রবীন্দ্রনাথের নাটকে ব্যবহৃত গানগুলোর পরিচয় শুধু গান, কোনো নাটকের গান নয় ৷ এগুলো শুধুমাত্র গান হিসেবেই রচিত ৷ পরবর্তীতে এগুলো নাটকে ব্যবহার করেছেন কবি ৷ একই গান একাধিক নাটকেও ব্যবহার করেছেন ৷ ধন্যবাদ ৷
@@rockyprem অবশ্যই গান হিসেবেই প্রধান পরিচয়। যেহেতু অচলায়তন' নাটকের প্রথমেই গানটি আছে সেই কারণে উল্লেখ। কিন্তু ঘটনা হচ্ছে সবসময় শুধু গান হিসেবেই সব গান রচিত হয়নি। নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, উপন্যাস রচনা করার সময় তারজন্যই প্রথম গানটি লিখেছেন এরকম ও ঘটেছে।
@@debasishchakrabarti4921 হ্যাঁ তা লেখেছে হয়ত, কিন্তু রবীন্দ্রনাথের কাছে গানের অর্থ শুধু গান ৷ তিনি গানকে গান হিসেবেই দেখতে বলেছেন ৷ যেগুলো নাটক উপন্যাসে ব্যবহৃত সেগুলোর সেই রচনার সাথে সামঞ্জস্য থাকতে পারে ৷
@@rockyprem গানকে গান হিসেবে দেখতে ঠিক বলেন নি। বলেছিলেন, গাইবার সময় সুর দিয়ে, দরদ দিয়ে, মনের মাধুরী মিশিয়ে গাইতে। আমার গানে স্টীম রোলার চালিও না'। অর্থাৎ গানের ভাব চরিত্র যেন বজায় থাকে। গানটির উত্তরণ ঘটে। যেসব রচনার সময়ে গান লিখেছেন সেগুলি সেই রচনার ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখেই রচিত হয়েছে ( সামঞ্জস্য থাকতে পারে নয়, অবশ্যই আছে)
সাধু সাধু সাধু ❤
🌻
পুজা বিরহ পর্যায়ের, 'অচলায়তন' নাটকের প্রথম গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অনবদ্য👌
রবীন্দ্রনাথের নাটকে ব্যবহৃত গানগুলোর পরিচয় শুধু গান, কোনো নাটকের গান নয় ৷ এগুলো শুধুমাত্র গান হিসেবেই রচিত ৷ পরবর্তীতে এগুলো নাটকে ব্যবহার করেছেন কবি ৷ একই গান একাধিক নাটকেও ব্যবহার করেছেন ৷
ধন্যবাদ ৷
@@rockyprem অবশ্যই গান হিসেবেই প্রধান পরিচয়। যেহেতু অচলায়তন' নাটকের প্রথমেই গানটি আছে সেই কারণে উল্লেখ। কিন্তু ঘটনা হচ্ছে সবসময় শুধু গান হিসেবেই সব গান রচিত হয়নি। নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, উপন্যাস রচনা করার সময় তারজন্যই প্রথম গানটি লিখেছেন এরকম ও ঘটেছে।
@@debasishchakrabarti4921
হ্যাঁ তা লেখেছে হয়ত, কিন্তু রবীন্দ্রনাথের কাছে গানের অর্থ শুধু গান ৷ তিনি গানকে গান হিসেবেই দেখতে বলেছেন ৷ যেগুলো নাটক উপন্যাসে ব্যবহৃত সেগুলোর সেই রচনার সাথে সামঞ্জস্য থাকতে পারে ৷
@@rockyprem গানকে গান হিসেবে দেখতে ঠিক বলেন নি। বলেছিলেন, গাইবার সময় সুর দিয়ে, দরদ দিয়ে, মনের মাধুরী মিশিয়ে গাইতে। আমার গানে স্টীম রোলার চালিও না'। অর্থাৎ গানের ভাব চরিত্র যেন বজায় থাকে। গানটির উত্তরণ ঘটে। যেসব রচনার সময়ে গান লিখেছেন সেগুলি সেই রচনার ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখেই রচিত হয়েছে ( সামঞ্জস্য থাকতে পারে নয়, অবশ্যই আছে)
@@debasishchakrabarti4921 🌻
বারে বারে শুনতে ইচ্ছা হয় ❤
🌻🌻
অশেষ ধন্যবাদ সকলকে !
🌻🌻
❤❤🙏🙏
🌻🌻
মন ভরে গেল 👌👌👌👍
🌻🌻
Aha. Mon chuue gelo
ধন্যবাদ 🌻
Darunnn ,khub valo laglo.
ধন্যবাদ ৷
🙏🏻🙏🏻
🙏
খুব ভাল লাগল ।
ধন্যবাদ ৷
Khub valo laglo
🌻🌻
❤
🌻🌻
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🌻🌻
❤❤
🌻
Sadhu sadhu
ধন্যবাদ ৷
❤️🤍🙏🙏🙏🤍❤️
🌻
সবার হাতে যে বই টি আছে তার নামটি বলবেন ?
এটি বই না, গানের ডায়েরি ৷
Video দেখালে ভালো হতো। Accompanists দের বাদন দেখা যেত।
🌻
❤
🌻🌻