ঘ্যাটকোল বা খারকোল শাকের চাষ, পরিচর্যা ও মহৌষধি গুণাগুণ; How to grow Ghatkol or Kharkol & benefits..

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 75

  • @plantscare7593
    @plantscare7593 3 года назад +2

    বাহঃ, অপূর্ব লাগলো ভিডিওটি
    খুব সুন্দর তথ্য দিলেন দাদা। ঘাটকোল শাক খুবই ভালোবাসি, ভীষণ সুস্বাদু। কিন্তু এর এত গুণাগুণ সত্যিই অজানা ছিল। *সাধের ছাদ বাগান* চ্যানেল টি আজ আবিষ্কার করলাম এবং ভিডিওটি দেখে এই চ্যানেলের ফ্যান হয়ে গেলাম। অসাধারণ আপনার উপস্থাপনা, অসাধারণ আপনার বাচনভঙ্গিমা, অপূর্ব আপনার বাগান। এই ধরনের ভিডিও আরো চাই।
    Thank you very much young man, keep it up!!

    • @rinadey6671
      @rinadey6671 3 года назад

      খুব খুব সুন্দর লাগলো ভিডিও টা। আমার বাড়ীতে এই শাক খাওয়ার খুবই চল আছে। পরিবারে খুবই পছন্দ। আমার খুব একটা পছন্দ ছিল না। আজ এই ভিডিও র মাধ্যমেই জানতে পারলাম এর এতো গুণাগুণ। সত্যি এবার গাছ গুলো র যত্ন করবো। আরো আরো লাগাবো। মাঝে মাঝেই টবে দেখতে পেতাম। তুলে ফেলতাম। আজ থেকে অবশ্য ই এর আরোও আরোও যত্ন করবো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে রাজু ভাই। খুব ভালো থেকো তুমি।❤️❤️

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      ধন্যবাদ দিদি
      খুব ভালো লাগলো আপনার কমেন্টস টা পড়ে।
      এই ধরনের বহু গাছ আমাদের পরিচিতির মধ্যে রয়েছে, অথচ তাদের গুনাগুন আমরা অনেকেই জানিনা। আমি বিভিন্ন journal / রিসার্চ পেপার ঘেঁটে চেষ্টা করছি সেগুলো জেনে আপনাদের কে জানাতে।
      সঙ্গে থাকবেন। আগামীতে এমন ভিডিও আরো আসছে।

  • @prasantaadhikary9090
    @prasantaadhikary9090 Год назад +1

    এই শাক আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে জন্মায়।এখানে কেউ খায়না ।এর উপকারিতা জানলাম।খাওয়া শুরু করবো ।ধন্যবাদ রাজুভাই।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      এই শাক কিন্তু বাজারে চড়া দামে বিক্রি হয়।
      খুব সুস্বাদু খেতে।
      ইউটিউব এ এর রেসিপি আছে।
      দেখে নিন দাদা।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      এই শাক কিন্তু বাজারে চড়া দামে বিক্রি হয়।
      খুব সুস্বাদু খেতে।
      ইউটিউব এ এর রেসিপি আছে।
      দেখে নিন দাদা।

  • @ast.polyraninogorkusmbergp6710
    @ast.polyraninogorkusmbergp6710 3 года назад +1

    আহা কি অসাধারন গুনাবলী দিয়ে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন। আপনার সকল ভিডিও গুলি সবার জন্য অত্যন্ত উপকারী। আপনি সব কিছুই উজার করে ছড়িয়ে দেন আমাদের মাঝে। ঈশ্বর আপনার এই গুনাবলী আটুট রাখুন আজীবনকাল। সুস্হ থাকুন দাদা ভাই ভালো থাকুন আর উজার করে আমাদের মাঝে ছড়িয়ে দেবার মনোভাব অটুট রাখুন। ধন্যবাদ আপনাকে🌷🌷🌷🌷🌷

  • @swapanchakraborty9690
    @swapanchakraborty9690 3 года назад +1

    রাজু, অপূর্ব এই ভিডিও টি একটি মূল্যবান মনে হয়েছে। সাধারন একটি সবজি কে অসাধারন হলো। অসাধারন হয়েছে এই প্রতি বেদনটি , ধন্যবাদ।

  • @NupurKarmakar3248
    @NupurKarmakar3248 Год назад +1

    দারুন সুন্দর ভিডিও।অনেক কিছু জানলাম।উপকৃত হলাম।আপনি খুব সুন্দর করে বলেন ও বুঝান।ধন্যবাদ❤❤

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      আমি সমৃদ্ধ হলাম নুপুর দি।
      খুব ভালো লাগলো আপনার কমেন্টস।

  • @rupaliroy357
    @rupaliroy357 2 года назад +1

    আমার ছাদ বাগানে লাগানো আছে এই শাক, এর গুনাগুন সম্পর্কে জেনে ভালো লাগলো

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад +1

      আন্তরিক ধন্যবাদ।
      পাশে থাকবেন রূপা দি।

    • @rupaliroy357
      @rupaliroy357 2 года назад

      @@sadherchhadbagan অবশ্য ই

  • @kakaligoswami2850
    @kakaligoswami2850 3 года назад +1

    Raju bhai amar jonno ei video ta khub upokari..
    Karon ami maachh maangsho khaina.,..
    Bhison upoktito jolaam. ..... 👌👌👌👌❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      কাকলি দি
      কেমন আছেন?
      অনেকদিন পর আপনার কমেন্টস পেলাম।
      এই ধরনের আরো অনেক গাছের ভিডিও নিয়ে শীঘ্রই আসছি।
      সঙ্গে থাকুন *সাধের ছাদ বাগান* এর। নিরন্তর শুভকামনা রইলো।

  • @amalchandraroy1812
    @amalchandraroy1812 3 года назад +2

    অনেক অনেক ধন্যবাদ

  • @hasanislam5728
    @hasanislam5728 Год назад +1

    খুব ভালো আলোচনা।

  • @saptaparnanandy7492
    @saptaparnanandy7492 3 года назад +1

    এত গুন সমৃদ্ধ একটি শাক মাঝে মাঝে খাই কিন্তু এর গুনাগুন কিছুই জানা ছিলো না।অসংখ্য ধন্যবাদ দাদা।এ রকম ভাবেই যদি বেসিল,অরিগেনো চাষ সমনধে জানতে পারি ভালো লাগবে।🙏

  • @sikhakundu6362
    @sikhakundu6362 3 года назад

    Vison valo laglo amra anekei khete janina ranna theke khaoa porjanta sundar upasthapana

  • @greenlover9651
    @greenlover9651 3 года назад +1

    Wowawoooo
    What a nice video....
    Very very very much informative.....
    I think every body should cultivate this plants in their roof garden.
    You have described all very clearly. All of us will be benifited through this video...
    Thank you, with regards...
    Take care....

  • @rknaskar3014
    @rknaskar3014 3 года назад +1

    এই শাকের গাছ আমার বাড়ির আশেপাশে প্রচুর। কিন্তু এত গুনা গুন জানা ছিল না। ধন্যবাদ আপনাকে দাদা🙏।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      বাহঃ খুবই ভালো খবর। সপ্তাহে অন্তত দুবার রান্না করে খান এই শাক
      সঙ্গে থাকবেন *সাধের ছাদ বাগান* এর।
      শুভকামনা নিরন্তর।

  • @tarundas21
    @tarundas21 3 года назад +1

    খুব সুন্দর উপস্থাপনা।। এইরকম herbal কি কি গাছ বাড়িতে লাগানো যায় জানালে উপকৃত হবো ।।

  • @mularahd5286
    @mularahd5286 5 месяцев назад

    অনেক অনেক সাধ

  • @swapanbose1970
    @swapanbose1970 3 года назад +1

    দাদা আমার বাগানে নেই খারকল,কিন্তু আমরা কিনে খাই, এটা বাটা খেতে ও ভালো লাগে । ভালো থাকবেন ।

  • @ranjitkrmondal2265
    @ranjitkrmondal2265 3 года назад

    রেসিপিটা ভালো লাগলো

  • @nayanhazra2982
    @nayanhazra2982 3 года назад +1

    ধন্যবাদ দাদা

  • @swatichatterjee2045
    @swatichatterjee2045 Год назад +1

    Raju bhai amar chad bagane tub a ai gaach putechi .motamuti dalpala hoyeche kintu ami gaach aro barate chai....ki kore tule anno tub a lagabo bujhte parchina....jodi aktu bole dao bhai...tahole khub upokrito hoi...tomar video asadharon...kono kotha habena r...

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      যেকোন একটা বড় গাছ কেটে শাক খাবার পর, দেখবেন কয়েক দিনের মধ্যেই ওখান থেকেই আরও ডাল ও পাতা বেরিয়েছে।
      সেগুলোকেও রান্নার কাজে লাগাতে কেটে নিন।
      দেখবেন আবার গাছ বেরিয়েছে।
      এরপর দেখবেন গাছে ফুল ও আসবে।
      ফুল ওয়ালা গাছ বা যেকোন বয়স্ক গাছ তুললেই গোঁড়ায় দেখবেন কচুর গাঠির মতো একটা bulb আছে।
      সেটা লাগালেই নতুন গাছ পাবেন।

    • @swatichatterjee2045
      @swatichatterjee2045 Год назад

      Anek upokar korle bhai....tomar mangol hok.....dine dine tomar channel er aro unnati hok....

  • @manisgarden1512
    @manisgarden1512 3 года назад +1

    Raju da apurbo laglo apnar video.. Ayi sagta kub valonastam khete.. To be bangalore a payina.. Jodi ar english nata bole den tahole chesta kore dekte pari... 😊

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад +1

      Monidipa di
      Thank you very much
      Kharkol leaves is also known as Bengal Arum or Lobed Leaf Typhonium....
      You may search it in bangalore but I dont know the local name....
      Thanks for comments....
      Stay in tuned with *সাধের ছাদ বাগান*

  • @sumanghosh1419
    @sumanghosh1419 3 года назад

    Darun dada

  • @bidyutsaha3749
    @bidyutsaha3749 3 года назад +1

    অসাধারন দাদা

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      ধন্যবাদ বিদ্যুৎ দা।
      কবে আসবেন শ্যামনগর।
      জানাবেন।

    • @bidyutsaha3749
      @bidyutsaha3749 3 года назад

      @@sadherchhadbagan দাদা সুপ্রভাত। UAE govt India এর সব flight বন্ধ করে রেখেছে। May তে যাওয়ার plan ছিলো কিন্তু হয়নি। দেখি কবে flight খুলে। ভালো থাকবেন।

  • @pranabbanerjee6274
    @pranabbanerjee6274 Год назад +1

    Nice video 👌

  • @NusratJahan-gp1oz
    @NusratJahan-gp1oz 3 года назад +1

    Ei shak atodin chade ato ojotno kore fele rekheci?? atar ato osodi goon apnar video na dekhle kokhono jana hoto na.khub valo video hoyese dada.

  • @anirbangayen1085
    @anirbangayen1085 3 года назад +2

    Strawberry gach

  • @kannyasreechatterjee3211
    @kannyasreechatterjee3211 Год назад +1

    Bhai kharkol er tub ki puropuri rode rakha jabe?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      হ্যাঁ অবশ্যই পারবেন রাখতে।

  • @su0494
    @su0494 3 года назад +1

    রাস্তার ধারে, বনে ,আসে পাশে বাড়ির ধারে গাছ গুলো দেখেছি।আজ অবধি এর নাম ও জানতাম না।এগুলো খাওয়া যায় বলেও জানতাম না। দেখতে সুন্দর বলে মাঝে মাঝে মনে হয় বাড়িতে নিয়ে এসে লাগাই।bt বুনো গাছ যদি কোনো সমস্যা হয় সেই ভয় এ লাগায়নি। plz একটু যদি বিস্তারিত বলেন সুবিধে হয়।সেই গাছ গুলোই কি এই ঘাটকল ? বুঝতে পারছি না।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад +1

      আমি তো গাছের ভিডিও পাঠিয়েছি দাদা।
      একটু মিলিয়ে নেবেন।
      আর এই শাক খুবই জনপ্রিয়।
      দুটো শাক তুলে বাজারে যারা শাক সব্জি বিক্রি করেন তাদের কে দেখান, তারা বলে দেবেন।

  • @su0494
    @su0494 3 года назад +1

    Rastar dhare jegulo hoye thak emnei. Segulo r ei kharkol ki eki ? Egulo khai bole jantam na.emnei rastar dhar a onek hoye thak segulo ki tule ene lagano jai ba khawa jai ? Janale upokrito hobo.dhonnobad🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      আমি তো গাছের ভিডিও পাঠিয়েছি দাদা।
      একটু মিলিয়ে নেবেন।
      আর এই শাক খুবই জনপ্রিয়।
      দুটো শাক তুলে বাজারে যারা শাক সব্জি বিক্রি করেন তাদের কে দেখান, তারা বলে দেবেন।

  • @sumitamitradey5430
    @sumitamitradey5430 11 месяцев назад

    Shikor chara ki ei gaach kora jaye.gach ta tulte gie shikor chire gache

  • @Runasrooftopgarden
    @Runasrooftopgarden 3 года назад

    Darun

  • @glossygarden9473
    @glossygarden9473 3 года назад +1

    Nice ❤️ bolchi dada er Dana hoyna?? Akhane to er chara pawa jaina??

  • @nabadwipmondal3120
    @nabadwipmondal3120 Год назад +1

    এই খারকোল শাক আমাদের এদিকে ( দ: 2৪ পরগণা , মন্দির বাজার ) পাওয়া যায় না।
    কোথায় এর বীজ পাওয়া যাবে জানতে চেয়ে অনুরোধ করছি।
    ধন্যবাদ ----

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      আপনি যেকোন বাজার থেকে খারকোল শাক পেলে কিনে নিন।
      ওর গোড়া লাগিয়ে দিলেই নতুন গাছ হয়ে যাবে।

  • @anirbangayen1085
    @anirbangayen1085 3 года назад +1

    Raju da amar gach agun er tape pata kuchke gache ki korbo

  • @md.motierrahman364
    @md.motierrahman364 Год назад +1

    আমি জানি শুধুমাত্র ডাটা খেতে হয় এখন দেখছি শাক খাওয়া যায়। শাক কিভাবে রান্না করতে হয়?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      youtube এ খারকোল শাকের ভর্তা সহ অনেক রেসিপি আছে।
      একটু দেখে নিন।

  • @user-pz9fh6bj7t
    @user-pz9fh6bj7t 3 года назад +1

    1st

  • @user-pz9fh6bj7t
    @user-pz9fh6bj7t 3 года назад +1

    দাদা আমি এখন এজেলিয়া গাছে কি খাবার দিবো।

  • @rinachatterjee7523
    @rinachatterjee7523 3 года назад +1

    খাৱখোল শাক কী.
    আৱো নাম থাকলে কী?.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      অবশ্যই অন্য নাম আছে
      ঘ্যাটকোল
      ঘ্যাট কচু
      ইত্যাদি।
      ভিডিওতে বলেছি।

  • @pradipkumarmondal8250
    @pradipkumarmondal8250 3 года назад +1

    ভাই রাজু
    আগে খেতাম এখন আর পাই না কোন বাজারে পাবো বলবেন উপকৃত হই

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      আমাদের এখানে সব বাজারেই সহজে পাওয়া যায় দাদা।
      একবার পাওয়া গেলে আপনি সহজেই নিচের অংশ দিয়ে চাষ করতে পারবেন।

  • @amalchandraroy1812
    @amalchandraroy1812 3 года назад +1

    দাদা English কি বলে । আমার আসামে কি বলে। জানাবেন?

  • @Snehasis666
    @Snehasis666 3 года назад +1

    দাদা এই শাক খাওয়ার নিয়ম কি, কিভাবে খায়?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      ভিডিওতে সুন্দর করে বলেছি, একটু দেখে নিন প্লিজ।

  • @aradhyabera7398
    @aradhyabera7398 3 года назад

    দাদা আমার পদ্ম গাছের পাতা গুলো বড়ো হয়েছে না পচে য়াচ্ছে কি করে যত্ন নেব বললে উপকৃত হবো

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад +1

      জল টা পাল্টে দিন।
      ফাঙ্গিসাইড দিন

  • @chitrasdreamkitchen1629
    @chitrasdreamkitchen1629 3 года назад +1

    একটা টব দান কর ভাই রে ছিপি করে দেখাই

  • @Snehasis666
    @Snehasis666 3 года назад +1

    ধন্যবাদ দাদা।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 года назад

      Welcome
      সঙ্গে থাকুন *সাধের ছাদ বাগান* এর। নিরন্তর শুভকামনা রইলো।