ই রিকশা যত চালাবেন ততই চার্জ হবে100%🪔 e rickshaw chalte chalte charger hobe 100%🪔

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 169

  • @SmMhamud
    @SmMhamud 2 месяца назад +3

    সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে
    মানুষ খুব সহজে বুজানো হইছে

  • @SantanuSarkar-k8g
    @SantanuSarkar-k8g 2 месяца назад +11

    দাদা আপনার এই উদ্ভাবোধোনের জন্যে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি,তবে একটা জিনিস বোধহয় আপনার জানা নেই সেটা হোলো এই যে যেকোনো ডি,সি মোটর হচ্ছে ডি,সি ডায়ানোমো,অর্থাৎ যখন কোনো ডি,সি মোটরকে কোনো ইঞ্জিনের সাহায্যে ঘোরানো হয় তবে সেটি তখন ডায়ানামো হয়ে ডি,সি কারেন্ট উৎপন্ন করবে আবার যদি ঐ মোটরে বাইরে থেকে ডি,সি কারেন্ট দেওয়া যায় তবে তখন সেটা মোটর হয়ে ঘূর্ণিয়মান শক্তি উৎপাদন করবে,এটাই হচ্ছে ডি,সি, কারেন্টের শক্তি এবং মহিমা।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      ভাইজান আপনার কথা আর আমার কথার মধ্যে তফাৎ কোথায় একই তো, আমি যখন অন্য কিছু ঘোরাবো তখন সে ডিসি ইলেকট্রিক উৎপাদন করবে আমার তো সেইটুকু দরকার যা ব্যাটারীতে আমি ইনপুট করব এটা চলতি টোটোর সামনে চাকাতে লাগানো থাকবে। সামনে পরবর্তীকালে দেখতে পাবেন আর সেখান থেকে যেটুকু বিদ্যুৎ উৎপন্ন হবে সেটুকু আমি ব্যাটারিতে ইনপুট করব এটাই হলো আমার মেইন উদ্দেশ্য

    • @MohammadAminulIslam-d8e
      @MohammadAminulIslam-d8e Месяц назад

      ভাল উদ্ভাবন, এ ব্যাটারী গুলো, ব্যবহার অবস্থায় চার্জ করলে কোন সমস্যা হবে না?

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      @MohammadAminulIslam-d8e 100%garenti kichu hobena

  • @mdnurul8980
    @mdnurul8980 Месяц назад +1

    খুব ভাল কাজ।

  • @sadekulalam7787
    @sadekulalam7787 Месяц назад +2

    ভাই এই প্রজেক্টটা চমৎকার। এটার সাথে যদি ভাই কোন রকমে কতগুলো চুম্বক দেওয়া যায় তাহলে সেই চুম্বকের শক্তিতে এটা অটোমেটিক ঘুরতে থাকবে এতে করে এটা কখনোই থামবে না যতক্ষণ না একে থামানো হবে। তাহলে সারাদিনই এটা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বিরামহীন ভাবে।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад +1

      ভাই আপনি যেটা বলতে চাইছেন সেটা হল ফ্রি এনআরজির কোন একটা টেকনোলজি এইটা শুধুমাত্র আমেরিকাতে এক ব্যক্তি বানাতে পেরেছেন কোন একটা ম্যাগনেটের আকর্ষণ এবং বিকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে যেটা সারা পৃথিবীর বুকে আর কেউ এখনো ওই ফর্মুলা আবিষ্কার করতে পারেনি আর উনিও কাউকে দেননি। তাছাড়া যতগুলা ভিডিও আপনারা দেখেছেন আমি দেখেছি সবগুলোই ফেক আর আমি যে মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কোম্পানি পরিচালিত ই রিক্সা জেন্টসের চার্জার চলতি অবস্থায় ব্যাটারিকে ফুল চার্জ করা সম্ভব একই অবস্থায় গাড়ি চলবে এবং চার্য হবে এবং ব্যাটারি লং লাইফ বাড়তে হবে যেহেতু ব্যাটারির উপর কেমন লোড আসবে না তাই থ্যাংক ইউ ভাইজান

  • @SouravSardar-o6l
    @SouravSardar-o6l 29 дней назад +1

    দাদা আপনাকে অভিনন্দন জানাই এই প্রক্রিয়া অনুসরণ করে উপকার করলেন তা বোঝা কি করে এর ব্যাখ্যা খুজে পাচ্ছিনা। আপনাকে অভিনন্দন জানাই আন্তরিক ধন্যবাদ আপনাকে

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  27 дней назад

      থ্যাঙ্ক ইউ দাদা আপনি খুব ভালো মানুষ আপনার কথা শুনে বুঝতে পারছি

    • @BaburAliMondal-u8n
      @BaburAliMondal-u8n 18 дней назад

      😊😊 khoob bhalo video gana acche

  • @soubhikjana5913
    @soubhikjana5913 2 месяца назад +2

    Reverse charging system....... lagabe....👍👍👍

  • @etcbangla7743
    @etcbangla7743 2 месяца назад +2

    আপনার আইডিয়াকে আরো কাস্টমাইজ করে আপডেট করলে হয়তো প্রজেক্টটা সফল হতে পারে।
    আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আপনি চাইলে আমার থেকে আরো আইডিয়া নিতে পারেন। এগিয়ে যান ধন্যবাদ।❤

  • @SamadAhmed-fj4ei
    @SamadAhmed-fj4ei 8 дней назад

    চমৎকার

  • @samiulialam2445
    @samiulialam2445 2 месяца назад +2

    Bhai onek bhalo hobe😮😮😮

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      থ্যাংক ইউ ভাইজান সবুর করেন সব পাবেন

  • @arupdas7083
    @arupdas7083 Месяц назад +1

    দাদা এটি করতে পারলে তো ভালো হবে । কিন্তু কানেকশন টির ভিডিও অবশ্যই বানাবেন

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      ওকে ভাইজান থ্যাঙ্ক ইউ

  • @tamimfixerking5780
    @tamimfixerking5780 2 месяца назад +3

    এটা কখনোই সম্ভব না কারণ আপনি যে শক্তি প্রয়োগ করে টোটো চালাবেন। ডায়নামা থেকে ব্যাটারি চার্জ দিলে সামনে চাকাটা জ্যাম হয়ে যাবে তখন নরমাল সময় টোটো চালাতে যে পরিমাণে শক্তি অপচয় হয় তার চেয়ে বেশি চার্জ অপচয় হবে।

  • @NazimUddin-c2g
    @NazimUddin-c2g 2 месяца назад +2

    ভাই এগিয়ে যান হবে। তবে গাড়ি টা নিউটাল অবস্থায় মোটর ঘুরে যাতে চাজ হয় খিয়াল লাখবেন

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      না ভাইজান সেটা কিভাবে সম্ভব গাড়িটা ঘুরলে তবে চার্জ হবে কারণ এটা তো ব্যাটারি থেকে কানেকশন নিচ্ছে না অনলি ব্যাটারিকে দিচ্ছি কিছুটা সাইকেলে ডায়নামোর মত।

  • @AlAmin-pl9rp
    @AlAmin-pl9rp 2 месяца назад +1

    ভাই এগিয়ে যান ইনশাআল্লাহ পাশে আছি সব সময় কথা দিলাম

  • @SkTechNewsBangla
    @SkTechNewsBangla Месяц назад

    একদিকে ব্যটারি চার্জ এবং অন্যদিকে ব্যটারি ডিসচার্জ ব্যটারির লাইফটাইম কমে যেতে পারে। তাই ২ টি আলাদা ব্যটারি সেটআপ রাখুন। একটি ব্যটারি সেটআপ দিয়ে গাড়ি চলবে, অন্যদিকে ২য় ব্যটারি সেটআপ চার্জ হবে। এবং সুইচ এর মাধ্যমে ব্যটারি কানেকশন চেঞ্জ করা যায়, সেদিকে খেয়াল রাখবেন। আসা করছি সফল হবেন।।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      থ্যাংক ইউ ভাইজান পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ

  • @MASalam-fq2lu
    @MASalam-fq2lu Месяц назад +2

    মাঝে মাঝে গাঞ্জাও খাইয়েন। তাহলে চার্জ আরো ভালো হবে।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      আমি গাঁজা খাই না গাঞ্জা খাওয়াই

    • @sahidahammed1166
      @sahidahammed1166 Месяц назад

      গাঁজা যে খাই, সেই গাঁজা খাওয়াই। সঙ্গি সাথিদের নিয়ে। সব পাগলের দল।

    • @sahidahammed1166
      @sahidahammed1166 Месяц назад

      ভাই এদের গ্যানে গুঁতো মারে। কখন যে কি মোবাইলে পাওয়া যায়, অদ্ভুত লাগে। এনার্জি ছাড়া এনার্জি পাওয়া যায় না। এতে লসের ভাগ বেশি হবে।

  • @deshtvmidia5916
    @deshtvmidia5916 Месяц назад +2

    ফ্রি ফ্রি কখনো কোনদিন এনার্জি তৈরি হয় না

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      এখানে তো ফ্রি এনার্জি এর কথা বলা নাই দাদা এটা গ্যাস চালিত ইঞ্জিন চলতি অবস্থায় টোটো চার্জ করবে

  • @MDJasimUddin-jf2bi
    @MDJasimUddin-jf2bi 2 месяца назад +1

    ভাই আমার জানা মতে ডিফেন্সের লক করে দিলে গাড়ির ডান বাম করা যাবে না স্টার্টিং তখন কোন দিকে মোড় নেবে না একদিনে কাটতে গেলে আরেক দিকে ঠেলে ছেলে খাত পেলে খাদের দিকে চলে যাবে

  • @NozirAli-e8h
    @NozirAli-e8h Месяц назад

    ধন্যবাদ

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      থ্যাংক ইউ ভাইজান

  • @samiulialam2445
    @samiulialam2445 2 месяца назад +1

    Chalu koren bhai amar dokan ache

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      হ্যাঁ ভাই একটু ওয়েট করেন মালটা এসে যাক অবশ্যই চালু করব ধন্যবাদ

  • @techselbd9698
    @techselbd9698 2 месяца назад +2

    free এনার্জি তৈরী করা যায় না ।শুধু রূপান্তরিত করা যায় ।কিছু দিলে তবেই কিছু পাবে।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +3

      হ্যাঁ ভাইজান ঠিক কথা কিন্তু আমরা ফ্রি এনার্জি কাকে বলে যে এনার্জি টা কোন পয়সা খরচ হয় না সেটাকেই ফিরিয়ে এনার্জি বলে কিন্তু কথাটার মানে তো সেইটা না ফিরিয়ে নেয়ার যে কথার মানে অন্য হবে কিন্তু এরকম অনেক মেশিন আছে অলরেডি যেগুলো এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়েও ফিরিতে চলছে। আমেরিকাতে ম্যাগনেটিক মটর বলে একটা আছে এগুলোতে কোন বাইরে থেকে ইলেকট্রিক প্রদান করা লাগে না তবে এগুলোকে কি বলা যাবে

  • @sorojbhattacharjee3964
    @sorojbhattacharjee3964 2 месяца назад +5

    এনার্জি তৈরী করা যায় না ।শুধু রূপান্তরিত করা যায় ।কিছু দিলে তবেই কিছু পাবে।এতো সহজে ভাবলে একশ বছর আগেই আই ফোন আবিষ্কার হয়ে যেত।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +2

      ভাইজান এখানে আমি এনার্জি লস করছি না তো আমি টোটোর সামনে চাকাতে এই মেশিনটা লাগাবো সেখান থেকে চাকা ঘোরানোর ফলে যেটুকু আমার বিদ্যুৎ পাব সেটুকু আমি ব্যাটারিতে ইমপোর্ট করব এটাই আমার উদ্দেশ্য। অন্য কিছু না

    • @AlAmin-pl9rp
      @AlAmin-pl9rp 2 месяца назад

      ​@@BanglaBrenBazarআপনি এগিয়ে যান কলিজার বন্ধু আমার ইনশাআল্লাহ সফল হবেনই আমি আপনার পাশে থাকতে চায় যদি আপনি রাখেন যেভাবে সহযোগিতা চান সময় চাইলে সময় দেব চাইলে আর্থিকভাবে চাইলেও সহযোগিতা করব ইনশাআল্লাহ

    • @haradhandas2458
      @haradhandas2458 Месяц назад

      হবেনা​@@BanglaBrenBazar

  • @OmanOman-nz7yx
    @OmanOman-nz7yx Месяц назад

    ব্যাটারী টা লিথিয়াম দিয়েন তাই চাহিদা ভালো পাবেন আর গাড়ী ওজন কম স্টীল দিয়ে বানাইয়েন

  • @SubashChakma-zr9yq
    @SubashChakma-zr9yq 2 месяца назад +1

    ভাই আপনার এই কাজটা সফল হওয়া সম্ভাবনা কম

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад

      থ্যাংক ইউ ভাইজান চেষ্টা তো করি

    • @ajimuddinahmed7839
      @ajimuddinahmed7839 Месяц назад

      হবেনা

  • @md.al-amin2183
    @md.al-amin2183 2 месяца назад +1

    হ ভাই মুখ খুব ভালো লাগলো তুই বানা

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      ধন্যবাদ ভাইজান

  • @malaymazumder4203
    @malaymazumder4203 2 месяца назад +1

    Vai ame gare kenly apnar shathy jogajog korbo,,,Amar khub posondo hoicy system ta,,,,asha kore khoroc komeay nagal er moddy anben

  • @mdrubelkhanmdrubelkhan5285
    @mdrubelkhanmdrubelkhan5285 2 месяца назад

    দাদা আদাব দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও আমি অপেক্ষায় থাকি সব ভিডিও গুলো দেখেছি দাদা আপনি যে পরিকল্পনা নিয়েছেন তাতে আপনি সফল হইয়াছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আমি এই নিয়ে 10-12 বছর গবেষণা করেছি আসলেই সম্ভব দাদা আপনি আমাকে হেল্প করবেন আপনার কন্টাক্ট নাম্বার আর অল্টারনেটর ডায়নামা জেনারেটর ৪৮ ভোল্টের ডিসি কয়েন এই ধরনের একটা পুরা সেট আমাকে দিতে পারবেন আমি বাংলাদেশ থেকে কিনতে চাই তাও আবার আপনার মাধ্যমে তাহলে আমি মাধ্যমে উপকৃত হতাম গরিব মানুষ যারা গাড়ি চালায় তাদেরকে সহযোগিতা করতে পারতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার জন্য আশীর্বাদ দোয়া রইল

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад

      কোটি কোটি সালাম ভাইজান

  • @badhon_official_
    @badhon_official_ Месяц назад

    ফ্রী এনার্জি বলতে কিছু হয় না ,,এক শক্তি থেকে আরেকটি শক্তি তৈরি করা জায় ,,তবে ফ্রী এনার্জি কখনোই তৈরি করা সম্ভব না

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      ফ্রি এনার্জি অলরেডি একটা মার্কেটে এসেছে এখনো বিক্রি করতে রাজি হয়নি ওটা ইউ এসে দেখা যায়। অনলি ম্যাগনেটিক ফিরে এনার্জি হতে অল্টারনেটর বা জেনেটার কিছুই নেই শুধু ম্যাগনেট যে আকর্ষণ আর বিকর্ষণ করে ওই শক্তিটাকে কাজে লাগিয়ে তৈরি করেছে। ওটাকে ফিরিয়ে এনার্জি বলা যায় খুবই সুন্দরভাবে সারা বিশ্বের লোক দাঁড়িয়ে থেকে ভিডিওটি হাইলাইট করেছেন এমনকি পুরস্কৃত করেছেন কিভাবে তৈরি করা সম্ভব হয় সেই বলটি কিনতে পাওয়া যাবে বইটির মূল্য মাত্র ৪৫০০ টাকা ফ্রি এনার্জি ম্যাগনেট মটর ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন দেখতে পাবেন এটা একটা খুব প্রযুক্তি বা উন্নতমানের আর আমি যেটা তৈরি করেছি এটা বড় চাকাটা পার এক মিনিটে চার হাজার পাক যদি ঘুরাতে পারা যায় তবে ব্যাটারিকে চার্জার লাগিয়ে সেই ব্যাটারিকে সারাদিন চালানো সম্ভব হয় অর্থাৎ গতি শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কিছুটা এক্সট্রা শক্তি সেখান থেকে ব্যাটারিতে স্টোর হয় সেই ব্যাটারি থেকে বাড়তি ভাবে ব্যবহার করা সম্ভব অলরেডি বাংলাদেশে এই ধরনের রিয়েল ভিডিও আছে কোন ডুপ্লিকেট নয়

  • @rubelsheikh6024
    @rubelsheikh6024 2 месяца назад +4

    আরে ভাই আপনি আগে তো বানান তার পর গবেষণা করেন

  • @kanonbarua4395
    @kanonbarua4395 Месяц назад

    এগুলো আমরা আগেই করে দেখছি । ডায়নামা সব সময় গুঁড়ার জন্য চিন্তা করতে হবে ।না হলে কিছুই হবেনা

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      দাঁড়িয়ে থাকলেও ঘোরানো যাবে না যার কিছু না দেখছি আমি কি করা যায়

  • @KobirMira-q3t
    @KobirMira-q3t Месяц назад

    ভাই লাগাইয়া দেন দেখেন দেখেন তারপরে আপনার ডিমান্ড বাইরে যাবে দাদা খুব সুন্দর কাজ করতেছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়ে নিয়েছে

  • @aslife-1
    @aslife-1 Месяц назад

    ডায়নামো তে যখনি লোড দিবেন তখনি স্পিড কমে যাবে

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      চালিয়ে দেখলাম তো ভাইজান তেমন কিছু পরিবর্তন হয়নি

  • @JrGazi-j3z
    @JrGazi-j3z Месяц назад

    কোন মোটরের ব্যাটারি একসঙ্গে চার্জ এবং দেশটা চার্জ হলে ব্যাটারিরআয়ু কমে যায়

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      @@JrGazi-j3z ভাইজান তাহলে সোলারে যে ব্যাটারি চার্জ হয় আবার বাড়িতে সার্ভিসও দেয় সেটা কি চার্জার ডিস্টার্ব আলাদা হয় তারপরে 10 চাকা চারচাকা ছয় চাকা লরিতে ব্যাটারি চার্জ আর রিস্টার্ট আলাদা ভাবে হয়?

  • @MridulSordar-c7c
    @MridulSordar-c7c Месяц назад

    যতো লোড পরবে জেনারেটর এ লোড ততো বেশি পরে এবং আয়থায় অনেক বেশি লোড পরবে,, টোটোর মটরে

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      না গো ভাইজান এটাতে আলাদা একটা গ্যাস চালিত এক সিলিন্ডারের মেশিন থাকে ও ব্যক্তিগতভাবে ইলেকট্রিক তৈরি করার ক্ষমতা রাখে তুমি যেটা ভাবছো সেটা না থ্যাংক ইউ ভাইজান।

  • @arshelahi2180
    @arshelahi2180 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤DadaTumi Bayk Koro Erom❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Waaaaah BohooooooooT khub❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💝💝💝💝💝💝💝👌👌👌👌

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌🫀🫀🫀🥰🥰

  • @Mdfoysal-h9f6e
    @Mdfoysal-h9f6e 2 месяца назад +1

    ভলো ভাই

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      থ্যাংক ইউ ভাইজান

  • @santipriyahalder40
    @santipriyahalder40 2 месяца назад +3

    This is rong pross brother.

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      একটু অপেক্ষা করেন না দেখি কি করা যায়

    • @fisherman819
      @fisherman819 2 месяца назад +1

      ​@@BanglaBrenBazar হ্যা ভাইজান আপনে চেষ্টা কৰে যান

  • @niveditaelectricals9229
    @niveditaelectricals9229 2 месяца назад +1

    যতই গাঁজা টানবেন ততই নেশা হবে 🤣🤣🤣

  • @সখেরমৎস্যহেচারী

    ভাই আপনার নাম্বারটা দেন, আর এই মেশিনটা কোথায় পাওয়া যাবে?

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      হ্যাঁ ভাইজান আজকে রাত্রে দশটার সময় আমি লাইভে আসবো নাম্বারটাও পাবেন কোথায় কিনতে পাবেন বা আমার কাছেও কিনতে পাবেন

  • @mdalmas9878
    @mdalmas9878 2 месяца назад +1

    চাকা দুটি ফ্রি না থাকলে আপনি টোটো ডানে বামে নিতে পারবেন না আগে বুঝতে হবে কি কারণে চাকা দুটো ফ্রি রাখা হয়

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      হ্যাঁ ভাইজান ও চিন্তাটা আগেই করেছি আমি একজন রিক্সার অভিজ্ঞ মিস্ত্রি আমি জানি অন্তত একটা থাকা ফ্রি লাগে নয়তো গাড়িটা পাল্টি হয়ে যাবে টার্নিং হবে না কিন্তু আমি তো এটা পিছনে লাগাবো না এটা টেস্ট করছি মাত্র তাই আমাকে ওইটা জাম করতে হয়েছে পরবর্তীকালে এটা শুধুমাত্র সামনের চাকাতে লাগাবো যেমন হয় ঠিক আপনার ব্রেক damer মত সিস্টেম করে

  • @techselbd9698
    @techselbd9698 2 месяца назад +1

    eta holo recycling system,jai hok apni try coresen alhadulillah,apner address or number ta diyen.

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      থ্যাংক ইউ ভাইজান

    • @AlAmin-pl9rp
      @AlAmin-pl9rp 2 месяца назад +1

      আলহাদুলিল্লাহ মানে কি

  • @শাপলাটিভি-ঞ৮ত

    ভাই এই মডেল এর গাড়ি টা কোথায় পাওয়া যাবে

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      ভাইজান এটা কোন গাড়ি নয় এটা গাড়িতে সেট করা যায় কিনতে পাওয়া যায় গুগলে সার্চ করলেও পাবেন কলকাতার available কিনতে পাবেন এটা একটা গ্যাস চালিত ছোট ইঞ্জিন যেটা নাম ই রিক্সা Gen set চার্জার

  • @sanjoysaha4960
    @sanjoysaha4960 2 месяца назад +13

    আপনি যেটা কোরছেন তাতে ব্যাটারিতে হয়তো Long time ওবোধি power থাকবে , তবে একটা সময় পর আপনাকে বাইরে থেকে power নিয়ে ব্যাটারিকে charge দিতেই হবে । Free enarje আপনি কোনদিনই পাবেন না । আমারো আপনার মতোই ধারোনা ছিল , এরপর একজন Electronic Engineer আমার ধারনা ভেঙে দেন । 😂

    • @masumbillah4726
      @masumbillah4726 2 месяца назад +1

      এটাতে ফুল রিচার্জ হবে না। কিছুটা চার্জ হইবে। আগের থেকে বেশি সময় চালানো যাবে।

    • @sanjoysaha4960
      @sanjoysaha4960 2 месяца назад +2

      @masumbillah4726 দেখুন কোরে , যোদি হয়তো খুব ভাল ।

    • @mdrajuahmed.1968
      @mdrajuahmed.1968 2 месяца назад +1

      এর সাথেই যদি পুরো গাড়ির ছাদ সোলার করা হয় তাহলে কি হবে।

    • @ffbriturajgaming
      @ffbriturajgaming 2 месяца назад +1

      এটা করলে কি ব্যাটারি খারাপ হবে না, মিনিমাম পাঁচ বছর চল্লে খুব ভালো হতো

    • @salamjob041
      @salamjob041 Месяц назад +1

      আমরাই মেশিন এনেছি, এই ডায়নামা টা শুধু ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই তৈরি হয়েছে, ওটা 1500-1600 আরপিএম হলেই চলে,,

  • @RakibulRakibul-z9t
    @RakibulRakibul-z9t Месяц назад

    দাম কত ভাই

  • @mddj3316
    @mddj3316 Месяц назад

    দাদা এ গাড়ির দাম কত

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      156,000/

    • @mddj3316
      @mddj3316 Месяц назад

      এটা কোথায় পাবো​@@BanglaBrenBazar

  • @তাজসোলেমানি
    @তাজসোলেমানি Месяц назад

    ডায়না মার ভল্ট আরো বারাতে হবে

  • @HasanulhoqueSekh-b9y
    @HasanulhoqueSekh-b9y Месяц назад

    ভাই ফ্রিতে কোন এনার্জি তৈরি করা যায় না

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  27 дней назад

      ফ্রি এনার্জি পৃথিবীর বুকে একটা আছে নাই তা না সেটা অনলি ম্যাগনেটের খেলা ম্যাগনেট যে আকর্ষণ এবং বিকর্ষণ করে সেই শক্তিকে কাজে লাগে আমেরিকার বুকে একটা মটর তৈরি করা হয়েছে যেখানে কোন ডায়নামা বা জেনারেটর ব্যবহার করা হয়নি অনলি ম্যাগনেটের পাওয়ার কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে যার নাম ম্যাগনেট ফ্রি এনার্জি মোটর বলে সার্চ করলে এসে যায়

  • @noraileexpresscartoonbangl3529
    @noraileexpresscartoonbangl3529 2 месяца назад

    তাহলে ব্যাটারি রেস্ট হবে কখন ব্যারি তো ফুলে যাবে

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад

      না গো ভাইজান ব্যাটারি কিছু হবে না গ্যারান্টি আরো বাড়বে। কোম্পানি গ্যারান্টি বেশি দেয় যদি চলতে চলতে চার্জ হয়

  • @SriramMahato-wq4ge
    @SriramMahato-wq4ge 2 месяца назад +2

    Aga to video banao tar por gabojena korben

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      বুঝতে পারিনি

    • @AlAmin-pl9rp
      @AlAmin-pl9rp 2 месяца назад +1

      আপনি আগে লিখতে শিখুন

  • @farikulislam8985
    @farikulislam8985 2 месяца назад +1

    তোমাদের ওখানে কি চার্জ হওয়া গাড়ি পাওয়া যাবে টোটো পাওয়া গেলে তোমাদের মোবাইল নাম্বার দিবা মেসেজ করবা

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      হ্যাঁ ভাইজান পাওয়া যায় ওইটা ইমেইলে কথা বলেন পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব

    • @farikulislam8985
      @farikulislam8985 2 месяца назад +1

      @BanglaBrenBazar তোমাদের ঠিকানা কোথায়

    • @du6932
      @du6932 2 месяца назад

      Apnar email address dien please.

  • @SriCCDas
    @SriCCDas Месяц назад

    ৰেন্দী কা ঔলাদ চিৰিফ ভুকা নজৰ আয়া

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      This is a real video not bad video but your mental problem or family quality problem

  • @saddamhosan5859
    @saddamhosan5859 Месяц назад

    একি কথা অনেক বার বলেন কেন এক দুইবার বললেই তো বোজা যায়।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      সো সরি ভাইজান পরেরবার চেষ্টা করব শুধরে নেওয়ার

  • @মুত্তাকিএরশাদআলী

    দাম কত রে ভাই এটা তো বললেনা

  • @rksarder6143
    @rksarder6143 2 месяца назад

    দাদা ঘটনা কি আসলেই মিথ্যা?
    আগে লাইন ক্লিয়ার করে তারপর ভিডিও তৈরি করবেন দয়া করে অযথা সময় নষ্ট করবেন না আমাদের,

  • @SriramMahato-wq4ge
    @SriramMahato-wq4ge 2 месяца назад +2

    Na na hobe na 😮😂

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      কেন ভাইজান কি দেখে আইডিয়া করলা

  • @Mdrubel-z8o1u
    @Mdrubel-z8o1u 19 дней назад

    এগুলা আগেই ফালাইছি

  • @electricandotherstechnology
    @electricandotherstechnology 26 дней назад

    ভাই এই সমস্ত গাঁজাখুরি বুদ্ধি আপনারা কই পান

  • @SriramMahato-wq4ge
    @SriramMahato-wq4ge 2 месяца назад +2

    Ara bhai tumi to pagal nake😊

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      লোকে তাইতো বলে

  • @MasumBillah-l9m6p
    @MasumBillah-l9m6p 2 часа назад

    Bhi apnar addris ba mobile namber ta dan

  • @MDshahin-x2n1f
    @MDshahin-x2n1f 2 месяца назад +1

    আমার লাগবে একটা ভাই দাম কত হবে

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      ভাইজান আগে তো রেডি করি কি যে বলেন

    • @UkUkBDIndia
      @UkUkBDIndia 2 месяца назад

      Whatsaap number den ami tumaar help korbo

  • @IsmailMunshe-q3i
    @IsmailMunshe-q3i 2 месяца назад +3

    Asta akta sagol

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      এই ছাগল রাই একদিন পৃথিবী বদলে ছিল তাই সাড়ে দশ হাজার বার চেষ্টা করার পর একটা কারেন্টের বাল্ব আবিষ্কার হয়েছে

  • @InvantorAnwarShahadat
    @InvantorAnwarShahadat 2 месяца назад

    বুদ্ধি টা ভালো ই

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      হ্যাঁ ভাইজান এটা কিন্তু সঠিক কারণ এটা আমার তৈরি না এটা কোম্পানির তৈরি এটা আমি মডিফাইড করছি শুধু পেট্রলে ছিল গ্যাস লাগিয়ে সেইটুকু। অন্য কিছু না থ্যাংক ইউ ভাইজান

    • @InvantorAnwarShahadat
      @InvantorAnwarShahadat Месяц назад

      @BanglaBrenBazar দোয়া রইল

  • @haradhandas2458
    @haradhandas2458 Месяц назад

    বোকামি

  • @sujaydas8723
    @sujaydas8723 2 месяца назад +1

    পাগোল নাকি

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  2 месяца назад +1

      হ্যাঁ, ভাইজান আমরা এক ধরনের পাগল

    • @kabirk-sk7qr
      @kabirk-sk7qr 2 месяца назад

      আপনার নামবার দিন ধন্যবাদ

  • @Uttamkumar-1388
    @Uttamkumar-1388 Месяц назад

    নতুন ছাগল

  • @rokibulislam-bv1tq
    @rokibulislam-bv1tq 20 дней назад

    Pagal pagal

  • @JoJo-nq9ru
    @JoJo-nq9ru Месяц назад +1

    নন সাইন্টিফিক☹️☹️

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад +1

      সাইন্টিফিকালি যেটা আপনি বলতে চাইছেন একদম ঠিক কিন্তু এটা মানে কি বোঝাচ্ছেন অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করার মেশিন যা অলরেডি ভারতবর্ষে ১০০ খানা টোটো তে ১০ পিছে লাগানো হয়ে গেছে বাকি ৯০ পিস লাগানোর জন্য ছটফট করছে। কোম্পানি দিতে পারছে না। চলতি অবস্থায় চাঁদ হবে আলাদা একটা ছোট্ট ইলেকট্রিক জেনারেটর মেশিন মাত্র

    • @JoJo-nq9ru
      @JoJo-nq9ru Месяц назад +1

      @BanglaBrenBazar জেনারেটর টা ঘুরানোর জন্য তো ব্যাটারি ই খরচ করতে হচ্ছে , নাকি ? কিন্তু হাইব্রিড টেকনোলজি ভিন্ন বিষয় , ঐটা ব্রেক এর সময় কাজ করে, কিছু কিছু করে চার্জ জমা করে , ঢালু জায়গায় চলার সময় চার্জ করে , ঐটা আপনাদের দ্বারা সম্ভব না কারন অনেক কমপ্লেক্স মেকানিজম আছে।

  • @villagelifewithrasel5725
    @villagelifewithrasel5725 Месяц назад

    এটা কখনোই সম্ভব না।

    • @BanglaBrenBazar
      @BanglaBrenBazar  Месяц назад

      না ভাইজান মোটেও তা না এটা অলরেডি একটা কোম্পানি তৈরি মেশিন আমরা বিক্রি করে থাকি কোন সমস্যা নাই