সাত পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন পর্ব-২
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- @MofsonaVoice শায়খ আহমাদুল্লাহর সর্বশেষ ভিডিও- • গীবত একটি কবিরা গুনাহ #shortvideo #sh... নোমান আলী খানের সর্বশেষ ভিডিও- • পাড়ার প্রতিবেশীদের নিয়ে বিদ্রুপ৷ কর... শায়খ ওমর সোলায়মানের সর্বশেষ ভিডিও- • জিব্রাইল আ: এর মৃত্যু@শায়খ ওমর সোলায... মাওলানা শাহাদাত হোসেন বারীর সর্বশেষ ভিডিও- • নবীজি সা: কে আঘাত করতে গিয়ে আবুজেহেল... মিজানুর রহমান আজহারীর সর্বশেষ ভিডিও- • সুরা ইয়াসিন এর তাফসীর মিজানুর রহমান ... আব্দুর রাজ্জাক এর সর্বশেষ ভিডিও- • গৃহীত সিদ্ধান্তের ভালো-মন্দ আল্লাহর হ... • গীবত একটি কবিরা গুনাহ ... • গীবত একটি কবিরা গুনাহ #shortvideo #sh... • গীবতের পাঁচটি কাফফারা #shortvideo #sh... • পাড়ার প্রতিবেশীদের নিয়ে বিদ্রুপ৷ কর... • গুনাগার তওবাকারী আল্লাহর কাছে বেশিপ্র... • বিচার দিবসের বর্ণনা #shortvideo #shor... • মৃত্যুর আগে রসূল সা: ও জিব্রাইল আ: এর... • সন্তানের প্রতি পিতা-মাতা এবং পিতামাতা... • কিভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন ... • যখনই শিঙ্গায় ফুঁ দেয়া হবে, তখন আত্মীয়... • ইস্তেখারার নামাজ কতবার পড়া যায় #sho... / @mofsonavoice #আব্দুররাজ্জাকবিনইউসুফ #abdurrazzakbinyousuf #abdurrazzakbinyousufnewwaz • সাত পাপের শাস্তি আল্লা...
#আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ #abdur_razzak_bin_yousuf_waz • গীবত একটি কবিরা গুনাহ ... • গীবত একটি কবিরা গুনাহ ... • খারাপ ভাগ্য কি আল্লাহ ... • সুরা ইয়াসিন এর তাফসীর... • মোহরানা পরিশোধ না করার... • হিংসার এন্টিবায়োটিক #... কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে, মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক-মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সেদিন দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে।আল্লাহ তায়ালা আরো বলেন, ‘তারপর যখনই শিঙ্গায় ফুঁ দেয়া হবে, তখন তাদের মধ্যে আর কোন আত্মীয়তা বা সম্পর্ক থাকবেনা এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে। আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমনসব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল’। (সূরা মুমিনূন, ১০১-১০৩)সেদিন আমলনামা উন্মুক্ত করা হবে। কেউ সেই আমলনামা গ্রহণ করবে ডান হাতে, কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে। যেমন আল্লাহ তায়ালা বলেন,‘প্রত্যেক মানুষের ভালমন্দ কাজের আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দিবো এবং কিয়ামতের দিন তার জন্য বের করবো একটি কিতাব, যাকে সে খোলা আকারে পাবে। বলা হবে, পড়ো নিজের আমলনামা নিজেই। আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট’। (সূরা বানী ইসরাঈল, ১৩-১৪)আল্লাহ তায়ালা সমস্ত সৃষ্টির হিসাব নিবেন। তিনি তার মুমিন বান্দার সাথে নিবৃত্তে মিলিত হবেন এবং বান্দাকে পাপরাশির কথা স্মরণ করিয়ে দিবেন। যেমন এ বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে।বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমার (রা.) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,‘আল্লাহ তায়ালা মুমিনকে নিকটবর্তী করে তার উপর স্বীয় (সম্মানের) পর্দা স্থাপন করে তাকে মানুষ থেকে আড়াল করবেন এবং তাকে দিয়েই তার গুনাহসমূহের স্বীকারোক্তি আদায় করবেন। আল্লাহ তাকে বলবেন, তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো? তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো? তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো? - Развлечения