আপনারা আসছেন, মা কই আমার ! মা আসেনি ? Apan Thikana:152 I Mohsin I Update I RJ Kebria I

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @sabbirahmad4096
    @sabbirahmad4096 2 года назад +82

    আমি একটা বিষয় খেয়াল করলাম, পরিবারের শিক্ষা ব্যক্তির উপর ব্যাপক প্রভাব ফেলে,এবং প্রত্যকেই নিজ পরিবারকে, পরিবারের আদর্শকে নিজের মধ্যে কম বেশি ধারণ করে।
    যেমন ধরুন, অনেককেই দেখেছি নিজেকে ইসলামিকভাবে উপস্থাপন করেছে এবং পরে দেখলাম তাদের স্বজন যারা এসেছে তারাও ইসলামকে ধারণ করে। সুবহানআল্লাহ, প্রত্যেক জিনিসই মূলের দিকে ফিরে আসে।

    • @skalam889
      @skalam889 2 года назад +4

      ঠিক বলেছেন।

  • @trueskillsmuhammadsamim5535
    @trueskillsmuhammadsamim5535 2 года назад +128

    হারিয়া যাওয়া পরিবারের লিষ্ট করা হোক এটা ভাল উদ‍্যোগ

    • @faridakhatun8002
      @faridakhatun8002 2 года назад

      Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah

  • @slsumon2947
    @slsumon2947 2 года назад +82

    আপন ঠিকানা দেখলে শুধু বোবা কান্না আসে, শুধু চিৎকার করে কাঁদতে পারিনা, আমি একটা ভিডিও বাদ দেয় না শত ব্যস্ততার মাঝে ও ভিডিও গুলো দেখি!!!!!

  • @shadatmollah6969
    @shadatmollah6969 2 года назад +17

    আলহামদুলিল্লাহ,,, কাঁদলাম,, এমন অনুস্ঠান পৃথিবীতে আর নেই,,, আল্লাহ তুমি সবাই কে হেপাজত করুন,, কিবরিয়া ভাই ও তার পুরো টিমের জন্য অনেক অনেক দোয়া রইল।

  • @SalamSalam-le8vw
    @SalamSalam-le8vw 2 года назад +95

    বোন দুটি অত্যন্ত ভালো মানুষ। ভালো পরিবারের লোক।কিবরিয়া। ভাইয়ের টিমের জন্য শুভকামনা রইল।

  • @ShahadatHossain-mx7fs
    @ShahadatHossain-mx7fs Год назад +21

    বোন ভাইয়ের কপালে চুমু খাচ্ছে, এর চেয়ে সুন্দর দামি আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ

    • @MdHanif-f8q
      @MdHanif-f8q 7 месяцев назад +1

      ভাই বোনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। বড় বোন মানেই মায়ের মত।

  • @mdnazmularefin4710
    @mdnazmularefin4710 2 года назад +906

    হা হা হা, কিবরিয়া সাহেব, বার বার বলেন কোন টাকা পয়সা, উপঢৌকন নেওয়া হয় না । কিন্ত আমার কাছে মনে হয়, তার থেকে অনেক বড় কিছু নিয়ে থাকেন। আর তা হলো সবার ভালবাসা ও দোয়া। সবাই বলেন, কথা ঠিক কি না ?

    • @saxsaz4955
      @saxsaz4955 2 года назад +25

      দোয়াই।মানুষের।বড়।কিছু।পাওনা

    • @AlaminKhan-ty2in
      @AlaminKhan-ty2in 2 года назад +4

      @@saxsaz4955 ঠিকে

    • @ShakilKhan-mr6md
      @ShakilKhan-mr6md 2 года назад +8

      ঠিক ভাই সবসময় দোয়া করি আল্লাহ তায়ালা কিবরিয়া ভাইকে হায়াত দান করুক

    • @sunrise5747
      @sunrise5747 2 года назад +1

      Right brother, he taking lot of things i will pray for him,

    • @electricbd152
      @electricbd152 Год назад +1

      হুম ঠিক।

  • @Shahriar_Elman
    @Shahriar_Elman 2 года назад +4

    আলহামদুলিল্লাহ। এতটাই অভিভূত হয়েছি যে ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ মহান আল্লাহ সর্ব শক্তিমান।

  • @rukshanaruby1928
    @rukshanaruby1928 2 года назад +44

    আলহামদুলিল্লাহ! সব কিছু সাবলীল আছে। জ্বি আমারও মনে হয় হারানো পরিবারের তালিকা থাকলে আপনাদের কাজ আরও সহজ হবে।

  • @monjuoshikdar6616
    @monjuoshikdar6616 2 года назад +18

    ভিডিও ৫২মিনিট ২৫ সেকেন্ড এসে সত্যি... ভাই বোনের ভালবাসা দৃষ্টান্ত হয়ে থাকবে, ভাই বোনের ছোট বেলার গল্প,মহসিন ভাইয়ের মায়ের আহাজারি,ছেলে কে খুঁজতে খুঁজতে মানসিক ভারসাম্যহীন হয়ে দুনিয়া থেকে বিদায় নিল মা),দোয়া করি আল্লাহ্‌ মহসিন ভাইয়ের মা বাবাকে জান্নাতবাসী করুক আমিন।

  • @juliyanagalvy30
    @juliyanagalvy30 2 года назад +44

    আলহামদুলিল্লাহ অপেক্ষার ফল আড়ালে হাসে ❤️❤️❤️❤️❤️😍😍😍😍

  • @onontochandrashilshil9490
    @onontochandrashilshil9490 2 года назад +6

    আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনেকরি সঠিক সিদ্ধাই নিয়েছেন। সবার জন্য ভালহবে।

  • @zannatsabbir2906
    @zannatsabbir2906 2 года назад +33

    আল্লাহ ভাইটির মা বাবাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন। আমিন

  • @muhammedalazad5570
    @muhammedalazad5570 2 года назад +11

    সিলেটবাসীর পক্ষ হতে অসংখ্য মোবারকবাদ ।দুই বোনের দাওয়াত রইল সিলেট আর লন্ডনে॥

  • @crmmedia269
    @crmmedia269 2 года назад +60

    মা! মা! মা যাদের আছে, তারাই ভাগ্যবান।

  • @delwarhussain3563
    @delwarhussain3563 2 года назад +11

    আলহামদুলিল্লাহ।
    সকল মানুষ ফিরে যাক তার আপন টিকানায় আল্লহর দরবারে এই কামনা রইলো।
    এমন একটি মহতি উদ্ধুগ নেওয়াতে আর জে কিবরিয়া ভাইয়ের জন্য দোয়া শুভ কামনা রইলো।
    যাদের সন্তান বা সদস্য হারিছে তাদের তথ্য বা এড্রেস সংগ্রহ করে রাখার একান্ত প্রযুজন আমি মনে করি।
    যদি এই হারিয়ে যাওয়া সদস্য কোন দিন একানে আসেন তাহলে সাথে সাথে মিলাই দিতে পারবেন।

  • @MonikaMonika-qm2ml
    @MonikaMonika-qm2ml 2 года назад +30

    আলহামদুলিল্লাহ,,,অপেক্ষায় ছিলাম। ❤🇮🇳🇮🇳

  • @atikmdatikulislam2377
    @atikmdatikulislam2377 2 года назад +4

    আলহামদুলিল্লাহ মা নেই শুনে কষ্ট লাগলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে মহসিন ভাই ফিরে পেলেন ওনার দুই বড় বোন এবং তা পরিবারকে আলহামদুলিল্লাহ 💝
    ধন্যবাদ R J Kibria ভাই সহ সবাইকে 💝💝💝

  • @mdsabulmia4493
    @mdsabulmia4493 2 года назад +21

    আলহামদুলিল্লাহ। মহসিন ভাই ফিরে গেল তার আপন ঠিকানাই। সকল প্রশংসা আল্লাহর তাআলা।

  • @ThePeacefullOasis
    @ThePeacefullOasis 2 года назад +9

    সারা জীবনে আমি যদি শুধু মাত্র একজনকে তার পরিবারের সাথে মিলিয়ে দিতে পারতাম তাহলে নিজেকে অনেক সৌভাগ্য মনে করতাম। আর সেখানে আপনি ও আপনার টিম সেঞ্চুরি ক্রস করে আগিয়ে যাচ্ছেন মাশাল্লাহ। আল্লাহ কবুল করুক আপনার এই মহান কাজ।

  • @jharnaroy3280
    @jharnaroy3280 2 года назад +253

    ভাইয়া আমি কোলকাতা থেকেই আপনার সব ভিডিও গুলো দেখি ।ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি ,পৃথিবীর সব নীড় হারানো পাখি যেন ফিরে যায় আপন ঠিকানায় ।নমষ্কার নেবেন ।ধন্যবাদ

  • @fazalahmed4116
    @fazalahmed4116 2 года назад +9

    কিবরিয়া ভাই আমি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জিলা থেকে আপনার সব Basic & Update Video দেখি আপনি কত মানুষের পরিবারের মিলন করে দিয়েছেন ,আল্লা আপনাকে জান্নাতে কোন কিছু না বলে ডুকতে দেন আমি আল্লা তালার কাছে দোয়া করমু ভাই ,আপনি এই রকম কাজ করে চালিয়ে জান ,আল্লা আপনাকে সব চেয়ে বড় জান্নাত দিবেন ভাই,

  • @aminxakir9672
    @aminxakir9672 2 года назад +82

    একমাত্র ছেলে কে হাড়িয়ে মা মৃত্যুর আগে পর্যন্ত মানসিক ভাবে বিপর্যস্ত ছিল, আহারে আজ যদি মা বেঁচে থাকতেন!

    • @rafezasultana214
      @rafezasultana214 2 года назад +1

      উনি আরো কয়েক বছর আগে আসলে পেতেন মা এর দেখা ।

    • @AL-EMRAN313
      @AL-EMRAN313 2 года назад +3

      মায়ের রা এত মায়া করে অথচ সে আমাদের বানায় নি যেই আল্লাহ আমাদের বানিয়েছেন তার না জানি কত মায়া???

    • @bossjamal8228
      @bossjamal8228 2 года назад +1

      এটাই মায়ের ভালো বাশা সন্তান এর জন্য।
      মা ❤️💔❣️
      মা 💛💙💚

  • @misbahkhan4869
    @misbahkhan4869 2 года назад +19

    ১০০ বছরে কত কিছু বদলে গেছে কিন্তু ১৪০০ বছরেও কুরআনের একটি হরফও বদলাইনি

  • @Salma-bb1dr
    @Salma-bb1dr 2 года назад +16

    আলহামদুলিল্লাহ ।অনেক ভালো লাগছে নিজের এলাকার একটা মানুষ আপন ঠিকানা ফিরে পেল। মা বেঁচে নেই এটা একটা আবসুস সবই আল্লাহ্‌র ইচ্ছা। বোনের আদরের ভাই হয় থাকুক আমাদের মহসিন ভাই।

    • @saifislam4753
      @saifislam4753 2 года назад +1

      আমি ক্যান্সারে আক্রান্ত। আমাকে একটু সহযোগিতা করুন। আমি বাচতে চাই।.........।
      I want to live. I'm coming here after I'm helpless. I will pray for you.

  • @মোঃকাউছার-থ৬ঝ
    @মোঃকাউছার-থ৬ঝ 2 года назад +16

    সবার জন্য দোয়া ও ভালবাসা রহিলো যে জেখানে আছে সবাই কে আল্লাহ তুমি সুস্থতা রেখও,, আমিন

  • @arashid7699
    @arashid7699 2 года назад +83

    সুম্মা আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মা-বাবার তুলনা হয় না। এভাবে ফিরে যাক সকল হারিয়ে যাওয়া সন্তান গুলো তার আপন ঠিকানায়। কিবরিয়া ভাই কে ধন্যবাদ।

    • @sabiursabiur6971
      @sabiursabiur6971 2 года назад

      আস্সালামুআলাইকুম আপনি যে কথাটা বললেন সেটা করলে আরও ভাল হয় ৷

    • @MahmudulHasan-ef3us
      @MahmudulHasan-ef3us 2 года назад +1

      আল্লহুম্মা আমিন

  • @md.mohiuddin4589
    @md.mohiuddin4589 2 года назад +4

    ভাই আমি আপনার সাথে একমত। হারিয়ে যাওয়া পরিবারের তথ্য সংগ্রহ করে রাখা উচিত। কাজ সহজে করার জন্য। অবশ্যই ভালো উদ্যোগ।

  • @suzon-vi
    @suzon-vi 2 года назад +439

    একজন মানুষই তাঁর জীবন জুড়েই শুধু
    বিশ্বরেকর্ড করেছেন, তিনি হলেন প্রিয়
    নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

    • @mukulgm1627
      @mukulgm1627 2 года назад +9

      লিল্লাহি্ তাকবীর আল্লাহু আকবর

    • @amisharifraj5245
      @amisharifraj5245 2 года назад +2

      বাবা মা ভাই বোনরাও যেন আপনাদের কাছে যোগাযোগ করে

    • @jamanmiah2647
      @jamanmiah2647 2 года назад

      @@mukulgm1627 z৳aaadSzdssqvq# z

    • @jamanmiah2647
      @jamanmiah2647 2 года назад +2

      @@mukulgm1627 axSx 🦜🧉 🌱

    • @salinabegum6682
      @salinabegum6682 2 года назад +1

      90

  • @marsas7010
    @marsas7010 2 года назад +8

    শুরু থেকে শেষ পর্যন্ত বড় বোনের চোখে পানি ছিলো,,, কাদঁতে ছিলো😢😢😢

  • @md.saalimuddinjaflongsylhet
    @md.saalimuddinjaflongsylhet 2 года назад +48

    আলহামদুলিল্লাহ,, আমাদের সিলেট এর ভাই ফিরে পেলো উনার পরিবার ❤️❤️

    • @InfoBanglaBD1
      @InfoBanglaBD1 2 года назад

      I'm also from Sylhet. Kub valo laglo amader sylhety bhai poribar kuje pelo

  • @MdAli-ej2wo
    @MdAli-ej2wo 2 года назад +9

    হারিয়ে যাওয়া লিষ্ট করা হোক ৷ আপনার প্রতিটা ভিডিও আমি দেখি চোখের পানি ধরে রাখতূ পারি না ৷ এক এক ঘটনা এক এক ভাবে মোড় নিয়ে টার্নিং পয়েন্টে অটোমেটিক চলে আসে ধন্যবাদ আপনার কৌশল ও আপনার মেধার জন্য "

  • @delwarhussain3686
    @delwarhussain3686 2 года назад +14

    আলহামদুলিল্লাহ। ওরা সকলে ই অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ। আল্লাহ সকল কে ভালো রাখুন। ধন্যবাদ দিচ্ছি সংশ্লিষ্ট সবাইকে।

  • @taslimafardocibagum9293
    @taslimafardocibagum9293 2 года назад +6

    হারিয়ে যাওয়া পরিবারের লিস্ট থাকা ভালো উদ্যোগ। আপনি এগিয়ে যান, আল্লাহ আপনার সাথে আছেন, ইনশাআল্লাহ।

  • @KuwaitLifestayel
    @KuwaitLifestayel 2 года назад +53

    আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই জত দেখি তত বেশি ভালো লাগে অনেক বেশি খুসি হলাম মা বড় ধন রক্তের বাঁধন মাকে কখনো ভুলা যায় না 💙🌺💚💚💚💚💚💚💚💚💚

  • @mdalaluddin2624
    @mdalaluddin2624 2 года назад +19

    কিবরিয়া ভাইয়ের ১৫০ বছর আয়ু চাই আল্লাহর কাছে এবং তার সদস্যদের জন্যও।

  • @mukulgm1627
    @mukulgm1627 2 года назад +205

    একটি অক্ষরের খুব ছোট্ট শব্দ মা
    আর এই ছোট্ট শব্দটির ভিতরেই জমানো আছে পৃথিবীর সমস্ত মধু ❤️

    • @faridaalam2298
      @faridaalam2298 2 года назад

      কিবরিয়া ভাই জ্বীনতো আছে !

    • @muktovlog8496
      @muktovlog8496 2 года назад +2

      আলহাদুলিল্লাহ।

    • @mahabubulalam9602
      @mahabubulalam9602 2 года назад

      @@faridaalam2298 জীনের খমতা মানুষের চেয়ে বেশি না

    • @salehabegum9949
      @salehabegum9949 2 года назад +2

      জ্বিন অস্বীকার করার উপায় নেই, তবে জ্বিন নিয়ে কুসংস্কারাচছন্ন হওয়া যাবে না।🙏🏼

  • @meherunnessasharmin8959
    @meherunnessasharmin8959 2 года назад +6

    এক কথায় চমৎকার বিনয়ী পরিবার। আলহামদুলিল্লাহ

  • @mdsarowar8721
    @mdsarowar8721 2 года назад +181

    আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আজ ওই দুই পরিবার যতটা না কান্না করেছে, আমি তার চেয়েও বেশি কান্না করেছি। জানিনা এতো চোখের পানি কোথা থেকে আসে।

    • @bedanabegam8301
      @bedanabegam8301 2 года назад +3

      Allah.sob.parin.amin.

    • @robi7497
      @robi7497 2 года назад +2

      seme to u bro

    • @nurmd3689
      @nurmd3689 2 года назад +1

      মাশাআল্লাহ দোয়া রইলো।

    • @mdabdulsalam516
      @mdabdulsalam516 2 года назад +1

      আলহামদুলিল্লাহ

    • @samiulsheikh6031
      @samiulsheikh6031 2 года назад +1

      আমার চাঁচত ভাই অনেক বছর হলো হারিয়ে গেছে নাম শুকুর আলী সুন্দর করে চেহারা

  • @aliakberkuwaity7969
    @aliakberkuwaity7969 2 года назад +5

    কিবিরিয়া ভাই আপনার যে মন্তব্য করেছেন সেটা ৯৫% ঠিক আছে চালিয়ে যান ইনশাআল্লাহ 🌹👍

  • @mahabub1508
    @mahabub1508 2 года назад +14

    আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ মহান দোয়া রইলো মহসিন ভাইয়ের জন্য 🤲🇰🇼

  • @shamimosman5077
    @shamimosman5077 2 года назад +7

    আলহামদুলিল্লাহ মহসিন ভাই তার পরিবার পিরে পেলেও শুভকামনা রইলো মানবতার ফেরিওয়ালা কিবরিয়া ভাই।

  • @নুর7455
    @নুর7455 2 года назад +119

    ভাইয়া আপনি যে প্রস্তাব রেখেছেন সেটা যুক্তিযুক্ত, আপনি কাজ চালিয়ে যান,ইনশা আল্লাহ কামিয়াবি আসবে।

    • @skjoy105
      @skjoy105 2 года назад +4

      100%

    • @shahenazislam1677
      @shahenazislam1677 2 года назад +4

      আপনার কাজ চেষ্টা চালিয়ে জান

    • @mdsamrul2474
      @mdsamrul2474 2 года назад +1

      @@shahenazislam1677 m

    • @saifislam4753
      @saifislam4753 2 года назад +2

      আমি ক্যান্সারে আক্রান্ত। আমাকে একটু সহযোগিতা করুন। আমি বাচতে চাই।.........।
      I want to live. I'm coming here after I'm helpless. I will pray for you

    • @নুর7455
      @নুর7455 2 года назад +2

      @@saifislam4753 দোয়া রইলো ভাইয়া, আল্লাহ্‌ আপনাকে সুস্থ করে দিন, আমিন

  • @lackyaktartamanna5124
    @lackyaktartamanna5124 2 года назад +11

    আলহামদুলিল্লাহ ভিডিও টা সফল, ভাইয়া আপনি যে বিষয়ে মতামত জানতে চেয়েছেন, আমরাও সে বিষয়ে একমত, তাতে করে সহজেই হারিয়ে যাওয়া মানুষের পরিবার পাওয়া যাবে, একটা ফোন নাম্বার দিলে অনেক বেশি ভালো হয়, মানুষ সহজেই যোগাযোগ করতে পারবে। এবং লিস্ট করা হলে বোজা যাবে কত গুলো মানুষ হারিয়ে গেছে তাদের পরিবার থেকে, কোনো এক সময় হয়তো কেউ হারিয়ে গেলে সবার আগে আপনাদের কাছেই আসবে ইনশাআল্লাহ। অনেক দোয়া ও শুভকামনা।

  • @abusufiyan6168
    @abusufiyan6168 2 года назад +15

    ধন্যবাদ কিবরিয়া ভাই, আমাদের কানাইঘাটের একজন ভাইকে তার আপন নীড়ে ফিরিয়ে দেওয়ার জন্য, আল্লাহ সহায়ক।

  • @আমরাপ্রবাসী-ণ৮ণ

    আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হইলাম কিন্তু ভিডিও দেখা কালীন কখন যে চোখের পানি গড়িয়ে পড়তে লাগল বুঝতে পারিনি, আল্লাহপাক সবাইকে নেক হায়ার দান করুন এরকম পরিবার হারা যত পরিবার আছে সবাই যেন তার ফ্যামিলিকে ফিরে পায়,

  • @MdmonirulIslam-vh3io
    @MdmonirulIslam-vh3io 2 года назад +23

    অত্যন্ত উজ্জ্বল, স্বিগীয় হাসির একজন মহা মানবি আমরা এবং আমাদের দেশের মানুষ গুলো তাঁর কাছে চিরঋণী

  • @moyeenuddinkhan2656
    @moyeenuddinkhan2656 2 года назад +6

    আলহামদুলিল্লাহ """"" এতো বছর পরে পরিবার খুঁজে পাওয়া যায় """"" এটা হচ্ছে আল্লাহর দয়া ,,,,, আর আপনাদের উছিলায়,,,,,,,,
    আল্লাহ তালায় যেন সবাইকে উত্তম যে যা দান করেন,,,,,,,,,
    মায়ের কষ্ট শুনে আমার ও অনেক কষ্ট হয় দুঃখের বিষয় হলো মা সন্তান কে দেখতে পেল না ।
    আমি জানি মা বাবা কতো বড় সম্পদ কারণ আমি মা বাবা হারিয়েছি,,,,,,,,,,
    শুকরান জাযাকাল্লাহু খাইরান ।
    স্যার আমি ইউটুব আগে তেমন দেখতাম না এখন সুধু এই সব ভিডিও দেখতে ভালো লাগে।
    (হাফিজ আব্দুল হক সৌদি প্রবাসী)

  • @majedulislam844
    @majedulislam844 2 года назад +84

    আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার কাছে লাখো সুকরিয়া আরেকটা পরিবার হারা সন্তান তার পরিবার ফিরে পেলো কিবরিয়া ভাই এবং তার পুরো টিমের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময়ের জন্য

  • @maksudasheikh2930
    @maksudasheikh2930 2 года назад +4

    মুহসিন ভাই আলহামদুলিল্লাহ এতো বছর পর মা কে পাননি, দুটু বড় বোন কে পেয়েছেন, বড় বোনরা ছোট ভাইকে নিজেরগ সন্তানের মতোই আদর করে ভালো বাসে আর ভাগনেরাও যেনো বাবার ছায়া । আমার ছেলে মেয়েরা তো মামা৷ বলতে অস্থির, অনেক পছন্দ করে মামাদের কে। আর আমার ভাইয়েরাও।

  • @afrannisho3577
    @afrannisho3577 2 года назад +217

    মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে কেউ নেই ❤️❤️

  • @monowarhossain9094
    @monowarhossain9094 2 года назад +6

    পৃথিবীর সব বোনেরা তার ভাই কে পাগলের মত ভালবাসে, বেঁচে থাকুন ভাই।

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 2 года назад +17

    আলহামদুলিল্লাহ ।অনেক খুশি হলাম মহসিন ভাই পরিবার ফিরে পাওয়াতে। অনেক ধন্যবাদ সবাইকে।

    • @saifislam4753
      @saifislam4753 2 года назад

      আমি ক্যান্সারে আক্রান্ত। আমাকে একটু সহযোগিতা করুন। আমি বাচতে চাই।.........।
      I want to live. I'm coming here after I'm helpless. I will pray for you

  • @tasmiahtahsin1345
    @tasmiahtahsin1345 2 года назад +10

    আহারে আম্মা কোথায় এটা শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার😭😭😭😭

  • @asaduzzamanasad9843
    @asaduzzamanasad9843 2 года назад +19

    আলহামদুলিল্লাহ। অপেক্ষার করলে আসলে ভালো কিছু পাওয়া যায়।এটাই তার উদাহরণ।

  • @joynulislam9418
    @joynulislam9418 2 года назад +2

    আলহামদুলিল্লাহ অসাধারণ একটা আপডেট ভিডিও আজকে দেখলাম আলহামদুলিল্লাহ

  • @humanitymeanslife
    @humanitymeanslife 2 года назад +112

    মাকে হারিয়েছি ১০ বছর হলো আমি জানি মা না থাকা কতটা কষ্টের

    • @najmulkk1267
      @najmulkk1267 2 года назад +11

      মাহান আল্লাহ আপনার মাকে জান্নাত দান করুক

    • @muthalibmuthalib1171
      @muthalibmuthalib1171 2 года назад +2

      intadul Rahman. মা নেই তো দুনিয়ার সুখ শেষ।তবে আপনার মায়ের জন্য দোয়া করবেন।এটাই আপনার মায়ের জন্য প্রয়োজন।

    • @saifislam4753
      @saifislam4753 2 года назад

      আমি ক্যান্সারে আক্রান্ত। আমাকে একটু সহযোগিতা করুন। আমি বাচতে চাই।.........।
      I want to live. I'm coming here after I'm helpless. I will pray for you

  • @salamsheikh6872
    @salamsheikh6872 2 года назад +3

    আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি আপডেট ভিডিও দেখলাম,ভাই বোন এর ভালোবাসায় সত্যি মুগ্ধ হলাম। ভাই বোন এর সম্পর্ক এমনই হওয়া উচিত, খুবই ভাল লাগলো। আর কিবরিয়া ভাই যে বিষয় আলোচনা করলেন হারানো লোকের সন্ধানে যারা অফিসিয়াল আনঅফিশিয়াল ভলেন্টিয়ার এর কাছে তাদের নাম ঠিকানা মোবাইল দিচ্ছেন, সেটা আপন ঠিকানায় ডাটাবেইজ হিসেবে সংরক্ষণ করে রাখা যেতে পারে। যখন এর মধ্যে কেউ আপন ঠিকানায় বেসিক ভিডিও তে আসবেন,তখন সহজেই চিহ্নিত করা সম্ভব হবে, তারপর আগের প্রক্রিয়ায় সব তথ্য অনুসন্ধান করে ১০০% নিশ্চিত হয়ে তারপর আপডেট ভিডিও করা যাবে। এর ফলে হয়তো অল্প সময়ের মধ্যে বেসিক ভিডিও সফলতা পাবে এবং সময়ক্ষেপন কম হবে। এটা অবশ্যই ভাল আইডিয়া। আমার মনে এতে ভাল ফল আসবে।

  • @আমারশখ-ঝ৪ঠ
    @আমারশখ-ঝ৪ঠ 2 года назад +23

    হারিয়ে যাওয়া পরিবার নিয়ে পরিকল্পনা টা খুব ভালো।
    আরো সহজ ও সাবলীল হবে।

  • @AbdurRAHMAN-ro8ib
    @AbdurRAHMAN-ro8ib 2 года назад +2

    কি এক অপুর্ব মিলন মেলা ৷চুখে পানি আসে ৷শুকরিয়া কিবরিয়া

  • @MdArif-pq4cq
    @MdArif-pq4cq 2 года назад +12

    আলহামদুলিল্লাহ বেসিক ভিডিও শুরু থেকে দেখেছিলাম আর বলেছিলাম এ আঙ্কেল ও তার পরিবারের কাছে ফিরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চায় আজ পরিবারের সাথে সমস্ত কিছু মিলে যাবে ইনশাআল্লাহ

  • @mdmoniruzzamanmonir916
    @mdmoniruzzamanmonir916 2 года назад +3

    আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভিডিও দেখেছি এতো কান্না করিনাই আজ যতোটা কান্না করলাম । ভাইয়া আমার তরোফ থেকে মহাসিন আঙ্কেলের জন্য শুভকামনা রইলো। সবাই মিলে ভালো থাকবেন

  • @Arshilvlog2551
    @Arshilvlog2551 2 года назад +11

    আলহামদুল্লিলা ভাইয়া সত্যিই আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা এরকম একটা আপন ঠিকানার উদ্দেগ নেওয়ার জন্য আল্লাহ্ আপনাকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখুক এবং আপনার টিম মেম্বার ও

  • @mhrbhuiyanshaheen5994
    @mhrbhuiyanshaheen5994 2 года назад +1

    Excellent job 👏 👍 by RJ Kebria . Shukria to almighty Allah

  • @abdulmannanb1127
    @abdulmannanb1127 2 года назад +32

    মায়ের একটা ছেলে যে কত আদরের সেইটা আমি অনুভব করতে পারি আমি আমার মায়ের এক ছেলে মাত্র এক রাত হারিয়ে গিয়েছিলাম মিরপুর ইস্টুডিয়াম থেকে যখন সকালে মাকে পাই তখন দেখি আমার মা মামা সবাই মিলে বেবি টেক্সি, রিক্সার উপর মাইক বাদছিলো আমার মায়ের চোখ দুইটা তখন দেখছি প্রায় ৩০-৩৫ বছর পর আজও ভুলতে পারি না মায়ের সেই অবস্থা টা আমার মা আর বেচে নেই আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক 🤲🤲🤲

    • @MdAsif-vk7ne
      @MdAsif-vk7ne Год назад

      ২০০৫ এর আগে কাটের বেবি টেক্সি ছিলো তেলের

  • @mdjuelr2247
    @mdjuelr2247 2 года назад +3

    এর নামই ভাই বোনের ভালোবাসা ❤️❤️❤️

  • @mamonmia7540
    @mamonmia7540 2 года назад +22

    জননী যেমনই হোক বেঁচে থাকা ই একটি রহমত।

  • @Master_of_Mystic_Arts
    @Master_of_Mystic_Arts 2 года назад +8

    খুবই সচ্ছ একই সাথে কষ্ট ও আনন্দ মিলে আপডেট ভিডিওর মধ্যে এটাই আমার কাছে সবচেয়ে বেশি আবেগী করে তুলেছে। ❤️❤️❤️❤️❤️

  • @ulfatshek4560
    @ulfatshek4560 2 года назад +12

    আলহামদুলিল্লাহ
    ইয়া আল্লাহ্ আপনি এই টিমের সবাইকে উত্তম জাঝা দান করুন ।আমিন

  • @mbhhghghugfffd674
    @mbhhghghugfffd674 2 года назад +1

    Thanks for Tuhin vai 💖💖💖

  • @NurulIslam-ex1hf
    @NurulIslam-ex1hf 2 года назад +7

    আলহামদুলিল্লাহ। অসাধারন মুহূর্ত। মাশাআল্লাহ। I am speechless.

  • @mdrajibhossain6733
    @mdrajibhossain6733 2 года назад +2

    এভাবে পরিবারে মিলন দেখে মনটা ভরে যায়, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আমিন।

  • @mdashraf0073
    @mdashraf0073 2 года назад +33

    মায়ের মাঝে এমন একটা জিনিস পাওয়া জায় জার মা আছে সেই বুঝে মা কি জিনিস আল্লাহ আমাদের সাবাইকে সুস্ত রাখুক আমিন 🤲🤲

  • @rojabali7833
    @rojabali7833 2 года назад +1

    আলহামদুলিল্লাহ ভাইজান এগিয়ে জান আমরা তোমার সাথে আছি ভারত বাংলা থেকে লিখছি

  • @solimanbadsha8686
    @solimanbadsha8686 2 года назад +31

    আসসালামুয়ালাইকুম কিবরিয়া ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক দোয়া রহিলো সবার জন্য আল্লায় জাতে সবাইকে ভালো রাখে

  • @almamun1464
    @almamun1464 2 года назад +7

    আশসালামোআলায়কুম শ্রদ্ধেয় কিবরিয়া ভাই, যারা পরিবারের সন্ধানে আপনার কাছে আছে ,কাউকে ফিরিয়ে দিবেন না।

  • @selinaakter7706
    @selinaakter7706 2 года назад +21

    আলহামদুলিল্লাহ। দোয়া করি ভাই-বোনের এই মহব্বত যেন চিরঞ্জীব থাকে।

  • @azadahmed4627
    @azadahmed4627 2 года назад +1

    উনি বর্তমানে আমার এলাকার বাসিন্দা, খুব ভালো মানুষ আহ্ উনার ভিডিও দেখে চুখের পানি ধরে রাখতে পারিনি, দোয়া ও আর্শিবাদ রইলো সবার প্রতি।

    • @marziabegum5093
      @marziabegum5093 2 года назад

      Bhai apnar Bari kon grame, ame bordesh bari

  • @MdIqbal-ch3ds
    @MdIqbal-ch3ds 2 года назад +10

    আসসালামু আলাইকুম ভাই। আমরা চাই যেই ভাবেই হোক ভিকটিম যেন তাদের পরিবারকে পিরে পায়।ডাটাবেইজ সংরক্ষণ করা বলে আমি মনে করি।

  • @MdFaruk-gw7uj
    @MdFaruk-gw7uj 2 года назад +8

    আলহামদুলিল্লাহ অনেক খুশি হইল মহসিন ভাই ওনার পরিবার পাইছে।। ওকে সবাই ভালো থাকেন আললাহাফেজ।।

  • @afrozamalek2711
    @afrozamalek2711 2 года назад +15

    সুখ দুঃখ সব মিলেমিশে একাকার খুব সুন্দর মূহুর্ত ❤️❤️❤️

  • @mintumia5642
    @mintumia5642 2 года назад +2

    মামা তুমি কোথায় ফিরে আসো হাঁ এমন একটি মন্তব্য আমার চোখে পড়েছিল।

  • @ssssss3609
    @ssssss3609 2 года назад +17

    আলহামদুলিল্লাহ,, সবার মুখে হাসি দেখলে,, মনটা খুশিতে ভরে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের শেষ নাই

  • @jasimuddinjibon5435
    @jasimuddinjibon5435 2 года назад +2

    আলহামদুলিল্লাহ চুমা আমিন
    আপন ঠিকানা এর ভিডিও গুলো দেখলে চোখে পানি এমনি এমনি চলে আসে।

  • @mistimeye6941
    @mistimeye6941 2 года назад +51

    এই অনুষ্ঠানটা যত দেখছি,ততই মুগ্ধ হচ্ছি।অসম্ভব ভালো কাজ করে যাচ্ছেন প্রিয়
    ভাই💞💕

    • @mdjosimuddin4132
      @mdjosimuddin4132 2 года назад

      আসসালামুয়ালাইকুম ওয়ারামাতুল্লাহ কিবরিয়া ভাই। আপনাকে কেউ ছালাম পাঠায় তার উত্তর হবে আসসালামু আসসালামুয়ালাইকুম ওয়ারামাতুল্লাহ।

  • @gardenfriends4939
    @gardenfriends4939 2 года назад +3

    অভিভাবক ও সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।

  • @smnasir6239
    @smnasir6239 2 года назад +12

    অনেক অনেক দোয়া ও শুভকামনা 🙋 ভাইটির জন্য 🙋🥰 শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে 🤲 এই ভাইটি ও তার পরিবার ফিরে পেলো ❤️🥰

  • @EKLAANAS
    @EKLAANAS Год назад +1

    বড় বোন মায়ের মতো, ছোট বোনের কথা গুলো অনিন্দ সুন্দর। দুই বোনের এক ভাই।

  • @mdbayzidahmad587
    @mdbayzidahmad587 2 года назад +44

    এতক্ষণ ধরে শুধু অপেক্ষা করছি কখন আসবে মুহসিন ভাইয়ের পরিবারের সদস্যরা আলহামদুলিল্লাহ আমরা আশা নিয়েই বসছি আজকে ভিডিও দেখতে মুহসিন ভাই ফিরে যাবে তার আপন ঠিকানায়

    • @mdzakirkan3018
      @mdzakirkan3018 2 года назад +1

      ভাইয়া আমার মনে র গবির থেকে আপনাকে জানাই ওনেক ওনেক বাল ভাষা ভাইজান আপনার বিড়িও গুল দেখি চোখের পানি দরে রাকতে পারিনা ভাইয়াআপনার জন্য ওনেক ওনেক দোয়া রইল আমার পখ থেকে। জে বাবে সহজে মানুষ আপনার সাথে কথা বলতে পারে সেই। বেবসতা করবেন। ই

  • @syeedquashem7129
    @syeedquashem7129 Год назад +1

    It's midnight and you are really great brother.

  • @taxandvathome8242
    @taxandvathome8242 2 года назад +11

    আলহামদুলিল্লাহ।
    আজকে এই পরিবারটার মিলন দেখে অনেক ভাল লাগছে।

  • @alponarahman7482
    @alponarahman7482 2 года назад +4

    অাপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ইনশাআল্লাহ ভালোই হবে। অামারও মনে হয় ডাটা এন্ট্রি করে রাখলে পরিবার ফিরে পাওয়া অারও সহজ হবে।

  • @mdganiahmed9405
    @mdganiahmed9405 2 года назад +15

    হারিয়ে যাওয়া মানুষ গুলোর এতো বছর পর পরিবার ফিরে পাওয়ার যে মিলন মেলে,এটা দেখে সত্যি খুব আনন্দে মন্টা ভরে যায় আমাদের

  • @mdmintukazi943
    @mdmintukazi943 2 года назад +2

    কিবরিয়া ভাই কি লিখব ভাষা খুঁজে পাইনা সেলুট ভাই, আপনাদের সকলকে

  • @MdBelal21736
    @MdBelal21736 2 года назад +37

    ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর,যাদের বোন নাই তারা এটা বুজবে না।

  • @abdulalimd1776
    @abdulalimd1776 2 года назад +4

    বড় বোনের কথা শুনে কান্না আসলো ।

  • @mdrajuahmed8889
    @mdrajuahmed8889 2 года назад +40

    পৃথিবীর সকল মা বাবাকে
    আল্লাহ যেনো সব সময় ভালো রাখেন
    সুস্থ রাখেন 🌹🌹আমিন🌹🌹🙏🙏🙏

  • @firozahmed6607
    @firozahmed6607 2 года назад +6

    আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই আমি যখন এই মেছেজ লিখতেছিলাম চোখের কোনে পানি এসে গেছে এর কারণ হচ্ছে আমার মায়ের কথা ভেবে আমার মা দেখতাম নামাজের পরে বিছানায় বসে বসে কাঁদতেন ওনার হারিয়ে যাওয়া সন্তানে জন্য। আমি হারিয়ে যাওয়া কথা বল্লেও উনি আসলে আমার আর একজন বড় ভাইয়ের সাথে রাগারাগি করে চলে গেছেন আজ অবধি আমাদের সাথে যোগাযোগ করেন নাই। উনার তখনকার বয়স ছিল ১০-১৫ বৎসর বয়স এখন থেকে ৩০-৩৫ বৎসর আগের গঠনা আমার মায়ের শেষ বয়সে ছেলেকে দেখার আকুতি মায়ের বুকে ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভাই পিলিজ অনুরোধ করছি আল্লাহপাক আপনার ভালো করবেন।

  • @mdNazrulIslam-qe3fg
    @mdNazrulIslam-qe3fg 2 года назад +15

    আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,,,, বিপদ আপদ থেকে রক্ষা করেন সুস্থ সুন্দর ভাবে যেন জীবন যাপন করার তৌফিক দেন এবং এভাবে গরীর অসহায় মানুষের পাশে ধারান,,,আই স্যালুট ভাই🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @monikaakter871
    @monikaakter871 2 года назад +1

    আলহামদুলিল্লাহ, আজকেই ইউটিউব এ দেখলাম,যদিওবা আগে থেকেই ইউটিউব সাবস্ক্রাইব করা তবুও ফেসবুকেই দেখতে ভালো লাগতো।কিন্তু আজকে ফেসবুকে কথা আসছিলোনা।তাই ইউটিউব এ দেখলাম।