মনোমুগ্ধকর তেরমুখ ব্রিজ। ঢাকার ভিতর হাওরের স্বাদ!! Termukh Bridge!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • মনোমুগ্ধকর তেরমুখ ব্রিজ। ঢাকার ভিতর হাওরের স্বাদ!! Termukh Bridge!!
    তেরমুখ ব্রীজ || SHORT TRIP AT TEROMUKH BRIDGE UTTAR KHAN || MOINARTEK
    তেরমুখ কিভাবে যাবো:
    উত্তরা আব্দুল্লাহপুর Bus stand থেকে নেমে পূর্ব দিকে উঁচু রাস্তা ধরে তেরমুখের উদ্দেশে যাত্রা করতে হয়। অর্থাৎ airport এর রাস্তা দিয়ে যদি আশা হয় তাহলে রাস্তা পার হয়ে অন্য পাশে Polwel carnation (Shopping mall) এর দিকে জেতে হবে . আর যদি টংগী দিয়ে আশা হয় তাহলে Bus stand এ নামলে কাউকে জিজ্ঞাস করলে হবে তেরমুখের রাস্তা কোনটা। তাহলে আর রাস্তা পরিবর্তন করতে হবে না।
    তেরমুখে কি আছে?
    তেরমুখ এর মুল আকর্ষন তেরমুখ Bridge , এই Bridge থেকে শীতকালে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, এমনিতে ও চারপাশে অনেক সুন্দর , সবুজের সমারোহও। নদী আকাশ আর সবুজের এক অপুর্ব মেলা এখানে।
    যানবাহন:
    আব্দুল্লাহপুর থেকে তেরমুখ যাওয়ার জন্য অটো গাড়ি , টেম্পু, রিকশা , আছে আব্দুল্লাহপুর থেকে মোটামুটি ৬ কিলোমিটার এর মত হবে তেরমুখ। রাস্তা মোটামুটি ভাল ।
    ভাড়া :
    রিকশা ভাড়া ৮০-১০০ টাকা
    অটো গাড়িতে মাথা পিছু ৪০-৫০ টাকা
    এলাকা পরিচিতি:
    তেরমুখ যাওয়ার সময় ট্রান্সমিটার, আটিপাড়া , কুড়িপাড়া,মাস্টারপাড়া,চাঁনপাড়া,মৈনারটেক , এবং সব শেষ তেরমুখ,
    আর কি আছে?
    Bridge এর ওপাশে উজাম্পুর। ওপাশের রাস্তা অনেক ভাল। Bridge এর ওপাশে সরু আঁকাবাঁকা রাস্তা ধরে শেষ পর্যন্ত গেলে উলুখোলা Bazar পর্যন্ত যাওয়া যায়। রাস্তা গুলা অনেক আঁকাবাঁকা তাই ডানে বামে মোড় নেওয়ার সময় একটু ভাল ভাবে দেখে শুনে নিতে হবে। উলুখোলা বাজার highway এর মাঝে পরে, এই রাস্তার শেষ এ গিয়া বামে এর দিকে মীরেরবাজার আর অন্য দিকে ৩০০ ফিট ও কাঞ্চন Bridge.
    ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, আপনার মন্তব্য শেয়ার করতে লিখুন ভিডিওর কমেন্টস বক্সে এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য |
    ধন্যবাদ |

Комментарии • 5

  • @rakib517
    @rakib517 Месяц назад +1

    ❤🎉

  • @Szone...
    @Szone... Месяц назад +1

    অনেক সুন্দর জায়গা

    • @kafistales
      @kafistales  Месяц назад

      জ্বী ধন্যবাদ ❤️

  • @benjirvlog
    @benjirvlog Месяц назад +1

    Natural place 🎉 👌