যতো শুনছি শারমিন সাথীকে ততই বিমুগ্ধ হচ্ছি । শুধু কি শুনছি, তাঁর গান গায়কি ও গানের কথার স্পষ্ট পবিত্র উচ্চারণে ও স্বর-সুরের দানাগুলির অবাধ লীলাখেলাবৈচিত্র্যে কবি নজ়রুলকেই নবনবভাবে অনুভব করছি । ধন্য বেটি !! হাজ়ার সেলাম !!!
শিল্পী সুমধুর কন্ঠ নজরুল সঙ্গীত কে আরো সুন্দর থেকে সুন্দরতম করে তুলেছে। অসাধারণ শিল্পী সুমধুর কন্ঠ মানুষের হৃদয় কে স্পর্শ করে। ধন্য হোক শিল্পের শিল্প সাধনা। জীবন যেন সুখে থাকি আল্লাহর কাছে এই কামনা করি।
অসাধারণ কন্ঠে শৈল্পিক পরিচিত এক অনন্য অসাধারণ পরিবেশন করেছেন অপূর্ব সুন্দর একটা পরিবেশন বলার জন্যভাষা নেই শিল্পী হিসেবে অসাধারণ অতুলনীয় উদাহরণ হিসেবে গানের জগতে থেকে যাবে শ্রেষ্ঠ আসনে মনোরঞ্জন সরেন (দুবাই প্রবাসী বর্তমানে) ঝাড়গ্রাম জেলা পশ্চিম বাংলা ভারত দুবাই থেকে
Kazi Nazrul Islam was an embodiment of Indian ethos of secularism which demands equal respect for all religions. He was a severe critic of fanatic mullas and purohits. Modern Bangladesh needs to follow their national poet in true spirit. Ms Sharmin Sathi Islam has sung these songs with spontaneity and sincerity, deserving high appreciation.
Sharmin must have practiced classical songs from a very tender age that's why she has a tremendous control over her voice....her pronunciation of each and every word is also very articulate....listened to the album and got bemused....Bangladeshi singers usually sing very skillfully with subtlety.
কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।। সে সাথে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে সাতাশ তারার সতিন সাথে সে যে ঘুরে মরে কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।। কাজল করি যারে রাখি গো আঁখি পাতে , স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে । বুকে তায় মালা করি রাখিলে যায় সে চুরি বাধিলে বলয় সাথে মালয়ায় যায় সে উড়ি কি দিয়ে সে উদাসীর মন মোহি । (মিশ্র বেহাগ খাম্বাজ দাদরা )
আহা হা। অপূর্ব সুন্দর গায়কী
কালজয়ী গানের সুর মধুর অনুপম নিবেদন আবেশিত করলো প্রাণ মন ।
সুললিত কণ্ঠে সুন্দর গান শুনে বারবার মুগ্ধ হতে হয়।বাইরে যন্ত্রণার উপশম ঘটায় এমন গান।
Just amazing singer....lovely voice ❤.
SO UNIQUE AND SO BEAUTIFUL VOICE. SOO COOL.
Sharmin Shathe madamer onek shundar Nazrul geety poribeshona. Many many thanks.
খুব মিষ্টি কন্ঠস্বর। সুন্দর পরিবেশনা। মন ছুঁয়ে গেল।
যতো শুনছি শারমিন সাথীকে ততই বিমুগ্ধ হচ্ছি । শুধু কি শুনছি, তাঁর গান গায়কি ও গানের কথার স্পষ্ট পবিত্র উচ্চারণে ও স্বর-সুরের দানাগুলির অবাধ লীলাখেলাবৈচিত্র্যে কবি নজ়রুলকেই নবনবভাবে অনুভব করছি । ধন্য বেটি !! হাজ়ার সেলাম !!!
আপনার গান শুনে আমি এতটা মুগ্ধ যে প্রতিদিন আপনার গান শুনতে হয়। আপনার গাওয়া পদাবলীগুলো শতেকবার শুনেছি।
যতই শুনছি ততই বিমোহিত হয়ে পড়ছি। সুন্দর গায়কী, আবেস ছড়িয়ে দেয়।
অসাধারণ সুন্দর গানের প্রকাশ। ধন্যবাদ।
অসাধারণ অনন্য।।।
আমি কান পেতে রইলাম ❤❤
অভিনন্দন শিল্পী সশারমিন সাথী। আপনার গানে নজরুল সঙ্গীতের মর্মের সুরটি সুন্দর ধরা পড়েছে এইসব পরিবেশনায়।
কতোজে সাবধানতার ফল এক একটি গান।কি বলবো আনেক ছোট জে আমি।কেবল উপলব্দি কোরতে পারি।।শুভকামনা রইলো 🙏
মুগ্ধতা, মুগ্ধতা, মুগ্ধতা...
Bhalo laglo
Excellent singing and very sweet voice!
God bless you!
I pray to the God for your long life!
অসাধারণ।
অসাধারণ কণ্ঠ। মনটা ভীষণ ভাবে মুগ্ধ হয়ে গেলো। চমৎকার।
কাজী নজরুল ইসলামের গান শিল্পী শারমিন সাথী খুব অসাধারণ গেয়েছেন, ধন্যবাদ আপনাকে হৃদয় শীতল হয়ে গেল প্রভাতের গান
KHUB SUNDAR
যতই শুনছি ততই বিমোহিত হয়ে পড়ছি।
শারমিন সাথী ইসলাম_ নজরুল সঙ্গীতের ভাবটি কি সুন্দর প্রকাশ করেন!
How sweet and powerful voice! That touch my heart .thank you.
Album ta just wow ❤️ shuvo kamona apnar jonno.
অসাধারণ গায়কী
অনবদ্য। অসাধারণ।
সৃজন চন্দে আনন্দে নাচো নটরাজ , কালো মেয়ের পায়ের তলায়। এই গান দুটি অসাধারন।
Excellent, unique vocal speciality and heart touching.
I realize Im quite off topic but does anyone know a good website to watch new movies online?
@Milo Kenneth flixportal :D
@Emmitt Kyrie thanks, I went there and it seems like a nice service :D Appreciate it !!
@Milo Kenneth happy to help :D
Mon chhuye gelo medam
ময়না আপার গান, আহা প্রাণ জুড়িয়ে যায়।
শিল্পী সুমধুর কন্ঠ নজরুল সঙ্গীত কে আরো সুন্দর থেকে সুন্দরতম করে তুলেছে। অসাধারণ শিল্পী সুমধুর কন্ঠ মানুষের হৃদয় কে স্পর্শ করে। ধন্য হোক শিল্পের শিল্প সাধনা। জীবন যেন সুখে থাকি আল্লাহর কাছে এই কামনা করি।
Nazrul songs of female singers of Bangladesh are heart touching.
nice song
অসাধারণ কন্ঠে শৈল্পিক পরিচিত এক অনন্য অসাধারণ পরিবেশন করেছেন অপূর্ব সুন্দর একটা পরিবেশন বলার জন্যভাষা নেই শিল্পী হিসেবে অসাধারণ অতুলনীয় উদাহরণ হিসেবে গানের জগতে থেকে যাবে শ্রেষ্ঠ আসনে
মনোরঞ্জন সরেন (দুবাই প্রবাসী বর্তমানে)
ঝাড়গ্রাম জেলা
পশ্চিম বাংলা
ভারত
দুবাই থেকে
❤ 🌹
❤
অনেক ভালো লাগলো, শুভ কামনা রইল ❤️
Shunlam ar mugdhha holam.
অপূর্ব ..অন্তরে ছোঁয়া দিয়ে যায়।
Mugdhotae bhore jae mon onar konthe Nojruler gan shunle.
Very nice gato ki,nice voice.
Ata sundar gan ata sundar gaya kinu majha atvataeg diban na ganar sasa din dhannabad
Kazi Nazrul Islam was an embodiment of Indian ethos of secularism which demands equal respect for all religions. He was a severe critic of fanatic mullas and purohits. Modern Bangladesh needs to follow their national poet in true spirit. Ms Sharmin Sathi Islam has sung these songs with spontaneity and sincerity, deserving high appreciation.
আপনার কন্ঠে আমার কান পেতে রয়....
Sharmin must have practiced classical songs from a very tender age that's why she has a tremendous control over her voice....her pronunciation of each and every word is also very articulate....listened to the album and got bemused....Bangladeshi singers usually sing very skillfully with subtlety.
কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি
সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।।
সে সাথে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে
সাতাশ তারার সতিন সাথে সে যে ঘুরে মরে
কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।।
কাজল করি যারে রাখি গো আঁখি পাতে ,
স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে ।
বুকে তায় মালা করি রাখিলে যায় সে চুরি
বাধিলে বলয় সাথে মালয়ায় যায় সে উড়ি
কি দিয়ে সে উদাসীর মন মোহি ।
(মিশ্র বেহাগ খাম্বাজ দাদরা )
নব কিশলয়-রাঙা শয্যা পাতিয়া
বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
আমি একেলা জাগি রজনী
বঁধু, এলো না তো কই সজনী,
বিজনে বসিয়া রচিলাম বৃথা
বনফুল দিয়া ব্যজনী।
কৃষ্ণচূড়ার কলিকা অফুট
আমি তুলি আনি' বৃথা রচিনু মুকুট,
মোর হৃদয়ের রাজা এলো না,
আমার হৃদি-সিংহাসন শূন্য রহিল
আমি যাহার লাগিয়া বাসর সাজাই
সে ভাবে মিছে এ খেলনা (সখি)।
সে-যে জীবন লইয়া খেলা করে সখি,
আমি মরণের তীরে ব'সে তা'রে ডাকি
হেসে যায় বঁধু আন্ঘরে
সে-যে জীবন লইয়া খেলা করে।
সে-যে পাষাণের মূরতি বৃথা পূজা-আরতি
নিবেদন করি তার পায়:
সাধে কি গো বলে সবে পাষাণ গলেছে কবে?
তবু মন পাষাণেই ধায় (সখি রে)।
আমি এবার মরিয়া পুরুষ হইব, বঁধু হবে কুলবালা
দিয়ে তারে ব্যথা যাব যথাতথা বুঝিবে সেদিন কালা,
বিরহিনীর কী যে জ্বালা তখনি বুঝিবে কালা।
দিয়ে তারে ব্যথা যাব যথাতথা বুঝিবে সেদিন কালা॥
beautiful voice of Sharmin Sathi... Much love
Apurba.gaokidhang.apurba.
Sokal belar sur.... Apurpbo
আপনার তুলনা কেবল আপনিই।
অসাধারন, অপূর্ব,অন্তর ছুয়ে গেল
ধরে ধরে জোর
এই শিল্পী কি বাংলাদেশী অনেক ভাল গানের গলা
Khub Bhalo Bolle Kom Bola Hoy,
Ananyo-Sadharan Shilpee Bola Jaay. 🙏
আপনাকে কেন চিনলাম না!এত ভাল ও হতে পারে !
mm
'চেয়োনা সুনয়না'- এর এই সুরটা আগে কখনো শুনিনি। এটা কি ভিন্ন সুর নাকি শিল্পীর ইম্প্রোভাইজেশন?
ওটা ঠুমরী সুরে গাওয়া।
খুবই অসাধারণ
Khub sundor