আমরা শেরপা হোম স্টে র ছাদ থেকে অসাধারণ সূর্যোদয় ও কাঞ্চন জঙ্ঘায় তার সোনার আলো ছড়িয়ে পরার দৃশ্য উপভোগ করেছি দুদিন মন ভরে। তবে সূর্যাস্ত দেখেছি ভিউ পয়েন্ট থেকে। টুমলিং এ ছিলাম শিখর লজ এ। অসাধারণ দৃশ্য ও ব্যবস্থা। তবে স্লিপিং বুদ্ধ দেখতে গেলে সামনের রাস্তায় যেতে হবে।
খুব ভালো লাগলো, এবার এই রুটটা ঘোরার ইচ্ছে আছে, জানতে চাইছিলাম যে, তমলু বা টুমলিংয়ে নিজের টেন্ট লাগিয়ে থাকার অনুমতি আছে কি না, বা ধোত্রে থেকে তমলু যাওয়ার পথে এমন কোনো স্থান রয়েছে কি না যেখানে টেন্ট লাগানো যায়, একাই ঘুরি, হোটেল বা হোমস্টেতে থাকার খরচটা আমার পক্ষে একটু বেশি হয়ে যাবে
@@amitagure6711 টুমলিং থেকে মানেভঞ্জন শেয়ার গাড়িতে এসে তারপর ওখান থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ি পাওয়া যাবে। তবে এর টাইমিং কি বা পাওয়া যাবেই কিনা সেটা আমি সঠিক জানি না। খুব ভালো হয় আপনি যদি হোমস্টেতে ফোন করে জেনে নেন। ওরা সঠিক পরামর্শ দিতে পারবে।
মাউন্টেন ভিউ রুম আছে। সূর্যোদয়ের খুবই সুন্দর দৃশ্য দেখা যায়। কিন্তু আমরা যেই রুমে ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। অন্য কোনো রুম থেকে দেখা যায় বলেও মনে হয় না।
Informative. বিশেষ করে description Box টা।❤
ধন্যবাদ। ❤️
আমরা শেরপা হোম স্টে র ছাদ থেকে অসাধারণ সূর্যোদয় ও কাঞ্চন জঙ্ঘায় তার সোনার আলো ছড়িয়ে পরার দৃশ্য উপভোগ করেছি দুদিন মন ভরে। তবে সূর্যাস্ত দেখেছি ভিউ পয়েন্ট থেকে। টুমলিং এ ছিলাম শিখর লজ এ। অসাধারণ দৃশ্য ও ব্যবস্থা। তবে স্লিপিং বুদ্ধ দেখতে গেলে সামনের রাস্তায় যেতে হবে।
অনেক পাহাড়ে গেছি। কিন্তু সত্যি এই ট্রিপে যেই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি তেমনটা কখনো পাইনি। ❤️
Kub sundae hoyacha .kub valo laglo
Khub vlo laglo apnader vlog ta. It's very informative. Apnader dekhe amader o jawar utsaho h66e.👍👍👍
অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট আমাদের আরো উৎসাহিত করে। এইভাবেই পাশে থাকবেন। ❤️
Dawa home stay....... টুমলিং ফটক কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আছে
Sob sese sue thaka just like kanchanjangha photo tir jonno khub haslam valo laglo video ti dekhe mon khusi hoe galo
অনেক ধন্যবাদ। ফটোটা তুলে আমরাও খুব হেসেছিলাম। 😊
Khub sundor....
Blog ta bhalo hoeche..
Nice
D
Excellent
😇
youtube.com/@Duniyasp?sub_confirmation=1
Valo hyeche.. Carry on. 👌
Apurbo ❤
Darun korecho.. Puro tai akdom composed... Oi ratre view point e jabar "kyarapoka nore otha" theke pherar somoy kar sesh photo session, aar ak rash mon kharap sobkichui nijer bole mone holo... Ujjwal khub sundor bhabe kotha bolo, akdom akta maya ache tomar golaye... ☺😊
Khub bhalo hoeche.... Egulo sara jibon theke jabe, bohu bochor pore nijerao jokhon dekhbe mon ta kamon kore uthbe..
Ar, je purpose e ei vlog ta korle, asha kori bohu manush upokrito hobe.. ❤❤
Thank you. Your words mean a lot to us ❤️❤️
@@ghuri. areh!!! Thank you abar kiser!!! 😡👊
খুব ভালো লাগলো, এবার এই রুটটা ঘোরার ইচ্ছে আছে, জানতে চাইছিলাম যে, তমলু বা টুমলিংয়ে নিজের টেন্ট লাগিয়ে থাকার অনুমতি আছে কি না, বা ধোত্রে থেকে তমলু যাওয়ার পথে এমন কোনো স্থান রয়েছে কি না যেখানে টেন্ট লাগানো যায়, একাই ঘুরি, হোটেল বা হোমস্টেতে থাকার খরচটা আমার পক্ষে একটু বেশি হয়ে যাবে
এই বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই দাদা। তবে টেন্ট ফেলে থাকার মতো জায়গার অভাব নেই এইটুকু বলতে পারি।
@@ghuri. ব্যাস, এতটুকুই যথেষ্ট, উত্তর পেয়ে গেছি, ধন্যবাদ
❤️❤️
Khub shundor film... Hats off to the editor
Darun informative vedio. Dada tumgling thke kivabe njp asbo share car kore ? Venge kivabe asa jay . Plzz bolben.
@@amitagure6711 টুমলিং থেকে মানেভঞ্জন শেয়ার গাড়িতে এসে তারপর ওখান থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ি পাওয়া যাবে। তবে এর টাইমিং কি বা পাওয়া যাবেই কিনা সেটা আমি সঠিক জানি না। খুব ভালো হয় আপনি যদি হোমস্টেতে ফোন করে জেনে নেন। ওরা সঠিক পরামর্শ দিতে পারবে।
@@ghuri. Thank u 😊.
👌👌👌🥰
আবার হবে (এপ্রিল 2023)❤️
Sidhartha lodge te view room ache
মাউন্টেন ভিউ রুম আছে। সূর্যোদয়ের খুবই সুন্দর দৃশ্য দেখা যায়। কিন্তু আমরা যেই রুমে ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। অন্য কোনো রুম থেকে দেখা যায় বলেও মনে হয় না।
Siddatha lodge Kanchanjangha view room aache
সিদ্ধার্থ লজে আছে। বাকি গুলো বলতে পারছি না।
Okhane oo aache
Oi lodge a chad theke Everest o dekha jay
Nice 👌
Khub sundor ❤️🔥
youtube.com/@Duniyasp?sub_confirmation=1
Kon month r photo eta?
জানুয়ারীর প্রথম সপ্তাহ। অক্টোবরের পরে যাওয়ার চেষ্টা করুন। তখন আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা।
Porter pey jabo? Trek e?
@@jyotishmotisarkar4712 হ্যাঁ। যেই এজেন্সীর সাথে যাবেন। ওদের বললে ওরাই অর্র্যাঞ্জমেন্ট করে দেবে। পার ব্যাগ ৩০০ টাকা নিয়েছিলো আমাদের সময়।
গাইড র mob no টা দেবেন।
গাইডের মোবাইল নাম্বার নেই। টংলু / টুমলিং যাওয়ার গাইড নিয়ে এত ভাববেন না। হোমস্টে ঠিক করে দেবে।