সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কীম নিয়ে ছায়া সংসদ I Pension Scheme Debate Competition Bangla
HTML-код
- Опубликовано: 24 ноя 2024
- ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ১৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হয় “সর্বজনীন পেনশন স্কীম দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষায় সহায়ক হবে” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি । প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সরকারি তিতুমীর কলেজ ও বিরোধী দল হিসেবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বিতার্কিকরা অংশগ্রহণ করে।
/ debatefordemocracy
kirondfd
www.debatefordemocracy.org
স্বাগতম জানাই বিরোধীদল কে🎉
সেদিন এই বিতর্ক প্রতিযোগিতা টির সংবাদ নিউজ চ্যানেল শোনার পর অপেক্ষায় ছিলাম।
আগে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর জন্য এই পেন্সন স্কিম বাধ্যতামূলক করা উচিত। আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করে
তারপর সাধারণ জনগণের জন্য হোক।
Debate for democracy এর কাছে আমার একটি আবেদন, ২০২৩সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে প্রণিত নতুন শিক্ষাক্রম নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করুন
বিরোধী দল ভালো বলেছে।❤
একটা সপ্তাহ অপেক্ষায় ছিলাম বিতর্কটির জন্য ৷
একটা সপ্তাহ অপেক্ষায় ছিলাম শুধু তিতুমীরিয়ানদের এই বিজয়টা উপভোগ করবো বলে ৷ অভিনন্দন প্রিয় তিতুমীর ❤৷
Congratulations 🎉❤ Champions, Govt. Titumir College!
সবাই সবার পাশে থাকলে- কোনো চ্যানেল ছোটো থাকবে না ইনশাআল্লাহ ✅😊
আমি আওয়ামী করি,এখন ভালোলাগছে না।
বিরোধী দলের যুক্তি চমৎকার।!
যেখানে পরিকল্পনা মন্ত্রী আছে এবং সরকার কে লুটপাটের জন্য এই স্কীম চালু করতেই হবে। তারপর মানারত ইউনিভার্সিটি জামায়াতের প্রতিষ্ঠান এখানে তাদের চ্যাম্পিয়ন হওয়ার কোন সুযোগ ছিল না।তবে সাধারণ মানুষ এই স্কীমে টাকা রাখবেন না। কিছু আওয়ামী লীগের লোকজন রাখতে পারে। সবাই যানে এটা লুটে নিয়ে চলে যাবে রাশিয়া।
InshAllah amio erokom shundor kore ekdin debate korte parbo and joyi hobo😊
বিরোধি দল সুন্দর ভাবে বুঝিয়ে বলেছে।
༆❝শুকরিয়া আদায় করতে শিখুন❞🥰🥰࿐
ღ🌺༆❝আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিস টাই দিবেন…💞༎༊❞ইনশাআল্লাহ❝༎༊
#everyone💯
সরকার দলীয় সাংসদ জাবেদ ইকবাল, উনি খুব চমৎকার বললেন। কতো সুন্দর বাচনভঙ্গি, উচ্চারণ, উপস্থাপন👌ক্রাশ খেয়ে ফেললাম 💝 ওনার সাথে যোগাযোগ করা যাবে কি?
হুম তিতুমীর এ আসেন একদিন
আমেরিকা তথা ইউরোপের জনগন সৎ,দূর্নীতি বাজ না,
বিরোধী দলের বক্তারা ভালো বলেছে
বিরোধীদের জীবনেও চ্যামপিয়ান হবে না কারন সবাই জানে।
স্কিম টি চালু করাতে ভালো হবে সাধারণ মানুষের জন্য কিন্তু নিরাপত্তা থাকতে হবে
সরক ারি অফিসার ও নেতা যে ভাবে চুরি করে পালায়!!
তদন্ত করতে করতে সব পালিয়ে যায়।
অভিনন্দন তিতুমীর কলেজ❤❤
ভাইয়া আপনি যদি বিরোধী দলের ম্যাডাম কে চেনেন, তাহলে ওনাকে একটু বলবেন যাতে,,আমার উপরের কমেন্ট টার রিপ্লাই দিয়ে যায়
অভিনন্দন তিতুমীর কলেজ
সরকারি দল খুব ভালো বলেছেন
ধন্যবাদ বিরোধী দল
এমপি মহোদয় আপনি ইংলিশ কম দেন বাঙালি আপনি
বিরোধী দলকে এত সতর্ক দেওযা হচ্ছে কেন বিরোধী দলের কথা টিক
বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি, please share the details and difference with upension?
ভাই মানুষের গড় আয়ু কত এটা দেখেন
বিরোধী দলের ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন,, আমাদের পারায় একটা পরিবার বসবাস করে,, সদস্য সংখ্যা পাঁচ জন,এর মধ্যে স্বামী স্ত্রী এবং তিনটা ছেলে,বড়ো ছেলের বয়স ২৩ বছর, মেজোটার বয়স,২১ বছর, এবং ছোটো টার বয়স,১৯ বছর,, তো এই পরিবারের চারজন পুরুষ সদস্য,, আছে,
কিন্তু বিষয় হলো,,চারজনের একজনও ঠিক করে কাজ করে না,, বাপটা একদিন করলে তিনদিন করে না,,আর ২৩ বছরের ছেলে টা,জামাত শিবিরের রাজনীতি করে, জান্নাত কামাই করছে,, মেজোটা একটা মেয়ের পেছনে ঘুরঘুর করে,এখন কেস খেয়েছে,, আর ছোটো টা পাক্কা গাঞ্জা খোঁর,যে কিনা একদিন গান্জার টাকা না পেলে,নিজের মাকে গর্ভবতী করে ছারে,নাউজুবিল্লাহ, তো এদের ঘরের কিন্তু চাল নেই, টিন নেই, কিছু নেই,, এখন আপনি বলেন তো ম্যাডাম এর জন্য কি সরকার দায়ী,, নাকি এই পরিবারের পুরুষ সদস্য গুলো দায়ী, যারা কি না,ইচ্ছে করলে সবাই মিলে, মাসে ৫০০০০ টাকা আয় করতে পারতো,,কিন্তু তারা কিন্তু সেটা না করে প্রতিনিয়ত সরকার কে দোষারোপ করছে,, এখন আপনি বলেন, এদের সম্পর্কে আপনার যুক্তি টা কি,, শুধু এরাই নয় আমাদের গ্রামেও আরও এরকম অনেক ফ্যামিলি আছে,, শুধু আমার গ্রামে কেনো, পুরো বাংলা দেশে আছে,,যারা কাজ বাদ দিয়ে সরকার কি করলো না করলো সেটা নিয়ে আলোচনা করবে,,আর দিন শেষে বলবে,এই সরকারের আমলে, আমাদের মতো গরীব রা না খেয়ে মরবে,,আপনি কিন্তু জবাব দিবেন আমার প্রশ্নের
পড়ালেখা শেখার পর যোগ্য চাকরি পায় না।
@@quransunnahlife1876 যারা লক্ষ ঠিক রেখে পরালেখা করে, তারা অবশ্যই চাকরি পায়
সুদের কারবার
Aziz o benjir moto lok Jen ei rokom Mon mansikotar. Lok ei songsthay na thake
Juktitir sathe akmot hote parlm na 3:36
❤
আমরা চ্যাম্পিয়ন
কিরন সাহেব আপনি আসলে একটা পুতুল সরকার যেভাবে নাচায় আপনি নাচেন এখানে বসে বসে😅😅
Winner Titumir College 🥳
❤❤❤🇧🇩🫶❤️🤲👌
বিরোধী দল দারুন।