পদ্মার ইলিশ খেতে মাওয়া ঘাট | Hilsa Fish in Mawa Ghat | Mawa Ghat Ilish

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • পদ্মার ইলিশ খেতে মাওয়া ঘাট | Hilsa Fish in Mawa Ghat | Mawa Ghat Ilish
    #mawa #hilsa_fish #mawaghat
    *********************************************
    👉Contact With Me -
    📌instagram - www.instagram....
    📌Email - koushik.health@gmail.com
    📌Facebook - / twk198
    **********************************************************

Комментарии • 942

  • @jayantachowdhury3973
    @jayantachowdhury3973 10 месяцев назад +32

    কাজের জন্য আমি বাংলাদেশের প্রায় সব জেলায় কয়েকবার ঘুরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমি অনেক সুন্দর বন্ধু তৈরি করেছি। বাংলাদেশে আপনি যে আতিথেয়তা পান তা বিশ্বের সেরা।

  • @rupalitutorial-vh8tt
    @rupalitutorial-vh8tt 10 месяцев назад +100

    Md Fiz বাংলাদেশটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবে,কৌশিক দা আমাদের অতিথি ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩

  • @parthasarathibiswas6007
    @parthasarathibiswas6007 9 месяцев назад +5

    এত কিছু জানতাম না বাংলাদেশ সম্পর্কে। ওখানকার রাস্তা ঘাট, বাজার, যোগাযোগ ব্যাবস্থা এবং সর্বোপরি ইলিশ মাছ - এক চমৎকার অভিজ্ঞতা কলকাতার ঘরে বসেই পেয়ে গেলাম। খুবই আকর্ষণীয় উপস্থাপনা। সংশ্লিষ্ট সবাইকে অশেষ ধন্যবাদ।

  • @topurahman4521
    @topurahman4521 10 месяцев назад +34

    কৌশিক ঠিকই বলেছেন সাম্প্রদায়িকতাকে কোনভাবেই সমর্থন করা যায় না। আমরা যারা বাংলাদেশী আমাদের অধিকাংশই অসাম্প্রদায়িক। মানুষের পরিচয় মনুষ্যত্বের মাঝে ধর্মে নয়।

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp 10 месяцев назад +30

    ভারতীয় উইটুবার বাংলাদেশ গিয়ে মাওয়া ঘাটে বসে পদ্মার ইলিশ মাছ খাচ্ছে তাও আবার রাত দুইটার সময় একটা আলাদা রকম অনুভুতি। ভাবাই যায় না দারুন লাগলো ভিডিও।

    • @dailylifearoundus
      @dailylifearoundus 10 месяцев назад

      বাংলাদেশে আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার | কিন্তু আমরা ভীত ভারতের ট্যুরে গিয়ে | বাংলাদেশ অসাম্প্রদায়িক কিন্তু সে অনুপাতে ভারতে সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেয়া সরকারের পক্ষ থেকে এবং এটা প্রমাণিত

  • @keyaguhathakurta3770
    @keyaguhathakurta3770 10 месяцев назад +3

    দারুন সুন্দর লাগলো মাওয়া ঘাট ৷ ভালো লাগলো রমলা কালি বাড়ি ৷ আপনার কথা বলা এতো সুন্দর খুব ভালো লাগে ৷ এটা শেয়ার করবো ৷ খুব সুন্দর ♥️♥️

  • @MohonaRoy-q8o
    @MohonaRoy-q8o 10 месяцев назад +38

    তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা। তুমি যে আমাদের দেশকে এমন ভাবে উপস্থাপন করলে যেটা অতুলনীয়। বাংলাদেশ সম্পর্কে অনেকেরই অনেক রকম ধারণা আছে। এখানে অসাম্প্রদায়িক চিন্তার মানুষের সংখ্যায় বেশি। কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সবকিছু বিচার করা যায় না। সাম্য আর ভ্রাতৃত্ব বেঁচে থাকুক এপার বাংলা ওপার বাংলার মধ্য।

    • @joyjagannathxerox8740
      @joyjagannathxerox8740 10 месяцев назад +3

      আপনার সাথে আমি একমত , সর্বত্ত দুষ্ট কিছু লোক থাকে ,তারই পরিবেশ বিষিয়ে দায়ে।

    • @biswajitpatra2536
      @biswajitpatra2536 10 месяцев назад +1

      আপনার সাথে আমিও একমত 😊
      আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ❤

  • @sujatananda3718
    @sujatananda3718 10 месяцев назад +4

    রমনা কালিবাড়ী দারুণ লাগলো, মাওয়া ঘাটের ইলিশ আমিও খেয়েছিলাম খুব ঝাল দেয় কিন্তু স্বাদ ভালো

  • @arunimapal6889
    @arunimapal6889 10 месяцев назад +40

    দেখে মনে হচ্ছেই না যে এটি অন্য কোনো দেশ আসলে এটি তো ওপার বাংলা আমাদেরই বাংলাদেশ❤
    ধন্যবাদ দাদা বহু দিনের ইচ্ছা ছিল বাংলাদেশ দেখার তোমার জন্য সেটি সম্ভব হল

    • @digitalchy5241
      @digitalchy5241 10 месяцев назад

      দাদা চট্টগ্রামে এক সুন্দর জায়গা আছে পাহাড়ের উপর। চট্টগ্রামের বোয়ালখালির মেধস মুনির আশ্রম। এটি এক ঐতিহাসিক স্থান হিন্দুদের কাছে। কারণে চন্ডীমতে এখানেই প্রথম দুর্গাপুজো হয়েছিল সত্যযুগে। একবার সময় পেলে দেখে আসবেন। খুব সুন্দর জায়গা।

    • @ahmedirfansamad
      @ahmedirfansamad 10 месяцев назад +4

      বাংলাদেশ আর পশ্চিম বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই, একই বাংলা দুই রাষ্ট্রে। ঘুরতে আসেন, আমরা তো পাশাপাশিই আছি।

    • @digitalchy5241
      @digitalchy5241 10 месяцев назад +2

      @@ahmedirfansamad ঠিক যেমন ভারতের পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাব।

    • @sakibahsan99
      @sakibahsan99 10 месяцев назад

      Love from BANGLADESH ❤

  • @Molla.Al-Amin
    @Molla.Al-Amin 10 месяцев назад +4

    অসম্প্রদায়িক বাংলাদেশের চিত্র তুলে দরার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @wishesofmymensingh
    @wishesofmymensingh 10 месяцев назад +12

    বিশ্ববাসীর কাছে অনেক সুন্দর ভাবে বাংলাদেশ কে উপস্থাপন করার জন্য আপনাকে ও ফিজ কে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা
    সাথে সাথে
    মুক্তাগাছার জমিদার বাড়ী/শশীলজ,ময়মনসিংহ সাথে মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার স্বাধ নেয়ার আমন্ত্রন জানাই
    ময়মনসিংহ থেকে

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  10 месяцев назад

      টিকিট বাতিল করলাম ময়মনসিংহ র একটা সমস্যার কারণে আসতে পারছি না

  • @ratnamallick6530
    @ratnamallick6530 10 месяцев назад +7

    ❤দারুণ দারুণ .......একটা দেশই তো ৩টুকরো হয়েছে তাহলে আর বিভেদ কেন!!পূর্বসুরীদের ভুল সংশোধনের দায়িত্ব আমাদেরই আন্তরিকতা সাথে নিতে হবে 👍❤

  • @ujjalmondol8228
    @ujjalmondol8228 10 месяцев назад +13

    কালি মন্দির দেখানোর জন্য ধন্যবাদ ❤

  • @mintuchakraborty5697
    @mintuchakraborty5697 10 месяцев назад +8

    আজকের এই vlog সত্যি অতুলনীয়, একদিকে মাকালী মন্দির আর অন্যদিকে ইলিশের হরেকরকম item. অপূর্ব লাগলো।

  • @rupapathak8196
    @rupapathak8196 10 месяцев назад +26

    কৌশিক ,আজকের ব্লগ ফাটাফাটি ,তুমি যেমন ড্রোন হাতে না পাওয়ার দুঃখ ভুলে গেছো ,তেমনি আমরাও ইলিশের ভাইরাল স্বাদে ভরপুর হয়ে আছি।😃😋😋

    • @rayhanshihab6283
      @rayhanshihab6283 10 месяцев назад

      ড্রোন ফেরত পেয়েছে।

  • @khaomorewithpunam1454
    @khaomorewithpunam1454 10 месяцев назад +48

    রমনা কালি মা-কে দেখতে যেমন সুন্দর লাগলো দেখতে ততটাই ভালো লাগলো ওখানকার গল্প শুনে ❤❤❤

    • @DEEP_eats
      @DEEP_eats 10 месяцев назад +10

      এটা শুধু মাত্র সম্ভব হয়েছে আমাদের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী র জন্য ❤❤❤
      Jay shree ram ❤

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  10 месяцев назад +7

      আজকের জার্নি টা আরো সুন্দর

    • @khaomorewithpunam1454
      @khaomorewithpunam1454 10 месяцев назад +1

      @@TravelWithKoushik মামা সে তো বুঝতেই পারতাসি

    • @s.hosyen8663
      @s.hosyen8663 10 месяцев назад

      জাতীয় মন্দির হিসেবে যদি বিবেচনা করি তাহলে ওতটা সুন্দর নয়।এর চাইতে সুন্দর মন্দির বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে।সরকারের উচিত এর সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করা।

    • @GUULLIVER
      @GUULLIVER 10 месяцев назад

      @@DEEP_eats বাংলাদেশ সরকার প্রত্যেক অর্থবছরে হিন্দু / বৌদ্ধ / খৃষ্টান ধর্মাবলম্বীদের জন্য কোটি কোটি টাকা অনুদান দিয়ে থাকে। প্রত্যেক বছর, শুধু একবার না!!!
      ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে দেশের বিভিন্ন মসজিদ, ইত্যাদি ছাড়াও, হিন্দু মন্দির ও শ্মশান সংস্কার/মেরামত, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান (প্যাগোডা) ও বৌদ্ধ শ্মশান সংস্কার/মেরামত, খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান গীর্জা ও সেমিট্টি সংস্কার/মেরামত এবং দুস্থ হিন্দু / বৌদ্ধ পুনর্বাসন এর জন্য অনুদান দেয়া হয়। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন ধর্মের মোট ৫৪৫৮টি প্রতিষ্ঠানের অনুকূলে _৩১,৩৬,৬৮,০০০.০০ (একত্রিশ কোটি ছত্রিশ লক্ষ আটষট্টি হাজার) টাকা_ এবং দুস্থ পুনর্বাসন বাবদ ৩৬১৭ জন দুস্থ ব্যক্তির অনুকূলে _৪,৫৭,৬৫,০০০.০০ (চার কোটি সাতান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা_ অনুদান দেয়া হয়েছে। বিগত তিন অর্থবছরে সারা দেশের প্রায় ২১,৬৭৫ টি মসজিদ ইত্যাদির পাশাপাশি হিন্দু মন্দির ও শ্মশান, বৌদ্ধ মন্দির ও শ্মশান এবং খ্রিস্টান গীর্জা ও সিমেট্রি ইত্যাদি সংস্কার ও মেরামতের লক্ষ্যে প্রায় _৯১.৬১৯৭ (একানব্বই) কোটি টাকা_ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি ৯,০৮৯ জন দুস্থ ব্যক্তির পুনর্বাসনের লক্ষ্যে _১৩.০৬৭৫ (তেরো). কোটি টাকা_ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্রেফ একবারের জন্য না, প্রতি বছর!!!

  • @motiurkazal1583
    @motiurkazal1583 10 месяцев назад +5

    ভারতীয় ট্যুরিস্ট স্প্যাশিয়ালী ট্রেন ব্লগার কৌশিক দা-কে বার বার বাংলাদেশে স্বাগত,,,

  • @saro8624
    @saro8624 10 месяцев назад +11

    পৃথিবীর সকল ধর্ম এবং দেশের প্রতি রইল অঢেল সম্মান‌। আর ভারত হলে তো আরো বেশি সম্মান থাকে। কারণ তারা হলেন আমাদের পার্শ্ববর্তী প্রাণপ্রিয় প্রিয় মানুষ।

  • @triptisaha1988
    @triptisaha1988 10 месяцев назад +3

    দারুণ ভ্রমন, রমনা কালী মন্দির, চা মাওয়ার ইলিশ সংগে MD Fizz🇧🇩🇧🇩

  • @babitadutta87
    @babitadutta87 10 месяцев назад +3

    কি সুন্দর ভিডিও দেখলাম কৌশিক ভাই সারাজীবন মনে থাকবে সাবধানে থেকো সবাই ভগবান তোমার মঙ্গল করুন

  • @ayushsau3883
    @ayushsau3883 10 месяцев назад +5

    প্রথমে Explorer Sibaji তে মাওয়া ঘাটে ইলিশ দেখে , পরে Travel with koushik এ মাওয়া ঘাটে পদ্মার ইলিশ দেখে আবারও মনটা ভরে গেল।

  • @kumkumsaha6341
    @kumkumsaha6341 10 месяцев назад +19

    জয় ভারত মাতার জয়. সত্যি তোমার উপস্থাপনা যতো দেখি ততটাই আত্মস্থ করি ও মন আনন্দে ভোরে ওঠে. কবির ভাষায়.....আমরা এক......দু'টি কুসুম.....

  • @sudipbag2570
    @sudipbag2570 10 месяцев назад +13

    দাদা, আপনার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট... যদিও আপনার কাজের প্রতি আপনার আন্তরিকতার অন্ত নেই.. ❤️🥰🥰🥰

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  10 месяцев назад +1

      এই দিন টা সারাদিন ড্রোন এর জন্য কাস্টমস অফিস এ কাটিয়েছি

    • @schowdhury3918
      @schowdhury3918 10 месяцев назад

      dada drone ta akono pan ni?@@TravelWithKoushik

  • @swapnanilkar4786
    @swapnanilkar4786 10 месяцев назад +1

    Durdhorsho laglo dada, just sei, kono ktha e hbe na. Motsyo priyo bangalir jnno ei vlog ta stti e sworgiyo. R ilish machh sob bangalir moto e amar onnotomo priyo, ekta alada e abeg er jayga. R jhotika Mawa ghat sofor o hye gelo virtually. Opurbo. 🙂😊🥰🥰.

  • @sayani.dancetalk
    @sayani.dancetalk 10 месяцев назад +3

    আজ ইলিশ মাছের এত রকম দেখে আমি পাগল হয়ে গেলাম।।।। দারুণ।।।

  • @AvijitChakraborty-n4n
    @AvijitChakraborty-n4n 10 месяцев назад +5

    বাংলাদেশের মানুষের ধর্মের মূল্যবোধকে তারিফ করি। এই ভাবেই সবাই আমরা যেন থাকতে পারি।

  • @litergamer3286
    @litergamer3286 10 месяцев назад +5

    Dada tomi amader Bangladesh ka koto sundor vaba tola dhortaso
    Love from sherpur, bogura.Bangladesh ❤🇧🇩🇮🇳

  • @joyjagannathxerox8740
    @joyjagannathxerox8740 10 месяцев назад +4

    রমনা কালীবাড়ির দুই সম্প্রদায়ের সম্প্রীতি কলকাতার বাঙলী হিসাবে মনটাকে বেশ নাড়া দিলো।
    কৌশিকের এই ভিডিওটা খুবই ভালো লাগল।

  • @HinduSanataniBharat
    @HinduSanataniBharat 10 месяцев назад +82

    ইলিশ আমার ও বাড়ির সবার প্রিয়। মা কালীকে প্রণাম। ও দেশের মানুষের শুভ বুদ্ধির ও শুভ চেতনার উদয় হোক। জয় শ্রীরাম জয় জয় মা কালী 🚩🚩

    • @motiurkazal1583
      @motiurkazal1583 10 месяцев назад +11

      ,,,hum,,,সেই-সাথে আপনাদের দেশের মানুষ-দেরও যেনো স্বাভাবিক জ্ঞান-বুদ্ধিতে কথা বলে,,,আশা করি অন্য-দেশের মানুষদের ছোট করে কথা না বলে,,,

    • @rohanrana18
      @rohanrana18 10 месяцев назад

      ​@@motiurkazal1583Dada sob kichur start apnara koren ....amra Indian ra karo sathe kharap behaviour Kori na... Apnara nijeder jonno India r kache kharap hocchen

    • @anupammitra4791
      @anupammitra4791 10 месяцев назад +1

      তোমরা শুরু কোরোনা। আমরা বাংলাদেশকে ছোটো তো করিনা আগে স্নেহ করতাম। কতো আর গালাগাল সোনা যায়। আশা করি বন্ধ হবে।

    • @motiurkazal1583
      @motiurkazal1583 10 месяцев назад

      @@anupammitra4791,,,স্নেহ🙄🤔,,,সবাইকে,,, নিশ্চিত বয়স ফ্যাক্ট,,
      একটি স্বাধীন দেশের মানুষ আরেকটি স্বাধীন দেশের মানুষদের একে-অপরকে সম্মান দিবে,,,😊

    • @mdbakkar9922
      @mdbakkar9922 10 месяцев назад

      যা একটু গোবর খা তারপরে মূত্র পান করে আয় তোর একটু বুদ্ধি হবে

  • @goutamdas8614
    @goutamdas8614 10 месяцев назад +1

    Mawa Ghater Ilish Kawar Koushik Bhaier Vlog Khub Enjoy Korlam.

  • @badrulalam6881
    @badrulalam6881 10 месяцев назад +17

    Thank you Mr.Kaushik for enjoying Padma Hilsha at Mawa Ghat.

  • @arifmondal8498
    @arifmondal8498 10 месяцев назад +1

    আপনারই ভিডিও দেখতে ছিলাম। সঙ্গে সঙ্গে আপনার ভিডিও নোটিফিকেশন চলে এল নতুন ভিডিও। তার সঙ্গে জানাই আজকের আমার জন্মদিন উইশ করার মতো কেউ নেই আমার।

    • @itidas9106
      @itidas9106 10 месяцев назад

      Subho janmodin bhai🎂🌹

    • @bharatighosh5198
      @bharatighosh5198 10 месяцев назад

      শুভ জন্মদিন, খুব ভালো থাকো। তোমার বয়েসটা জানি না তবে মনে হয়‌ আমি তোমার মায়ের মতো। ভারত থেকে।

  • @mouroy3534
    @mouroy3534 10 месяцев назад +14

    শুধুই জিভে জল তাছাড়া আর কিছুই না ❤❤❤❤❤❤❤❤বাংলাদেশ 👍👍👍👍👍👍👍

  • @sayaksc3590
    @sayaksc3590 10 месяцев назад +3

    Areeey Baah Daroon daroon 👌👌❤️ Amazing Vlog ❤️ besh bhalo laglo ❤️ Fantastic episode 🔥 Mawa Ghat er ilish Osaadharon 👌 😋amar to ilish bhisoon pochhondo..Excellent presentation..porer golper opekkhay thaklam..❤️❤️

  • @MumKalponasKitchen
    @MumKalponasKitchen 10 месяцев назад +3

    ইলিশ মাছ দেখেই বাংলাদেশের পদ্মার ইলিশের কথা মনে পড়ে গেল আমরা বাংলাদেশী পদ্মার ইলিশ আমাদের সবচেয়ে পছন্দ আশা রাখছি আপনাদেরও অনেক পছন্দ ভালো থাকবেন ভাই ❤❤❤❤❤

  • @barnalidas6796
    @barnalidas6796 10 месяцев назад +1

    অসম্ভব সুন্দর ব্লগ । খুব ভালো লাগলো, ভালো থাকবেন ।

  • @cbajoy4292
    @cbajoy4292 10 месяцев назад +4

    চট্টগ্রামের, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় নিয়ে একটা ভিডিও আসলে,,সুন্দর হতো

  • @sarmisthade9330
    @sarmisthade9330 10 месяцев назад

    Darun vlog.ilish related onek kichu janlam.

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 10 месяцев назад +3

    খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤

  • @srilekhabhattacharyya2656
    @srilekhabhattacharyya2656 10 месяцев назад

    Khub bhalo laglo.Ramna kali bari dekhe abhibhuto holam.Ar ilish to lajabab! Chalte thakun.

  • @palasraha6020
    @palasraha6020 10 месяцев назад +5

    দাদা তোমার মাওয়া ঘাটের ভিডিও দেখে আমার জিভে জল এসে গেল❤❤❤

  • @diganta596
    @diganta596 10 месяцев назад

    ভালোলাগল,,,,,মন্দির টি দেখানোর জন্য,,,youtuber কে ধন্যবাদ

  • @shamimahmedvlog
    @shamimahmedvlog 10 месяцев назад +7

    কৌশিকদা আজকে ইলিশে আটকিয়েছে।খুব ভালো লাগছে কিন্তুু ভিডিওটি ছোট হয়ে গেল।শুভ কামনা রইলো পাবনা বাংলাদেশ থেকে। ♥️🇧🇩🇮🇳

  • @RohitMandal-p2l
    @RohitMandal-p2l 10 месяцев назад

    Joyakhali roits ta sbr jana.... uthcit..... kojagori loxmi pujo r din j voyanok roits.

  • @SujaUddin-yu8zf
    @SujaUddin-yu8zf 10 месяцев назад +8

    দাদা মাওয়া ঘাটের ইলিশ মাছের সেই সাদ😋😋😋😋

  • @NandiniMukherjee-g1t
    @NandiniMukherjee-g1t 10 месяцев назад

    Darun bhalo laglo .khub bhalo laglo.maa er dorson holo.ilish Khali dorson korlam.tatei Khushi holam .

  • @Cookups
    @Cookups 10 месяцев назад +5

    পদ্মা নদীর ইলিশ সত্যিই খুব সুস্বাদু 😋

  • @ParnaSinha-po3eo
    @ParnaSinha-po3eo 10 месяцев назад

    Romona Kali aar mawaghat'er iilish vlog ta key puro jomiye diyechey

  • @runwithparvez
    @runwithparvez 10 месяцев назад +4

    দু-দেশের মধ্যে সম্পর্ক অটুট থাকুক অন্তিম কাল পর্যন্ত 💙🥰

  • @reshmichoudhury670
    @reshmichoudhury670 10 месяцев назад +1

    তিনবার দেখলাম ভিডিওটা, কি যে ভয়ানক ইলিশের ক্রেভিংস হচ্ছে কি বলবো তোমায়। যেতেই হবে এখানে একবার হলেও।

  • @soumenmukherjee2283
    @soumenmukherjee2283 10 месяцев назад +3

    এত সুন্দর ভাবে উপস্থাপনা করলেন যে দুই দেশের মধ্যে একেবারে মিলে- মিশে একাকার.😊❤🎉

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 10 месяцев назад +1

    আমরা তো বেশি দাম দিয়েও পাই না মামা। নিয়ে আইসেন আপনে প্যাকেট কইরা। ইলিশ বিরিয়ানি খাওয়ামু। 👌👌দারুন জায়গা এটা। 👌👌

  • @গীতারকথা
    @গীতারকথা 10 месяцев назад +22

    জয় মা কালী 🌺🌺🙏🙏
    সর্বশক্তিমান কালী মায়ের কাছে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশীর্বাদ প্রদান করে সেই কামনা করি 🙏🙏

  • @kabirmondal9413
    @kabirmondal9413 10 месяцев назад

    খুব ভালো লাগলো সুন্দর ভিডিও পোস্ট করার জন্য কৌশিক দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ড্রোনের খবর কি ড্রোনটা কি ফিরে পেয়েছেন।

  • @jitshit7427
    @jitshit7427 10 месяцев назад +456

    ভারতীয় হিসেবে গর্বিত 😊 এবং হিন্দু হিসেবে গর্বিত ❤ ধন্যবাদ নরেন্দ্র মোদী এই ভাবে অন্য দেশে মন্দিরে অনুদান করার জন্য 😊

    • @juwel2024
      @juwel2024 10 месяцев назад +10

      🤣🤣🤣

    • @sujitpurkayastha8275
      @sujitpurkayastha8275 10 месяцев назад +16

      Narendra Modi ke vote debe toh ???😮

    • @digitalchy5241
      @digitalchy5241 10 месяцев назад +19

      দাদা চট্টগ্রামে এক সুন্দর জায়গা আছে পাহাড়ের উপর। চট্টগ্রামের বোয়ালখালির মেধস মুনির আশ্রম। এটি এক ঐতিহাসিক স্থান হিন্দুদের কাছে। কারণে চন্ডীমতে এখানেই প্রথম দুর্গাপুজো হয়েছিল সত্যযুগে। একবার সময় পেলে দেখে আসবেন। খুব সুন্দর জায়গা।

    • @rchowdhury1151
      @rchowdhury1151 10 месяцев назад +3

      ইলিশের গঠন দেখলাম বেশ কয়েক রকমের হয়।ওখানকার কোন হোটেলে উঠলে বা তা কেমন দেখাবে।এই চিটাগং আর চট্টগ্রাম কি একই না আলাদা জায়গা?

    • @manitoshmandal901
      @manitoshmandal901 10 месяцев назад +2

      I also

  • @MiFTahulJannatIffat
    @MiFTahulJannatIffat 10 месяцев назад

    ঢাকেশ্বরী মন্দির ও আছে ঢাকায় বড় মন্দির গুলোর মধ্যে। ওইটাকেও দেখাতে পারেন।
    আর চাঁদপুর (মেঘনা) আর মাওয়ার ইলিশ বেষ্ট বাংলাদেশ এ।

  • @SomnathHazra-
    @SomnathHazra- 10 месяцев назад +3

    মাছে ভাতে বাঙালি কথাটা সার্থক❤
    এলোমেলো ভিডিও আসছে, কিন্তু বেশ লাগছে ❤😊
    অভিযোগ রইলো, ব্লগটা অনেকটা ছোটো ছিল...🙂🥹

  • @BanglaStudio711
    @BanglaStudio711 10 месяцев назад

    কৌশিক দা নমস্কার ভালো আছেন। আপনার প্রায় প্রত্যেকটা ব্লগ আমি দেখি খুব ভালো লাগে। আপনি আমাদের দেশে যখন আসেন মনে হয়, আপনার সাথে বেরিয়ে পড়ি ।

  • @bidyutranjandas8628
    @bidyutranjandas8628 10 месяцев назад +7

    জয় মা কালী ❤️🙏
    মা কালীর মহিমা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক ।
    জয় বাংলা ❤

  • @subhadiproy5171
    @subhadiproy5171 10 месяцев назад

    Koushik da erokom video aro dekhte chai
    Tachara tmr sob video dekhe khub khub valo lage aro chai erokom video
    Enjoy❤❤❤❤❤

  • @avijitchakraborty.8223
    @avijitchakraborty.8223 10 месяцев назад +4

    ভিডিও টা খুবই সুন্দর হয়েছে দাদা, লাভ ইউ দাদা ❤️

  • @mazumdarkasturi
    @mazumdarkasturi 10 месяцев назад

    Darun darun.. Mawa ghat er ilish r tomar vlog dekhe mon bhore gelo. Ilish khete bhaloi lage jodio chingri amar favourite mach. Vlog er starting ta darun laglo. Raat 2am e ilish mach khawa.. setaro ekta alada moja ache ebong ekti alada experience o bote. Khub enjoy korlam aajker video ta. Saint Martin er vlog dekhar opekkhay achi r porer porbo to obosshoi dekhbo.

  • @paramitaroy2412
    @paramitaroy2412 10 месяцев назад +7

    Proud to be an Indian.Modi ji jindabad..🇮🇳 🙏🕉️

  • @dipalipathak7
    @dipalipathak7 10 месяцев назад

    Ekdom thik... darun bolechen

  • @dipikasamantha1670
    @dipikasamantha1670 10 месяцев назад +3

    দাদা তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম😊😊😊😊

  • @ajantamukherjee5690
    @ajantamukherjee5690 10 месяцев назад

    Kub valo procheasta
    Ebare tomar chok diey Bangladesh enjoy kori.😊😊

  • @BMONDAL2005
    @BMONDAL2005 10 месяцев назад +2

    দাদা ড্রোন পেয়েছো ?????

  • @diptisarkar5544
    @diptisarkar5544 10 месяцев назад +1

    তুমি ভাল থাক ।সুস্থ থাক। সুন্দর সুদীর্ঘ জীবন এইভাবেই অতিবাহিত কর আমাদের জন্য।

  • @muttakinahmed6264
    @muttakinahmed6264 10 месяцев назад +4

    বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই সমান
    সবাই সমান অধিকার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে

  • @pdmedianetwork
    @pdmedianetwork 10 месяцев назад +2

    বাংলাদেশ পর্বগুলো ফাটাফাটি হচ্ছে। প্রার্থনা করি তোমার বাজপাখিকে ফেরৎ পেয়ে যাও।

  • @AshimRoy-k1s
    @AshimRoy-k1s 10 месяцев назад +4

    দারুন লাগলো, সম্প্রীতির বার্তা ❤

  • @mdrubel-nc9oz
    @mdrubel-nc9oz 10 месяцев назад +1

    Kaushik dadar sathe md fiz bai ke dekhe khob valo lagse...from Bangladesh Comilla

  • @chandanghosh990
    @chandanghosh990 10 месяцев назад +5

    খুব দারুন হয়েছে দাদা 🤗🤗❤️

  • @Yoshi99ff
    @Yoshi99ff 10 месяцев назад +2

    কৌশিক দাদা, আমি বরিশাল থেকে বলছি। আমার বাড়ির পাশে চারটা মন্দির আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেমিশে থাকি। আমি ইন্ডিয়াকে অনেক ভালবাসি দেশটা খুব সুন্দর
    ।।।কিছু কিছু মানুষ আছে যারা বাংলাদেশীকে অনেক ছোট করে কথা বলে। তাই বলে কি আমি ইন্ডিয়াকে ঘৃণা করব কেন। আমি ওই মানুষগুলোকে ঘৃণা করি যারা আমার দেশকে ছোট করে। ভারতকে কখনোই ঘৃণা করি না। ভারত আমার খুব পছন্দের একটি দেশ। আমার অনেক ফ্রেন্ড আছে ভারতে। ধর্ম নিয়ে আমরা কখনো কথা বলি না। ধর্ম যার যার। যার যার বিশ্বাস তার তার। সবাইকে ধন্যবাদ সবাই মিলেমিশে থাকবেন। দুনিয়া তো চিরস্থায়ী না আমরা সবাই একদিন মৃত্যুবরণ করবো। ভারত বাংলাদেশ মিলেমিশেই থাকুক।কেউ কাউকে যেন ছোট না করে এটাই আশা করি।

  • @Kolkata-b8h
    @Kolkata-b8h 10 месяцев назад +3

    ভারত বাংলাদেশ ভাই ভাই মিলে মিশে আছে আমাদের সংস্কৃতি

  • @madhumitamukherjee1433
    @madhumitamukherjee1433 10 месяцев назад +1

    দারুণ লাগলো ভাই তোমার এই ভিডিও। মা কালীর মন্দির কত সুন্দর। আর রাতে তোমাদের সবাইকে আনন্দ করতে দেখে খুব ভালো লাগলো। মাওয়া ঘাটের ইলিশ যেন রুপো মতো চকচক করছে । আর ইলিশ মাছ ভাজা দারুণ 😅। ভালো থেকো ভাই। মা কালী তোমার সব মনস্কামনা পূরণ করুন ।

  • @ShatadalDhara-rv9uj
    @ShatadalDhara-rv9uj 10 месяцев назад +29

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন হিন্দু ধর্ম রক্ষার্থে কাজ করে চলেছেন।
    হর হর মহাদেব 🕉️🙏🙏🙏🙏🙏

  • @sagarbiswas892
    @sagarbiswas892 10 месяцев назад +2

    কৌশিক দা আর ফিজ আমার দুজনই খুব প্রিয় কৌশিক দা আপনি খুলনা ঘুরে যান চুই ঝাল এর স্পেশাল রেসিপি চেক করে যান।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  10 месяцев назад

      14TH খুলনা

    • @sagarbiswas892
      @sagarbiswas892 10 месяцев назад

      @@TravelWithKoushik ১৪ ডিসেম্বর খুলনা অবস্থান করবেন??

  • @gopaldey2732
    @gopaldey2732 10 месяцев назад +3

    I am loving it 😍

  • @DipayanBanerjee560
    @DipayanBanerjee560 4 месяца назад

    dadab md fizz sotti bangladesh khubi popular ar tomar ei series dekhe md fizz o video dekhi ar ilish lobh lagche khub dada

  • @dnablogs7181
    @dnablogs7181 10 месяцев назад +13

    গর্বিত আমার ভারতীয় ❤️গর্বিত আমরা হিন্দু 🤟

  • @AnishMajumder-uz6gs
    @AnishMajumder-uz6gs 10 месяцев назад +1

    দারুন সুন্দর। কিন্তু তুমি কক্সবাজার থেকে ঢাকায় কিভাবে এলে। তার ভিডিও কবে আসবে?

  • @dkarjunkumar2711
    @dkarjunkumar2711 10 месяцев назад +3

    ধন্যবাদ মোদী জী । আমার আপনার সনাতন ধর্ম টিকিয়ে রাখতে সবার প্রচেষ্টা আবশ্যক ।

  • @tafarojvlog6588
    @tafarojvlog6588 10 месяцев назад +1

    দারুন ভিডিও হয়েছে খুব ভালো লাগলো ❤

  • @daylikhobor
    @daylikhobor 10 месяцев назад +6

    আমরা আল্লাহকে অনেক বেশি ভালো বাসি❤️

    • @mohammedkhan639
      @mohammedkhan639 10 месяцев назад

      অপ্রয়োজনীয় কথা বার্তা না বললে কি হয়

  • @lilyhazel-1111
    @lilyhazel-1111 10 месяцев назад

    Khub bhalo laglo bhai. Bhalo theko. Ar tomar choto choto kobita gulo darun 🎉

  • @nixon13480
    @nixon13480 10 месяцев назад +5

    "কেউ আছে দিনরাত আমার মাথা চিবোয়,আমি তো তার মাথা চিবোতে পারিনা,তাই ইলিশের মাথা।.."...দাদা এটা সেরা ছিল🤣🤣
    -
    বৌদি রাগ করবে শিউর..
    -
    🇧🇩🇧🇩❤

  • @nellydsilva3340
    @nellydsilva3340 10 месяцев назад

    Soo nice Temple..& So big
    Thankyou 🌹 K.Da

  • @TrueIndian862
    @TrueIndian862 10 месяцев назад +7

    Bangladesh ekdom safe noi hindu der joono

    • @arfanahmedfahim4011
      @arfanahmedfahim4011 10 месяцев назад

      Na jene kotha keno bolen?

    • @sunetranayak3616
      @sunetranayak3616 10 месяцев назад

      Ekdm thik, banglades ekta islamic terror

    • @rakibulhasan1721
      @rakibulhasan1721 10 месяцев назад

      বাংলাদেশ সেইফ নয় হিন্দুদের জন্য এই কথা আপনার মন থেকে মুছতে হলে বাংলাদেশে আসতে হবে আপনাকে!
      আমাদের দেশেই এশিয়ার সবচেয়ে বড় দূর্গা পুজা হয় যা আপনারা কল্পনাও করতে পারবেননা!
      হ্যা এটা ঠিক আমরা পুজা পার্বন পছন্দ করিনা কিন্তু আমাদের ইসলাম ধর্মে চরম ভাবে নিষেধ করা আছে অন্যের ধর্মকে নিচু করা তাই তারা(সনাতন ধর্মিরা) যেভাবে খুশি তাদের ধর্মিয় কর্ম সাধন করে!
      আপনি হয়তো জানেননা মাত্র দু থেকে চারজন পুলিশ এক একটি মান্ডপ পাহারা দেয় যা অপ্রতুল তবুও কোন ধর্মিও দাঙ্গাতো দুরের কথা আমরা সংখ্যাগুরু হয়েও কখনো তাদের কটাক্ষ করিনা! আমি নিজে বহু ঈদ পালন করেছি মান্ডপের পেন্ডেলের নিচ দিয়ে!
      আমার খুব কাছের বন্ধু আছে ২৯জন তার মধ্যে ১৩জন হিন্দু কই আমাদের বন্ডিংএ কখনো ধর্ম বাধা হয়নি (শুধু মাত্র ওই তেরোজন সালার জন্য গরুর মাংস খেতেপারিনা কোন পিকনিকে) কখনো কখনো মনমালিন্য হয় তবে সেটা ধর্মিয় কারনে নয়!
      আপনি তথ্য সন্ত্রাসের শিকার তাই এই বিষয়ে রিসার্চ করার জন্য বাংলাদেশে আশা জরুরি! আপনিতো পুরুষ তার উপর একজন ভারতীয়! আপনার ভয় কি মানায়?
      তাই বলছি #wel_come_to_BANGLADESH

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 10 месяцев назад

    Jomjomat Ilish porbo darun laglo.

  • @game_changer991
    @game_changer991 10 месяцев назад +1

    I have been to gulshan avenue and bonani lot of times...always heard of mawa elish... Jete pari ni now regret that...

  • @ayandubey7837
    @ayandubey7837 10 месяцев назад

    Bah bah .....সুন্দর বলেলেও কম হবে । খুব ভালো লাগলো

  • @rajibsaha3976
    @rajibsaha3976 10 месяцев назад +1

    তুমি আছো তাই অনেক কিছু দেখতে পাই দাদা। অনেক অনেক ধন্যবাদ 🙏

  • @tanusreedas9494
    @tanusreedas9494 10 месяцев назад

    nice 👍 video valo thako r valo laglo soo yummy yummy 😋🤤 recipe love you dear allwes love for you ❤❤

  • @santanughosh5336
    @santanughosh5336 10 месяцев назад +1

    দারুণ সুন্দর মুহুর্ত উপভোগ করতে পেরেছো

  • @MdJohir-ku9bw
    @MdJohir-ku9bw 10 месяцев назад

    Koushik dada apni je uddeshe bloog banan Allah apnar asa puron koren ar somoy hole chandpure asben donnbad

  • @destinationtoinfinity4387
    @destinationtoinfinity4387 10 месяцев назад

    Akon o poddar ilish othe borsakal rainy season charao .. ??

  • @piabasu2454
    @piabasu2454 10 месяцев назад

    Vlog টা Just ফাটাফাটি হয়েছে, মানতে হবে তোমার এনার্জি আছে।।

  • @pratushaandtrina
    @pratushaandtrina 10 месяцев назад

    দাদা আপনার ভিডিও গুলো আমরা দেখি ।খুব ভালো লাগে।বাংলাদেশে এসেছেন খুব ভালো লাগলো।