জৈব পদ্ধতিতে লাউ চাষ করতে এই ভিডিওটি দেখুন| Organic bottle gourd cultivation||Lau Cash

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #bottlegourd #organic #tub
    🙏******Thank you for watching*******🙏
    Agriculture crop use only.
    Keep any pesticide away from the reach of children and animal.
    This video has shared our experience.
    ********************************************
    subscribe the channel
    / @farmingadviseranathha...
    ********************************************
    Note:- video is not any paid video. This video only provides education knowledge to farmer friends
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Disclaimer-
    video is for education purpose only. copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use"for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    🔥🔥like👍 share and subscribe 🔔🔥🔥
    ++++++++++++++++++++++++++++++++++

Комментарии • 654

  • @abinashroy2720
    @abinashroy2720 2 года назад +1

    ধন্যবাদ স্যার আপনার উপস্থাপনা টা খুব সুন্দর হয়েছে

  • @mohdmonsur2669
    @mohdmonsur2669 4 года назад +1

    দাদা নমস্কার আপনাকে অত্যন্ত ধন্যবাদ যে আপনি ভিডিও স্ক্রিনের উপর স্যারের নামগুলো এবং বিভিন্ন কীটনাশক ওষুধের তুলে ধরতেছেন সেজন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই‌। আমি আপনার মঙ্গল কামনা করছি এর মাধ্যমে যে সমস্ত প্রান্তিক কৃষক এবং যারা ব্যাবসায়িক কৃষক আছে তাদের উপকারে আসবে। এইভাবে আপনার পরবর্তী ভিডিওগুলো যখনই আপলোড দিবেন এবং যে সমস্ত স্যার এবং কীটনাশক ওষুধের নামগুলো প্রকাশ। ধন্যবাদ দাদা নমস্কার।

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 года назад

    জি আংকেল কেমন আছেন আপনার কথা গুলি অনেক অনেক সুন্দর লাগে, আর খুবই মনোযোগ দিয়ে শুনি আর বার বার দেখি, যেমন পরীক্ষার আগে ইস্কুলে যাওয়ার আগে পারি আর না পারি বার বার পড়তে থাকতাম রিপিট, সেম আংকেল আপনার কথা গুলো বার বার অনেক অনেক মনোযোগ সহকারে শুনি

  • @omme.salmasuma4201
    @omme.salmasuma4201 4 года назад

    ধন্যবাদ আপনাকে উপকারী পরামর্শ ও ভিডিও পোস্ট করা জন্য।

  • @sulatabiswas6131
    @sulatabiswas6131 3 года назад +1

    আমাদের মতো ছাদ বাগান করা মানুষ খুব উপকৃত হবে এই ভিডিও থেকে....... আমার লাউ এবং কুমড়ো চারার বয়স ১২ দিন ..... ছাদে বেড তৈরী করে বীজ বপন করেছি .... শীতে পরিচর্যা কি এইভাবেই হবে? ..... আর ৮/১০টি লাউ কুমড়ো হলেই আমি খুশি হবো .......

  • @sohonghatak3272
    @sohonghatak3272 4 года назад +2

    স‍্যার এত দিন আপনার কথার লম্বা লাউ এর চারা করে রেখে ছি । এই ভিডিওর জন‍্য আপেক্ষা করে ছিলাম এবার বসাব।

    • @mamatadebnath1249
      @mamatadebnath1249 4 года назад +1

      ধন্যবাদ দাদা,
      আমার লাউ গাছের বয়স একমাস । আপনার মতামত অনুযায়ী চেষ্টা করবো ।

  • @sobujmon3044
    @sobujmon3044 4 года назад +2

    আপনার ভিডিওর অপেক্ষায় থাকি স্যার। আপনার ভিডিও দেখলে ছাদ বাগানের উত্সাহ আরো বেড়ে যায়।🙋

  • @krishomanus5220
    @krishomanus5220 3 года назад +1

    ভালো হয়েছে ভাই জান ভিডিও টা 🌹🌹🌷🌷☘️🇧🇩☘️☘️🌷🌹🌹🌺🌺💐💐💐😋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ ভাই জান

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো আর চলুন সকলে এগিয়ে চলি‌

  • @dassnd
    @dassnd 4 года назад

    খুব ভালো লাগলো। উপযোগী তথ্য দিয়ে সাহায্য করেছেন। ধন্যবাদ।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 3 года назад

    খুব ভালো লাগলো আপনার টিপস দারূন বোঝালেন ভালো থাকবেন 👌👌👌🙏🙏🙏

  • @madhumitahaldar8761
    @madhumitahaldar8761 4 года назад +1

    খুব ভালো লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ দাদা।

  • @marufakhatun3149
    @marufakhatun3149 3 года назад

    O dadu apne kub sohoj sorol khub valo.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      ভালো থেকো মা । বাবা মাকে দেখো আর চলো সকলে এগিয়ে চলি। আল্লাহ তোমার মঙ্গল করুন।

  • @ishratsatter5628
    @ishratsatter5628 2 года назад

    খুবই সুন্দর আংকেল আপনার ভিডিও সব গুলি

  • @pankajmondal2078
    @pankajmondal2078 Год назад +1

    স্যার লাউ গাছের চারা রোপনের সময় পুরানো গোবরের সাথে SAAF POWDER মিশায়ে রোপন করা যাবে

  • @kalachandroy4443
    @kalachandroy4443 Год назад

    স্যার নমস্কার আমি একজন জৈব চাষী আপনার উত্তর পেলাম আপনাকে ধন্যবাদ স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে সাফল্য কামনা করছি।

  • @surajitseth3274
    @surajitseth3274 4 года назад +1

    গতকাল সারাদিন আপনার ভিডিও এর জন্য ওয়েট করেছিলাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      আসলে বৃষ্টি হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে।

  • @simadas6490
    @simadas6490 4 года назад

    কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এতো জানেন আপনি ...প্রতি মুহুর্তে আপনি সমৃদ্ধ হই।আপনার ভিডিও ওর জন্য অপেক্ষা করে থাকি। খুব ভালো থাকুন ...অনেক আপনি বলবেন না ।প্রণাম নেবেন ।

  • @biswajitdebnath6076
    @biswajitdebnath6076 4 года назад

    Sir upnar sob vedio ame dakhe darun Lage. Onekh kechu sekhache ..

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 года назад

    আংকেল অনেক সুন্দর, জি আংকেল খৈল পাচা জল কেন দিলেন, কয়দিনের পচা জল দিলেন বেবী গাছে

  • @lolsurolongkar8948
    @lolsurolongkar8948 5 месяцев назад

    আপনার ভিডিও দেখে আমি কিছু সবজি গাছ বসিয়েছি কিন্তু সারের দাম জানিনা বলে আমাদের এখানকার সারের দোকানে
    অনেক দাম নিয়েনেয় আপনি খুব সুন্দর বলেন যদি দয়া করে প্রতিটা সারের দাম বলেদেন তাহলে কিনতে সুবিধা হয়

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 месяца назад

      ইউরিয়া 10টাকা কেজি।
      সুপার ফসফেট সার 14 টাকা কেজি।
      পটাশ সার 40থেকে 42 টাকা কেজি।
      D A P সার 35 টাকা কেজি।

  • @apalimandal9858
    @apalimandal9858 4 года назад

    ভিডিওর প্রতীক্ষায় ছিলাম, খোল পচানো জলটা আপনি যেভাবে দিলেন, ওরকমই দেব নাকি ছোটো গাছে আরেকটু পাতলা করব। আপনার কথামতো বরবটি গাছ লাগিয়েছিলাম ছাদের টবে, খুব ভালো গাছ হয়েছে👍, আজ কটা বরবটি তুলেছি, খুব আনন্দ হচ্ছে 🙏

  • @souvikbarman136
    @souvikbarman136 4 года назад

    Dhonnobad sir.... bhalo thakun.....

  • @prasenjitsarkar5380
    @prasenjitsarkar5380 4 года назад +1

    ধন্যবাদ স্যার, ছাদ বাগানের জন্যে আরও একটা ভিডিও পেলাম। কালমেঘ মাদার প্রতি লিটার জলে 2 মিলি দিয়ে বিকেলে ঝিঙে, চাল কুমড়া, উচ্ছে গাছে স্প্রে করাতে পাতা শুকিয়ে যাচ্ছে। Dose কি বেশি হচ্ছে? এই স্প্রে কি সব গাছেই করা যায়? ভালো থাকবেন।

  • @sumitabiswas6434
    @sumitabiswas6434 4 года назад

    Khub Bhalo laglo. Thanks.

  • @sulekhan7115
    @sulekhan7115 4 года назад +1

    Anek dhanyabad emon sundar ekta vdo r janyao. Amar Miraculan achhe, eta ki Lau gachhe deya jabe?
    Apni Jaba gachhe Miraculan 20din chhata dubar dite bolechhen, ei dubar ki ek bachhare, na gachher life time e ?
    Biovota x er bottle kholar par karadin parjanta use kora jabe?
    Anek prashna korlam, kichu mane korben na. Bhalo thakben, Namaskar neben.🙏🙏🙏

  • @user-iy6ex1zf1e
    @user-iy6ex1zf1e 8 месяцев назад

    খুব সুন্দর করে বুঝলাম।কাটা ডাল জলে সুন্দর শিকর হয়,কিন্ত মাটিতে বসাতে ই খারাপ হয় কেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  8 месяцев назад

      প্রথমে শিকড়টা ঐভাবে তৈরি করে
      তারপর মাটিতে বসাবেন।
      জলের মিডিয়াতে সহজেই শিকড় চলে আসে কারন ঐ তরল পদার্থের সঙ্গে সবেমাত্র কাটা ডালের নরম শাঁস যুক্ত
      রসের বিপরীত মুখী ক্রিয়া হয় না দুটোই অনুকূল পরিবেশে কোষের সঙ্গে মিশে গিয়ে এই কাজটা করে।

  • @gardenandkitchenlovershefa7156
    @gardenandkitchenlovershefa7156 4 года назад

    Khub upokari post

  • @kalipadamalik6550
    @kalipadamalik6550 4 года назад +1

    স্যার সরিষার খোল ও বাদাম খোল একসাথে পচিয়ে গাছে ব্যবহার করা যাবে, যদি যায় তবে কতদিন পচাবো আর কিভাবে ব্যবহার করতে হয় জানালে উপকৃত হব ।
    আপনার উপস্থাপনা আমাদের খুব প্রিয় 💚

  • @pritampoddar8982
    @pritampoddar8982 3 года назад

    Sir lou gacher patar gora/kander thik sesh ongso gulo te kalo kalo carbon er moto jomche.. Er somadhan jodi bolen khub e upokrito hobo

  • @sankhadeepmondal1029
    @sankhadeepmondal1029 Год назад

    Agromin gold r allwin gold.. ki eksathe mix kore gache spray kora jabe

  • @sanjibbiswas2166
    @sanjibbiswas2166 4 года назад +1

    স্যার তাড়াতাড়ি করে টমেটো গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও আনলে খুব ভালো হয়।

  • @madhumitabose9753
    @madhumitabose9753 3 года назад +1

    স্যার কী সুন্দর করে সহজ ভাষায় বুঝান আপনি 🙏

  • @shikhaghosh8561
    @shikhaghosh8561 Год назад

    Biovita X ki bhabe Debo ....Mane kotota porimane ?? Pls janaben ...khub upokar hoy .. thanks

  • @parthabhore8881
    @parthabhore8881 4 года назад +1

    খুব ভালো বললেন স্যার। ট্রাইকোডারমা ভিরিডি আর সিউডোমিনাস মিলিয়ে যেটা ৬ গ্রাম স্প্রে করতে বললেন সেটা কি ওই দুটো ৩ গ্রাম করে মিশিয়ে।

  • @sumanpandit5423
    @sumanpandit5423 4 года назад

    Dadu roj video chai amader khub help pai tomar theke thakq ..........

  • @nishitsinha4595
    @nishitsinha4595 2 года назад

    খুব ভালো লাগলো ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @Status....creations
    @Status....creations 4 года назад +1

    বলছিলাম স্যাৱ,এখন কি সিম বীজ বসালে ফলন পাওয়া যাবে ,ঐ ট্ৰাইকোডাৱমাৱ পৱিবতে সাফ পাউডাৱ দেওয়া যাবে...দুটোই তো ফাংগিসাইড।।

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 года назад

    জি আংকেল কেমন আছেন, জি গোবর সার আর মুরগীর যে পায়খানা দেয় আর ঘোড়ার সার, জি কোনটা বেশি ভাল লাউ গাছের ফলন বেশি হতে
    মানে যদি গোবর সার না মিলে তখন কোনটা বেস্ট মুরগির পায়খানা , নাকি ঘোড়ার সার

  • @debjanibanerjee2831
    @debjanibanerjee2831 3 года назад

    লাউ গাছের বীজ চিনবো কি করে? লাউয়ের বীজ বলে কিনে লাগিয়েছিলাম কিন্তু দেখছি হলুদ ফুল। দেখতে কিন্তু একদম লাউয়ের বীজের মতোই ছিল। কুমড়ো ফুলের মতো ফুল হয়েছে। ওটা কি গাছ দাদা? ভালো থাকবেন।

  • @santanusarkar9495
    @santanusarkar9495 2 года назад

    স্যার আমার কুমড়ো আর লাউ গাছে কিছুতেই ফলন ধরাতে পারছিনা । শুধুই পুরুষ ফুল হচ্ছে, স্ত্রী ফুলের কোনো দেখানেই। কি করবো বুঝতে পারছি না । Booster 2 spray করলে কি উপকার হবে?? স্যার suggestion র অপেক্ষায় রইলাম । ধন্যবাদ, প্রণাম

  • @shovasanpuinaskar1045
    @shovasanpuinaskar1045 3 года назад

    আমি সব সময় আপনার ভিডিও দেখি এবং সাবস্ক্রাইব ও লাইক করি ।ভীষণ ভালো লাগে আপনার ভিডিওগুলো । প্লিজ দাদা একটু দয়া করে বলবেন ট্রাইকোডার্মা ভিরিডি কতদিন অন্তর স্প্রে করা যায় । আমার লাউ গাছ একটু বেলা হলে পাতা নেতিয়ে পড়ছে । পাতায় ছত্রাকের আক্রমণ হয়েছে ফুল ফল আসছে ,একটু তাড়াতাড়ি জানাবেন , জানালে খুব উপকৃত হব । ভালো থাকবেন ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      লাউ গাছের গোড়ায় সরিষার খোল পচানো জল দিন। জল দেওয়ার পরে শুকনো ঘাস-পাতা লাউ গাছের গোড়ায় ভর্তি করে রাখুন। ট্রাইকোডার্মা ভিরিডি 10 12 দিন ছাড়া স্প্রে করা যাবে ।

  • @jagadishchandraray3612
    @jagadishchandraray3612 4 года назад

    ধন্যবাদ দাদা

  • @amitavamisra1430
    @amitavamisra1430 4 года назад +1

    Sir , চারা প্রতিস্থাপন করার সময়ে vermin composed এর পরিবর্তে পুরনো গোবর সার এর সঙ্গে Trichoderma viride ব্যবহার করা যাবে ?

  • @sudippaul9186
    @sudippaul9186 4 года назад

    ধন্যবাদ স্যার

  • @parimaldebnath2507
    @parimaldebnath2507 3 года назад

    লাউ কোন সময় চাষ করলে বেশি লাভবান হব। আপনার ভিডিও টি খুব ভাল লাগল।

  • @sankarmaity7268
    @sankarmaity7268 4 года назад

    Very very nice line Jay Jagannath

  • @naturebeautyandgardening7943
    @naturebeautyandgardening7943 3 года назад

    Khoob bhalo information Sir.

  • @BikashDas-zo1ty
    @BikashDas-zo1ty 3 года назад +1

    টবের লাউ গাছ দুই তিন পাতা দেওয়ার পর আর বাড়ছে না ।
    গাছ সরু হয়ে যাচ্ছে , কি করব উপায় বলুন। অপেক্ষায় আছি ।

    • @ashrafchowdhury2479
      @ashrafchowdhury2479 3 года назад

      এইটা সঠিকভাবে মাটি প্রস্তুত না করলে হতে পারে।এখন গাছে চর্তুদিকে বেশীকরে compost সার,গরুর গোবর মিক্স করে হাল্কা মাটি দিয়া ঢেকে পা নি দিন।এই গুলা কাজ করতে সময় লাগবে।৪/৫ দিন পর গাছের চারদিকে মাটি সড়িয়ে দিন।১/২ইঞ্চি নীছে এক মুট ইউরিয়া, এক মুট ফস্ফেট,১চামচ সাল্ফেট অব পটাশ দিয়া ঢেকে দিবেন,পানি সাথে সাথে না দিয়া ৩ /৪ দিন পরে দিবেন। টবের সাইজ জানলে ভাল হত।

  • @banglafarm5294
    @banglafarm5294 3 года назад

    দাদা, আমি আগাম লাউ ফলন পেতে লাউ বীজ লাগিয়েছি কিন্তু ১৫ দিন হয়ে গেল বীজ গজালো না। শীতে হাইব্রীড লাউ বীজ গজানোর উপায় বলুন। আমি বাণিজ্যিক ভাবে চাষ করবো। আর আগামী জানুয়ারি মাসে ভারতে আসছি, বেঁচে থাকলে দেখা হবে। আপনি ভালো থাকুন।

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 года назад

    আংকেল booster 1 কি দেখালেন যে , আর লাউ গাছের শিকড় কেন উপরে উঠে বুঝিনি, আমি প্রথম করেছি পটে বুজিনি
    ঝি আংকেল যদি 20 inch round পটে যদি ১ লাউ গাছের চারা করি ঠিক হবে আর কত ইনচি নিচে দিব বুনে পটে, মানে উপর থেকে কত ইনচি নিচে বুনব, বললেন

  • @dilse4936
    @dilse4936 2 года назад

    স্যার, ট্রাইকোডামা ভিরেডি এখানে পাওয়া যায়না এর বদলে এ ছাপ পাউডার দিতে পারি কি জানাবেন plz🙏🙏🙏

  • @chhandabarmanroy4318
    @chhandabarmanroy4318 4 года назад

    Khub bhalo laglo dada.

  • @kajalkumarchowdhuri2966
    @kajalkumarchowdhuri2966 4 года назад

    খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম trips দেওয়ার জন্য। আমার লঙ্কা গাছগুলোর পাতা কুঁচকে যাচ্ছে জৈব উপায়ে কি করা যায় যদি বলে দেন খুব ভালো হয়।

  • @madhurimajumder1109
    @madhurimajumder1109 4 года назад

    খুব ভালো লাগলো দাদা

  • @mrinmoybiswas11
    @mrinmoybiswas11 2 года назад

    আমার কাছে ভামিকমপসট নেই পরিবর্তেগোবর সারের সাথেই trycodarma viridi দেয়া যাবে

  • @user-kt8vx8zt5g
    @user-kt8vx8zt5g 4 года назад

    খুব সুন্দর লাগলো।
    একটা প্রশ্ন ছিল? আমার জবা গাছের পাতায় এক ধরনের পোকা বাসা বাঁধছে।পাতাগুলো মুড়ে যাচ্ছে ভিতরে ডিম দিচ্ছে।সবুজ রঙের।১ ইঞ্চির মত লম্বা পোকা।
    সাফ,কালমেঘ মাদার,একতারা,নিমখোলের জল গুলে গাছে স্পে করেছি কাজ হয়নি।
    এখন উপায় কি?

  • @sonaliadhikary5839
    @sonaliadhikary5839 2 месяца назад

    Lonka gachher pata kukre jachhe r fool jhore jachhe. Ki korbo jodi bolen ?? Ami joibo somadhan chaichhi

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 месяца назад

      Trap প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে এক মিলি মাইটেন্ড মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া দুবার । দুটো ই জৈব ওষুধ।

  • @kalachandroy4443
    @kalachandroy4443 Год назад

    স্যার তাহলে কুমরো বীচ থেকে যে ভাবে মাদা তৈরী করে চারা তৈরি করেন সেভাবে লাউয়ের চারা তৈরি করতে হবে।

  • @pradipchowdhury9483
    @pradipchowdhury9483 4 года назад

    Khub sundar.

  • @blackdiamond1316
    @blackdiamond1316 4 года назад +1

    আপনি যদি ব্যবসায় ভিত্তিক রাসায়নিক পদ্ধতি সম্পর্কে কথা বলেন? অনেক উপকৃত হতাম..

  • @prasantadolai8572
    @prasantadolai8572 2 года назад

    Supuri gach somondhe kichu bolun .
    Choto gach ki vabe porichorja kora hoy?

  • @masudhasan6167
    @masudhasan6167 2 года назад

    Sir lau gacher attha gola rog er protikar janaben. Babosaik vabe chas korchi rasainik ousad er nam bolben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      কমদামের ব্লাইটক্স পাউডার কিনে ওর সঙ্গে সামান্য পানি মিশিয়ে মলম তৈরি করে ওই ফাটা জায়গা গুলো ভর্তি করে দিন। এবার ওই পাউডার প্রতি লিটার পানিতে 4 gram সেইসঙ্গে দু'গ্রাম বোরন মিশিয়ে তিন দিন ছাড়া ছাড়া তিন বার স্প্রে করে দিন।

  • @sumsbulbul8483
    @sumsbulbul8483 3 года назад

    দাদা আপনার টবের মাটি দান করলেন যে সেই মাটি তো আপনি একটি টবেও বেবহার করেন না কেন আমি ওইভাবে একটু মাটি বানিয়ে ছি এটা আমি গাছে দেওয়ার পর আমার সুন্দর গাছ ফল ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে এবং কিছু গাছ একদম বার ছেনা আর পাতা গুলি কচি কলাপাতা র মতো ফেকাসে হয়ে গেছে এখন কি করবো পরামর্শ দিন

  • @chhandabarmanroy4318
    @chhandabarmanroy4318 3 года назад

    Dada ami jodi lau gach bosanor somoy bharmi compost er sathe saaf mishiye bosai tahole ki kono problem hobe ? Karon amar kache tricoderma viridi nei.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      কোন অসুবিধা হবে না।সাফ দিলে কাজ হবে তফাৎ শুধু এটা রাসায়নিক । ভালো কাজ পাবেন ধন্যবাদ জানাই ভাল থাকুন।

    • @chhandabarmanroy4318
      @chhandabarmanroy4318 3 года назад

      @@farmingadviseranathhalder7579 🙏🙏🙏

  • @malindamandi8077
    @malindamandi8077 4 года назад

    অনেক অনেক ধন্যবাদ স‍্যার

  • @sumonmandal5136
    @sumonmandal5136 3 года назад +1

    স্যার প্রণাম নেবেন। আমি আপনার চ্যানেলে নতুন। আপনার সমস্ত পোস্ট গুলো আমি খুব মন দিয়ে দেখি। অনেক কিছু জানতে পারছি। স্যার আপনি সবার থেকে আলাদা। ভগবানের কাছে পর্থনা করি আপনার সেখান শিক্ষা আমার জীবনর পথেও হোক।
    স্যার আমি এখন আমার কলাগাছ ও লেবু গাছে পাক ও ভাত দেবো?
    একটু জানাবেন স্যার।
    ভালো থাকবেন ও প্রণাম নেবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      অবশ্যই দেবে এবং খুব খুব ভালো কাজ পাবে আমি কথা দিচ্ছি । তুমি একটা গাছে পরীক্ষা করে দেখো সব গাছে দিতে যেও না তারপরে যদি ভালো উপকার পাও তখন অন্য গাছে দেবে।

    • @sumonmandal5136
      @sumonmandal5136 3 года назад

      Thank you sir 🙏🙏🙏

  • @swapansahana8364
    @swapansahana8364 3 года назад

    লাউ এর বীজ কোন মাসে লাগাতে হবে?মিষ্টি কুমড়োর বীজ কোন মাসে টবে লাগাতে হবে,একটু help করলে ভালো হয়

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      লাউয়ের বীজ আরো 15 /20 দিন আগে লাগাতে পারলে ভালো হতো দেরি হয়ে গিয়েছে। কুমড়ো আরও একমাস আগে লাগালে ভালো হতো। যাই হোক একটু দেরি হয়ে গেছে ।তবে এখনও লাগিয়ে দিতে পারেন ফলটা একটু দেরিতে আসবে।

  • @debaratibasu9099
    @debaratibasu9099 3 года назад

    টবের ছোটো গাছেই ফুল আসছে। একটাই লতা আছে। লতা টা কেটে দেব? এক মাস আগে বীজ লাগিয়েছিলাম। জলপাইগুড়ি থেকে বলছি। খুব বৃষ্টি হচ্ছে। বাইরে রেখেছি টব।

  • @kalachandroy4443
    @kalachandroy4443 Год назад

    নমস্কার স্যার Good morning বর্ষাকাল সুরু হয়েছে আমার লাউগাছে একটুখানি ছত্রাক এল লাউয়ের সাইজ ছোট ছোট হচ্ছে। ভিটামিন+M45 +বরন এগুলো একসাথে পর পর ৩ দিন স্পেরে করতে পারবো স্যার। না অন্য কিছু দিতে হবে স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যা ঐ গুলো ব্যবহার করবেন।
      তবে আবহাওয়ার পরিবর্তন হোক সব ঠিক হয়ে যাবে।

  • @nisimorium7610
    @nisimorium7610 2 года назад

    দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি খোল পচা জল দিলে মাটিতে ফাংগাস ধরে এর থেকে বাচার উপায় জানাবেন। দোয়া রইলো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      মাঝে মাঝে Blitox পাউডার প্রতি লিটার জলে 4 Gram মিশিয়ে ঐজল গাছের গোড়ায় ঢালবেন। আপনাদের ওখানে
      Cooper Oxicloride দিয়ে যেসব ওষুধ
      পাওয়া যায় ঐটা ব্যবহার করবেন।

  • @arunsarkar2541
    @arunsarkar2541 2 года назад

    sir apnar katha moto... khol pacha jol.., cow dung water , agromin gold , miraculan pgr ,s.o.p. epsam salt , booster 2 kinlam..esob ache...ki ki debo ki vabe

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার ভিডিও গুলো দেখুন সব বুঝতে পারবেন এখানে তো বলতে অনেক সময় লাগবে। বুস্টার 2 প্রতি লিটার জলে মাত্র
      এক ফোঁটা মিশিয়ে স্প্রে করবেন।

  • @diyasarkar9412
    @diyasarkar9412 4 года назад

    খুব ভালো লাগলো। অনেক জানা গেল। আমার পাতিলেবু গাছ এর পাতা সব পোকা খেয়ে নিচ্ছে। পোকা দেখা যাচ্ছে না। কি করতে হবে একটু যদি বলেন খুব উপকার হয়।

  • @muktamitra3817
    @muktamitra3817 3 года назад

    আমার লাউ গাছ সুন্দর ভাবে বাড়ছিল । প্রচুর ফুল আসছিল । কিন্তু একটাও ধরছে না , কালো হয়ে ঝরে যাচ্ছে । পাতাও হঠাৎ ছোটো হয়ে গেছে । প্রতিকার জানিয়ে বাধিত করবেন 🙏🙏🙏🙏

  • @monishghanti9597
    @monishghanti9597 4 года назад

    Sir.... Chichinge ga6er pata poka nosto kore di6he.... Patar pi6one kamon dag pore ja6he.. patate kamon dag pore ja6he

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 года назад

    জি আংকেল মুরগির পায়খানা আমাদের শুকনা প্যাক মিলে, এখানে বলে organic chicken manure pellets
    আংকেল মুরগির পায়খানা কি জানেন লাউ গাছে দিলে কি হয় আর কি ভাবে কতটুকু দিব একটা লাউ গাছে আর কত দিন পর পর

  • @satyajitsardar3625
    @satyajitsardar3625 2 года назад

    Thank you sir ji

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @twinkleguha9589
    @twinkleguha9589 4 года назад +1

    লেবু আর বেগুন টবে কি পরিচর্যা করবো 1টা ভিডিও করুন প্লিজ আর টবে টমেটো

  • @debasisbiswas4913
    @debasisbiswas4913 4 года назад

    এখন বীজ বসিয়ে গাছ তৈরি করা যাবে?
    ফল কবে পাওয়া যাবে?
    আমি আগে বসিয়েছি কিন্তু গাছ বাড়ছে না!
    একটু হেল্প করবেন প্লিস
    আবার ধন্যবাদ। এত সুন্দর ভিডিও করার জন্য

  • @souravhmahanti4137
    @souravhmahanti4137 4 года назад

    Sir apnar video dekhe abar agriculture niye porte iccha korchhe apnar moto sir Pele ar chinta nei

  • @shibaprasadmete5749
    @shibaprasadmete5749 3 года назад

    স্যার ‍, নারিকেল গাছের চারা ই৺দুরের থেকে কি ভাবে বাঁচাতে পারব যদি বলেন উপকৃত হইতাম।

  • @KKBanik
    @KKBanik 4 года назад +1

    স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সহজ সরল ভাবে গাছের গুরুত্বপূর্ণ বিষয় গুলো এত বিস্তারিত ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য।
    আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, সুতরাং আমি কি আপনার কোনো কন্টাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর পেতে পারি?

  • @aparajitbanerjee55
    @aparajitbanerjee55 4 года назад

    স্যার,আপনি গাছ পরিচর্যার দিক গুলো খুব ভালো ভাবে বুঝিয়ে দেন,একদম ডাক্তারের মতন।কিন্তু হঠাৎ আমাদের আপনার কাছে কিছু জানার থাকলে কি করে জানবো ? গাছেরও প্রাণ আছে ,তাই গাছটা মারা যাবার আগে আপনাকে কি করে জানবো?আপনার পরের ভিডিওর জন্য কি অপেক্ষা করবো? দয়া করে মোবাইল নম্বর টা দেবেন?দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।

  • @kalachandroy4443
    @kalachandroy4443 Год назад

    নমস্কার স্যার লাউয়ের বীজ থেকে চারা তৈরী করতে কি কি লাগবে এবং এই ভীডিও নাই তো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      শুধু পুরানো গোবর সার দিয়ে মাদা তৈরি করে ঐ গোবর সারের মধ্যে বীজ বুনবেন।

  • @anjanbasu7309
    @anjanbasu7309 4 года назад +1

    গাছের ডাক্তার বাবু
    ভিডিও প্রতিবেদন এর জন্য ধন্যবাদ জানাই।
    খোল পচা জল দেখলাম , বেশ ঘন। কতো খানি সরষের খোল , কতো লিটার ( আনুমানিক ) জলে মেশানো উচিত ? আর , এই , পচানো কি কোন্টিনিউআস প্রসেস ? শেষ হবে , আবার খোল ও জল দিয়ে , আবার ৪ - ৫ দিন পর থেকে , ব্যাবহার করা যাবে ?
    মাটির পাত্রে ভালো হয় , কিন্তু , প্লাস্টিক এর বালিথি বা ড্রামে , প্রতিদিন দিনে দুবার কোনো লাঠি দিয়ে নেড়ে দেবার কি প্রয়োজন জরুরী ?
    আর , আজকাল টু জি বা ত্রি জি কাটিং এর কথা খুব শুনছি আর দেখছি ও।
    এই ব্যাপারে আপনার নিজস্য অভিমত কি ?
    ধন্যবাদ জানবেন।

    • @koushikkhan4030
      @koushikkhan4030 4 года назад

      500 GM in 5 Lt water...

    • @koushikkhan4030
      @koushikkhan4030 4 года назад

      Gach e 15 din chara chara use korun..sei onujayi mesan...ami poriman e kom mesai...ratio ta apnake bollam...4 thake 5 din por oi 5 Lt jol e r o 5 theke 10 Lt jol misiye gach e use korun....

    • @koushikkhan4030
      @koushikkhan4030 4 года назад

      Matir kichu na thakle plastic ei korte paren..r nere daowa ta joruri..nahole din e akbr e korun...

    • @anjanbasu7309
      @anjanbasu7309 4 года назад

      Koushik Khan ,
      এটা Framing Adviser Anath Haldar এর চ্যানেল , সেখানে , আমার প্রশ্ন গুলো , আমি ওনার ব্লগে করেছি ।
      আপনার কাছে তো কিছুই জানতে চাইনি ! এই ভাবে আগবাড়িয়ে কিছু মন্তব্য করা , তাও আবার অন্যের চ্যানেলে , অন্য আর একজনের উদ্দেশ্যে, নাম না করে , এটা একেবারেই অনুচিত।
      আর , আমি নিজে ১৯৭০ - ৭১ থেকে গাছের সাথে নিজেকে সংপৃক্ত রেখে চলেছি।
      পরে , Comptroller & Auditor General of India , New Delhi র তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন দফতের অডিট করেছি । তার মধ্যে Agriculture বা কৃষির বিভিন্ন দফতর ও ছিলো।
      এ ছাড়া আমি বিজ্ঞান এর ছাত্র ।
      সরষের খোল জলে পচাবার সময় , দিনে , কমকরে একবার ( মাটির পাত্রে নয় ) কেনো নেড়ে দিতে হয় ? কি গ্যাস ওখানে উৎপন্ন হয় ? গ্যাস টি কি গাছের পক্ষে ক্ষতিকর না প্রয়োজনীয় ? এই সবের উত্তর কি আপনার কাছে আছে ?
      তাহলে , আলাদা একটা চ্যানেল খুলে , সেই খানে এই বিষয়ে ভিডিও বানান।
      সবাই কে নিজের মতো ভাববেন না।

  • @arunsarkar2541
    @arunsarkar2541 2 года назад

    sir apnar adv moto khabar n osudh dicchi...but sevabe growth nei...and kichu pata halud hoe jacche...amar 3 ta gach 12 inch bag e ache,...amai vater mar , khol pacha jol and jaibo sar diye thaki,,,,plss bolben ki korte habe...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      খৈল পচানো জল দিয়ে যান পাঁচ দিন ছাড়া ছাড়া আর যে কোন জৈব পিজিআর প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন 10 দিন ছাড়া ছাড়া । গাছ চকচকে হয়ে যাবে

    • @arunsarkar3818
      @arunsarkar3818 2 года назад

      @@farmingadviseranathhalder7579 thanks sirji

  • @amitavamisra1430
    @amitavamisra1430 4 года назад

    Sir, আপনার video এর অপেক্ষায় থাকি । Sir you are really very good and knowledgeable person. আমি লিখে বোঝাতে পারছি না । Sir আপনি আমার গুরুদেব regarding cultivation. আমার প্রণাম নেবেন ।

    • @jesusrodrigo9827
      @jesusrodrigo9827 3 года назад

      Sorry to be so offtopic but does anyone know a trick to log back into an Instagram account?
      I was stupid lost my password. I love any assistance you can give me

    • @marleycolin954
      @marleycolin954 3 года назад

      @Jesus Rodrigo Instablaster :)

    • @jesusrodrigo9827
      @jesusrodrigo9827 3 года назад

      @Marley Colin thanks so much for your reply. I found the site thru google and im in the hacking process atm.
      I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.

    • @jesusrodrigo9827
      @jesusrodrigo9827 3 года назад

      @Marley Colin it did the trick and I now got access to my account again. Im so happy:D
      Thanks so much, you saved my ass !

    • @marleycolin954
      @marleycolin954 3 года назад

      @Jesus Rodrigo Glad I could help xD

  • @gitatikader9320
    @gitatikader9320 4 года назад +1

    Ami akhan lau gach karte chai. Taber Mati kibhabe karbo?

    • @koushikkhan4030
      @koushikkhan4030 4 года назад

      Tober matir video ta dekhun...r seed germination r jonno...4 vag vermicompost r 1 vag mati diye bosiye wait korun

  • @prabirhalder1702
    @prabirhalder1702 4 года назад

    দাৱুন ভিডিও সবে দুদিন হল লাউ দানা বসিয়েছি অনেক উপকাৱ হল। দাদা অনেক ভিডিওতে দেখেছি লাউ গাছে 2G/3G কাটিং কৱা হয় এই নিয়ে আপনাৱ কিছু বলাৱ থাকলে যানাবেন। Thank you Sir ভাল থাকবেন ।

  • @ashishhalder1369
    @ashishhalder1369 2 года назад

    লাউ গাছের গ্ৰোথ কমে যাচ্ছে। আমি কিচেন কম্পোস্ট ও সরিষার খোল ব্যবহার করি। এখন কি করতে হবে??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      বায়ো ভিটা এক্স প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার। এটা জৈব পি জি আর বা ভিটামিন।

  • @pankajmondal2078
    @pankajmondal2078 Год назад

    স্যার লাউ গাছের চারা রোপনের সময় পুরানো শুকনো গোবরের সঙ্গে ট্রাইকোডারমা ভিরিডি মিশিয়ে বসানো যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      জৈবভাবে করলে ওই পাউডারটা মিশিয়ে অবশ্যই বসাবেন ।আর গাছের গোড়ায় এখন বর্ষার সময় প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন যেন জল বসা না হয়।

    • @pankajmondal2078
      @pankajmondal2078 Год назад

      ধন্যবাদ স্যার ❤

  • @sksaruk3886
    @sksaruk3886 Год назад

    কাকা একটু বলবেন আমার বাগানে লাউ গাছ লাগিয়ে ছি রদপড়লে ঝিমিয়ে পড়ছে। রদ চলে গেলে আবার সুস্ত হয়ে যাই কাকা একটু বলবেন । 🥔 আবার আলু গাছ বসিয়ে ছি। আলু গাছ হলুদ হয়ে যাচ্ছে কাকা একটু বলবেন

  • @mandirachaudhury5418
    @mandirachaudhury5418 4 года назад

    Ami akdom nuton, mati banate gie map chhara ja ja bolechhen sob mix korechhi, gachh bosate parbo? Age apnar vedio dekhe ne

    • @koushikkhan4030
      @koushikkhan4030 4 года назад

      Ki poriman e diyechen

    • @mandirachaudhury5418
      @mandirachaudhury5418 4 года назад

      @@koushikkhan4030 der bosta mati 1kg lal baly, 300g hargura, 100gsinkuchi, cow dung 1kg, kecho sar500g, neemkhol200g sorshekhol 500g

  • @sagarroy1273
    @sagarroy1273 4 года назад

    Sir pepe gache roko ta dewa te valo kaj hoache ebar ful ta dhore rakha jai kmn kore seita 1tu bolben..ki sar ki biss debo 1tu bolben. Gacher bayos 6mas

  • @netaisardar418
    @netaisardar418 Год назад

    স্যার আমি বাড়িতে খাবার জন্য দুটো লাউ গাছ বসিয়েছি। গাছ ভালো হয়েছে এবং লাউ ও হচ্ছে কিন্তু লাউ গাছের কিছু পাতা হলুদ হচ্ছে । গাছের গোড়ায় জল বসেনি আর শুকনো করেও রাখিনি। স্যার জৈব ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডারমা ভিরিডি দিতে পারি?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ওখানে লিবিকস কোম্পানির জৈব ছত্রাকনাশক ওষুধ
      Thunders প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার সেই সঙ্গে পি জি আর দুই মিলি মিশিয়ে দেবেন।

    • @netaisardar418
      @netaisardar418 Год назад

      স্যার জৈব পি জি আর হিসেবে All Win Gold Super নাকি BiovitaX দেব একটু বলে দিন 🙏

  • @bappasarkar4393
    @bappasarkar4393 Месяц назад

    আজকে আগস্ট মাসের 7 তারিখ এই মাসের লাউ লাগাবো কোন জাতের লাউ ভালো হবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Месяц назад +1

      গোলক জাত চাষ করতে পারেন।
      খুব ভালো ফলন পাবেন।

  • @souvikdas2979
    @souvikdas2979 4 года назад

    একটাই কথা বলবো "গাছের ডাক্তার" । স্যার আবারো সমস্যা আপনি বললেন চারা বাঁচাতে পারেনা।আমি বেগুনের চারা কিনে এনে বসিয়েছি কোকোপিট আর কম্পোস্ট দিয়ে। কিন্তু দুদিন পর ডগ টা সতেজ আছে কিন্তু যে দুটো বড় পাতা ছিল সেটা ঝরে গেছে। গাছ গুলো কি বাঁচবে। বা এখন কি করণীয়?

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 4 года назад

    দারুণ

  • @simadutta3296
    @simadutta3296 4 года назад

    Darun balem upni. Umi basachi upner katha moto. Thank you sir. Balo thakben.

  • @AshrafAli-zf9gd
    @AshrafAli-zf9gd 4 года назад

    স্যার আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন। স্যার ইউটিউবে দেখতে পেলাম, লাউ গাছের 2G,,3Gকাটিং।যদি এ রকম কিছু থাকে, তাহলে আবার একটা ক্লাস করাবেন আমাদের। অনেক অনেক ধন্যবাদ স্যার।ভালো থাকেন, এ দোয়া সব সময় করি।

  • @akrkart6216
    @akrkart6216 3 года назад

    আমার টবের লাও গাছের কিছু পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। আর 3G শাখাতেও সব পুরুষ ফুল আসছে, একটাও স্ত্রী ফুল আসছে না। কি করনীয়, একটুখানি জানাবেন প্লিজ আমাকে।