মা-শা-আল্লাহ, এমন গবেষণামূলক আলোচনা এর আগে খুব কম শুনেছি ,কিছু মানুষ কোরআন গবেষণা করে গোমরাহ হয়, আর কিছু মানুষ হেদায়েত পায় , আল্লাহ্ তায়ালা আপনাকে আরও বেশী জ্ঞান বৃদ্ধি করে দিন ,ইসলামের আলকে বিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন, আমীন ❤❤❤
আল্লাহর কাছ থেকে যত উপহার আমরা পেয়েছি তার মধ্যে ২টা উপহার হচ্ছে সেরা উপহার, ১. চিন্তা করার যে ক্ষমতা। -( এটা আল্লাহর দেয়া একটা শ্রেষ্ঠ উপহার) ২. মস্তিষ্ক ( ব্রেইন )
এক নাস্তিকের ভিডিও তে আপনাকে নিয়ে যখন দেখলাম বাজে মন্তব্য,তখন আরো মনে হলো স্যার আপনি সঠিক পথেই আছেন। আর মন থেকে দোয়া এলো। আল্লাহ স্যার কে তোমার রহমত দিয়ে হেফাযত করুন ।আমিন আমিন আমিন।
Assalamualaikum জাযাকাল্লাহু খইরন স্যার আপনি খুব সুন্দর লেকচার দেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনার একটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে। সেটা হলো, আপনি লেকচার দেয়ার মাঝে মাঝে ইসলামিক কথাও বলেন। যেটা আসলেই খুব ভালো।
আমি যেই ভিডিও টা প্রায় ৩ বছর যাবত খুজতেছি, সেই ভিডিও টা আজকে পেলাম, খুব ভালো লাগলো।আমার চিন্তা ভাবনা ঠিক এরকমই, যেরকমটা আপনি শুরুতে বলেছেন। ধন্যবাদ স্যার।সাজেশন টা খুবই ভালো ছিল।
আসসালামু আলাইকুম। আল্লাহর দেয়া জীবন বিধান মানুষের জন্য কতটুকু উপকারী , সাধারণ মানুষের কাছে এ বিষয়গুলো পরিষ্কার নয়। এক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা পালন করছেন, আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান আরো একধাপ বেড়ে গেছে । জাযাকাল্লাহ খাইরান।
জাজাকাল্লাহ খায়ির,,,অনেক মূল্যবান বক্তব্য শেয়ার করেছেন। অন্তরের অন্তস্থঃতল থেকে আপনার জন্য দোয়া এবং শুভকামনা। সেই সাথে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
#HSC -2022 ব্যাচের #EASY A+( Physics, Chemistry & Biology) প্রোগ্রামের #নতুন ব্যাচ সমূহ #শুরু হয়েছে গত #২৫ May।। #Helpline : 01717-377737 #01315-232000.(10.00 AM -07.00 PM) #বিভিন্ন প্রতিষ্ঠানের #অনলাইন প্রোগ্রাম গুলোতে ভর্তি হওয়া #Students দের অভিজ্ঞতা একেবারেই #হতাশাজনক!!!! #এক্ষেত্রে #Dr.Nabil স্যারের #অনলাইন প্রোগ্রাম গুলোতে ভর্তিকৃত #Students দের অভিজ্ঞতা পুরোপুরি ভিন্ন। #Dr.Nabil স্যারের #Class গুলো করার পর সকল #Students দের একটা কমন #Opinion আমরা লক্ষ্য করেছি যে,#Class যে এতোটা চমকপ্রদ (প্রতিটি #Class বোর্ডে নেওয়া হয় + #Class পরবর্তী #Solution Lecture নেওয়া হয়+ #Live এ #Problem Related Discussion করা হয়) হতে পারে তা #Dr Nabil স্যারের #Class না করলে হয়তো অজান্তেই থেকে যেতো!!! #Dr. NABIL স্যারের #সুপার স্পেশালাইজড্ লেকচার (গতানুগতিক ধারার 2-3 ঘন্টার লেকচারে যতটুকু শেখানো হয় ; এখানকার 20-25 মিনিটের লেকচারে তারচেয়ে ইনশাআল্লাহ অনেক বেশি শেখানো হয়। এই অনুপাতে #Dr. Nabil স্যারের 1 ঘন্টার লেকচারে সচরাচর ধারার 7-8 ঘন্টার লেকচারের পড়া শেখানো হয়) #Dr.Nabil স্যারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি #Students দের #Mentally অনেক #Strong & #Stable করে তুলেন;যা তাঁদের অন্যদের তুলনায় অনেক গুণ #এগিয়ে নিতে #Boost up করে!! ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা।
আমি একজন মানবিক শাখার স্টুডেন্ট..... আমি পড়াশোনায় তেমন একটা ভালো না..... আপনার ভিডিও গুলো দেখে আমার পড়ার প্রতি অনেকটা আগ্রহ বেড়ে গেছে.... এতো সুন্দর ক্লাস আমি কখনো করিনি...আপনার ক্লাসগুলো অসাধারণ ❤️❤️. দোয়া করি আল্লাহ্ আপনাকে অনেক ভালো রাখুক 🤲❤️ আর আমাদের কে এতো সুন্দর সুন্দর ক্লাস উপহার দেন ❤️
আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। কেননা আপনার উপদেশ আমার অনেক উপকারে এসেছে। সে উপকারের কথা লিখে বোঝানো সম্ভব না। কেননা আপনি ইসলামিক যুক্তি দিয়ে বোঝান।❤❤❤❤
স্যার! আমি এই বছর ভার্সিটিতে ভর্তি হবো ইনশা আল্লাহ। আমি কিভাবে ভার্সিটির পড়াশুনাগুলো নিয়মিত প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে পারি। সেই বিষয়ে একটা ভিডিও বানানে অনেক উপকার হতো।
আসসালামু আলাইকুম, স্যার, কেমন আছেন? আমার বিশেষ অনুরোধ মাথা ব্যাথা নিয়ে একটা বিডিও বানান।মাথা ব্যাথা কি কেন কিভাবে হয় এবং এর করণীয় কী?স্যার অনেক বেশি অনুরোধ....। এতে বাংলাদেশের অনেক মানুষ উপকৃত হবে আশা করি।আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ আপনি অনেক যুক্তিসংগত কথা বলেন আর আপনি সবসময় ইসলাম সম্পর্কে যুক্তি দেন আর শায়খ আহমদ উল্লাহ হুজুরের একটা ভিডিওতে আপনার সম্পর্কে জেনেছি ।তাই স্যার আপনার কাছে একটা রিকুয়েস্ট আমার মত স্টুডেন্ট দের জন্য একটা ডেইলি রুটিনের ভিডিও দিলে উপকৃত হতাম।
Assalamualikum,,,, Masa allah, ato sundor vabe alocona ai bisoy niye ami age kokhono suni nai. asa Kori apnke allah onk valo rakhben. doa thakbe apnr jonne......,,💖
আসসালামুয়ালাইকুম স্যার জাজাকাল্লাহু খাইরান এইভাবে আমাদের উপদেশ দেওয়ার জন্য স্যার কয়েক টা প্রশ্ন ছিল ১. আমরা কম সময়ে দ্রুত কিভাবে রিভিশন দিব ২. আর আমরা পড়া মুখস্থ করার সাথে সাথে লিখব না পড়া শেষে কখন লিখব এটা বলে উপকার হবে এটা নিয়ে একটা ভিডিও দিলে আমাদের উপকার হব
Onek donnobad sir apnake Apnar lecture ar moddo dia akta mentally support pelam which is very important in this moment for every student Thank you so much🌺
আসসালামু আলাইকুম। হে আল্লাহ্ আমাকে পরহেজগার ঈমানদার করে দিন। ১ প্রশ্নঃ আমি ধনী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে। ২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে। ৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর;সম্মানী হয়ে যাবে। ৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, মানুষের উপকার কর। ৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর ৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহর উপর ভরসা কর। ৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর। ৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ)বলেন, সর্বদা অযু অবস্থায় থাকো। ৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, হারাম খাবার হতে বিরত থাকো। ১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, চরিত্রবান হও। ১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও। ১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর। ১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, জুলুম করা ছেড়ে দাও। ১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা'য়ালার অনুগ্রহ কামনা করি! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া অনুগ্রহ কর। ১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা'য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ। ১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো। ১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও। ১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর। ১৯. প্রশ্নঃ ইসান সম্পাদনকারী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন। ২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য) খ) বিনয়। গ) অসুস্থতা। ২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, দুনিয়ার মুছিবত সমূহ। ২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা। ২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা। ২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য। ২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর। আস্তাগফিরুল্লাহ্ আস্তাগফিরুল্লাহ্ আস্তাগফিরুল্লাহ্।
হে আল্লাহ্ সকল পরীক্ষার্থীদের A+ বা ভালো রেজাল্ট করে ভবিষ্যৎ জীবন সুন্দর এবং মা বাবার মুখ উজ্জল করে দিও। আমীন।
Amin
Amin
Amin.
Amin
@@khadizatulurmi1341 Summa Ameen
মা-শা-আল্লাহ, এমন গবেষণামূলক আলোচনা এর আগে খুব কম শুনেছি ,কিছু মানুষ কোরআন গবেষণা করে গোমরাহ হয়, আর কিছু মানুষ হেদায়েত পায় , আল্লাহ্ তায়ালা আপনাকে আরও বেশী জ্ঞান বৃদ্ধি করে দিন ,ইসলামের আলকে বিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন, আমীন ❤❤❤
সত্যি আউটস্ট্যান্ডিং আপি
স্যার কুরআনের জ্ঞান নিয়ে আমাদের কাছে সহজে তুলে ধরে
আল্লাহ প্রিয় স্যারকে নেক হায়াত দান করুক
Amin
Sir প্যারালাইসিষ কিকরেহয় একটা ভিডিও করবেন
Ameen
আমিন
ধন্যবাদ স্যার,,,, আল্লাহ আপনার ভালো করুক। শিক্ষার্থীদের জন্য আপনার আলোচনা গুলো অনেক গুরুত্বপূর্ণ
নো ফেসবুক ,নো টুইটার ,নো ইনস্টাগ্রাম , নো ইউটিউব
কিছুই নেই যার তবুও অগণিত মানুষ যার অনুসারী
তিনি হলেন প্রিয় মুহাম্মাদ (সাঃ) ❤❤❤
আরে আপু এটা এখানে বলার কি আছে।
আর আমাদের মহানবী সঃ এর সময় কি এগুলা ছিল?
আর আপনি কাদের সাথে আমাদের মহানবী সঃএর তুলনা দিচ্ছেন?
@@AzenALAhosabSourav don’t compare mate
@@AzenALAhosabSourav❣️❣️❣️
1. চিন্তা ভাবনা ঠিক করা
2. Meditation/নামাজ
3. Regular practice and clear
every concept
জীবন পাল্টে দেয়ার মতো কিছু কথা।
আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক🥰
আল্লাহর কাছ থেকে যত উপহার আমরা পেয়েছি তার মধ্যে ২টা উপহার হচ্ছে সেরা উপহার,
১. চিন্তা করার যে ক্ষমতা। -( এটা আল্লাহর দেয়া একটা শ্রেষ্ঠ উপহার)
২. মস্তিষ্ক ( ব্রেইন )
Subhan Allah
Subhan Allah
এক নাস্তিকের ভিডিও তে আপনাকে নিয়ে যখন দেখলাম বাজে মন্তব্য,তখন আরো মনে হলো স্যার আপনি সঠিক পথেই আছেন। আর মন থেকে দোয়া এলো। আল্লাহ স্যার কে তোমার রহমত দিয়ে হেফাযত করুন ।আমিন আমিন আমিন।
কোথায়?
Pls সবাই আমার জন্য খুব বেশি দোয়া করবেন আমি যেন ssc তে golden a+ পাই In Sha Allah 😭 🤲 🙏 😢 📿📿📿
Ameen 🤍
Result ki hoishe vaiya apner? 😊
Koto paisen
Allah apnak dirgho hayat,sustota r apnar moner halal cawa puron koruk....Sceince r quran emon video gula sobceye besi upokari aj sokol manuser jnno...
আপনার বক্তব্যগুলো খুব সুন্দর, সৃষ্টিকর্তা আপনাকে নেক হায়াত দান করুন, আমীন ।
Assalamualaikum
জাযাকাল্লাহু খইরন স্যার আপনি খুব সুন্দর লেকচার দেন।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
আপনার একটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে। সেটা হলো, আপনি লেকচার দেয়ার মাঝে মাঝে ইসলামিক কথাও বলেন। যেটা আসলেই খুব ভালো।
Vedio এর শুরুতে আজকে সালাম দিলেন না স্যার। এর জন্য আমিই দেই Assalamualikum 🥰
আমি যেই ভিডিও টা প্রায় ৩ বছর যাবত খুজতেছি, সেই ভিডিও টা আজকে পেলাম, খুব ভালো লাগলো।আমার চিন্তা ভাবনা ঠিক এরকমই, যেরকমটা আপনি শুরুতে বলেছেন। ধন্যবাদ স্যার।সাজেশন টা খুবই ভালো ছিল।
মাশাআল্লাহ। আপনার এই ব্যাখ্যা মূলক কথাগুলো খুব ভালো লাগে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
আসসালামু আলাইকুম। আল্লাহর দেয়া জীবন বিধান মানুষের জন্য কতটুকু উপকারী , সাধারণ মানুষের কাছে এ বিষয়গুলো পরিষ্কার নয়। এক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা পালন করছেন, আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান আরো একধাপ বেড়ে গেছে ।
জাযাকাল্লাহ খাইরান।
Sir আপনার জন্য দোয়া রইলো ❣️
অাপনাকে ভালো লাগে কারণ অাপনার ভিতরে ইমান অাছে।
Love you sir।
জাজাকাল্লাহ খায়ির,,,অনেক মূল্যবান বক্তব্য শেয়ার করেছেন। অন্তরের অন্তস্থঃতল থেকে আপনার জন্য দোয়া এবং শুভকামনা। সেই সাথে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
আপনার আলোচনা গুলো সত্যিই অসাধারণ। জাযাকুমুল্লাহ
স্যার আল্লাহ তায়ালা যেন আপনাকে ইসলামের জন্য কবুল করে।..........( আমিন)
আমি একজন মানবিক বিভাগের স্টুডেন্ট।তার পরেও স্যারের ভিডিও যত দেখি ততই মুগ্ধ হই কারন স্যার ইসলামিক বিষয়কে যুক্ত করে লেকচার দেন।
মাশাআল্লাহ আমার দেখা পড়া শুনা রিলেটেড সেরা ভিডিও
মাশাআল্লাহ অনেক সুন্দর শিক্ষ নিয় আলোচনা স্যারকে আল্লাহ আরও গ্যান বাড়িয়ে দিন আমিন
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে বুঝানোর জন্য
#HSC -2022 ব্যাচের #EASY A+( Physics, Chemistry & Biology) প্রোগ্রামের #নতুন ব্যাচ সমূহ #শুরু হয়েছে গত #২৫ May।।
#Helpline : 01717-377737 #01315-232000.(10.00 AM -07.00 PM)
#বিভিন্ন প্রতিষ্ঠানের #অনলাইন প্রোগ্রাম গুলোতে ভর্তি হওয়া #Students দের অভিজ্ঞতা একেবারেই #হতাশাজনক!!!!
#এক্ষেত্রে #Dr.Nabil স্যারের #অনলাইন প্রোগ্রাম গুলোতে ভর্তিকৃত #Students দের অভিজ্ঞতা পুরোপুরি ভিন্ন।
#Dr.Nabil স্যারের #Class গুলো করার পর সকল #Students দের একটা কমন #Opinion আমরা লক্ষ্য করেছি যে,#Class যে এতোটা চমকপ্রদ
(প্রতিটি #Class বোর্ডে নেওয়া হয় + #Class পরবর্তী #Solution Lecture নেওয়া হয়+ #Live এ #Problem Related Discussion করা হয়)
হতে পারে তা #Dr Nabil স্যারের #Class না করলে হয়তো অজান্তেই থেকে যেতো!!!
#Dr. NABIL স্যারের #সুপার স্পেশালাইজড্ লেকচার (গতানুগতিক ধারার 2-3 ঘন্টার লেকচারে যতটুকু শেখানো হয় ; এখানকার 20-25 মিনিটের লেকচারে তারচেয়ে ইনশাআল্লাহ অনেক বেশি শেখানো হয়। এই অনুপাতে #Dr. Nabil স্যারের 1 ঘন্টার লেকচারে সচরাচর ধারার 7-8 ঘন্টার লেকচারের পড়া শেখানো হয়)
#Dr.Nabil স্যারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি #Students দের #Mentally অনেক #Strong & #Stable করে তুলেন;যা তাঁদের অন্যদের তুলনায় অনেক গুণ #এগিয়ে নিতে #Boost up করে!!
ধন্যবাদ।
সকলের জন্য শুভকামনা।
Ami borti hote chai.
Class ki Facebook a live hobe naki recorded?
Book gula ki borti hole courier ar maddome deya hbe??
Plz reply den.🌻
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা
অন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে কিভাবে ঢাবিতে মাস্টার্স করা যায় সেই বিষয়ে একটা ভিডিও চাই❤️
Masallah 💖
আপনার আলোচনা অনেক ভলো লাগলো স্যার
আলহামদুলিল্লাহ স্যার আপনার কথা অনুপ্রেরণা দিচ্ছে 🤍🤍
humm
APNAR VIDEO দেখে কিছু শিক্ষতে পেরেছি ইনশাআল্লাহ।
সুবাহান আল্লাহ।
আল্লাহ আপনাকে আরো সৎ জ্ঞান দান করুক যেন আমরা আরো উপকৃত হতে পারি।
The best meditation is Namaz❣️❣️Proud to be a Muslim ❣️❣️
মাশাআল্লাহ।
আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ❣️
স্যার ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস নিয়ে একটা ভিডিও দেন। দয়া করে।
hm
আমি একজন মানবিক শাখার স্টুডেন্ট.....
আমি পড়াশোনায় তেমন একটা ভালো না.....
আপনার ভিডিও গুলো দেখে আমার পড়ার প্রতি অনেকটা আগ্রহ বেড়ে গেছে....
এতো সুন্দর ক্লাস আমি কখনো করিনি...আপনার ক্লাসগুলো অসাধারণ ❤️❤️.
দোয়া করি আল্লাহ্ আপনাকে অনেক ভালো রাখুক 🤲❤️
আর আমাদের কে এতো সুন্দর সুন্দর ক্লাস উপহার দেন ❤️
পরিক্ষার আগে না পড়ে নিয়মিত বছর এর শুরুতেই পড়াশোনা করবেন
মাশাল্লাহ স্যার এরকম ভিডিও ভাইরাল হয় না কেন?
ধন্যবাদ স্যার জ্ঞানগর্ভ আলোচনার জন্য । খুব ভালো লাগলো
You deserve million views.... All the best ❤️❤️
আমাদের জন্য খুবই সময়োপযোগী আলোচনা, ধন্যবাদ স্যার
ইন শা আল্লাহ স্যার আপনার মুখে নেক্সট টাইম দাঁড়ি দেখতে চাই।
আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। কেননা আপনার উপদেশ আমার অনেক উপকারে এসেছে। সে উপকারের কথা লিখে বোঝানো সম্ভব না। কেননা আপনি ইসলামিক যুক্তি দিয়ে বোঝান।❤❤❤❤
সত্যি স্যার কথা গুলো অসাধারণ।
মাশআল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
নাবিল স্যারকে শিক্ষামন্ত্রী হিসাবে চাই🥰🥰🥰🥰
এই রকম স্যার প্রত্যেক প্রতিষ্ঠানে দেখতাম
bhaiya ra dua koiren ami jeno ei videotir upor inspire hoye eiber A+ pai , Apnader jonnou amar dua roilo
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা
Sir আপনার সামনে যদি কোনো students না থাকে তাহলে আপনি কেমেরার দিকে তাকিয়ে কথা কইলেন । আর আপনার জন্য অনেক ❤️❤️
মাশাল্লাহ স্যারের কথাগুলো অনেক ভালো লাগছে
মা শা আল্লাহ , অসাধারণ লাগলো ধন্যবাদ আপনাকে স্যার
স্যার! আমি এই বছর ভার্সিটিতে ভর্তি হবো ইনশা আল্লাহ। আমি কিভাবে ভার্সিটির পড়াশুনাগুলো নিয়মিত প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে পারি। সেই বিষয়ে একটা ভিডিও বানানে অনেক উপকার হতো।
আসসালামু আলাইকুম, স্যার, কেমন আছেন? আমার বিশেষ অনুরোধ মাথা ব্যাথা নিয়ে একটা বিডিও বানান।মাথা ব্যাথা কি কেন কিভাবে হয় এবং এর করণীয় কী?স্যার অনেক বেশি অনুরোধ....। এতে বাংলাদেশের অনেক মানুষ উপকৃত হবে আশা করি।আসসালামু আলাইকুম।
সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো A+ পাই
আমার মায়ের স্বপ্ন যেনো পূরণ করতে পারি 😢❤
হে আল্লাহ তুমি আমার এবং আমার মায়ের স্বপ্ন পূরণ করুন,😢😢😢😢
Sir shudhumatro 2 din holo apnar video dekhchi. Er modhdhe i apnar proti srodhdha onekta chole esheche.
Alhamdulillah sir apnar Kotha gulo Khub Valo lage Research kore kore bola apnar example gula best sir.allah apnar Valo korben in sha Allah 🥰🥰🥰🥰
Masaallah Allah apnar ilm a borkot Dan koruk(Amin)❤❤❤
স্যার যদি SSC 2022 পরীক্ষার্থীদের একটু মটিভেট করতেন কীভাবে দুশ্চিন্তা-ভয় দূর করে ভালো রেজাল্ট করা যায় তাহলে অনেক ভালো হয়
স্যার HSC 2022 পরীক্ষার্থীদের জন্যেও
Ai topic a video chai,,,
Asholei
আমিন
আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ আপনি অনেক যুক্তিসংগত কথা বলেন আর আপনি সবসময় ইসলাম সম্পর্কে যুক্তি দেন আর শায়খ আহমদ উল্লাহ হুজুরের একটা ভিডিওতে আপনার সম্পর্কে জেনেছি ।তাই স্যার আপনার কাছে একটা রিকুয়েস্ট আমার মত স্টুডেন্ট দের জন্য একটা ডেইলি রুটিনের ভিডিও দিলে উপকৃত হতাম।
মাসাল্লাহ,,,, স্যার অসাধারণ বক্তব্য 🥰
Jajakallahu khairon Sir onnek opokar holo. Allah apnar nek haiyt dhan korun Allahuma Ameen 🤍🖤❤️
Mashaallah.. Jaja-kallah, sir.🖤🖤🖤
শুধুমাত্র সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশন অন করার জন্য লিংকে ঢুকেছি যেন সব সময় আপনার ভিডিওগুলো পেতে পারি ।
আল্লাহ তায়ালা জন্য আপনাকে অনেক ভালোবাসি
স্যার আপনার ভিডিও দেখে আমিখারাপ ভিডিও দেখা বাদ দিয়ে ছি ধন্যবাদ ❤❤❤
আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার মা-বাবা। 😘😘❤️❤️
অসাধারণ স্যার।
THIS IS A VERY HELPFUL LECTURE
Sir apnar lecture theke sottee aonek kisu sikhte parlam,,,,, onek dhonnobad apnake,,,,,sir.,...
Best motivations speech.
স্যার আপনার কথা গুলো খুব ই অসাধারন।
আমাদের ব্রেইন অভিনয় ও বাস্তবতা দেখতে ভুল করে, মুভি দেখার সমায়
Assalamualikum,,,, Masa allah, ato sundor vabe alocona ai bisoy niye ami age kokhono suni nai. asa Kori apnke allah onk valo rakhben. doa thakbe apnr jonne......,,💖
আসসালামুয়ালাইকুম স্যার জাজাকাল্লাহু খাইরান এইভাবে আমাদের উপদেশ দেওয়ার জন্য
স্যার কয়েক টা প্রশ্ন ছিল
১. আমরা কম সময়ে দ্রুত কিভাবে রিভিশন দিব
২. আর আমরা পড়া মুখস্থ করার সাথে সাথে লিখব
না পড়া শেষে
কখন লিখব এটা বলে উপকার হবে
এটা নিয়ে একটা ভিডিও দিলে আমাদের উপকার হব
Onek donnobad sir apnake
Apnar lecture ar moddo dia akta mentally support pelam which is very important in this moment for every student Thank you so much🌺
আসসালামু আলাইকুম।
হে আল্লাহ্ আমাকে পরহেজগার ঈমানদার করে দিন।
১ প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।
২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।
৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর;সম্মানী হয়ে যাবে।
৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, মানুষের উপকার কর।
৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর
৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহর উপর ভরসা কর।
৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।
৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ)বলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।
৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, হারাম খাবার হতে বিরত থাকো।
১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, চরিত্রবান হও।
১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।
১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।
১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, জুলুম করা ছেড়ে দাও।
১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা'য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া অনুগ্রহ কর।
১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা'য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।
১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ? উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।
১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।
১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।
১৯. প্রশ্নঃ ইসান সম্পাদনকারী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।
২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)
খ) বিনয়।
গ) অসুস্থতা।
২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, দুনিয়ার মুছিবত সমূহ।
২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।
২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।
২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।
২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।
আস্তাগফিরুল্লাহ্ আস্তাগফিরুল্লাহ্ আস্তাগফিরুল্লাহ্।
০৫, পাঁচহাতি:
=
০৬, বিশালাক্ষী:
=
০৭, মহানবি:
=
০৮, মৌমাছি:
=
০৯, যথাশক্তি:
=
১০, শোকাহত:
=
১১, হাতছানি:
=
১২, বহুব্রীহি:
=
Sir you are the great person ever ...thanks a lot
Sir apner kotha bolar stile khub sundor
অসাধারণ 😍😍
মাশাআল্লাহ 🥰 খুব ভালো লাগলো কথা গুলো
Sir apnar kotha gulo sotti sotti osadharon masaallah apni onk onk valo thakben from India , ami apnr boro fan .
I saw your vedeo for the first time.
You are really a good adviser....
এক কথায় অসাধারণ 🥰
মাশাআল্লাহ প্রিয় 🖤 স্যার
How to create interest in study make a video
Eirokom video aro chai vai..🙂❤
Sir আপনি দাড়ি রাখলে ভালো লাগবে
মাশা-আল্লাহ 🥰🥰🥰
আমার জন্য সবাই দোয়া করবেন 🤲আমি যেন এক্সাম এ ভালো ফলাফল নিয়ে আসতে পারি মা- বাবা মুখ উজ্জ্বল করতে পারি,,
Assalamuyalikum orahmatulha sir I love your videos 💗☺️
Gd Sir it is really matter of joy That u are our teacher
Thanks a lot sir for this information..!
❤️
Thank you sir..vlo moto bujanor jonno ❤
আপনি আর সাজিয়া আন্টি দুইজনেই অনেক ইসলামিক।
আপনারা আমাদের আদর্শ!!
SSC 2023 exam niya vedo banaben plzz 🙏🏻
আল্লাহ তায়ালা আপনার কল্যান করুক আমিন🤍
I was finding how to got a+ without any effort . by the way thank for motivation. 😅😅
আল্লাহ আমাকে ও আপনাকে হায়াতে বরকত দান করুন।
- কঠন নাকি কঠিন স্যার😊