এস‌আই নিয়োগ ১ম দিন কি কি কার্যক্রম হবে🔥কি কি কাগজপত্র না‌ নিলে বাদ পড়বেন🔥BD Police SI Job Circular

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 205

  • @gfszone
    @gfszone Год назад +1

    প্লিজ উত্তর টা দিবেন। আমার হাইট কাটায় কাটায় ৫.৬"। বুকের মাফ ওজন এগুলো সব ঠিক আছে। প্রশ্ন হলো আমার হাইট নিয়ে আমি কোনো সমস্যায় পড়বো কিনা? আমি শুনেছি ওরা নাকি এক ইঞ্চি কমিয়ে ধরে।

  • @fazlulhoque8937
    @fazlulhoque8937 3 дня назад

    কম্পিউটার প্রশিক্ষন করেছি পরীক্ষা দিয়েছি কিন্তু সার্টিফিকেট আসতে দেরি হচ্ছে। তাহলে রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে গেলে হবে?

  • @abjabbar9140
    @abjabbar9140 8 месяцев назад +1

    ৪১ তম এস আই পদে আবেদন করেছি কিন্তু সেখানে কম্পিউটারের তথ্যটি দেওয়া হয়নি... আমার কি এসএমএস আসবে?

  • @MDSayed-w1w
    @MDSayed-w1w Год назад +2

    ভাইয়া, আমি ডিগ্রি পাশ করছি ২০২০ সালে, এখনো সার্টিফিকেট আসেনি, এখন কি করবো? আমি কি পরিক্ষা দিতে যাবো? গেলে কি ফিরে আসতে হবে?

  • @epicvain
    @epicvain Год назад +1

    পরীক্ষা দিয়েছি তবে সার্টিফিকেট পাইনি (কম্পিউটার) এডমিট কার্ড নিলে হবে?
    কারিগরি বোর্ডের অধিনে জানুয়ারিতে পরীক্ষা দিয়েছিলাম।

  • @TanvirKhan-s6c
    @TanvirKhan-s6c 8 месяцев назад +1

    ভাই ডিগ্রি পাস করছি ৩ মাস হলো কিন্তু কলেজে সাটিফিকেট বা মারসীট কিছুই আসে নাই। অনলাইন থেকে বের করে নিয়ে গেলে হবে।

  • @SheikhFaysal-v2n
    @SheikhFaysal-v2n 7 месяцев назад +2

    sir apni je indemnity er kotha bolchen to wedsite police constable er kotha likha ache but indmnityy kotha ni likha

  • @NewAccount-h7t
    @NewAccount-h7t 7 дней назад

    ভাইয়া আমি এস আই এ আবেদন করছি কিন্তু কম্পিউটার এর যোগ্যতা উল্লেখ্য করেনি কিন্ত আমার কম্পিউটার সার্টিফিকেট আছে এখন মাঠে যদি সার্টিফিকেট নিয়ে যাই স্যাররা কি দরবে??প্লিজ ভাইয়া রিপ্লাই🙏🙏

  • @rockyhossain7907
    @rockyhossain7907 Год назад +1

    ভাই প্রাইভেট ডিগ্রি নাকি অনার্স কোনটা করলে ভাল হবে এসআই পরীক্ষা দেওয়ার জন্য

  • @AbdullahAlmuttakin-m6c
    @AbdullahAlmuttakin-m6c Год назад +1

    ভাই আমার অনার্সের সার্টিফিকেটের আবেদন করে আসছি।।। সার্টিফিকেট আনতে পারি নাই।। বাট মার্কশীট সবকিছুই আছে।। আমার কি মাঠে যাওয়া উচিত হবেন??

  • @SK_TnT
    @SK_TnT День назад

    ami chokhe glass use kri .. kono problem hbe?

  • @electronicsworld5995
    @electronicsworld5995 12 дней назад

    ভাই আমার বয়স ২৪ বছর ৯ মাস তারপরও not eligible for over age ( বেশি বয়সের জন্য যোগ্য নয়) এটা কেনো আসে।

  • @rahatislam6973
    @rahatislam6973 5 месяцев назад

    ভাইয়া আমি ২০২৪ ব্যাচ এএ পুলিশ কনস্টেবল এর চাকরি পেয়েছি।এখন ডিগ্রি ভর্তি হবো। কিন্তু কোন ডিগ্রি ভর্তি হবো উন্মুক্ত ডিগ্রি না সাধারণ ডিগ্রি?

  • @AbdulKhaleque-u5v
    @AbdulKhaleque-u5v 9 месяцев назад +1

    অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া হয়েছে কিন্ত রেজাল্ট বের হইনি তিনি আবেদন করতে পারবেন কিনা একটু জানাবেন।

  • @MijanurrahamanazhariofficialYo
    @MijanurrahamanazhariofficialYo 16 дней назад

    আচ্ছা ভাইয়া আমি জদি প্রসংসা পত্র না নিয়ে জাই আমাকে কি মাট থেকে বের করে দিবে নাকি

  • @smsohel9926
    @smsohel9926 8 дней назад

    ভাই আমাদের অনার্স পরিক্ষা শেষ, এখনো রেজাল্ট বের হয়নি আমরা কী আবেদন করতে পারবো?

  • @rubelhosshain5959
    @rubelhosshain5959 Год назад +2

    Computer sertificate na thakle ki cancel hbe ki vai please janaben

  • @SohanIslam-w3c
    @SohanIslam-w3c 17 дней назад

    পুলিশ কনস্টেবল নিয়োগে চূড়ান্ত মেডিকেল রিপোর্ট আসার আগে দশ আঙ্গুলের ফিঙ্গার নেয়, নাকি পরে নেওয়া হয়।
    Reply plz

  • @loskervaiyt6783
    @loskervaiyt6783 Год назад +1

    ভাইয়া আমি ডিগ্রি তে b,a সাখাই ভর্তি হইছি এখন আমি b,a কম্পিলিট করে কি এস আইতে আবেদন করতে পারবো?

  • @fmcbd1861
    @fmcbd1861 7 месяцев назад +1

    Vai ami akta private job kori.but apply korar somoy dei nai tw Approval form lagbe?

  • @arifhossen7376
    @arifhossen7376 Год назад +1

    Bhai, amar hat vanga & konui ar okhane baka. Valo vabei bojha jai.
    But ami sob khela parbo in sha Allah.
    Pore medical a ki bad dite pare???

  • @rockbablu4136
    @rockbablu4136 Год назад +3

    বাংলাদেশ পুলিশকে অনেক ভালবাসি, কিন্তু আফসোসের বিষয় হল বাংলাদেশ পুলিশ এমন কেন করল? যার কারণে আমার ছোট ভাইকে মাঠে হাইট থেকে বাদ দিয়ে দিছে, আমার ছোট ভাই অমিত বড়ুয়া গতবার ৩৯ তম এসআই এর ভাইবা ফেরত। অনেক বড় আশা নিয়ে এইবার ৪০ তম এসআই নিয়োগে এপ্লাই করছে কিন্তু চট্টগ্রামে মাঠে ভাইকে হাইট থেকে বাদ দিয়ে দেয়। বাংলাদেশ পুলিশ আপনারা যদি ৫ ফুট সারে ৭ ইঞ্চি নেন তাহলে কেন সার্কুলারে উল্লেখ করেন নি? শুধু শুধু অনেক ভাল ভাল শিক্ষার্থীরা হয়রানি হতনা। যদি দৌড়ে বাদ পরত তাহলে মনকে শান্তনা দিতে পারতাম। প্রশ্ন রাখলাম Bangladesh Police এটা কোন রকমে মেনে নিতে পারছিনা।

  • @sujonsordar7942
    @sujonsordar7942 8 месяцев назад +1

    ভাই Ssc and hsc এর certificate না নিয়ে যদি Mark sheet নিয়ে যাই তাইলে কি হবে,প্লিজ যানাবেন

  • @polyakter-e8w
    @polyakter-e8w 8 месяцев назад +2

    Baiya computer certificate na nile bad diye dibe kina
    Plz janaben

  • @mdmonnafmiapushi6698
    @mdmonnafmiapushi6698 Год назад +2

    ভাইয়া তোতলানো জন্য কি কোনো সমস্যা হবে একটু বলবেন প্লিজ প্লিজ প্লিজ

  • @boomnath3008
    @boomnath3008 Год назад +1

    Bhaiya weight er hishab ta kivabe korbe? BMI hishab kore korbe ki? Ar overweight holeo ki select korte pare?

  • @nomrota8657
    @nomrota8657 Год назад +1

    Asaalamoylykum vaiya.... Amr computer course er ms word excel er r trouble shooting er corticate alada tahole ki 2 ta niye jbo nki 1 ta e?

  • @arifreza4201
    @arifreza4201 8 месяцев назад +1

    কম্পিউটার সার্টিফিকেট না থাকলে কোন সমস্যা হবে কি?

  • @aliffahim8741
    @aliffahim8741 Год назад +1

    ভাইয়া শরিলে কাটা দাগ থাকলে কোন সমস্যা হবে?

  • @imranhossen14
    @imranhossen14 Год назад +2

    ভাই আমার ৬ মাসের কম্পিউটার কোর্স আছে ওটা কি হবে নাকি আবার ৩ সপ্তাহের কোর্স করতে হবে, প্লিজ একটু জানাবেন❤️

  • @mdalmamun10
    @mdalmamun10 Год назад +1

    ভাই আমি সবশেষে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ নিয়েছি কিন্তু সমস্যা হলো চারিত্রিক সনদ টা গত বছরের। সেটা মাঠে নিয়ে গেলে কি হবে.?

  • @osmankhanakash9206
    @osmankhanakash9206 8 месяцев назад +1

    Vaiya Amar diploma and bsc computer science a Kora ,,Amar ki computer certificate lagbe?

  • @rayhanahmed7257
    @rayhanahmed7257 7 месяцев назад +1

    ভাই উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বিএ এর প্রশংসা পত্র তো হয় না,,ক করবো

  • @mdbiplobhasan832
    @mdbiplobhasan832 Год назад +1

    আমি দিনাজপুর থেকে বলছি ভাইয়া

  • @safoanlabib1783
    @safoanlabib1783 Год назад +1

    অনার্সের সার্টিফিকেট এখনো পাইনি, আবেদ যখন করেছি তখন ভাবছিলাম হয়তো পেয়ে যাবো, এখন মার্কসিট নিয়ে গেলে কি হবে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সার্টিফিকেট না আসলে মার্কশিট নিয়ে গেলেও হবে

  • @narayangoswamee1202
    @narayangoswamee1202 Год назад +1

    এস আই এর Physical Endurance test এর দিন মূল সার্টিফিকেট বাদে অন্যান্য কাগজ পত্র ঠিক না থাকলে কোনো সমস্যা হবে? যেমন ঃএই মূহূর্তে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ কালেক্ট করা দুঃসাধ্য।
    যদি জেনে থাকেন দয়া করে বললে উপকার হতো

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রশংসা পত্র টা নিতে হবে এটাই আগে দেখে। যেভাবেই হোক প্রশংসা পত্রটি তোলার চেষ্টা করবেন।

  • @romeoislam4906
    @romeoislam4906 Год назад +1

    আমি ছয় মাস মেয়াদি কম্পিউটার পরিক্ষা দিছি,,কিন্তু সাটিফিকেট তুলে আনি নাই,,এডমিট কার্ড নিলে হবে না,,??

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      ভাইয়া সার্টিফিকেট নিলে খুব ভালো হবে

  • @shahedurrahimsujan2464
    @shahedurrahimsujan2464 Год назад +1

    Dear Sir, MS Office, web browsing and troublingshooting এর জন‌্য কি আলাদা সা‌র্টিফি‌কেট নি‌তে হ‌বে? আমার বে‌সিক ক‌ম্পিউটারের উপর কোর্স করা আ‌ছে এবং সার্টিফি‌কেটও আ‌ছে। এটা দি‌য়ে হ‌বে না‌কি? জানা‌লে খুবই উপকৃত হ‌বো।

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সার্কুলার অনুযায়ী আপনি কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট নিয়ে গেলে কোন অসুবিধা হবে না

    • @shahedurrahimsujan2464
      @shahedurrahimsujan2464 Год назад

      @@ArafatJobUpdate অ‌নেক অপেক্ষার পর রিপ্লাই পেলাম। এই রিপ্লাইটা গতকাল পে‌লে আমার ১০০০ টাকা বেঁচে যেত।

  • @shantaislam1293
    @shantaislam1293 Год назад +1

    Pic sottayito na kore nile pblm hobe?

  • @azharuddin1st
    @azharuddin1st Год назад +1

    আবেদন করার কত দিন পর এডমিট কাড ডাউনলোড করার মেসেজ/অপশন আসে..…?

  • @abdulhai3497
    @abdulhai3497 Год назад +1

    আমার NID Card বর্তমান ঠিকানা অনুযায়ী করা হয়েছে , আমি আমার স্থানীয় ঠিকানা দিয়ে আবেদন করেছি এখন নাগরিকদের সনদপত্র কোন ঠিকানা অনুযায়ী নিয়ে যাব?
    জানালে খুবই উপকৃত হব

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      আপনার স্থায়ী ঠিকানা যেটা সেখান থেকে আপনি নাগরিক সনদপত্র নিবেন

  • @mdtawhid5560
    @mdtawhid5560 8 месяцев назад +1

    5.9 wet kto lagbe r buker map

  • @azharuddin1st
    @azharuddin1st Год назад +1

    কম্পিউটার সনদ ছাড়া তিন সপ্তাহ কোর্সের প্রত্যয়ন পত্র নিয়ে গেলে কাজ হবে.?

  • @MdAtiarPramanik-iq7xm
    @MdAtiarPramanik-iq7xm Год назад +1

    আমার ইন্টারের সার্টিফিকেট টা তুলতে পারিনি আমি কিন্তু আমার কাছে ইন্টারের অরিজিনাল মার্কশিট টি আছে এটা দিয়ে কি এস আই পদে মাঠ টা করতে পারব কি না দয়া করে জানাবেন প্লিজ।

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সার্টিফিকেট তুলে না থাকলে তোলার চেষ্টা করুন আর যদি একান্তই না থাকে মূল মার্কেটে নিয়ে গেলেও কোন সমস্যা হবে না সেটা আপনি মাঠে বুঝিয়ে বলবেন।

  • @dhrubamohalanobish3090
    @dhrubamohalanobish3090 Год назад +1

    কম্পিউটার কোর্স কি ৩ সপ্তাহেরই লাগবে।নাকি ৩/৬ মাসের কোর্সের সার্টিফিকেট নিলে হবে।

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সার্কুলারে বলা আছে সর্বনিম্ন তিন সপ্তাহের এর বেশি যদি থেকে থাকে কোন সমস্যা নাই

  • @MdMunna-wm8yv
    @MdMunna-wm8yv Год назад +2

    Take love bro🌹🌹🌹

  • @MDARIF-sp9qo
    @MDARIF-sp9qo Год назад +1

    আমি কম্পিউটার অফিস পোগ্রামের কাজ শিখেছিলাম। কিন্তু সার্টিফিকেট নেইনি।কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট না নিলেকি বাদ দিয়ে দিবে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      হ্যাঁ ভাইয়া অবশ্যই সার্টিফিকেট লাগবে

  • @RahatMotin
    @RahatMotin Год назад +1

    Amar certificate gulo te
    2022 e fathers Name e ekta small correction hoicilo,
    Amar shob Certificate ok ache, but
    Computer certificate e name ta ager motoi ache, correction kora hoini, eta ki kono problem hobe?
    Onno shob kichu OK
    Vi, please reply...

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      কোন সমস্যা হবে না ভাইয়া

    • @RahatMotin
      @RahatMotin Год назад

      @@ArafatJobUpdate Alhamdulillah

  • @mdbiplobhasan832
    @mdbiplobhasan832 Год назад +1

    ভাইয়া দয়া করে আমার সাথে একটু ইনবক্সে কথা বলবেন

  • @imransikder9819
    @imransikder9819 Год назад +1

    ভাইয়া কোন জায়গায় যেতে হবে এসব দিতে।

  • @vai8835
    @vai8835 Год назад +1

    ভাই আসসালামু আলাইকুম, সামনের ১৬তারিখ এ নৌবাহিনীর অডবয় পদের পরীক্ষা শুরু আপনি যদি আপাতত, McQ দেন তাইলে ভালো হয়।

  • @sagirahamed3867
    @sagirahamed3867 Год назад +1

    ভাইয়া আমার অনার্স এর সার্টিফিকেট এখনো দেয় নি,শুধু রেজাল্ট পাবলিশ হইছে,এখিন করনীয় কি??

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      তাহলে মার্কশিট নিয়ে যাবেন কোন অসুবিধা নাই

  • @nazmoon2426
    @nazmoon2426 Год назад +1

    Vaiya ami primary te job kori. Ami ker theke onumutipotro nibo?? Oitaki akhon ei Lagbe na pore dile o hobe??

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      Head Teacher othoba Upozila Shikkha officer er kach thekw

  • @pnk8222
    @pnk8222 Год назад +1

    ভাই দয়া করে বলবেন কি computer literacy certificate হলে কাজ হবে কি?

  • @mdbiplobhasan832
    @mdbiplobhasan832 Год назад +1

    আসসালামুয়ালাইকুম ভাইয়া

  • @AnisaAlif-t9v
    @AnisaAlif-t9v Год назад +1

    ভাইয়া আমার কম্পিউটার সার্টিফিকেট ২০১২ সালের,এমএস ওয়ার্ড,ওয়েব ব্রাউজার,স্ট্রাবল শুটিং কোর্স উল্লেখ নেই!এই সার্টিফিকেট দিয়ে কি হবে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      Circular a to Ms office, Web Browsing, Troubleshooting ullekh ace. Notun ekta thakle better hoy. Jehetu govt. Job er bper

    • @AnisaAlif-t9v
      @AnisaAlif-t9v Год назад

      @@ArafatJobUpdate Thank you so much vaiya.

  • @kolimondolmira7586
    @kolimondolmira7586 Год назад +1

    Ami cse subject nia ai graduation conplete korchi.Amaro ki computer certificate lagba? Pls aktu clear kora bolan?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সার্কুলারে তো দেওয়া আছে যে কম্পিউটারের প্রশিক্ষণ সনদপত্র লাগবে। পারলে আপনি নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন। ‌

  • @SarminAkter-dq4gz
    @SarminAkter-dq4gz 9 месяцев назад +1

    মেয়েরা applyকরতে পারে ভাইয়া

  • @Mohadev99
    @Mohadev99 Год назад +1

    troubleshootting certificate na thakle ki prblm hbe??amr Microsoft office application certificate ache..doya kore ektu janiye vai..🙏

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      অবশ্যই সার্কুলার অনুযায়ী আপনাকে কম্পিউটার অভিজ্ঞতার সনদপত্রটি নিয়ে যেতে হবে

  • @rabiulislam5082
    @rabiulislam5082 Год назад +1

    ভাই আমার হাইট ৫.৬" আমার ম্যাসেজ ও আসছে, শুনলাম হাইট নাকি উনারা কিছু কমে রাখে,বিষয়টা ক্লিয়ার করলে সুবিধা হত ভাইয়া।

    • @Bismillah-any-starting
      @Bismillah-any-starting Год назад +1

      Amaro

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      হাইট কম রাখে বলতে পৌনে এক ইঞ্চি কম রাখার সম্ভাবনা এর বেশি না।

  • @naharkhan8004
    @naharkhan8004 Год назад +1

    Acca baiya ami H S C pass korci amer year 19 akon ami ki abeydon korty parbo ar amer office application computer ar 6 month crus scirtificat asy korty parbu tu akto bolben plz

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      অনার্স অথবা ডিগ্রী পাস করতে হবে তারপর আপনি আবেদন করতে

  • @sagorkhan5225
    @sagorkhan5225 Год назад +1

    ভাই কম্পিউটারের সার্টিফিকেট না নিয়ে গেলে কি কোন সমস্যা হবে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      অবশ্যই লাগবে ভাইয়া

  • @mathscare452
    @mathscare452 Год назад +2

    অনার্স-মাস্টার্স এর সার্টিফিকেট এর পরিবর্তে মার্ক্সসিট নিয়ে গেলে কোনো প্রব্লেম হবে??

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      যদি মূল সনদপত্র না আসে তাহলে মূল মার শিক্ষা নিয়ে গেলে হবে

  • @AbdullahalMamun-bl4to
    @AbdullahalMamun-bl4to Год назад +1

    ভাই আমি ছয় মাসের কোর্স করে কম্পিউটার পরীক্ষা ডিসেম্বর মাসে দিয়েছি আমার কম্পিউটার সার্টিফিকেট আসতে আরো একমাস সময় লাগবে আমার কাছে রেজিস্ট্রেশন কার্ড প্রত্যয়নপত্র আছে এখন কি করবো

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      দেখেন আলাপ করেন সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে

  • @aponhasan15tv61
    @aponhasan15tv61 Год назад +1

    Amar birth date 12-04-1995 ami apply korci amar SMS asse. Amar to 28 bochor hoice ata kon problem hobe kina na?...abar shunci jara 30 bochor hoice tarao apply korte parbe ata ki sotti???

    • @aponhasan15tv61
      @aponhasan15tv61 Год назад +1

      Janaben please..

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      হ্যাঁ ভাইয়া বয়স বৃদ্ধি করা হয়েছে

  • @hadiahmedsiddikeesadik1090
    @hadiahmedsiddikeesadik1090 8 дней назад

    আমার উচ্চতা ৫.৬" এই উচ্চতা দিয়ে কি হবে।

  • @azharuddin1st
    @azharuddin1st Год назад +1

    কম্পিউটার সনদ এখনো হয়নি,,,
    প্রত্যয়ন পত্র নিলে হবে কি.. …?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      ভাইয়া কম্পিউটারের কোর্স যে করেছেন তার সনদপত্র হলে ভালো হয়

  • @rakibhossain6271
    @rakibhossain6271 Год назад +1

    কি কি কাগজ সত্যায়িত করতে হবে?

  • @samiulislamsamrat9466
    @samiulislamsamrat9466 Год назад +1

    কম্পিউটারের সার্টিফিকেট না থাকাতে আবেদন করতে পারলাম না!!

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      হ্যাঁ ভাইয়া কম্পিউটারের সার্টিফিকেট তো লাগবেই

  • @shahalam-mi8lw
    @shahalam-mi8lw Год назад +1

    সাতে কি সত্যায়িত ফটোকপি রাকতে হয়, না সব অর্জিনিয়াল রাকলেই হবে

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সাথে সত্যায়িত একসেট ফটোকপি করে নিয়ে যাবেন। অরজিনাল তো থাকবেই

    • @shahalam-mi8lw
      @shahalam-mi8lw Год назад

      @@ArafatJobUpdate Thank you

  • @belalhosen6011
    @belalhosen6011 Год назад +1

    Thanks you

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইলো

  • @alomgirhossen996
    @alomgirhossen996 Год назад +1

    ভাইয়া ১ ইঞ্চি উচ্চতা বেশি দিয়া আবেদন করা হয়েছে কোনো সমস্যা হবে

  • @mobarokhossen833
    @mobarokhossen833 Год назад +3

    ভোটার আইডি কার্ডের অনলাইন কপি নিয়ে গেলে হবেনা!?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      হ্যাঁ অনলাইন কপি থাকলে হবে কোন সমস্যা নাই

    • @mdrofikulislam4520
      @mdrofikulislam4520 Год назад +1

      হবে

    • @mobarokhossen833
      @mobarokhossen833 Год назад

      @@mdrofikulislam4520 ধন্যবাদ 🌺

  • @shahjahan4179
    @shahjahan4179 Год назад +1

    ভাই আমার হাতে একটা Tatoo করা আছে এটাতে কি সমস্যা হবে ফিটনেস পরীক্ষাতে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      না সমস্যা নাই

    • @shahjahan4179
      @shahjahan4179 Год назад +1

      সবাই বলছে যে সমস্যা হবে, বের করে দিবে। এই ট্যাটুতে কখন ঝামেলা করবে ভাইয়া জানাবেন প্লিজ?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      @@shahjahan4179 আর এ নাহ। কোন সমস্যা হবে না।

  • @MijanurRahman-dg6eg
    @MijanurRahman-dg6eg Год назад +1

    ভাই ইউনিয়নের নাগরিকত্ব সনদ পত্র যদি না নিয়ে যাই তাহলে কি বাদ দিয়ে দিবে। জানালে উপকৃত হবো।

  • @emazurrahmann3733
    @emazurrahmann3733 Год назад +1

    অন্ডকোষ সমস্যা ব্যাপারটা যদি বুঝিয়ে বলতেন।
    এর জন্য কি বাদ দেয়া হয়?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      অন্ডকোষ ব্যাপারটা হচ্ছে আপনার গোপনাঙ্গের যদি বড় কোন সমস্যা থেকে থাকে তাহলে

  • @amarbangla4500
    @amarbangla4500 Год назад +1

    সাটিফিকেট কি ওরা নিয়ে যাবে

  • @mohammedtarequlislam130
    @mohammedtarequlislam130 Год назад +1

    আমার ms word ও PowerPoint এর অনলাইনে কোর্সকরা সার্টিফিকেট আছে ওইগুলো গ্রহণযোগ্যহবে কিনা?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      ওখানে বলা আছে সর্বনিম্ন তিন সপ্তাহের আপনার কোর্সের সার্টিফিকেট লাগবে

  • @MdJahidHasan-yd1mn
    @MdJahidHasan-yd1mn Год назад +1

    ভাই আমার ওজন হবে ৮০ কেজি
    কিন্তু এপ্লিকেশন এর সময় ৭৪ কেজি দিয়ে ফেলছি ভুলে।
    এখন ওজন কমে গেছে এইটাতে কোন সমস্যা হবে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      না ভাইয়া কোন সমস্যা হবে না

  • @amarbangla4500
    @amarbangla4500 Год назад +2

    ভাই আমার বিভাগ চট্রগ্রাম মাঠ কোথায় হবে, বললে খুব উপকৃত হবে

  • @MDHANIF-fd5xz
    @MDHANIF-fd5xz Год назад +5

    আচ্ছা,দৌড়ানোর সময় কি জুতা পরে দৌড় দিতে হয় নাকি খালি পায়ে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      Apnar icca

    • @loskervaiyt6783
      @loskervaiyt6783 Год назад

      ইচ্ছা তবে জুতা ছাড়া দৌরানো উত্তম বিসেষ করে ১৬০০ মিটারে

  • @nayeemislamnoyon6530
    @nayeemislamnoyon6530 Год назад +1

    আমার একটা হাত ভাঙা ছিল তাতে কোন রকম সমস্যা হবে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      আপনি সব জায়গায় যদি পাশ করে থাকেন কোন সমস্যা নাই

  • @Md.SamirulIslam-r2p
    @Md.SamirulIslam-r2p Год назад +1

    ভাইয়া কম্পিউটার সনদ পত্র নেই। লাইনে গিয়ে লাভ হবে???

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      যেকোনো একটা অবশ্যই সার্টিফিকেট ম্যানেজ করে নিতে হবে

  • @RifatHasan-eo6ej
    @RifatHasan-eo6ej 8 месяцев назад +1

    computer certificate lagbe ki?????

  • @mahedi_-bq5zc
    @mahedi_-bq5zc Год назад +1

    ভাই আমি varsity তে certificate er jonno apply korechi but 6 tarikh er modde pawar possibility kom akn ki korte pari vai?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      Certificate to lagbei Vaiya

    • @mahedi_-bq5zc
      @mahedi_-bq5zc Год назад

      @@ArafatJobUpdatesesh shikkha protisthan theke চারিত্রিক সনদ মানে কি varsity theke nite hobe vaiya

  • @k.rudra.
    @k.rudra. Год назад +1

    Vaiya শুধু pic/img টি Sottayeto kora lagbe baki r kono ta ki korano lagne?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সবগুলো কাগজপত্র ফটোকপি করে সাপ্তাহিত করবেন ছবি সহ

  • @mdrakibulislam7020
    @mdrakibulislam7020 Год назад

    ৪১ তম সাব ইন্সপেক্টর নিয়োগ কবে দিবে ভাই যদি একটু বলতেন?

  • @rhridwansami
    @rhridwansami Месяц назад

    ভাইয়া সাতার না জানলে কি চাকরি হবে না

  • @Mohadev99
    @Mohadev99 Год назад +1

    Microsoft Office application certificate diye hobe na??

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      সারকুলারে যেটা আছে ওটাই নিয়ে যেতে হবে

  • @royratreegouri-gn1me
    @royratreegouri-gn1me 8 месяцев назад +1

    ভাইয়া এনআইডি কপি বলতে এনআইডি কার্ড টা তো।

  • @s.mlionhossain5640
    @s.mlionhossain5640 Год назад +1

    SMS না আসলে কি করবো?

  • @happytime6234
    @happytime6234 Год назад +1

    ভাই ২০২৩ সালে কোন মাসে, কত তারিখে , পুলিশ কনস্টেবল এ সারকুলার দিবে, সেটা একটু বলেন প্লিজ প্লিজ😢

  • @nadimkhan6881
    @nadimkhan6881 Год назад +1

    vaiya ami private university theke graduation complete koreci amr to ai course ar vitor computer course o cilo mane ar vitor ami 2ta subject computer amader computer upor complete korano hoise, ar por o ki amr alada vabe computer certificate lagbe kina janaben?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      হ্যাঁ ভাইয়া এর পরও আপনাকে তিন সপ্তাহের একটা প্রশিক্ষণ নিয়ে তার সনদপত্র লাগবে অথবা অন্যান্য কম্পিউটারের সনদপত্র হলেও চলবে কোন সমস্যা নাই

    • @nadimkhan6881
      @nadimkhan6881 Год назад

      thank you so much for your kindness and informative responses

  • @discoverybroadcast8339
    @discoverybroadcast8339 Год назад +1

    আমার ভোটার আইডি কাড টা হারিয়ে গেছে।এখন কি করা যায়

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +1

      অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন অথবা যদি না থেকে থাকে তাহলে আপনার বাবা-মায়ের মূল জাতীয় পরিচয় পত্রটি নিয়ে যাবেন

  • @riyadhossain7549
    @riyadhossain7549 Год назад +2

    সার্কুলারে ৫'৬'' বলা আছে। ফিজিকাল টেস্টে কি ৫'৬" হলেই এলাউ করবে নাকি উচ্চতা আরো বেশি নেয়?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      আপনার যদি এসএমএস এসে থাকে অবশ্যই আপনাকে আলাপ করবে আপনি মাঠে যেয়ে দেখতে পারেন

    • @likhonhossan628
      @likhonhossan628 Год назад

      আপনার সাথে কিছু কথা ছিলো আপনার সাথে জোগা জোগ করতে পারি

  • @sabinayasmin6071
    @sabinayasmin6071 3 месяца назад

    Vaiya Police er SI te ki mukti quota aca??????

  • @arafatkhan9927
    @arafatkhan9927 Год назад +3

    ভাই পরীক্ষার ডেট কি পরিবর্তন হবে? এত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া খুব কঠিন

  • @ogmusicstation4776
    @ogmusicstation4776 Год назад +1

    Prothom din dour
    Push up.
    Rope climbing hobe na?

  • @anisranalove4290
    @anisranalove4290 Год назад +1

    অবিবাহিতের কোন সার্টিফিকেট নিতে হবে?

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад

      হ্যাঁ অবশ্য সাথে নিয়ে যাবেন

  • @tusharimran2081
    @tusharimran2081 Год назад +1

    amder to honours certificate akono bahir hoi nai 7 College fact sudu marksheet ache akn ki korar

    • @ArafatJobUpdate
      @ArafatJobUpdate  Год назад +2

      Tahole MarkSheet niye jaben. R bolben j certificate ekno ase nai. Tahole prblm nai