অনলাইনে রিটার্ন সাবমিটের পর যে কাজ গুলো না করলে বিপদে পড়তে পারেন ।After eReturn Submitted 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • অনলাইনে রিটার্ন সাবমিটের পর যে কাজ গুলো না করলে বিপদে পড়তে পারেন ।After eReturn Submitted 2024
    জিরো রিটার্ন দেওয়ার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারেন • Online Zero Return Sub...
    রিটার্ন সাবমিট করার পর আয়কর বিভাগ থেকে একটি প্রাপ্তি রসিদ ইস্যু করা হয়। এই রসিদটি প্রিন্ট করে অথবা ডিজিটাল কপি হিসেবে সংরক্ষণ করে রাখা উচিত। এটি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে যদি আয়কর অফিস থেকে কোনও প্রমাণ চাওয়া হয়।
    অনলাইনে রিটার্ন সাবমিট করার পর সেটি সফলভাবে জমা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। এর জন্য আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে রিটার্ন স্টেটাস চেক করতে পারেন। কিছু সময় সার্ভার সমস্যা বা নেটওয়ার্ক ইস্যুর কারণে রিটার্ন সাবমিট ঠিকমতো সম্পন্ন নাও হতে পারে।
    রিটার্নের হার্ড কপি বা সফট কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখুন। পরবর্তী বছর বা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে এটি প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।
    এই বিষয়গুলো মাথায় রাখলে এবং নিয়মিত ফলোআপ করলে অনলাইনে রিটার্ন সাবমিটের পর কোন সমস্যায় পড়তে হবে না।
    www.facebook.c...

Комментарии •