চমৎকার উপস্থাপনা, ভিডিও কোয়ালিটি আমাকে মুগ্ধ করেছে। তবে বিকল্প রাস্তা আছে সেখান দিয়ে গেলে অন্তত ২ ঘন্টা সময় বেঁচে যেত বলে মনে করি। ময়মনসিংহ> তারাকান্দা উপজেলা> ধোবাউড়া উপজেলা> দক্ষিন মাইজপাড়া ইউনিয়ন হয়ে যেতে পারতেন। চাকরী সূত্রে ওখানকার প্রতিটা পাহাড়ে আমার পদচারনা পরেছে। বাংলাদেশ যে কেমন সবুজে শ্যামলে ঘেরা ওখানে গেলে টের পাওয়া যায়। ধন্যবাদ।
@Belkuchi ব্রাদার, ময়মনসিংহ তারাকান্দা, ধোবাউড়া দিয়ে গেলে কি মাইক্রো নিয়ে যাওয়া যাবে? আর মাইক্রো নিয়ে গেলে কি এই ভিডিওতে যে ৫-৬টা জায়গা দেখিয়েছে সবগুলোতে যাওয়া যাবে? নাকি বাইক নিতেই হবে? রাস্তার কন্ডিশন কেমন? জানাবেন প্লিজ...
@@@md.asaduzzaman1573 বাইকটাকে কি সময়ের জন্য প্রাধান্ন দিচ্ছেন? নাকি মাইক্রো যাওয়ার মতো ভালো রোড নাই? আর মিশনারিটা কি সেন্ট জোসেফের ধর্মপল্লীকেই বুঝায় না? নাকি মিশনারী আলাদা জায়গা?
বাংলায় উপস্থাপনায় এক যুগান্তকারী উদাহরণ অপনি এবং বিশ্বকে সম্পুর্ন শুদ্ধ বাংলায় উপস্থাপন আপনার থেকে ভালো কেউ করতে পারে নাই এটা নিশ্চিত ♥️♥️💕💕 এগিয়ে যান আরো অনেক দূর ♥️ আল্লাহ তায়ালা আপনাক নেক হায়াত দান করুক ♥️
নেত্রকোনা জেলায় ভ্রমণের জন্য আন্তরিক অভিনন্দন। আমার জেলার এতো সুন্দর কয়টি জায়গা সবাইকে দেখানোর জন্য আন্তরিক ধন্যবাদ। সব দিক থেকেই অসাধারন আপনার ভিডিও যে রকমটা সবাই করতে পারেনা।
ধন্যবাদ ভাই আমাদের এলাকাটি এতো সুন্দর ভাবে তুলে ধরার জন্য আর ঢাকা থেকে সরাসরি জারিয়ার ট্রেন পাওয়া যায় ট্রেনের নাম বলাকা এক্সপ্রেস কমলাপুর থেকে ভোর ৪টার ছাড়ে ভারা কমলাপুর থেকে জারিয়া ৮৫ টাকা
আমার দেখা সেরা ভিডিও হুম সেরা ভিডিও। শুধু মাত্র উন্নাত প্রযুক্তি ব্যবহার করে বা ড্রোন থেকে ভিডিও করার জন্য না, অনেক সুন্দর সুস্থ্য বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য ভালো লাগা।
অসংখ্য ধন্যবাদ বাংলার শুদ্ধ উচ্চারণের জন্য। আজকালকার দেশি ভিডিওগুলো দেখলে বিরক্ত হওয়ার প্রধান কারণ আমাদের এত সুন্দর বাংলা ভাষার যাচ্ছেতাই উচ্চারণ। Thanks a lot for this nice video! 💜
@@rokomarivlogr32189 where did you find pronunciation in writing ? Can you hear writing ? Humiliating anyone without any reason is not a good virtue . You need to mend your ways .
মাশাআল্লাহ্ ,,,,,, কমেন্ট না করে পারলামনা,নিপুণ ভাবে অসাধারণ উপস্থাপনা। ভিডিওর প্রতিটি ক্লিপ সাজানো হয়েছে,সুন্দর সুচারুপে। এগিয়ে যান,সম্ভাব্যো সুন্দর সময় অপেক্ষা করছে। ইনশাআল্লাহ,,,,,,,,
কি উপমায় ভূষিত করব ভাষা খুজে পাচ্ছি না.... তবুও জানাই আন্তরিক ধন্যবাদ 👏 আমাদের এত সুন্দর এলাকা টা এখনো অবহেলিত বিশেষ করে পর্যটকদের জন্য 😑 এইতো কয়েকমাস আগেও শম্ভুগঞ্জ থেকে দূর্গাপুরের রাস্তাটার ছিলো বেহাল অবস্থা 👎 তবে আমাদের এলাকাটা নিয়ে করা ভিডিও গুলোর মধ্যে সেরাটা এই চ্যানেলেই দেখলাম... বাহ অসাধারণ 👏👌✌
প্রশংসার উর্ধ্বে। এত সুন্দর করে, এত information সহ কেউ video create করে না। আপনার পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। দোয়া করি, সব সময় সুস্থ থাকেন & আমার মতো ঘর বন্দী মানুষ গুলোর জন্য আরো বেশি বেশি স্থান ভ্রমণ করে video গুলো upload করেন। Thankyou so much.
If you go there please remember there is no waste management, so please don’t destroy this beautiful environment by throwing rubbish everywhere. Please be aware of plastic pollution. Please dont throw plastic bags and bottles in this beautiful nature.plastics are seriously harming our nature. Please keep your country clean and look after it’s nature. Thank you.
@@mdruel9375 আপনি কি দূর্গাপুরের বাসিন্দা। আমার কাছে অনেক প্রিয় একটা এলাকা। খুবই সুন্দর সিমসাম প্রকৃতি তে ভরা। এখানে কি জায়গা জমি কিনে বাড়ি করা যাবে নাকি । যদি সহায়তা পরামর্শ দেন। আপনার ফোন নাম্বার দিলে আমি কল দিবো ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ করতে।
Allah, ki chomotkar uposthapon. jayga ta jotto shundor , apnar biboron o uposthapon tar shoundorjo shohosro gune barie dilo.... amder study tour birishiri te nirdharon korsa hoechhe, apnar video ti dara khubi gurutyopurno totthyo pelam ..... awesome.....😊😊😊
বিরিশিরি খুবই বেশী সুন্দর যায়গা, বলা বাহুল্য, যতবার যাওয়া+দেখা যায়, আরো দেখার সাধ রয়েই যায়। তবে, এর সাথে আরো চমৎকার মাত্রা যোগ করেছে আপনা(দে)র এই ভিডিও'র পুরো উপস্থাপনা, simply mind boggling, mates! কিছুদিন আগে পূর্বাচল'এর ভিডিও দেখেই চ্যানেলটি সাবস্ক্রাইব[+বেল ক্লিক] করে রেখেছিলাম- বোঝা যাচ্ছে কাজটা ভালোই করেছিলাম আমি :p অজস্র ধন্যবাদ ভাই, এতো চমৎকার যায়গার এমন নান্দনিক+সাবলীল উপস্থাপনার জন্য। And, of course, since your presentations & all are top notch, an English narration/subtitle would be great forth, to attract international viewers as well. Cheers & best wishes
munir rahman ধন্যবাদ এতখানি প্রশংসার জন্য। যা ভিডিওতে বললাম, বিরিসিরির একটি ইংরেজীতে উপস্থাপনা করা ভিডিও বের হবে শীঘ্রই। পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চল নিয়ে Travel blog, cinematic content ও Place Review ক্রমানুসারে আপলোড করা হবে এখানে। এই মাসেই দেশের বাইরের কিছু ক্লিপ দেখতে পাবেন। আশা করি আমার চ্যানেলটির সাথে থাকবেন ও অন্যদেরও এ চ্যানেলটিতে Subscribe করার উৎসাহ দিবেন। 😊
আমার দেখা সেরা ভিডিও হুম সেরা ভিডিও। শুধু মাত্র উন্নাত প্রযুক্তি ব্যবহার করে বা ড্রোন থেকে ভিডিও করার জন্য না, অনেক সুন্দর সুস্থ্য বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য ভালো লাগা। 😍😍😍😍😍😍😍😍
আপনারা আর একটু সামনে আগালেই চিনামাটির আরো বড় বড় অনেক পাহাড় দেখতে পেতেন,তাছাড়া আপনারা বেশ কয়েকটি দর্শনীয় স্থান মিস করছেন ব্রো😁 ওকে সমস্যা নেই,আবার আসার নিমন্ত্রণ রইলো....
Birisiri is Municipality & Susang Durgapur is Sub District under Netrakona. China Clay hills not major tourism hub in here, rather Tribal (Garo/Hajong/Chakma) culture & Cultural Academy, Garo Hills & local food & tribal liquor is main tourism attractions in here.
ধন্যবাদ। খুবই ভালো লাগলো। INDIA থেকে আপনাকে ও আমার বাংলাদেশের Subscriber/Viewer ভাই ও বোনদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। Nirmalya on wheels
So detailed, so good videography and quality, so good routing with alternative details. The best vlog I've ever seen. Surely you had to work hard for this kind of quality vlog. Respect & Thank you a lot.
ভাইয়া প্রথমেই আমার সালাম আসসালামু আলাইকুম। কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবচাইতে বেস্ট সবচাইতে ভালো লাগছে এই ভিডিওটা। আমি এই মাত্র 1 মিনিট 28 সেকেন্ড দেখছি। এখন কমেন্ট না করে আর ভিডিও দেখতে পারছিনা। খুবই আনন্দ লাগছে। আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি। এবং আজ থেকে আপনার চ্যানেলের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন প্লিজ। অসাধারণ চমৎকার। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা দেখতে দেখতে মনে হচ্ছিল আমি বাস্তবের এক অপরূপ সৌন্দর্য মই পরিবেশের মধ্যে স্বপ্নের জগতে ঘুরে বেড়াচ্ছি। আমি আশা করছি আপনি এ ধরনের আরো ভালো ভিডিও আপলোড করবেন।
সউদি প্রবাসি পাকিস্তানি দের ফ্যামিলি ভিজিট ভিসার ফি জনপ্রতি ৩০০ রিয়াল। বাংলাদেশিদের জন্য সেই ফি জনপ্রতি ২০০০ রিয়াল।আমাদের জন্যে ও ৩০০ রিয়াল করে দিলে খুব সহজে আমরা ফ্যামিলি সউদি নিয়ে আসতে পারি। এই বিষয় টা বাংলাদেশ সরকার,ঢাকাস্থ সউদি এম্বাসি এবং সউদিস্থ বাংলাদেশ এম্বাসির নজরে আনা দরকার
Bhai apner ai video ta ato valo lage,, 2019 a 1st jokhon daksi tar kisudin por birishiri gurte gasilam... Aajkew daklam,, onk sundor vabe birishirir sundorjo tule dorsen.. Love from Jamalpur ❤️
Loved the video. I am from netrakona but think went twice in my life. That's the reality of all netrakona living people. Great video loved it again ❤️ ❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
যান্ত্রিক নগরে বাস করেও কিছুটা হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলাম । খুবই মিস করি আমার নিজ এলাকাকে । আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে তুলে ধরার জন্য
চমৎকার উপস্থাপনা, ভিডিও কোয়ালিটি আমাকে মুগ্ধ করেছে। তবে বিকল্প রাস্তা আছে সেখান দিয়ে গেলে অন্তত ২ ঘন্টা সময় বেঁচে যেত বলে মনে করি। ময়মনসিংহ> তারাকান্দা উপজেলা> ধোবাউড়া উপজেলা> দক্ষিন মাইজপাড়া ইউনিয়ন হয়ে যেতে পারতেন। চাকরী সূত্রে ওখানকার প্রতিটা পাহাড়ে আমার পদচারনা পরেছে। বাংলাদেশ যে কেমন সবুজে শ্যামলে ঘেরা ওখানে গেলে টের পাওয়া যায়। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। পরের বার অবশ্যই আপনার কথাটা মনে রাখবো।
@@MrMixersWorldThanks
@Belkuchi ব্রাদার, ময়মনসিংহ তারাকান্দা, ধোবাউড়া দিয়ে গেলে কি মাইক্রো নিয়ে যাওয়া যাবে? আর মাইক্রো নিয়ে গেলে কি এই ভিডিওতে যে ৫-৬টা জায়গা দেখিয়েছে সবগুলোতে যাওয়া যাবে? নাকি বাইক নিতেই হবে? রাস্তার কন্ডিশন কেমন? জানাবেন প্লিজ...
@@faisalkhan-zt2xy বাইকটাই উত্তম। এই পাঁচটা ছাড়াও মিশনারী আছে দেখতে পারবেন
@@@md.asaduzzaman1573 বাইকটাকে কি সময়ের জন্য প্রাধান্ন দিচ্ছেন? নাকি মাইক্রো যাওয়ার মতো ভালো রোড নাই? আর মিশনারিটা কি সেন্ট জোসেফের ধর্মপল্লীকেই বুঝায় না? নাকি মিশনারী আলাদা জায়গা?
আসলেই বিরিশিরি খুব সুন্দর। আমি গর্বিত বিরিশিরির সন্তান হয়ে।
ধন্যবাদ বিরিশিরি নিয়ে সুন্ধর একটি ব্লগ তৈরি করার জন্যে।
এখন গেলে কি কোন সমস্যা হবে?
অসাধারণ উপস্থাপনা। ব্লগ ভিডিওটিকে সেই লেভেলে নিয়ে গেছেন। নিয়মিত ভিডিও দিয়েন, ইউটিউবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।😍
Mr.Rony Sikdar অনেক ধন্যবাদ
Right......
Bangladesh is the best visiting
Mr.Rony Sikdar vai amar nana bari oikanei khob sondor ar ami oikane prai sob korahoyese
অসাধারণ উপস্থাপনা ।ভালো লাগলো।ভিডিও অনেক ভালো লাগলো
ভাইয়া স্থান গুলো যতনা সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আপনার উপস্থাপনা গুলো
ওয়াও,,,কথা বলার স্টাইল ❤❤ উপস্থাপনা ❤❤
EM ON ধন্যবাদ
বাংলায় উপস্থাপনায় এক যুগান্তকারী উদাহরণ অপনি এবং বিশ্বকে সম্পুর্ন শুদ্ধ বাংলায় উপস্থাপন আপনার থেকে ভালো কেউ করতে পারে নাই এটা নিশ্চিত ♥️♥️💕💕
এগিয়ে যান আরো অনেক দূর ♥️
আল্লাহ তায়ালা আপনাক নেক হায়াত দান করুক ♥️
সত্যি অসাধারণ ছিল সবকিছু। উপস্থাপনা ভিডিও ফুটেজ এডিটিং সবকিছু। 👌
Mohammed Safi Ullah ধন্যবাদ
নেত্রকোনা জেলায় ভ্রমণের জন্য আন্তরিক অভিনন্দন। আমার জেলার এতো সুন্দর কয়টি জায়গা সবাইকে দেখানোর জন্য আন্তরিক ধন্যবাদ। সব দিক থেকেই অসাধারন আপনার ভিডিও যে রকমটা সবাই করতে পারেনা।
অসাধারণ এক উপস্থাপনা, ড্রোন এর সট গুলাও জোস ছিলো। সব মিলিয়ে অসাধারণ। এর আগে ট্রাভলিং সম্পর্কে এমন বিস্তারিত ভিডিও দেখি নাই।
Prince Al-Amin ধন্যবাদ 😊😊
Wow ....ami jete ceyecilam kintu jete parini .....tobe asa kori jabo
মায়ের চাকরীর সুবাদে ৮টি শৈশব বছর অতিবাহিত করেছি....... অসম্ভব সুন্দর জায়গা
তুমাদের বাসা কোথায়?
ওয়াও......কথা বলার স্টাইল দারুন............... সবকিছু মিলিয়ে সুন্দর গোছানো উপস্থাপনা খুব ভাল ...।।
ধন্যবাদ ভাই আমাদের এলাকাটি এতো সুন্দর ভাবে তুলে ধরার জন্য
আর ঢাকা থেকে সরাসরি জারিয়ার ট্রেন পাওয়া যায়
ট্রেনের নাম বলাকা এক্সপ্রেস
কমলাপুর থেকে ভোর ৪টার ছাড়ে ভারা কমলাপুর থেকে জারিয়া ৮৫ টাকা
In sha Allah jabo vai ..ekdin obosshoi..amr khoobi glo legeche elakata..amader desher shundorjo asholei onk mono mughdhokor..doa korben jno jete pari..
vi apnar number ta dan vi
বাংলাদেশ থেকে পাহাড় শুরু হয়ে ভারত মায়ানমারে গিয়ে পর্বতে রুপান্তর হয়।
Nice
ভাই এটা কি আমাদের দেশের ভিতরে নাকি ?
আপনার উপস্থাপনা খুবই ভালো। আপনি বাংলাদেশের সেরা ইউটিউবার হবার যোগ্যতা রাখেন।
আমার দেখা সেরা ভিডিও হুম সেরা ভিডিও।
শুধু মাত্র উন্নাত প্রযুক্তি ব্যবহার করে বা ড্রোন থেকে ভিডিও করার জন্য না, অনেক সুন্দর সুস্থ্য বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য ভালো লাগা।
Thuhin Thuhin ধন্যবাদ
good
অসংখ্য ধন্যবাদ বাংলার শুদ্ধ উচ্চারণের জন্য। আজকালকার দেশি ভিডিওগুলো দেখলে বিরক্ত হওয়ার প্রধান কারণ আমাদের এত সুন্দর বাংলা ভাষার যাচ্ছেতাই উচ্চারণ। Thanks a lot for this nice video! 💜
apni nijai English lagaiya disan😁
@@rokomarivlogr32189 এইহলো মেয়েদের সমস্যা,🤣আপনিও ইংরেজিতেই বলছেন যত্তসব।
গজলটি ভালো লাগে নাই 😅😅😅😅
@@rokomarivlogr32189 where did you find pronunciation in writing ? Can you hear writing ? Humiliating anyone without any reason is not a good virtue . You need to mend your ways .
উপস্থাপনা, ভিডিও ধারন সব মিলিয়ে ভিডিওটিকে অসাধারণ ভাবে আকর্ষনীয় করে তুলেছে। শুভকামনা
Tuhin Ali ধন্যবাদ
মাশাআল্লাহ্ ,,,,,, কমেন্ট না করে পারলামনা,নিপুণ ভাবে অসাধারণ উপস্থাপনা। ভিডিওর প্রতিটি ক্লিপ সাজানো হয়েছে,সুন্দর সুচারুপে। এগিয়ে যান,সম্ভাব্যো সুন্দর সময় অপেক্ষা করছে। ইনশাআল্লাহ,,,,,,,,
খুব ভালো লাগলো ভিডিওটা, ড্রোন একটা নতুন মাত্রা যোগ করছে, New Travel Vlogger In Town!!
Thank You very much!
অসম্ভব সুন্দর আপনার কন্ঠ।মুগ্ধ হয়ে আপনার কথা গুলো শুনলাম ।ভালো থাকবেন সব সময়।এই কামনা আপনার জন্য
সত্যি সুন্দর কন্ঠটা
আন্তর্জাতিক মানের ভিডিও। ধন্যবাদ....
Two Birds ধন্যবাদ
প্রথম দেখাতেই খুবই ভালো লাগছে,ভিডিও কোয়ালিটি,উপস্থাপনা,ভয়েস এক কথায় অসাধারণ,শুভ কামনা💜
কি উপমায় ভূষিত করব ভাষা খুজে পাচ্ছি না.... তবুও জানাই আন্তরিক ধন্যবাদ 👏 আমাদের এত সুন্দর এলাকা টা এখনো অবহেলিত বিশেষ করে পর্যটকদের জন্য 😑 এইতো কয়েকমাস আগেও শম্ভুগঞ্জ থেকে দূর্গাপুরের রাস্তাটার ছিলো বেহাল অবস্থা 👎
তবে আমাদের এলাকাটা নিয়ে করা ভিডিও গুলোর মধ্যে সেরাটা এই চ্যানেলেই দেখলাম... বাহ অসাধারণ 👏👌✌
Muslimah Jannat অনেক অনেক ধন্যবাদ! সাথে থাকবেন! 😊
জান্নাত তোমার বাসা কোথায়?
রাস্তা ত লাগেই
আমি আসতে চাই মালেশিয়া থেকে।
দূগাপুরের মানুষ অত্যন্ত ভালো এবং মেহমান পরায়ণ।।।।
apnar presentation dekhe mugdho holam ek kothay awesome bro doa roilo samne agiye jan
মাশাল্লাহ আপনার উপস্থাপনা অনেক সুন্দর. চালিয়ে যান আপনার চ্যানেলের ভবিষ্যৎ উজ্জ্বল.
rafiqul islam অনেক ধন্যবাদ। ♥️
প্রশংসার উর্ধ্বে। এত সুন্দর করে, এত information সহ কেউ video create করে না। আপনার পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। দোয়া করি, সব সময় সুস্থ থাকেন & আমার মতো ঘর বন্দী মানুষ গুলোর জন্য আরো বেশি বেশি স্থান ভ্রমণ করে video গুলো upload করেন। Thankyou so much.
If you go there please remember there is no waste management, so please don’t destroy this beautiful environment by throwing rubbish everywhere. Please be aware of plastic pollution. Please dont throw plastic bags and bottles in this beautiful nature.plastics are seriously harming our nature. Please keep your country clean and look after it’s nature. Thank you.
Yes
আমাদের গ্রামের সম্পূর্ণ ভিডিও❤️❤️❤️❤️
ধন্যবাদ ভাই আমাদের এলাকা টিকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
md ruel আপনাকেও ধন্যবাদ
এটা কোন জেলায় কোন থানায় ভাইয়া বলবেন
@@bdlifeadil9679 নেএকোণা জেলা দূর্গাপুর উপজেলা
@Daily Life of A Bangladeshi হুম
@@mdruel9375 আপনি কি দূর্গাপুরের বাসিন্দা।
আমার কাছে অনেক প্রিয় একটা এলাকা। খুবই সুন্দর সিমসাম প্রকৃতি তে ভরা। এখানে কি জায়গা জমি কিনে বাড়ি করা যাবে নাকি । যদি সহায়তা পরামর্শ দেন। আপনার ফোন নাম্বার দিলে আমি কল দিবো ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ করতে।
এ পর্যন্ত ১৪ বার দেখলাম।
নেত্রকোনা থেকে ❤️ নিবেন
Allah, ki chomotkar uposthapon. jayga ta jotto shundor , apnar biboron o uposthapon tar shoundorjo shohosro gune barie dilo.... amder study tour birishiri te nirdharon korsa hoechhe, apnar video ti dara khubi gurutyopurno totthyo pelam ..... awesome.....😊😊😊
আপনার উপস্থাপনা খুব সুন্দর ভাই ভিডিওটি অসাধারণ হয়েছে
আশাতীত মনোহরী উপস্থাপনা। বলার ঢং সত্যিই অসধারণ।
Imran Masud অনেক ধন্যবাদ
বিরিশিরি খুবই বেশী সুন্দর যায়গা, বলা বাহুল্য, যতবার যাওয়া+দেখা যায়, আরো দেখার সাধ রয়েই যায়।
তবে, এর সাথে আরো চমৎকার মাত্রা যোগ করেছে আপনা(দে)র এই ভিডিও'র পুরো উপস্থাপনা, simply mind boggling, mates!
কিছুদিন আগে পূর্বাচল'এর ভিডিও দেখেই চ্যানেলটি সাবস্ক্রাইব[+বেল ক্লিক] করে রেখেছিলাম- বোঝা যাচ্ছে কাজটা ভালোই করেছিলাম আমি :p
অজস্র ধন্যবাদ ভাই, এতো চমৎকার যায়গার এমন নান্দনিক+সাবলীল উপস্থাপনার জন্য। And, of course, since your presentations & all are top notch, an English narration/subtitle would be great forth, to attract international viewers as well.
Cheers & best wishes
munir rahman ধন্যবাদ এতখানি প্রশংসার জন্য। যা ভিডিওতে বললাম, বিরিসিরির একটি ইংরেজীতে উপস্থাপনা করা ভিডিও বের হবে শীঘ্রই। পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চল নিয়ে Travel blog, cinematic content ও Place Review ক্রমানুসারে আপলোড করা হবে এখানে। এই মাসেই দেশের বাইরের কিছু ক্লিপ দেখতে পাবেন। আশা করি আমার চ্যানেলটির সাথে থাকবেন ও অন্যদেরও এ চ্যানেলটিতে Subscribe করার উৎসাহ দিবেন। 😊
ধন্যবাদ,,,,, আামাদের নেএকোনার প্রাকৃতিক সুন্দর জায়গা গুলো ইউটিউবে ছাড়ার জন্য।।।।।।
আমার খুব পছন্দের একটি জায়গা।খুব ভালো লাগলো আপনাদের উপস্থাপন। সত্যিই দারুন হয়েছে ভিডিওটি ❤
eboong.co. এবং ডট কম ধন্যবাদ
অসাধারণ.. দারুণ হয়েছে ভিডিও টা.. আমার জীবনে দেখা ভ্রমণের ভিডিও গুলোর মধ্যে এই ভিডিও টায় সবচেয়ে বেস্ট!!!।।।ভাইয়া আপনার চ্যানেলে আরও ভিডিও চায়..
Aj prothom ecche hocche, youtube e jodi love react deowar option thakto!
Apnar kotha bolar bhongi khub shundoor! Mashallah!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
শুদ্ধ উচ্চারণের চমৎকার উপস্থাপনা, চিত্রায়নের গুনগত মান, সুন্দর-সবুজ- শ্যামল অপরূপ বাংলাদেশকে ঘরে বসে উপভোগ করে মুগ্ধ হ’লাম। যাবতীয় খরচের তালিকায় আবাসন এবং ঠিকানা যোগ হলে ভাল হতো। আগামী দিনের জন্য শুভ কামনা।
আমার বাড়ি দূর্গাপুরে,,,,
ধন্যবাদ আপনাদের দূর্গাপুরে যাওয়ার জন্য
অলস লামু আলাইকুম ভাই,আপনার সাথে আমার একটু কথা আসে দয়া করে একটু আমার সাথে যোগাযোগ করবেন
অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও ভালোবাসা আপনার জন্য, আমাদের এই সবুজ-শ্যামল অঞ্চলটাকে উপস্থাপন করার জন্য।❤️❤️
দারুন,আমি গিয়েছি, এটা আমার এলাকার খুব কাছে। ময়মনসিংহ বিভাগের একটি জেলা।
Okane r ki ki spot ache blbn ki ?
Tai amk nieye jabn
@@Meher689 apni jaben...ami apnake help korte pari
এখন গেলে কেমন দেখা যাবে ভিও
Bar bar dekhi ei video tah😇 kokhono boring laghe nah, it was Your best video ever ❤
চমৎকার বর্ণনা শৈলী, ভিডিও ধারণ ছিল মনের মতো; অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি নেত্রকোনার সন্তান। আমিও একবার এই এলাকা ঘুরে এসেছি।
Anwar Hossain অনেক ধনবাদ
Video quality, uposthapona...sob mile just osadharon...
Vai first time drone short deklam nijeder elakar,,, vai onek valo laglo
Jotirmoy Hajong ধন্যবাদ। ভিডিওটা এলাকার পরিচিত লোকজনকে দেখাবেন আশা করি। 😊
আমার দেখা সেরা ভিডিও হুম সেরা ভিডিও।
শুধু মাত্র উন্নাত প্রযুক্তি ব্যবহার করে বা ড্রোন থেকে ভিডিও করার জন্য না, অনেক সুন্দর সুস্থ্য বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য ভালো লাগা।
😍😍😍😍😍😍😍😍
আপনারা আর একটু সামনে আগালেই চিনামাটির আরো বড় বড় অনেক পাহাড় দেখতে পেতেন,তাছাড়া আপনারা বেশ কয়েকটি দর্শনীয় স্থান মিস করছেন ব্রো😁
ওকে সমস্যা নেই,আবার আসার নিমন্ত্রণ রইলো....
Methun Ahmed Saikat ধন্যবাদ 😀
সব দর্শনীয় স্থানগুলো একটু বলবেন কি?
Vai pahar gular height koto
যদিও আপনাদের আরও অনেক জায়গা দেখার বাকি ছিলো,তারপরও আপনার উপস্থাপনা মুগ্ধ করেছে,,,
নিজ জেলাঃনেত্রকোণা
Birisiri is Municipality & Susang Durgapur is Sub District under Netrakona. China Clay hills not major tourism hub in here, rather Tribal (Garo/Hajong/Chakma) culture & Cultural Academy, Garo Hills & local food & tribal liquor is main tourism attractions in here.
আপনার মত এত সুন্দর উপস্থাপনা, সব তথ্য এত সুন্দর ভাবে আর কোন ভিডিওতে আর দেখি নাই । সব জায়গার ভিডিও এই ভাবে তুলে ধরবেন আশা করি।
আমরা নিজেরাই দিন দিন এইসকল সুন্দর সবুজ শ্যামল স্থান গুলোকে শেষ করে দিচ্ছি 😢😢
Thik bolcan vi
thik
Shesh korchi to korchi tar upor abar gach o lagacchi na
খুব ভাল লাগল আপনার উপস্থাপনা এবং ক্যামেরার ছবির দৃশ্য। ধন্যবাদ।
ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ কুমিল্লায় আসার আমন্ত্রণ রইলো...
অপেক্ষায় রইলাম...
Faridul Alam Sujan আসবো ইনশাআল্লাহ!
এই কমেন্ট করার জন্য ধন্যবাদ
kumilla te kichui nei, kintu kumillar manush chapabaji kore onek kichui bole
ধন্যবাদ। খুবই ভালো লাগলো। INDIA থেকে আপনাকে ও আমার বাংলাদেশের Subscriber/Viewer ভাই ও বোনদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
Nirmalya on wheels
অামার বাড়ি মাওনা চৌরাস্তা অামরাও বিরিসিরি গেছিলাম বাইক দিয়ে বাট মনমতো ঘুরতে পারি নাই দেরি হয়ে গেছিলো বেশি অল্প একটু ঘুরছি অন্নেক ভাল লাগছে অাশা অাছে অাবার যাওয়ার...
কেনো
@@adrianabir7861 ভাই অামরা দেরি করে রওনা দিছিলাম সেজন্য...
বাংলায় উচ্চারণ অনেক শুদ্ধ হয়েছে, আর ভিডিও কোয়ালিটি দারুণ ছিল । অনেক ধন্যবাদ।
Outstanding presentations.... Lovely Brother. Carry on
অসাধারণ সুন্দর একটি জেলা,আমার বাব-দাদার জন্মস্থান, যদিও আমার জন্মস্থান ঢাকায় নানার বাড়ি,প্রতিবছর একবার গ্রামের বাড়ি যাই,সেই আনন্দ ভাষায় প্রকাশ করারমত নয়,আপনার উপস্থাপনা অসাধারণ সুন্দর হয়েছে😍🥰
So detailed, so good videography and quality, so good routing with alternative details. The best vlog I've ever seen. Surely you had to work hard for this kind of quality vlog. Respect & Thank you a lot.
Hillol Rozario ধন্যবাদ 😊
ভাইয়া প্রথমেই আমার সালাম আসসালামু আলাইকুম। কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবচাইতে বেস্ট সবচাইতে ভালো লাগছে এই ভিডিওটা। আমি এই মাত্র 1 মিনিট 28 সেকেন্ড দেখছি। এখন কমেন্ট না করে আর ভিডিও দেখতে পারছিনা। খুবই আনন্দ লাগছে। আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি। এবং আজ থেকে আপনার চ্যানেলের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন প্লিজ। অসাধারণ চমৎকার। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা দেখতে দেখতে মনে হচ্ছিল আমি বাস্তবের এক অপরূপ সৌন্দর্য মই পরিবেশের মধ্যে স্বপ্নের জগতে ঘুরে বেড়াচ্ছি। আমি আশা করছি আপনি এ ধরনের আরো ভালো ভিডিও আপলোড করবেন।
তথ্যবহুল ভিডিও চিত্র।।
ধন্যবাদ ভাই আমাদের নেত্রকোনা দূর্গাপুর এত সুন্দর করে তুলে ধরার জন্য
অলস লামু আলাইকুম ভাই,আপনার সাথে আমার একটু কথা আসে দয়া করে একটু আমার সাথে যোগাযোগ করবেন
Awesome bro.......👊👊
Thanks for your video......🖒🖒
Hasina Momtaz ধন্যবাদ
ভাই আমাদের এলাকা।
সাবলীল ভাষায় চমৎকার উপস্থাপন 💚
আমি এই এলাকার সন্তান হয়ে নিজেকে নিয়ে গর্ব করি,,,কারন আমাদের এলাকা প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভর পুর
অলস লামু আলাইকুম ভাই,আপনার সাথে আমার একটু কথা আসে দয়া করে একটু আমার সাথে যোগাযোগ করবেন
bhi apnar videota shai leveler. InshaAllah khv taratari eta ekta famous you tube Chanel e ropantorito hobe.
*ভিডিও দেখলাম না মধু খেলাম বুঝতে পারলাম না এরকম ভিডিও আরো চায়* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Md Noman ধন্যবাদ 😊
😄
আরো কয়েকটি স্থান ছিল। ৭ শহিদের মাজার, লেঙ্গুরা (সবগুলোর মধ্যে বিরিশিরি তার পরেই লেঙ্গুরা) আপনাদের এই ভিডিওটি বেশ সুন্দর হয়েছে।
আমাদের এলাকা♥
ভাইয়া ময়মনসিংহ দিয়ে দুর্গাপুর কত ঘন্টা লাগবে। আর ঐ খানে কাঠের দোকান কোন কোন জায়গায় অবস্থিত
এটা নিয়ে অনেক কিছু বইয়ে পরেছি, আজ নিজে চোখে দেখলাম। আশা করি একদিন যেতে পারব।
Thanks bro.
সাত শহিদের মাজার,লেংগুড়া বিজিবি ক্যাম্প,আর পাহাড়
আপনার প্রেজেন্টেশন, ভিডিও, সাউন্ড সবকিছুই প্রফেশনাল যা যায়গার সৌন্দর্যকে ছাড়িয়ে গেছে। চমৎকার হয়েছে।
16 minutes a aktu o boring feel kori nee.😊😍
The Village Tuber ধন্যবাদ
Vai apnar Editing onek valo hoi
Jemon sundor jaiga tar thekew beshe
Sundor apnar uposthapona
সব আল্লাহর দান
ভাই আপনার ভিডিও যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি।।
সউদি প্রবাসি পাকিস্তানি দের ফ্যামিলি ভিজিট ভিসার ফি জনপ্রতি ৩০০ রিয়াল। বাংলাদেশিদের জন্য সেই ফি জনপ্রতি ২০০০ রিয়াল।আমাদের জন্যে ও ৩০০ রিয়াল করে দিলে খুব সহজে আমরা ফ্যামিলি সউদি নিয়ে আসতে পারি। এই বিষয় টা বাংলাদেশ সরকার,ঢাকাস্থ সউদি এম্বাসি এবং সউদিস্থ বাংলাদেশ এম্বাসির নজরে আনা দরকার
Ei jaigar sondhorjo nij choke na dhekle ta opobog kora sombhob na. Khobi sondhur ekta jaiga.. Jara gece sodhu taray bojbe.. Just wow
আমি নেএকোনার মেয়ে 😍😍😍
.....tnx এত সুন্দর করে তুলে দরার জন্য 😍
আমার নিজ জেলায় অনেক সুন্দর জায়গা, সেই সাথে আপনাকে ধন্যবাদ।
বাহ্ অসাধারণ ভিডিও , খুব সুন্দর!! ভিডিও কোয়ালিটি ও ভয়েস সব কিছু খুব সুন্দর,, শুভকামনা রইল ভাইয়া
ধন্যবাদ
উপস্থাপনায় মুগ্ধ হয়ে গেলাম,, ভিডিওটি চমৎকার আর তথ্যবহুল ছিল..😍😍
ধন্যবাদ
Onek onek vhalo chilo video ta
Atto joss vhabe present kora hoise
Onek vhalo lagse video ta dekhe
Keep going vai♥️
Rahman Ifaz ধন্যবাদ। আশা করি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
দূর্গাপুরী দেখে মুগ্ধ হয়ে গেলাম ।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ
অসাধারণ বাচন ভঙ্গি। ভীষণ ভালো লাগলো, এত সুন্দর নিখাদ বাংলা শুনে।
চমৎকার উপস্থাপনা!!! আর ভিডিও কোয়ালিটিও 😍😍
চমৎকার জায়গা। খুব সুন্দর হয়েছে আপনার উপস্থাপনা।
উপস্থাপনা দেখে রীতিমতো ফ্যান হয়ে গেলাম ভাই !
আমিও ঘুরতে চাই পুরো পৃথিবী,, দেখতে চাই সব সুন্দর জায়গা গুলো।
আর ইউটিউব ব্লগের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাই তার সবটুকু
ধন্যবাদ ভাইয়া,,,আমি দুর্গাপুরের।আমাদের এলাকাটিকে এতো সুন্দরভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ।
তবে আপনারা পুটিমারি মিশন,বারমারি পাহাড় (যার আঞ্চলিক নাম-বান্দর টিলা),লেংগুড়ার সাত শহীদের মাজার,ছাতার পাহাড়, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা মিস করেছেন।
আশা করি পরবর্তীতে আসবেন।
RI Jeshan ধন্যবাদ। আসবো আবার ইনশাআল্লাহ
অলস লামু আলাইকুম ভাই,আপনার সাথে আমার একটু কথা আসে দয়া করে একটু আমার সাথে যোগাযোগ করবেন
সবাইকে আসার জন্য, প্রকৃতির অপরুপ দৃশ্য দেখার জন্য, সবাইকে, আমন্ত্রণ
অসাধারণ উপস্থাপনা, চমৎকার ভিডিও কোয়ালিটি ধন্যবাদ
ভাই প্রবাসে চার বছর হয়
কিন্তু নিজের গ্রাম দেখতে পারি নাই
আজ দেখে মনটা ভরে গেলো
আমার সুন্দর গ্রাম
ধন্যবাদ সবাই যাবেন দেখতে।
আপনি কোন দেশে থাকেন?? আপনার নাম্বার টা দিবেন ভাই???
Bhai apner ai video ta ato valo lage,, 2019 a 1st jokhon daksi tar kisudin por birishiri gurte gasilam...
Aajkew daklam,, onk sundor vabe birishirir sundorjo tule dorsen..
Love from Jamalpur ❤️
Onk tnx vaia... Amdr alaka ta ato sundor kore tule dhorar jnno☺
Uposthapona ta jst wow😍
Onk vlo lglo nijer alaka niye ai Video ta dekho❤
Loved the video. I am from netrakona but think went twice in my life. That's the reality of all netrakona living people. Great video loved it again ❤️ ❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
দারুণ! পরবর্তীতে আরো নতুন কিছু উক্ত এলাকা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে স্বাগতম
যান্ত্রিক নগরে বাস করেও কিছুটা হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলাম । খুবই মিস করি আমার নিজ এলাকাকে । আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে তুলে ধরার জন্য
Ariful Islam ধন্যবাদ
ভাই আমার বাড়ী বিরিশিরি , খুব ভালো লাগলো আপনাদের ভিডিওটা দেখে। অসাধারণ।