যদি শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ঐসময়ে তার জন্য রান্না করতে বলেও থাকেন, সেটি সর্বজননীন বিধি হয়ে যায় না। মা সারদা দেবীকে ঠাকুর রামকৃষ্ণদেব নিশ্চয় ঐ সময়ে দক্ষিণেশ্বরের ভোগ রান্না করতে বলেন নাই! মহাপুরুষ বা অবতার পুরুষদের জীবনে এরকম অনেক ঘটনা দেখা যায়, যা সাধারণের জন্য বিধেয় নয়। তাঁরা সমর্থ, তাদের দোষ হয় না ; কিন্তু সাধারণ তাতে সমর্থ নয়। ভাগবতেও আছে-'তেজীয়সাং ন দোষায়'। আর, শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার বলে দিয়েছেন- ঋতুগায়ে তিনচার দিন নারীর ছোঁয়া-নাড়ার দোষ, এই স্বভাবে বয়ই নারী জীবনভরা শোক-আপসোস। -( অনুশ্রুতি, ১ম খণ্ড, স্বাস্থ্য ও সদাচার অংশের ৪৬ নং বাণী )। কাজেই ভক্তির নামে যথেচ্ছাচার করা কখনই কাম্য নয়।
** গীতারঃ-- ৯/৩৪ শ্লোক __ তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত কর, আমাকে ভক্তি কর, আমাকে পূজা কর, আমাকে নমস্কার কর ; এই রূপে আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকেই প্রাপ্ত হইবে ৷
গীতার ৯/৩৪ নং শ্লোকে 'সর্বদা' বলে কোন শব্দ নেই। পূর্ণাঙ্গ শ্লোকটি এরকম- মন্মনা ভব মদ্ভক্ত মদ্ যাজী মাং নমস্কুরু। মামেবৈষ্যসি যুক্ত্বৈবমাত্মানং মৎপরায়ণঃ।। সর্বদা ভগবানের নমস্কার, বন্দন করা যায়, সেটা মানসিক, সর্বদা বিগ্রহ স্পর্শ করা যায় না। বিগ্রহ স্পর্শ করতে হলে শুদ্ধ অবস্থাতেই করতে হয়।
জয়গুরু বন্দেপুরুষোত্তমম্ অসাধারণ অসাধারণ সত্যি অপূর্ব ও সঠিক শাস্ত্র ব্যাখ্যা। ব্রাহ্মণ শ্রী রায়ন চক্রবর্ত্তী দাদার চরণে আমার সশ্রদ্ধ দন্ডবৎ ভূমিষ্ট 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯👌👌👌👌👌👌👍👍👍👍👍
Ashadharan knowledge Dada. Etai prakito Satya kotha
জয় শ্রী কৃষ্ণ।
ব্রাহ্মণ দেবতা প্রণাম🙏🙏🙏
কৃপা করে একটু বটগাছের বিবাহ বিধি সম্বন্ধে শাস্ত্রীয় আলোচনা করবেন।🙏🙏🙏
আপনার শ্রী চরণে প্রণাম জানাই
JOYGURU.
জয়গুরু জয়গুরু
জয় গুরু দাদা ❤️🙏
Your classical discussion is very nice. Thank you very much.
জয়গুরু ❤🎉🎉🎉
Joy Guru 🙏🙏
Joy guru dada
❤❤❤জয় গুরু দাদা
রামকৃষ্ণদেব মা কে ঐ অবস্থায় রান্না করতে বলে দিয়েছিলেন.....
বলেছিলেন, ভক্তি ই মুক্তি।
জয়গুরু।
যদি শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ঐসময়ে তার জন্য রান্না করতে বলেও থাকেন, সেটি সর্বজননীন বিধি হয়ে যায় না। মা সারদা দেবীকে ঠাকুর রামকৃষ্ণদেব নিশ্চয় ঐ সময়ে দক্ষিণেশ্বরের ভোগ রান্না করতে বলেন নাই! মহাপুরুষ বা অবতার পুরুষদের জীবনে এরকম অনেক ঘটনা দেখা যায়, যা সাধারণের জন্য বিধেয় নয়। তাঁরা সমর্থ, তাদের দোষ হয় না ; কিন্তু সাধারণ তাতে সমর্থ নয়। ভাগবতেও আছে-'তেজীয়সাং ন দোষায়'। আর, শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার বলে দিয়েছেন-
ঋতুগায়ে তিনচার দিন
নারীর ছোঁয়া-নাড়ার দোষ,
এই স্বভাবে বয়ই নারী
জীবনভরা শোক-আপসোস।
-( অনুশ্রুতি, ১ম খণ্ড, স্বাস্থ্য ও সদাচার অংশের ৪৬ নং বাণী )।
কাজেই ভক্তির নামে যথেচ্ছাচার করা কখনই কাম্য নয়।
Joyguru
Pronam dada❤❤❤
** গীতারঃ-- ৯/৩৪ শ্লোক __
তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত কর, আমাকে ভক্তি কর, আমাকে পূজা কর, আমাকে নমস্কার কর ; এই রূপে আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকেই প্রাপ্ত হইবে ৷
গীতার ৯/৩৪ নং শ্লোকে 'সর্বদা' বলে কোন শব্দ নেই। পূর্ণাঙ্গ শ্লোকটি এরকম-
মন্মনা ভব মদ্ভক্ত মদ্ যাজী মাং নমস্কুরু।
মামেবৈষ্যসি যুক্ত্বৈবমাত্মানং মৎপরায়ণঃ।।
সর্বদা ভগবানের নমস্কার, বন্দন করা যায়, সেটা মানসিক, সর্বদা বিগ্রহ স্পর্শ করা যায় না। বিগ্রহ স্পর্শ করতে হলে শুদ্ধ অবস্থাতেই করতে হয়।
দাদা জয়গুরু, আমি একটা জিনিস জানতে চাই দয়া করে বলবেন নবজাত কন্যা সন্তানের জাতকর্ম অনুষ্ঠান কয় দিনে করা উচিত?
'প্রসবে জাতকর্ম চ'
জয়গুরু দাদা, আর একটা জিনিস দয়া করে যদি বলেন নবজাতক শিশুর সূর্য দর্শন ব্রত যদি একাদশীতে হয় করা যাবে কিনা?
ব্রাহ্মনের অঙ্গ অশৌষ ক'ত দিন
আমি একজন পুরোহিত। আপনার ফোন নম্বরটা দয়াকরে দেবেন কি? ভারত(গৌহাটী)
দাদা কায়স্থ কারা?
ক্ষত্রিয়দের কে বল
জয় গুরু দাদা❤🙏🙏