হবু বরের জন্যও পোশাক কিনতে গেলাম আজ বৌভাতে পড়ার জন্য..শুরু হলো ছাদে রান্না,হালুইকর এলো বাড়িতে

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • হবু বরের জন্যও পোশাক কিনতে গেলাম আজ বৌভাতে পড়ার জন্য..শুরু হলো ছাদে রান্না,হালুইকর এলো বাড়িতে

Комментарии • 1,7 тыс.

  • @devpriyakirtania2778
    @devpriyakirtania2778 2 дня назад +11

    " প্রিয়জনদের ছেড়ে প্রবাসে বসে এক রাশ মন খারাপ নিয়ে যখন বসে থাকবো " চোখে জল চলে এল 😊 কত ভাগ্য করলে এরম একটা পরিবারে মেয়েরা বউ হয়ে আসে, ❤দিদি পারলে তোমরা দিদা,মা ,মেহা,তুমি একটা চার প্রজন্মের ছবি নিয়ে নিও 😍♥️ এই জে বিয়ে বাড়ি আনন্দ এই সব আনন্দ গুলোর কোনো তুলনাই হয় না♥️♥️

  • @Tigress534
    @Tigress534 2 дня назад +7

    তোমাদের পরিবারের প্রতি প্রত্যেকে খুব ভালো মানুষ। প্রকৃত অর্থে শিক্ষিত এবং সংস্কৃতিমনস্ক।ভালো থেকো তোমরা সকলে❤️

  • @LifeofBangaloreBangali
    @LifeofBangaloreBangali 2 дня назад +106

    মানুষ কতটা ভাগ্যবান হলে সে এমন পরিবার পায় ,তোমার পরিবার কে দেখে বুঝলাম দিদি।খুব খুব ভালো লাগলো ।😊

  • @anuradhamitra8555
    @anuradhamitra8555 2 дня назад +44

    মহুয়া তোমার দিদা তোমার মা তুমি আর মেহা মিলে একটা সুন্দর ছবি তুলে রেখো । এটা একটা বহুমূল্য স্মৃতি ❤️❤️❤️❤️

  • @barnalimondal7343
    @barnalimondal7343 2 дня назад +130

    পরপর আজ তোমাদের চার প্রজন্ম একসাথে ❤❤❤ বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন আসার আনন্দ বিরাট,,,, কখন যে এসে পৌঁছায়, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা।।। এক কথায় জমজমাট বিয়ে বাড়ি।

  • @shamimaakhi2630
    @shamimaakhi2630 2 дня назад +20

    আন্টি, আমি বাংলাদেশ থেকে দেখছি আপনাকে।
    আপনার ভ্লগগুলো আমার খুবই ভালো লাগে। না টেনে সম্পূর্ণ ভ্লগ দেখা হয়। এত সুন্দর, এত ন্যাচারাল কোনো কৃত্রিমতা নেই। যত দেখি তত বেশি আগ্রহ বেড়ে যায় দেখার।
    ❤️❤️❤️

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад

      কোনো কৃত্রিমতা নেই বলেই এতো মানুষের ভালোবাসা পেয়েছেন।
      খুব ভালো।❤❤❤

  • @nabanitaboral1574
    @nabanitaboral1574 2 дня назад +6

    মহুয়া মনপ্রাণ ভরে আনন্দের শেষ বিন্দুটুকুও উপভোগ করে নাও। সত্যি সূদুর প্রবাসে একা থাকার যে কী কষ্ট যে থাকে সেই জানে। ইচ্ছে থাকলেও সময়ের নির্ঘন্টের আগে আসা যাওয়ার কোন উপায় নেই। এই আনন্দ অনেকদিনই মনকে উচ্ছল রাখবে। মেহু আর রামা বুড়ো তো আনন্দে আত্মহারা। খুব আনন্দ করো। ভালো থেকো সবাই।

  • @sonalisantra9001
    @sonalisantra9001 2 дня назад +3

    ভাল লাগল মহুয়া, বিয়েবাড়ির যে ভিডিও গুলো তুমি পাঠাচ্ছো তাতে ওখানে উপস্থিত না থেকেও দেখে দেখেই মনটা আনন্দে ভরে যাচ্ছে।ভাল থাকবেন সবাই ❤❤❤😊

  • @debnathbasu2672
    @debnathbasu2672 2 дня назад +5

    বাঃ। বড় স্মৃতি উদ্রেককারী একটি প্রতিবেদন। আমাদের একসময় joint family ছিল। সেই সময়ের বিয়ে বাড়ির কথা মনে পর্দায় ভেসে উঠলো। দারুন।

  • @indranarayansinha2965
    @indranarayansinha2965 2 дня назад +132

    দিদি তুমিই যখন বললে প্রবাসে একা জানলা র দিকে তাকিয়ে মন খারাপ করে থাকবেন সত্যিই চোখের কোনে জল এসে গেলো সত্যিই কত দূরে সেই সাত সমুদ্র পারে , ইচ্ছে করলেও যে আসে যাবেনা ভাবতেই কষ্ট হয় আমাদের মেয়েদের জীবন হয়তো এইরকমই ❤❤

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад +5

      খুব ভালো বলেছেন ,ভালো থাকুন।

    • @saswatichakrabrty
      @saswatichakrabrty 2 дня назад

      @@indranarayansinha2965 সত্যি এতো আনন্দের মধ্যেও ওই কথাগুলো শুনে আমার মনটাও খারাপ হয়ে গেলো

    • @samirtalukdar5375
      @samirtalukdar5375 2 дня назад +9

      Shudhu Meye kno, dada ro to ekoi obostha.

    • @manuakarguha9318
      @manuakarguha9318 2 дня назад +3

      Ei jiban ta amra nijera beche nei....kaje e dukhho kore ki hobe karan bideshe prati pade pade struggle ....okhane tike thakar struggle...onek kosto

    • @sagarikasaha2337
      @sagarikasaha2337 2 дня назад +1

      Ekdom thik kotha amaro biye hoye chelo ank ta dure valo thako ❤

  • @dhritimukherjee7658
    @dhritimukherjee7658 2 дня назад +2

    তোমার ছোটমামা ও চেনা মুখ হয়ে গেলেন এই বিয়ে বাড়ির সুবাদে, খুব কাজের মানুষ। বিয়ে বাড়িতে এরকম মানুষের খুব দরকার। তোমাদের ছাদটিও ভারী সুন্দর সাজানো গোছানো। তোমার দিদাকে দেখে আমার দিদার কথা মনে পড়ে গেল। আমার দিদা দশ বছর হল আমাদের ছেড়ে চলে গেছেন অমৃতলোকে।যাক শুভ অনুষ্ঠানের সময় একথা বলে ফেললাম বলে কিছু মনে করো না। ভাই কে ভারী সুন্দর মানিয়েছে।সত্যিই রাজপুত্র। আর রাজকন্যা দের সাজগোজ দেখার অপেক্ষায় রইলাম। 🥰🥰🥰

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 2 дня назад +3

    খুব ভালো করে আনন্দ করো গত দুবছরে র সব আনন্দ করো একটাও মিস করবে না।এইসব আনন্দ সঙ্গে করে নিয়ে যাবে আর ঐ গুলো মনে করতে করতে আবার চলে আসার দিন হয়ে যাবে।❤❤

  • @NandiniBanerjee-df5gs
    @NandiniBanerjee-df5gs 2 дня назад +5

    অনেকদিন পরে একটি আদর্শ বিয়েবাড়ি দেখলাম, খুব ভালো লাগলো, আত্মীয়স্বজন নিয়ে গোটা বাড়ি জমজমাট, পরের ব্লগ এর অপেক্ষায় রইলাম 😊

  • @purnimadutt1225
    @purnimadutt1225 2 дня назад +3

    মহুয়া, তুমি যখন আবার, আমেরিকা ফিরে যাবে, তখন ভাববে গতমাসে এই দিনে ভাই এর বিয়েতে, এই সময় এইটা করছিলাম, মনটা বড় উদাস হয়ে যাবে।

  • @gindianboss2760
    @gindianboss2760 2 дня назад +2

    যেমন আমাদের মুসলিম বরেরা সাজে লাগে সেম লাগছে তোমার ভাইকে রাজা রাজা লাগছিল ❤❤❤❤

  • @tusisarkar3777
    @tusisarkar3777 2 дня назад +4

    বড়দের আশীর্বাদ নিয়ে কোনো শুভ কাজ সূচনা করলে সেটা যে কতটা মঙ্গল হয় সেটা সত্যি বলার মতো নয় ❤😊

  • @sonali_biswas7225
    @sonali_biswas7225 2 дня назад +4

    ভিডিও গুলো দেখে আমার আর আমার মেয়ের ও ভীষন মন হয়ে পড়ে। অনেক বছর হয়ে গেল দেশে যাওয়া হয় না, আপন কারো বিয়ে এভাবে আনন্দ করতে পারিনা 😢

  • @APLifestyle441
    @APLifestyle441 2 дня назад +5

    সত্যি দিদিভাই দুরে যখন পরিবার পরিজন দের ছেড়ে থাকেন সেটা খুব কষ্টের, তবে ভিডিও গুলো থেকে যাবে স্মৃতি হিসাবে। খুব ভালো লাগলো সবমিলিয়ে❤❤

  • @sudiptaraychaudhuri9576
    @sudiptaraychaudhuri9576 2 дня назад +3

    কত আন্তরিক পরিবার বৌ ও যেন ভালো হয় ❤🙏🏻

  • @pinkimallick7839
    @pinkimallick7839 2 дня назад +2

    Manyavar এর জিনিসের দাম একটু বেশি হলেও কালেকশন খুব ভালো, সত্যিই রাজা কে রাজার মতোই লাগছে❤❤ বিয়ের ও বৌভাতের ভিডিওর অপেক্ষায় আছি❤❤

  • @mdjewel3248
    @mdjewel3248 2 дня назад +76

    আমার মন টা ভালো রাখার একটা পাট হলো দিদি।যদি বাংলাদেশ হতো তাহলে কাছ থেকে দিদির পরিবার টাকে একটু দেখে আসতাম। অনেক অনেক দোয়া রইলো দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন

    • @AjantaAntu
      @AjantaAntu 2 дня назад +5

      ঠিক বলেছেন। আমিও বাংলাদেশ থেকে দেখি ওনাকে। মন ভালো করার ঔষধ ওনার vlog 😊

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад +4

      আমি ও বহুদিন ধরে এই চ‍্যানেল দেখছি।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  День назад +4

      অসংখ্য ধন্যবাদ😊❤️🙏

    • @dipanbhowmick4079
      @dipanbhowmick4079 День назад

      Khub sundor ❤ 👌

  • @chandrimabanerjee4856
    @chandrimabanerjee4856 2 дня назад +65

    তোমার এই সুন্দর ব্লগটা দেখার পর মনটা সত্যিই ভালো হয়ে যায় ❤️তোমাদের পরিবার ও তাদের শিক্ষা মানসিকতার পরিচয় পেলাম এই কয়টি ব্লগে যা খুবই উন্নত 🙏 জীবনে এক জায়গায় পৌছতে হলে তার পরিবারের ভীত টা এমনি হতে হয় তা তুমি তোমার পরিবার আবার প্রমাণ করলো 👍ভালো থেকো ❣️

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад +1

      পরিবারের সদস্যরা ভালো এনাদের।❤❤❤❤

    • @pampamukhopadyay5062
      @pampamukhopadyay5062 2 дня назад +1

      Ekdom thik bolechen

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  День назад +1

      অসংখ্য ধন্যবাদ😊❤️🙏

  • @sharmisthabhatt5158
    @sharmisthabhatt5158 2 дня назад +4

    মাটি আঁকড়ে ভিডিও।বাঙালী মধ্যবিত্ত বাড়ীর সংস্কৃতি অসাধারণ মোলায়েম ভাবে তুলে ধরেছো । খুব খুব ভালো লাগলো বিবাহ সিরিজ।

  • @shampadas3985
    @shampadas3985 2 дня назад +8

    আপনজনের বিয়ের অনুষ্ঠানে আনন্দ তো হয়ই..তার থেকেও বেশি আনন্দ হয় এই কেনাকাটা,তত্ব সাজানো,নানা প্লানিং এসবে..মন ভরে এনজয় করো এই কদিন..😍😍

  • @shunya2015
    @shunya2015 2 дня назад +13

    খুব সুন্দর হয়েছে দাদাভাইয়ের পোশাকটি। একটা কথা না বলেই পারছি না, তোমায় এদেশে দেখে বড্ড বেশিই ঘরোয়া লাগছে।

  • @sudeshnaghosh3313
    @sudeshnaghosh3313 2 дня назад +6

    Khub vlo লাগলো।পাঞ্জাবি তে খুব vlo মানিয়েছে।নিজের পরিবার পরিজনের সাথে দেখা করার টান টাই আলাদা।❤❤❤

  • @soumyaghosh8301
    @soumyaghosh8301 2 дня назад +2

    তোমাদের বাড়ির আনন্দের আমেজ আমরাও পুরোদমে উপভোগ করছি। খুব ভালো লাগছে 😊❤

  • @suktisaha9056
    @suktisaha9056 2 дня назад +2

    খুব আনন্দ করো.... এ আনন্দ এর ভাগ দেয়া যায় না.... সবাই কে তো একা করে আবার চলে যাবে সাত সাগরের পারে... ভালো থেকো সবাই মিলে।❤❤

  • @tandra878
    @tandra878 2 дня назад +22

    কী সুন্দর সব আয়োজন হচ্ছে! ভীষণ ভী-ষ-ণ সৌভাগ্যবান রাজা ও মিতু। ওদের দুজনের ভালো নামগুলো জানিয়ে দিও, মহুয়া Please. অনেক স্নেহ ও শুভেচ্ছা রইল নব দম্পতির জন্য: তোমাদের জন্য তো অফুরন্ত ভালবাসা। তোমার বাবা এবং মা-কে জানাচ্ছি---আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও অশেষ শুভকামনা।

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад

      ভালো থাকুক সবাই❤️🙏❤️🧿🧿🧿

    • @afsanahaque7677
      @afsanahaque7677 2 дня назад +1

      মিতুন দিদির নাম আত্রেয়ী

    • @afsanahaque7677
      @afsanahaque7677 2 дня назад +1

      মিতুন দিদির নাম আত্রেয়ী

  • @jhinukbose7509
    @jhinukbose7509 2 дня назад +57

    একটা অনুরোধ, যদি পারেন মেহা আর রামার বিয়েবাড়ি ওদের কেমন লাগল সেটা নিয়ে একটা vlog করেন। খুব সুন্দর লাগছে vlog গুলো❤❤❤❤
    আপনারাও ভালো থাকবেন ❤❤❤❤

  • @chandranir_sathkahon
    @chandranir_sathkahon 2 дня назад +3

    দিদিযমা এসেছেন নাতির বিয়েতে এটা দেখে ভীষণ ভালো লাগছে। নাতি ও ভাগ্যবান আর দিদিমাও ভাগ্যবতী। দিদিমাকে আমার প্রণাম জানাই। 🙏

  • @Nothing25636
    @Nothing25636 2 дня назад +13

    গত বছর দুর্গাপুজোর সময় বড়বাজারের Manyavar এ গেছিলাম, কিন্তু মনের মত পায়নি আর দামও অনেক। আপনি ছোটো বাজারের Style Zone বলে একটা দোকান আছে ওখানে দেখতে পারেন। দামও কম আর ভালো।

    • @moulikroymahapatra8676
      @moulikroymahapatra8676 2 дня назад

      "Style zone" Wale bhaiya alag alag account se apne shop ki promote na kare 😅😅

  • @suchetapaul704
    @suchetapaul704 2 дня назад +104

    দিদি নাম্বার ওয়ান এ প্রোমো তে দিদি কে দেখে কে কে আমার মত খুশি হলে?❤

  • @ManameeBhattacharjee-mm1yo
    @ManameeBhattacharjee-mm1yo 2 дня назад +104

    নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই❤

    • @sanju7649
      @sanju7649 2 дня назад +1

      Sagoto na janateu astam 😅

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад +1

      এই কথাটা শুনলেই মন ভালো হয়ে যায়❤😊

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  День назад +2

      😊❤️🙏

  • @magicpranotipiu
    @magicpranotipiu 2 дня назад +3

    আপনার ভিডিও দেখে নিজের দিদা আর ঠাকুরমার কথা খুব মনে পরছে। উনাদের খুব মিস করি। 😢😢😢

  • @pampadas1266
    @pampadas1266 2 дня назад +3

    তোমরা এই vlog গুলো যেন আমার নিজের ভাই এর বিয়ের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। দিদি তোমরা ভাই ও তার হবু বৌ এর জন্য আনেক ভালোবাসা ও অভিনন্দন জানালাম। ভালো থেকো।

  • @happinessishomemade6496
    @happinessishomemade6496 2 дня назад +9

    Didi Mone hocche amader nijer bhai er biye, tomar sasuri jokhon Dida r saree ta sortout korchile ..ete bilojha jacchilo unar mon manoshikota ta koto sundor cheler sasur barir protio... Best wishes Bangalore ❤

  • @Relifecallig
    @Relifecallig 2 дня назад +10

    প্রতি দিন দিদি vlog পেয়ে কে কে আমার মতো খুব খুশি ❤❤

  • @mitapaul4125
    @mitapaul4125 2 дня назад +4

    দারুন দারুন তোমার দিদাও এসেছে সত্যি কি সুন্দর লাগছে ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। পাঞ্জাবি তে দারুন মানিয়েছে তোমার ভাই কে। শুধু আনন্দ আর আনন্দ❤❤❤

  • @subhashishgupta
    @subhashishgupta 2 дня назад +5

    দিদি এই গরমে কলকাতা!! ভাইয়ের বিয়ে বলে কথা। নিজের জায়গায় কার না ভালো লাগে!! মান্যবরের আউটলেট গুলোতে ভালো কালেকশন থাকে। রামকৃষ্ণ আমার সবথেকে বেশি প্রিয়। ও যে ইংরেজিতে কথা বলে আমার দারুন লাগে। মেহা খুব শান্ত মেয়ে। আপনার পরিবার এবং ব্লগ আমার সবথেকে প্রিয়। ভালো থাকবেন। আমি গৌহাটি আসাম থাকি।

  • @Joyeeta_Sur1992
    @Joyeeta_Sur1992 2 дня назад +7

    আমারও এই জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল , এত্ত detailed video দেখে নিজের বিয়ে বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে একদম ❤😘
    একসাথে হৈচৈ করা, তত্ব সাজানো, আড্ডা ufff ফাটাফাটি ❤
    এত্ত মজা শুধু মাত্র মনে হয় বিয়ে বাড়িতেই সম্ভব।।
    দারুণ enjoy করো 😍😍😍

  • @subhasreedutta4131
    @subhasreedutta4131 2 дня назад +8

    Biye barir vlog dekhar mojai alada...khub valo lagche vlog gulo...

  • @sonalichatterjee1843
    @sonalichatterjee1843 2 дня назад +1

    তুমি সবকিছু এতো সুন্দর করে দেখাচ্ছো যেনো মনে হচ্ছে আমরাও বিয়ে বাড়ির মধ্যে আছি....সবকিছু সুন্দর ভাবে উপভোগ করছি।.....তোমাদের সকল কে এতো সুন্দর দেখতে আর তোমাদের মন এতো ভালো তাই তোমরা যাই পড়ছো তাতেই অপূর্ব লাগছে।.....ভাই কে তো রাজার গল্পে রাজপুত্র এর মতো লাগছে।...... পাগড়ী টাতে কিন্তু দুর্দান্ত লাগছিল।❤❤❤❤👌👌👌👌খুব খুব এনজয় করো সবাই মিলে।ভালো থেকো সকলে ❤❤❤❤❤

  • @partharoychowdhury9048
    @partharoychowdhury9048 2 дня назад +3

    প্রবীণ প্রজন্মদের দেখে এত ভালো লাগলো কি বলবো। ভাইয়ের বিয়ের জন্য সকলের এত সুন্দর ভালোবাসা সত্যিই দেখবার মতো🎉 ভালো থাকবেন সব সময়। সকল পরিবারের জন্য রইল শুভকামনা🎉🎉🎉🎉🎉🎉

  • @utsha78biswas
    @utsha78biswas 2 дня назад +4

    হবু বর কে খুব মিষ্টি লাগছে আর মানিক ভাই কে এই নীল পাঞ্জাবিতে ভালো মানিয়েছে❤

  • @pujachandra473
    @pujachandra473 2 дня назад +8

    খুব সুন্দর লাগল মনভরে গেল দিদিভাই 😊😊😊ভাই বোন সবাই এক সাথে😊

  • @smitachakraborty7447
    @smitachakraborty7447 2 дня назад +2

    তুমি যখন ব্যাঙ্গালোর থেকে গেলে তখন কতো গরম ছিল আর এখন কি ঠান্ডা হাওয়া আর বৃষ্টি,আজ বেরোনোর আগে সোয়েটার না নিয়ে কি ভুগেছি 😢 ঠান্ডায় গলা বসে গেছে।

  • @neelkamal43
    @neelkamal43 2 дня назад +2

    দূরের পাখি দের এটাই বেঁচে থাকার রসদ। আমিও সেই পথের পাখি

  • @rosesuhana4439
    @rosesuhana4439 2 дня назад +9

    অনেক দিন বিয়েবাড়ি যাওয়া হয়নি পড়ার চাপে আজ আপনার ভিডিও দেখে আমার দিদির বিয়ের কথা মনে পরে গেলো
    Love from বাগনান ❤

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад

      বাঁকুড়া থেকে ভালোবাসা জানাই❤

  • @TiTu595
    @TiTu595 2 дня назад +7

    আপনার কথা শুনে মনটা জুড়িয়ে যায় ❤❤

  • @tamasimandal3904
    @tamasimandal3904 2 дня назад +1

    খুব ভালো লাগলো।সবাই খুব আনন্দ করো।ওই কথাটা শুনে মনে টা খারাপ লাগলো।সত্যি সবাই কে ছেড়ে থাকা খুব কষ্ট।রাজা কে রাজার মতো সত্যি লাগছে।❤❤

  • @dolannath5676
    @dolannath5676 2 дня назад +2

    তোমার ব্লগ গুলো অসাধারন ❤❤❤❤❤❤❤ দেখেই মন আনন্দে ভরে ওঠে।💝💝💝💝💝💝💝💝💝💝

  • @shuvashreeroy4928
    @shuvashreeroy4928 2 дня назад +71

    চাতক পাখি যেমন জল র জন্য অপেক্ষা করে হ্যাপ্পিতেশ করে আমরা তেমন মহুয়া দির ব্লগ র জন্য অপেক্ষা করি ❤️❤️❤️🙏

  • @tufanojhavlogs
    @tufanojhavlogs 2 дня назад +63

    মহুয়া দিদির জন্য সবাই মিলে একটা করে লাইক হোক👍

    • @sanju7649
      @sanju7649 2 дня назад +1

      Na bolleu like debo 🤗

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад +1

      লাইক দিলাম❤❤❤❤

    • @joyshreeroy7454
      @joyshreeroy7454 2 дня назад +1

      Amader desher culture koto mishti. Boroder pronam kore ashirbad roop e positivity newa ta sotti koto bhalo. Ajkal biye barite atota apnapan daekha jayna. It's really pleasant to watch such videos. ❤❤ Mahua r kotha bolata aro attractive kore daey video ta ke.

    • @tufanojhavlogs
      @tufanojhavlogs День назад +1

      @@sanju7649 ❤️🙂❤️

    • @tufanojhavlogs
      @tufanojhavlogs День назад +1

      @@BankuraKitchen ❤️❤️❤️

  • @haveydriver2004
    @haveydriver2004 2 дня назад +3

    আমার মা ইউটিউব বুজে না বলছে প্রতিদিন কি দেখিস এখন মা ও দেখে এতো ভালো বাসা তোমার প্রতি

  • @indranichoudhury9848
    @indranichoudhury9848 2 дня назад +4

    আপনাদের সাথে আমিও কিন্তু ভাইয়ের বিয়ের শরিক হয়ে গেছি।আর রাজাকে সত্যিই রাজার মতোই লাগছে❤

  • @rsadriacooking
    @rsadriacooking 2 дня назад +6

    আমি বাংলাদেশ থেকে দেখছি আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে । সব সময়ই আপনার ভিডিও অপেক্ষা করি। অনেক সুন্দর পরিবার সবাই অনেক মিল মিশ ❤❤❤❤❤

  • @SUMANDAS-hq1bd
    @SUMANDAS-hq1bd 2 дня назад +3

    সত্যিই বাড়ি থেকে দূরে থাকলে এইসব অনুষ্ঠানগুলো খুব মিস করি,আর মন্যবরের যেকোনো জিনিস খুব সুন্দর হয়,তবে দাম অনেকটা বেশি হয়।

  • @pialydas285
    @pialydas285 День назад

    Tomar bhai and hobu bou er misti prem-alap ta darun laglo "Raja k lagche rajar motoi" 😊

  • @Mantu.739
    @Mantu.739 11 часов назад

    পর পর চার প্রজন্ম এক সাথে দেখে খুব ভালো লাগলো।
    Happy family ❤❤❤❤

  • @anything4100
    @anything4100 2 дня назад +4

    অনেক ভালোবাসা দিদি তোমার জন্য

  • @bengaldrawingbook284
    @bengaldrawingbook284 2 дня назад +4

    দিদি আপনি ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। ❤❤❤❤

  • @debasissarkar6287
    @debasissarkar6287 2 дня назад

    Sobai mile eto anondo korcho dekhe khub bhalo lagche. Dida ke dekhe khub bhalo laglo. Aj kal erokom dekha jina. Deser jonno khub mon kemon korche. Bhalo theko. Ank anondo koro. 😊❤

  • @pinkiguha7497
    @pinkiguha7497 2 дня назад +2

    Ajker vlog ta maa Dida pishi mama k dekhe amar ato valo laglo j anonde chokher jol chole alo thankyou so much ❤❤❤

  • @Mondalsomnath2005
    @Mondalsomnath2005 2 дня назад +4

    অসাধারণ এক সুন্দর পরিবার দিদি তবে আমার ও যেতে ইচ্ছে করছে❤❤

  • @user-dx3ys1yq8p
    @user-dx3ys1yq8p 2 дня назад +9

    বিয়ে বাড়ি দেখে খুব মন খারাপ লাগছে, আমার যদি একটা বিয়ে বাড়ি পড়তো, অনেক মজা করতে পারতাম, তবে তোমার ভিডিও দেখে কিছু টা ভালো লাগছে।❤❤❤

    • @chaitalichowdhury7778
      @chaitalichowdhury7778 2 дня назад

      2 din por amr akta bea bari jabo. Kintu ja Gorom khub kosto hocche

  • @sabitamitra5578
    @sabitamitra5578 2 дня назад +1

    "মান্যবর" বিয়ের জন্য পান্জাবী, শেরওয়শেরওয়ানী- র best Showroom. এখানে প্রচুর collection. আমার মেয়ের বিয়ের সময় (2022) জামাই-র সবকিছু এখান থেকেই নিয়েছিলাম। আমি গড়িয়াহাট মান্যবর থেকে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছে "বিয়ে বাড়ি" দেখতে। আরো একটু বেশি করে দেখান। রাতে কি কি খাওয়া হোলো। মেহা আর রামা কেমন আনন্দ করছে, সব।

  • @KoyalDutta-xf6qh
    @KoyalDutta-xf6qh 2 дня назад +1

    Biya barir vlog dekhar mojai alada , khub valo lagche vlog gulo !❤❤

  • @koeladhikary43
    @koeladhikary43 2 дня назад +6

    গুরুজনদের প্রণাম জানাই আর অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সকলের জন্য

  • @MampiDuttaNandi
    @MampiDuttaNandi 2 дня назад +4

    মনে হচ্ছে আমার নিজের বাড়ির বিয়ের অনুষ্ঠান এত টা আপন লাগে❤

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 2 дня назад +1

    সত্যি ই মহুয়া তোমার প্রবাসে থাকার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেলো। তবে তোমাদের এই আনন্দের মুহূর্ত গুলো চেটে পুটে উপভোগ করে নাও। খুব ভালো লাগছে বিয়ে বাড়ীর অনুষ্ঠান গুলো দেখতে। আমি ও খুব এনজয় করছি। তোমরা সবাই ভালো থেকো ।এই শুভ কামনা জানাই ।

  • @baisalichatterjee9114
    @baisalichatterjee9114 2 дня назад +2

    একরাশ মুগ্ধতা পুরো ভিডিও দেখে ❤️❤️

  • @user-ul9tu9hf6b
    @user-ul9tu9hf6b 2 дня назад +8

    এই বিয়েবারির vlog er জন্যই কতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম....যে কখন আবার আপনি vlog পোস্ট করবেন...নোটিফিকেশন পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ছুটে এলাম তাড়াতাড়ি করে সব কাজ ফেলে ...খুব ভালো থাকবেন...আমার বাড়ির সবাই আপনার vlog দেখতে খুব ভালো লাগে...আপনার জন্যে অনেক ভালোবাসা রইলো ❤

  • @binibiswas3775
    @binibiswas3775 2 дня назад +5

    পরিবারের বন্ডিং গুলো দারুণ লাগে দেখতে। এখন তো এসব দেখা যায় না। তাড়াতাড়ি বিয়ের ভিডিও দিও দিদি

  • @somachakraborty6552
    @somachakraborty6552 2 дня назад

    Khub bhalo lagche biye bari protita sundor muhurtoo amader sakoler sathe share karar jonyo ..khub enjoy karo sakole mile valo theko sustho theko r onek onek anondo koro ...

  • @munmunmitra3481
    @munmunmitra3481 2 дня назад +1

    সত্যি ভাল লাগে আপনার ব্লগ।
    আপনার কথা গুলো মনের কোথায়ে গিয়ে
    যেন আঘাত করে।
    আপনারা ও ভাল থাকবেন ,সুস্থ থাকবেন,
    সাবধানে থাকবেন।❤️

  • @rajamahanta3620
    @rajamahanta3620 2 дня назад +4

    একটু আগেই আমি চ্যানেলে চেক করছিলাম...
    আর এখন ভিডিও চলে এসেছে ♥️

  • @user-ot7oi1qe9f
    @user-ot7oi1qe9f 2 дня назад +13

    *বাংলাদেশ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো*

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад +1

      কোলকাতা থেকে ভালোবাসা জানাই❤

    • @user-ot7oi1qe9f
      @user-ot7oi1qe9f 2 дня назад

      @@BankuraKitchen 🇮🇳🇮🇳🤝🇧🇩🇧🇩 *ধন্যবাদ*

  • @antaramondal7766
    @antaramondal7766 День назад

    Apnar vlog er akta episode dakhar porei next episode er jonno wait korte thaki... vlog dakhar por mon ta bes valo hoye jai... kono rokom negativity , show off nei Apnar vlog a... akdom simple manus apni... sathe Apnar poribar o khub valo... onek Valobasa roilo... valo thakben sokole ❤

  • @koyelkar4987
    @koyelkar4987 2 дня назад +1

    Darun darun blog ta very nice

  • @jahedabegummimi8591
    @jahedabegummimi8591 2 дня назад +4

    এই প্রথম দেখলাম ছেলের বাড়ী থেকে মেয়ের বাড়ীতে এতো উপহার দিতে।

  • @bonglazygirl3863
    @bonglazygirl3863 2 дня назад +18

    জানেন দিদি গত বছর আমার দাদার বিয়ে হয়েছে আর আমরা সব নিজেদের হাতে প্রথম বার তত্ত্ব সাজিয়েছি এই ভিডিও টা দেখে সেই কথা গুলো বার বার মনে পড়ছে

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад

      খুব ভালো আনন্দ ,কিন্তু নিজেদের বাড়িতে বিয়ে বাড়ি মানেই খুব খাটুনি।খুব চাপ।

  • @somaghosh3891
    @somaghosh3891 День назад

    এবারের দেশে আসা অন্য রকম অনুভুতি। ভাইয়ের বিয়ে আবার দিদি নং যাওয়া। খুব ভালো লাগলো বেশ উপভোগ করলাম। ভালো থেকো সুস্থ থেকো সারাবছর ❤❤❤❤❤❤

  • @maynamandal5659
    @maynamandal5659 2 дня назад

    অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবী। খুব ভালো লাগলো ভিডিও টা ❤️❤️

  • @suprabhat76
    @suprabhat76 2 дня назад +2

    দিদিমা সাথে চার প্রজন্মের ছবি তুলে রেখে দেওয়া ভালো। জানিনা তোলা হয়েছে কিনা 🤔পরের ভিডিও তে বোঝা যাবে 👍🏻❤। দিদিমা, মা, নিজে আর মেহা👍🏻🥰

  • @ManbhumKitchen
    @ManbhumKitchen 2 дня назад +67

    সব্বাই একটু pray করুন আমার শরির খুব অসুস্থ 😢😢 আজ ভিডিও আপলোড করতে পারিনী

    • @BankuraKitchen
      @BankuraKitchen 2 дня назад +4

      সুস্থ হয়ে উঠুন।ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

    • @SebantiGupta
      @SebantiGupta 2 дня назад +3

      তারাতারি সুস্থ হয়ে উঠুন , ভগবানের কাছে প্রার্থনা করি।

    • @ratnachakraborty8262
      @ratnachakraborty8262 2 дня назад +2

      Khub taratari sampurno sustho hoye uthun!!🙏🙏👌👍❤

    • @sudhirkumardas6565
      @sudhirkumardas6565 2 дня назад +1

      শিগগির ভালো হয়ে উঠ।

    • @sarvanisinha8244
      @sarvanisinha8244 2 дня назад +1

      God bless you

  • @puchkuguddi
    @puchkuguddi 2 дня назад

    Bia er vlog gulor jnno khubi exited.
    Darun lagche india er vlog gulo, amon kore amder sathe tmder khushi er muhurto gulo share koro.

  • @rumachatterjee433
    @rumachatterjee433 2 дня назад

    Biye bari r tomader relatives sobai aschhen. Ekhon to sobai ase r chole jai. Tomader ekhane relatives der songe sundor relation. We r enjoying d ceremony very much

  • @itsavijit144
    @itsavijit144 2 дня назад +8

    যারা ব্লগের জন্য অপেক্ষা করছিলে লাইক করো❤❤

  • @minatiroy4580
    @minatiroy4580 2 дня назад +4

    Mohua namta akdom sarthok.... ato misti akbare ROSOGOLLA. 👌🥰🥰

  • @kiransaha3661
    @kiransaha3661 2 дня назад

    Tomader poribarer moddhe atoo valobasa dekhe mon ta vore geloo😊😊❤

  • @muktisreevasdev6990
    @muktisreevasdev6990 2 дня назад +1

    Khub bhalo laglo blog ta ❤❤❤❤ biye r kena kata tai ashol moja

  • @Archita19
    @Archita19 2 дня назад +5

    Ek din tomar choto mama k vlog e nio, onar kotha jante khub iche kore. Onar kotha batra eto bhalo, uni khub bhalo manush. Plz request roilo. Darun vlog❤
    R didi tumi bole chile India gele tomader photo album dekhabe, tomader biye ba Bangalore e kichu moments share korle bhalo hoto.

  • @sweetgaljia
    @sweetgaljia 2 дня назад

    Ki darun enjoyment.....
    Lovely lovely..... Raja ke besh sundar maniyeche..... Maharaj r abhishek r poshak.....khub sundor lagche..... Manik da looking great

  • @SimpleGirlRiya
    @SimpleGirlRiya 2 дня назад

    Darunnnnn.....❤❤
    Sobai mile eksathe biye barite thaka & anondo kora, sukh dukkher Kotha share kora etc esob er mojai alada......😊🥰

  • @tufanojhavlogs
    @tufanojhavlogs 2 дня назад +469

    Facebook এ দেখার পর কে কে দেখছো আমার মতো বলো 👍

  • @saswatibiswas5390
    @saswatibiswas5390 2 дня назад +5

    সারাদিনে যদি একটাই কাজ কখন তোমার ভিডিও আসবে আর কখন সেই ভিডিওটা দেখবো। মাঝে মাঝে মনে হচ্ছে যে তোমাকে ফোন করে বলি যে বিয়ের পুরো ভিডিওটা দিদি একসাথে দিয়ে দাও তাহলে হয়তো কোন কাজে মন দিয়ে করতে পারব।

  • @rajashreebanik777
    @rajashreebanik777 2 дня назад

    Didi, মনটা খুশিতে ভরে উঠলো তোমার ভিডিওর notifaction দেখে 😊😊😊😊❤❤

  • @AyushmanRoy-kz7qx
    @AyushmanRoy-kz7qx День назад

    Ashole apnar familier eto anondo dekhe khub anondo lagche...❤

  • @Tapasisamanta86
    @Tapasisamanta86 День назад +1

    Monta vore galo didi tomer poribaeer sobike dakhe khub Anando karo