Je Bhabe Bachi Beche to Achhi - Shahnaz Rahmatullah

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 60

  • @khadijatulkubra3332
    @khadijatulkubra3332 5 лет назад +4

    Shahnaz Rahmatullah' s songs are the best Bangladeshi song😍😍

  • @kothakobita162
    @kothakobita162 11 лет назад +3

    এই গানটি আমি রিজিয়া পারভীনের কণ্ঠে শুনেছি। শাহনাজের কণ্ঠে অনেকদিন পর শুনলাম। এই ধরণের পুরোনো গান উপহার কৃতিত্ব নিয়াজুলের। তোমাকে অজস্র ধন্যবাদ।

  • @আশারআলো-র১ফ
    @আশারআলো-র১ফ 3 года назад

    আসসালামু আলাইকুম।আমি আগে ২০১৫ সাল থেকে একজন ক্যান্সারের রোগি ছিলাম আলহামদুলিল্লাহ এখন ক্যানসার মুক্ত হয়ে ভালো আছি তবে ডাক্তার বলেছেন ক্যান্সারের জন্য আমার আরও অনেক জটিল রোগগুলো হয়েছে। এর জন্য আমার ডান কানের ও দুই চোখের সমস্যা রয়েছে। কয়েকমাস আগে আমার নিউমোনিয়া হয়ে দুই ফুসফুসে পানি জমে। তাই হাসপাতালে কিছুদিন যাবত ভর্তি ছিলাম। করোনা লকডাউনের কারণে এবং টাকা পয়সার প্রব্লেমের কারনে তখন সময়মতো ডাক্তার দেখাইতে পারি নি। ডাক্তার বলেছেন আমার ডান কানে জরুরি অপারেশন করানো দরকার।কারন আমার ডান কানে ছিদ্র আছে। তা না হলে হাড্ডিতে ইনফেকশন হয়ে যাবে। তাই কম খরচে কানের অপারেশন এর চিকিৎসার জন্য সরকারি সোহরাওয়ারদি হাসপাতালে ২২ দিন থেকে আমার ফুসফুসে আবারও সমস্যা দেখা যায় মানে আমার ফুসফুসে পানি জমে দান পাশে ফুলে গিয়ে কয়েক জায়গায় ব্লক হয়ে যায় তাই আমাকে কানের অপারেশন এর আগে অজ্ঞান করালে আর জ্ঞান ফিরবে না তাই বাসায় ফেরত আসি।এখন আমার প্রাইভেট হাসপাতালে ফুসফুসের চিকিৎসা করা দরকার। আমার বাবা যেই কাজ করেন তা হলো একজন বাবুর্চির রান্না করা খাবার এর লাঞ্চবক্স দোকানে দোকানে পোঁছে দেয়া।এই কাজ করে আমার বাবা পরিবারে সচ্ছলতার সহিত চলতে পারে না। আমাদের প্রতি মাসের ঘরভাড়াও প্রতি মাসে পরিশোধ করতে পারেন না। আমার মায়ের ঔষধ লাগে প্রতিদিন। তাই যদি সম্ভব হয় আমার চিকিৎসার জন্য আমাদের পরিবারকে কেউ কিছু সাহায্য করবেন।আমরা ভিক্ষুক না তবে পরিস্থিতির স্বীকার।আমাদের মোবাইল নাম্বার ০১৯৯৬৭৭৭৬৯৬। আপনারা কেউ চাইলে আমার চিকিৎসার যাবতীয় সব কাগজ পত্র দেখতে পারেন বা আমাদের বাসার ঠিকানায় এসে যাচাই করতে পারেন। কেউ সাহায্য না করতে পারলে দোয়া করবেন তবে অযথা ফোনে কল দিয়ে ডিসটার্ব করবেন না।মনে রাখবেন আমি আপনাদেরই একজন মুসলমান বোন।আপনারা সবাই যে যার অবস্থান থেকে যা পারেন যার যার সাধ্য অনুযায়ী দেয়ার চেষ্টা করবেন আমার বিকাশ নাম্বারে (০১৭৭৬৪৬৪৩২৮)এর বিনিময়ে আল্লাহ ইহকালে ও পরকালে আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ

  • @abdulquddus8611
    @abdulquddus8611 2 года назад

    Asomvob sundar gaan ti katha sur kantha sob sundar .thank you .sonali diner gaan .thank you

  • @nancyaidah
    @nancyaidah 4 года назад +1

    Sad Song... anyhow beautiful music and voice

  • @shamimhuq2134
    @shamimhuq2134 6 лет назад +2

    Deep words, great voice and awesome singing .... please be happy for us all. Sadness does not suit you. We love you.

    • @neazul
      @neazul  6 лет назад

      thank you.

  • @rowshon69
    @rowshon69 6 лет назад +6

    শাহনাজ রহমতুল্লাহর গাওয়া অসাধারন এই গানটি সবার কাছে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়াজুল ভাইয়া। আপনার সৃষ্টি অমর হয়ে থাকবে।
    মূল শিল্পী - জাফর ইকবাল
    কথা - নুরুজ্জামান শেখ
    সুর - আলাউদ্দিন আলী
    যে ভাবেই বাঁচি বেঁচে তো আছি,
    জীবন আর মরণের মাঝামাঝি।।
    তুমি আজ দুলছো সুখের দোলায়,
    আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায় ।।
    ভালবাসা কাঁটা হয়ে বিঁধলে বুকে,
    অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে।।
    আমি সেই সান্ত্বনা কোনদিন চাইবো না।।
    তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে,
    বয়ে যাবো আমি দুঃখটাকে।।
    হারানোর যন্ত্রণা কী দারুণ বলবো না।।

    • @neazul
      @neazul  6 лет назад +1

      অনুপ্রেরণামূলক সুন্দর মন্তব্য।

    • @rowshon69
      @rowshon69 6 лет назад

      @@neazul ধন্যবাদ ভাইয়া।

    • @abdulaowalahmed6613
      @abdulaowalahmed6613 6 лет назад +1

      rowshon ara অনেক ধন্যবাদ ম্যাম এই গানটির লিরিক্স দেওয়ার জন্য

    • @joynalabidin3574
      @joynalabidin3574 5 лет назад

      vai.jafor ikbal.tar appon vun

    • @buckybuckets7959
      @buckybuckets7959 5 лет назад

      Ai gaantar kareoki ki kora jae. Khubi prio gaan.

  • @abdulquddus8611
    @abdulquddus8611 2 года назад

    Na na na tumi eso na silpi Hasina Momtaj please gaan ti upload korben

  • @neazul
    @neazul  11 лет назад +7

    এই গানটি প্রথম গেয়েছিলেন জাফর ইকবাল পরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন। আমি জাফর ইকবাল এর গাওয়া গনটা খুজছি কিন্ত আজো পাইনি।

  • @jini80
    @jini80 5 лет назад

    To me the best version among all.

  • @khanruna2373
    @khanruna2373 5 лет назад +1

    তোমাকে কোনো দিন ভুলতে পারবনা। তুমি আমার অন্তরে গেথে আছ। আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুন । আমিন।

  • @chawkash2003
    @chawkash2003 8 лет назад +2

    জীবন আর মরনের মাঝামাঝি....................

  • @afiachowdhury5023
    @afiachowdhury5023 6 лет назад +6

    Shahnaz Rahmatullah all songs are beautiful.

  • @rashelbd6451
    @rashelbd6451 6 лет назад +6

    জীবনে বেচে আছি সনিয়া। মরে জাইনাই তুমি সব হারিয়ে তিলে তিলে শেষ হয়ে জাবা। আমাকে জে আঘাত করেছো। এবং আমার ফেমেলি কে । ঐ আগুনে তোমার জীবনে ও শুখ আসবেনা । শুধু সময় পেলে এই গানটা শুনে নিও কেমন।।।

    • @Linkongreentech
      @Linkongreentech 5 лет назад

      কোন লাভ নাই 😂 ওর কিছুই হবে না , এটাই নিয়ম 😜 don’t mind be happy

  • @afiachowdhury5023
    @afiachowdhury5023 6 лет назад +4

    very sad songs the tear came to my eyes.

    • @neazul
      @neazul  6 лет назад

      Afia Chowdhury Yes, because you are a soft hearten girl.

  • @masumparvez1430
    @masumparvez1430 5 лет назад +1

    🕛সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।
    দিন বদলের সাথে সাথে কিছু কিছু প্রিয় মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে যায় । অচেনা হয়ে যায় তাদের আচরণ, তাদের কণ্ঠের সেই আবেগ, হারিয়ে যায় সেই আকুলতা । মনের অলিগলিতে তন্ন তন্ন করেও মেলাতে পারি না তাদের বর্তমান প্রতিচ্ছবির সাথে পুরনো চেহারার । যতটুকু অচেনা লাগে তখন প্রিয় মানুষটিকে তার চেয়ে বেশি অসহায় লাগে নিজেকে । নিজের চোখের সামনে দেখি প্রিয় মানুষটা ধিরে ধিরে বদলে যাচ্ছে, একটু একটু করে দূরে সরে যাচ্ছে । সেই সাথে আমাদের পাশে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে ।
    তবুও সেই সব পরিস্থিতিতে কিছুই করার থাকে না আমাদের । উত্তপ্ত অশ্রুগুলো শুধু মাত্র সাক্ষী হয়ে থাকে সেই সব কষ্টের মুহূর্তগুলোর । একসময় মানুষটি একেবারেই হারিয়ে যায় জীবন থেকে । রেখে যায় কিছু রক্তাক্ত স্মৃতি । আর আমরা সেই রক্তাক্ত স্মৃতিগুলো নিয়েই বেচে থাকার চেষ্টা করি । কাউকে ভুলে যাওয়া যতটা না কঠিন তার চেয়ে বেশী কষ্টের তার রেখে যাওয়া স্মৃতিগুলো ভুলতে চেষ্টা করা । হয়তবা কোনদিন ই সম্ভব না । তবুও বেচে আছি । বেচে থাকব......!🌏

    • @shaheedhusain7230
      @shaheedhusain7230 5 лет назад

      Ami o apnar shatay sompurno ekmoter ekjon kosto niye baccha manush

  • @murshidayesmin2414
    @murshidayesmin2414 6 лет назад +2

    HART TOUCHING SONG THANKX. ...

    • @neazul
      @neazul  6 лет назад

      ধন্যবাদ।

  • @sultanadawla4542
    @sultanadawla4542 5 лет назад

    My favourite singer. RIP

  • @zannatnipa8586
    @zannatnipa8586 6 лет назад +2

    অসাধারন💜💜

    • @neazul
      @neazul  6 лет назад

      ধন্যবাদ।

  • @rubakhan7544
    @rubakhan7544 4 года назад

    যেভাবে আছি, বেঁচে তো আছি😰

  • @youwillbecaughtsoon
    @youwillbecaughtsoon 10 лет назад +2

    Faruktube1 Bhai, how can I listen to the original version ? Have u kept it anywhere in RUclips ?

    • @nazmulhoque8124
      @nazmulhoque8124 5 лет назад

      Assalamu Alaikum. I guess original track was sung by Late Jafar Iqbal, brother of Late #ShahnazRahmatullah
      ruclips.net/video/rFOkF8M2c3A/видео.html

  • @ayraria6032
    @ayraria6032 6 лет назад

    Awesome song

    • @neazul
      @neazul  6 лет назад

      Yes, Thank you.

  • @faruktube1
    @faruktube1 11 лет назад +4

    Oroginal gaanta Jafar Iqbal er. Shahnaj Rahmatullahr gaanta re-mix, Jafar Iqbal mara jaoar onek pore gaoa. Original gannta khub shomvoboto Jafar Iqbal geyesilen 70's er shesher dike ba 80's er prothom dike.
    Music composition : (The great) Alauddin Ali
    Jafar Iqbal er original gaanta amar kase ase .

    • @neazul
      @neazul  10 лет назад

      Bhai gaanti ki amake mail kore diben doya kore? Khub khushi hobe. Dhonnobad. email address neazul86@gmail.com

    • @faruktube1
      @faruktube1 10 лет назад

      Neazul Je gaanta goto prai 35 bosor dhore shojotne agle rekhesi- sheta eto shohoje share korte ki mone chai, bhai ?
      Tarporo , ektu shomoy pele apnar request rakhte cheshta korbo? Amar page e chokh rakhben majhe majhe.

    • @neazul
      @neazul  10 лет назад +1

      Dhonnobad. Ami 40 bochhor dhore agle rakha gaan sobar sathe share kori. Karon egulo amar kachhe rekhe ki pabo? Sobai mile jodi gaanta shuni tobe kar na bhalo laage. Jak ami ato gaan ber korte perechhi ar ei gaanta parbona? Ami eta thik e jogar kore sobar sathe share korbo,

    • @faruktube1
      @faruktube1 10 лет назад

      Neazul Khuje na pabar kisu nai r eto upset hoaro kisu nai. Ami kintu boli nai je ami gaanta share korbo na. Ami besh besto thaki, tai ektu shomoy cheyesilam, karon youtube upload e ami temon expert na. Jahok, apni jokhon khojar cheshta korte chassen , khuje na pele janaben. Dhonnobad.

    • @neazul
      @neazul  10 лет назад

      Thik achhe. anek anek dhonnobad.

  • @neazul
    @neazul  11 лет назад +1

    এই গানটি প্রথম গেয়েছিলেন জাফর ইকবাল পরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন। জাফর ইকবাল এর গাওয়া গনটা পাওয়া যাবে কি?

    • @rajilaahmed8775
      @rajilaahmed8775 2 года назад

      ruclips.net/video/rFOkF8M2c3A/видео.html
      ekhane paben

  • @arshadbagati
    @arshadbagati 11 лет назад +1

    gaanti agey sunini. bhaloi laglo. dhonnobad.

  • @iffatjahin3035
    @iffatjahin3035 10 лет назад

    jevabe bachi beche to achi

  • @khalilurrahman7778
    @khalilurrahman7778 10 лет назад

    O Amar Bangladesh

  • @youwillbecaughtsoon
    @youwillbecaughtsoon 10 лет назад

    I got it at your page @ Faruktube1 Bhai.

    • @faruktube1
      @faruktube1 10 лет назад

      Happy to know that you got it. Yes it is on my channel. You may like my other videos as well, I hope. Thanks.

  • @arshadbagati
    @arshadbagati 11 лет назад +1

    না ভাই গানটি আমি প্রথম শুনরাম। জাফর ইকবাল এর গাওয়া এই গনটা আমার কাছে নাই।