‘আপনাদের কারণে মানুষ ইলিশ খেতে পারছে না’ ক্ষিপ্ত ভোক্তা কর্মকর্তা | Daily Issues | Vokta odhikar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2024
  • #daily_issues #vokta_odhikar
    ‘আপনাদের কারণে মানুষ ইলিশ খেতে পারছে না’ ক্ষিপ্ত ভোক্তা কর্মকর্তা | Daily Issues | Vokta odhikar
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: Daily Issues
    Contact us: banglapatrika24@gmail.com
    #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Комментарии • 511

  • @soldiermobarak
    @soldiermobarak 2 часа назад +97

    বিনয়ের সাথে বলছি এ সকল অভিযান তামাশার মতো মনে হয়। বুঝ হওয়ার পর থেকে এরকম অভিযান দেখে যাচ্ছি। কিন্তু আমরা কোন সুফল পাচ্ছিনা,

    • @abrarrumi1851
      @abrarrumi1851 Час назад +2

      Shob eyewash. Lokjon re dekhaite hobe na? je kichu kortese heder beton er biporit

    • @asrafulhoque1155
      @asrafulhoque1155 16 минут назад

      Right

    • @onimeshrishi6852
      @onimeshrishi6852 16 минут назад

      আগে নিজেকে পরিবর্তন করোন,,

  • @niazrahman9149
    @niazrahman9149 2 часа назад +38

    ভোক্তা অধিকার কে অনুরোধ করছি, দয়া করে কঠিন জরিমানা/শাস্তি/জেল দেন। প্লিজ ভাই! জনগণকে বাঁচান! আপনারা চাইলেই পারবেন এখন!

  • @MMahim-ph4cp
    @MMahim-ph4cp 3 часа назад +141

    এসব অভিযান চালিয়ে কি লাভ শুধু শুধু সরকারি বেতনভুক্ত কর্মচারীদের টাইম নষ্ট । যদি কঠোর শাস্তি না দেয়া হয় তবে এটা ঘটবেই এদের একমাত্র জেল ছাড়া কোন উপায় নেই জরিমানা করার সাথে সাথে আবার শুরু করে 👍🏼👍🏼👍🏼

    • @mhmunna.1
      @mhmunna.1 2 часа назад +5

      rights

    • @ShimuEdits0
      @ShimuEdits0 2 часа назад +3

      Sobaike jail a nea hole 80% bebosayi jail a thakbe 😅😅😅

    • @MMahim-ph4cp
      @MMahim-ph4cp 2 часа назад

      @@ShimuEdits0 কয়েকজনকে জেলে দিলে সকলে আপনা আপনি ঠিক হয়ে যাবে

    • @md.mehedihasan6300
      @md.mehedihasan6300 Час назад

      ​@@ShimuEdits010ta jail a dile baki 100ta soja hoye jabe.

    • @brindaslife1768
      @brindaslife1768 Час назад

      মহিলার মাসিকে অভিযান চালা এসব নাকরে।

  • @rashedbhuiyan5893
    @rashedbhuiyan5893 3 часа назад +68

    ক্যাশমেমো না থাকলে উচিত ছিল পুরো মাছগুলো নিয়ে নেওয়ার

    • @raselkhandakar3094
      @raselkhandakar3094 Час назад +2

      সেই উদ্যেশ্য নিয়ে তো আর আসেনি। এসেছে মানুষকে অ্যাকশন দেখাতে যে তারা সব উল্টিয়ে দিচ্ছে।

    • @rabbiislam8244
      @rabbiislam8244 Час назад +1

      Thik bolsen ❤

  • @tonmoykhan94
    @tonmoykhan94 2 часа назад +36

    এই আরতদারী সিস্টেমটাই চেঞ্জ করতে হবে 💯
    একজন আরেকজনের দোষ দিয়ে পার পেয়ে যায়....

  • @Shahidulislam-wi9bw
    @Shahidulislam-wi9bw 2 часа назад +26

    সিন্ডিকেট ব্যবসায়ী ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা উচিত

  • @ArmanaAkther-g5j
    @ArmanaAkther-g5j 2 часа назад +16

    অনেক ধন্যবাদ
    এভাবে সারা দেশে অভিযান চালানো দরকার

  • @masudrana-mg6zj
    @masudrana-mg6zj 2 часа назад +15

    অভিজান চালিয়ে যেতে হবে।

  • @homaunahmad7116
    @homaunahmad7116 3 часа назад +38

    এই ইলিশের দাম কেনো এত হবে আমার দেশের মাছ এত দাম কেনো হবে ৫০০/৬০০ হলেই বেশি হবে

  • @soldiermobarak
    @soldiermobarak 2 часа назад +34

    চোখের পানি রাখতে পারি না, এমন এক দেশে বসবাস করি আমার দেশের মাছ আমি কিনে খেতে পারি না।

    • @amitbarman-ve7bw
      @amitbarman-ve7bw Час назад

      তোমরা এমন দেশে বাস করো যে মুসলিমরাই সবচেয়ে বেশি হারামির ভূমিকা পালন করে এই জন্য গরিব মুসলিমেরা ইলিশ মাছ কিনতে পারে না

    • @OKHorn
      @OKHorn 48 минут назад

      Ekei bole Kangladeshi Swadhin hoyechhe

    • @shomrat6981
      @shomrat6981 24 минуты назад

      😢😢

  • @tvairus
    @tvairus 2 часа назад +19

    জরিমানার পরিমাণ বাড়ানো হোক

  • @jasengdrong8289
    @jasengdrong8289 2 часа назад +17

    কঠিন আইনে আনতে হবে এদের

  • @solimanhuqe9477
    @solimanhuqe9477 2 часа назад +14

    ইলিশ মাছ সরকারিভাবে একটা রেট তালিকা ভুক্ত করা উচিত

  • @asusumon603
    @asusumon603 Час назад +14

    আসসালামু আলাইকুম,
    এইভাবে কোন মৎস্য ব্যবসায়ীকে ধরা যাবে না, এরা অনেক চালাক প্রকৃতির মানুষ, এরা অনেক চালাকির সাথে সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসাটি করছে তাই একটি কাজ করা যেতে পারে,
    ভোক্তা ও অধিদপ্তর এর মাধ্যমে একটি জেলায় একজন ডিলার থাকবে সেই ডিলারের মাধ্যমে সব মৎস্য ব্যবসায়ী মাছ নিতে হবে আর সেই ডিলার ভোক্তা অধিকারের মাধ্যমে মাছের দাম নির্ধারণ করে দিবে । সেই নির্ধারিত মূল্যেই সবাইকে মাছ বিক্রি করতে হবে ।
    পরামর্শটি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

  • @KaderAbdul-sc3bh
    @KaderAbdul-sc3bh 2 часа назад +14

    যেহেত মালিক দাম বলে নাই সুতরাং উনি ৬০০ টাকা কেজি বেচে দিক।

    • @amitbarman-ve7bw
      @amitbarman-ve7bw Час назад

      600 টাকা কিলো দরে বিক্রি করলে বাংলাদেশের গরিব মানুষেরা খেতে পারবে ওই দপ্তরের উচিত 600 টাকা করে বিক্রি করে দেওয়া

  • @jibonergolpo4631
    @jibonergolpo4631 2 часа назад +23

    দাম না কমাইলে মাছ ধরা নিষিদ্ধ করা হোক , দেশ সবার, মাছ ও সবার।

  • @RaihanRaihan-fx7rp
    @RaihanRaihan-fx7rp Час назад +5

    এই ভাবে অভিযান চালিয়ে যান।

  • @mdmehedihassan8325
    @mdmehedihassan8325 2 часа назад +13

    দাম জানে না তাহলে বিক্রি দাম কি ভাবে যানে।

  • @MdRubel-lw3ww
    @MdRubel-lw3ww 2 часа назад +9

    অভিযান আরো বারাতে হবে সার

  • @jahangirsakar
    @jahangirsakar Час назад +2

    এটি শাস্তি দরকার সারা জীবন যেন জেল হয় যাবজ্জীবন জেল দেয়নি

  • @am3385BD
    @am3385BD Час назад +3

    অভিযান চালিয়ে যেতে হবে। সরকার।
    এভাবে কথাবলার প্রস্তূতি নিয়ে বাজারে ঘুরতে হবে সাধারন ক্রেতাকেও। কথারও শক্তি আছে।

  • @MizanurRahman-mc2yt
    @MizanurRahman-mc2yt 2 часа назад +6

    জরিমানা করে লাভ নাই। পরবর্তী তে জরিমানার টাকা যোগ করে বিক্রি করবে।

  • @shahabuddin3768
    @shahabuddin3768 Час назад +4

    ইলিশ সিন্ডিকেট ব্যবসায়ীদের কে বেশি দামে বিক্রয়ের কারণে জরিমানার সাথে সাথে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন।

  • @mdriyazuddin4737
    @mdriyazuddin4737 Час назад +6

    ৫ টাকা ১০ টাকা আপনারা এটা কিসের জরিমানা করেন ২০ হাজার ৫০ হাজার টাকা জরিমানা করবেন এবং সাথে এক বছর দুই বছরের জেল রাখবেন তাহলে তারা সোজা হবে

  • @abddullaalmamun9442
    @abddullaalmamun9442 59 минут назад +2

    এদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক দ্রুত

  • @ANIMAL_PLANET_2.00-xy6bo
    @ANIMAL_PLANET_2.00-xy6bo 2 часа назад +4

    স্যার আপনাকে ধন্যবাদ

  • @dreamscitymdb
    @dreamscitymdb Час назад +5

    মনে হয় বাংলাদেশে ভোক্তা অধিকার কর্মকর্তা একজনই আছে

  • @obaydullapromanik1326
    @obaydullapromanik1326 Час назад +3

    ঠিকমতন ক্যাশ মেমো না দেখাইতে পারলে জরিমানার পরিমান এমন করা হোক সব মাছ ব্যবসায়িক যাতে ভয় পায়

  • @AmanullahAman-u5u
    @AmanullahAman-u5u 2 часа назад +6

    এখানে এসব করে লাভ নেই।
    ভোক্তা অধিদপ্তরের উচিত বিপুল সংখ্যক পুলিশ নিয়ে যাওয়া এবং এদের সাথে এত কথা না বলে সরাসরি বাটম দিয়ে ধরে নিয়ে জেলে ভরে দেওয়া। তাহলেই সব ঠিক হয়ে যাবে।

  • @UzzalHossain-g9p
    @UzzalHossain-g9p 40 минут назад +2

    এই অভিযান টা ভালো হয়েছে

  • @MdBahadur-wl2tb
    @MdBahadur-wl2tb Час назад +3

    প্রিয় মহোদয় সব মাচ নিয়ে এতিমখানায় দিযে দেন এতিমরা খেয়ে দেশ বাসীর জন্য দোয়া করবে

  • @wahedulhaque1003
    @wahedulhaque1003 Час назад +4

    এদের ব্যবস্থা নিন।

  • @Rezaulkarim-xf3st
    @Rezaulkarim-xf3st 2 часа назад +2

    পুরো বাজারের যদি এই অবস্থা হয় তাহলে সমিতি পর্যায়ে মিটিং করে সমাধান করা উচিৎ।

  • @sadekajahan5304
    @sadekajahan5304 2 часа назад +2

    ইলিশ মাছের জন্য নজর দারি সব সময়ই রাখতে হবে❤❤❤❤❤❤

  • @nasiruddinshaikh
    @nasiruddinshaikh Час назад +5

    সরকার দাম নির্ধারণ করে দিক

  • @IqbalKhan-c8u
    @IqbalKhan-c8u Час назад +2

    মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা কমাতে হবে

  • @MdNabil-wu6qk
    @MdNabil-wu6qk Час назад +2

    স্যারকে আমাদের দোহারের জয়পাড়া, পালামগঞ্জ আসার জন্য অনুরোধ করছি।

  • @abddullaalmamun9442
    @abddullaalmamun9442 54 минуты назад +1

    কঠিন জরিমানা দেন,, অনুরোধ জানাচ্ছি এদের জেল সহ জরিমানা দিবেন,,এরাই সব ধংস করছে

  • @TaslimaAkter-r9m
    @TaslimaAkter-r9m 59 минут назад

    ভোক্তা অধিকারের স্যার খুবই নরম মনের মানুষ খুবই ভালো মানুষ উনি আসলে যেভাবে তদারকি করছে এভাবে জনগণ আরো মানে সচেতনও হচ্ছে না আরও সিন্ডিকেট বাড়ছে

  • @FunnyReaction134
    @FunnyReaction134 2 часа назад +4

    এই মাএ ১০ হাজার টাকা পোশানোর জন্য আপনারা চলে যাওয়ার পর ১২শো টাকার মাছ ১৬শো টাকা করে দিবে😅এতে আরো সাধারণ মানুষের খতি হবে তই এই অল্প টাকা জরিমানা না করে বড়ো এমাউন্ট এর জরিমানা করেন আর সব গুলো মাছ জব্দ করা উচিত ছিল।

    • @imranemon5977
      @imranemon5977 44 минуты назад

      Thik bolsen jorimana kore kono lav nai r ami 100% seur jibone dam kombe na eaita Bangladesh

  • @MunniBegum-h7g
    @MunniBegum-h7g 2 часа назад +9

    এ প্রত্যেকটা মাসালার কাছ থেকে মাছগুলো নিয়ে নেন নিয়া রাস্তা সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেন দেখবেন যেগুলোর শিক্ষা হয়ে যাবে।

  • @finecolorgraphics792
    @finecolorgraphics792 2 часа назад +6

    আচ্ছা মতো থাপড়াইলে মজা লাগতো

  • @md.saifurrahmankhan5305
    @md.saifurrahmankhan5305 Час назад +1

    আমি মনে করি ক‍‍্যাস মেমো প্রথা অবশ্যই চালু করতে হবে। মাছ, মাং এবং ফল বিক্রেতা যারা তাদের ঢাকা শহরে এক বা একাধিক বিল্ডিং আছে। সবচেয়ে ভূক্তভোগী মধ্য বিত্তরা।

  • @app4ad944
    @app4ad944 37 минут назад

    আইনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ওদের জন্য আমরা ইলিশ খেতে পারিনা।

  • @NajmaKhatun-om8bp
    @NajmaKhatun-om8bp 2 часа назад +3

    জরিমানা বাড়ি য়েদেন

  • @mdbillalbepari9054
    @mdbillalbepari9054 3 часа назад +2

    Welcome sir

  • @rafejbinaminrumi3530
    @rafejbinaminrumi3530 55 минут назад

    জব্বার ভাই। এই অভিযানের উদ্দেশ্য মনে হয় ইউটিউব ভিডিও আপলোড। গুড ফর নাথিং।

  • @GMReshidulHassan
    @GMReshidulHassan 16 минут назад

    Good Campaign... Please continue this.

  • @KamrunNahar-ju8de
    @KamrunNahar-ju8de 47 минут назад

    বাজার ব্যবস্থা সম্পর্কে সবাই কে সচেতন করে তুলতে হবে। ভালো করে ব্যাবস্থা নিতে হবে।

  • @MdKasem-w5d
    @MdKasem-w5d Час назад

    কঠিন শাস্তি দেওয়া হোক

  • @md.wahidsadiquebasunia8642
    @md.wahidsadiquebasunia8642 Час назад

    সঠিক ব্যবস্থা নিতে হবে!

  • @JamanHossain-y5g
    @JamanHossain-y5g 50 минут назад

    যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হোক।(সেই তরমুজের কাহিনী)

  • @khujromaruf6366
    @khujromaruf6366 2 часа назад +1

    thank sar

  • @angelpunom3061
    @angelpunom3061 30 минут назад

    ভোক্তা অধিদপ্তরের কাছে অনুরোধ রইলো চাদঁপুর সদর ইলিশের বাজারে অভিজান চালানোর জন্য....এখানেও সিন্ডিকেট চলতেছে...😔

  • @subornasuborna596
    @subornasuborna596 Час назад +1

    এতো ভদ্রলোক দিয়ে অভিজান চালালে কোনো ফলাফল আসবেনা।প্রতিটি এলাকায় লোক নিয়োগ দিতে হবে।মনিটরিংয়ের ব্যাবস্থা করতে হইবে কঠোর ভাবে।সুনির্দিষ্ট রুলস থাকতে হইবে।কারো কাছে এই নিয়মের ব্যাত্যয় ঘটলে সাথে সাথে ব্যাবস্থা।

  • @mdsultan7370
    @mdsultan7370 2 часа назад +3

    ইলিশ সিন্ডিকেট ধরতে হলে প্রথম পাইকারি আরোদদার দের ধরতে হবে। কারণ উনারা দাম উঠায় তিন হাজার চার হাজার হালি। পরে খুচরা ব্যবসায়ীরা দাম নিয়ে বেঁচে কি করবো। চাঁদপুর কক্সবাজার কারনবাজার বড় বড় আরদদারদের গুলোকে সোজা করতে হবে।

    • @shahin1024
      @shahin1024 34 минуты назад

      সরকারি ভাবে দাম নির্ধারণ করে দিতে হবে, আরোদদাররা তার বাহিরে গেলেই ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আরোদদাররা আর কারো দোষ দিতে পারবেনা।

    • @mdsultan7370
      @mdsultan7370 13 минут назад

      @@shahin1024 রাইট

  • @MdSADDAM-j1o9c
    @MdSADDAM-j1o9c 37 минут назад

    রাইট

  • @pabitraroy6227
    @pabitraroy6227 14 минут назад

    যতই অভিযান করা হোক সিন্ডিকেট দূর করতে পারবে না,,,,, অভিযানের থেকে সিন্ডিকেট সংখ্যা বেশি,,,, যারাই সিন্ডিকেট ধরা পড়বে তাদের কঠিন শাস্তি দিতে হবে তবেই দূর হবে,,,,,

  • @tahminaafroz6592
    @tahminaafroz6592 Час назад

    গরিবের সাধ্যর মধ্যে দাম হ ওয়া উচিত

  • @মোঃসাইদুররহমান-ফ৩ঠ

    দ্রুত সর্বোচ্চ শাস্তির বিধান চালু করা উচিত। এতে করে অপরাধ প্রবণতাটা কমে যাবে

  • @nazmulkabir8872
    @nazmulkabir8872 50 минут назад

    Right talking bro. Thanks. Ader k saja din

  • @MdSaiful-tw4ve
    @MdSaiful-tw4ve 2 часа назад

    হাজার চেষ্টা করলেও, কেউ পারবে না এই দেশ কে স্বাধীন করতে।কোনো সরকারে পারবেনা দুর্নীতি দমাতে।এটাই আমার স্বাধীন বাংলাদেশ, যার যেমন মন চায় করতেই থাকবে।

  • @mdmehedihassan8325
    @mdmehedihassan8325 2 часа назад +3

    ওযু হাত সুধু ওযুহাত

  • @rabiulhasan9931
    @rabiulhasan9931 23 минуты назад

    আজকের কমিশন পানিতে গেল১০,০০০/=

  • @Dalim-t7u
    @Dalim-t7u Час назад

    ধন্যবাদ

  • @MdKAlam-gr7ml
    @MdKAlam-gr7ml 52 минуты назад

    কি করবে মানুষ, বিবেক আজ কোথায়.....😭🙏🙏🙏

  • @Experience-with-Tuseva
    @Experience-with-Tuseva 14 минут назад

    ইলিশ নিয়ে আরও অভিযান করা উচিত

  • @NajuSarowar-v7h
    @NajuSarowar-v7h 35 минут назад

    Ader sasti deoya uchit❤

  • @HossainbinHanif
    @HossainbinHanif 2 часа назад +2

    আপনারা জরিমান করবেন আর তারা দাম আরো বাড়িয়ে টাকা তুলে নেবে

  • @MamunHasib-lc1fn
    @MamunHasib-lc1fn 18 минут назад

    ওদের কঠিন শাস্তি দিতে হবে তা হলে উচিত শিক্ষা পাবে

  • @sadekajahan5304
    @sadekajahan5304 Час назад

    দাম নির্ধারণ করতে হবে ,পাইকারি দান নির্ধারণ করতে হবে,কোন ডাক উঠানো যাবে না।

  • @Mdmosharofhossan-q5x
    @Mdmosharofhossan-q5x 18 минут назад

    ভোক্তা অধিকারকে বলছি প্রতিটি খরিদারকে বলে দেওয়া উচিত কোন পন্যই বেশী দামে ক্রয় করতে পারবানা । এবং অবশ্যই ক্রয় রশিদ বাধ্যতামূলক থাকতে হবে। তাহলেই একেবারে সোজা কে বেশী দাম নিলো ধরলো।

  • @ibnesayedtareqbappi7447
    @ibnesayedtareqbappi7447 47 минут назад

    বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন ছিলো, সকল ব্যবসার জন্য পাকা ক্যাশ মেমো বাধ্যতামূলক।
    পাইকারের যেমন ক্যাশ মেমো থাকবে ঠিক তেমনি ভাবে খুচরা ব্যাবসায়ীদের কাছেও ক্যাশ মেমো থাকবে।

  • @ইঞ্জিনিয়ারমোঃশাকিলচৌধুরীএয়ার

    এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের কে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক যারা দেশের মানুষের মুখের খাবার কেড়ে নেয় তাদের কোন ছাড় হবে না তাদেরকে আইনের আওতায় আনা হোক

  • @mahealam7405
    @mahealam7405 28 минут назад

    কঠিন ও কঠোরভাবে শাস্তির আওতায় না আনলে এ ধরনের অভিযানের কোন অর্থ নেই। এদের সব মাছ বাজেআপ্ত করা দরকার ছিল।

  • @ashiqullah1178
    @ashiqullah1178 56 минут назад

    ঠিক

  • @Bangladesh-p4k
    @Bangladesh-p4k Час назад

    রেপ বা আনসার যে কেন একটা বাহিনী কে একাজ দেওয়া হেক অবিজানের জন্য এটা দেশের গুরুত্বপূর্ণ কাজ এই অনিয়ম সারা দেশের।

  • @HunufaKhanom-g2z
    @HunufaKhanom-g2z 47 минут назад

    Assalamualikum good job apnara a costo gorib manush ekon kabe apner joinno dua 🙏

  • @LutfurReza
    @LutfurReza Час назад

    ডিজি সাহেব ,আপনার ভিডিওগেম ভালই লাগ । ডিপাট’মেন্টে আপনিই একজন মাত্র কম’কত’া ? বাকী কতা’রা কই । কোথাও তাদের দেখা যায়না ? আমাদের কসবা , বি - বাড়ীয়াতে কাওকে দেখা যায় না ।

  • @YtMobile-bt6sp
    @YtMobile-bt6sp 22 минуты назад

    প্রত্যেকটা মাছ বিক্রি তাই যে জন বিক্রি করবে তাকে জরিমানা করা হবে দেড় লক্ষ টাকা এইটাই আপনার উচিত সিদ্ধান্ত জনগণ আপনার সাপোর্ট করবে ধন্যবাদ

  • @am3385BD
    @am3385BD Час назад

    বাজার করার সময়।
    এরকম করা যায়।
    প্রতিটি জিনিষে।
    Explicit হয় , জনমত হয় দাম বেশী দিয়ে না কেনার।

  • @raselcreationblog
    @raselcreationblog 16 минут назад

    বর্তমান বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। 😢 মধ্যবিত্ত সাধারণ জনগণ এর মাছ খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে 😢

  • @harunorrashid2461
    @harunorrashid2461 55 минут назад

    এদের সাথে এতো কথা বলার দরকার নাই। ছোট জরিমানা করলে হবেনা বড়ো ধরনের জরিমানা করতে হবে। ছোট জরিমানায় এরা উত্সাহিত হয় এবং ভোক্তাদের চরম হয়রানি করে থাকে ।

  • @ferduskabirsohag8927
    @ferduskabirsohag8927 Час назад

    ডাকে মাছ বিক্রি বন্ধ করা উচিত।
    যেখানে এক ভাই দামাদামি করলে, অন্যদের সেখানে দাম বলাই নিষিদ্ধ।

  • @allahrbanda8943
    @allahrbanda8943 25 минут назад

    সাথে সেনাবাহিনী রাখেন, উইথ ডান্ডা ! প্লিজ ।

  • @MohammedMuslim-xn5cd
    @MohammedMuslim-xn5cd Час назад

    আমরা সাধারণ মানুষ ইলিশ কিনতে গেলে ইলিশের দাম শুনে আর কিনতে পারি না। যারা ব্যাগ ভরে টাকা নিয়ে আসে তারাই শুধু ইলিশ কিনে। আর আমরা সাধারণ মানুষ চেয়ে চেয়ে দেখি 😢😢😢

  • @dr.zillurrahman5581
    @dr.zillurrahman5581 Час назад

    সংরক্ষণযোগ্য মাছ আরতে সংরক্ষন করার নিয়ম বন্ধ করা বা সর্বোচ্চ ২মাস করা উচিত। কাঁচা বাজার নিয়ন্ত্রণে মূল্য তালিকা প্রণয়ন করে তা বাস্তবায়নে প্রতিটি বাজার ও সুপারশপ সামরিক বাহিনী কর্তৃক কঠোর সার্ভিলেন্সে রাখা উচিত।

  • @mdnizamhasanshakil9388
    @mdnizamhasanshakil9388 2 часа назад +1

    এই টাকা জনোগনের থেকে ২ দিনেই উঠেজাবে😂

  • @MBSMedia1
    @MBSMedia1 36 минут назад

    আহারে সিন্ডিকেটের বাংলাদেশ বৎসরে এক পিস ইলিশ মাছ এবং এক টুকরো গরুর গোস্তো বাচ্চাদের মুখে দিতে পারিনা। এ কেমন সিন্ডিকেটের দেশে জন্মালাম

  • @md.golamhannan8533
    @md.golamhannan8533 Час назад

    ভোক্তা অধিকারের বাজার মনিটর অর্থহিন। কোন ব্যাবসায়ীই এদেরকে কেয়ার
    করে না। এরা ডান্ডায় ঠান্ডা।
    এখনই আর্মিকে দায়িত্ব দিলে
    বাজার ঠিক হবে।

  • @yasinarafat2534
    @yasinarafat2534 Час назад

    সবাইকে সঠিক নিয়মে আওতায় আনতে হবে
    যে নিয়ম মানবে না তার জন্য শাস্তি প্রয়োগ করতে হবে
    সাধারণ খেটে খাওয়া মানুষ ইলিশ খেতে পারতেছে না
    এই দায় কে নিবে

  • @amitbiswas1505
    @amitbiswas1505 34 минуты назад

    যদি বোঝেনই সিন্ডিকেট সমস্যার এটাই উৎপত্তি তাহলে ভোক্তা অধিকার ফিরিয়ে আনেন, অর্থাৎ সব বাজারে আপনাদের কাজের প্রভাব বাস্তবতায় আসুক। এটাই তো ভোক্তা অধিদপ্তর এর দায়িত্ব, নাকি!

  • @raregomez5924
    @raregomez5924 2 часа назад

    ইলিশের দাম সরকারি ভাবে নির্ধারন করা হোক। তাহলে সকল মানুষ হয়তোবা কিনে খেতে পারবে। এ-ই সব বিক্রেতাদের কোনো মনুষ্যত্ব নাই। এরা কথা বুঝে-না শুধু টাকা বুঝে।

  • @MehediHasan-dx8kn
    @MehediHasan-dx8kn Час назад

    প্রেসিডেন্ট এর ঘোষণা দাওয়া দরকার আগামি কাল থেকে কেউ ক্রয় ও বিক্রয় রশিদ ছাড়া কোন বেচা কিনা করতে পারবে না।এক মাসে দেশের সব কিছুর দাম ঠিক হইয়া যাবে। আর সব জাইগাই রোজ অভিজান পরিচালনা ও জরিমানা করতে হবে।কেউ বলতে পারবে না তারা জানে না।

  • @OmarFaruk-ho9rw
    @OmarFaruk-ho9rw Час назад

    ইলিশের কেজি ৪০০/৫০০টাকা বেশি বিক্রি করলে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ ইলিশ উৎপাদনে কোন খরচ নেই।

  • @mehedyhasan7253
    @mehedyhasan7253 2 часа назад

    কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া উচিত। তাহলে বাজারে সব পণ্য সামগ্রী বের হয়ে আসবে।

  • @kaikabadkhanbappi1617
    @kaikabadkhanbappi1617 42 минуты назад

    কঠিন শাস্তি আশা করেছিলাম। 😂😂😂

  • @TaniaAkter-oi8mq
    @TaniaAkter-oi8mq Час назад +1

    কেশ মেমো না তাকলে আপনি ওখানে বিক্রয় করে দিবেন

  • @Md.JahidulIslam-w2i
    @Md.JahidulIslam-w2i Час назад

    এমন ভাবে জরিমানা করা উচিত যাতে দিতিয় বার এমন করার সাহস না পায়।

  • @eleyzaka
    @eleyzaka Час назад

    সিন্ডিকেটের সিন্ডিকেটের সিন্ডিকেটের কারসাজি।😊