Churi | Bangla Natok | Humayun Ahmed | Zahid Hasan, Sweety, Abul Khayer

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 322

  • @asadbinislam8431
    @asadbinislam8431 5 лет назад +72

    অনেকেই দেখলাম নাটকটা নিয়ে অনেক কনফিউশনে আছে, বুঝতেই পারছেন না!
    আমি ব্যাপারটা কিছুটা ব্যাখ্যা করছি....
    এটা একটি ওপেন এন্ডিং নাটক। এক একজন এক এক ভাবে এর এন্ডিং ও গল্প চিন্তা করবে
    হাল আমলের বলিউডি ফিল্ম "আন্ধাধুন" এর মত।
    আমার ব্যাখ্যা হচ্ছে এটি একটি অতি-প্রাকৃতিক বিষয়ক নাটক। সোজা বাংলায় ভূতের নাটক। এটি অনেকটা মিসির আলী সিরিজের দেবী উপন্যাসের মত এখানে মিরার সাথে একটি অতি-প্রাকৃতিক সত্তা রয়েছে যে সব সময় মিরাকে রক্ষা করে। ছোট মামার বন্ধু লোকটা আসলেই বদ লোক এবং সে মিরার ক্ষতি করার জন্যই এসেছে। এবং সেটা থেকে তাকে বাঁচানোর প্রথম পদক্ষেপ হিসাবে অতি-প্রাকৃতিক সত্তাটি তার স্বামীকে স্বপনের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করে কিন্তু স্বপ্ন এতটাই বাস্তব সম্মত ছিল যে স্বামী কনফিউজড হয়ে অনেকটা মাথা আউলা জাউলা হয়ে যায়।
    আর দ্বিতীয় পদক্ষেপ হিসাবে ঐ লোক বাসায় ঢুকার পরে অতি-প্রাকৃতিক সত্তাটি মিরার রুপ নিয়ে নিয়ে আসে, যেমনটি অনেক বছর আগে ঐ লোকের হাত থেকে ধর্ষন হওয়া থেকে বাঁচানোর জন্য এসেছিল।
    ... আশা করছি কনফিউশন দূর হয়েছে ।

  • @nirjhoralin4209
    @nirjhoralin4209 Год назад +9

    আমরা যারা হুমায়ূন আহমেদ পড়ে বড় হয়েছি তাদের জন্য এই নাটকের ব্যাখ্যা খুঁজতে হবে উনার লেখার মত করে। স্বাভাবিকভাবেই এটি একটি থ্রিলার নাটক এবং বাংলাদেশে এ ধরনের কাজ আগে কখনো হয়নি। একমাত্র হুমায়ূন স্যারই পারেন এরকম কনসেপ্ট নাটকে নিয়ে আসতে। সত্যিই আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলেন। এটা নিয়ে আমাদের যতটা গর্ব করার কথা আমরা তেমন গর্ব করিনা আন্তর্জাতিক মহলে। কারণ, দুঃখজনক হলেও সত্যি যে হুমায়ূন আহমেদকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। আরও অনেক কিছু দেবার ছিলো লোকটার আমাদের সাহিত্যকে, সংস্কৃতিকে। যাই হউক, ব্যাখ্যায় ফিরে আসি। নাটকটা অদেখা ভুবন সিরিজের। অনেক ছোট থাকতে বিটিভিতে অদেখা ভুবন দেখেছিলাম। যখন বড় হই তখন ছোটবেলার সেই রুপালি স্মৃতিটা মনে গেঁথে ছিলো। ফলত এই সিরিজের ডিভিডিটা কিনে পুনরায় নাটকগুলো বারবার দেখেছি। যখন ছোট ছিলাম তখন সেভাবে কিছু বুঝতাম না, কিন্তু মুগ্ধ হয়েছিলাম। বড় হবার পর সেই মুগ্ধতার পাশাপাশি বোঝার চেষ্টা করলাম। আগেই বলেছি, উনার অমীমাংসিত রহস্যগুলোর ব্যাখ্যা করতে হবে উনার মত করেই। আমরা যারা উনার মিসির আলী পড়েছি তারা জানি যে এমন অনেক ঘটনা আছে যা আপাত দৃষ্টিতে অতি প্রাকৃত মনে হলেও এর কোন না কোন ব্যাখ্যা অবশ্যই থাকে যা বের করাই ছিলো মিসির আলীর কাজ। প্রতিটি ঘটনা যা মীমাংসিত নয় তা বুঝার জন্য প্রথম যা দরকার তা হলো অবজারভেশন। মিসির আলী সেটাই করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেতো একজন ভিক্টিম যার সাথে ঘটনাগুলো ঘটেছে সে এর কোন ব্যাখ্যা না পেয়ে মিসির আলীর কাছে ছুটে গেছে কিন্তু প্রথমেই স্বতঃস্ফূর্তভাবে সেই ভিক্টিম মিসির আলীকে ঘটনা বলতে পারেনি। মিসির আলী আসতে দেরি করায় কিংবা সে নিজে কোন কাজের ছুতোয় চলে গেছে। পরবর্তীতে অনেক দিন পর ভিক্টিম পুনরায় মিসির আলীর কাছে এসেছে। তারপর আস্তে আস্তে মিসির আলীকে সে ঘটনাগুলো বর্ণনা করেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যদি ঘটনাটা সত্যিই জটিল হয়ে থাকে কিংবা এর কোন তাৎপর্য থেকে থাকে তবে মিসির আলী নিজেই অনেক কষ্ট করে সেই ভিক্টিমকে খুঁজে বের করেছেন। এই নাটকের ক্ষেত্রেও আমরা দেখি যে, জাহিদ (ফরহাদ) ঘটনাটা সাইকায়াট্রিস্টকে বলবার সময় অনেক জড়তা নিয়ে বলছিলো কিংবা বলতে চাইছিলো না। এ ক্ষেত্রে আমরা বুঝতে পারি, ভিক্টিম জানে যে ঘটনাটায় অনেক বড় একটা ফাঁক আছে। ফাঁকটা খুঁজে বের করাই সাইকায়াট্রিস্ট বা মিসির আলীর কাজ।

  • @shibanimondal6696
    @shibanimondal6696 4 года назад +47

    হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখে অন্তত দু'দিন ধরে শুধু ভাবতে হয়।আর ভাললাগার রেশ রয়ে যায় আজীবন।

    • @نهيدحسن-ذ6ب
      @نهيدحسن-ذ6ب 4 года назад +3

      ঠিক। নক্ষত্রের রাত নাটকটা দেখতে পারেন।

    • @shibanimondal6696
      @shibanimondal6696 4 года назад +2

      @@نهيدحسن-ذ6ب
      ওনার এমন কোনো নাটক নেই যা আমি দেখিনি।

    • @نهيدحسن-ذ6ب
      @نهيدحسن-ذ6ب 4 года назад +2

      @@shibanimondal6696 ধন্যবাদ। আমার চ্যানেলের Play list এ হুমায়ুন আহমেদের সব নাটক আছে। চাইলে দেখতে পারেন।

    • @shuhitalukdar4932
      @shuhitalukdar4932 3 года назад +1

      কোথাও কেউ নেই,আজ রবিবার, নক্ষত্রের রাত,নিতু তোমাকে ভালোবাসি,শ্রাবণ মেঘের দিন ইত্যাদি দেখতে পারেন

    • @monowarkhandaker1578
      @monowarkhandaker1578 2 года назад

      @@shuhitalukdar4932 দুই দুয়ারী

  • @fatematuzzqhora1074
    @fatematuzzqhora1074 3 года назад +19

    যেমন জাহিদ হাসন,তেমন সুইটি অসাধারণ অভিনয় করে ২ জনে

  • @mahiturislam5387
    @mahiturislam5387 6 лет назад +115

    বাংলাদেশের প্রথম রহস্যময় সিরিজ 'অদেখা ভুবন' । ৯০-এর দশকে এমন নাটক বানানোর কথা কেউ কল্পনাও করতে পারত না। আহারে, স্যার যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন.........

    • @tajuddinahmed4427
      @tajuddinahmed4427 5 лет назад +4

      Mahatir vai ami odekha vubon seriz er kono boi pai ni. Onek khujlam. But pai ni. Ei seriz er natok o temon dekhi ni. Apni jodi ei seriz er koita boi & natok er nam bolten, tahole upokar hoto

    • @tarikmahmood4159
      @tarikmahmood4159 5 лет назад +1

      অদেখা ভুবন সিরিজ লেখে সার্চ দিলেই পাবেন।

    • @japanxx7843
      @japanxx7843 3 года назад

      Eita kun year er natok?

    • @gusterrence694
      @gusterrence694 3 года назад

      i know I'm kinda randomly asking but does anybody know a good website to stream newly released movies online?

    • @finneganeric383
      @finneganeric383 3 года назад

      @Gus Terrence Flixportal xD

  • @mdgolamrabbi6580
    @mdgolamrabbi6580 Год назад +4

    আমার লাইফের এমন রহস্যময় প্রথম নাটক দেখলাম।এত সুন্দর কোন শিল্প হয় আমি কল্পনাও করতে পারিনি।সত্যিই আশ্চর্যজনক ভয়ংকর মুহুর্ত সমৃদ্ধ একটি রহস্যময় নাটক।

  • @NusratJahan-td2qi
    @NusratJahan-td2qi 2 года назад +11

    হুমায়ুন স্যারের নাটক দেখা মানে চোখেও শান্তি মনেরও শান্তি ; বিষন্ন লাগে তখনই যখন এত খোজেও নতুন কোনো নাটক পাই না, সব দেখা হয়ে গিয়েছে স্যারের নাটক🌸

    • @dulalhossen9887
      @dulalhossen9887 Год назад

      মোট কয়টা নাটক দেখেছেন?

    • @onlyspoken0705
      @onlyspoken0705 Год назад

      আমিও যা দেখি সব দেখা

  • @rubaiyattrina183
    @rubaiyattrina183 5 лет назад +36

    The play interprets about a mental condition named Intermittent
    Explosive Disorder ( IDE ). It’s a sudden emotion control disorder
    characterized by sudden outburst of uncontrolled behavioral actions.
    Its only Late Sir Humayun Ahmed who can think of such stories. Miss this legend who visualized
    such epic stories.

    • @AshrafAnam
      @AshrafAnam 5 лет назад +10

      So even the doctor's going through the same condition? Your understanding of the drama doesn't make sense. The situation isn't psychological but clearly paranormal.

    • @fazlerabbikhan5533
      @fazlerabbikhan5533 5 лет назад +2

      @Rubyat Zalil
      Ki bujailo? Rogir golpo shune doctor ero IDE / sizofreniya te dhorse?🤔

    • @asadbinislam8431
      @asadbinislam8431 5 лет назад +23

      এটা একটি ওপেন এন্ডিং নাটক। এক একজন এক এক ভাবে এর এন্ডিং ও গল্প চিন্তা করবে
      হাল আমলের বলিউডি ফিল্ম "আন্ধাধুন" এর মত।
      আমার ব্যাখ্যা হচ্ছে এটি একটি অতি-প্রাকৃতিক বিষয়ক নাটক। সোজা বাংলায় ভূতের নাটক। এটি অনেকটা মিসির আলী সিরিজের দেবী উপন্যাসের মত এখানে মিরার সাথে একটি অতি-প্রাকৃতিক সত্তা রয়েছে যে সব সময় মিরাকে রক্ষা করে। ছোট মামার বন্ধু লোকটা আসলেই বদ লোক এবং সে মিরার ক্ষতি করার জন্যই এসেছে। এবং সেটা থেকে তাকে বাঁচানোর প্রথম পদক্ষেপ হিসাবে অতি-প্রাকৃতিক সত্তাটি তার স্বামীকে স্বপনের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করে কিন্তু স্বপ্ন এতটাই বাস্তব সম্মত ছিল যে স্বামী কনফিউজড হয়ে অনেকটা মাথা আউলা জাউলা হয়ে যায়।
      আর দ্বিতীয় পদক্ষেপ হিসাবে ঐ লোক বাসায় ঢুকার পরে অতি-প্রাকৃতিক সত্তাটি মিরার রুপ নিয়ে আসে, যেমনটি অনেক বছর আগে ঐ লোকের হাত থেকে ধর্ষন হওয়া থেকে বাঁচানোর জন্য এসেছিল।
      একইভাবে স্বামী যে পাগল নয় তা ডাক্তারের কাছে প্রমাণ করার জন্য দুজন এক সাথে ডাক্তারের চেম্বারে আসে!

  • @fishlover4017
    @fishlover4017 5 лет назад +62

    কোন ভয়ংকর হরর মুভি দেখেও এত ভয় পাই নি। এই কারণেই হুমায়ুন আহমেদ আমাদের জাদুকর।

    • @tarikmahmood4159
      @tarikmahmood4159 5 лет назад +5

      ঠিক ভাই।হয়তো হুমায়ুন আহমেদ কাহিনি দিয়েই উনি পুরোপুরি ভয় পাইয়ে দেওয়ার বা ভাল লাগানোর অদ্ভুত ক্ষমতা ছিল।

    • @afiaanjum5030
      @afiaanjum5030 3 года назад +1

      হু! হুমায়ুন আহমেদ একজনই! Malti talented person! 😍 ❤️. I love Humayun Ahmed! ❤️

  • @kaziasif5978
    @kaziasif5978 3 года назад +15

    নাটকটি দেখে মাত্র শেষ করলাম ,হঠাত্ আমার রান্নাঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। খুব ভয় পেয়েছি ।

    • @reverend_shams
      @reverend_shams 2 года назад

      রান্নাঘর ভরা চিকা

  • @rajibmondal400
    @rajibmondal400 Год назад +2

    একটা অন্য রকম কাহিনী দেখলাম। খুব ই ভালো লাগলো। সুইটি ম্যাডাম অনেক গাম্ভীর্যের সাথে অভিনয় টা করেছেন। এই গল্পটা র ২ য় পাঠ থাকলে সঠিক টা বোঝা যেত, ভালো ভাবে। বুঝতে পারলাম এটাই রহস্য। যা শেষ হয়েও হলো না।

  • @tarikmahmood4159
    @tarikmahmood4159 7 лет назад +27

    রহস্যময় পৃথিবীর মানুষ নামক অদ্ভুত প্রাণীর মনে উদ্ভব হওয়া উদ্ভট বিষয়গুলোকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন উনার নাটক,উপন্যাস,গল্পে।

  • @Islam-df2he
    @Islam-df2he 5 лет назад +7

    নাটক কাকে বলে কত প্রকার ও কী কী তা সবার শ্রদের হুমায়ূন আহমেদ স্যার অনেক বছর আগেই বুঝিয়ে দিয়েছিলেন, বত'মানের সময়ের পরিচালকের জন্য হুমায়ূন আহমেদ অন্যতম সেরা আদর্শ স্বরূপ ।হুমায়ূন আহমেদের লেখা নাটক অসাধারন ও সুপারহিট নাটক ।হুমায়ূন আহমেদের পুরানো দিনের বাংলা নাটক দেখার মজাই আলাদা ।

  • @farukhosain3051
    @farukhosain3051 Год назад +1

    একজন গল্পের জাদুকর। কি চমৎকার জাদুকরী লেখা। ❤️❤️

  • @arifinrohan8595
    @arifinrohan8595 Год назад +4

    There are heavy indications that the Mama character used to molest Meera when she was young. Shows how subtle and yet brilliant Humayun sir's writing can be.

  • @সৈয়দনোমান
    @সৈয়দনোমান 3 года назад +4

    মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।

  • @SOJIB6514
    @SOJIB6514 2 года назад +7

    লাস্টে ডাক্তার ভাবতেছে আমি কী পাগল হয়ে গেলাম নাকি। অসাধারণ একটা নাটক। ❤️

  • @pushpitasarker7922
    @pushpitasarker7922 7 месяцев назад

    sweety is very beautiful..And anupha's face is also very lovely and emotional

  • @nobody_o7o
    @nobody_o7o 9 месяцев назад +1

    এতো সুন্দর নাটক!! ❤

  • @nicemelody3314
    @nicemelody3314 2 года назад +3

    এইসব গল্প আসলে আমাদের রিয়ালিটিকে প্রশ্নবিদ্ধ করে এমনকি যারা মনস্তাস্তিক ব্যাপার নিয়ে গবেষনা করে তাদেরকেও। এই ক্ষমতা একমাত্র হুমায়ুন আহমেদ স্যারেরই আছে।ধন্যবাদ।

    • @reverend_shams
      @reverend_shams 2 года назад

      কি বললি শালা!

    • @nicemelody3314
      @nicemelody3314 2 года назад

      @@reverend_shams দুলাভাই ১০০০ টাকা চাই,চাইনিজ খাবো।

  • @MiladAhamed
    @MiladAhamed 4 года назад +12

    Tanveen Sweety, She was sweetest indeed!

  • @نهيدحسن-ذ6ب
    @نهيدحسن-ذ6ب 4 года назад +17

    ২৫-০৪-২০২০
    করোনাভাইরাসের লকডাউনে গৃহবন্দী হয়ে হুমায়ুন আহমেদের পুরোনো দিনের সব নাটক দেখছি...

  • @perfectview1737
    @perfectview1737 2 года назад +3

    45,46 মিনিটে পুরো স্তব্দ হয়ে গেলাম। কত অসাধারণ নির্মাণ

  • @silviatasnim5253
    @silviatasnim5253 3 года назад +12

    এই কাহিনীগুলো ঝড় বৃষ্টির দিন পড়তে অনেক ভালো লাগতো🥰

  • @mamunhossen1890
    @mamunhossen1890 4 года назад +11

    স্যারের পরিচালনা ও কাহিনি পৃথিবীর সবথেকে আলাদা,,

  • @jisojib1145
    @jisojib1145 7 лет назад +9

    great humaun ahmed.... love it

  • @luzayennoor8311
    @luzayennoor8311 4 года назад +12

    নাটকের শুরু থেকে শেষ পরযন্ত কিছুই বুঝলাম না। দারুন রহস্যময়।

    • @نهيدحسن-ذ6ب
      @نهيدحسن-ذ6ب 4 года назад

      এটা আসলে অতি প্রাকৃত নাটক বা ভৌতিক নাটক।

  • @SOJIB6514
    @SOJIB6514 2 года назад +1

    অসাধারণ একটা নাটক অসাধারণ অভিনয় করেছেন সবাই এ-ই নাটক গুলো চির অমর হয়ে থাকবে। ❤️

  • @rubaiyasultanapriyanka8334
    @rubaiyasultanapriyanka8334 2 года назад +6

    আগের দিনের অভিনেত্রী আর এখনকার অভিনেত্রীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখনকার অভিনেত্রীরা অভিনেত্রীরা অভিনয় তো জানেই না,, উল্টো স্কান্ডালে সব ভরা

  • @basicenglish9633
    @basicenglish9633 4 года назад +1

    Dekhe khub vlo lglo..mon vore gese

  • @abuazad2382
    @abuazad2382 2 года назад +5

    চরম লেভেলের স্ক্রিপ্ট। হুমায়ূন আহমেদ গ্রেট

  • @নীলকণ্ঠ-জ৬ছ
    @নীলকণ্ঠ-জ৬ছ 7 лет назад +9

    হুমায়ুন আহমেদ স্যার এর প্রতি টা নাটক ই কি বলব অসাধারণ .এমন ভাবে present করেন সত্যিই রহস্যময়ী

  • @afiaanjum5030
    @afiaanjum5030 3 года назад +7

    মারাত্মক থ্রিলার! হুমায়ুন আহমেদ মোস্ট জিনিয়াস!
    জাহিদ হাসান খুব দারুন অভিনয় করেছে! 😍

  • @ericosmostech4903
    @ericosmostech4903 4 года назад +13

    কি অদ্ভুত সুন্দর অভিনয় সুইটির, মাই গড! ভুলেই গিয়েছিলাম না দেখতে দেখতে! ২০২০ এসে আবার নতুন করে যেন দেখছি।

  • @Ahbabambia
    @Ahbabambia 4 месяца назад

    হুমায়ূন স্যার❤

  • @jubayerahmed4070
    @jubayerahmed4070 7 лет назад +5

    Jahid hassan bd er favaourite actor

  • @hasanmahedi6239
    @hasanmahedi6239 5 лет назад +9

    আহা, সুইটি!!
    আমার পিচ্চিকালের ক্রাশ 😍😍

    • @نهيدحسن-ذ6ب
      @نهيدحسن-ذ6ب 4 года назад +2

      😍😍😍

    • @mohiuddin8020
      @mohiuddin8020 4 года назад +1

      আপনার একার হবে কেন?

    • @ruhinbinaftab3615
      @ruhinbinaftab3615 3 года назад

      জীবনে আরও কত ক্রাশ খাওয়া বাকি আছে!

  • @mdshohaggs6863
    @mdshohaggs6863 3 года назад

    অদ্ভুত নাটক রচয়িতা ধন্যবাদ

  • @dilipray3479
    @dilipray3479 4 года назад +2

    nice natok...

  • @bdentertainmentmusic8453
    @bdentertainmentmusic8453 5 лет назад +3

    Ai ta humayon ahmed cara imposible... 💖💖💖💖💖💖

  • @bittersweetMotalib
    @bittersweetMotalib 4 года назад +3

    Love 💓 for humayun ahamed sir

  • @shashikantaroy5867
    @shashikantaroy5867 2 месяца назад

    Done ❤

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 4 года назад +2

    অসাধারণ

  • @jakiashanta6711
    @jakiashanta6711 2 года назад +3

    তৃষ্ণা,য‌ইতরী এবং নীল চুড়ি গল্পগুলো দেখে রাতে ভয়ে ঘুম পর্যন্ত হয়নি।

    • @reverend_shams
      @reverend_shams 2 года назад

      এমনি ই ঘুম হয়না তোর৷ তুই তো অনেক রাত পর্যন্ত জাগিস

    • @sanjidatasnim8299
      @sanjidatasnim8299 9 дней назад

      একদিন গভীর রাতে "নীল চুড়ি" নাটকটি দেখে খুব ভয় পেয়েছিলাম!

  • @arunchowdhury7629
    @arunchowdhury7629 4 года назад +4

    Humayun the genius...2020

  • @saruwarhossen397
    @saruwarhossen397 3 года назад +3

    হুমায়ূন আহমেদ** মানে অসাধারণ কিছু,
    কিন্তু আপসোস তিনি আজ আমাদের
    মাঝে নেই।

  • @Akash_hossen921
    @Akash_hossen921 5 месяцев назад +1

    ২০২৪ সালের মতো নগ্ন যুগে এসেও যারা এই নাটক গুলো খুঁজে খুঁজে দেখেন, আপনাদের স্যালুট 🫡

  • @muradahmed6741
    @muradahmed6741 4 года назад +5

    Murad Ahmed from Singapore🇸🇬 25-07-2020 💙💙🌿🌿💚💚👍👍

  • @RimJhim-wf2mw
    @RimJhim-wf2mw 4 месяца назад

    দেয়াল উপন্যাস নিয়ে নাটক তৈরি হলে দারুণ হতো❤️

  • @sabbirkhandaker4343
    @sabbirkhandaker4343 3 года назад +1

    Humayun ahmed ❤️

  • @HridoyHasan-sf4dj
    @HridoyHasan-sf4dj Год назад

    Mystery 🌟

  • @mdarifuzzaman3433
    @mdarifuzzaman3433 5 лет назад +26

    2019 keu ache ?

  • @mohrielsheikh6301
    @mohrielsheikh6301 Год назад +5

    নামও যেমন সুইটি
    চেহারাও তেমন
    অভিনয়ও তেমন

  • @nsuniquebanglacontent7900
    @nsuniquebanglacontent7900 2 года назад

    Super natok

  • @sumanchatterjee1605
    @sumanchatterjee1605 3 года назад +1

    vhoyonkor sundar natok

  • @mdsanoar2618
    @mdsanoar2618 3 года назад

    Awesome drama

  • @shakilahamed802
    @shakilahamed802 2 года назад

    Awesome akti natok ♥️💝💘
    Natokti comment e dekhlam kichu lok bujhe nai...Mira agei bole chilo se bipode porle ak Jon ese take rokkha kore ... Abul khayer ak Jon jat ovineta ....doctor mirar Kono khoti Korte jeno na pare tai mirar onno jonti last e sathei cholei eseche....

  • @bdentertainmentmusic8453
    @bdentertainmentmusic8453 5 лет назад +2

    Love you bosss, ❤❤❤❤❤❤❤💖💖💖💖💖💖💖

  • @mmkkkkl9579
    @mmkkkkl9579 6 лет назад +1

    wow akdhom basthober sathe mile gelo ...

  • @ashrafulalam878
    @ashrafulalam878 6 лет назад +1

    বড়ই চমৎকার।।।

  • @khokanibrahim9117
    @khokanibrahim9117 3 года назад +1

    এই শব্দটা খুব পছন্দের

  • @mohinmohin3566
    @mohinmohin3566 3 года назад +1

    What a natok !!!!! ❤️❤️❤️❤️❤️

  • @sayedislam9906
    @sayedislam9906 3 года назад +4

    পুরাই রহস্যময় নাটক ভালো হয়েছে

  • @mohrielsheikh29
    @mohrielsheikh29 4 года назад +4

    ভাই পুরাই রহস্য,অস্থির লাগছে। কিন্ত কাহিনি টা পুরাটাই একটা ঝাপসা ঝাপসা রয়ে গেলো

    • @hossainmohammadhelal8158
      @hossainmohammadhelal8158 3 года назад

      ওনার গল্প বেশিরভাগ সময় অসমাপ্তই থাকে।

  • @nuktushon512
    @nuktushon512 6 лет назад +4

    সই ব্যাকগ্রাউন্ড মিউজিক।
    ছোটবেলায় আম্মু এটা শুনিয়ে ভয় দেখাতো।
    nostalgic memories 😍

  • @mohrielsheikh29
    @mohrielsheikh29 4 года назад

    অসাধারন লেগেছিলো

  • @shagorkhan8784
    @shagorkhan8784 Год назад

    আমি এইগুলো খুঁজে খুজে দেখি

  • @shahriarhussain833
    @shahriarhussain833 2 года назад +1

    ১৫/১২/২০২১ হুমায়ূন আহমেদ স্যারের অসাধারণ সৃষ্টি এককথায় অসাধারণ নাটক

  • @Mdmonir-ki2ei
    @Mdmonir-ki2ei 11 месяцев назад

  • @abirhasanpartho9026
    @abirhasanpartho9026 6 лет назад +1

    Very nice

  • @asifjustinasif113
    @asifjustinasif113 Год назад

    🎉

  • @juneerahmed218
    @juneerahmed218 3 года назад +1

    Video Upload Koren Fahim Music Bangla Natok

  • @mhshahab6154
    @mhshahab6154 4 года назад +2

    অসাধারণ নাটক

  • @abirkhan1927
    @abirkhan1927 2 года назад +1

    নেএকোনার গর্ব আমাদের হুমায়ুন আহমেদ স্যার 💕💕💕

  • @kamalhossein8026
    @kamalhossein8026 2 года назад +1

    মানুষ খুব বিচিত্র প্রাণী খুব সহজেই দ্রুত বদলে যায়।

  • @anamulhaque8813
    @anamulhaque8813 4 года назад +1

    Wow

  • @kona7088
    @kona7088 Год назад

    অসাধারণ৷

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 2 года назад +1

    ক্যাপশনে নাটকটির নাম Churi লিখেছেন, Churi নয় Chhuri হবে।

  • @y2t6ro6bV65
    @y2t6ro6bV65 7 месяцев назад

    ছুরি🌚🌚

  • @GSun.123
    @GSun.123 11 месяцев назад

    ☺️💓

  • @samsame7831
    @samsame7831 2 года назад

    👌👌

  • @islamn799
    @islamn799 3 года назад

    Manusher mostiska nia khela-e chilo tar kaj. thanks

  • @juneerahmed218
    @juneerahmed218 3 года назад +1

    Natok Churi Bangla Natokti Upload Kore Diben Fahim Music Bangla Natok 90s Numbers Bangla Natok

  • @younussarker543
    @younussarker543 5 лет назад +1

    Nice

  • @sakilhossain3124
    @sakilhossain3124 2 года назад

    25.9.2022 sale ese natok ta dekhlam onek valo laglo 🖤

  • @rezahasan7557
    @rezahasan7557 4 года назад +1

    sweety mam amr proyio akjon Actor

  • @faysalsarkar5335
    @faysalsarkar5335 7 лет назад +8

    অনেক আগের নাটক

  • @WiseBasilisk
    @WiseBasilisk Год назад

    Can anyone explain the ending please?

  • @SirazulIslam-l2c
    @SirazulIslam-l2c 8 месяцев назад

    আমার মা এমন চোখে এটাসেটা দেখতো,ঘুমাস তোনা জেগে থাকতো।ঘরের ফুটো দিয়ে নাকি তাকিয়ে থাকে কিছু একটা।তখন সবাই জ্বীন বল্লেও আমি বিশ্বাস করিনি,আমি মায়ের মাথার চিকিৎসা করাই।পরে মাথা ঠান্ডা হলে এখন কিছুই দেখেনা,ঘুমো হয়।আমার মা এর পূর্বে স্ট্রোক করেছিলো তাই হয়তো এমন হয়েছিলো।বাট হুমায়ুন স্যার এসব বিষয় আগেই কিভাবে জানতো

  • @nadian2254
    @nadian2254 5 лет назад +5

    আসসালামু আলাইকুম ওয়ারমাতুল্লাহ ওয়াবারাকাতুহু আসুন আমরা সবাই সময়ে মতো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আধায়ে করি সুন্দর জীবন গঠন করি,

    • @asadbinislam8431
      @asadbinislam8431 5 лет назад +3

      দূর পাগলের ঘরের পাগল।

    • @MiladAhamed
      @MiladAhamed 4 года назад +2

      দুর হ ছাগলের বাচ্ছা

  • @mahfuzislam3839
    @mahfuzislam3839 3 года назад +1

    পছন্দের তালিকার একজন,, হুমায়ুন আহমেদ

  • @bittersweetMotalib
    @bittersweetMotalib 4 года назад +2

    Love 💓 for chowa

  • @meerakhondaker856
    @meerakhondaker856 6 лет назад +4

    Jotodin bachbo sir ke miss korbo..amar namtar sarthokota sudhu jeno sir er jonno

  • @skrezwan12
    @skrezwan12 4 года назад +1

    Who is watching in 2020 Lockdown?

  • @md.shahriyarmahi
    @md.shahriyarmahi Год назад

    হুমায়ূন আহমেদ স্যার, এত তারাতারি কেন আমাদের ছেড়ে গেলেন 😢

  • @SirazulIslam-l2c
    @SirazulIslam-l2c 8 месяцев назад

    কিন্তু সত্য টা কি?রহস্যটাই টা কি?আমার জীবনে একবার এমন হয়েছিলো আমি ঘুম থেকে উঠে সারা চক দৌড়ায়েছিলাম আর দেখেছি কেউ একজন আগুন নিয়ে আমার মুখের সামনে আনে।

  • @Kanakrahman4892
    @Kanakrahman4892 Год назад

    হুমায়ূন স্যারের নাটক সব দেখা প্রায় শেষের দিকে খুঁজে খুঁজে দেখি স্যারের নাটক , কিন্তু শেষ হলে কি দেখবো এটা প্রায় সময়ই ভাবি , আর বর্তমানে হাতে গুণা কিছু অভিনয়শিল্পীদের নাটক ছাড়া অধিকাংশই অশ্লীল আর অশ্লীলতায় পরিপূর্ণ !

  • @rabiulhasan3725
    @rabiulhasan3725 2 года назад +1

    শেষের জন্য মটেও প্রস্তুত ছিলাম না 😕

  • @MahmudulHasan-co3xt
    @MahmudulHasan-co3xt 4 года назад

    অনবদ্য সৃষ্টি

  • @golamrabbany2421
    @golamrabbany2421 2 года назад

    এতো মনোযোগ দিয়ে নাটকটা দেখলাম বাট বুঝতেই পারলামনা।