How to Connect wifi or Hotpots Smart Android LED TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • How to Connect wifi or Hotpots Smart Android LED TV
    আমাদের বর্তমান পৃথিবী তথ্য ও প্রযুক্তির যুগ আর এই তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞানের কল্যাণে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য-সামগ্রীর সৃষ্টি হচ্ছে। যা আমাদের জীবনযাত্রার মানকে করছে আরও সহজ ও আরামদায়ক। এরই ধারাবাহিকতায় আমাদের টেলিভিশন জগতেও এসেছে এক বিপুল পরিবর্তন। আজ থেকে প্রায় একযুগ আগেও আমরা বক্স টিভি বা সি, আর, টি, টিভি ব্যবহার করতাম। যার মাধ্যমে আমরা শুধুমাত্র বি,টি,ভি, অথবা ডিস লাইনের কিছু প্রোগ্রাম বা চ্যানেল দেখতে পারতাম। কিন্তু বর্তমান যুগে এলইডি টিভি আবিষ্কার হওয়ার কারণে আমরা খুব সহজেই এই টিভিতে বিভিন্ন ধরনের এন্ড্রয়েড ফিচার ব্যবহার করতে পারি। যে ধরনের অ্যান্ড্রয়েড টেলিভিশন বাংলাদেশের বাজারে আছে তাদের মধ্যে অন্যতম হলো TOSIQA ব্যান্ডের অ্যান্ড্রয়েড টেলিভিশন । আর এই অ্যান্ড্রয়েড টেলিভিশন গুলো খুব সহজেই ওয়াই-ফাই কানেকশন করা যায়। ওয়াইফাই কানেকশন করার জন্য তিন ধরনের সিস্টেম টেলিভিশনগুলোতে থেকে থাকে। যেমন (১) ওয়ারলেস কানেকশন সিস্টেম। অর্থাৎ রাউটার দিয়ে তার ছাড়া পাসওয়ার্ড দিয়ে যে ওয়াইফাই টিভিতে কানেক্ট করে সেটি হচ্ছে ওয়ারলেস সিস্টেম।
    (২) নেট মুড সিস্টেম। নেটমুড সিস্টেমে RJপোর্টের মাধ্যমে সরাসরি ক্যাবল দিয়ে নেটওয়ার্ক কানেকশন করতে পারবেন।
    (৩) হটস্পট সিস্টেম। অর্থাৎ আপনার বাসায় যদি ওয়াইফাই কানেকশন নাও থাকে আপনার মোবাইলের এমবি দিয়ে হটস্পট এর মাধ্যমে কানেকশন করে অ্যান্ড্রয়েড অপশন গুলো ব্যবহার করতে পারবেন।
    আমাদের ওপরের ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়াইফাই কানেকশন করবেন এবং ব্যবহার করবেন।
    ponnomela.com/
    / ponnomelabangladesh

Комментарии • 1