিকতার বাইরে একটু ভিন্ন গল্পের, তার মেধার প্রশংসা করতেই হয়, এত সুন্দর একটি গল্প নির্বাচন করার জন্য, এবং পরিচালনা করার জন্য, ধন্যবাদ সাগর জাহান কে, ধন্যবাদ নাটক সংশ্লিষ্ট সবাইকে ।

  • @mdnazim3995
    @mdnazim3995 6 лет назад +3

    তাহাচান ভাইয়ের নাটক দেখতে সব সময় অপেক্ষা করি

  • @sujoysarker4555
    @sujoysarker4555 4 года назад

    বর্তমানে নাটক গুলো কেন জানি মন ছুয়ে যায়না
    কিন্তু জানিনা কেন এই নাটক টা খুব ভাল লেগেছিলো।
    জাস্ট ভাল লেগেছিলো।

  • @n.amamun7463
    @n.amamun7463 6 лет назад +5

    Eke e bole juggo sontan
    Love you maa
    Love you Tahsan boss
    great natok

  • @iqbalhasan9765
    @iqbalhasan9765 5 лет назад

    Sagor Jahan poricalito natoker moddhe eta sera chilo.....mon chuye deyar moto ekta golpo...shukno cokhee bristi asbei....r oboshese valobasa namok jibonto ei shobdotar proti roilo ojosro sroddha r ek buk valobasa....bece thakuk prokrito valobasa...bece thakuk valobasar golpo gulo omoooolin hye,,,,omooor hye amader majhe
    Backround music ta o sei chiloooo

  • @mohsinakabir9571
    @mohsinakabir9571 6 лет назад +3

    Such a soothing end...luv the story behind and of course tahsan didn't to impress as usal!!!

  • @shohelsheikh6536
    @shohelsheikh6536 4 года назад +1

    হারানো দিন গুলি ফিরে আসুক.....
    😍 সেইজ... লাভ ইউ... 😍

  • @morshedfaruk4109
    @morshedfaruk4109 6 лет назад +16

    তাহসান ভাইয়া মানেই অন্য রকম কিছু

  • @nahilhasan8569
    @nahilhasan8569 3 года назад +1

    নাটকটির আবহসঙ্গীত হৃদয় ছুঁয়েছে।

  • @sumanbiswassuman4642
    @sumanbiswassuman4642 6 лет назад +8

    splendid drama..specially heart touching the music....extraordinary

    • @mamunmamun7026
      @mamunmamun7026 6 лет назад +1

      তাহাছানের নাটক আমার খুবই ভাল

    • @shovabarkatullah8044
      @shovabarkatullah8044 4 года назад

      Song name??? Or music name???

  • @mdselimsky8700
    @mdselimsky8700 6 лет назад +2

    Wow tu boltei hobe.. R onek din por Romance e bor pur 1 ta natok deklam...❤❤❤

  • @mdfarhan1940
    @mdfarhan1940 6 лет назад +18

    Natok er tune ta khup valo lagce...
    Artcell er oniket pantor gaan tar moto...❤👍

    • @mdfarhan1940
      @mdfarhan1940 6 лет назад

      Hmm ami jeta vabci setai..👌👌

    • @mdfarhan1940
      @mdfarhan1940 6 лет назад

      Ji ami bujte parci aniket pantor...Jai hok tune ta joss...❤❤👍👍

    • @shovabarkatullah8044
      @shovabarkatullah8044 4 года назад

      Tune tar kuno name asa???

    • @mdfarhan1940
      @mdfarhan1940 4 года назад

      @@shovabarkatullah8044 flute tune
      oneiket pantor cover...boktiyar likhe search den ...tahole paben

    • @shovabarkatullah8044
      @shovabarkatullah8044 4 года назад

      @@mdfarhan1940 thank u